Nine projects from Bengal win SKOCH awards

Chief Minister Mamata Banerjee announced through a Facebook message on September 9 that nine “innovative and people-friendly projects” of the Bengal Government have been awarded the SKOCH Order of Merit.

Among the nine projects, six have won the top awards in their categories.

SKOCH Platinum Awards have been won by three projects:

  • Project on Ease of Doing Business
  • Project on Inspection Reforms
  • Project on Quality Early Childhood Care and Education for the scheme, Sishu Aloy

Another three projects won SKOCH Gold Awards:

  • Project on Skill Development and Enhancing Employability of Youth for the scheme, Yubashree
  • Project on Social Security for Workers for the scheme, Samajik Suraksha Yojana
  • e-District project on online services to citizens

The full text of the Facebook post is given below:

I am happy to share with you what good governance in Bengal is achieving.

9 innovative and people-friendly projects from Bengal have got the SKOCH Order of Merit out which 6 have got the top awards.

SKOCH Platinum Awards have been won by our projects on Ease of Doing Business, Inspection Reforms and “Sishu Aloy” on quality early childhood care and education.

SKOCH Gold Awards have been won by “Yubashree” project on skill development and enhancing employability of youth, “Samajik Suraksha Yojana” project on social security for workers and e-District project on online services to citizens.

My best wishes to all.

Click here to read the post on Mamata Banerjee’s Facebook page

 

মমতার কাজে ভারত শ্রেষ্ঠ বাংলা

মা মাটি মানুষ সরকারের ফের একবার জয়জয়কার। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে জানালেন, তৃণমূল সরকারের নয়টি প্রকল্প স্কচ গ্রুপের মেরিট লিস্টে নির্বাচিত হয়েছে। সমাজকল্যাণ মূলক প্রকল্পে পুরস্কার প্রদান করে স্কচ গোষ্ঠী। মমতার ৯টির মধ্যে ৬টি সমাজকল্যাণ মূলক প্রকল্পই শীর্ষ পুরস্কার পেয়েছে। তাঁর প্রকল্পগুলি যে সত্যি সাধারণ মানুষের কল্যাণে লেগেছে তার প্রমাণ স্বরূপ এই পুরস্কারগুলি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত মমতা।

তাঁর ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় 1লেখেন, তাঁর প্রকল্প ‘শিশু আলয়’ সদ্য জাতদের যত্ন এবং শিশু সুরক্ষার জন্য পুরস্কার পেয়েছে। এছাড়া ‘যুবশ্রী’ দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির পিছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সেটিকেও পুরস্কৃত করেছে স্কচ। এছাড়াও মুখ্যমন্ত্রীর আরেক প্রকল্প ‘সামাজিক সুরক্ষা যোজনা’, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং নাগরিকদের অনলাইন পরিষেবা পেতে বিশেষ সাহায্য করে।৯টির মধ্যে ৬টি সমাজকল্যাণ মূলক প্রকল্পই শীর্ষ পুরস্কার পেয়েছে। তাঁর প্রকল্পগুলি যে সত্যি সাধারণ মানুষের কল্যাণে লেগেছে তার প্রমাণ স্বরূপ এই পুরস্কারগুলি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত মুখ্যমন্ত্রী।

তাঁর ফেসবুকে মুখ্যমন্ত্রী লেখেন, তাঁর প্রকল্প ‘শিশু আলয়’ সদ্য জাতদের যত্ন এবং শিশু সুরক্ষার জন্য পুরস্কার পেয়েছে। এছাড়া ‘যুবশ্রী’ দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির পিছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সেটিকেও পুরস্কৃত করেছে স্কচ । এছাড়াও মুখ্যমন্ত্রীর আরেক প্রকল্প ‘সামাজিক সুরক্ষা যোজনা’, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং নাগরিকদের অনলাইন পরিষেবা পেতে বিশেষ সাহায্য করেছে।

Soon, skill development centres for employees: Bengal CM

The Mamata Banerjee-government has decided to set up a dedicated computer and language skill training centre for state government employees.

The Chief Minister announced it on Thursday: “A dedicated training centre will be developed to provide computer and language skills training to our employees. Rs 10 crore has been sanctioned for the project.”

The training centre will come up just beside the Administrative Training Institute (ATI) at Salt Lake. “It is not that we are planning for it. It has already been decided and it will be done without wasting any time. We don’t keep things in a planning stage for a long time. Instead, we prefer executing a plan on time,” she said.

“I want to see that day when the entire world will say that the Bengal government employees can make it possible and for it the employees’ skills have to be developed. It is not our fault that we have not been sent to English medium schools by our parents. Three generations had not got the opportunity to learn English properly for the Left Front government,” she said adding that there is nothing to be shameful if one cannot speak in English. But one has to learn it for the sake of work.

Mamata Banerjee said: “We will get trained and will improve our skills. There is nothing to be shy of it. If anyone asks me to go for a training programme, I will be enthusiastic enough to go for it as I will get to learn something.” “We are sending our officers to Singapore and Cambridge for training to prepare them for the future. It had never happened earlier,” she said adding that not only WBCS, officers of nine other services will also go abroad for training,” she said adding that this year 25 selected officers from nine different services are going for training to world class institutions.

Stating that she always wants an employee to get promoted to officer rank, she said: “One has to be disciplined and work with diligence.” She said that she always follows discipline and prefers to reach a venue before the scheduled time.

 

সরকারি কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবেঃ বাংলার মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার কম্পিউটার ও ইংরাজি ভাষা প্রশিক্ষণ দেবে সরকারি কর্মচারীদের, বৃহস্পতিবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিধান নগরে প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই এই প্রশিক্ষণ কেন্দ্রটি খোলা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই সাড়া বিশ্বের মানুষ বলুক, এই রাজ্যের সরকারি কর্মচারীরা করে দেখাতে পারে ও তার জন্য এই প্রশিক্ষণ আবশ্যক। আমরা ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশুনো করিনি, এতে আমাদের দোষ নেই। বামফ্রন্ট সরকারের জন্য তিন প্রজন্ম ইংরাজি ভাষা শেখার সুযোগ পায় নি। কেউ যদি ইংরাজি ভাষায় কথা না বলতে পারে, তাতে দোষের কিছু নেই। কিন্তু, কাজের খাতিরে সেটা শিখতে হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রশিক্ষণ পাব পেলে দক্ষতা বাড়বে। এতে লজ্জার কিছু নেই। আমায় যদি কেউ কিছু প্রশিক্ষণ নিতে বলে, আমি স্বাগ্রহে যাব কারণ আমি কিছু শিখতে পারব।”

তিনি বলেন, “আমরা আমাদের কর্মীদের সিঙ্গাপুর ও কেমব্রিজ পাঠাচ্ছি যাতে তাঁরা ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে; শুধু ডব্লিউবিসিএস নয়, অন্য নটি ক্ষেত্রের আধিকারিকরাও বিদেশ যাবেন প্রশিক্ষণ নিতে।” এ বছর ন’টি ক্ষেত্র থেকে ২৫জন আধিকারিককে বিদেশে পাঠানো হচ্ছে প্রশিক্ষণ নিতে।

 

Bengal Environment Dept releases book about environmental awareness

The Bengal Environment Department has published a book to spread awareness about the environment. The book titled Poribesher Tore Shokole Aamra (We Are All for the Environment) was released by the Environment Minister. According to the minister, Chief Minister Mamata Banerjee has seen and appreciated the book.

To make everyone appreciate and understand the book, a lot of sketches have been used; three cartoonists have contributed to the book. The book deals with all types of pollution – from air to sound to everything.

The book would be given to 9,000 Madhyamik schools to make students aware about preserving the environment. The book would be given to municipalities, municipal corporations and block offices across the state too.

 

পরিবেশ-সচেতনতা বাড়াতে বই প্রকাশ রাজ্য পরিবেশ দপ্তরের

পরিবেশ নিয়ে নাগরিক সচেতনতা বাড়িয়ে তুলতে বই প্রকাশ করল রাজ্য পরিবেশ দপ্তর। কলকাতা পুরসভায় ‘পরিবেশের তরে সকলে আমরা’ বইটি প্রকাশ করেন পরিবেশমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক।

বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব, মেয়র পারিষদ, কার্টুনিস্ট, পরিবেশ ও পুরসভার পদস্থ আধিকারিকেরা।

পরিবেশমন্ত্রী জানান, পরিবেশ সচেতনতা নিয়ে এই বইটি তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বইটির প্রশংসা করেছেন। পরিবেশ রক্ষার জন্যও সরকার আছে, পর্ষদ আছে, বিধিবদ্ধ নিয়মও আছে। কিন্তু তা কার্যকর করার জন্যও তৃণমূল স্তরের মানুষের জানা দরকার।

সাধারণ ও নিচু স্তরের মানুষদের সহযোগিতা ছাড়া পরিবেশ সংক্রান্ত সব নিয়মনীতি ব্যর্থ। তাই, তিন কার্টুনিস্টদের দিয়ে ছবি আঁকিয়ে বইটি তৈরি করা হয়েছে। ২৫ হাজার বই ছাপানো হয়েছে। ন’হাজার মাধ্যমিক স্তরের স্কুলে পৌঁছে দেওয়া হবে। এছাড়া, রাজ্যের প্রতিটি সরকারি স্কুল, পুরসভা, ব্লক অফিসে পৌঁছে দেওয়া হবেএই বইটি নাগরিক সচেতনতার জন্য। বইটিতে বায়ু থেকে শব্দদূষণ সব বিষয়েরই উল্লেখ রয়েছে।

Source: Aajkal

Bengal Transport Dept making plans for a pleasant Durga Puja

With Durga Puja almost at our doorsteps, the State Transport Department is gearing up to make the occasion a pleasant one for all concerned.

It is making plans to make it viable for people to avail bus services all without any hassle during the Puja days. During the four days, 1,100 buses would be operating in the city from 6 am to 12 midnight.

The department has also made plans for special ferry services for people to view the immersion ceremony of different Puja organisers. Two ferries have been added to the fleet run by the Water Transport Directorate, which would be made available for people to board to see the immersion of the goddess Durga.

পুজোর প্রস্তুতি শুরু পরিবহণ দপ্তরের

দুর্গা পুজোর কথা মাথায় রেখে সাজো সাজো রব পরিবহণ দপ্তরে। রাজ্যজুড়ে পুজোর দিনগুলোর কথা মাথায় রেখে কিভাবে একইসঙ্গে শহরের পরিবহণ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি প্রতিমা দর্শনেরও সুযোগ করে দেওয়া যায় নগরবাসীদের তার পরিকল্পনা চলছে।

পুজোর সময় সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সরকারি বাস পাবেন যাত্রী ও দর্শনার্থীদের দল। পুজর কটা দিন ১১০০ সরকারি বাস চলবে।

বিসর্জন দেখার জন্য বিশেষ নৌকা বিহারেরও ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ দপ্তর। সম্প্রতি জল পরিবহণ বিভাগের ভাণ্ডারে যোগ হয়েছে ২টি ভেসেল। এবার পর্যটক ও দর্শনার্থীদের কলকাতার বিসর্জন দেখার কাজে ব্যবহার করা হবে এই ২টি ভেসেলও।

Source: Ei Samay

New avenues for higher education in Bengal

The Bengal Government, under the leadership of Mamata Banerjee has been committed towards creating newer avenues for higher education in the State. Accordingly, sixteen new universities have been set up. Of these, seven are State-aided and nine are private universities.

Thirty-one new Government Colleges and sixteen Government-aided colleges have been set up. All are functional. A new Government College has also been sanctioned in 2016 at Narayangarh in Paschim Medinipur.

Here are some of the achievements in higher education and technical education sector:

Polytechnics

• The Government has adopted a policy of ensuring one Polytechnic in each Sub-division

• In 2011, 26 sub-divisions of the State had 65 Polytechnics, while in 2017 total number of operational Polytechnics across the State has reached 146.

• The intake capacity in Polytechnics has gone now up to 37,315 as compared to a total of 17,185 in 2011.

• E-learning contents have already been developed for 50 subjects and being taught since 2015-16.

• 60 Polytechnics have been converted into Wi-Fi campus.

• WBSCT&VE&SD, the unified Council has completed the task of modernization of syllabus for the diploma courses to make them at par with the country.

• E-Yantra Labs have been set up at 05 Govt. Polytechnics on Robotics in collaboration with IIT, Mumbai

• Students of APC Roy Polytechnic stood first in the All India Students Robotics Competition resulting in award of internship for 06 weeks at IIT, Mumbai.

ITIs

• The Government has adopted a policy of ensuring one ITI in each block

• In 2011, only 39 blocks of the State had 80 ITIs, while in 2017 total number of operational ITIs across the State has reached 235.

• Biennial intake capacity (on account of 4 semesters) of the ITIs has now gone up to 66710 in comparison with total intake of 17636 in 2011.

• It may be further mentioned that 71 of the Govt. ITIs have been operationalised in 2016 -17 in PPP mode.

Higher Education

• As a result of the huge expansion in higher education, the State’s Gross Enrolment Ratio (GER) which was 12.6 in 2011 rose dramatically to 18 in 2016.

• The State’s enrolment in higher education institutions has risen from 14,97,019 in 2011 to 19,52,696 in April 2017. This means an addition of 4,55,677 new seats at the UG and PG levels in the State during the last six years.

• A total of 2,816 teaching and non-teaching posts have been created in the State-funded universities, Government colleges and Government-aided colleges.

• A total of 5, 931 Assistant Professors were recruited by the State’s Public Service Commission and the College Service Commission, thereby significantly improving the teaching standards in the State-funded colleges.

• Indicating the steady improvement in the State’s higher education institutions, as many as 276 institutions (May 2017) have obtained UGC-NAAC’s (National Assessment and Accreditation Council) accreditation while 95 institutions are awaiting NAAC’s visit, to be assessed and accredited shortly.

• To usher in the educational benefits of the internet, 732 virtual/ smart classrooms in the State-aided Universities, Government Colleges and Government-aided Colleges have been set up.

• An e-learning space has been created in every State-funded higher education institution where free WiFi/ internet facility has been made available for the students and teachers during work hours. Several universities and colleges have also completed full campus WiFi coverage.

• A major e-governance initiative has been taken to bring in greater transparency and fairness in admissions to all UG and PG level courses by making admissions online in all Government and Government-aided higher education institutions, from the academic session 2015-16 onwards. Each year, this bene ts more than eight lakh applicants across the State.

• To meaningfully assist the meritorious students belonging to the economically backward sections of the population, the budget for the Swami Vivekananda Merit cum Means Scholarship Scheme, which was Rs.45 crore in 2015-16 has been enhanced to Rs. 200 crore in 2016-17. This has increased the quantum of scholarships as also the number of beneficiaries in engineering, medical, technical and general degree courses besides students of classes XI and XII. During 2016-17, a total of 73,744 students have got the benefit of the scholarships.

 

উচ্চশিক্ষায় নতুন পথের দিশারি বাংলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা, মাটি, মানুষের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ছ’বছরে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন পথের দিশারি হিসেবে উঠে এসেছে বাংলা।

গত ছ’বছরে ১৬টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, এগুলির মধ্যে সাতটি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়। সবকটিই চালু হয়ে গিয়েছে। একত্রিশটি নতুন সরকারি মহাবিদ্যালয় এবং ১৬টি সরকারি সাহায্যপ্রাপ্ত মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নারায়াণগড়ে ২০১৬ সালে একটি নতুন মহাবিদ্যালয় অনুমোদন পেয়েছে।

পলিটেকনিকঃ

রাজ্য সরকার প্রত্যেক মহকুমায় একটি করে পলিটেকনিক তৈরির বিষয়টিকে নিশ্চিত করতে নীতি প্রণয়ন করেছে।

২০১১ সালে, রাজ্যের ২৬টি মহকুমায় মোট পলিটেকনিক ছিল ৬৫টি, সেখানে ২০১৭ সালে সারা রাজ্যে চালু পলিটেকনিকের সংখ্যা ১৪৬-এ পৌঁছে গিয়েছে।

পলিটেকনিকগুলিতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষমতা তুলনামূলকভাবে এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৭,৩১৫ যা ২০১১ সালে ছিল ১৭,১৮৫।

৫০টি বিষয়ের জন্য ই-লার্নিং-এর বিষয়টি ইতিমধ্যে উন্নত হয়েছে এবং ২০১৫-১৬ সাল থেকে শেখানোও হচ্ছে।

৬০টি পলিটেকনিক ওয়াই-ফাই ক্যাম্পাসে পরিণত হয়েছে।

ডব্লিউবিএসসিটি অ্যান্ডভিআইঅ্যান্ডএসডি নামে একটি সংযুক্ত সংসদ সারা দেশের পাঠ্যক্রমের সঙ্গে সাযুজ্য রক্ষার জন্য এখানে পাঠ্যক্রমের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে।

আইআইটি মুম্বই-এর সহযোগিতায় ৫টি সরকারি পলিটেকনিকে রোবোটিক্স-এর ওপরে ই-যন্ত্র ল্যাব তৈরি করা হয়েছে।

অল ইন্ডিয়া স্টুডেন্টস রোবোটিক্স প্রতিযোগিতায় এপিসি রায় পলিটেকনিক-এর ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করেছে এবং পুরস্কার হিসেবে আইআইটি মুম্বইতে ৬সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।

আইটিআইঃ

রাজ্য সরকার প্রতিটি ব্লকে একটি করে আইটিআই স্থাপনের বিষয়টিকে সুনিচিত করতে একটি নীতি গ্রহণ করেছে।

২০১১ সালে রাজ্যের মাত্র ৩৯টি ব্লকে মোট ৮০টি আইটিআই ছিল, সেখানে ২০১৭ সালে সারা রাজ্যে চালু আইটিআই-এর সংখ্যা ২৩৫-এ পৌঁছেছে।

দু’বছরে আইটিআইগুলিতে ছাত্রভর্তির ক্ষমতা (৪তে সেমিস্টারের হিসেবে) ২০১১ সালে ছিল ১৭৬৩৬, সেই তুলনায় বর্তমানে বেড়ে হয়েছে ৬৬৭১০।

আরও উল্লেখ করা যেতে পারে যে, ৭১টি সরকারি আইটিআই ২০১৬-১৭ সালে পিপিপি মোডে চালু হয়েছে।

উচ্চশিক্ষা

উচ্চশিক্ষার বিপুল বিস্তারের কারণে রাজ্যের মোট নথিভুক্তর অনুপাত ২০১১ সালের নিরিখে ১২.৬ থেকে বিস্ময়কভাবে বৃদ্ধি পেয়ে ২০১৬ সালে ১৮ হয়েছে। ২০১১ সালে উচ্চশিক্ষায় রাজ্যের নথিভুক্তিকরন সংখ্যা ছিল ১৪,৯৭,০১৯,২০১৭ -র এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯,৫২,৬৯৬ । এর অর্থ হল বিগত ছয় বছরে রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আরো ৪,৫৫,৬৭৭ টি নতুন আসন যুক্ত হয়েছে।

সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ,সরকারি কলেজ ও সরকারি অর্থে পরিচালিত কলেজে সর্বমোট ২৮১৬টি শিক্ষক ও অ -শিক্ষক কর্মচারীর পদ সৃষ্টি করা হয়েছে।

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটানা উন্নয়ন যেই ঘটেছে তার প্রমান ২৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠান (মে ,২০১৭ ) বিশ্ববিদ্যালয় ,মঞ্জুরি কমিশন (UGS ) ও জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতিদান পরিষদ (NAAC ) -এর স্বীকৃতি অৰ্জনে সমর্থ হয়েছে যেখানে ৯৫ টি প্রতিষ্ঠান ন্যাক -এর পরিদর্শনের অপেক্ষায় আছে ,যেগুলির মূল্যায়ণ শীগ্রই হবে এবং আশা করা যায় তারাও ন্যাক-এর স্বীকৃতি অর্জন করবে।

উচ্চশিক্ষায় ইন্টারনেট ব্যবস্থা সুবিধা দেওয়ার উদ্দ্যেশ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ,সরকারি কলেজ ও সরকারি সহায়তাপ্রাপ্ত কলেজগুলিতে ২২ কোটি ব্যয় ৭৩২ টি ভার্চুয়াল /অত্যাধুনিক ব্যয়বস্থাসমৃদ্ধি শ্রেণিকক্ষ গড়ে তোলা হয়েছে।

প্রতিটি সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ই -শিক্ষার জন্য বিশেষ পরিসর রাখা হয়েছে যেখানে কাজের নির্দিষ্ট সময়ে প্রত্যেক ছাত্র ও শিক্ষক ওয়াইফাই / ইন্টারনেট -এর সুবিধা পেতে পারেন। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ তাদের গোটা চত্বর জুড়ে ওয়াইফাই সংযোগ ব্যবস্থা চালু করতে পেরেছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাঠক্রমে অনলাইন ভর্তির কেত্রেই অধিকতর স্বছতা ও ন্যায্যতা আনার লক্ষ্যে একটি ব্যাপক ই -প্রশাসন উদ্যোগে নেওয়া হয়েছে। এর ফলে প্রতিবছর রাজ্যজুড়ে আট লক্ষ্যের বেশি আবেদনকারী উপকৃত হচ্ছেন।

সাধারণ মানুষের মধ্যে আর্থিকভাবে পশ্চাৎপদ অংশের মেধাবী পড়ুয়াদের যথার্থ সহায়তা দিতে স্বামী বিবেকানন্দ মেধা তথা সংস্থান বৃত্তি প্রকল্পের জন্যও বাজেটে অর্থ বরাদ্দ ২০১৫-১৬ সালে ৪৫কোটি টাকা থেকে বাড়িয়ে ২০১৬-১৭ সালে ২০০ কোটি টাকা করা হয়েছে। এর ফলে প্রযুক্তি, ডাক্তারি, কারিগরি ও সাধারণ স্নাতক স্তরের পাঠ্যক্রমে ছাত্রবৃত্তির পরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই উপকৃতের সংখ্যাও বেড়েছে। প্রসঙ্গত ২০১৬-১৭ সালে একাদশ ও দ্বাদশ শ্রেনীতে মোট ৭৩,৭৪৪ জন পড়ুয়া এই বৃত্তির সুযোগ লাভ করেছেন।

Bengal witnesses huge growth in education sector under Mamata Banerjee

During the last six years, the Bengal Government – under the able leadership of Mamata Banerjee – rejuvenated the education sector through various measures.

The Bengal Government is providing free text books to all students of Pre-Primary to class XII. Nearly 9.5 crore books are printed and distributed annually. Specially designed Braille text books are given to all visually challenged students.

50.32 lakh primary school students were provided with school shoes free of cost in last one year. School education department provided free school uniform to all Class I to VIII students each year.

Here are some of the major achievements:

School Education

Mid Day Meal to 1.2 crore elementary level students is provided on daily basis involving self-help groups.

50,426 Primary school teachers are recruited in Primary Schools

27,572 Teachers were recruited in upper primary and secondary school.

All schools are provided with safe drinking water and toilets.

As a new ‘E-class rooms’ initiative, infrastructure is provided in 2000 secondary schools in last one year.

As a new initiative recreational infrastructure (see-saw, swing and slide) was provided in 990 primary schools in last one year.

To develop academic infrastructure 93,064 additional class rooms were constructed in schools in last six years.

New Buildings of 531 new set up primary schools, 3966 new set up upper primary schools, 2706 SSK, 166 MSK were constructed in last six years. In 3915 secondary schools 39300 computers were provided to encourage the use of computers in schools.

In last six years, 564 Junior High schools were upgraded to High school, 1909 Secondary schools were upgraded to Higher Secondary schools. In 3014 schools library grant to develop library infrastructure and in 3714 schools Laboratory grant to develop school infrastructure.

Shikshashree:

‘Shikshashree’ scholarship scheme had been introduced for SC students from class V to VIII in 2014-15. During 2014-2017, almost 38 lakh students were covered under the new scheme. Scholarship is being paid directly to bank accounts of the students. The scheme will be brought under the e-governance regime from current fiscal.

Sabooj Sathi:

‘Sabooj Sathi’ scheme had been declared for distribution of bicycles to students from class IX to XII in 2015-16. During 2015-2017, about 35 lakh students received bicycles under this scheme. Distribution of another 30 lakh bicycles is likely to be completed by the end of this year. Implementation is managed through a single window portal www.wbsaboojsathi.gov.in and records are available in the public domain to ensure transparency.

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যপক উন্নতি বাংলার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচক্ষন নেতৃত্বে গত ছ’বছরে বাংলা ফিরে পেয়েছে শিক্ষা ক্ষেত্রে হৃত গৌরব।

স্কুল শিক্ষায় কিছু উল্লেখযোগ্য সাফল্যঃ-

পশ্চিমবঙ্গ সরকার প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে বিনামুল্যে পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকমের মোট পাঠ্যপুস্তকের সংখ্যা ২৯৬। বছরে প্রায় ৯.৫ কোটি বই মুদ্রিত এবং বিতরিত হচ্ছে।

দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পদ্ধতিতে ডিজাইন করা ব্রেইল পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।

গত এক বছরে প্রাথমিক বিদ্যালয়ের ৫০.৩২ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামুল্যে জুতো দেওয়া হয়েছে।

বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রতি বছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে পোশাক বিতরণের ব্যবস্থা চালু করেছে।

স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে প্রাত্যহিক ভিত্তিতে ১.২ কোটি প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীর জন্যে মিড-ডে-মিলের ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় ৫০,৮২৬ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

উচ্চ-প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ২৭,৫৭২ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

প্রতিটি বিদ্যালয়েই বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে।

গত এক বছরে ২০০০ মাধ্যমিক বিদ্যালয়ে ই-শ্রেনিকক্ষ-এর পরিকাঠামো নির্মাণের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

৯৯০টি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দদানের পরিকাঠামো (সি-ষ, সুইং ও স্লাইড) তৈরির নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ছয় বছরে শিক্ষাগত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৯৩,০৬৪ টি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে।

গত ছয় বছরে ৫৩১টি প্রাথমিক বিদ্যালয়, ৩৯৬৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, ২৭০৬টি এসএসকে, ১৬৬টি এমএসকে-এর নবরূপায়ন হয়েছে।

বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবহারকে উৎসাহিত করতে ৩৯১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯,৩০০টি কম্পিউটার দেওয়া হয়েছে।

গত ছয় বছরে ৫৬৪টি জুনিয়র উচ্চ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

গত ছয় বছরে ১৯০৯টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩০১৪টি বিদ্যালয়ে গ্রন্থাগারের জন্যও ১৫.৪৬কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩৭১৪টি বিদ্যালয়ের ল্যাবরেটরির জন্যও ৬২.১১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

শিক্ষাশ্রীঃ-

২০১৪-১৫ শিক্ষাবর্ষে তফসিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য ‘শিক্ষাশ্রী’ ভাতা চালু করা হয়। ২০১৪-১৭ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় প্রায় ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে আনা হয়েছে। এই ভাতার টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে যাচ্ছে। এই বছর থেকে এই প্রকল্পকে ই-গভরনেন্সের আওতায় আনা হয়েছে।

সবুজ সাথীঃ-

২০১৫-১৬ সালে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে সাইকেল বিতরণ করা শুরু হয়। ২০১৫-১৭ সালের মধ্যে ৩৫ লক্ষ ছাত্রছাত্রীদের এই প্রকল্পে সাইকেল দেওয়া হয়। এ বছরের শেষ পর্যন্ত আরও ৩০ লক্ষ সাইকেল বিলি করা হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য এই প্রকল্পটি পুরোপুরি অনলাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

Bengal Govt now distributing exercise books to students

After distributing textbooks, shoes, winter clothes and schoolbags among students of government and government-aided schools, the Education Department of the Bengal Government is now distributing exercise books to the students

The feat started with exercise books being distributed to students between classes VI and XII in April this year. Now, the students do not have to purchase exercise books from the current academic session. No less than 20 lakh exercise books have already been printed and are being handed over. This initiative is a first of its kind among all Indian states.

The Bengal Education Minister Partha Chatterjee said in this regard that the State Government aims to reduce stress among students. More and more students from the financially backward section will get the benefit, he said. The schools will decide if the exercise books will be retained by them or the students will take them back home, he added.

The West Bengal government under the leadership of Chief Minister Mamata Banerjee is committed to ensuring that Right of Children to Free and Compulsory Education Act, 2009, benefits all students, he said.

 

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের খাতা দেবে রাজ্য সরকার

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এবার খাতা দিতে চলেছে রাজ্য সরকার। আনুষ্ঠানিকভাবে যা শুরু হতে চলেছে ৫ সেপ্টেম্বর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৩টি করে খাতা দেওয়া হবে। তার মধ্যে দুটি খাতা রুলটানা, অন্যটি সাদা। নবম–দশমে দেওয়া হবে ৫টি খাতা। তিনটি রুলটানা, দুটি সাদা। একাদশ এবং দ্বাদশে দেওয়া হবে ৬ থেকে ৮টি খাতা। খাতার মলাটে থাকছে বিশ্ব বাংলার লোগো।

ইতিমধ্যেই প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্যের প্রতিটি পড়ুয়াকে বিনামূল্যে স্কুল ড্রেস এবং পাঠ্যবই দেওয়া হয়। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি পড়ুয়াই এখন মিড–ডে মিলের আওতায় রয়েছে। নবম এবং দশমে চারটি এবং একাদশ–দ্বাদশে ২টি বইও পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া হয়।

গতবছরই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের জুতো দেওয়া হয়েছে। স্কুলকে পড়ুয়ার কাছে আরও আকর্ষক করে তুলতে রাজ্যের বেশ কিছু প্রাথমিক স্কুলে খেলনা বিলি করেছে সরকার। এই স্কুলগুলিতে খেলার জন্য দোলনা এবং ঢেঁকি দেওয়া হয়েছে।

দপ্তর সূত্রে খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের ব্যাগ বিলির সিদ্ধান্ত হয়ে রয়েছে। এই খাতে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দও হয়েছে।

Source: Aajkal

Swasthya Sathi to cover teachers from now, Bengal CM announces on Teachers’ Day

Bengal Chief Minister Mamata Banerjee presented the Siksha Ratna Samman awards to outstanding teachers of Bengal at a function at Nazrul Mancha today on the occasion of Teachers’ Day.

On the occasion, the CM announced that the State’s medical insurance scheme ‘Swasthya Sathi’ will cover teachers from now. This would take the number of beneficiaries under the scheme from 47 lakh to 55.5 lakh.

The Chief Minister said, “I am proud to declare that after we started the Kanyashree Scheme, the school dropout rate among girls has come down by 16.5%. This is big achievement”.

About improvement in education infrastructure, she said, “We have set up 16 universities and 46 colleges. Four lakh college seats have been added. Nine medical colleges have been established; seven more will be set up. We have increased medical seats by 1,800. Over 300 ITIs and polytechnics have been established, and 6,000 new schools have been set up”.

The Chief Minister went on to speak about the various schemes being run by the State Government: “We have even extended the Kanyashree Scheme to university students. We have started the Sikshashree Scheme for SC/ST students. Over 1.3 lakh minority students have been given scholarships. We have also started the Swami Vivekananda Merit-cum-Means Scholarship”.

She also said there was a plan to include from next year Class VIII students in the Sabuj Sathi scheme, under which the government has already distributed 40 lakh Sabuj Sathi bicycles; 30 lakh more will be distributed this year. We will include Class VIII in this scheme; we will have to look at the finances”.

She also criticised the needless comments of some politicians: “Some political leaders are giving a lot of gyan. Those who have become morally bankrupt cannot do anything positive or fruitful”.

 

স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এলেন শিক্ষক-শিক্ষিকারা, শিক্ষক দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

আজ শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃতি শিক্ষক-শিক্ষিকাদের হাতে তুলে দেন ‘শিক্ষা রত্ন’ পুরস্কার। শ্রেষ্ঠ স্কুলকেও পুরস্কৃত করা হয়।

শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এখন থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এলেন শিক্ষক-শিক্ষিকারা। প্রায় ৫৫.৫ লক্ষ কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের পরিবার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে আসবেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

আজকের দিনটা আমাদের গর্বের দিন। শিক্ষক শিক্ষিকাদের অধ্যাপক অধ্যাপিকাদের তাদের কাজের স্বীকৃতি হিসেবে, কিছু শিক্ষক সন্মাননা আমরা শিক্ষারত্ন, শিক্ষক সন্মাননা তাদের হাতে তুলে দিতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছি। শিক্ষার আরেক নাম দীক্ষা। শিক্ষাগুরু, দীক্ষাগুরু তাদের কোনও শেষ নেই। তাঁরা চিরকাল আমাদের মধ্যে বিরাজ করে।

আমরা বলি, স্বদেশে পুজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পুজ্যতে।

আজকে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা আজকের স্টুডেন্ট, আগামী দিন তারা দেশের ভবিষ্যৎ, তারা আমাদের অ্যাসেট সমাজের গর্ব। আজকে আমি গর্বের সাথে ঘোষণা করছি, কন্যাশ্রী করবার পর ১৬.৫ পারসেন্ট আমাদের ড্রপআউট রেট কমেছে যেটা আমাদের শিক্ষার এটা বেড়েছে মেয়েদের। এটা ভীষণ ভালো। আমরা তো চাই আমার এডুকেশন প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাক।

এই ছ’বছরের মধ্যে আমরা ১৬টা নতুন বিশ্ববিদ্যালয় করতে পেরেছি, ৪৬টা নতুন সরকারি কলেজ করেছি, আমরা প্রায় কলেজের সিট চার লক্ষের ওপর বাড়িয়েছি, আমাদের নতুন মেডিক্যাল কলেজ নটা হয়ে গেছে আরও সাতটা হবে, ১৬টা হবে। মেডিক্যাল কলেজেও আমি দেখছিলাম হিসেব করে ৬৬/৬৭ বছরে যদি ২৭০০ সিট থাকে, তাহলে মাত্র ছ’বছরে আমরা প্রায় ওটা ১৮০০ বাড়িয়েছি। পলিটেকনিক কলেজ, আইটিআই ৩০০ নতুন করে তৈরি করা হয়েছে, সুযোগ অনেক আছে, ৬০০০ নতুন বিদ্যালয় তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই।

এবার আমরা কে৩ করে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়েও চালু করেছি। সংখ্যালঘুরা ১.২৫ কোটি স্কলারশিপ পেয়েছে। সিডিউল্ড ক্লাস, সিডিউল্ড ট্রাইব ছেলেমেয়েরা “শিক্ষাশ্রী” স্কলারশিপ পেয়েছে। এছাড়াও আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ তৈরি করেছি। ইউজিসি টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা টাকা বাড়িয়ে ২০০ কোটি টাকা করে ওখান থেকে ২০ কোটি টাকা ওদের দিয়ে দিয়েছি।

সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট আমরা ফ্রিতে করি। ৪০ লক্ষ ছেলেকে সবুজ সাথী সাইকেল দিয়েছি আমরা। এবছরে আরও ৩০ লক্ষ দেওয়া হচ্ছে। টাকা পয়সা সঙ্কুলান হলে আমি ক্লাস এইটকেও এই আওতায় নেওয়ার চেষ্টা করছি।

৯কোটি ২০লক্ষের মধ্যে ৮কোটি ১০ লক্ষ মানুষ খাদ্যসাথী প্রকল্পে আছে। “সবুজ শ্রী” একটা নতুন পরিকল্পনা।

সমাজ গড়ে শিক্ষা, শিক্ষা গড়ে সভ্যতা, সভ্যতা গড়ে সংস্কৃতি, সংস্কৃতি গড়ে মানবিকতা। শিক্ষা না থাকলে সারা জীবনটাই মরুভুমি হয়ে যাবে। শিক্ষাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ।

জেনারেশনের পর জেনারেশনকে ইংরাজি পড়তে দেওয়া হয় নি। আমরা চাই ছেলেমেয়ারা বাংলাও শিখবে, ইংরাজিও শিখবে, অন্য ভাষা শিখতে চাইলেও শিখবে। যার যে ভাষা পছন্দ, সেটা শিখবে। মাতৃভাষা জানার নিশ্চয় প্রয়োজন আছে। এখন অনেক এডভান্টেজ, সেটাকে এডভান্টেজ হিসেবে কাজে লাগাতে হবে।

মা যেমন ছেলেমেয়েদের মানুষ করে, একটা স্কুলটিচারও মানুষ করেন। তারা তৈরি করে দেয় বেসটা।

আমি কাউকে কাউকে দেখি শুধু সমালোচনাই করে যায়। যারা দেউলিয়া হয়ে যায়, তারা এই কাজগুলোই করে, মাথা দিয়ে ভালো কাজ বেরোয় না।

বাংলাকে যে যত অবহেলা করুক, বঞ্চনা করুক, লাঞ্ছনা করুক, হিংসা করুক, তারা প্রতিযোগিতায় পারে না। বাংলার মেধা, বাংলার ট্যালেন্ট বিশ্ববিখ্যাত। বাংলার সঙ্গে প্রতিযোগিতায় না পেরে কেউ কেউ কাঁকড়ার মত বাংলাকে টেনে ধরতে চায়।

আমরা গর্বিত আমাদের শিক্ষাকুল, গুরুকুল, শিক্ষকসমাজ, শিক্ষিকাসমাজ, এবং সাথে টিচিং-ননটিচিং যারা আছেন তাদের নিয়ে। শিক্ষালয় দেবালয়ের মত, এগুলোকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন।

Bengal CM chairs central-level administrative review meeting at Nabanna

Chief Minister Mamata Banerjee took stock on the progress of work undertaken by all State Government departments during the central-level administrative review meeting held at the state secretariat, Nabanna today.

The top brass of all the departments, superintendents of police and district magistrates of all the 23 districts, and commissioners of all the police commissionerates were present in the meeting today.

After the meeting, Mamata Banerjee held a media interaction. She said that among the topics discussed were 100 Days’ Work, health and agriculture. Ways to provide further help to the 85 lakh people affected by the floods were also discussed. The State Government departments have been given the responsibility to get rid of the many cases pending in the courts as early as possible. All topics related to the government were discussed in detail.

It must be mentioned in this connection that every year, Mamata Banerjee holds an annual administrative review meeting in every district to appraise the work done with respect to the implementation of government projects.

Earlier, before the meeting, the Chief Minister inaugurated an auditorium adjacent to Nabanna. It has been named Nabanna Sabhaghar.

 

 

নবান্নে রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আজ রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, মন্ত্রী, দপ্তরের সচিব, জেলাশাসক, জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং রাজ্য প্রশাসনের পদস্থ কর্তাব্যাক্তিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা হয় এই বৈঠকে।

এক বছরের কাজের খতিয়ান নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই পঞ্চায়েত নির্বাচনের আগে কাজের রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। কীভাবে মানুষের কাছে আরও উন্নয়ন পৌঁছবে তার দিক নির্দেশও করেন তিনি।

নবান্নে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আজকের বৈঠকে ১০০ দিনের কাজ, স্বাস্থ্য, কৃষি সহ সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ৮৫ লক্ষ মানুষ বন্যার কবলে, তাদের সাহায্য করার বিষয় নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। অনেক কোর্ট কেস পড়ে আছে, সেগুলি সমাধানের জন্য প্রতিটি দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে”.

আজ নবান্ন’র পাশে নতুন তৈরি হওয়া অডিটোরিয়াম, নবান্ন সভাঘরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে নবান্নর প্রশাসনিক বৈঠকগুলি ওই অডিটোরিয়ামে করা হবে।

 

Bengal govt to give small traders free software for filing GST returns

Bengal government will provide free software to small traders for filing goods and services tax (GST) returns, state Finance Minister Dr Amit Mitra said on August 30.

“We are in touch with the NIC (National Informatics Centre) and work is on to develop the software,” Dr Mitra said while addressing a seminar on GST.

Bengal would be one of the few states to provide free GST software under the new tax regime in the country.

Addressing the seminar on phone, Chief Minister Mamata Banerjee said that the State was never against GST but opposed the hurried implementation of the new system.She assured that the State would continue to fight for the right of small enterprises.

 

জি এস টি-র জন্য ব্যবসায়ীদের বিনামূল্যে সফটওয়্যার পরিষেবা দেবে রাজ্য

জি এস টি নিতে সমস্যায় পড়েছেন রাজ্যের ব্যবসায়ীরা। সেই সমস্যা কাটাতে একটি সফটওয়্যার তৈরি করছে রাজ্য সরকার। তৈরি হয়ে গেলে ব্যবসায়ীদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে, একথা জানান, অর্থমন্ত্রী অমিত মিত্র।

এই অনুষ্ঠানে টেলিফোনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য জিএসটির বিরোধী নয়। কিন্তু যে ভাবে তাড়াহুড়োয় নতুন কর ব্যবস্থা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হল, তা ঠিক হয়নি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সব সময় লড়াই চালিয়ে যাবে।

এদিন শিল্পমন্ত্রী বলেন, পরিকাঠামো ছাড়াই গোটা প্রক্রিয়া চালু করে দিলে কি হয় তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখেই জিএসটি সংক্রান্ত হিসেব রাখতে এই সফটওয়্যার আনা হচ্ছে। ন্যাশনাল ইনফরমেতিক্স সেন্টার এই সফটওয়্যার তৈরির কাজ করছে।

Source: Bartaman