Bengal Govt to double power supply during Ganga Sagar Mela

The State Government has decided to double the power supply to Sagar Island during the Ganga Sagar Mela from 8.9 million units (MU) to 16 MU per day. The annual fair will be held from January 10-16 this time.

Millions of people from across the country, most of whom are pilgrims, and some, tourists, as well as many foreign tourists, descend on to Sagar Island in the Sundarbans every year. Doubling the load capacity will result in a smooth power situation during the seven days of the fair, which centres around the ashram of Kapil Muni on the island. Power cuts will be a thing of the past.

The Power Department will also arrange six generators to meet any emergency situation. As many as 10 centres will be set up inside the Sagar Mela where a total of 50 Power Department officials will be deployed. They would oversee the entire situation, as well as attend to any complaint that may arise within two to three minutes. There will be an additional deployment of 300 contractual staff. Various electrical apparatuses including high and low-tension wires have also been repaired.

গঙ্গা সাগর মেলায় দ্বিগুন বিদ্যুৎ সরবরাহ করবে রাজ্য সরকার

 

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গঙ্গাসাগর মেলা চলাকালীন স্বাগর দ্বীপে বিদ্যুৎ যোগান দ্বিগুন করবে। সাধারণত সাগরে ৮.৯ MU বিদ্যুৎ সরবরাহ করা হয়; মেলার সময় বিদ্যুৎ যোগান বাড়িয়ে ১৬ MU করা হবে। এই মেলা সাগর দ্বীপে কপিল মুনির আশ্রমে অনুষ্ঠিত হবে ১০-১৬ই জানুয়ারি।

সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ – তীর্থযাত্রী, অন্য রাজ্যের পর্যটক, বিদেশী পর্যটক – এই মেলায় আসেন প্রতি বছর। বিদ্যুৎ সরবরাহ দ্বিগুন করার ফলে কোনওরকম বিদ্যুতের ঘাটতি হবে না।

বিদ্যুৎ দপ্তর ৬টি জেনারেটরের ব্যবস্থা রাখবে। মেলার অন্তর্গত ১০টি জায়গায় অন্তত ৫০ জন বিদ্যুৎ দপ্তরের কর্মী সবসময় উপস্থিত থাকবেন। এছাড়া ৩০০ চুক্তিভিত্তিক কর্মী ওখানে থাকবেন। সাগর দ্বীপের বৈদ্যুতিক পরিকাঠামো ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে।

 

Calcutta University confers D.Litt. on Mamata Banerjee

Calcutta University today honouredchief minister Mamata Banerjee with D.Litt. for her special contribution in social service.

The university also appreciated her good work in literature. The decision was taken at the university Syndicate — highest executive body — in its meeting on October 25.

A CU alumnus, the CM had consented to the proposal and returned to her alma mater at the university’s convocation programme at Nazrul Mancha today.

Highlights of her speech:

  • I am honoured to be present here today. I was a student of University of Calcutta. I love CU very much.
  • Teachers play an important role in shaping our lives.
  • There are a lot of opportunities at CU. There are several scholarships too.
  • My life is one of struggle. I have had to bear a lot of insults throughout my life. Even when someone honours me, I am insulted for that.
  • Humanism does not have any caste or creed. Let a new civilization, a new culture be born.
  • University of Calcutta has been witness to a lot of movements. This has been the cradle of revolutions. CU is famous all over the world. CU is our pride.
  • The honour that you have given me today, the recognition of my work till date, I will cherish it all my life.
  • The students present here today are the future citizens of the country. They will shape the future.
  • We have achieved No 1 rank in NREGA through convergence, Kanyashree has been adjudged the best in the world.
  • Netaji, Swami Ji are our inspiration. Students and youths must learn from them. We must focus on character-building of students.
  • School drop-out rate among girls has come down because of Kanyashree. Institutional delivery rate has increased from 65% to 95%.
  • Intolerance is rising in the country. This is worrying. There are attempts to rewrite history. We must conserve our history. We must promote tolerance.
  • Bengal is incomplete with University of Calcutta.

 

মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। নজরুল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই সম্মান জানানো হল।

সমাজসেবা, সাহিত্য ও শিল্প ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের ভিত্তিতে সিন্ডিকেটের বৈঠকে তাঁকে সাম্মানিক ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • আজ এখানে এসে আমি ধন্য, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়কে খুব ভালোবাসি। আমি এখানকারই ছাত্রী।
  • আমাদের গড়ে তোলে শিক্ষক শিক্ষিকারা।
  • এখন অনেক সুযোগ, অনেক স্কলারশিপের সুবিধা রয়েছে।
  • আমার জীবনটা অসম্মানের, অবহেলার, সংগ্রামের। কেউ যদি আমায় সম্মানিত করেন তা নিয়েও আমায় কম অসম্মানিত হতে হয় না।
  • মানুষের মধ্যে সৃষ্টি হোক নতুন সভ্যতার, নতুন মানবিকতার। মানবিকতার কোন জাত –ধর্ম-বর্ণ নেই।
  • কলকাতা বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রাণকেন্দ্র। এই বিশ্ববিদ্যালয় অনেক কিছুর সাক্ষী। এই বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। সারা পৃথিবী জুড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম।
  • আজকে আপনারা যে সম্মান আমায় দিয়েছেন, আমার কাজকে স্বীকৃতি দিয়েছেন, এর থেকে বড় সম্মান আমি আর কিছু চাই না জীবনে।
  • আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করেন, তারাই তো নব প্রজন্ম, নতুনকে পথ দেখায়।
  • আমরা ১০০ দিনের কাজে কনভারজেন্স করে ১ নম্বর হয়ে গেছি, কন্যাশ্রী বিশ্বের মুকুট ছিনিয়ে নিয়েছে।
  • নেতাজী, স্বামীজি আমাদের প্রেরণা। ছাত্র যৌবনকে পথ দেখাতে হবে। জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে সমাজ, চরিত্র গঠন, নতুন ভাবে এগিয়ে যাওয়া আরও বড় কাজ।
  • কন্যাশ্রীর ফলে ড্রপআউট রেট কমে গেছে, ইন্সটিটুশ্যানাল ডেলিভারি ছিল ৬৫% এখন ৯৫%।
  • আজ দেশে অসহিষ্ণুতা খুব বৃদ্ধি পাচ্ছে।  সকলে এটা নিয়ে খুব চিন্তিত। ইতিহাস যেন বিকৃত না হয়, আমরা যেন সহিষ্ণুতা রক্ষা করি।
  • কলকাতা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাংলাকে ভাবা যায় না ।

Bengal bags first prize for e-tendering

Bengal government has bagged the first prize from the Centre for implementing the e-tendering process.

Chief Minister Mamata Banerjee made the announcement on Friday. She said: “Yesterday the Bengal government was awarded with the first prize for ensuring e-tendering. The state government has become the best in the country by ensuring e-tendering of 53,000 projects worth Rs 36,000 crore and the Ministry of Finance has given the award.”

The Chief Minister congratulated the state Finance department and the state Information Technology department for their efforts, which made it possible for the state government to bag the award.

Soon after coming to power, the Mamata Banerjee government has started taking all necessary steps to ensure e-governance and at the same time, the e-tendering process and the e-Integrated Finance Management System (eIFMS) were introduced. Before the e-tendering process had started, the entire process of tendering used to take place manually that had left many options for lack of transparency.

Besides making the process to participate in the tendering process easier, the Mamata Banerjee government has also ensured transparency by introducing e-tendering.

 

টেন্ডারে স্বচ্ছতা এনে সেরা বাংলা

দেশের মধ্যে ই-টেন্ডারিংয়ে সেরা হয়েছে রাজ্য। ৫৩ হাজারের বেশি ই-টেন্ডারিং করে প্রায় ৩৬ হাজার কোটি টাকার কাজ হয়েছে। তা যে স্বচ্ছ প্রশাসন চালানোর স্বীকৃতি সেটাও স্পষ্ট।

ই-গভর্ন্যান্স ও ই-ট্যাক্সেশন-এর ক্ষেত্রেও রাজ্য সেরা হয়েছিল। অর্থ দপ্তর ও তথ্য প্রযুক্তি দপ্তর যৌথ ভাবে কাজ করেছে। এজন্য ওই দুই দপ্তরকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ক্ষমতায় আসার পর থেকেই ই-গভর্ন্যান্সের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দপ্তরে চালু হয়েছে e-Integrated Finance Management System (eIFMS)।

Irrigation Dept to beautify banks of a stretch of Bagjola Canal

The Bengal Government’s Irrigation Department, in collaboration with Housing Infrastructure Development Corporation (HIDCO), has chalked out a plan to beautify the banks of a stretch on the Bagjola Canal that passes through New Town.

Chief Minister Mamata Banerjee wants the stretch to be developed which is situated close to the Biswa Bangla Convention Centre, the showpiece convention centre of the State Government.

The banks of Bagjola Canal have already been beautified and lights have been installed and meticulous gardening has been done. The State Government is carrying out dredging operation in some parts of the Bagjola Canal and the embankments are being repaired or reconstructed.

As part of the beautification project, among other things, fountains will be installed along the banks of the canal, nets will be installed on both the two banks to prevent people from throwing garbage in the canal and the floating garbage will be cleaned.

বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে সেচ দপ্তর

হিডকোর সঙ্গে যৌথ উদ্যোগে নিউটাউনের বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে রাজ্য সেচ দপ্তর।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় নব নির্মিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অনতিদূরে অবস্থিত এই বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করার উদ্যোগ রাজ্যের।

বাগজোলা খালের দুপাশে ইতিমধ্যেই বসানো হয়েছে নতুন আলোস্তম্ভ, সাজানো হয়েছে বাগান। রাজ্য সরকার বাগজোলা খালে ড্রেজিং করছে এবং বিভিন্ন বাঁধগুলোর সংস্কারও করা হচ্ছে।

এই খালের দুপাশে বসানো হবে ফোয়ারাও। দুই পাড় জাল দিয়ে ঘেরা হবে যাতে এই খালে কেউ ময়লা ফেলতে না পারেন। নিয়মিত ভাসমান ময়লা পরিষ্কারও করা হবে।

 

Story Source: Millennium Post

The image is representative (source)

Bengal CM announces bravery awards for 57 Kanyashree clubs

Chief Minister Mamata Banerjee, during the inauguration programme of Mati Utsav on January 2 announced bravery awards for 57 Kanyashree clubs in Purba Bardhaman district that helped stop around 116 child marriages in the last five months.

She also handed over appreciation certificates to 10 such clubs.

According to district administration officials, the Kanyashree beneficiaries played a crucial role in combating child marriage in the district.

Clubs have been formed in 781 schools in the district. The members, who are all girls, act as the eyes and ears of the district administration and alert the authorities whenever a child marriage is about to happen. They also help the officials counsel the parents of minors against child marriages.

Source: The Times of India

 

১১৬টি নাবালিকা বিয়ে আটকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেল কন্যাশ্রী ক্লাব

পূর্ব বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনের মঞ্চে জেলায় পাঁচ মাসে ১১৬টি নাবালিকা বিয়ে আটকানোর জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত সাহস নিয়ে কন্যাশ্রীর মেয়েরা বাল্যবিবাহ রুখেছে। ওদের প্রতি আমার ভালবাসা ও আশীর্বাদ রইল। পুলিশকে ওদের সাহসিকতার জন্য পুরস্কার দিতে বলব।”

আগে পড়াশোনা, পরে বিয়ে— পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী, আফসানা খাতুনদের এই লড়াই এখন ছড়িয়ে পড়েছে রাজ্যে। এই সব মেয়েদের হাত আরও শক্ত করছে স্কুলে-স্কুলে গড়ে ওঠা ‘কন্যাশ্রী ক্লাব’। সহপাঠীরা সবাই স্কুলে আসছে কি না, নিয়মিত খোঁজ রাখে পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাব। কেউ টানা দিন কয়েক না এলেই বাড়িতে হাজির হয় তারা।

এই কাজের জন্য এ দিন দশটি কন্যাশ্রী ক্লাবের সভানেত্রীর হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা আধিকারিক বলেন, “আমাদের চোখ ও কান হচ্ছে কন্যাশ্রী মেয়েরা। সহপাঠীর বিয়ে রোখার পাশাপাশি, কন্যাশ্রীরা সংশ্লিষ্ট অভিভাবকদের কাউন্সেলিংও করছে।”

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা। রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান–প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘কন্যাশ্রী’ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী। এর ফলে অসাধারন ভাবে কমেছে স্কুলছুটের হার। এখন স্কুল ও কলেজের গণ্ডী পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও পাড়ি দিয়েছে কন্যাশ্রী।

Bengal CM to distribute 5 lakh houses to the poor under Banglar Bari

Chief Minister Mamata Banerjee, at a public meeting after the inauguration of Mati Utsav on January 2, announced that the State Government would construct five lakh houses (for five lakh families) for economically weaker sections (EWS) under the Banglar Bari Scheme.

Banglar Bari is a scheme meant for financially weaker families in municipal areas, who are homeless and whose monthly income is less than Rs 10,000, and is implemented through the building of four-storey apartments, where a flat is given to each such homeless family.

This project for five lakh houses would be formally inaugurated by the Chief Minister during a programme at Netaji Indoor Stadium, Kolkata on January 5. Simultaneously, it would be inaugurated in all the blocks too.

She also announced the increasing of State Government spending for construction of houses under Bangla Awas Yojana to Rs 1.2 lakh, from Rs 75,000, and the inauguration of the Banglar Bari Scheme for North 24 Parganas and Howrah districts on February 4.

The Bengal Government also runs the Gitanjali Scheme for building houses for economically weaker sections in rural regions. Rs 70,000 is spent for a house in the plains and Rs 75,000 for a house in the Hills (forest villages in Jalpaiguri district) and the Sundarbans and in Jangalmahal. From May 2011 to May 2017, 2,98,745 families have benefitted, and the aim is to build 1 lakh units during financial year 2017-18.

 

৫ লক্ষ পরিবারের হাতে এবার ‘বাংলার বাড়ি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী

রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, দু’টাকা কেজি চাল-গমের সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী আর সবুজসাথীর মতো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সফল রূপায়ণের পর এবার দুঃস্থ-গরিব মানুষের জন্য ‘মাথার ছাদ’-এর সংস্থান।

বাংলা আবাস যোজনার অন্তর্গত আবাসন প্রকল্পে পাঁচ লক্ষ পরিবারের জন্য ‘বাংলার বাড়ি’ তৈরী করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে গৃহহীন মানুষের আবাস সংক্রান্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি নিজেই।

মঙ্গলবার বর্ধমানে ষষ্ঠ মাটি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গোটা রাজ্যেই তৈরী হবে বাংলার বাড়ি। ওইদিন কলকাতায় এই অনুষ্ঠানের সূচনা যেমন হবে, তেমনই ব্লক স্তরেও তার শুভারম্ভ হবে সংশ্লিষ্ট জেলাশাসক এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে।

তিনি জানান, আগে আবাসন প্রকল্পে সরকারি ভর্তুকির পরিমাণ ছিল ৭৫ হাজার টাকা। এই টাকায় কিছুই হয় না! তাই এখন থেকে বাড়ি পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হলে, উত্তর ২৪ পরগনা আর হাওড়া জেলায় আগামী ৪ ফেব্রুয়ারি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা হবে।

আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য বাড়ি তৈরী করে দিতে রাজ্যের নতুন প্রকল্প ‘গীতাঞ্জলী’ চালু হয়েছে। এই প্রকল্পে সমতল এলাকায় সুবিধাপ্রাপকদের একক প্রতি ৭০ হাজার টাকা দেওয়া হয়। পাহাড়, সুন্দরবন ও জঙ্গলমহল এলাকায় অতিরিক্ত পাঁচ হাজার টাকা দেওয়া হয়। ২০১১র মে মাস থেকে শুরু করে ২,৯৮,৭৪৫টি পরিবার উপকৃত হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ লক্ষ ইউনিট।

Trinamool plays role of a responsible Opposition in Parliament winter session

The session began with Members of Parliament (MP) staging a protest on December 18 inside the Parliament complex against the proposed Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill. Another protest was organised on December 21 against linking of Aadhaar to various social sector schemes.

Inside the Parliament, the party MPs spoke on important issues like delaying of the introduction of the anti-people FRDI Bill, leakage of sensitive data related to Aadhaar, stubble burning in north India, renewable energy and supplementary demands for grants.

Here is a summary of the happenings during the first week in Parliament

During the second week, on December 27, Trinamool MPs protested inside the Parliament premises against the silence of the Centre on the killing of innocents.

Sudip Bandyopadhyay spoke on the decrease in the interest rates of small savings schemes, castigating the Government for harassing the common man.

Here is a summary of the happenings during the second week in Parliament

During the third week of Parliament, Trinamool Congress MPs spoke up for the empowerment of women and on the state of the economy.

Here is a summary of the happenings during the third week in Parliament

All in all, it was a fruitful three weeks of Winter Session for Trinamool Congress, with the party playing the role of a responsible Opposition.

 

Week 3: Trinamool speaks for empowerment of women

During the third week of Parliament, Trinamool Congress MPs spoke up for the empowerment of women and on the state of the economy.

LOK SABHA

Dinesh Trivedi spoke regarding the linking of Aadhaar to welfare schemes

Saugata Roy spoke on the caste-based violence in Bhima Koregaon

Sudip Bandyopadhyay earned the praise of Lok Sabha for innovative Standing Committee Report

Question Hour

Partha Pratim Roy asked Questions on crime and the criminal tracking network system

Dinesh Trivedi asked a Question regarding the new coal allocation policy

Ratna De Nag asked a Question on flexi-fare system

Dinesh Trivedi asked a Supplementary Question on alternative system of medicine

Saugata Roy asked a Supplementary Question on complaints against private companies

Zero Hour

Saugata Roy made a Zero Hour submission regarding the protest by doctors

Idris Ali spoke about various demands for his constituency

Bills

Kalyan Banerjee spoke on The Ancient Monuments and Archaeological Sites and Remains (Amendment) Bill, 2017

Kalyan Banerjee spoke on The Constitution (One Hundred and Twenty-third Amendment) Bill, 2017

Kalyan Banerjee spoke on The High Court And The Supreme Court Judges (Salaries And Conditions Of Service) Amendment Bill, 2017

Mumtaz Sanghamita spoke on Supplementary Demands for Grants – Third Batch for 2017-18

 

RAJYA SABHA

Sukhendu Sekhar Roy condemned the gruesome killing of a chamber attendance of the Rajya Sabha

Zero Hour

Vivek Gupta spoke regarding recognition for the Kurmis of Bengal

Question Hour

Nadimul Haque asked Questions on rules regarding the testing of drugs on humans

Dola Sen asked Questions regarding the implementation of the suggestions on clinical trials by the Standing Committee

Nadimul Haque asks a Supplementary Question on agricultural exports

Bills

Sukhendu Sekhar Roy spoke on The Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2017

Manish Gupta spoke on The National Bank for Agriculture and Rural Development (Amendment) Bill, 2017

Derek O’Brien made an intervention regarding the Triple Talaq Bill

Point of Order

Sukhendu Sekhar Roy made a Point of Order regarding the Triple Talaq Bill

Derek O’Brien made a Point of Order regarding the Triple Talaq Bill

Derek O’Brien made a Point of Order on legislative business in Rajya Sabha

Sukhendu Sekhar Roy made a Point of Order on the Triple Talaq Bill

Short Duration Discussion

Sukhendu Sekhar Roy spoke during a Short Duration Discussion on the state of the economy

 

The inception of Trinamool Congress – Looking back at January 1, 1998

Mamata Banerjee had carried out numerous movements in the interest of the people over a period of time, but simultaneously she was realising that to take her movement ahead, she needed a separate platform to raise her voice against the barbaric rule of the CPI(M). Being with the Congress party was becoming a hindrance.

It was this idea and need which gave birth to the Trinamool Congress on January 1, 1998. In 1997, when the Congress convention was going on at Netaji Indoor Stadium, Mamata Banerjee organised an outdoor convention. She believed in working for grassroots people. She wanted to work for common people. That is why she and her compatriots chose the name Trinamool.

The time she chose was the end of the 11th Lok Sabha and the beginning of the 12th Lok Sabha. As a politician of much experience and stature, she understood that it was the right time to launch the party and feel the pulse of the electorate, as people were in admiration of her having seen her work.

Trinamool Congress was established on January 1, 1998. “A silent revolution is taking place in West Bengal. The people are on the verge of writing history… A new epoch will start”, said Chairperson Mamata Banerjee.

On the day of the inception of Trinamool Congress, Mamata Banerjee sketched the logo of the party which signifies ‘grass root’ (two saplings on the grass). She thought if the Election Commission approves the logo then she will achieve two goals: one, the launch of her party and two, of simultaneously taking the philosophy of the party and explaining to the people her deep thought behind the logo, which was the message of secularism, “Ek e brinte duti kusum, Hindu Musalman, ekjon tar noyonmoni onno ti tar pran” (two buds on the tree, Hindu and Muslim. If one of them is the eye, then the other is life).

The Election Commission did approve the logo but had also issued a stricture which read if the Trinamool Congress failed to get six-percentage of votes in the 12th Lok Sabha elections, then the pre-symbol will be cancelled. Trinamool Congress well passed the cut-off percentage and the party was born.

 

ফিরে দেখা ১লা জানুয়ারী, ১৯৯৮ – কি করে তৈরী হল তৃণমূল কংগ্রেস?

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের প্রথম থেকেই একের পর এক গণআন্দোলন করেছেন মানুষের স্বার্থে। তবে যত সময় গড়িয়েছে, তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে অত্যাচারী সিপিএম-এর নৈরাজ্য থেকে বাংলা ও বাংলার মানুষকে মুক্তি দিতে হলে তাঁর একটি পৃথক মঞ্চ চাই, যেখান থেকে তিনি তাঁর নীতি, সিদ্ধান্ত, বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, যা তিনি কংগ্রেস দলে থেকে কিছুতেই করতে পারবেন না। এই চিন্তা থেকেই ১৯৯৮ সালের ১লা জানুয়ারি জন্ম নেয় তৃণমূল কংগ্রেস।

১৯৯৭ সালে যখন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেস সম্মেলন চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন জনসমক্ষে এক পৃথক সম্মেলনের আয়োজন করেন। তিনি সবসময় তৃণমূল স্তরে সাধারণ মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী ছিলেন। এই জন্যই তিনি, ও তৎকালীন তাঁর সহ রাজনৈতিক যোদ্ধারা, নতুন দলের নাম রাখেন তৃণমূল।

১১তম লোকসভার সমাপ্তি ও ১২তম লোকসভার শুরু – এই সময়ের সন্ধিক্ষণের সময়টাই তিনি বেছে নিয়েছিলেন। অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ার কারণে তিনি অনুধাবন করতে পারেন এটিই সঠিক সময় একটি নতুন রাজনৈতিক দলকে জন্ম দেওয়ার। তিনি এও বুঝেছিলেন, এটি সঠিক সময় সাধারণ মানুষের প্রবণতা বোঝার, কারণ অনেক দিন ধরেই প্রচুর মানুষ তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য উদগ্রীব ছিলেন।

তৃণমূল কংগ্রেস তৈরী হয় ১৯৯৮ সালের ১লা জানুয়ারি – “পশ্চিমবঙ্গে একটি নিঃশব্দ বিপ্লব শুরু হচ্ছে। মানুষ নতুন ইতিহাস তৈরির দোরগোড়ায়-এক নতুন কাল সৃষ্টি হবে”, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।

তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার দিন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীক আঁকেন – ঘাসের ওপর জোড়া ফুল। তৃণমূল দলটি যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেটিও প্রতিফলিত হবে এই প্রতীকে। ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।’ এই ছিল এই প্রতীকের বার্তা।

নির্বাচন কমিশন এই প্রতীকটি অনুমোদন করে, কিন্তু, একটি শর্ত দেয়, আগামী লোকসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস যদি ৬শতাংশ ভোট না পায়, তাহলে এই প্রতীক বাতিল করে দেওয়া হবে। তৃণমূল খুব সহজেই এই বাধা অতিক্রম করে এবং জন্ম নেয় তৃণমূল কংগ্রেস।