Irrigation Dept to beautify banks of a stretch of Bagjola Canal

The Bengal Government’s Irrigation Department, in collaboration with Housing Infrastructure Development Corporation (HIDCO), has chalked out a plan to beautify the banks of a stretch on the Bagjola Canal that passes through New Town.

Chief Minister Mamata Banerjee wants the stretch to be developed which is situated close to the Biswa Bangla Convention Centre, the showpiece convention centre of the State Government.

The banks of Bagjola Canal have already been beautified and lights have been installed and meticulous gardening has been done. The State Government is carrying out dredging operation in some parts of the Bagjola Canal and the embankments are being repaired or reconstructed.

As part of the beautification project, among other things, fountains will be installed along the banks of the canal, nets will be installed on both the two banks to prevent people from throwing garbage in the canal and the floating garbage will be cleaned.

বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে সেচ দপ্তর

হিডকোর সঙ্গে যৌথ উদ্যোগে নিউটাউনের বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে রাজ্য সেচ দপ্তর।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় নব নির্মিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অনতিদূরে অবস্থিত এই বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করার উদ্যোগ রাজ্যের।

বাগজোলা খালের দুপাশে ইতিমধ্যেই বসানো হয়েছে নতুন আলোস্তম্ভ, সাজানো হয়েছে বাগান। রাজ্য সরকার বাগজোলা খালে ড্রেজিং করছে এবং বিভিন্ন বাঁধগুলোর সংস্কারও করা হচ্ছে।

এই খালের দুপাশে বসানো হবে ফোয়ারাও। দুই পাড় জাল দিয়ে ঘেরা হবে যাতে এই খালে কেউ ময়লা ফেলতে না পারেন। নিয়মিত ভাসমান ময়লা পরিষ্কারও করা হবে।

 

Story Source: Millennium Post

The image is representative (source)

Bengal CM announces bravery awards for 57 Kanyashree clubs

Chief Minister Mamata Banerjee, during the inauguration programme of Mati Utsav on January 2 announced bravery awards for 57 Kanyashree clubs in Purba Bardhaman district that helped stop around 116 child marriages in the last five months.

She also handed over appreciation certificates to 10 such clubs.

According to district administration officials, the Kanyashree beneficiaries played a crucial role in combating child marriage in the district.

Clubs have been formed in 781 schools in the district. The members, who are all girls, act as the eyes and ears of the district administration and alert the authorities whenever a child marriage is about to happen. They also help the officials counsel the parents of minors against child marriages.

Source: The Times of India

 

১১৬টি নাবালিকা বিয়ে আটকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেল কন্যাশ্রী ক্লাব

পূর্ব বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনের মঞ্চে জেলায় পাঁচ মাসে ১১৬টি নাবালিকা বিয়ে আটকানোর জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত সাহস নিয়ে কন্যাশ্রীর মেয়েরা বাল্যবিবাহ রুখেছে। ওদের প্রতি আমার ভালবাসা ও আশীর্বাদ রইল। পুলিশকে ওদের সাহসিকতার জন্য পুরস্কার দিতে বলব।”

আগে পড়াশোনা, পরে বিয়ে— পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী, আফসানা খাতুনদের এই লড়াই এখন ছড়িয়ে পড়েছে রাজ্যে। এই সব মেয়েদের হাত আরও শক্ত করছে স্কুলে-স্কুলে গড়ে ওঠা ‘কন্যাশ্রী ক্লাব’। সহপাঠীরা সবাই স্কুলে আসছে কি না, নিয়মিত খোঁজ রাখে পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাব। কেউ টানা দিন কয়েক না এলেই বাড়িতে হাজির হয় তারা।

এই কাজের জন্য এ দিন দশটি কন্যাশ্রী ক্লাবের সভানেত্রীর হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা আধিকারিক বলেন, “আমাদের চোখ ও কান হচ্ছে কন্যাশ্রী মেয়েরা। সহপাঠীর বিয়ে রোখার পাশাপাশি, কন্যাশ্রীরা সংশ্লিষ্ট অভিভাবকদের কাউন্সেলিংও করছে।”

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা। রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান–প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘কন্যাশ্রী’ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী। এর ফলে অসাধারন ভাবে কমেছে স্কুলছুটের হার। এখন স্কুল ও কলেজের গণ্ডী পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও পাড়ি দিয়েছে কন্যাশ্রী।

Bengal CM to distribute 5 lakh houses to the poor under Banglar Bari

Chief Minister Mamata Banerjee, at a public meeting after the inauguration of Mati Utsav on January 2, announced that the State Government would construct five lakh houses (for five lakh families) for economically weaker sections (EWS) under the Banglar Bari Scheme.

Banglar Bari is a scheme meant for financially weaker families in municipal areas, who are homeless and whose monthly income is less than Rs 10,000, and is implemented through the building of four-storey apartments, where a flat is given to each such homeless family.

This project for five lakh houses would be formally inaugurated by the Chief Minister during a programme at Netaji Indoor Stadium, Kolkata on January 5. Simultaneously, it would be inaugurated in all the blocks too.

She also announced the increasing of State Government spending for construction of houses under Bangla Awas Yojana to Rs 1.2 lakh, from Rs 75,000, and the inauguration of the Banglar Bari Scheme for North 24 Parganas and Howrah districts on February 4.

The Bengal Government also runs the Gitanjali Scheme for building houses for economically weaker sections in rural regions. Rs 70,000 is spent for a house in the plains and Rs 75,000 for a house in the Hills (forest villages in Jalpaiguri district) and the Sundarbans and in Jangalmahal. From May 2011 to May 2017, 2,98,745 families have benefitted, and the aim is to build 1 lakh units during financial year 2017-18.

 

৫ লক্ষ পরিবারের হাতে এবার ‘বাংলার বাড়ি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী

রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, দু’টাকা কেজি চাল-গমের সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী আর সবুজসাথীর মতো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সফল রূপায়ণের পর এবার দুঃস্থ-গরিব মানুষের জন্য ‘মাথার ছাদ’-এর সংস্থান।

বাংলা আবাস যোজনার অন্তর্গত আবাসন প্রকল্পে পাঁচ লক্ষ পরিবারের জন্য ‘বাংলার বাড়ি’ তৈরী করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে গৃহহীন মানুষের আবাস সংক্রান্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি নিজেই।

মঙ্গলবার বর্ধমানে ষষ্ঠ মাটি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গোটা রাজ্যেই তৈরী হবে বাংলার বাড়ি। ওইদিন কলকাতায় এই অনুষ্ঠানের সূচনা যেমন হবে, তেমনই ব্লক স্তরেও তার শুভারম্ভ হবে সংশ্লিষ্ট জেলাশাসক এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে।

তিনি জানান, আগে আবাসন প্রকল্পে সরকারি ভর্তুকির পরিমাণ ছিল ৭৫ হাজার টাকা। এই টাকায় কিছুই হয় না! তাই এখন থেকে বাড়ি পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হলে, উত্তর ২৪ পরগনা আর হাওড়া জেলায় আগামী ৪ ফেব্রুয়ারি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা হবে।

আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য বাড়ি তৈরী করে দিতে রাজ্যের নতুন প্রকল্প ‘গীতাঞ্জলী’ চালু হয়েছে। এই প্রকল্পে সমতল এলাকায় সুবিধাপ্রাপকদের একক প্রতি ৭০ হাজার টাকা দেওয়া হয়। পাহাড়, সুন্দরবন ও জঙ্গলমহল এলাকায় অতিরিক্ত পাঁচ হাজার টাকা দেওয়া হয়। ২০১১র মে মাস থেকে শুরু করে ২,৯৮,৭৪৫টি পরিবার উপকৃত হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ লক্ষ ইউনিট।

Week 3: Trinamool speaks for empowerment of women

During the third week of Parliament, Trinamool Congress MPs spoke up for the empowerment of women and on the state of the economy.

LOK SABHA

Dinesh Trivedi spoke regarding the linking of Aadhaar to welfare schemes

Saugata Roy spoke on the caste-based violence in Bhima Koregaon

Sudip Bandyopadhyay earned the praise of Lok Sabha for innovative Standing Committee Report

Question Hour

Partha Pratim Roy asked Questions on crime and the criminal tracking network system

Dinesh Trivedi asked a Question regarding the new coal allocation policy

Ratna De Nag asked a Question on flexi-fare system

Dinesh Trivedi asked a Supplementary Question on alternative system of medicine

Saugata Roy asked a Supplementary Question on complaints against private companies

Zero Hour

Saugata Roy made a Zero Hour submission regarding the protest by doctors

Idris Ali spoke about various demands for his constituency

Bills

Kalyan Banerjee spoke on The Ancient Monuments and Archaeological Sites and Remains (Amendment) Bill, 2017

Kalyan Banerjee spoke on The Constitution (One Hundred and Twenty-third Amendment) Bill, 2017

Kalyan Banerjee spoke on The High Court And The Supreme Court Judges (Salaries And Conditions Of Service) Amendment Bill, 2017

Mumtaz Sanghamita spoke on Supplementary Demands for Grants – Third Batch for 2017-18

 

RAJYA SABHA

Sukhendu Sekhar Roy condemned the gruesome killing of a chamber attendance of the Rajya Sabha

Zero Hour

Vivek Gupta spoke regarding recognition for the Kurmis of Bengal

Question Hour

Nadimul Haque asked Questions on rules regarding the testing of drugs on humans

Dola Sen asked Questions regarding the implementation of the suggestions on clinical trials by the Standing Committee

Nadimul Haque asks a Supplementary Question on agricultural exports

Bills

Sukhendu Sekhar Roy spoke on The Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2017

Manish Gupta spoke on The National Bank for Agriculture and Rural Development (Amendment) Bill, 2017

Derek O’Brien made an intervention regarding the Triple Talaq Bill

Point of Order

Sukhendu Sekhar Roy made a Point of Order regarding the Triple Talaq Bill

Derek O’Brien made a Point of Order regarding the Triple Talaq Bill

Derek O’Brien made a Point of Order on legislative business in Rajya Sabha

Sukhendu Sekhar Roy made a Point of Order on the Triple Talaq Bill

Short Duration Discussion

Sukhendu Sekhar Roy spoke during a Short Duration Discussion on the state of the economy

 

WBLSDC selling exotic meat too at its Kaviar chain of takeaway shops

The West Bengal Livestock Development Corporation (WBLSDC) will expand its chain of takeaway meat shops – Kaviar – across Kolkata and across seven districts (Purba Bardhaman, Purba Medinipur, Paschim Medinipur, Alipurduar, Jalpaiguri, Birbhum and Howrah). They sell both frozen raw meat and dressed and processed meat items.

Apart from chicken and mutton, unconventional meat like rabbit, dressed peking duck and dressed turkey will be available, he further said. The shops will also sell ready-to-eat meat dishes.

Exotic dishes like gandhoraj rabbit, duck mussallam and duck roast are already offered at the Kaviar outlets in operation.

The planned prices of the raw meats per kilogram are as follows:

  • Quail (five pieces) – Rs 220
  • Duck – Rs 350
  • Lamb – Rs 480
  • Turkey – Rs 510
  • Rabbit – Rs 550
  • Goat – Rs 550

 

Looking at the popularity of cooked meat dishes at the recently-held Ahare Bangla food festival in Kolkata, the WBLSDC authorities have planned to cash in on that.

 

বিভিন্ন ধরনের মাংসের পসরা নিয়ে এল রাজ্য সরকার

এবার পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ বিকাশ নিগমের বিভিন্ন দোকান থেকে পাওয়া যাবে মাংসের সম্ভার। মুর্গী ও পাঁঠার মাংস ছাড়াও এখানে থাকবে আরও অন্য ধরনের মাংস। কাঁচা মাংস ছাড়াও পাওয়া যাবে রান্নাকরা পদও।

কিলো প্রতি মাংসের দাম:

কোয়েল (৫ পিস) – ২২০ টাকা

হাঁস – ৩৫০ টাকা

ভেড়া – ৪৮০ টাকা

টার্কি – ৫১০ টাকা

খরগোশ – ৫৫০ টাকা

ছাগল – ৫৫০ টাকা

এছাড়াও, পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ বিকাশ নিগমের স্টলের সংখ্যা বাড়ানো হবে কলকাতা ও আরও সাতটি শহরে। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরভূম এবং হাওড়ায় জেলাসাশকের দপ্তরের চত্বরেই এই ক্যাভিয়ার দোকান খোলা হচ্ছে।

Source: The Times of India

 

Distorting historical facts is a crime: Mamata Banerjee at Indian History Congress

Bengal Chief Minister Mamata Banerjee today attended the Indian History Congress being held at Kolkata. Speaking on the occasion she asserted the importance of taking lessons from history for a better future.

The CM also slammed the current trends of distorting and rewriting history by certain sections. She called it a crime. She expressed dismay at the attempts to portray Godse as a patriot while questioning the patriotism of Mahatma Gandhi.

Mamata Banerjee also announced the formation of West Bengal State Records Commission, on the lines of Indian History Records Commission.

Highlights of her speech:

  • The Indian History Congress is a remarkable platform for exchanging ideas.
  • We must never forget our history. History is our guiding light for the future. If we are aware of our past, we can work for the betterment of our future.
  • History is truth. Reality and truth are the inspirations for history. Truth cannot be misguided. Once history is recorded after research, it should not be distorted.
  • History is nothing but examples of good practice that we must follow and bad practice that we must avoid.
  • I am aware that many historians are unhappy about the current situation prevailing in the country. I may or may not be in power, but I must abide by my Constitutional obligations.
  • There is a growing tendency to rewrite history. What will researchers do? What are historians there for?
  • Distorting historical facts is a big crime. Sometimes there is a calculated motive. Some sections are raising questions about the patriotism of Mahatma Gandhi and calling Godse a patriot.
  • Bengal has a rich heritage. Every aspect of our national, social and political history was born in Bengal. Our history cannot be completed without Bengal’s contribution – from social reforms to freedom movement.
  • From Rabindranath to Raja Rammohan Roy to Ishwar Chandra Vidyasagar – so many icons were born in Bengal. Several renowned historians were also born in Bengal.
  • Our main strengths are unity in diversity, our federal structure and the multi-party democracy.
  • A certain political party has started rewriting the history of India. Historians must speak the truth. Distorting history for political vendetta is endangering the future of the country.
  • I feel ashamed when I see my country bleeding due to caste war or religious strife.

 

ইতিহাস বিকৃত করা একটি অপরাধ, ইতিহাস কংগ্রেসে মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় ইতিহাস কংগ্রেসে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা বলেন তিনি।

এক শ্রেণীর মানুষ যেভাবে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। ইতিহাস বিকৃত করার প্রবণতাকে অপরাধ আখ্যা দেন তিনি। কিছু মানুষ যে ভাবে গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে গডসেকে দেশপ্রেমীর আখ্যা দিচ্ছে, সে বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এর পাশাপাশি, ইন্ডিয়ান হিস্ট্রি রেকর্ড কমিশনের আদলে তিনি ওয়েস্ট বেঙ্গল রেকর্ডস কমিশন গঠনের কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ভারতীয় ইতিহাস কংগ্রেস ঐতিহ্যময়। চিন্তা ভাবনা আদানপ্রদানের জন্য এক অসাধারন মঞ্চ।
  • আমাদের নিজেদের ইতিহাস ভোলা উচিত না, ইতিহাস আমাদের ভবিষ্যতের পাথেয়। আমরা যদি নিজেদের ইতিহাস জানি, তবেই আমরা উন্নত ভবিষ্যৎ তৈরী করতে পারব।
  • ইতিহাসই একমাত্র সত্যি। সত্য এবং বাস্তবই ইতিহাসের প্রেরণা। সত্যকে বিকৃত করা উচিত না। গবেষণা করে যে ইতিহাস নথিভুক্ত হয়, তাকে বিকৃত করা ঠিক না।
  • ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেটা ভালো সেটা গ্রহণ করুন, খারাপতাকে বর্জন করুন।
  • আমি জানি বেশিরভাগ ইতিহাসবিদরাই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমি ক্ষমতায় থাকি বা না থাকি, আমার কর্তব্য সংবিধানকে সম্মান করা।
  • ইতিহাসকে নতুন করে লেখার এক প্রবণতা দেখা যাচ্ছে। তারাই যদি ইতিহাস লিখবেন তো গবেষণার দরকার কি? ইতিহাসবিদরা কি জন্য আছেন?
  • পরিকল্পনামাফিক ভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে। কিছু মানুষ গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে আর গডসেকে দেশপ্রেমী আখ্যা দিচ্ছে।
  • বাংলার ঐতিহ্য গৌরবময়। দেশের জাতীয়, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের জন্ম এখানেই। সমাজ সংস্কার হোক বা স্বাধীনতা সংগ্রাম, বাংলার অবদান ছাড়া ইতিহাস অসম্পূর্ণ।
  • আমাদের প্রধান শক্তি হল, বৈচিত্রের মধ্যে একতা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও বহুদলীয় গনতন্ত্র।
  • একটি রাজনৈতিক দল ইতিহাসকে নতুন করে লেখা শুরু করেছে। ইতিহাসবিদরা চুপ করে থাকবেন না, যা সত্যি তাই বলুন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিহাস বিকৃত করলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে।
  • জাতি ও ধর্ম বিদ্বেষের কারণে যখন আমার দেশে আগুন জ্বলে, আমি লজ্জিত বোধ করি।

Winter Session Week 1: Trinamool plays constructive Opposition

During the first week of the Winter Session of Parliament, Trinamool Congress played the responsible Opposition by participating in debates, as well as cornering the government on issues of public importance.

The week began with MPs staging a dharna inside the Parliament complex against the proposed Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill. Another dharna was organised on December 21 against linking of Aadhaar to various social sector schemes.

Inside the Parliament, the party MPs spoke on important issues like delaying of the introduction of the anti-people FRDI Bill, leakage of sensitive data related to Aadhaar, stubble burning in north India, renewable energy and supplementary demands for grants.

Here is a brief summary of what Trinamool Congress MPs did all through the week:

 

LOK SABHA

Question Hour

Kakoli Ghosh Dastidar asked a Supplementary Question on the importation of onions, and its quantity and price.

Aparupa Poddar asked Supplementary Questions on over-exploitation of groundwater, and cloud harvesting.

Sudip Bandyopadhyay asked a Supplementary Question on Air India.

Dinesh Trivedi asked Supplementary Questions on solar power generation.

Mumtaz Sanghamita asked Supplementary Questions on National Health Accounts.

Bills

Kalyan Banerjee spoke on the proposed shifting of the head office of the profitable Hindustan Steel Workers Construction Limited (HSCL) from Kolkata to Delhi.

Pratima Mondal spoke on the issue of manual scavenging.

Kalyan Banerjee spoke on The Repealing and Amending Bill, 2017.

Saugata Roy spoke on The Central Road Fund (Amendment) Bill, 2017.

Idrish Ali spoke on The Central Road Fund (Amendment) Bill, 2017.

Kalyan Banerjee spoke on The Requisitioning and Acquisition of Immovable Property (Amendment) Bill, 2017.

Aparupa Poddar spoke on The Indian Forest (Amendment) Bill, 2017.

Saugata Roy spoke on Supplementary Demands for Grants – Second Batch for 2017-18.

Saugata Roy spoke during a discussion on natural calamities in various parts of the country.

Zero Hour

Aparupa Poddar spoke on cyber-security issues related to Aadhaar.

Ratna De Nag spoke on the demand for reducing the criteria to avail disability pension.

Tapas Mondal spoke on groundwater management.
RAJYA SABHA

Zero Hour

Sukhendu Sekhar Roy spoke on the leakage of sensitive Aadhaar data of more than 130 million people.

Vivek Gupta spoke on pollution due to stubble burning in north India.

Question Hour

Nadimul Haque asked Supplementary Questions on the infrastructure of AIIMS and on possible actions against government hospitals for cases of medical negligence.

Bills

Vivek Gupta spoke on The Companies (Amendment) Bill, 2017.

Nadimul Haque spoke on The Indian Institutes of Management Bill, 2017.

Point of Order

Derek O’Brien made a Point of Order regarding the delaying of the introduction of the “anti-people” FRDI Bill to the Budget Session.

Sukhendu Sekhar Roy made a Point of Order, asking the government to assure the House about the setting up of special courts for those who have willfully defaulted Rs 8.5 lakh crore of public money.

Derek O’Brien made a Point of Order on blacking out of RSTV on December 21.

Special Mention

Vivek Gupta spoke on privacy issues arising due to Aadhaar.

It turned out to be a productive week for the party. It raised various issues touch the common man’s life.

 

If music and culture grow, civility and society too grow: Mamata Banerjee

Music in all its forms is the unifying force, a means by which peace and harmony can prevail in diversity. Music has been behind many successful movements in the world. It awakens, unifies, and carries forward all struggles. It is the very breath, the very life of the people.

It was with these words that Bengal Chief Minister Mamata Banerjee set the mood of the eight-day Bangla Sangeet Mela and the Biswa Bangla Loksanskriti Utsav during their inaugurations today at Uttirno, the new open-air theatre in Alipore.

“The very name Uttirno means exemplary, as the many artists who will be awarded today and who will participate during the festival are in their skills. Rabindrasangeet, Nazrulgeeti, Bhawali, Bhatiyali, Kirtan … there are so many forms. All have their own types of songs and music, and all are good in their own respective fields,” she said. Musicians too play different types of instruments. “But all subscribe to melody and harmony,” she pointed out.

About 1,500 artists from all over Bengal will be performing at five venues – Rabindra Sadan, Madhusudan Mancha, Sisir Mancha, Fanibhushan Mancha and Rabindra Okakura Bhavan – during the festival. The State government has decided that this year, more people should be involved and enjoy the various forms of music. For three days (December 25, 29 and 30), the performances will begin at 9am, while on the other days, it will begin at 5 pm.

After the advent of the Trinamool Congress government, a large number of folk-singers and musicians and even those who make musical instruments have been given assistance in various ways, including monthly stipends and awards so that there songs continue to be in the mainstream. “We have increased the number of artists receiving assistance from 1 lakh to 1.94 lakh this year. These singers and musicians will get an opportunity to perform and be utilized by the Government in advertisements and other work where the message is through music,” she said.

“If music and culture grows, civility and society grows. Many instruments are needed for a successful song, for an artist to be created. And many people from different walks of life are needed for improvement and progress,” she pointed out.

But it is unfortunate that the harmony and unity that we wanted to portray in the Republic Day parade tableau was not accepted by the Central government. They did not approve of the harmony that we wanted to show through culture, she said.

সব সঙ্গীতকে একজায়গায় তুলে নিয়ে এসে যে সঙ্গীত হয়, তাঁর নাম একতাই সম্প্রীতি: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতি বছরের মত এবছরেও রাজ্য সরকার আয়োজন করেছে বার্ষিক সঙ্গীত মেলার। আজ থেকে শুরু হল এ’বছরের সঙ্গীত মেলা, চলবেআগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত। এই বার্ষিক গানের উৎসবের অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যান্য বছরের তুলনায় আরও বেশী মানুষকে এই উৎসবের মাধ্যমে আনন্দ দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ৩ দিন (২৫, ২৯ ও ৩০শেডিসেম্বর) এই উৎসব শুরু করা হবে সকাল ৯টা থেকে। অন্যান্য দিন এই অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

শিল্পীরা পাঁচটি প্রেক্ষাগৃহে সঙ্গীত পরিবেশন করবেন: রবীন্দ্র সদন, মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, ফণীভূষণ মঞ্চ এবং রবীন্দ্র ওকাকুরা ভবন।সারা রাজ্যের সঙ্গীত শিল্পীরা এই উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন। এই আটদিন ব্যাপী অনুষ্ঠানে রাজ্যের প্রায় ১৫০০ শিল্পী অংশ নেবেন।
এছাড়া শহরের কোনায় কোনায় সঙ্গীতকে পৌঁছে দিতে থাকছে বিশেষ আকর্ষণ ‘পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা’।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই বাংলার লোকশিল্পীদের সাহায্য করার জন্য নিয়েছে নানা পদক্ষেপ। লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে২ লক্ষ শিল্পীকে দেওয়া হয় মাসিক ভাতা। সম্মানের সাথে গান গেয়ে এই শিল্পীরা এখন সমাজের মূলস্রোতে বিরাজমান।

এবার সঙ্গীত মহাসম্মান পেলেন, অভিজিৎ ভট্টাচার্য ও জিৎ গাঙ্গুলি। এছাড়া যারা সম্মান পেলেন, তারা হলেন, শুভঙ্কর ব্যানার্জি (তবলা), তরুন ভট্টাচার্য (সন্তুর), দেবাশিস ভট্টাচার্য (গিটার), স্বপন বসু (লোকগীতি), রেজওানা চৌধুরী (রবীন্দ্র সঙ্গীত), বিমলা দেবী (ঝুমুর), স্বর্ণ চিত্রকর (পটগান), খাইবার ফকীর (ফকীরি গান)।

সঙ্গীত সম্মানে ভূষিত হলেন, পরিমল ভট্টাচার্য, গৌতম মিত্র (রবীন্দ্র সঙ্গীত), অমিত চৌধুরী (ক্ল্যাসিকাল শিল্পী), স্বপন সেন (গিটার), ইমন চক্রবর্তী (আধুনিক গান), বাকুয়া লোধ (পারকিন্সন), অমিত ব্যানার্জি (সঙ্গীত পরিচালক), দুর্বাদল চ্যাটার্জি (ভায়োলিন), গৌতম দাস বাউল (বাউল গান), ক্ষুদিরাম দাস (কাঠি ঢোল), মায়ারানী পোদ্দার (কীর্তন), সুলেখা রায় (ভায় গান), নিমাই সোরেন (সাঁওতালি গান)।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

  • সঙ্গীত আমাদের প্রাণ, সঙ্গীত ছাড়া জীবন সাধনা সম্পূর্ণ হয় না, সঙ্গীত অফুরন্ত প্রাণের স্পন্দন, সঙ্গীত জীবনের উন্মাদনা, সব সঙ্গীতকে একজায়গায় তুলে নিয়ে এসে যে সঙ্গীত হয়, তাঁর নাম একতাই সম্প্রীতি।
  • মানুষের মধ্যে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, সঙ্গীতেও তেমন রবীন্দ্র সঙ্গীত, দ্বিজেন্দ্র সঙ্গীত, অতুলপ্রসাদী গান, রজনীকান্তের গান, লোকগান, ভাটিয়ালি গান। সমস্ত প্রাণ যদি একজায়গায় তৈরী হয়, তাকেই বলা হয় গান, এটাই সংস্কৃতি, সম্প্রীতি।
  • সঙ্গীতের মধ্যে দিয়ে আপনারা আগামীদিনে বিপ্লব আনুন। সঙ্গীতের মধ্যে দিয়ে পৃথিবীর অনেক বিপ্লব, ভালো কাজ, জাগরন, আন্দোলন, সংস্কৃতি চেতনা হয়েছে। সঙ্গীত যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়, অন্য কিছু পৌঁছায় না। সঙ্গীত, কথা, সুর তৈরী করার মধ্যে দিয়ে তৈরী হয় স্রষ্টা। সঙ্গীত সাধনা সবচেয়ে বড় মুক্তির, জুক্তির, তর্ক-বিতর্কের পথ। সঙ্গীত পারে পুরো দেশকে, সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে।
  • নতুন শিল্পীরা খুব খুশি হন যদি স্বর্ণযুগের শিল্পীরা তাদের পাশে দাঁড়িয়ে একটু কথা বলেন। নতুন পুরাতনের মেল্বন্ধনে সংহতি ফিরে আসে বাংলা মায়ের কাছে, বাংলা তীর্থে।
  • প্রায় ১লক্ষ লোকশিল্পী আছেন, লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে যাদের আমরা মাসে ১হাজার টাকা করে ভাতা দিয়ি। গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করাই, যাতে তারা আরও রোজগার করতে পারে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আরও ৯৪ হাজার লোকশিল্পী আমরা নতুন করে যুক্ত করেছি। শুধু খবরের কাজে বা টিভি বিজ্ঞাপন না, এই শিল্পীরা গান বেঁধে বিভিন্ন গ্রামে গ্রামে চলে যান, সরকারি প্রোগ্রামগুলো গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন। এটা খুব বড় কাজ।
  • একতাই সম্প্রীতি, কেন্দ্রীয় সরকার আমাদের ট্যাবোলোতা বারন করে দিলেন, আমি কিন্তু, সংস্কৃতির মধ্যে সম্প্রীতি দেখাতে চেয়েছিলাম। সেটা তাদের পছন্দ হয়নি।

 

Farmers got modern equipment worth Rs 225.8 cr, thanks to Bengal CM

Farmers in Bengal are getting modern equipment thanks to ample help provided by the State Government.

Following Chief Minister Mamata Banerjee’s special instructions, the government took up the Financial Support Scheme for Farm Mechanisation (FSSFM). Till the financial year 2016-17, under this scheme, financial support worth Rs 225.8 crore has been given to 1.82 lakh farmers to buy modern small or medium-sized tools for farming.

It is not always possible for farmers to make such huge investments to buy the different types of heavy tools that are also necessary for farming. To ensure their availability for farmers, Custom Hiring Centres (CHC) have been set up across the state, from where heavy agricultural tools can be had on rent at a much subsidised rate. From 2014 to 2017, as many as 586 CHCs have been set up.

Besides financial assistance, the department has also helped farmers in gathering knowledge about modern and updated technology for farming. It has ensured an increase in production of crops. Moreover, the farmers have started getting the right price for their yield.

Soon after coming to power, the Chief Minister had directed all concerned departments to take necessary steps to ensure farmers can make a profit. It may be mentioned that average yearly income of farmers in Bengal has gone up to Rs 2.39 lakh during the 2016-17 fiscal, from Rs 91,011 during 2010-11. Moreover, 16.55 lakh hectares of agricultural land have been brought under crop insurance over the past six years; the total area has gone up to 21 lakh hectares currently, from 4.45 lakh hectares during the 2011-12 fiscal.

মুখ্যমন্ত্রীর সহায়তায় বাংলার কৃষকরা পাচ্ছেন আধুনিক যন্ত্রপাতি

রাজ্য সরকারের ঐকান্তিক সহায়তার জন্য রাজ্যের কৃষকেরা পাচ্ছেন কৃষির আধুনিক যন্ত্রপাতি।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার কৃষকদের সহায়তার জন্য বিশেষ প্রকল্প চালু হয়েছে রাজ্যে, যার পোশাকি নাম ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন। ২০১৬-১৭ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পের অধীনে ১.৮২লক্ষ কৃষককে ২২৫.৮ কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে কৃষি কাজের জন্য ছোট ও মাঝারি মাপের আধুনিক যন্ত্রপাতি কিনতে।

কৃষিকাজের প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি কেনা সবসময় সকল চাষির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই কৃষকরা যাতে সহজে এগুলি পেতে পারেন, সেই উদ্দেশ্যে রাজ্য জুড়ে কাস্টম হায়ারিং সেন্টার খোলা হয়েছে। এই কেন্দ্রগুলি থেকে চাষিরা তাদের প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ভাড়ায় নিতে পারেন, তাও আবার ভর্তুকি দেওয়া দরে। ২০১৪-১৭ সালের মধ্যে ৫৮৬টি কেন্দ্র তৈরী করা হয়েছে।

আর্থিক সহায়তার পাশাপাশি কৃষি দপ্তর কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ও সেগুলি ব্যবহার করার প্রশিক্ষণও প্রদান করছে। এর ফলে বেড়েছে ফলন। এছাড়া চাষিরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্যও পাচ্ছেন।

২০১১ সালে শাসনভার গ্রহনের সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী কৃষি সম্বন্ধিত সকল দপ্তরকে নির্দেশ দেন কৃষকদের আয় বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। রাজ্যের কৃষকদের গড় আয় ২০১৬-১৭ অর্থবর্ষে বেড়ে হয়েছে ২.৩৯ লক্ষ টাকা, যা ২০১০-১১ সালে ছিল মাত্র ৯১,০১১ টাকা। এছাড়া ১৬.৫৫ লক্ষ হেক্টর কৃষি জমিকে ফসল বীমার আওতায় আনা হয়েছে গত ৬বছরে। এই মুহূর্তে ফসল বীমার আওতায় রাজ্যে কৃষি জমির আয়তন ২১ লক্ষ হেক্টর, যা ২০১১-১২ সাল পর্যন্ত ছিল মাত্র ৪.৪৫ লক্ষ হেক্টর।

Source: Millennium Post

State Govt to create 1,220 posts

At a recent Cabinet meeting, the Bengal Government decided to create 1,220 posts for various categories of jobs.

Five investigation centres for crimes against women would employ 94 people. Three new police stations – Narendrapur, Palashipara and Tamna – would employ 52, 37 and 42 personnel, respectively.

Fifteen posts would be created after the upgrading of the 60-bedded Kotalpur Hospital in Bishnupur to an 80-bedded one. Territory care cancer centres will come up at Burdwan Medical College and Hospital and Sagar Dutta Hospital, for which a total of 35 posts would be created. Twenty more posts have been created for the critical care unit in Frazerganj.

Besides these, many drivers for vehicles employed by the various departments and Karmabandhus (sweepers) would be given employment.

 

রাজ্যে আরও ১২২০ জনের কর্মসংস্থান

রাজ্যে ১২২০টি নয়া চাকরির সুযোগ। পুলিশ, চিকিৎসাক্ষেত্র, কর্মবন্ধু, অর্থদপ্তর মিলিয়ে রাজ্যে ১২২০টি নতুন পদ তৈরী হল। নতুন থানা বা মহিলা তদন্তকেন্দ্র তৈরীর পাশাপাশি চিকিৎসা পরিষেবার, বিশেষ করে ক্যান্সার আক্রান্তদের স্বার্থে কিছু প্রকল্প রুপায়নের জন্যই লোক নেবে সরকার।

মুখ্যমন্ত্রী মন্ত্রীসভার বৈঠকে নির্দেশ দেন গ্রামের কোনও প্রকল্প ফেলে না রাখতে, বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজে বাড়তি নজর দিতে বলেন।

নরেন্দ্রপুর থানার জন্য ৫২টি, পলাশি পাড়া থানার জন্য ৩৭টি, তামনা থানার জন্য ৪২টি ও নতুন পাঁচটি মহিলা তদন্তকেন্দ্রের জন্য ৯৪টি নতুন পদ তৈরী হল। বাঁকুড়ার কোতলপুর হাসপাতালকে ঢেলে সাজানো হবে, শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াবে ৮০তে। সেখানে চিকিৎসক ও অন্যান্য কর্মী নিযুক্ত হবে ১৫জন। বর্ধমান ও ব্যারাকপুর সাগর দত্ত মেডিক্যালে টেরিটরি ক্যান্সার সেন্টার গড়া হবে, এখানেও নিযুক্ত হবেন ১৫জন। ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর এলাকায় ক্রিটিকাল কেয়ার ইউনিট গোঁড়ার জন্য ২০টি নতুন পদ সৃষ্টি হয়েছে। এছাড়া কর্মবন্ধু ও চালক পদে নিযুক্ত হবেন ৭৩ জন।

Source: Sangbad Pratidin