Indo-Bangladesh ties will always be strong: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today attended the inauguration of Bangladesh Bhaban in Santiniketan. Funded by the Bangladesh Government, this Bhaban has been set up with cooperation from the Visva-Bharati authorities. The Prime Ministers of India and Bangladesh were also present.

Highlights of the Chief Minister’s speech:

  • My best wishes and greetings to all the people in ‘epaar’ and ‘opaar Bangla’. I hope this Bhaban becomes a site of pilgrimage in the days to come.
  • Thank you for inviting me on this auspicious and proud occasion. I am honoured. I enjoyed today’s programme immensely.
  • Indo-Bangladesh ties will always be strong.
  • We cannot imagine Bengal without Rabindranath and Nazrul. Similarly, Bangladesh is also incomplete without them.
  • It is Kazi Nazrul Islam’s birth anniversary tomorrow. He is the national poet of Bangladesh. We can go on and on if we speak about his works.
  • We have set up a university named after Kazi Nazrul Islam. Haseena Ji will be going there tomorrow. We will felicitate her there.
  • We have named the Andal airport after Kazi Nazrul Islam. We have set up Nazrul Academy and Nazrul Tirtha. We have instituted a Chair after Kazi Nazrul too.
  • We also want to set up a Bhaban in Bangabandhu Sheikh Mujibur Rahman’s memory.
  • My best wishes and greetings to everyone in India and Bangladesh on the occasion of Ramzan.

 

Rangamati, an app for tourists in Birbhum, launched

As per the instructions of Chief Minister Mamata Banerjee, the Birbhum district police has created an app to aid the local people of Santiniketan as well as tourists. The police, along with an NGO, has also set up a scheme to help the elderly people living there. These were inaugurated on September 8.

The app is named Rangamati, or ‘red soil’, the characteristic soil of the region. It has been named so by Mamata Banerjee herself. The name of the scheme, which was inaugurated alongside the app, is ‘Ashwas’, meaning ‘hope’.

The app (can be downloaded by clicking here) is meant to help the people of, and visitors to, Santiniketan with information of all kinds about the place, bus and train services, and emergency numbers. The app also has a red button, touching which one would be able to alert the local police. The administration has said that the app would also be of great help to the students of Visva-Bharati University, who come from all corners of the country and so are naturally unaware of all the facilities available.

The scheme is meant to help the elderly people of the region, many of whom live alone. One has to enlist one’s name under the scheme. There are two helplines, calling which up one can summon any help. An ambulance is also kept ready for emergency purposes.

 

পর্যটকদের পাশ থাকতে বীরভূমে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুবিধার্থে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ। পাশাপাশি, পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শান্তিনিকেতনের একাকী, বয়স্ক ব্যাক্তিদের যে কোনও রকম সহযোগিতা করার জন্য চালু হল ‘আশ্বাস’ নামক একটি প্রকল্প। গত শুক্রবার বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে এই অ্যাপ ও প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।

‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপটি যে কেউ ডাউনলোড করে তার থেকে বিশেষ করে শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকার সমস্ত তথ্য পাবেন। এ ছাড়া বাস, ট্রেন পরিষেবা, আপদকালীন জরুরি পরিষেবার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া, এই অ্যাপে একটি লাল রঙের বোতাম থাকবে। যে কেউ বিপদে পড়লে সেই বোতাম টিপলে অত্যাধুনিক প্রযুক্তি মারফত পুলিশ সেই ব্যক্তির বিপদস্থল চিহ্নিত করে তাঁকে উদ্ধার করবে।

অন্য দিকে, অ্যপটির পাশাপাশি এ দিন শুধুমাত্র শান্তিনিকেতনের প্রবীণ ব্যাক্তিদের সাহাযার্থে একটি বিশেষ সুবিধাযুক্ত প্রকল্পের উদ্বোধন হয়। যে সমস্ত প্রবীণ বাসিন্দারা একা বসবাস করেন, তাঁদের যে কোনও রকম জরুরি পরিষেবা দিতে ‘আশ্বাস’ নামক এই প্রকল্পটি চালু হল। জানা গিয়েছে, প্রকল্পটির সুবিধা পেতে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। দুটি হেল্পলাইন নম্বর রয়েছে। এই নম্বরে যে কোনও রকম বিপদে পড়ে ফোন করলেই মিলবে সহযোগিতা। এই প্রকল্পের জন্য একটি অ্যাম্বুল্যান্সও বরাদ্দ রয়েছে।

শান্তিনিকেতন হল বিশ্বের কাছে একটি অন্যতম জায়গা। এখানে অনেক মানুষ বেড়াতে আসেন। বীরভূমেও অনেক কিছু দেখার জিনিস আছে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই অ্যাপের নাম দিয়েছেন।

Source: Anandabazar Patrika

WB CM conducts administrative review meeting for Birbhum in Bolpur

Chief Minister Mamata Banerjee chaired the administrative review meeting in Bolpur today. It was held at the Gitanjali auditorium.

This is the second time that Mamata Banerjee came to Birbhum district this year; earlier, in January, she had visited the Baul Mela in Joydeb.

In keeping with the system started at the last administrative review meeting in Howrah, 50 students were invited, this time from Visva-Bharati University.

In a significant achievement, the Birbhum Zilla Parishad had, this month, received the award for being the best zilla parishad in Bengal.

 

বীরভূমে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আজ বোলপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এটি।

এই নিয়ে দ্বিতীয়বার বীরভূম জেলায় এলেন মুখ্যমন্ত্রী। এর আগে জানুয়ারি মাসে তিনি বীরভূমে আসেন সেখানে তিনি জয়দেবের মেলা পরিদর্শন করেন।

হাওড়ার প্রশাসনিক বৈঠকের মত এখানেও বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ জন ছাত্রছাত্রীকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

উল্লেখ্য, চলতি মাসেই কাজের নিরিখে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেরা জেলা পরিষদের সম্মান আদায় করেছে বীরভূম। সেরার তকমা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে অন্যরকমভাবে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন।

 

 

WB CM chairs administrative review meeting for Birbhum

West Bengal Chief Minister, Mamata Banerjee, during her three-day visit to the districts, chaired the administrative review meeting for the Birbhum district at Bolpur today.

This is her first visit to the Birbhum district after taking oath as the Chief Minister for the second term.

Yesterday, after the district review meeting for the Purulia district at Purulia town, the Chief Minister inaugurated two power sub-stations, the Purulia town Bus stand, the Government Engineering College at Joypur, the Manbhum Cultural Academy and a youth hostel.

After the adminsistrative review meeting she paid a visit to Vishva-Bharati University on an invitation received from the authorities.

Here are the highlights of her speech at the end of the administrative review meeting:

  • The progress of development work in the district is very good
  • We are setting up ‘Gitabitan’ film city in Bolpur
  • We will take up housing project at Prantik
  • A lot of IT and other industries are coming up here. This will lead to employment generation
  • We are focused on the development of Tarapith

 

 

আজ বীরভূমে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনদিনের জেলা সফরে আজ বীরভূম জেলার বোলপুরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন।

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি বীরভূম জেলা পরিদর্শনে গেলেন।

গতকাল, পুরুলিয়া শহরে পুরুলিয়া জেলায় পর্যালোচনা বৈঠকের পর বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড, জয়পুর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, মানভূম সাংস্কৃতিক একাডেমী ও যুব ছাত্রাবাস উদ্বোধন করেন।

বীরভূমে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

 

এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ 

বোলপুরে সরকারি প্রকল্পের কাজ খুব ভাল হয়েছে

বোলপুরে গীতবিতান ফিল্মসিটি তৈরি হচ্ছে

প্রান্তিকে কয়েকটি আবাসন তৈরি করা হবে

অনেক তথ্যপ্রযুক্তি ও শিল্পতালুক তৈরি হয়েছে, এর ফলে অনেক কর্মসংস্থান হবে

তারাপীঠকে ঢেলে সাজানো হচ্ছে