Bengal CM flays Centre for not fulfilling promise of taking over 7 tea gardens

Bengal Chief Minister Mamata Banerjee today chaired a meeting regarding the condition of tea gardens in north Bengal. The meeting was held at Uttarkanya.

At the end of the meeting, she announced that the government has given clearance to the wage-hike of workers and formed a committee to find a solution to the problems facing tea industry.

She also attacked the Centre for failing to fulfill its promise of taking over 7 tea gardens. The promise was made by a Union Minister during 2016 Assembly election campaign.

Highlights of the Chief Minister’s press meet:

  • We have allocated more than 1000 crore for the welfare of tea garden workers since 2011.
  • We need a permanent solution to the problem of tea gardens.
  • Some trade unions are calling bandhs for their vested political interests
  • Centre had promised to take over 7 tea gardens before 2016 elections. It was a lie for garnering votes. The tea garden owner went to court, got the tea garden declared ‘abandoned’ and workers are suffering. Centre must withdraw the notification.
  • Some owners open their ‘abandoned’ tea gardens for some days, and close it down again.
  • We have formed an expert committee under the leadership of our Chief Secretary. They will submit a report within 3 months.
  • There are 2.72 lakh workers in tea gardens and 8 lakh non-workers who leave in tea gardens.
    We give 35 kg rice at Rs 2 per kg, electricity, water supply to tea gardens.
  • We have increased wages of tea garden workers after coming to power. The cash component has now become Rs 159. We have given interim relief of Rs 17.50.
  • Lease of abandoned tea gardens which are closed, will be cancelled and they will be auctioned.
  • We will take action against organisations which don’t pay PF and gratuity.
  • We will focus on ICDS through community development programmes.
  • Non-workers in tea gardens will be given skill development training. They will be given training in poultry farming, rearing hens, ducks etc.
  • Tea tourism is also under consideration.
  • Peace prevails in the Hills. People are happy and in peace. We will observe the birth anniversary of Bhanu Bhakta Acharya in the Hills tomorrow.

 

Tea industry: Bengal gives with open hands, Centre denies

The Bengal Government is trying its best to make life easier for everyone linked to the tea industry. Chief Minister Mamata Banerjee takes a special interest in ensuring that this agricultural heritage of the state gets all the help possible, despite all the troubles, some linked to miscreant elements, in recent years.

This was once again proved when Dr Amit Mitra, the State Finance Minister, announced fresh incentives for the tea industry. This is in contrast with the Central Budget presented a day later, which had nothing for it.

Dr Mitra, during the course of his Budget speech, proposed to fully exempt tea gardens from agricultural income tax for the financial years 2018-19 and 2019-20.

Apart from this, he also announced the exemption of education cess and rural employment cess on green tea leaves for 2018-19.

As it is, the government gives a special package of foodgrains under the Khadya Sathi Scheme for tea garden workers and their families in the sick and closed gardens, among other affected groups. For the workers and non-workers and their families in the other tea gardens, which includes the three Hill subdivisions of Darjeeling district, there is the normal subsidy through the Khadya Sathi Scheme.

চা শিল্পঃ উদার হস্ত রাজ্যের

চা শিল্পের সঙ্গে জড়িত সকলের জীবনের মান উন্নত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আগ্রহ নিয়েছেন এই হেরিটেজ কৃষিকাজকে সবরকমের সাহায্য করতে।

অর্থ মন্ত্রী অমিত মিত্র রাজ্য বাজেটে নতুন ইনসেন্টিভ ঘোষণা করেন চা শিল্পের জন্য। ঠিক তার পরের দিন কেন্দ্রীয় বাজেট পেশ হয়, যেখানে চা শিল্পের জন্য কিছুই ছিল না।

অর্থ মন্ত্রী ২০১৮-১৯ ও ২০১৯-২০ সালের জন্য চা বাগানের সমস্ত কর মুকুব করে দেন। এর পাশাপাশি শিক্ষা সেস ও গ্রামীণ কর্মসংস্থান সেস প্রত্যাহার করেন চা পাতার ওপর।

দুস্থ ও বন্ধ চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের জন্য খাদ্য সাথী প্রকল্পে স্পেশ্যাল খাদ্য শস্য প্যাকেজ দিচ্ছে। দার্জিলিং জেলার ৩ মহকুমার চা বাগান গুলোর কর্মী ও অকর্মীদের ও পরিবারের লোককে খাদ্য সাথী প্রকল্পের আওতায় ভর্তুকি দিয়ে খাদ্য শস্য বিতরণ করা হয়।

Source: Millennium Post

WB CM Bengal Global Summit

Floods in Bengal ‘man-made’ due to release of water by DVC: WB CM

West Bengal Chief Minister today accused the Damodar Valley Corporation (DVC) of releasing water as per its own wishes, thus causing ‘man-made’ floods in parts of Bengal. She said, DVC should not release water without consulting the State or else the government would have to look for legal recourse.

WB CM was addressing the press after an administrative review meeting for the districts in north Bengal. West Bengal is the only State to regularly conduct administrative review meetings at block level, she said. Review meetings for only four districts are pending, of which the one in Hooghly will be held in September.

The Chief Minister inaugurated several projects today and took stock of the progress of various schemes and programmes. She announced that a court of the Labour Department in Siliguri and Malda. She added that beginning 29 August, 2016, a week-long cleanliness drive will be undertaken in every block.

Accusing the Centre of discriminating against States on financial matters, the Chief Minister said that her government had created a special fund of Rs 100 Crore for the welfare of tea garden workers and set up a separate directorate for tea gardens in north Bengal. She also registered her protest against the attempts to shift Tea Board HQ outside Bengal.

 

ডিভিসি খুশিমতো জল ছাড়ছে বলে বাংলায় ম্যান-মেড বন্যাঃ মুখ্যমন্ত্রী 

নিজেদের খুশিমতো জল ছাড়া নিয়ে আজ দামোদর ভ্যালি কর্পোরেশনকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি খুশিমতো জল ছাড়ছে বলেই বাংলার বিভিন্ন অংশে ম্যান-মেড বন্যা হয়েছে। তিনি বলেন, রাজ্যের সঙ্গে কথা না বলে ডিভিসির জল ছাড়া উচিত নয়।

উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা নিয়মিত ব্লক স্তরে প্রশাসনিক বৈঠক করে। আর ৪টি জেলার প্রশাসনিক বৈঠক বাকি রয়েছে, সেপ্টেম্বর মাসে হুগলিতে প্রশাসনিক বৈঠক হবে।

আজ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি চলতি প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও খবর নেনে তিনি। শিলিগুড়ি ও মালদায় জন্য শ্রম দপ্তরের আলাদা কোর্ট গঠন করার কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, ২৯ অগাস্ট থেকে এক সপ্তাহব্যাপী ‘ক্লিনলিনেস ড্রাইভ’ হবে ব্লকে ব্লকে।

রাজ্যের কাজে কেন্দ্র হস্তক্ষেপ করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “চা বাগানের শ্রমিকদের জন্য আমরা ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছি। চা বাগানগুলির জন্য উত্তরবঙ্গে আমরা আলাদা ডিরেক্টোরেট গঠন করেছি। টি বোর্ডের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি”।

 

WB CM urges Centre to take immediate steps for the sick tea gardens

West Bengal Chief Minister Mamata Banerjee urged the Centre to take immediate steps to pay wages to the workers of seven tea gardens owned by the Duncans group that it had decided to take over in January. She also announced that the State Government would take over six other closed tea gardens and put them up for auction. She said the State Government would soon formulate a policy for this.

Blaming the Centre for the worsening condition in the Duncans’ tea gardens, she said the workers there were now in a “peculiar condition” because in spite of the Centre asking the Tea Board to take them over, the workers there continue to be deprived of everything. “The state government is providing them rice and electricity and looking after their health,” Mamata Banerjee said.

The CM held an administrative meeting at Subasani tea garden in Alipurduar district during the day. “The Centre’s decision to take over seven of the Duncans’ 14 tea gardens in the Dooars in Alipurduar district has only increased the workers’ suffering,” she said.

 

চা বাগান নিয়ে কেন্দ্রকে পদক্ষেপ নিতে বললেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারকে বন্ধ চা বাগানগুলি খোলার অনুরোধ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ডানকানের বন্ধ হওয়া সাতটি চা বাগান খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ভোটের আগে৷ সেগুলি খুলে দেওয়ার অনুরোধ জানানো হবে। তিনি আরও জানান ৬টি বন্ধ চা বাগান অধিগ্রহণ করে নিলামের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। চা বাগানের সমস্যা দেখার জন্য মুখ্যমন্ত্রী এদিন ডিরেক্টরেট গঠন করে দেন৷

ডানকানের বন্ধ হওয়া চা বাগানগুলির খারাপ অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করে তিনি বলেন যে ‘চা শ্রমিকরা এখন এক অদ্ভুত পরিস্থিতিতে রয়েছেন’। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার এইসব চা শ্রমিকদের চাল ও বিদ্যুৎ সরবরাহ করছে এবং তাদের দেখাশোনা করছে’।

গতকাল আলিপুরদুয়ার জেলায় একটি প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন কেন্দ্র শুধু ডানকানের বন্ধ হওয়া সাতটি চা বাগান অধিগ্রহণের আশ্বাস দিয়েছে কিন্তু আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সের ১৪টি চা বাগানের শ্রমিকরা এখনও ভুক্তভোগী।

Alipurduar district: Developments at a glance

To enable better administration, the Trinamool Congress Government created the district of Alipurduar on June 25, 2014, as West Bengal’s 20th district. As a result, people from the region are finding it much easier to access governmental services.

An administrative complex is also coming up in the district capital where all the main administrative, police and district health offices will be located.

Developments brought about in Alipurduar district by the Trinamool Congress Government during the last five years:

Health

  • Two fair price medicine shops (FPMS) at Alipurduar District Hospital and Birpara Hospital. As a result, almost 43,000 people have bought medicines at a total discount of Rs 1.24 crore.
  • Fair price diagnostic centre (FPDC) at Alipurduar District Hospital.
  • Multi superspeciality hospital being built in Falakata.

 

Education

  • Model schools being built in Kalchini and Madarihat.
  • Fifty thousand students have got bicycles under Sabuj Sathi Scheme.
  • Mid-day meals started in all schools, as a result of which health of students as well as their attendances have improved drasrically.
  • Separate toilets for boys and girls built in all schools.

 

Land Reforms, Agriculture

  • About 1,500 landless families given patta and 3,500 forest pattas given under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme.
  • Almost 92% farming families given Kisan Credit Cards (KCC).
  • Krishak Bazaar: One operating in Falakata and five more being set up.

 

100 Days’ Work

  • Rs 247 crore spent to create 78 lakh man-days; Rs 133 crore more to be spent by May.

 

Panchayat and Rural Development

  • Mission Nirmal Bangla: About 22,000 toilets built as part of the scheme.

 

Minorities’ Development

  • Scholarships worth Rs 2 crore have been given to 10,000 students from minority community; scholarships to 10,000 more to be given by May.
  • To encourage self-sufficiency, Rs 3.5 crore worth loans have been given to youth from minority communities.

 

Backward Classes Welfare

  • Shikshasree Scheme: 31,000 students covered by the scheme; 37,000 more to be covered by May.

 

Kanyashree Scheme

  • Kanyashree Scheme has covered 33,500 students in the district.

 

Khadya Suraksha and Khadya Sathi

  • Eleven lakh people in Alipurduar district getting foodgrains at Rs 2 per kg.

 

Welfare for tea gardens

  • The State Government has stood by tea garden workers and their families during their time of need.
  • All tea garden workers’ families getting foodgrains at 47 paise per kg.

 

Micro, Small & Medium Enterprises (MSME)

  • Three clusters for MSMEs set up: Handloom cluster in Kumargram, clusters for wooden furniture makers in Madarihat and Barvisa.

 

PWD and Transport

  • Thirty-two projects for roads, bridges, etc. worth Rs 150 crore completed by the State Government, benefitting 10 lakh people; nine more projects to be completed by May.
  • Building, renovation and widening of 200 km of roads in total completed; 150 km more to be completed by May.

 

Power & Non-conventional Energy

  • Sabar Ghare Alo: Under this project, 100% rural electrification has been achieved.

 

Irrigation

  • Dam rectification work of over 50 km completed.

 

Public Health Engineering

  • Nineteen drinking water projects undertake, of which 16 projects, worth Rs 45 crore completed; 1.5 lakh people benefitted. Rest of the three projects to be completed by May.
  • Drinking water projects in three tea gardens in Loknathpur, Jashodanga and Madarihat blocks have been set up.

 

Tourism

  • Dooars Mega Tourism Project: Four projects worth Rs 3.5 crore undertaken. First phase of projects at Ratneshwar Jhil, Bakla, Shikiajhora and Hashimara completed; second phase ongoing.

 

Labour

  • Seventy-five thousand unorganised workers were brought under the State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), 46,000 construction workers, under the West Bengal Building and Other Construction Workers Welfare Act (BOCWA) and 3,000 transport workers, under the West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS).

 

Self-help Groups (SHG)

  • Under the Anandadhara Scheme, 2,500 SHGs formed; 2,000 more to be formed by May.
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Scheme, 2,000 developmental projects sanctioned, worth Rs 15 crore.

 

Urban Development

  • Rs 30 crore has been spent for the development of Alipurduar Municipality. More than 400 dwellings constructed for the urban poor.

 

Information & Broadcasting

  • Twelve hundred folk artistes being given retainer fees and pensions; and about 250 more to be given soon.

 

Housing

  • Under the Gitanjali Scheme, 2,000 dwellings sanctioned for the economically weaker sections, of which 1,100 have already been constructed. The rest are to come up by May.

 

Sports & Youth Affairs

  • To improve the level of sports, 47 clubs have been given monetary assistance.
  • Alipurduar Indoor Stadium has been built at a cost of Rs 4 crore.

 

গত পাঁচ বছরে আলিপুরদুয়ার জেলার উন্নয়নের খতিয়ান

২০১৪ সালে আলিপুরদুয়ারকে পশ্চিমবঙ্গের ২০তম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে যাচ্ছে।

গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে আলিপুরদুয়ার জেলায় বিপুল পরিবর্তন এসেছে।

জেলা, ব্লক ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির উন্নয়নে একগুচ্ছ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।

স্বাস্থ্য

  • আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ও বীরপাড়া হাসপাতালে ২টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এর ফলে ৪৩ হাজার মানুষ ১ কোটি ২৪ লক্ষ টাকা ছাড় পেয়েছে।
  • আলিপুরদুয়ার জেলা হাসপাতালে Fair price diagnostic centre চালু হয়ে গেছে।
  • ফালাকাটায় উন্নতমানের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের কাজ চলছে।

 

শিক্ষা

  • কালচিনি ও মাদারিহাটে নতুন মডেল স্কুল নির্মাণের কাজ চলছে।
  • এই জেলায় ৫০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।
  • সব স্কুলে মিড ডে মিল চলছে যার ফলে পুষ্টি এবং ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যও পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার ও কৃষি

  • এই জেলায় প্রায় ১৫০০ যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এই জেলায় প্রায় ৩৫০০ পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলার প্রায় ৯২% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে।
  • কৃষক বাজার – ফালাকাটায় একটি কৃষক বাজার চালু হয়ে গেছে।

 

১০০ দিনের কাজ

এই জেলায় বিভিন্ন ব্লকে ১০০ দিনের কাজে ২৪৭ কোটি টাকা ব্যয় করে প্রায় ৭৮ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

মিশন নির্মল বাংলা – এই প্রকল্পে প্রায় ২২ হাজার শৌচাগার নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন

  • বিগত দেড় বছরে ১০ হাজারের বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় ২ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের সাড়ে ৩ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ

‘শিক্ষাশ্রী’ প্রকল্পের আওতায় এই জেলার প্রায় ৬১ হাজার ছাত্র-ছাত্রী সহায়তা পাচ্ছে।

কন্যাশ্রী প্রকল্প

নবগঠিত আলিপুরদুয়ার জেলায় সাড়ে ৩৩ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সহায়তায় এসেছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী

‘খাদ্যসাথী’ প্রকল্পের আওতায় এই জেলায় প্রায় ১১ লক্ষ মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

চা বাগান

চা শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।

শিল্প

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৩টি ক্লাস্টার গড়ে উঠেছে, এগুলি হল – কুমারগ্রাম হ্যান্ডলুম ক্লাস্টার, মাদারিহাট ও বারভিসা।

পূর্ত ও পরিবহণ

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ৫০টি রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি প্রকল্প রূপায়নের কাজ হাতে নিয়েছে, এর মধ্যে ৩টি প্রকল্পের কাজ প্রায় ১৫০কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে ২০০ কিমি রাস্তা পুনর্নির্মাণ/সম্প্রসারণ হয়েছে। আরও ১৫০ কিমি রাস্তার কাজ আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি

সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়ে গেছে।

সেচ

এই জেলায় ৫০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরী

  • বিগত সাড়ে চার বছরে ১৯টি জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৪৫ কোটি টাকা ব্যয়ে ১৬টির কাজ সমাপ্ত হয়েছে। বাকিগুলি আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
  • লোকনাথপুর, যশোডাঙ্গা ও মাদারিহাটে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়েছে।

 

পর্যটন

এই জেলায় ডুয়ার্স মেগা ট্যুরিজম প্রজেক্ট-এর অন্তর্গত প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের কাজ চলছে। রত্নেশ্বর ঝিল, বাকলা, শিকিয়াঝোড়া এবং হাসিমারা এই প্রকল্পগুলির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে।

শ্রম

এই জেলায় SASPFUW প্রকল্পে ৭৫০০০ অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছে। BOCWA প্রকল্পে ৪৬০০০ এর বেশি নির্মাণ কর্মী নথিভুক্ত হয়েছে। WBTWSSS প্রকল্পে ৩০০০ এর বেশি পরিবহণ কর্মী নথিভুক্ত হয়েছে।

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি

  • আনন্দধারা প্রকল্পে আড়াই হাজারেরও বেশি স্বনির্ভর দল গঠিত হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও ২০০০ স্বনির্ভর দল গঠিত হয়ে যাবে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ২ হাজার উদ্যোগ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং ১৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর ও নগরোন্নয়ন

এই জেলায় মিউনিসিপ্যালিটি ৩০ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে ৪০০-র বেশি বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য ও সংস্কৃতি

বর্তমানে এই জেলায় ১২০০ জন লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ২৫০ জন লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন

আলিপুরদুয়ার জেলায় গীতাঞ্জলি ও অন্যান্য প্রকল্পে প্রায় ২০০০ বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ১১০০ বাসস্থানের কাজ নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে।

ক্রীড়া ও যুব কল্যাণ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় জেলায় ৪৭টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় ২৪টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৪৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

 

Image: Wikimapia