Khadi fashion show on September 2 at Madhusadan Mancha

The State Khadi and Village Industries Board (KVIB), under the inspiration of Chief Minister Mamata Banerjee, is organising a fashion show on September 2 at 5 PM at Madhusadan Mancha, Kolkata.

The show is being choreographed by Niloy Sengupta. Well-know models would walk the ramp wearing garments made of muslin, garments which would combine tradition and modernity. Several popular singers would present songs.

Several popular personalities from different fields long with State Cabinet minister would be present at the show.

 

ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতিভূ খাদির এক অনন্য ফ্যাশান শো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের ব্যবস্থাপনায় আগামী ২রা সেপ্টেম্বর ২০১৭, বিকেল ৫’টায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বিশিষ্ট নৃত্য পরিচালক শ্রী নিলয় সেনগুপ্তর পরিচালনায় এক বিশেষ ফ্যাশান শো।

এই অনুষ্ঠানে উপস্থাপিত হবে আধুনিক ও ঐতিহ্যসমৃদ্ধ মসলিন বস্ত্রসম্ভার। এই ফ্যাশান শো-তে র‍্যাম্পে হাঁটবেন স্বনামধন্য মডেলগণ, এর সঙ্গে জনপ্রিয় গায়ক গায়িকাগণ পরিবেশন করবেন সঙ্গীত।

এই মহতী অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি এবং বৈদ্যুতিন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন করবেন আইন ও স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।

Source: Aajkal

State Govt facilitating delivery of ‘Ashwin Package’ for Bengalis residing overseas

Only a few weeks are left for Durga Puja. So orders for articles used during Durga Puja are coming thick and fast to exporters and vendors in Bengal.

The Bengali Association of Yorkshire in England has placed orders with the State Government for 8,000 of the red lotuses of Bankura. The government-run West Bengal Agro Industries Corporation Ltd. (WBAIC) is coordinating with the lotus growers in Bankura district.

Quite a few associations in London have conveyed to the State Government the need for other essential articles too – dhan (paddy leaves), durba (a type of grass), baelpata (leaves of wood apple trees), kola-bou (a stem of a banana plant decked up as a woman), etc. WBAIC is facilitating all requirements for these overseas Durga Puja committees.

After England, now the Bengali associations of USA too are showing a lot of interest in asking the Bengal Government to fulfil their requirements.

Naturally, all this is also leading to farmers and cultivators feeling happy, and what better gift than this during the Puja season.

 

লন্ডনে মিলবে কলাবউ, ধান-দূর্বা’র ‘আশ্বিন প্যাকেজ’

পুজো শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই ইয়র্কশায়ার বাঙালি অ্যাসসিয়েশন আট হাজারটি বাঁকুড়ার লাল পদ্মের অর্ডার পাঠিয়েছে রাজ্যের কাছে। রাজ্যের কৃষি শিল্পোন্নয়ন নিগমের কর্তারা বাঁকুড়ার জলপদ্মের চাষিদের সঙ্গে যোগাযোগ করেছে।

লন্ডনের বেশ কিছু ক্লাব আগে থেকেই রাজ্যের কাছে জানিয়েছিল, শুধু পদ্মফুলই নয়, পুজোর অন্যান্য সরঞ্জাম হিসেবে ধান, দূর্বা, বেলপাতা, কলা-বউ এরও চাহিদা আছে তাদের। এবার সব চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে রাজ্য কৃষি শিল্পোন্নয়ন নিগম তাদের ‘আশ্বিন প্যাকেজ’ নিয়ে।

লাল পদ্ম, ধান, দূর্বা, কলা বউ নিয়ে আশ্বিন প্যাকেজে থাকছে পুজোর প্রয়োজনীয় নানান ধরনের উপকরণ।

লন্ডনের দুর্গাপুজো কমিটিগুলোর বিপুল চাহিদার ফলে লাভের মুখ দেখছে বাংলার চাষিরা। এরফলেই আরও উৎফুল্ল হয়েছে কৃষি ও শিল্পোন্নয়ন নিগম। আশ্বিন প্যাকেজের কথা জানতে পারছে আমেরিকার কিছু পুজো উদ্যোক্তারা। ‘লন্ডনের পরে এবার আমেরিকা যাবে বাংলার কলা বউ’ গৌরবের সঙ্গে বললেন রাজ্যের এক শীর্ষ আধিকারিক।

Source: Khabar 365 Din

 

Abhishek Banerjee demands filling of vacancies of judges in High Court

Trinamool Congress MP Abhishek Banerjee has urged the Centre and the Union Ministry of Law and Justice to take initiatives to appoint an adequate number of judges in Calcutta High Court. Banerjee is all set to raise the issue in the next session of Parliament.

Out of the sanctioned strength of 72 judges, there are only 34 functional judges. Therefore, there are 38 vacancies, or approximately 53 per cent. Taking into account retirements and routine transfers, this percentage would rise to 66 in the next six months.

Abhishek Banerjee said, “Such colossal vacancies will lead to a substantial increase in the burden of judicial and administrative work to be discharged by the existing judges, despite higher disposal rates compared to other High Courts”.

He further stated that Calcutta High Court has faced the brazen apathy and indifference of the political executive with respect to the filling up of vacancies.

Firstly, he said that the names of seven members of the Bar have been recommended by the collegium of the Supreme Court to the Central Government for elevating them as judges of Calcutta High Court along with recommendations for the elevation of judges of other High Courts a long time back. Yet no action has been taken on those recommendations.

Secondly, while the functional strength of the other High Courts has increased by the day, vacancies of judges of the Calcutta High Court have remained.

However, he further stated, an appointment of seven or some more judges, if at all, would also not bring any substantial change in the functional strength because of the ensuing retirements. He therefore urged that immediate action be taken to appoint a maximum number of judges to prevent the justice delivery system from collapsing.

The MP also observed that by adopting a step-motherly attitude a particular High Court would be rendered ineffective.

Source: Millennium Post

 

হাইকোর্টে বিচারপতির পদ পূর্ণ করতে হবেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

হাইকোর্টে অর্ধেকের বেশি বিচারপতির পদ শূন্য। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে করলেন তৃণমূল যুবনেতা ও লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের আসন্ন অধিবেশনে এই বিষয়ে তিনি সরব হবেন বলেও জানিয়েছেন।

কলকাতা হাইকোর্টের বরাদ্দকৃত বিচারপতি পদের সংখ্যা ৭২। অথচ বর্তমানে মাত্র ২৮ জন বিচারপতি রয়েছেন। লিখিত বিবৃতিতে অভিষেক কেন্দ্রের ওই আচরণকে স্বৈরাচারী বলে দাবি করেছেন। তিনি বলেন, হাইকোর্টে বিচারপতির পদ শূন্য পড়ে থাকলে বিচার ব্যবস্থাই বিপন্ন হবে।

অভিষেকের দাবি, রাজ্যের বিচারপ্রার্থীদের হয়রানি সত্ত্বেও কেন্দ্রের সরকার উদাসীন। তিনি বলেন, এই রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রের সর্বোচ্চ কর্তার নেপথ্যে মদত রয়েছে। রাজ্যকে বেকায়দায় ফেলাই তাদের একমাত্র উদ্দেশ্য।

তাঁর মতে রাজ্যের শূন্যপদে বিচারপতি নিয়োগে এই উপেক্ষা আসলে কেন্দ্রের রাজনৈতিক চাল। নানা ক্ষেত্রে কেন্দ্রের এনডিএ সরকার রাজ্যের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করে চলেছে, হাইকোর্টের বিচারপতি পদ পূরণে অবহেলা তারই অঙ্গ বলে মনে করে তৃণমূল। কেন্দ্রের আইন মন্ত্রীর কাছেও অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।

 

Haringhata Meat to sell lip-smacking snacks at Durga Puja pandals

Haringhata Meat, run by the Department of Animal Husbandry of the Bengal Government, will set up stalls at Durga Puja pandals to sell healthy snacks. Popular food items like chicken cutlet, kebabs, nuggets, chicken sausage, chicken popcorn etc will be sold at attractive prices.

Ready-made food items have already become a rage at ‘Haringhata Meat’ outlets in the city. Apart from raw meat, snacks like chicken cutlet or kebabs are popular among people at these outlets. This is the first time that ‘Haringhata Meat’ has decided to set up stalls at Durga Pujo pandals.

Durga Puja pandals receive a footfall of lakhs of people. It is expected that the stalls of ‘Haringhata Meat’ will receive an overwhelming response from the people.

 

কাবাব, কাটলেট, চিকেন পপকর্নের পসরা সাজিয়ে মণ্ডপে মণ্ডপে হরিণঘাটা মিট

শারদোৎসবে একশো শতাংশ স্বাস্থ্যসম্মত খাবারের স্টল নিয়ে হাজির হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের ‘হরিণঘাটা মিট’। এইসব স্টলে বাজারচলতি দামের চেয়ে কমেই মিলবে হাতে গরম চিকেন কাটলেট, বাহারি কাবাব, মুচমুচে নাগেটস, চিকেন সসেজ কিংবা চিকেন পপকর্ন।

হরিণঘাটা মিটের যেসব আউটলেট রয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপাশি চিকেন কাটলেট, চিকেন কাবাবসহ একাধিক রেডিমেড খাবারের আইটেম রয়েছে।

কলকাতার বিগ বাজেটের পুজোমণ্ডপে ‘হরিণঘাটা মিট’ এর নিজস্ব স্টল নজর কাড়বে। এভাবে বিগ বাজেটের একাধিক পুজোমণ্ডপে স্টল দেওয়ার সিদ্ধান্ত এই প্রথম।এবার পুজোয় নামীদামি একাধিক মণ্ডপের পাশে সুস্বাদু খাবারের গন্ধে ভিড় বাড়বে খাদ্যরসিকদেরও।

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের পক্ষ থেকে পুজোমণ্ডপে স্টল চালানো হবে। পুজোর প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সেখানে স্টল থাকলে সহজেই মানুষের কাছে পৌঁছানো যাবে।

Source: Bartaman

Eco Park decks up for the Puja season

Eco Park in New Town, the township on the outskirts of Kolkata, is getting decked up for upcoming Puja season.

Since hundreds of people visit the park every day, there is always a demand for something new. So the latest addition has been the installation of lighting decorations, starting from gate number 2. A board with a designer ‘Swagatam’ written on it in multicoloured hues of lighting welcomes the visitor. Similar boards line up the entire route to right inside the park.

These decorations are becoming a big attraction, and benefitting from them are not only Eco Park but Mother’s Wax Museum too, the reason being that one can get a wonderful bird’s-eye view of the lighted-up park from there.

Very soon, seven wonders of the world will also be unveiled at Eco Park.

 

পুজোয় সাজছে ইকো পার্ক

আন্তর্জাতিক স্তরে নিউটাউনের ইকো পার্ক উঠে আসার পর থেকেই এই পার্ককে ঘিরে মানুষের উৎকণ্ঠার শেষ নেই। প্রতিদিনই এই পার্কে মানুষের যে পরিমাণ ঢল নামে তাতে তাদের চাহিদাতে নতুন কিছু পাওয়ার আশা বাড়তে থাকে নিত্যদিন।

আর মাত্র কয়েকদিন বাকি বাঙালির বৃহৎ উৎসব দুর্গাপুজোর। ইকো পার্ককে ভ্রমণার্থীদের সামনে সাজিয়ে তুলে এক আন্তর্জাতিক মর্যাদায় তুলে ধরতে বদ্ধপরিকর হিডকো। আর তার জন্যই এবার এই পার্ককে এক স্বপ্নালোকের আলোর আভায় সাজিয়ে তোলা হয়েছে। যেখানে ইকো পার্কের ২ নম্বর গেটের প্রবেশপথেই দেখা যাচ্ছে উজ্জ্বল কিন্তু রঙিন আলোর ছটায় ‘স্বাগতম’ লেখাটিকে।

আর তারপর পার্কের ভিতরের অংশে যতই প্রবেশ করা হবে তার সঙ্গেই এই আলোর রঙিন লেখা দেখার সুযোগ ততই বাড়বে। এই আলোর খেলা দেখতে বর্তমানে এই পার্কে সন্ধ্যার পর থেকে মানুষের ঢল বাড়তে দেখা যাচ্ছে। তার সঙ্গেই ভিড় বাড়ছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামেও। সেখান থেকেই সন্ধ্যার পর এই ইকো পার্কের রঙের খেলা দেখে যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে ভ্রমণার্থীরা।

Source: Khabar 365 Din