The cement factory of the JSW Group at Salboni was inaugurated today by Bengal Chief Minister Mamata Banerjee. The factory will create employment for hundreds of people.
It may be mentioned that the Chief Minister had inaugurated the commencement of construction of the 2.4 metric tonne (MT)-capacity cement factory at Salboni in Paschim Medinipur on January 6 in 2016. The cement factory has come up on an 134-acre plot at a cost of Rs 800 crore.
This was a landmark event ahead of the Bengal Global Business Summit, to be held on January 16 and 17.
It may be recalled that during the inauguration of the commencement of construction of the cement plant, the JSW Group had also announced its plans to invest around Rs 10,000 crore to set up a power plant and a paint manufacturing factory at Salboni where the group has acquired around 4,000 acres of land.
Highlights of the Chief Minister’s speech:
The work for this project has been completed ahead of time. These projects would lead to more opportunities for employment.
Bengal Global Business Summit begins tomorrow. I am inviting everyone to be a part of the summit.
45 lakh girls have received Kanyashree scholarships. 57 lakh SC/ST students have been given Sikshashree scholarships.
As per the Sabuj Shree Scheme, a sapling is handed over to the mothers of every child born.
Through the Samabyathi Scheme, Rs 2,000 is given to the kith and kin of the deceased for performing the last rites.
Eight lakh people in the state are given rice and wheat (atta) at Rs 2 per kg.
Healthcare is free in all government hospitals and health centres in Bengal.
We have distributed 70 lakh bicycles to students from Class IX to XII.
The funds for ASHA and ICDS projects have been stopped by the Central Government. It is because of the State Government that these essential projects, meant for the masses, are continuing.
ASHA and ICDS volunteers have been brought under the Swasthya Sathi insurance scheme.
Some people are conspiring to stop others from earning an honest livelihood. But one cannot be forced to obey their orders. Our government, on the other hand, is completely transparent. We do not resort to any dishonesty or conspiracy.
The flood-affected farmers have been given a total aid of Rs 1,200 crore. I want farmers to live well.
To enable self-help groups to thrive, we have arranged for them to get adequate loans from cooperative banks.
On January 29, 5 lakh people would be handed over houses of their own.
On February 2, we will lay the foundation stone for 7,500 km rural roads.
We would be saving 25 per cent of the money allocated to various departments and would be using it for road-laying and drinking water projects.
We have provided employment opportunities to 81 lakh youth.
Today, Bengal is the number one state in MSME, 100-Days’ Work, skill training and e-tendering. Bengal is a global model because of Kanyashree.
Our students are our pride.
We have created projects for every category of people. We have given fish vans, dhamsa madol (implying State Government aid to folk artistes), patta (land deeds), football (implying the distribution of the State Government’s Joyee brand of football among clubs and organizations, and organising tournaments like the hugely successful Jangalmahal Cup), tractors (implying help to farmers for buying or renting farm equipment) and much more.
We want people to live well. Bengal in general is large-hearted and we, the government, are proud of that.
Let more industrial units open in Salboni. Let the tide of development wash over the whole district (Paschim Medinipur).
Without you all beside me, I am nothing, with you all, I am whole. Taking everyone along is what life is all about, trying to go alone would grind life to a halt.
Bengal would be the pride of the whole world.
আজ শালবনিতে সিমেন্ট কারখানা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
নতুন বছরে শালবনির মানুষের কাছে খুশির খবর। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই চালু হতে চলেছে জিন্দালদের সিমেন্ট কারখানা। আজ এই কারখানা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজ্জন জিন্দাল, সিমেন্ট কারখানার ম্যানেজিং ডিরেক্টর পার্থ জিন্দাল–সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা।
জিন্দালদের এই সিমেন্ট কারখানা রাজ্যের শিল্পে একটি মাইলস্টোন। প্রথমে এখানে ২৫০ জনের কর্মসংস্থান হবে। পরে নিয়োগ করা হবে আরও ৬০০ জনকে। সভা থেকে ২৫০০ জন উপভোক্তার হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সহায়তা প্রদান করেন।
২০১৬ সালে সিমেন্ট কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন ১৫০ একর জমিতে তৈরি হয়েছে সিমেন্ট কারখানা।
সেই বছরের ১২ জুলাই এখান থেকে সিমেন্ট বোঝাই একটি গাড়ি যায় তারাপীঠে। এই কারখানা থেকে বছরে ২৪ লক্ষ টন সিমেন্ট উৎপাদন হবে। পরে তা বাড়বে।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
সময়ের আগেই কাজ শেষ হয়েছে। এর ফলে রাজ্যের কর্মসংস্থান বাড়বে
আগামীকাল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হবে। সকলকে আসার জন্য আমন্ত্রন জানালাম।
৪৫ লক্ষ মেয়েদের কন্যাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে।
৫৭ লক্ষ তপসিলি জাতি ও উপজাতি ছেলেমেয়েদের শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে
একটা বাচ্চা জন্মালে তাকে একটা করে গাছ দেওয়া হয় সবুজশ্রী প্রকল্পের আওতায়
মৃতদেহ সতকারের জন্য ২০০০ তাকা দেওয়া হচ্ছে সমব্যাথি প্রকল্পে
২ টাকা কেজি দরে চাল গম দেওয়া হয় বাংলার ৮ কোটি মানুষকে
বাংলায় বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়
আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রিদের বিনামুল্যে সাইকেল দিচ্ছি। ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে
আশা ও আই সি ডি এস এর মেয়েদের ভুল বোঝানো হচ্ছে। আশা ও আই সি ডি এস এর প্রজেক্ট বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার এই প্রজেক্টগুলি চালাচ্ছে। রাজ্য এগিয়ে না এলে এগুলো বন্ধ হয়ে যেত
আশা ও আই সি ডি এস এর কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে। এগুলো জনগণের প্রজেক্ট। কেউ কেউ চক্রান্ত করে মানুশের ইনকামের পথ বন্ধ করে দিচ্ছে।
মানুষ ওদের কথা শুনতে বাধ্য নয়। আমাদের সরকার সবার জন্য। আমাদের সরকার কন অবিচার করে না। আমরা কোন বেআইনি, অন্যায্য কাজ করি না।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আমি চাই আমার কৃষকরা ভাল থাকুক। স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে বেশি করে ঋণ পায় সেজন্য আমরা কো অপারেটিভ ব্যাঙ্ককে ইনভলভ করছি.
আগামী ২৯ জানুয়ারি ৫ লক্ষ মানুষকে বাড়ি দেওয়া হবে। আগামী ২ ফেব্রুয়ারি সাড়ে ৭ হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস করব।
আমরা সরকারের ২৫% টাকা বাঁচিয়ে তা দিয়ে রাস্তা ও পানীয় জল প্রকল্পের কাজে ব্যবহার করা হবে।
৮১ লক্ষ বেকার যুবককে চাকরি দেওয়া হয়েছে।
এম এস এম ই, ১০০ দিনের কাজে, স্কিল ট্রেনিং এ, ই টেন্ডারিং-এ বাংলা আজ এক নম্বরে। কন্যাশ্রীতে বাংলা বিশ্বের মধ্যে এক নম্বরে।
আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। সকলের জন্য আমরা প্রকল্প করে দিয়েছি। মৎস্য ভ্যান, ধামসা মাদল, পাট্টা, ফুটবল, ট্র্যাক্টর সব দেওয়া হচ্ছে।
আমরা চাই মানুষ ভাল থাকুক।বাংলায় অনেক আন্তরিকতা আছে, একে আমি সম্মান জানাই।
শালবনিতে আরো অনেক শিল্প আসুক।সমগ্র জেলা জুড়ে উন্নয়নের বিপ্লব হোক।
আপনারা ছাড়া আমি শূন্য, আপনাদের নিয়েই আমি পূর্ণ। সবাইকে নিয়ে চলার নামই জীবন।আর একা চলার নাম থেমে যাওয়া।
বাংলা হবে বিশ্ব সেরা।