সাম্প্রতিক খবর

এপ্রিল ২, ২০২১

দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, স্বীকৃতি আন্তর্জাতিক সংস্থার

দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, স্বীকৃতি আন্তর্জাতিক সংস্থার

ভারতের উচ্চশিক্ষা মানচিত্রে সাফল্যের উত্থান ঘটল কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

সাংহাই র‌্যাঙ্কিং ২০২০ অনুযায়ী দেশের একমাত্র রাজ্য সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরার শিরোপা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।

আন্তর্জাতিক ক্ষেত্রের এই সম্মানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে তিনি লিখেছেন, ‘‘Shanghai Ranking 2020-এ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির র‌্যাঙ্কিং অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের মধ্যে যোগ্যতা ও কৃতিত্বের জন্য প্রথম স্থান পাওয়ায় আমি খুশি হয়েছি। ভারতের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও CU তৃতীয় স্থান পেয়েছে। এই সাফল্য গোটা রাজ্যের জন্য একটি গর্বের মুহূর্ত। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সব শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।’’