Bengal Chief Minister inaugurates JSW cement plant at Salboni

The cement factory of the JSW Group at Salboni was inaugurated today by Bengal Chief Minister Mamata Banerjee. The factory will create employment for hundreds of people.

It may be mentioned that the Chief Minister had inaugurated the commencement of construction of the 2.4 metric tonne (MT)-capacity cement factory at Salboni in Paschim Medinipur on January 6 in 2016. The cement factory has come up on an 134-acre plot at a cost of Rs 800 crore.

This was a landmark event ahead of the Bengal Global Business Summit, to be held on January 16 and 17.

It may be recalled that during the inauguration of the commencement of construction of the cement plant, the JSW Group had also announced its plans to invest around Rs 10,000 crore to set up a power plant and a paint manufacturing factory at Salboni where the group has acquired around 4,000 acres of land.

 

Highlights of the Chief Minister’s speech:

The work for this project has been completed ahead of time. These projects would lead to more opportunities for employment.

Bengal Global Business Summit begins tomorrow. I am inviting everyone to be a part of the summit.

45 lakh girls have received Kanyashree scholarships. 57 lakh SC/ST students have been given Sikshashree scholarships.

As per the Sabuj Shree Scheme, a sapling is handed over to the mothers of every child born.

Through the Samabyathi Scheme, Rs 2,000 is given to the kith and kin of the deceased for performing the last rites.

Eight lakh people in the state are given rice and wheat (atta) at Rs 2 per kg.

Healthcare is free in all government hospitals and health centres in Bengal.

We have distributed 70 lakh bicycles to students from Class IX to XII.

The funds for ASHA and ICDS projects have been stopped by the Central Government. It is because of the State Government that these essential projects, meant for the masses, are continuing.

ASHA and ICDS volunteers have been brought under the Swasthya Sathi insurance scheme.

Some people are conspiring to stop others from earning an honest livelihood. But one cannot be forced to obey their orders. Our government, on the other hand, is completely transparent. We do not resort to any dishonesty or conspiracy.

The flood-affected farmers have been given a total aid of Rs 1,200 crore. I want farmers to live well.

To enable self-help groups to thrive, we have arranged for them to get adequate loans from cooperative banks.

On January 29, 5 lakh people would be handed over houses of their own.

On February 2, we will lay the foundation stone for 7,500 km rural roads.

We would be saving 25 per cent of the money allocated to various departments and would be using it for road-laying and drinking water projects.

We have provided employment opportunities to 81 lakh youth.

Today, Bengal is the number one state in MSME, 100-Days’ Work, skill training and e-tendering. Bengal is a global model because of Kanyashree.

Our students are our pride.

We have created projects for every category of people. We have given fish vans, dhamsa madol (implying State Government aid to folk artistes), patta (land deeds), football (implying the distribution of the State Government’s Joyee brand of football among clubs and organizations, and organising tournaments like the hugely successful Jangalmahal Cup), tractors (implying help to farmers for buying or renting farm equipment) and much more.

We want people to live well. Bengal in general is large-hearted and we, the government, are proud of that.

Let more industrial units open in Salboni. Let the tide of development wash over the whole district (Paschim Medinipur).

Without you all beside me, I am nothing, with you all, I am whole. Taking everyone along is what life is all about, trying to go alone would grind life to a halt.

Bengal would be the pride of the whole world.

 

আজ শালবনিতে সিমেন্ট কারখানা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নতুন বছরে শালবনির মানুষের কাছে খুশির খবর। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই চালু হতে চলেছে জিন্দালদের সিমেন্ট কারখানা। আজ এই কারখানা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সজ্জন জিন্দাল, সিমেন্ট কারখানার ম্যানেজিং ডিরেক্টর পার্থ জিন্দাল–সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা।

জিন্দালদের এই সিমেন্ট কারখানা রাজ্যের শিল্পে একটি মাইলস্টোন। প্রথমে এখানে ২৫০ জনের কর্মসংস্থান হবে। পরে নিয়োগ করা হবে আরও ৬০০ জনকে। সভা থেকে ২৫০০ জন উপভোক্তার হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সহায়তা প্রদান করেন।

২০১৬ সালে সিমেন্ট কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন ১৫০ একর জমিতে তৈরি হয়েছে সিমেন্ট কারখানা।

সেই বছরের ১২ জুলাই এখান থেকে সিমেন্ট বোঝাই একটি গাড়ি যায় তারাপীঠে। এই কারখানা থেকে বছরে ২৪ লক্ষ টন সিমেন্ট উৎপাদন হবে। পরে তা বাড়বে।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

সময়ের আগেই কাজ শেষ হয়েছে। এর ফলে রাজ্যের কর্মসংস্থান বাড়বে

আগামীকাল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হবে। সকলকে আসার জন্য আমন্ত্রন জানালাম।

৪৫ লক্ষ মেয়েদের কন্যাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে।

৫৭ লক্ষ তপসিলি জাতি ও উপজাতি ছেলেমেয়েদের শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে

একটা বাচ্চা জন্মালে তাকে একটা করে গাছ দেওয়া হয় সবুজশ্রী প্রকল্পের আওতায়

মৃতদেহ সতকারের জন্য ২০০০ তাকা দেওয়া হচ্ছে সমব্যাথি প্রকল্পে

২ টাকা কেজি দরে চাল গম দেওয়া হয় বাংলার ৮ কোটি মানুষকে

বাংলায় বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়

আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রিদের বিনামুল্যে সাইকেল দিচ্ছি। ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে

আশা ও আই সি ডি এস এর মেয়েদের ভুল বোঝানো হচ্ছে। আশা ও আই সি ডি এস এর প্রজেক্ট বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার এই প্রজেক্টগুলি চালাচ্ছে। রাজ্য এগিয়ে না এলে এগুলো বন্ধ হয়ে যেত

আশা ও আই সি ডি এস এর কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে। এগুলো জনগণের প্রজেক্ট। কেউ কেউ চক্রান্ত করে মানুশের ইনকামের পথ বন্ধ করে দিচ্ছে।

মানুষ ওদের কথা শুনতে বাধ্য নয়। আমাদের সরকার সবার জন্য। আমাদের সরকার কন অবিচার করে না। আমরা কোন বেআইনি, অন্যায্য কাজ করি না।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আমি চাই আমার কৃষকরা ভাল থাকুক। স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে বেশি করে ঋণ পায় সেজন্য আমরা কো অপারেটিভ ব্যাঙ্ককে ইনভলভ করছি.

আগামী ২৯ জানুয়ারি ৫ লক্ষ মানুষকে বাড়ি দেওয়া হবে। আগামী ২ ফেব্রুয়ারি সাড়ে ৭ হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস করব।

আমরা সরকারের ২৫% টাকা বাঁচিয়ে তা দিয়ে রাস্তা ও পানীয় জল প্রকল্পের কাজে ব্যবহার করা হবে।

৮১ লক্ষ বেকার যুবককে চাকরি দেওয়া হয়েছে।

এম এস এম ই,  ১০০ দিনের কাজে, স্কিল ট্রেনিং এ, ই টেন্ডারিং-এ বাংলা আজ এক নম্বরে। কন্যাশ্রীতে বাংলা বিশ্বের মধ্যে এক নম্বরে।

আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। সকলের জন্য আমরা প্রকল্প করে দিয়েছি। মৎস্য ভ্যান, ধামসা মাদল, পাট্টা, ফুটবল, ট্র্যাক্টর সব দেওয়া হচ্ছে।

আমরা চাই মানুষ ভাল থাকুক।বাংলায় অনেক আন্তরিকতা আছে, একে আমি সম্মান জানাই।

শালবনিতে আরো অনেক শিল্প আসুক।সমগ্র জেলা জুড়ে উন্নয়নের বিপ্লব হোক।

আপনারা ছাড়া আমি শূন্য, আপনাদের নিয়েই আমি পূর্ণ। সবাইকে নিয়ে চলার নামই জীবন।আর একা চলার নাম থেমে যাওয়া।

বাংলা হবে বিশ্ব সেরা।

High-level Polish delegation to participate in business summit

A high-level Polish delegation will participate in the upcoming Bengal Global Business Summit (BGBS) and representatives of Silesia, an economically robust region of the east European country, and West Bengal will sign an MoU on bilateral cooperation, an official statement said on Thursday.

The head of the delegation Marek Magierowski, Deputy Minister of Foreign Affairs responsible for the relations with Asia and economic cooperation, will be accompanied by Grzegorz Tobiszowski, First Deputy Minister of Energy, Ambassador of Poland to India, Adam Burakowski, as well as by representatives of Silesia.

The delegation comprises a group of over a dozen prosperous Polish companies, representing mostly the energy sector, including coal mining and coking coal production. Poland and India rely heavily on coal, the statement said.

“Our mutual goal is to increase energy efficiency which could be done by development of energy saving, clean technologies and modernisation of the energy units,” it said.

Polish companies that will be present at the BGBS to be held on January 16-17 in the metropolis, will be offering innovative products, technologies and services in this field and their representatives are hoping to find new business opportunities and partnerships in the state, the statement added.

পোল্যান্ডের এক প্রতিনিধি দল আসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে

পোল্যান্ডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। সাথে পূর্ব-ইউরোপের এক অর্থনৈতিক ভাবে স্বচ্ছল অঞ্চল সিলেসিয়ার প্রতিনিধিরাও থাকবেন। বাংলার সাথে স্বাক্ষরিত হবে মউ।

এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন Marek Magierowski, Deputy Minister of Foreign Affairs responsible for the relations with Asia and economic cooperation। সাথে থাকবেন Grzegorz Tobiszowski, First Deputy Minister of Energy, Ambassador of Poland to India, Adam Burakowski এবং অন্যান্য প্রতিনিধিরা।

এই দলে থাকবে এক ডজনেরও বেশি পলিশ কোম্পানি, বিশেষ করে বিদ্যুৎ ও কয়লা ক্ষেত্রের কোম্পানি। বিদ্যুৎ সাশ্রয়, স্বচ্ছ প্রযুক্তি ব্যবহার ও আধুনিকীকরণের ওপর দেওয়া হবে জোর।

 

Centre’s interference in judiciary dangerous for democracy: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today expressed her anguish on the recent developments about the Supreme Court.

Reacting to the comments by four senior Hon’ble Judges of the Supreme Court about the affairs of the Court, the Chief Minister said it made her sad as a citizen.

She maintained that judiciary and media are the pillars of democracy and that interference by the Centre in the workings of judiciary is dangerous for democracy.

Her tweets:

We are deeply anguished with the developments today about the Supreme Court.

What we are getting from the statement of the four senior Hon’ble Judges of Supreme Court about the affairs of the Court makes us really sad as citizens.

Judiciary and Media are the pillars of democracy. Extreme interference of Central Government with Judiciary is dangerous for democracy.

 

 

বিচারবিভাগে কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক: মুখ্যমন্ত্রী

 

সুপ্রিম কোর্টের কার্যকলাপ সম্বন্ধে আজ চার চারজন প্রবীণ বিচারপতির সাংবাদিক বৈঠকের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দেশের নাগরিক হিসেবে আজ খুবই দুঃখিত তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিচারবিভাগ ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ এবং কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

মুখ্যমন্ত্রীর টুইটার পোস্ট:

সুপ্রিম কোর্ট সম্বন্ধে চারজন প্রবীণ বিচারপতির মন্তব্য খুবই উদ্বেগজনক। দেশের নাগরিক হিসেবে আজ খুবই দুঃখিত আমরা।

বিচারবিভাগ ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ। বিচারবিভাগ কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

 

Irrigation Dept setting up 7 quality control labs

In a bid to ensure timely completion of work, the State Irrigation and Waterways Department is setting up seven quality control laboratories across Bengal. The laboratories are equipped with all sorts of modern gadgets necessary to carry out the required tests.

This is the first initiative by any State Government department that carries out infrastructural development work. The move to set up the laboratories will ensure minimum time and investment for proper quality tests of materials.

The first-of-its-kind was set up at the department’s Haringhata, Nadia-based River Research Institute (RRI) in October. Two more, in the Purba and Paschim Medinipur districts, were inaugurated in mid-December. The centre in Nadia district will cater to both Nadia and North 24 Parganas.

The four more in the pipeline will come up in Kolkata (Salt Lake), Bankura, Bardhaman and in north Bengal. The quality control centre at Salt Lake will also serve Kolkata while the one in Bankura will also serve the district of Purulia.

The state-of-the-art quality control centres will facilitate error-free reports after testing samples of materials including sand, steel and concrete.

In a related development, the Irrigation Department is going to start degree courses on ‘River Engineering’ and ‘Hydrology and Hydro-informatics’, and short-term courses for departmental engineers and other employees in order to update themselves, at the River Research Institute.

 

৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে সেচ দপ্তর

সময়মত কাজ সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সেচ ও জলপথ দপ্তর সারা রাজ্যে ৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে। এই কেন্দ্রগুলিতে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে যার মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হবে।

পরিকাঠামো উন্নয়নের জন্য এই ধরনের উদ্যোগ এই প্রথম। এই উদ্যোগের ফলে কম খরচে ও সময়ে গুনমান পরীক্ষা করা সম্ভব হবে।
এই ধরনের প্রথম কেন্দ্র গড়া হয় হরিণঘাটায়, যার নাম নদীয়া রিভার রিসার্চ ইনস্টিটিউট। ডিসেম্বরের মাঝামাঝি আরও দুটি কেন্দ্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন হয়।

নদীয়া জেলার কেন্দ্রটি নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত পরীক্ষা করবে। আরও চারটি কেন্দ্র হবে বিধাননগরে, বাঁকুড়া, বর্ধমান ও উত্তরবঙ্গে। বাঁকুড়ার কেন্দ্রে পুরুলিয়ার কাজও হবে।

অত্যাধুনিক গুনমান নির্ণয় গবেষণাগারগুলি নির্ভুল রিপোর্ট দেবে। মূলত পরীক্ষা করা হবে বালি, ষ্টীল ও কংক্রিট।এর পাশাপাশি সেচ দপ্তর নদী গবেষণা কেন্দ্রে ডিগ্রী কোর্স চালু করেছে ‘রিভার ইঞ্জিনিয়ারিং’ ও ‘হাইড্রোলজি অ্যান্ড হাইড্রো-ইনফরমেটিক্স’ এর ওপর। এছাড়া দপ্তরের ইঞ্জিনিয়ারদের জন্য স্বল্প মেয়াদী কোর্সও থাকবে।

Source: Millennium Post

mamata banerjee sagar island

Ganga Sagar Mela – Do’s and Dont’s

The Bengal Government has taken all necessary steps to make the Gangasagar Mela a success for everyone concerned, most of all, for the pilgrims.
The administration has also asked everyone to take certain precautionary measures. Listed below are certain do’s and don’ts.

DO’S

· Follow the instructions of the police and volunteers, and cooperate with them

· Be specially careful regarding the elderly and the children. Everyone should carry some form of identity card so that chances of getting lost are minimized.

· Those coming in groups should ensure that the elderly and the children always remain with the group, otherwise there is a possibility of their getting lost in the crowd. In case anyone gets lost, contact the nearest police helpdesk.

· Keep a discreet watch on co-passengers on your journeys. If you spot anything amiss, inform the nearest police personnel or volunteer. Do not panic or spread rumours, do not cause stampedes.

· If there is heavy rainfall, wait patiently and cooperate with administration officials.

DON’TS

· Do not hurry or run unnecessarily, else mishaps can occur. This is also applicable during boarding and de-boarding of vessels. A small mistake can cause a big tragedy.

· The barricades and drop-gates are made of bamboo; so do not try to lean heavily on them or cross over them, as they may break.

· Please do not light fires at the fairground; this can lead to major mishaps.

· Do not keep your things in the charge of unknown persons; they may get stolen.

· Do not accept any food or water from unknown persons; this may lead to danger to your health.

· Do not go into deep water while bathing

· Do not touch any unknown or unclaimed object; if you notice any such thing, inform the police immediately.

গঙ্গাসাগর মেলায় কি করবেন আর কি করবেন না

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতি বছরের মত এবছরেও গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে। এই পুণ্য স্নান করতে দেশ বিদেশ থেকে এসেছেন লক্ষ লক্ষ পুন্যার্থী ও পর্যটক। তাদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য প্রশাসন গ্রহণ করেছে প্রচুর পদক্ষেপ। আগন্তুকদের প্রতি কিছু বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যাতে কোনওভাবে কোনও অপ্রীতিকর ঘটনার সাক্ষী না হতে হয় তাদের।
করণীয়ঃ-
· উপস্থিত পুলিশ কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশ মেনে চলুন এবং এদের সাথে সহযোগিতা করুন।
· বয়স্ক মানুষ এবং শিশুদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। এদের সঙ্গে পরিচয়পত্র রাখলে ভালো হয়। তাতে এদের নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে না।
· দল বেঁধে যে সকল তীর্থযাত্রীরা আসেন, তাদের দলের শিশু ও বয়স্ক মানুষদের সর্বদা নিজেদের সঙ্গে রাখুন, নতুবা ভিড়ের মধ্যে এদের নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে। যদি কেউ নিখোঁজ হয়ে যান, তাহলে নিকটবর্তী পুলিশ সহায়তা কেন্দ্রে নিখোঁজ হওয়ার খবর জানান।
· এই যাত্রাপথে যাত্রীদের সড়ক অথবা রেল এবং জল পথে যাতায়াত করতে হয়। সুতরাং সহযাত্রীর সঙ্গে সর্বদা সতর্ক থাকবেন। কোনও অবস্থাতে আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না। এতে প্রচুর ভিড়ের মধ্যে ছোটাছুটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সর্বদা প্রয়োজন মত উপস্থিত পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিন।
· বৃষ্টিপাতের কারণে যাত্রীদের বিভিন্ন জায়গায় অপেক্ষা করতে হতে পারে। দয়া করে ধৈর্য ধরে উপস্থিত প্রশাসনিক কর্মীদের সহযোগিতা করুন।

করণীয় নয়ঃ-
· তীর্থ যাত্রার সময় দুর্ঘটনা এড়াতে দয়া করে তাড়াহুড়ো করবেন না। লঞ্চে ওঠা নামার সময় তাড়াহুড়ো বা দৌড়োদৌড়ি করবেন না। আপনার সামান্য ভুলে বহু লোকের প্রান সংশয় হতে পারে।
· ব্যারিকেড অথবা ড্রপ গেটগুলি বাঁশ ও কাঠের তৈরী, এগুলিতে চাপ দেওয়া বা টপকানোর চেষ্টা করবেন না। এগুলি ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে।
· মেলার মধ্যে দয়া করে আগুন জ্বালাবেন না। এতে বড় ধরনের অগ্নিকান্ডের সম্ভাবনা থাকে।
· কোনও অজানা লোকের কাছে জামা কাপড় বা অন্যান্য জিনিস রাখবেন না। এতে আপনার জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা থাকে।
· কোনও অজানা লোকের দেওয়া খাদ্য অথবা পানীয় গ্রহণ করবেন না। এতে আপনার বিপদ হতে পারে।
· সমুদ্রে স্নানের সময় বেশী গভীরে যাবেন না, এতে প্রান সংশয় হতে পারে।
· কোনও অজানা অথবা পরিত্যক্ত বস্তু ছুঁয়ে দেখবেন না। এরকম কোনও কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

Bengal bags first prize for e-tendering

Bengal government has bagged the first prize from the Centre for implementing the e-tendering process.

Chief Minister Mamata Banerjee made the announcement on Friday. She said: “Yesterday the Bengal government was awarded with the first prize for ensuring e-tendering. The state government has become the best in the country by ensuring e-tendering of 53,000 projects worth Rs 36,000 crore and the Ministry of Finance has given the award.”

The Chief Minister congratulated the state Finance department and the state Information Technology department for their efforts, which made it possible for the state government to bag the award.

Soon after coming to power, the Mamata Banerjee government has started taking all necessary steps to ensure e-governance and at the same time, the e-tendering process and the e-Integrated Finance Management System (eIFMS) were introduced. Before the e-tendering process had started, the entire process of tendering used to take place manually that had left many options for lack of transparency.

Besides making the process to participate in the tendering process easier, the Mamata Banerjee government has also ensured transparency by introducing e-tendering.

 

টেন্ডারে স্বচ্ছতা এনে সেরা বাংলা

দেশের মধ্যে ই-টেন্ডারিংয়ে সেরা হয়েছে রাজ্য। ৫৩ হাজারের বেশি ই-টেন্ডারিং করে প্রায় ৩৬ হাজার কোটি টাকার কাজ হয়েছে। তা যে স্বচ্ছ প্রশাসন চালানোর স্বীকৃতি সেটাও স্পষ্ট।

ই-গভর্ন্যান্স ও ই-ট্যাক্সেশন-এর ক্ষেত্রেও রাজ্য সেরা হয়েছিল। অর্থ দপ্তর ও তথ্য প্রযুক্তি দপ্তর যৌথ ভাবে কাজ করেছে। এজন্য ওই দুই দপ্তরকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ক্ষমতায় আসার পর থেকেই ই-গভর্ন্যান্সের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দপ্তরে চালু হয়েছে e-Integrated Finance Management System (eIFMS)।

Irrigation Dept to beautify banks of a stretch of Bagjola Canal

The Bengal Government’s Irrigation Department, in collaboration with Housing Infrastructure Development Corporation (HIDCO), has chalked out a plan to beautify the banks of a stretch on the Bagjola Canal that passes through New Town.

Chief Minister Mamata Banerjee wants the stretch to be developed which is situated close to the Biswa Bangla Convention Centre, the showpiece convention centre of the State Government.

The banks of Bagjola Canal have already been beautified and lights have been installed and meticulous gardening has been done. The State Government is carrying out dredging operation in some parts of the Bagjola Canal and the embankments are being repaired or reconstructed.

As part of the beautification project, among other things, fountains will be installed along the banks of the canal, nets will be installed on both the two banks to prevent people from throwing garbage in the canal and the floating garbage will be cleaned.

বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে সেচ দপ্তর

হিডকোর সঙ্গে যৌথ উদ্যোগে নিউটাউনের বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে রাজ্য সেচ দপ্তর।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় নব নির্মিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অনতিদূরে অবস্থিত এই বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করার উদ্যোগ রাজ্যের।

বাগজোলা খালের দুপাশে ইতিমধ্যেই বসানো হয়েছে নতুন আলোস্তম্ভ, সাজানো হয়েছে বাগান। রাজ্য সরকার বাগজোলা খালে ড্রেজিং করছে এবং বিভিন্ন বাঁধগুলোর সংস্কারও করা হচ্ছে।

এই খালের দুপাশে বসানো হবে ফোয়ারাও। দুই পাড় জাল দিয়ে ঘেরা হবে যাতে এই খালে কেউ ময়লা ফেলতে না পারেন। নিয়মিত ভাসমান ময়লা পরিষ্কারও করা হবে।

 

Story Source: Millennium Post

The image is representative (source)

Bengal CM announces bravery awards for 57 Kanyashree clubs

Chief Minister Mamata Banerjee, during the inauguration programme of Mati Utsav on January 2 announced bravery awards for 57 Kanyashree clubs in Purba Bardhaman district that helped stop around 116 child marriages in the last five months.

She also handed over appreciation certificates to 10 such clubs.

According to district administration officials, the Kanyashree beneficiaries played a crucial role in combating child marriage in the district.

Clubs have been formed in 781 schools in the district. The members, who are all girls, act as the eyes and ears of the district administration and alert the authorities whenever a child marriage is about to happen. They also help the officials counsel the parents of minors against child marriages.

Source: The Times of India

 

১১৬টি নাবালিকা বিয়ে আটকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেল কন্যাশ্রী ক্লাব

পূর্ব বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনের মঞ্চে জেলায় পাঁচ মাসে ১১৬টি নাবালিকা বিয়ে আটকানোর জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত সাহস নিয়ে কন্যাশ্রীর মেয়েরা বাল্যবিবাহ রুখেছে। ওদের প্রতি আমার ভালবাসা ও আশীর্বাদ রইল। পুলিশকে ওদের সাহসিকতার জন্য পুরস্কার দিতে বলব।”

আগে পড়াশোনা, পরে বিয়ে— পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী, আফসানা খাতুনদের এই লড়াই এখন ছড়িয়ে পড়েছে রাজ্যে। এই সব মেয়েদের হাত আরও শক্ত করছে স্কুলে-স্কুলে গড়ে ওঠা ‘কন্যাশ্রী ক্লাব’। সহপাঠীরা সবাই স্কুলে আসছে কি না, নিয়মিত খোঁজ রাখে পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাব। কেউ টানা দিন কয়েক না এলেই বাড়িতে হাজির হয় তারা।

এই কাজের জন্য এ দিন দশটি কন্যাশ্রী ক্লাবের সভানেত্রীর হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা আধিকারিক বলেন, “আমাদের চোখ ও কান হচ্ছে কন্যাশ্রী মেয়েরা। সহপাঠীর বিয়ে রোখার পাশাপাশি, কন্যাশ্রীরা সংশ্লিষ্ট অভিভাবকদের কাউন্সেলিংও করছে।”

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা। রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান–প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘কন্যাশ্রী’ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী। এর ফলে অসাধারন ভাবে কমেছে স্কুলছুটের হার। এখন স্কুল ও কলেজের গণ্ডী পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও পাড়ি দিয়েছে কন্যাশ্রী।

Bengal CM to distribute 5 lakh houses to the poor under Banglar Bari

Chief Minister Mamata Banerjee, at a public meeting after the inauguration of Mati Utsav on January 2, announced that the State Government would construct five lakh houses (for five lakh families) for economically weaker sections (EWS) under the Banglar Bari Scheme.

Banglar Bari is a scheme meant for financially weaker families in municipal areas, who are homeless and whose monthly income is less than Rs 10,000, and is implemented through the building of four-storey apartments, where a flat is given to each such homeless family.

This project for five lakh houses would be formally inaugurated by the Chief Minister during a programme at Netaji Indoor Stadium, Kolkata on January 5. Simultaneously, it would be inaugurated in all the blocks too.

She also announced the increasing of State Government spending for construction of houses under Bangla Awas Yojana to Rs 1.2 lakh, from Rs 75,000, and the inauguration of the Banglar Bari Scheme for North 24 Parganas and Howrah districts on February 4.

The Bengal Government also runs the Gitanjali Scheme for building houses for economically weaker sections in rural regions. Rs 70,000 is spent for a house in the plains and Rs 75,000 for a house in the Hills (forest villages in Jalpaiguri district) and the Sundarbans and in Jangalmahal. From May 2011 to May 2017, 2,98,745 families have benefitted, and the aim is to build 1 lakh units during financial year 2017-18.

 

৫ লক্ষ পরিবারের হাতে এবার ‘বাংলার বাড়ি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী

রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, দু’টাকা কেজি চাল-গমের সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী আর সবুজসাথীর মতো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সফল রূপায়ণের পর এবার দুঃস্থ-গরিব মানুষের জন্য ‘মাথার ছাদ’-এর সংস্থান।

বাংলা আবাস যোজনার অন্তর্গত আবাসন প্রকল্পে পাঁচ লক্ষ পরিবারের জন্য ‘বাংলার বাড়ি’ তৈরী করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে গৃহহীন মানুষের আবাস সংক্রান্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি নিজেই।

মঙ্গলবার বর্ধমানে ষষ্ঠ মাটি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গোটা রাজ্যেই তৈরী হবে বাংলার বাড়ি। ওইদিন কলকাতায় এই অনুষ্ঠানের সূচনা যেমন হবে, তেমনই ব্লক স্তরেও তার শুভারম্ভ হবে সংশ্লিষ্ট জেলাশাসক এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে।

তিনি জানান, আগে আবাসন প্রকল্পে সরকারি ভর্তুকির পরিমাণ ছিল ৭৫ হাজার টাকা। এই টাকায় কিছুই হয় না! তাই এখন থেকে বাড়ি পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হলে, উত্তর ২৪ পরগনা আর হাওড়া জেলায় আগামী ৪ ফেব্রুয়ারি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা হবে।

আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য বাড়ি তৈরী করে দিতে রাজ্যের নতুন প্রকল্প ‘গীতাঞ্জলী’ চালু হয়েছে। এই প্রকল্পে সমতল এলাকায় সুবিধাপ্রাপকদের একক প্রতি ৭০ হাজার টাকা দেওয়া হয়। পাহাড়, সুন্দরবন ও জঙ্গলমহল এলাকায় অতিরিক্ত পাঁচ হাজার টাকা দেওয়া হয়। ২০১১র মে মাস থেকে শুরু করে ২,৯৮,৭৪৫টি পরিবার উপকৃত হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ লক্ষ ইউনিট।

Shramik Melas and Social Security Month being held across Bengal

With the inspiration of Chief Minister Mamata Banerjee, state-wide Shramik Melas and Social Security Month are being held across the State. The Labour Department is organising these fairs.

Each fair would be held over two days, from 2 pm to 7 pm. Entry to the fairs is free. They will continue for the whole of the month of January. The fairs would held at 67 locations, including Kolkata.

The principal activities at the fairs would relate to the presentation of benefits to beneficiaries of various schemes, enrolment of people in the State Government’s Social Security Yojana, payment of money payable by the West Bengal Labour Welfare Board, advising people regarding the various rules and regulations related to labour laws, adding beneficiaries to the Employment Bank and the Yuvashree Scheme and safety advisories related to working with boilers in factories.

Besides these, every day, there would be various cultural programmes.

 

শ্রমিক মেলা ও সামাজিক সুরক্ষা মাস উদযাপন হচ্ছে রাজ্যজুড়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক আগ্রহ ও অনুপ্রেরণায় রাজ্যের সকল শ্রমিকদের জন্যও সারা মাস ব্যাপী শ্রমিক মেলা ও সামাজিক সুরক্ষা মাস উদযাপন ২০১৮ উদযাপিত হচ্ছে। এই মেলা প্রতি জেলায় পালিত হবে। কোনও কোনও জেলায় একাধিক স্থানে পালিত হবে।

এই অনুষ্ঠানে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদান করা হবে এবং যথাসম্ভব সহায়তাও প্রদান করা হবে। এছাড়াও এবারের মেলায় উপভোক্তাদের সহায়তা প্রদান করা হবে, সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তিকরণ করা হবে।

শ্রমিক কল্যাণ পর্ষদ প্রদেয় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে এই মেলায়, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্তি করা হবে এবং ‘যুবশ্রী’ প্রকল্পে ভাতা প্রদান করা হবে। এ ছাড়া বয়লারের নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়ে পরামর্শ প্রদান করা হবে মেলা প্রাঙ্গনে।

প্রতিদিন মেলা চলবে দুপুর ২টো থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত, থাকবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান।