Honouring the legacy of Swami Vivekananda

The great follower of the philosophy of Swami Vivekananda that Chief Minister Mamata Banerjee is, she has named schemes and places after the great son of Bangla.

Here is a list of the works of the Bangla Government in preserving the legacy of Swami Vivekananda:

  • Giving autonomy and special status to Ramakrishna and Sarada Mission educational institutions, which are associated with Swami Vivekananda’s ideology to impart education and foster character-building
  • Naming the Centre for Human Excellence and Social Sciences being built by the Ramakrishna Mission as ‘Vivek Tirtha’ by Mamata Banerjee
  • Acquiring and handing over premises adjoining Swamiji’s ancestral house to Ramakrishna Mission
  • Renovating ‘Mayer Bari’ in Baghbazar, Kolkata at a cost of Rs 30 crore
  • Acquiring Sister Nivedita’s house at Baghbazar and handing it over to Ramakrishna Sarada Mission, and giving it heritage status
  • Allocating Rs 2 crore for the renovation of ‘Roy Villa’ in Darjeeling, associated with Sister Nivedita, and handing it over to Ramakrishna Mission
  • Building a skywalk connecting Dakshineswar railway station to the famous temple there; it is named Dakshineswar Rani Rashmoni Skywalk
  • Renaming Yuva Bharati Krirangan after Swami Vivekananda, as Vivekananda Yuba Bharati Krirangan
  • Naming the Self-Help and Self-Employment Department-run self-employment scheme as Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa
  • Naming the scholarship for economically disadvantaged families as Swami Vivekananda Merit-cum-Means Scholarship
  • Organising Vivek Chetana Utsav from January 10 to 12, for commemorating the birth anniversary of Swami Vivekananda, across the State

Record turnout for U-17 World Cup in Kolkata, Bengal CM congratulates all

Chief Minister Mamata Banerjee congratulated people from different walks of life, from administration to police as well as the spectators for making the recently concluded Under-17 World Cup tournament a grand success.

She tweeted on Monday: “Kolkata achieves a unique position in the U-17 World Cup. Out of 13 lakh 47 thousand spectators in India who watched the U-17 matches in all the venues, Kolkata is the highest with 6 lakh 8 thousand watching it at the Vivekananda Yuba Bharati Krirangan. This is more than 45% of the total spectator count. Next highest is Delhi with 19.78%. The per match spectator average in India is 25,906, while in Kolkata it is 55, 345- more than double. It is all about our passion for football and the excellent arrangements at the Yuba Bharati Krirangan. My best wishes to all.”

It may be mentioned that FIFA officials who had visited Kolkata had praised the stadium and the infrastructure. Chief Minister Mamata Banerjee took a personal interest and held a series of meetings with senior officials of different departments to make the U-17 World Cup a grand success.

Bidhannagar Municipal Corporation (BMC) had kept the area outside the stadium clean. The roadside gardens were decorated and roads were brightly illuminated. The police along with BMC specified the areas where the spectators could park their vehicles.
State Transport department deployed special buses to ferry the spectators to the venue from the districts as well as from different important points in the city. After the matches were over, the department provided buses so that the spectators coming from the district could return home safely.

There was heavy deployment of policemen outside the stadium and after the matches ended after 10 pm, the police guided the spectators to the respective areas from where the state-run buses left for different areas.

Coordination among various government departments coupled with Mamata Banerjee’s constant monitoring had made the event a grand success.

 

যুব বিশ্বকাপে দর্শকের সংখ্যা বিচারেও কলকাতা অনবদ্য: মুখ্যমন্ত্রী

বিষয়টা যখন খেলা, বিশেষত ফুটবল, তখন তা নিয়ে আবেগের বিচারে সারা দেশের মধ্যে কলকাতার অবস্থান অনবদ্য, এক নম্বরে। যুব বিশ্বকাপ উপলক্ষে সেই কথাটা আরও একবার প্রমাণ হল।

সোমবার ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে দেশের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি দর্শক মাঠে এসেছেন। গোটা ভারতের বিভিন্ন স্টেডিয়ামে প্রায় ১৩ লক্ষ ৪৭ হাজার দর্শক মাঠে এসেছিলেন। কিন্তু, শুধুমাত্র কলকাতায় এসেছিলেন ৬ লক্ষ ৮ হাজার দর্শক। যা মোট দর্শকের প্রায় ৪৫ শতাংশ। এরপরই রয়েছে দিল্লির স্থান। দিল্লিতে মোট দর্শকের ১৯.৭৮ শতাংশ মাঠে এসেছিলেন। এছাড়াও প্রতিটি ম্যাচে গোটা দেশে গড়ে যেখানে ২৫ হাজার ৯০৬ জন দর্শক মাঠে এসেছিলেন, সেখানে কলকাতায় প্রতিটি ম্যাচে গড়ে ৫৫ হাজার ৩৪৫ জন দর্শক মাঠে এসেছেন। অর্থাৎ, দ্বিগুণেরও বেশি।

মুখ্যমন্ত্রী বলেছেন, ফুটবলের প্রতি আমাদের আবেগ এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই এটা সম্ভবপর হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, অন্যান্য খেলার দিন গড়ে ৬০০ বাস চালানো হলেও ফাইনালের জন্য ৭০০-র বেশি বাস রাস্তায় নামানো হয়েছিল। শুধু মিলনমেলা-উল্টোডাঙা বা করুণাময়ী-উল্টোডাঙা রুটে নয়, বারাসত, জোকা, বেহালা, দমদম, ডানলপসহ শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে দর্শকদের মাঠে এনেছে সরকারি বাস। একই সঙ্গে প্রতিটি বাসের লোকেশন ‘পথদিশা’ অ্যাপে দেওয়ায় যাত্রীদের সুবিধা হয়েছে বলেই অনেকে মনে করছেন।

World-class health facilities for U17 World Cup at Salt Lake Stadium

On the day the FIFA Under-17 World Cup was inaugurated, that is, October 6, a three-bedded critical care unit (CCU) was inaugurated at the Vivekananda Yuba Bharati Krirangan (VYBK). VYBK, popular as Salt Lake Stadium, is the venue of all the 10 matches to be held in Kolkata, including the final on October 28.

The CCU would have all necessary amenities and personnel like critical care specialists, nurses and health workers.

The health facilities for the World Cup at a glance:

· Critical care unit at the stadium

· Twenty beds at the Bidhannagar Subdivisional Stadium, five beds at Bidhannagar Matri Sadan and two emergency beds and five normal beds each at ILS, AMRI Salt Lake and Columbia Asia Hospital

· Five medical college hospitals in Kolkata and their blood banks on high alert

· FIFA Medical Emergency Bag kept at the stadium, which can keep a person alive for at least one hour

· Eight medical kiosks at eight places in the stadium run for spectators, by the State Government, manned by doctors and nurses

· Apollo Gleneagles Hospital’s Sideline Health Team and Players’ Health Unit for players on the ground

· At a maximum 20-minute distance, three advanced life support ambulances and nine basic life support ambulances run jointly by the State Government and Safe Life Foundation

· If the temperature inside the stadium crosses 32 degrees Celsius, players to get two-minute cooling break

 

বিশ্বকাপের কল্যাণে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা যুবভারতীতে

যুব হলেও, আখেরে বিশ্বকাপ ফুটবলই। তাই, খেলোয়াড়, ভিআইপি ও দর্শকদের জন্য মজুত স্বাস্থ্যব্যবস্থাও যাতে বিশ্বমানের হয়, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার।

ফিফার নির্দেশিকা মেনে খাস বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে তাই একটি তিন শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট খুলে ফেলেছে স্বাস্থ্যভবন। জীবনদায়ী পরিষেবা দেওয়ার উপযোগী এই হেলথ ইউনিটটি বিশ্বকাপের উদ্বোধনের দিন খোলা হয়। ক্রিটিক্যাল কেয়ার স্পেশ্যালিস্টদের পাশাপাশি নার্স, স্বাস্থ্যকর্মী এবং যাবতীয় জরুরী পরিকাঠামো সেখানে বিশ্বকাপের শেষ পর্যন্ত মজুত থাকবে।

একনজরেঃ-

· বিধাননগর মহকুমা হাসপাতালে ২০টি, বিধাননগর মাতৃসদনে ৫টি এবং আইএলএস, সল্টলেক আমরি ও কলম্বিয়া এশিয়াতে ২টি করে এমার্জেন্সি শয্যা-সহ মোট ৫টি করে বেড সংরক্ষণ

· হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতার ৫টি মেডিক্যাল কলেজ ও তাদের ব্লাডব্যাঙ্কগুলিকে

· ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যেই থাকছে ৩ শয্যার একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট

· খেলা চলাকালীন মাঠেই থাকছে ‘ফিফা মেডিক্যাল ইমার্জেন্সি ব্যাগ’ যা দিয়ে অন্তত একঘণ্টা জীবনদায়ী পরিষেবা দেওয়া সম্ভব মুমূর্ষুকে

· খেলোয়াড়দের জন্য মাঠেই প্রস্তুত থাকবে অ্যাপোলো গ্লেনিগেলসের ‘সাইডলাইন হেলথ টিম’ ও ‘প্লেয়ার্স মেডিক্যাল ইউনিট’

· দর্শকদের জন্য স্টেডিয়ামের ৮ টি জায়গায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়ে মজুত থাকছে সরকারি মেডিক্যাল কিয়স্ক

· যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সর্বোচ্চ ২০মিনিটের দূরত্বে থাকছে রাজ্য সরকার ও সেফ লাইফ ফাউন্ডেশনের মোট ৩টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও ৯টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

· খেলা চলাকালীন মাঠের তাপমাত্রা যদি ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়, তাহলে দু’মিনিটের কুলিং ব্রেক পাবে খেলোয়াড়রা

 

Source: Ei Samay

 

 

Bengal Govt decks up buses, vessels, trams for Under-17 World Cup

The Bengal Government, under special instructions from Chief Minister Mamata Banerjee, is leaving no stone unturned to make the FIFA Under-17 World Cup a grand success. The tournament began on October 6, and Kolkata’s Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) hosted its first match on October 8.

Kolkata is one of the most important host cities, in a way, as the final, and nine other matches – therefore, 10 matches, which is the maximum number of matches for a city – are going to be held there.

The Transport Department is playing a major role too, as it is responsible for conveying the players and officials to and from the match and practice venues as well as ensuring adequate services for the thousands of tourists – for the matches as well as for sightseeing –converging on to the city.

Hence, the department in a bid to increase the thrill and excitement, is giving a completely new look based on the theme of the World Cup to the exteriors of its buses, vessels and trams, the last one being a heritage of Kolkata, the only city in India to have them.

The vehicles have been repainted and printed with captions like ‘Ebar Khela Jombe Bangla!’ and ‘Biswa Banglae Biswa Cup’, besides the World Cup logo, on the exteriors.

Around 600 buses, mostly air-conditioned, are plying especially for the tournament and have been given a smart makeover. This includes 150 app-based buses, that is, which can be booked through a mobile app. The buses in which students of schools and colleges are brought to the stadium are also being decked up.

Ten trams, plying on the Belgachia-Esplanade, Nonapukur-Esplanade, Tollygunge-Ballygunge and Tollygunge-Esplanade routes, have been decorated. Vessels – operating along and across the river Hooghly, to and from the popular tourist spots of Belur Math and Dakshineswar from jetties in Kolkata and Howrah – have also been decked.

It may be mentioned that FIFA has lauded the State Government for transforming VKBK, popularly known as Salt Lake Stadium, into a world-class facility.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য সেজে উঠছে বাস, ট্রাম ও ফেরি

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলকে সর্বতভাবে সাফল্যমণ্ডিত করতে যা যা করার দরকার সবই করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। এই প্রতিযোগিতা শুরু হয়েছে ৬ই অক্টোবর ও কলকাতায় প্রথম খেলা অনুষ্ঠিত হয় ৮ তারিখ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

দেশের যেকটা শহরে এই খেলা হচ্ছে, তার মধ্যে কলকাতার ভূমিকা অগ্রণী কারণ এখানে ফাইনাল, তৃতীয় স্থানের নির্ণায়ক খেলা, কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ খেলা ছাড়াও আরও সাত টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ চলাকালীন রাজ্য পরিবহণ দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন দেশের খেলোয়াড়দের খেলার দিন মাঠে নিয়ে আসা, মাঠ থেকে নিয়ে যাওয়া, অনুশীলনের জন্য মাঠে নিয়ে আসা, মাঠ থেকে নিয়ে যাওয়ার পাশাপাশি অগণিত দর্শকদের নির্বিঘ্নে মাঠে পৌঁছে দেওয়া ও মাঠ থেকে বাড়ি ফেরানোও তাদেরই দায়িত্ব।

প্রতিটি সরকারি বাস, ট্রাম ও ফেরির পুরো রূপ বদলে দেওয়া হচ্ছে খেলার থিমে। নতুন করে রঙ করার পাশাপাশি যানবাহনগুলির বাইরে ব্যানার লাগানো হয়েছে বিশ্বকাপের। লোগো ছাড়াও থাকছে “এবার খেলা জমবে বাংলা” ও “বিশ্ব বাংলায় বিশ্ব কাপ” স্লোগান।

আনুমানিক ৬০০টি বাস যেগুলি এই প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হবে, তাদের বেশীরভাগই শীতাতপ নিয়ন্ত্রিত। এর মধ্যে ১৫০টি বাস সম্পূর্ণ অ্যাপ-নির্ভর। ১০টি ট্রাম যা চলবে বেলগাছিয়া-এসপ্ল্যানেড, নোনাপুকুর-এসপ্ল্যানেড, টালিগঞ্জ-বালিগঞ্জ, টালিগঞ্জ-এসপ্ল্যানেড রুটে; সেগুলিকেও সাজানো হচ্ছে। হুগলী নদীর ওপর যে ফেরিগুলি চলে, প্রতিটিকে সাজানো হচ্ছে।

প্রসঙ্গত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য ফিফা রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে।

Source: Millennium Post

Bengal Govt designates Vivekananda Yuba Bharati Krirangan as ‘green zone’ for duration of World Cup

The Bengal Government is taking special steps to keep the area around Vivekananda Yuba Bharati Krirangan (VYBK), the venue for the 10 matches to be held in Kolkata, pollution-free during the FIFA Under-17 World Cup, when players, officials and delegates from across the world will be coming over.

The region comprising the stadium, the airport and their surrounding areas, Jessore Road, VIP Road, Parama Island and the part of EM Bypass passing through those areas, has been designated as a ‘green zone’.

Every day, twice a day, the streets are going to be watered to keep the dust particles from flying around. For the same reason, all construction activities will also be postponed for the duration of the tournament.

Vehicles movement will be strictly regulated. Parking anywhere and everywhere will not be allowed. To keep smoke under control, burning anything in open spaces will not be allowed.

Garbage too would be regularly cleaned thoroughly in all the areas in the green zone.

 

ফুটবল উৎসব দূষণমুক্ত রাখতে তৎপরতা

এ খেলা শুধু খেলা নয়। খেলা, খেলাকে ঘিরে গোটা কর্মযজ্ঞ— সবই হতে হবে দূষণমুক্ত পরিবেশে।

সেই জন্য রোজ দু’বেলা জল দিয়ে ধুতে হবে রাস্তা। বন্ধ রাখতে হবে সমস্ত নির্মাণকাজ। বালি-সিমেন্ট-পাথরকুচি-সহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাস্তার ধারে রাখা যাবে না। রাশ টানতে হবে যান চলাচলে। যত্রতত্র গাড়ি পার্ক করা নয়। খোলা জায়গায় কিছু জ্বালানো নিষেধ।

অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপ ফুটবল চলাকালীন শহরের বাতাস দূষণমুক্ত রাখতে কলকাতা ও বিধাননগর পুরসভা এবং পুলিশকে এমনই নানা ব্যবস্থা নিতে বলেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর যুবভারতী ক্রীড়াঙ্গন ও বিমানবন্দরের আশপাশের এলাকা, যশোর রোড, ভিআইপি রোড, পরমা আইল্যান্ড পর্যন্ত ইএম বাইপাস ও তার দু’ধারের এই বিস্তীর্ণ এলাকাকে ‘গ্রিন জোন’ তকমা দিয়েছে যুব বিশ্বকাপ উপলক্ষে।

 

Source: Anandabazar Patrika
PC: colorlibrary.blogspot.in

Bengal Govt to provide opportunity for 5000 students to watch U-17 World Cup matches

The Bengal Government’s measures to weave events and initiatives around the FIFA Under-17 World Cup, as part of efforts to further popularise football among the young generation and take it to the grassroots, continues.

Now, the Education Department has taken a decision to arrange for 5,000 students to watch every World Cup match to be held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata for free. The students will be selected from only among those who take part in sports.

Ten matches, including the final, are scheduled for the venue, which has been extensively modernised and renovated for the quadrennial showpiece.

All logistical requirements for watching the matches have been taken care of by the department. Besides reserving seats for 5,000 students for every match, 70 AC and non-AC buses for transport have been arranged too. Students coming from faraway places will be put up for the nights, if needed.

Students from schools, colleges, madrasahs and polytechnics – 2,000 each from schools and colleges, and 500 each from madrasahs and polytechnics – will be selected for every match. Schools and colleges have been asked to prepare lists of students who are interested in watching the matches.

 

ছাত্রছাত্রীদের বিনামূল্যে যুব বিশ্বকাপ দেখাবে রাজ্য সরকার

 

স্কুল কলেজের উঠতি ফুটবলারদের বিনা পয়সায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ৫ হাজার ছাত্র মাঠে বসে এই ম্যাচ দেখবে।

প্রতি ম্যাচে এই ৫হাজারের মধ্যে ২ হাজার স্কুলের, ২ হাজার কলেজের, ৫০০ মাদ্রাসা এবং ৫০০ পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রী থাকবে। যারা অনেক দূর থেকে আসছে তাদের জন্য থাকা, খাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।

যুব ভারতীতে তাদের জন্য তৈরি করা হচ্ছে আলাদা বক্স, থাকছে বিশেষ বরাদ্দ সিট। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা আসবে এই ম্যাচ দেখতে। যারা স্কুল কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধুমাত্র তারাই পাবে এই ম্যাচ দেখার সুযোগ।

বিদেশি খেলোয়াড়দের স্কিল চোখের সামনে থেকে দেখার সুযোগ পাবে তারা। এসি ও নন এসি মিলিয়ে ৭০ টি বাসের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বভাবতই ফুটবলপ্রেমী ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার।
Source: Sangbad Pratidin