Water taxis for leisure rides on Hooghly river soon

Soon, water taxis would be available for leisure rides on the Hooghly river. The West Bengal Transport Corporation (WBTC) will be operating the vessels, which are akin to motor boats, from jetties in Kolkata.

Eight seats would be available in each water taxi. People can hire the whole boat too. Initially, the service would be available from the jetty at Millennium Park. According to a WBTC official, the vessels would be delivered by December 25; hence, plans are afoot to start the rides during the Christmas holidays.

Currently, WBTC operates mayurpakshi boats for one-hour leisure riders on the Hooghly every Saturday, Sunday and public holidays. This is a very popular service. The rides cost Rs 100 per passenger.

WBTC officials hope that the water taxis too would be popular.

 

এবার গঙ্গাতে ওয়াটার ট্যাক্সি নামাচ্ছে রাজ্য

এবার জলক্রীড়ার মজা মিলবে শহরেই। চাইলে বড়দিনের ছুটিতে শহরে ঘুরতে এসে গঙ্গাবক্ষে ওয়াটার ট্যাক্সিতে প্রমোদ ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন যে কেউ। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রের খবর, আপাতত দু’টি ওয়াটার ট্যাক্সি তৈরি করা হচ্ছে।

বর্তমানে প্রমোদ ভ্রমণের জন্য শনি, রবি এবং অন্যান্য ছুটির দিনে বাহারি নৌকা ময়ূরপঙ্খী চালায় পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এক ঘণ্টা করে যাত্রীদের গঙ্গায় ঘোরানো হয়। থাকে গান-বাজনার আয়োজনও। তার জন্য খরচ পড়ে জনপ্রতি ১০০ টাকা। নিগমের এই আয়োজন যাত্রী মহলে বেশ জনপ্রিয় হয়েছে। গঙ্গায় ওয়াটার ট্যাক্সি নামানোর পরিকল্পনাও পর্যটকদের মধ্যে জনপ্রিয় হবে বলে আশা নিগম কর্তাদের।

ওয়াটার ট্যাক্সিতে আটটি করে সিট থাকবে। কেউ চাইলে নিজেদের পরিবার বা বন্ধু-বান্ধবদের জন্য গোটা জলযানটিই ভাড়া নিতে পারবেন। আলাদা করে সিটের ভাড়া দেওয়ারও ব্যবস্থা থাকবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মিলেনিয়াম পার্কের জেটি থেকে এই জলযানগুলি চালানো হবে।

সাধারণ জলযানের তুলনায় ওয়াটার ট্যাক্সি অনেকটাই বেশি গতিতে যেতে পারে। এই জলযান গঙ্গা ভ্রমণে নয়া উৎসাহ তৈরি করবে বলে মত তাদের।

Source: Bartaman

Bengal Govt giving new homes for one-horned rhinos

The Bengal Government is setting up two new homes for the one-horned rhinoceros – Rasmati Jheel in the Patlakhawa forest area in Cooch Behar district and the Ramsai jungle near Gorumara National Park in Jalpaiguri district. With the number of rhinos rising steadily in the jungles of Gorumara and Jaldapara, this is a welcome step.

The river Torsa flows through the Patlakhawa forest. The earmarked area is a grassland, and hence an ideal habitat for the rhinoceros. The rhinos will be released in the ratio of two females for every male.

The district of Cooch Behar has many components of tourism; only wildlife tourism was missing. With the new home for rhinos this too will be fulfilled. There are plans to also develop an elephant safari in the district.

Source: Millennium Post

একশৃঙ্গ গণ্ডারদের জন্য দুটি নতুন ঠিকানা বাংলায়

জলদাপাড়া ও গরুমারা জঙ্গলে বেড়ে চলেছে একশৃঙ্গ গণ্ডারদের সংখ্যা। এবার তাদের জন্য নতুন দুটি বাসস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার। প্রথমটি হল কোচবিহার জেলার পাতলাখাওয়া জঙ্গলে রাসমতি ঝিলে; অন্যটি জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় অভয়ারণ্যের রামসাইয়ের জঙ্গলে।

পাতলাখাওয়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে তোর্সা নদী। এই অঞ্চলটি গণ্ডারদের পক্ষে খুব আদর্শ বাসস্থান হতে চলেছে। এখানে ২টি মহিলা পিছু ১টি পুরুষ – এই অনুপাতে গন্ডার ছাড়া হবে।

কোচবিহারে পর্যটনের অনেক সুযোগ, শুধু বন্যপ্রাণ কেন্দ্রিক পর্যটনের কোনও সুযোগ ছিল না। সরকারের এই উদ্যোগের ফলে তাও পূরণ হয়ে যাবে। পরিকল্পনা আছে এই জেলায় একটি হাতির সাফারিও শুরু করার।

It is official: Rosogolla belongs to Bengal

The Bengal Government on Tuesday, November 14 won the two-and-a-half-year-old battle over rosogolla as Chennai-based Geographical Indications (GI) Registry announced that one of India’s signature sweets originated in the state and not in Odisha.

Chief Minister Mamata Banerjee had initiated the idea of registering the patent in favour of Bengal. Welcoming the judgement, she tweeted, “Sweet news for us all. We are very happy and proud that Bengal has been granted GI (Geographical Indication) status for Rosogolla”.

According to the deputy controller of patents and designs in Kolkata, the dispute (with Odisha) that rosogolla originated in Bengal has been settled under the GI Act that authenticates a product relating to either a geographical location or community or society.

The Bengal Government had quoted 19th-century history to claim rosogolla was invented by Nabin Chandra Das, a famous sweetmeat maker, in 1868.

Bengal getting the patent has the potential to translate into good business for confectioners.

The director of sweet-maker KC Das Private Ltd. and a great great grandson of Nabin Chandra thanked the Chief Minister for her proactive role. He also said the State Government had borne the entire expenditure of the dispute-settling process.

Bengal is already the holder of 14 GI tags – Darjeeling tea, nakshi kantha, Santiniketan leather goods, the Bankura horse, Laxman Bhog, Khirsapati (Himsagar) and Fazli mangoes, Shantipur, Baluchari and Dhaniakhali sarees, Joynagar moa, Bardhaman sitabhog and mihidana, and gobindobhog and tulaipanji rice.

A GI tag entails that no other region can manufacture or produce an item that has been awarded the status by the Chennai-based institution. For example, tea growers in Nepal cannot call their produce Darjeeling tea, which there was a tendency till the tag was awarded to Darjeeling. It assures the exclusivity of the product as well as its essence and quality.
Source: Hindustan Times

রসগোল্লা বাংলারই, উচ্ছসিত মুখ্যমন্ত্রী

রসগোল্লা বাংলারই। ওডিশার সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষ হাসি হাসল বাংলাই। রসগোল্লার জিওগ্র্যাফিকাল ইন্ডিকেশন ফর গুডসের রেজিস্ট্রেশন পেল পশ্চিমবঙ্গ।

২০১৫ সালে রসগোল্লার আঁতুড়ঘরের নয়া দাবিদার হিসেবে উঠে আসে ওডিশার নাম। নিজেদের রসগোল্লার উত্‍‌সস্থল হিসেবে দাবি করে জিআই-এর অধিকারের দাবিতে লড়াই শুরু করে ওডিশা সরকার। তাদের যুক্তি ছিল, উল্টোরথের পরদিন ওডিশায় পালিত হয় রসগোল্লা দিবস। তবে বাংলাও লড়াইয়ে পিছিয়ে থাকে না। প্রয়োজনীয় নথি পেশ করে রসগোল্লার মালিকানা দাবি করে পশ্চিমবঙ্গ সরকার।

রসগোল্লার বাঙালিয়ানা নিয়ে পেশ করা হয় নানা জোরদার যুক্তি। দাবি করা হয়, দেশের কোনও অংশেই ছানার কোনও মিষ্টি ভোগ হিসেবে দেওয়ার প্রচলন নেই। দেবতাকে নিবেদন করে ক্ষীরের মিষ্টি দেওয়ারই প্রচলন রয়েছে।

ওডিশার যুক্তির বাস্তব কোনও ভিত্তি না-থাকায় তাদের দাবি খারিজ করে রসগোল্লার GI রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গকেই দেওয়া হয়েছে।

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবার জন্য একটি মিষ্টি খবর। বাংলার রসগোল্লা জি আই ট্যাগ পেয়েছে, আমরা সকলে আনন্দিত ও গর্বিত’।

Purified drinking water for Nandigram soon

Chief Minister Mamata Banerjee’s promise of supplying purified drinking water to Nandigram is going to come true soon.

Plans have been firmed up by the State Government to supply purified drinking water in Nandigram and three other blocks. A plant is being set up on 15 acres in Chakkamina in Nandakumar block. The water for treatment would be sourced from the Rupnarayan river.

The project would entail a cost of Rs 811 crore, for which the Asian Development Bank (ADB) is aiding the State Government.

 

নন্দীগ্রামকে পরিস্রুত পানীয় জল দিতে জলপ্রকল্প তৈরির পথে রাজ্য

জমিরক্ষার আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামের মানুষকে পরিস্রুত পানীয় জল খাওয়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রতিশ্রুতির বাস্তব রূপায়ণের পথে রাজ্য সরকার।

নন্দীগ্রামের দুটি ব্লক, চণ্ডীপুর ও নন্দকুমার ব্লকের মানুষকে পরিস্রুত পানীয় জল দেওয়ার জন্য জলপ্রকল্প তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে ৮১১ কোটি টাকা। সেই টাকা সহজ শর্তে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার।

নন্দীগ্রামের মানুষকে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য প্রকল্প তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো একটি পরিকল্পনা করা হয়। ঠিক হয়, রূপনারায়ণ নদী থেকে জল তুলে ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন করে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

Source: Bartaman

 

20 things Mamata Banerjee said on DeMonetisation anniversary

Bengal Chief Minister Mamata Banerjee today addressed a press conference on the occasion of demonetisation anniversary. Attacking the Centre over the decision of demonetisation, and the resultant effect on economy, she demanded a thorough investigation into the issue.

The CM said the only party to benefit from demonetisation is the ruling party at the Centre. She alleged this was a conspiracy to convert black money into white by the same party.

Here are 20 things Mamata Banerjee said on demonetisation anniversary:

1.    Centre must give an explanation to the country as to why they demolished and destroyed the economy. What was the motive behind this decision? This Government is busy giving bhashans, not explanations.

2.    I may not be an economist, but several noted economists have panned demonetisation. Many former finance ministers of India called it a disaster.

3.    Former Prime Minister Manmohan Singh called demonetisation ‘organised loot’. A former Governor of RBI warned of negative impact. Arun Shourie, their own party leader, called it money laundering. Former finance minister of BJP, Yashwant Sinha, called it a disaster. Even, P Chidambaram said so.

4.    On the very first day itself, I had warned of a recession, through a series of tweets. Country has already lost GDP worth nearly Rs 3 lakh crore.

5.    Was demonetisation done without any planning, or was it a well thought-out conspiracy to convert black money into white?

6.    Demonetisation had failed in every country – Soviet Russia, Nigeria, Lybia – where it was tried. This was a Tughlaqi decision.

7.    More than 75,000 industrialists were forced to leave India and settle abroad because of the prevailing situation. Growth in investments also plummeted during this period.

8.    Big market hubs in the country, like Barabazar in Kolkata, witnessed 80-90% fall in business. More than 1 lakh jobs were lost in Surat. Demonetisation and GST were double disasters for the country.

9.    The Centre has failed to bring back black money from abroad. There must be a thorough investigation. What was the need for demonetisation?

10. In Bengal, we have stressed on digitisation and e-governance. We have doubled our revenues. All payments have been digitised. We have even received the Golden Peacock award for e-governnace.

11. The company Alibaba is under investigation (class action lawsuit) in China. But it is being allowed to do business in India. This is astounding.

12. Truth will always prevail. More than 100 people lost their lives. About 12,500 farmers committed suicide. The textile sector, unorganised sector and even the manufacturing sector are down. The young generation is the biggest loser.

13. Demonetisation was a bad political decision. It was also bad for governance. They have been continually shifting goalposts.

14. The ruling party at Centre hardly does any action; the PM gives only bhashan. The ministers are busy doing party work. There is no governance. Only the ruling party profited from demonetisation.

15. They said three things while announcing demonetisation. Black money will be retrieved, terrorism will be prevented and fake currency circulation will be reduced. They have failed on all fronts.

16. BJP is morally defeated in Gujarat. If they have done good work, people would naturally support them. But everyone – from the PM to the ministers, central agencies and forces – have been packed off to the State. This is a sign of moral defeat.

17. The ruling party is destroying institutions; from the RBI to the Planning Commission – none has been spared. There is no governance, only attacks on federalism.

18. Why is the media afraid? A section of the media only questions the Opposition. When it comes to the ruling party, they become His Master’s Voice.

19. All Opposition parties are protesting against demonetisation today. We have ideological differences, but we will continue to fight together with a common agenda.

20. The ruling party has lost all credibility and accountability. They have lost the confidence of the people. BJP only knows hooliganism. But we serve the people.

 

নোটবাতিলের বর্ষপূর্তিতে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখে নিন

নোটবাতিলের বর্ষপূর্তি উপলক্ষে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওনার বক্তব্যের বিশেষ কিছু অংশ:

১. শাসকদল ওদের নিজেদের সিদ্ধান্ত সমর্থন করবে সেটাই obvious, কারণ এটাই তাদের রাজনৈতিক ভিশন। এই সিদ্ধান্ত শাসকদলের, বিরোধীদের নয়। দেশের বর্তমান অর্থনৈতিক অচলাবস্থার জন্য ওরা দায়ী। কিন্তু  দেশের মানুষকে explanation  দেওয়ার বদলে ওরা ভাষণ দিচ্ছে।

২. আমি কোনও economic expert নই। প্রাক্তন অর্থমন্ত্রীরা সহ অনেক অর্থনীতিবিদ বলেছেন এটি একটা disaster।

৩. প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একে ‘সংগঠিত লুঠ’ বলেছেন। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বলেছেন, ‘এটা গরীব মানুষের ওপর নেগেটিভ ইমপ্যাক্ট’। অরুণ শৌরি বলেছেন এটা ‘একটা Money Laundering’। বিজেপির প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা সহ পি চিদাম্বরম সকলেই একে ‘disaster’ বলেছেন।

৪. নোটবাতিল ঘোষণার প্রথম দিনেই আমি টুইট করে বলেছিলাম এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দেবে। গরীব, মধ্যবিত্ত ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি suffer করবে। ৩ লক্ষ কোটি টাকার বেশি  GDP loss হয়েছে।  একটা  রাজনৈতিক সিদ্ধান্তের  জন্য সাধারণ মানুষ কেন suffer করবে?

৫.  কোন পরিকল্পনা না করেই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নাকি কালো টাকাকে সাদা করার জন্য এটা একটা  চক্রান্ত?

৬. সব  দেশে এই নোটবাতিলের সিদ্ধান্ত ব্যর্থ  হয়েছে – সোভিয়েত রাশিয়া, নাইজেরিয়া, লিবিয়া – যখনই চেষ্টা করেছে, বিফল হয়েছে। এটা একটা  তুঘলকি সিদ্ধান্ত।

৭. এই পরিস্থিতির জন্য ৭৫০০০ শিল্পপতি ভারতবর্ষ ছেড়ে বিদেশে যেতে বাধ্য হয়েছেন। আমি জানি না এই সিদ্ধান্তের মাধ্যমে কারা উপকৃত হয়েছে। বিনিয়োগের সম্ভাবনা কমে গেছে এই সময়ে।

৮. বড়বাজাররের শ্রমিকদের মতে তাদের ব্যবসার ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত। সুরাতে ১ লক্ষেরও বেশি মানুষ কর্মহীন হয়েছেন। প্রথমে নোটবাতিল, তারপর জিএসটি একসাথে ২ টো  বিপর্যয় হয়েছে দেশে।

৯. কেন্দ্র বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে ব্যর্থ। নোট বাতিলের যথাযথ তদন্ত হওয়া দরকার। কি প্রয়োজন ছিল এই সিদ্ধান্তের?

১০. বাংলায় ডিজিটাইজেশন ও ই-গভর্ন্যান্স এর ওপর জোর দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজস্ব দ্বিগুন করেছি।  ই-গভর্ন্যান্স এর জন্য গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা।

১১। চীনের সরকার নিজেরাই যখন আলিবাবা কোম্পানিটির ব্যাপারে তদন্ত করছে, তখন আমাদের দেশে সব রকম ব্যবসার সুযোগ তারা পায় কী করে? এমনকী নিউ ইয়র্কেও এদের নামে একটি মামলা (ক্লাস অ্যাকশন স্যুট) আছে, তাহলে ভারতে এটা কী হচ্ছে?

১২। মানুষ ভুগছেন, কৃষকরা ভুগছেন, ১০০-র বেশী মানুষ মারা গেছেন, ১২,৫০০ কৃষক আত্মহত্যা করেছেন, ৫০ লক্ষের বেশী চাকুরিজিবী কাজ হারিয়েছেন, টেক্সটাইল শিল্প থেকে অসংগঠিত ক্ষেত্র এমনকী উৎপাদনকারী শিল্প সংস্থারা বলছে যে আগামী দু বছর তারা কোন নতুন চাকরী দিতে পারবে না। তাঁর মানে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তরুণ প্রজন্মের।

১৩। এই সিদ্ধান্ত শুধু সরকারের জন্যে খারাপ নয়, এটা পুরো প্রশাসনিক ভুল। জি এস টি-র ব্যাপারেও এক ভুল, বলেছিলাম তাড়াহুড়ো করবেন না, তাও করল। আরে কত চেঞ্জ করবে, করতে করতে তো গোলপোস্ট পালটে যাবে, তখন কী করবে? গোলপোস্ট গেল তো সব গেল, গোল করবে কী করে?

১৪। এই সরকার মানুষের জন্য কাজ না করে ভাষণ দিচ্ছে, আর প্রত্যেকটা রাজ্যে গিয়ে রাজনীতি নিয়ে কথা বলছে। ধর্ম নিয়ে কথা রটাচ্ছে, যাতে নিজেদের দল ভারী হয়। আর মাঝে মাঝে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

১৫। এই নোটবন্দি নিয়ে ওরা কি বলেছিল? সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হবে বলেছিল, হল না। দুই, কালো টাকা ধরা পড়ে যাবে বলেছিল, হল না। তিন, নকল টাকা ধরা পড়বে বলেছিল, হল না।

১৬। গুজরাতে নির্বাচনের জন্য সব মন্ত্রীরা, মায় প্রধানমন্ত্রী পর্যন্ত কেন পড়ে আছেন। গুজরাতের মানুষ যদি মনে করেন যে ওরা ভালো কাজ করেছে তাহলে সেখানে এত পড়ে থাকতে হবে কেন? এর থেকে আমার মনে হয় যে গুজরাতে বিজেপি-র নৈতিক পরাজয় হয়েছে।

১৭. শাসক দল সব ইন্সটিটিউশনগুলো ধ্বংস করে দিচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক থেকে প্ল্যানিং কমিশন সব ধ্বংস করে দিচ্ছে। কোন গভর্ন্যান্স নেই, শুধু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আক্রমণ করছে।

১৮. সংবাদমাধ্যম কেন ভয় পাচ্ছে? সংবাদমাধ্যমের একাংশ শুধু বিরোধীদের প্রশ্ন করে। আমি জানি ওরা সংবাদমাধ্যমকে pressurise করে, কিন্তু মিডিয়ার উচিত নিজেদের ভূমিকা পালন করা।

১৯. আজ সব বিরোধী দল এই নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমাদের মধ্যে আদর্শগত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে কিছু common agenda থাকে। জনসাধারণের স্বার্থে আমরা একসঙ্গে লড়াই করি।

২০. শাসক দল ওদের credibility ও accountability হারিয়ে ফেলেছে। মানুষ ওদের ওপর থেকে বিশ্বাস হারিয়েছে। বিজেপি শুধু hooliganism করে কিন্তু আমরা মানুষের জন্য কাজ করি।

 

#Nov8BlackDay Demonetisation: A snapshot of the deaths that resulted from it

Demonetisation has been disastrous for the Indian economy. It was a bad decision, and then badly implemented. It has been universally panned. However, it not only had a negative economic impact but deep social impact too, both from immediate and long-term perspectives.

More than 100 people lost their lives, many from their health not permitting them to stand in long queues outside banks and ATMs. Numerous people lost their jobs, as a result of business owners not having enough cash to pay salaries, which resulted from their not making money as they could not sell their goods, as buyers didn’t have cash. Ninety per cent of Indians work in the informal sector, which consists of small setups, where dealings are done in cash.

Here we present a few incidents depicting the way in which demonetisation impacted the common man. These incidents took place during the period when demonetisation was in force, that is, from November 8 to December 30, 2016.

  • On November 14, in Odisha, the failure of Sudarsin Surin of Marangabahal village to convince an auto-rickshaw driver to take his ailing two-year old son to Sambalpur Hospital, as he only had the old Rs 500 notes, led to the death of the child.
  • A newborn baby died in Rajasthan’s Pali district after an ambulance refused to take the child to a hospital as the father could not arrange Rs 100 notes on time.
  • A farmer from Raigarh, Chhattisgarh committed suicide as he was upset over not being able to exchange Rs 3,000, which he was supposed to send to his stranded children in Tamil Nadu.
  • A 47-year old-farmer, who had to pay for farm labour, died of heart attack while waiting to exchange old currency notes in Tarapur, Gujarat.
  • A 69-year-old retired BSNL employee died waiting in a queue at a bank in Sagar, Madhya Pradesh to exchange currency notes.
  • Four days before his daughter’s wedding, Sukhdev Singh died of a heart attack in Tarn Taran, Punjab, as he was unable to buy groceries and other items due to shortage of new currency notes.
  • A man from Kanpur, Uttar Pradesh who had received Rs 70 lakh in advance for selling his land, died of a heart attack while watching PM Narendra Modi’s speech announcing demonetisation.
  • A retired school teacher, Raghunath Verma (70), in Jalaun, Uttar Pradesh, died waiting outside a bank. He went to withdraw money for meeting the marriage expenses of his daughter.
  • A 72-year-old man from Mumbai died of a massive heart attack while waiting to deposit old currency notes at a bank.
  • On November 18, Sheikh Islamuddin, a resident of the Kolkata Port area, who had stood in queue in the wee hours, collapsed on reaching home. He was pronounced brought dead.
  • An 18-month-old baby died in Visakhapatnam in Andhra Pradesh as the parents did not have money to buy medicines after a private hospital had refused old currency notes.
  • A middle-aged woman from Chikballapur district of Karnataka committed suicide after the Rs 15,000 she had taken to the bank for exchanging were allegedly lost or stolen.
  • On December 1, a 32-day old baby died as her mother, Arguna Khatoon, waited in a crowded room to withdraw money at the United Bank of India in Balrampur, Bihar.
  • A 55-year-old homemaker in Mahubabad district of Telangana committed suicide because she thought her cash savings of Rs 54 lakh were now worthless.
  • Noel Topno, a senior official posted at a branch of the Central Bank of India in Siliguri, not being able to take the pressure of over-work as a result of the implementation of demonetisation, collapsed in office on the afternoon of December 16 and died of a suspected cardiac arrest.

 

 

নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ

 

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

শুধু তাই নয়, সাধারণ মানুষের জীবনেও বিপর্যয়ের সূত্রপাত ঘটিয়েছে এই অমানবিক সিদ্ধান্ত। কেন্দ্রের এই ঔদ্ধত্বের ফলে ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, এটিএম ও ব্যাঙ্কের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন কারণ মালিকদের কাছে টাকা ছিল না মজুরি দেওয়ার। নব্বই শতাংশ ভারতীয় অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যার বেশীর ভাগ জায়গায় নগদে কাজ হয়।

এমনই কিছু হৃদয়বিদারক ঘটনা তুলে ধরা হল এখানে:

  • On November 14, in Odisha, the failure of Sudarsin Surin of Marangabahal village to convince an auto-rickshaw driver to take his ailing two-year old son to Sambalpur Hospital, as he only had the old Rs 500 notes, led to the death of the child.
  • A newborn baby died in Rajasthan’s Pali district after an ambulance refused to take the child to a hospital as the father could not arrange Rs 100 notes on time.
  • A farmer from Raigarh, Chhattisgarh committed suicide as he was upset over not being able to exchange Rs 3,000, which he was supposed to send to his stranded children in Tamil Nadu.
  • A 47-year old-farmer, who had to pay for farm labour, died of heart attack while waiting to exchange old currency notes in Tarapur, Gujarat.
  • A 69-year-old retired BSNL employee died waiting in a queue at a bank in Sagar, Madhya Pradesh to exchange currency notes.
  • Four days before his daughter’s wedding, Sukhdev Singh died of a heart attack in Tarn Taran, Punjab, as he was unable to buy groceries and other items due to shortage of new currency notes.
  • A man from Kanpur, Uttar Pradesh who had received Rs 70 lakh in advance for selling his land, died of a heart attack while watching PM Narendra Modi’s speech announcing demonetisation.
  • A retired school teacher, Raghunath Verma (70), in Jalaun, Uttar Pradesh, died waiting outside a bank. He went to withdraw money for meeting the marriage expenses of his daughter.
  • A 72-year-old man from Mumbai died of a massive heart attack while waiting to deposit old currency notes at a bank.
  • On November 18, Sheikh Islamuddin, a resident of the Kolkata Port area, who had stood in queue in the wee hours, collapsed on reaching home. He was pronounced brought dead.
  • An 18-month-old baby died in Visakhapatnam in Andhra Pradesh as the parents did not have money to buy medicines after a private hospital had refused old currency notes.
  • A middle-aged woman from Chikballapur district of Karnataka committed suicide after the Rs 15,000 she had taken to the bank for exchanging were allegedly lost or stolen.
  • On December 1, a 32-day old baby died as her mother, Arguna Khatoon, waited in a crowded room to withdraw money at the United Bank of India in Balrampur, Bihar.
  • A 55-year-old homemaker in Mahubabad district of Telangana committed suicide because she thought her cash savings of Rs 54 lakh were now worthless.
  • Noel Topno, a senior official posted at a branch of the Central Bank of India in Siliguri, not being able to take the pressure of over-work as a result of the implementation of demonetisation, collapsed in office on the afternoon of December 16 and died of a suspected cardiac arrest.

 

 

Image source: The Indian Express

 

#Nov8BlackDay 10 things Mamata Banerjee said about demonetisation

The disastrous measure of demonetisation that the Central Government promulgated on November 8, 2016 knocked the Indian economy unconscious. Getting back on its feet has been a herculean task. Many people lost their lives, and lakhs lost their jobs. Businesses in both the formal and informal sectors have been devastated.

Chief Minister and Trinamool Congress Chairperson Mamata Banerjee conducted protests against demonetisation across the country. Through her speeches and social media posts, she has proved that demonetisation was a huge scam by the BJP to hoodwink the people of the country, and serve its own interests. In fact, in a sign of her far-sightedness, she was the first political leader to speak out publicly against demonetisation, within an hour of the Prime Minister’s November 8 speech declaring the Centre’s decision.

The purported aim of demonetisation, of recovering black money, has been proved to be an empty boast. The Reserved Bank of India (RBI) has stated that 99 per cent of the demonetised Rs 500 and Rs 1,000 currency notes, which formed an overwhelming 86 per cent of the paper currency on circulation, has come back into the economy, yet no black money has been traced.

Here are 10 major points that Mamata Banerjee has made against demonetisation:

1. While we are strongly against black money and corruption, we are deeply concerned about the common people, the small traders. How will they buy essentials tomorrow? This is financial chaos, disaster let loose on the common people of India. He (the Prime Minister) could not get back the promised black money from abroad, hence so much drama.

2. We want to know from the Prime Minister how our poorest brothers and sisters, who’ve received their week’s hard-earned wages in one Rs 500 notes, will buy atta, rice, etc. tomorrow. This is a heartless and ill-conceived blow to the common people, middle class, agricultural cooperatives, tea garden workers, unorganised labour sector, shopkeepers, farmers and small businesses. All will suffer. There will be deaths due to starvation.

3. Trinamool means ‘grassroots’. Trinamool Congress is the voice of the people. More than 150 people have died. Lives have been ruined irrespective of caste, community and creed. This is not merely an inconvenience, this is the killing of the economy.

4. During a year, the three months from December to February are the most productive time for construction and development projects. Now everything is shut, progress is halted. The tea garden and jute mill workers are not receiving their salaries and are in distress. The transport sector has been hit.

5. The Centre has given exemption from demonetisation to all its sectors – railways, transport, petroleum – but the State Government-controlled agricultural cooperatives have not been permitted to exchange currency. This is not federalism; states have shut down.

6. Trinamool Congress raised the issue of black money in Parliament in 1998. Trinamool MPs staged a demonstration against black money both inside and outside Parliament in 2014. What is the Government doing about electoral reforms? We have been raising the issue of electoral reforms for two decades. Eighty per cent of donations received by parties are from ‘unknown sources’.

7. Demonetisation is a big black scandal. People are suffering. This is a grim situation. We have offered concrete suggestions. One of the suggestions offered is to allow old and new Rs 500 currency notes to function parallelly. If you had to keep demonetisation a secret, what prevented you from printing more Rs 100 notes and other smaller denominations?

8. Four out of five villages in India do not have a bank. We all want to have a cashless society. But 95 per cent of debit cards in India are not used to buy anything, only to withdraw cash. One minister may want to buy his vegetables and do his laundry with plastic, but not everybody can.

9. It is not that everyone who is opposing the government’s policy is supporting black money, is corrupt or anti-national. The Prime Minister thinks that he alone is the messiah and all of us are devils. We strongly oppose the Central Government because the poor are suffering and the economy is being killed off.

10. Try as you may, through your agencies, to hassle and harass us, it will embolden only our conviction to fight. You may even try to jail us, but that will only make our movement stronger because we are fighting for the people. This is not a political movement. This is a people’s movement.

 

এক বছর আগে নোট বাতিল সম্বন্ধে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী – জেনে নিনঃ

কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী, অমানবিক, অপরিকল্পিত নোটবাতিলের সিদ্ধান্তের বর্ষপূর্তি আজ। এর ফলে বিধ্বস্ত হয়েছে দেশের অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারন মানুষ। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রাণ হারিয়েছেন শতাধিক দেশবাসী। কেন্দ্রের দাবি ছিল, কালো টাকা উদ্ধারের জন্যই এই সিদ্ধান্ত, কিন্তু, দেশের অর্থনীতিতে ফিরে এসেছে বাতিল হওয়া নোটের ৯৯ শতাংশ, হদিস মেলেনি কালো টাকার।

২০১৬–র ৮ নভেম্বর নোটবাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে দেশের মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নোট বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০টি প্রতিক্রিয়াঃ-

১. আমরা কালো টাকার বিরুদ্ধে, কিন্তু সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ীদের ব্যাপারেও চিন্তিত। কাল মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র কিনবে কি করে? এটা অর্থনৈতিক অরাজকতা। বিদেশ থেকে কালো টাকা ফেরত আনতে না পেরে এখন প্রধানমন্ত্রী প্রহসন করছেন।

২. আমাদের দরিদ্র, খেটে খাওয়া ভাই ও বোনেরা, যারা ৫০০ টাকার নোটে মাইনে পান, তারা কাল বাজারহাট কিভাবে করবেন? এই নিষ্ঠুর সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, কৃষি–সমবায়, চা বাগান কর্মী, জুট মিল কর্মী, অসংগঠিত শ্রমিক, দোকানের মালিক, ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। অনাহারে মৃত্যু হবে।

৩. তৃণমূল মানে সাধারণ মানুষের কণ্ঠস্বর। ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জীবন জর্জরিত। এটা শুধুমাত্র সাময়িক অসুবিধা নয়, অর্থনীতিকে শেষ করে দিচ্ছে এই সিদ্ধান্ত।

৪. সারা বছরের মধ্যে এই তিন মাস (ডিসেম্বর – ফেব্রুয়ারী) সব থেকে উত্পাদন ভালো হয় সে নির্মাণ কাজ হোক বা উন্নয়নমূলক কাজ। কোনো কাজ হচ্ছে না, সব বন্ধ হয়ে গেছে। চা বাগান কর্মী, জুট মিল কর্মীরা বেতন পাচ্ছেন না, তারা খুবই কষ্টে আছেন।

৫. রেল, পরিবহণ, পেট্রোলিয়াম সব ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্যের কৃষি সমবায়কে কোন ছাড় দেওয়া হয়নি। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। রাজ্যগুলি ভুক্তভোগি।

৬. ১৯৯৮ সালে সংসদে তৃণমূল কংগ্রেস কালো টাকার বিষয়টি উত্থাপন করেছিল। ২০১৪ সালে আবারও সংসদের উভয়কক্ষে কালোটাকার বিষয়টি উত্থাপন করেছিলেন তৃণমূল সাংসদরা। নির্বাচনী সংস্কার নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সরকার? তৃণমূল দুই দশক ধরে এই নির্বাচনী সংস্কারের বিষয়টি উত্থাপন করে আসছে। দলগুলি দ্বারা গৃহীত অনুদানের ৮০ শতাংশ টাকার উৎস ‘অজানা’।

৭. বিমুদ্রাকরণ এখন এখন একটি (বিগ ব্ল্যাক স্ক্যান্ডাল) বড় কেলেঙ্কারি। এর ফলে দেশে জরুরী অবস্থা তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত চরম আঘাত হিসেবে নেমে এসেছে সাধারণ মানুষের ওপর। আমাদের কিছু কংক্রিট পরামর্শ আছে। প্রথমত, পুরনো ও নতুন ৫০০ টাকার নোট সমানভাবে চালু রাখা উচিত। আপনাদের যদি এই নোট বাতিলের সিদ্ধান্ত গোপন রাখার ছিল তাহলে সরকার কেন প্রচুর পরিমাণে ১০০ টাকার নোট ছাপায়নি?

৮. ভারতবর্ষের প্রত্যেক পাঁচটি গ্রামের মধ্যে চারটিতে ব্যাঙ্ক নেই। আমরা সকলে cashless সমাজ চাই। কিন্তু ভারতে ৯৫ শতাংশ ডেবিট কার্ড কিছু কিনতে ব্যবহার করা হয় না, শুধুমাত্র টাকা তুলতে ব্যবহার করা হয়। একজন মন্ত্রী চাইলে কার্ড ব্যবহার করে তাঁর প্রয়োজনীয় জিনিস (যেমন–সবজি, ফল) কিনতে পারেন কিন্তু সকলের পক্ষে তা সম্ভব নয়।

৯. যিনি প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করবে, তিনিই কালো টাকার সমর্থক বা দেশদ্রোহী নন। প্রধানমন্ত্রী মনে করেন ‘তিনি একাই মসিহা আর আমরা সবাই খারাপ লোক?’ আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি কারণ সাধারণ মানুষ চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন।

১০. যতইচ্ছে চেষ্টা করুন, যত খুশি এজেন্সিগুলি দিয়ে হয়রান করুন আমরা পিছু হঠব না। এমনকি আপনারা চাইলে মমতা দি কে জেলেও পাঠাতে পারেন কিন্তু তাতে আমাদের প্রতিবাদ থেমে যাবে না। কারণ আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করি। এটা কোন রাজনৈতিক লড়াই নয়, এটা মানুষের লড়াই।

#Nov8BlackDay Trinamool to observe ‘Black Day’ to mark DeMonetisation anniversary

Today, on the occasion of the first anniversary of the announcement of demonetisation, the Trinamool Congress Government would be organising ‘Black Day’ or ‘Kaala Dibas’ through a series of protest marches from 2 to 3 pm in Kolkata as well as in all the districts.

In Kolkata, the marches would take place in Sealdah, Dharmatala, Hazra, Jadavpur, Behala, Garia and other places.

Also, till December 15, Trinamool will organise mass-contact programmes across the state.

Demonetisation has been a disaster for the country. Lakhs of people, more in the informal sector, lost their jobs, and tragically, more than 120 people were killed while standing in queues outside banks, trying to exchange demonetised currency or withdraw money in the newly-introduced currency.

 

নোট বাতিলের বর্ষপূর্তি-কালা দিবসে তৃণমূল কংগ্রেসের কর্মসূচী

৮ই নভেম্বর ২০১৬ সালে হঠকারী ভাবে সন্ধ্যাবেলা কেন্দ্রীয় সরকার ঘোষণা করে ৫০০ ও ১০০০ টাকার সমস্ত নোট বাতিল করা হল।কারণ হিসেবে বলা হয়, এই নোট বাতিলের ফলে দেশে আর কোনও কালো টাকা থাকবে না, হবে না কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ, দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।

আজ সেই সিদ্ধান্তের বর্ষপূর্তিতে এসে দেখা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক বাতিল হওয়া নোটের ৯৯শতাংশ ফেরত পেয়েছে, কিন্তু, ধরা পরেনি কোনও কালো টাকা। সন্ত্রাসবাদী কার্যকলাপ এখনও পুরোমাত্রায় চলছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বীভৎস ভাবে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে প্রচুর পরিমানে। অসংগঠিত ক্ষেত্রের কর্মী, ছোট ব্যাবসায়ী আজ চূড়ান্ত দৈন্যদশায় জীবন নির্বাহ করছে।

২০১৬–র ৮ নভেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে দেশের মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নোট বাতিলের বর্ষপূর্তিকে দেশের কালা দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতি ব্লকে মিছিল হবে। মিছিলে অংশ নেওয়া প্রতি কর্মী সমর্থক কালো পতাকা হাতে নেবেন। স্লোগান দেবেন যে, নোটবাতিল দেশের সব থেকে বড় দুর্নীতি।

উত্তর কলকাতার মিছিলের নেতৃত্ব দেবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মিছিল হবে হাজরা, শিয়ালদহ, ধর্মতলা, যাদবপুর, বেহালা, গড়িয়া ও অন্যান্য জায়গায়। কলকাতার দক্ষিনে যে মিছিল হবে, তার নেতৃত্ব দেবেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। এই মিছিল হবে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত।

এছাড়া, মুখ্যমন্ত্রীর আহ্বানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কর্মী সমর্থকরা তাদের ডিসপ্লে ফটো কালো করে রাখবেন আজ।

আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য ব্যাপী জনসংযোগ কর্মসূচী পালন করবে তৃণমূল।

#Nov8BlackDay 22 ways in which the Indian economy was affected by demonetisation

Demonetisation has been proved, over the course of the past one year, to be a complete disaster for the Indian economy. For the economy, getting back on feet has been a herculean task.

Many people lost their lives, and lakhs lost their jobs. Businesses in both the formal and informal sectors have been devastated.

The purported aim of demonetisation, of recovering black money, has been proved to be an empty boast. The Reserved Bank of India (RBI) has stated that 99 per cent of the demonetised Rs 500 and Rs 1,000 currency notes, which formed an overwhelming 86 per cent of the paper currency on circulation, has come back into the economy, yet no black money has been traced.

1. Demonetisation failed all four stated objectives: curbing black money, corruption, terrorism and fake currency.

2. 99 per cent of demonetised currency came back to banks; so where did the black money go?

3. India is neither the fastest-growing economy in South Asia nor the fastest growing large economy in the world anymore.

4. International Monetary Fund (IMF) slashed India’s 2017-18 economic growth forecast by 50 basis points to 6.7 per cent.

5. Further, IMF cut India’s growth forecast for the next year, i.e., 2018-19, by 30 basis points to 7.4 per cent.

6. India’s GDP growth slowed down to 5.7 per cent in April-June. It was 7.1 per cent during the same period a year ago.

7. Bank credit growth to large industries contracted by 1.7 per cent and to medium companies by 4.1 per cent this year.

8. Only 448 new industrial and infrastructural projects were announced during the first quarter of 2017-18, the lowest since June 2014.

9. The value of stalled infrastructure projects in the quarter ended September 2017 increased to Rs 13.22 lakh crore. That is the fifth straight quarter of increase.

10. Agricultural growth in April-June 2017 declined to 2.3 per cent from 5.2 per cent in January-March 2017.

11. Gross fixed capital formation, a measure of private investment in the economy, grew by just 1.16 per cent during the April-June quarter compared to 7.39 per cent in the same period in 2016.

12. The Business Confidence Index (BCI) of the services sector fell by 5.3 per cent between April-July 2017.

13. The BCI of the capital goods and consumer non-durables sectors declined by 13.5 per cent and 10.3 per cent, respectively, between April -July 2017

14. Fiscal deficit at July-end touched 92.4 per cent of the budget. The deficit figure for the same period of 2016-17 was 73.7 per cent of the target.

15. Incremental bank credit in the current fiscal year is declining. It is now less by Rs 1.37 lakh crore from last year’s figure during the corresponding period of April to August: it is a negative growth of 1.8 per cent, which is a historical record.

16. In urban India, unemployment was 8.2 per cent in the week ended October 8. This is the highest unemployment rate in urban India in the past 11 months.

17. Reserve Bank of India’s (RBI) Consumer Confidence Survey showed that the Current Situation Index was in the pessimistic zone, reflecting the deterioration in the employment scenario, price level and income.

18. Households’ current perceptions on the general economic situation remained in the pessimistic zone for four successive quarters.

19. More than 150 people died due to demonetisation.

20. Unemployment increased to 7 per cent in the weeks following demonetisation: 25 crore daily wage workers lost employment.

21. In the micro, small and medium enterprises (MSME) sector there was a 50 per cent decline in revenue and 35 per cent of job loss.

22. If demonetisation was a surgical strike, the victim was the Indian economy.

 

নোটবাতিলে বিধ্বংস দেশের অর্থনীতি

কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী, অমানবিক, অপরিকল্পিত নোটবাতিলের সিদ্ধান্তের বর্ষপূর্তি আজ। এর ফলে বিধ্বস্ত হয়েছে দেশের অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারন মানুষ। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রাণ হারিয়েছেন শতাধিক দেশবাসী।

কেন্দ্রের দাবি ছিল, কালো টাকা উদ্ধারের জন্যই এই সিদ্ধান্ত, কিন্তু, দেশের অর্থনীতিতে ফিরে এসেছে বাতিল হওয়া নোটের ৯৯ শতাংশ, হদিস মেলেনি কালো টাকার।

২০১৬–র ৮ নভেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে দেশের মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একঝলকে দেখে নেওয়া যাক দেশের অর্থনীতি কি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেঃ-

১. কালো টাকা দমনে, দুর্নীতি রুখতে, সন্ত্রাসবাদ ও জালনোট ঠেকাতে নোট বাতিলের সিদ্ধান্ত পুরোপুরি ব্যর্থ।

২. বাতিল নোটের ৯৯% ব্যাঙ্কে ফিরে এসেছে, তাহলে কালো টাকা কোথায় গেল?

৩. ভারতবর্ষ এই মুহূর্তে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি। এমনকি পৃথিবীর দ্রুততম ক্রমবর্ধমান বৃহৎ অর্থনীতিও নয়।

৪. আইএমএফ ভারতের ২০১৭-২০১৮ সালের অর্থনৈতিক বৃদ্ধির হারের পূর্বাভাষ কমিয়ে ৬.৭% করেছে।

৫. আইএমএফ ভারতের ২০১৮-২০১৯ সালের অর্থনৈতিক বৃদ্ধির হারের পূর্বাভাষ কমিয়ে ৭.৮% করেছে।

৬. ২০১৭ সালের এপ্রিল-জুন মাসে জিডিপি বৃদ্ধির হার কমে হয়েছে ৫.৭%। আগের বছর একই সময় এই হার ছিল ৭.১%।

৭. বড় শিল্পে ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ কমেছে ১.৭% ও মাঝারি শিল্পে ৪.১%।

৮. ২০১৭-১৮ সালের প্রথম কোয়ার্টারে মাত্র ৪৪৮টি শিল্প ও পরিকাঠামোগত প্রকল্প ঘোষিত হয়েছে, যা জুন ২০১৪-র পর সবথেকে কম।

৯. যে সকল পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত, তার পরিমাণ ১৩.২২ লক্ষ কোটি টাকা, যা গত পাঁচটি কোয়ার্টারে ক্রমান্বয়ে বাড়ছে।

১০. কৃষিক্ষেত্রে এপ্রিল-জুন ২০১৭ তে বৃদ্ধির হার ২.৩% যা জানুয়ারি-মার্চে ছিল ৫.২%।

১১. গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন (যা অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের মাপকাঠি) এপ্রিল-জুন কোয়ার্টারে বেড়েছে মাত্র ১.১৬%। যা আগের বছর একই সময়ে ছিল ৭.৩৯%।
১২. ২০১৭ সালের এপ্রিল-জুলাইয়ের মধ্যে সার্ভিস সেক্টরের ব্যবসা নির্ভর সূচক হার (BCI) ৫.৩% কমে গেছে।

১৩. ২০১৭ সালের এপ্রিল-জুলাইয়ের মধ্যে মূলধনী পণ্য ও কনজিউমার নন-ডিউরেবল খাতের নির্ভর সূচক হার (BCI) কমে হয়েছে যথাক্রমে ১৩.৫% এবং ১০.৩%।

১৪. জুলাইয়ের শেষে রাজস্ব ঘাটতি বাজেটের প্রায় ৯২.৪% শতাংশ ছুঁয়েছে। ২০১৬-২০১৭ সালে এই ঘাটতির পরিমাণ ছিল ৭৩.৭%।

১৫. এই অর্থবর্ষে ইনক্রিমেন্টাল ব্যাঙ্ক ক্রেডিট কমেছে। এপ্রিল থেকে আগস্টে গত বছরের তুলনায় এই পরিমাণ কমেছে ১.৩৭ লক্ষ কোটি টাকা। এটি আগের বছরের তুলনায় ১.৮% হ্রাস পেয়েছে, যা অভূতপূর্ব।

১৬. ৮ই অক্টোবর শেষ হওয়া সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী ভারতের শহরাঞ্চলে
বেকারত্বের হার ছিল ৮.২%। গত ১১ মাসে ভারতের শহরাঞ্চলে বেকারত্বের ক্ষেত্রে এই হার সর্বাধিক।

১৭. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কনজিউমার কনফিডেন্স সমীক্ষা অনুসারে দেখা গেছে কারেন্ট সিচুয়েসন ইন্ডেক্স নিরাশাজনক। এর ফলে কর্মসংস্থান, দ্রব্যমূল্য ও আয়ের অবনতি ঘটেছে।

১৮. গত ১ বছরে ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় নিরাশ দেশের গৃহস্থরা।

১৯. নোট বাতিলের ফলে প্রায় ১৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

২০. নোট বাতিলের পর বেকারত্ব প্রায় ৭% বেড়ে গেছে। প্রায় ২৫ কোটি শ্রমিক-মজদুর কর্মহীন হয়েছেন।

২১. নোট বাতিলের ফলে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বস্ত্র শিল্পের ক্ষেত্রে রাজস্বের ক্ষতি হয়েছে ৫০% এবং কর্মহীন হয়েছে ৩০%।

২২. নোট বাতিল যদি সার্জিকাল স্ট্রাইক হয় তাহলে তার শিকার হয়েছে ভারতীয় অর্থনীতি।

 

 

10 MW solar PV project on Teesta Canal Bank commissioned

A 10 MW solar photovoltaic (PV) project has been commissioned on the bank of the Teesta Canal by the Bengal Government. This solar plant is the first canal-bank project under the government’s canal-top and canal bank projects scheme for solar power plants.

West Bengal Renewable Energy Development Agency (WBREDA) is setting up the Regional Energy Efficiency Centre (REEC) to promote and implement the Energy Efficiency Programme (EEP). WBREDA is developing mass awareness about the usefulness of renewable energy, of which solar energy is a type. It is promoting the usage of appliances using energy-efficient state-of-the art technologies. Energy efficiency is one of the most important tools to avoid global warming.

The State Government is also stressing on financial support to enable people to buy and use these kinds of efficient devices.

It may be mentioned that the state Power Department is contemplating on the use of energy efficient pumps in agriculture in various districts.

The state government has already taken initiatives to increase the electricity access and has added nearly 80 lakh consumers over the past four years. The state has achieved 24X7 quality power supply to its villages. The state government also has a plan to give power to the agriculture sector across the state through a dedicated line to ensure uninterrupted supply at a steady voltage.

 

Source: Millennium Post

 

তিস্তা ক্যানালে ১০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিল রাজ্য

রাজ্য সরকার তিস্তা ক্যানালে মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পকে অনুমোদন দিল। এই ধরনের ক্যানাল ব্যাংক প্রকল্প রাজ্যে এই প্রথম।

প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল রিনিউএবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি একটি রিজিওনাল এনার্জি এফিসিয়েন্সি সেন্টার তৈরি করছে। নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সাধারন মানুষের মধ্যে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

পাশাপাশি, সৌর বিদ্যুৎ ব্যবহারের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আধুনিক বিভিন্ন যন্ত্রের প্রচারও করা হচ্ছে। এইসব যন্ত্রপাতি কিনে ব্যবহার করতে সাধারন মানুষকে অর্থনৈতিক সহায়তাও প্রদান করছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, রাজ্য বিদ্যুৎ দপ্তর পরিকল্পনা করছে বিভিন্ন জেলায় চাষের কাজে এনার্জি এফিসিয়েন্ট পাম্প ব্যবহার করার। রাজ্য সরকার পরিকল্পনা করেছে একটি নির্দিষ্ট লাইন থেকে সারা রাজ্যে কৃষিকাজে অবিচ্ছেদ্য ভাবে বিদ্যুৎ পৌঁছে দিতে। রাজ্য সরকার ইতিমধ্যেই বিদ্যুতায়নের ওপর জোর দিয়েছে; গত ৪ বছরে রাজ্যে বেড়েছে ৮০ লক্ষ নতুন গ্রাহক। জেলাগুলিতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা দিতেও সক্ষম হয়েছে রাজ্য সরকার।