Didi led an anti-CAA protest march in Hills today

Today, Mamata Banerjee led a 4-km-long protest march in Darjeeling hills against the new citizenship law. The rally began at Bhanu Bhakta Bhavan near Mall in Darjeeling and concluded in the Chowkbazar area.. For the last few weeks, Didi has been leading protests across the State against this unconstitutional law.

Several protest marches have been held in Kolkata, led by Mamata Banerjee. Trinamool Chhatra Parishad and Trinamool Mahila Congress have held sit-in demonstrations as well. 

Bangla is the only State to boycott the meeting on NPR called by the Union Government. At the inauguration of the Uttarbanga Utsav too she had said that there will be no NPR and CAA in Bangla. She assured the people that she would guard them 365 days a year.

 

2019 will be a fight for ‘poriborton’ at Centre: Mamata Banerjee at TMCP Foundation Day rally

A rally to commemorate the foundation day of Trinamool Chhatra Parishad was held at Mayo Road in Kolkata today. Like every year, Trinamool Chairperson Mamata Banerjee addressed the students on the occasion.

Mamata Banerjee said youths and students are the future of the country and they have to lead the fight for ‘poriborton’ (change) at Centre in 2019. She also advised them to be active on social media to counter the ‘fake narrative’ of BJP.

 

Highlights of Mamata Banerjee’s speech:

The students are the future of the country. You will be the architects of the nation’s future. You will shape the society. Students must focus on building bonds with people. Leaders of the future will emerge from among the student community.

Becoming a political activist does not make anyone bad. My political career started as a student activist.

Life is not just about education. You have to become good human beings. Swami Vivekananda had said development of character is the most important thing in life.

28 August is a historic day for us. We renew our pledge today to serve the people, to live up to the ideals we fight for.

Students must use social media wisely. Some political parties have turned Facebook into ‘Fakebook’ using money power.

We have struggled for 34 years against the Left. And now the Leftists have bowed down before the Right-Wing. Ram had fought Ravan, not Rahim. ‘Fake’ Ram has come from Delhi and ‘Bam’ (Left) have joined them.

Trinamool-led Bengal Government took a stand in favour of right to privacy and the Supreme Court gave a verdict in favour of that right.

From birth to death, the Centre wants to impose Aadhaar on everything. They will have access to your personal details – what you say, what you do, where you go, what you eat – by linking Aadhaar with phone. What will happen if the data is hacked? What about individual right to privacy?

Some leaders give only bhashan not ration. Where is the achhe din? People cannot even have sweets, thanks to the burden of taxes. We are doing all the work – from building toilets to digitisation – and they are taking all the credit.

The youth and students will have to bring ‘poriborton’ in 2019. You will have to make ‘New India’ by infusing fresh blood.

They have started ‘Beti Bachao, Beti Padhao’ project and the budget for entire country is Rs 100 crore. That means roughly Rs 2.5 crore per State. What is the use? In Bengal, we have ‘Kanyashree’ scheme and have allotted Rs 5000 crore for it.

They are trying to incite violence between Hindus and Muslims in Bengal over Durga Puja. Do not fall prey to their incitement. In our culture, bishorjon never happens on Ekadoshi. Why is the BJP so insistent on having bishorjon on that day? They could not handle the situation in Panchkula. If Ganapati Visarjan and Muharram fall on the same day, can they manage? Let them set their own house in order. Manage Panchkula and Uttar Pradesh first.

In Panchkula, they could not handle one incident. More than 30 people lost their lives. If some incident happens in BJP-ruled State, Army is immediately called in. But no help is offered to non-BJP States.

Trinamool is ‘naram-garam’. In the service of people, we are ‘naram’ but if someone crosses our path, we are ‘garam’.

Our slogan is ‘BJP Hatao, Desh Bachao’. Bengal will show the way.

 

২০১৯ এর লড়াই পরিবর্তন নিয়ে আসুকঃ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র পরিষদের সভায়

আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মত এ বছরও গান্ধীমূর্তির সামনেও সমাবেশ অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। ২০১৯ এর লড়াই সারা দেশে পরিবর্তন নিয়ে আসবে।

বিজেপি সোশ্যাল মিডিয়ায় যে কুৎসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আরও সরব হওয়ার পরামর্শ দেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। সবুজের দল কোন বাধা মানে না। এরাই দেশ গড়বে, সমাজ গড়বে। শিক্ষক – ছাত্রছাত্রীদের এই সুদৃঢ় বন্ধন আরও সংগঠিত করতে হবে।

রাজনীতি করলে কেউ খারাপ হয় না। আমার রাজনৈতিক কেরিয়ার ছাত্রজীবন থেকেই শুরু।

শুধু পড়াশোনা করার নাম জীবন নয়। আমরা চাই ছাত্ররা ভালোভাবে সমাজসেবা করুক, ভালো মানুষ হোক, প্রকৃত মানুষ হোক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘আমি চাই উন্নততর মানুষ’।

২৮ আগস্ট আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন। এটি ভবিষ্যৎকে পাথেয় করে এগিয়ে যাওয়ার দিন, শপথ নেওয়ার দিন, অঙ্গীকার করার দিন, মানুষকে সঙ্গবদ্ধ  করা দিন।

ছাত্রছাত্রীরাই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কোন কোন রাজনৈতিক দল টাকার জোরে ফেসবুককে ফেকবুকে পরিণত করছে। ছাত্রছাত্রীদের এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে।

৩৪ বছর ধরে আমরা সিপিএমএর বিরুদ্ধে লড়াই করেছি। এখন ওরা এখন দক্ষিণপন্থী দলের কাছে মাথা নত করছে। রাম রাবণের সাথে যুদ্ধ করেছিলেন, রহিমের সাথে নয়। দিল্লি থেকে এসেছে ‘নকল’ রাম, আর তার সাথে জুটেছে বাম।

আজ মানুষের privacy কেড়ে নেওয়া হচ্ছে। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ যে তারা বলে দিয়েছিলেন – গোপনীয়তা মানুষের মৌলিক অধিকার। তৃণমূল প্রথম stand নিয়েছিল।

একটা বাচ্চার জন্ম হলেই আধার কার্ড বাধ্যতামূলক। আরে, বাচ্চাদের চোখ matured হতে সময় লাগে।  মূর্খের মত সব বলে দিচ্ছে। আপনার সব personal details এর access থাকবে ওদের কাছে। কি বলছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন – সব জানা যাবে মোবাইল ও আধার লিঙ্ক করলে। মানুষের কোন নিরাপত্তা নেই। যদি সব তথ্য হ্যাক হয়ে যায় তখন কি হবে?

মোহাব্বাত কাম সে হোতা হ্যায়, ভাষনো শে নেহি। কোথায় গেল আচ্ছে দিন? বলছে মিষ্টি খাওয়া বাদ দিন, সিঙ্গারা খাওয়া বাদ দিন, চাকরি বাদ দিন, বেকার বাড়িয়ে দিন, হিন্দু মুসলমান ভাগ করে দিন, সব্বাইকে বাদ দিন। আমরা করলাম ডিজিটাল, রাস্তা পরিষ্কার, বাথরুম নির্মাণ আর ভাষন বাজি দিচ্ছে ওরা।

 ২০১৯ এর লড়াই পরিবর্তন নিয়ে আসুক ভারতবর্ষের বুকে, বাংলা থেকেই ডাক দিতে হবে পুরো ইন্ডিয়াতে পরিবর্তন দরকার আছে। স্টুডেন্ট ও ইউথ জেনারেশন নিউ ব্লাড দিয়ে নিউ ইন্ডিয়া গঠন করবে।

 বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রজেক্ট পুরো দেশে ১০০ কোটি টাকার, আড়াই কোটি করেও একটা রাজ্যের জন্য হবে না।আমাদের কন্যাশ্রী প্রজেক্ট ৫,০০০ কোটি টাকা খরচ করেছি শুধু বাংলায়।

 রাম রহিমের নামে আমাদের এখানে রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে। গণপতি পুজোর বিসর্জন ও মহরম একসঙ্গে পড়লে সামলাতে পারবে তো? পেরেছে কোনোদিনও? একাদশীর দিন আমরা মাকে বিসর্জন দিই? অমাবস্যার দিন দিই? না। কোনও কোনও জেলায় গিয়ে বিজেপির একটা পরিকল্পনা হয়েছে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে দাঙ্গা লাগানোর।

 আগে পঞ্চকুলা সামলাও তারপর বাংলার দিকে তাকাও, আগে উত্তরপ্রদেশ সামলাও তার পর বাংলার দিকে তাকাও, আগে মধ্যপ্রদেশে কৃষক হত্যা সামলাও তার পর বাংলার দিকে তাকাও।

 একটা রামরহিমকে ঠেকাতে গিয়ে ৩০ জনের ওপর মানুষ মোড়ে গেল একদিনে, কত মানুষ আহত। দার্জিলিঙের জন্যও ৪ ব্যাটেলিয়ান সেনা চেয়েছিলাম,  কোর্টের অর্ডারের পরে পেয়েছি। আর হরিয়ানা পেয়েছে ৪০ ব্যাটেলিয়ান। বিজেপির রাজ্য হলে একরকম, অন্য রাজ্য হলে আরেকরকম।

 তৃণমূল কখনও নরম, কখনও গরম, যখন জনগণের জন্যও প্রয়োজন, তৃণমূল মানবিক, আর কেউ যদি মনে করে দলটাকে শেষ করে দেব, তাকে তৃণমূল কিন্তু রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, গর্জন করে।

 বাংলায় স্লোগান উঠবে, “বিজেপি হাটাও, দেশ বাঁচাও”। বাংলাই আগামী দিনে পথ দেখাবে।

 

TMCP sweeps CU student union polls

It was a cakewalk for Trinamool Congress Chhatra Parishad (TMCP) in the Calcutta University union elections held on Saturday across the four campuses of College Street, Rajabazar, Ballygunge and Alipore.

In the 140 seats contested, SFI and DSO won 15 seats and 14 seats respectively. TMCP won the remaining seats.

In all, there are 840 seats on eight campuses of CU. Of which 673 were won uncontested by the TMCP.

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে জয়ী টিএমসিপি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ৮২০টি আসনের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ একাই পেয়েছে ৭৫০রও বেশি আসন। মোট ৮২০ জন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছে। তার মধ্যে টিএমসিপি ৬৭৩টি আসনে বিনা প্রতিদ্বন্দীতায় জয় লাভ করে।

বালিগঞ্জ ক্যাম্পাসে ৭৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি। ১১টি আসনে জিতেছে সংগঠন। হোম সায়েন্সে টিএমসিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩২টি আসনে জয়ী হয়েছে। ল ক্যাম্পাসে ৪৫টি আসনে, সল্টলেক ক্যাম্পাসে ৫৩টি আসনে, কঁাটাকল ক্যাম্পাসে (অর্থনীতি) ২৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের ছাত্র সংগঠন।

রাজাবাজার ক্যাম্পাসে ১২৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তারা। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে টিএমসিপি ভোটে জিতেছে ৭২টি আসনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৮৬টি আসনে। আলিপুর ক্যাম্পাসে ভোটে ৩৯টি আসনে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০০টি আসনে। জুট বিভাগে ভোটে ২টি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২টি আসনে।

Trinamool Chairperson slams the Centre at TMCP Foundation Day rally

Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed student activists today at a rally held near the statue of Mahatma Gandhi on Mayo Road.

Slamming the Centre for interference in State matters, she said if the Centre did not stop interfering in three months, a protest would be held at Delhi. She also condemned the bandh culture of CPI(M) and said no bandh will be allowed in Bengal.

The Chairperson asked the students to maintain discipline and work for nation-building. She urged them to take proactive roles in mass awareness about various schemes and programmes of the government. She announced that Youth Welfare Department of the government will also look after Students’ Welfare from now.

FIVE THINGS MAMATA BANERJEE SAID AT THE RALLY:

On student politics

Politics should be for serving people, for nation-building. All politicians are not bad. If 1 per cent people are bad you cannot blame 99 per cent good people. Our students and youths are the future of the country.

My foundation in politics was through student politics. Those who emerge from student activism they can never become thieves; they work for people. You can either work for a company or create an institution that creates jobs for lakhs for people.

On recruitment of teachers

Government is ready to initiate teachers’ appointment in 65000 vacant positions. Few politicians filed case against teachers’ recruitment and are now demanding why teachers are not getting jobs.

On Centre’s neglect

Centre has stopped giving us funds. They owe us Rs 1700 crore under 100 Days’ Work. Centre used to give 90 per cent funds for ICDS. Now they provide only 10 per cent. Centre wants States to provide 40-50 per cent funds for most schemes. But they will name every scheme after PM.

They have completely destroyed the country. Delhi babus must not forget State governments are also elected by the people. People have the final say in a democracy.

Centre’s budget for Beti Bachao scheme is Rs 100 crore for whole country. Our budget for Kanyashree is Rs 1000 crore. Will Narendra Modi buy a new suit with the money he is saving by stopping funds for welfare schemes?

Our earning is Rs 40000 crore but thanks to the CPM, we have to pay debt instalment worth Rs 50000 crore. We will hit the streets if central interference and debt problem is not solved within 3 months.

On Aadhaar

Centre wants to make Aadhaar card mandatory. But they have not yet finished registration process. There is an order from Supreme Court saying Aadhaar is not mandatory. But Centre has stopped scholarships and pensions.

Centre must not make Aadhaar mandatory for scholarships until 100 percent registration is over. If Centre stops scholarships, student community will protest.

On bandhs

Trinamool does not supports Bandhs. We are ready to debate and discuss the grievances of labourers. CPM believes in dadagiri in the name of bandhs.

Trinamool will not allow bandh in Bengal. We will ensure normalcy of public life. Govt will compensate the properties damaged during bandhs. We will take stern action against bandh enforcers.

Opposition only exists in TV studios. If press stops covering their events, they will give up protests.

 

তৃণমূলের ছাত্র সমাবেশে কেন্দ্রকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সভার আয়োজন করা হয়েছিল। সভায় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়।

তৃণমূল নেত্রী সহ অধিকাংশ তৃণমূল নেতারাই তাদের রাজনৈতিক জীবন শুরু করেছেন ছাত্র জীবন থেকে।

রাজনীতির অর্থ মানুষকে সেবা করা, জাতি গঠন করা। সব রাজনীতিবিদরা খারাপ নন। যদি ১ শতাংশ মানুষ খারাপ হন, তাহলে বাকি ৯৯ শতাংশ ভালো মানুষকে খারাপ বলা উচিত নয়। ছাত্র ও যুবরাই আমাদের দেশের ভবিষ্যৎ, এদিন মঞ্চ থেকে এই বার্তাই দেন নেত্রী।

 নেত্রীর বক্তব্যের কিছু অংশ:  

  • ছাত্র জীবন থেকেই আমার রাজনীতি শুরু
  • যারা ছাত্রজীবন থেকে সংগ্রাম করে, তারা কখনো চোর হয় না, তারা মানুষের জন্য কাজ করে
  • আপনি কোন কোম্পানির হয়ে কাজ করতে পারেন অথবা কোন প্রতিষ্ঠান ও তৈরি করতে পারেন যার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে
  • বেশ কিছু রাজনীতিবিদ শিক্ষকদের নিয়োগ বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং এখন কেন শিক্ষকরা চাকরি পাচ্ছেন না কাজ দাবী করছে
  • বাম আমলে একটু বৃষ্টিতেই কলকাতায় সারাদিন জল জমে থাকত, এখন জল জমলে তা পাম্প করে তা নামিয়ে দেওয়া হয়
  • মানুষের সেবা করাই আমার কাজ। আমি তাই করব
  • ছাত্র-ছাত্রীদের অসীম দায়িত্ব। আমি বাংলার ছাত্রছাত্রীদের অনুরোধ করব তারা যেন তাদের রাজ্যকে ভুলে না যান
  • আমরা মাল্টি সুপার স্পেশালটি হসপিটাল তৈরি করছি, সেখানে আমাদের অনেক ডাক্তার প্রয়োজন
  • কেন্দ্রের উচিত মেডিকেলের আসন সংখ্যা বৃদ্ধি করা। এতে সব রাজ্যই উপকৃত হবে
  • কেন্দ্র আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজে আমাদের ১৭০০ কোটি টাকা বকেয়া রেখেছে
  • আইসিডিএস এর ৯০% টাকা দেওয়ার কথা কেন্দ্রের, এখন তারা ১০% টাকা দিচ্ছে
  • কেন্দ্র চায় রাজ্য অধিকাংশ প্রকল্পের ৪০-৫০% টাকা দিক, কিন্তু সব প্রকল্পের নাম প্রধানমন্ত্রীর নামে
  • সারা দেশে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ ১০০ কোটি আর কন্যাশ্রী প্রকল্পে আমাদের বরাদ্দ অর্থ ১০০০ কোটি টাকা
  • আধার কার্ড বাধ্যতামূলক করতে চায় কেন্দ্র। কিন্তু ওরা এখনোও রেজিস্ট্রেশন প্রক্রিয়াই সম্পূর্ণ করেনি
  • যে সব উন্নয়নমূলক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে সেই টাকা দিয়ে কি নরেন্দ্র মোদী নিজের পোশাক কিনছেন
  • ওরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে
  • দিল্লির বাবুদের একথা ভুলে গেলে চলবে না রাজ্যের সরকার জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে
  • নারায়ণী সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে বি এস এফ। কেউ কেউ আবার তা সমর্থন করছে, কি অহংকার
  • ওরা জনগণনা ভুলে গিয়ে গরুগণনা করছে
  • সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না। কিন্তু কেন্দ্র স্কলারশিপ ও পেনশনের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে
  • গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে
  • ১০০% রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আধার কার্ড বাধ্যতামূলক করা উচিত নয় কেন্দ্রের
  • কেন্দ্র স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিলে ছাত্র সংগঠন তার প্রতিবাদ করবে
  • আমাদের অ্যায় ৪০০০০ কোটি টাকা কিন্তু সিপিএমের দেনায় দায় দায় আমরা বহন করছি, তাই ঋণ দিতে হচ্ছে ৫০০০০ কোটি টাকা
  • কেন্দ্র হস্তক্ষেপ করা বন্ধ না করলে এবং তিন মাসের মধ্যে সমস্যার সমাধান না করলে আমরা রাস্তায় নামব
  • দলিত ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমরা
  • কংগ্রেস প্রতিবাদের ভাষা ভুলে গেছে
  • কেন্দ্রে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম, কেউ কোন কাজ করেনি
  • তৃণমূল বনধকে সমর্থন করে না। আমরা শ্রমিকদের সঙ্গে সব রকম আলোচনা করতে রাজি আছি
  • বনধএর নামে দাদাগিরি তে বিশ্বাসী সিপিএম
  • বাংলায় বনধ তৃণমূল বরদাস্ত করবে না, আমরা শান্তিপূর্ণ ভাবে সব খোলা রাখব
  • বনধে যেসব ক্ষতি হবে তার ক্ষতিপূরণ সরকার দেবে। জোর করে বনধ করলে আমরা কঠোর ব্যবস্থা নেব
  • বিরোধীদের শুধু টিভিতেই  দেখা যায়। যদি প্রেস ওদের মিছিলে যাওয়া বন্ধ করে দেয়, ওরা মিছিল করা বন্ধ করে দেবে
  • ৪৬ টি নতুন কলেজ, ৩০০টি আই টি আই ও পলিটেকনিক কলেজ তৈরি হচ্ছে
  • প্রতি বছর ১২ লক্ষ যুবক-যুবতীদের আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দিচ্ছি
  • যারা নিজেদের বিজনেস খুলতে চায় তাদের জন্য অনলাইন ব্যবস্থা করে দিয়েছি
  • এবার থেকে যুবকল্যাণ দপ্তর ছাত্র কল্যাণ ও দেখবে
  • সরকারের সব সচেতনতামূলক প্রচারে ছাত্রদের সামিল হওয়া উচিত
  • সাংস্কৃতিক কারণে আমরা রাজ্যের নাম পরিবর্তন করতে চাই
  • নতুন নাম কি হওয়া উচিত? বঙ্গ না বাংলা? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন। জনতার উত্তর – ‘বাংলা’
  • বাংলা হবে বিশ্ব সেরা

 

 

Forget 2016, CPI(M) will not come to power even in 3016: Mamata Banerjee

Trinamool Chairperson Ms Mamata Banerjee today slammed the violence in the name of protests by CPI(M) in Kolkata during their Nabanna Abhiyan. She was speaking at the Trinamool Chhatra Parishad Foundation Day rally.

She remarked that CPI(M) will not come to power in Bengal in 3016, let alone 2016.

“Those who were engaged in vandalism and violence yesterday should see today’s rally and learn discipline. Protests do not mean goondagiri. We have also protested when we were in Opposition. We never resorted to violence,” she said.

“The people have rejected the CPM. There is no bigger judge in democracy than the people. We do not support the culture of bandhs. We believe in good governance,” she added.

She praised the police for showing extreme restraint although they were beaten with bricks and sticks. She challenged the CPI(M) to fight politically instead of using violence.

“Challenge us with work, culture and duty, we will accept it. We do not believe in vandalism,” she said.

“Have they forgotten how they used to torture Opposition activists? How many times police fired on Opposition rallies? During Singur, they wanted to ensure lone TMC MP is eliminated. Today we have 46 MPs in Parliament,” Didi said.

She said people have rejected the archaic politics of disruption and terror. “Why did they not create jobs for students and youth for 34 years,” she demanded to know.

New generation of leaders must emerge from students: Mamata Banerjee

Trinamool Congress Chairperson Ms Mamata Banerjee today addressed the young party activists belonging to Trinamool Chhatra Parishad at a rally held near the Gandhi statue on Mayo Road in Kolkata.

Every year a rally is held at this venue to commemorate the foundation day of the students’ wing of the party – Trinamool Chhatra Parishad.

Lakhs of students owing allegiance to Trinamool Congress Chhatra Parishad in different colleges across the State took part in this programme to take guidance from the senior leadership of the party.

“I am proud that I entered politics through student activism. I want a new generation of leaders to emerge from you. নতুন প্রজন্ম ধরো হাল ভারতের ঘরে ঘরে” she said while addressing the students.

Mamata Banerjee reiterated that discipline was the key for student activists. She said: “We are pro-democracy. We will support democratic protests. We will not support those who try to incite violence.”

“Being a political activist does not mean you will engage in violence. TMCP activists must be beacons of culture and discipline,” she added.

“Short term political activism is of no value. Join politics if you are serious about long-term goals,” she advised the young activists.

Stressing on the importance of respecting elders, the Chairperson said: I do not support those who disrespect teachers and hurt the Maa Mati Manush. Students must respect their teachers. If you do not show respect to elders now, you will not get respect in future.”

Trinamool Chhatra Parishad gears up for August 28 rally

Trinamool Congress All India General Secretary Subrata Bakshi chaired a meeting with the leaders of the Trinamool Chhatra Parishad (TMCP) on Tuesday to discuss the organizing of the students rally on August 28, marking the foundation day of TMCP.

The August 28 TMCP foundation day rally is held at Rani Rashmoni Road and this year too, Trinamool Chairperson Ms Mamata Banerjee will address the rally.

The party General Secretary said that there are reports of problems regarding college admission as well as hooliganism, which is hampering the clean image of Trinamool Congress. He stated that at any given circumstance the party will go against the disciplinary measures of the educational campuses.

He reiterated that the State Assembly Elections being round the corner, the student activists should become more responsible and careful so that at no point, the image of the party is hampered.

Veteran Student leader and MLA Tapas Roy along with senior leaders like Baishanwar Chatterjee, Shankudeb Panda and the TMCP State President Ashok Rudra were present at the meeting.

It was decided that TMCP will conduct rallies in the districts to make the 28 August rally a successful one.

Abhishek Banerjee slams BJP at Tala Park

Trinamool Youth Congress today organized a huge rally at Tala Park in support of the Trinamool candidates for the Kolkata Municipal Election 2015.

TMYC National President Abhishek Banerjee, who was the main speaker, slammed the Opposition for the slander campaign against Mamata Banerjee.

Abhishek slams Centre

“Mamata Banerjee has been working relentlessly for Kolkata and the districts for the last five years. From beautification to setting up of modern garbage compactors, a lot of development happened in the last five years,” he said.

He also lashed out against the Centre for using agencies like CBI for political purpose. “Some people think they can gag our voice with the help of CBI, ED, SFIO. The more they harass Mamata Banerjee, the stronger our resolve will become,” he said.

BJP’s false promises

Abhishek added, “The Centre promised Achhe Din after elections. What have we got? U-turns. This is a govt of U-turns. Those who have no idea about the culture of Bengal, want to come to power in Bengal. They think they can come to power with the help of a few media houses. Media doesn’t vote, people do.”

Abhishek clearly underlined the fact that Trinamool was fighting the elections on the plank of development. He challenged the BJP to compare Mamata Banerjee’s first ten months in power with that of the Centre. He dared them to compete based on facts.

Agenda of development

Abhishek also credited Mamata Banerjee for solving the law and order situation in Jangalmahal and Darjeeling. He said while no CM visited these areas in the past, Mamata Banerjee visited the Hills 42 times.

He asked people to vote against the terror of CPM, vote against BJP’s communal politics, vote for development, vote for Trinamool.

Despite torrential rain, huge turnout at Trinamool’s Tala Park rally

Trinamool Youth Congress organized a huge mass rally at Tala Park Minibus Stand on 7 April, 2015 in support of the Trinamool candidates of the Kolkata Municipal Election 2015 in Borough I.

AB Tala park

Hoarding for the campaign rally near Tala Park

The chief speaker of the rally was Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee.

AB Tala parkGates near the rally site

Present at the rally were Trinamool candidate for Ward No 1, Sita Jeswara, candidate for Ward No 2, Puspali Sinha, candidate for Ward No 3, Dr Santanu Sen, candidate for Ward No 4, Goutam Haldar, candidate for Ward No 5, Tarun Saha and candidate for Ward No 6, Suman Singh.

AB Tala park

The rally starts …

In spite of torrential downpour, the rally was a huge success with inspiring speeches by Dr Santanu Sen, the local MLA Mala Saha and Trinamool Chhatra Parishad President Ashok Rudra.

 

AB Tala parkCrowds gather withstanding rain to listen to their favourite leader

Trinamool Youth Congress President Abhishek Banerjee took the stage at around 7 PM withstanding the gutsy wind, torrential rain and thunder. In his brief speech he said that the opposition will be losers by huge margins. He said that another rally will be organized on 9 April at 4 PM at the same venue.

AB Tala parkTrinamool Youth Congress President Abhishek Banerjee speaking at the rally