Indo-Bangladesh ties will always be strong: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today attended the inauguration of Bangladesh Bhaban in Santiniketan. Funded by the Bangladesh Government, this Bhaban has been set up with cooperation from the Visva-Bharati authorities. The Prime Ministers of India and Bangladesh were also present.

Highlights of the Chief Minister’s speech:

  • My best wishes and greetings to all the people in ‘epaar’ and ‘opaar Bangla’. I hope this Bhaban becomes a site of pilgrimage in the days to come.
  • Thank you for inviting me on this auspicious and proud occasion. I am honoured. I enjoyed today’s programme immensely.
  • Indo-Bangladesh ties will always be strong.
  • We cannot imagine Bengal without Rabindranath and Nazrul. Similarly, Bangladesh is also incomplete without them.
  • It is Kazi Nazrul Islam’s birth anniversary tomorrow. He is the national poet of Bangladesh. We can go on and on if we speak about his works.
  • We have set up a university named after Kazi Nazrul Islam. Haseena Ji will be going there tomorrow. We will felicitate her there.
  • We have named the Andal airport after Kazi Nazrul Islam. We have set up Nazrul Academy and Nazrul Tirtha. We have instituted a Chair after Kazi Nazrul too.
  • We also want to set up a Bhaban in Bangabandhu Sheikh Mujibur Rahman’s memory.
  • My best wishes and greetings to everyone in India and Bangladesh on the occasion of Ramzan.

 

Urban ‘haat’ near Nalban from Poila Baisakh

The State Fisheries Department has decided to set up a daily market (or ‘haat’) on the field beside the lake in Nalban. This venue will be used for selling fish, meat, poultry, vegetables as well as handicrafts, to be sold by the manufacturers themselves.

The handicrafts stalls will be run by women belonging to self-help groups (SHGs). These SHGs get financial aid under the State Government’s Anandadhara Scheme, which entails making and selling handicrafts and other items.

This city haat, or market, is expected to become famous the same way the Sonajhuri Haat in Santiniketan, Mangala Haat in Howrah and the Hari Sahar Haat in Shyambazar, Kolkata, have become.

The spot is ideal for a haat as it is quite near the IT hub of Sector V, where thousands come every day to work. Already a few snacks outlets and restaurants have opened up at Nalban, including by the State Fisheries Development Corporation (SFDC).

 

পয়লা বৈশাখ থেকে নলবনে ঝিলের পাড়ে বসবে শহুরে হাট

 

খোদ কলকাতায় দৈনন্দিন গেরস্থালির যাবতীয় উপকরণ নিয়ে হাট বসতে চলেছে। সৌজন্যে মৎস্য দপ্তর। এখানে একদিকে মাছ-মাংস, সব্জি তো বিক্রি হবেই, অন্যদিকে হাতের কাজের বিভিন্ন সম্ভার নিয়ে হাজির হবেন প্রত্যন্ত গ্রামের শিল্পীরা। নলবনের জলাশয়ের পাড়ে খোলা মাঠে ঘুরতে ঘুরতে কেনাকাটা করবেন শহরের বাসিন্দারা।

শান্তিনিকেতনে সোনাঝুরির হাট, হাওড়ার মঙ্গলা হাট বা হরি সাহার হাটের মতো এখনও শহর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে বহু হাট রয়েছে। কিন্তু, এর অনেকগুলিরই পুরনো ঐতিহ্য এখন অনেকটাই ম্লান। তাই এবার সেই হাটের ঐতিহ্য এবং ব্যবসায়িক গুরুত্বকে বোঝাতেই নলবনে ভেড়ির পাশে বসবে নগরায়িত হাট। মৎস্য দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগমের পক্ষ থেকে এই হাট বসানো হচ্ছে।

নলবনের কাছেই তথ্যপ্রযুক্তি তালুক। এখানে প্রচুর মানুষ কাজ করতে আসে। সপ্তাহান্তে যদি তাঁরা জলাশয়ের পাশে একটু ‘স্ন্যাক্স’ খেতে খেতে জরুরি সমস্ত সামগ্রী পেয়ে যান, তাহলে অনেকেই হাটে আসতে চাইবেন। সেই কথাকে মাথায় রেখেই সপ্তাহান্তের বিকেলে এই হাট বসানো হবে। পয়লা বৈশাখ থেকে বসবে এই হাট।

প্রসঙ্গত, নলবনের ওই মাঠে ইতিমধ্যে একাধিক বাঙালি-কন্টিনেন্টাল খাবারের রেস্তরাঁ আগে থেকেই রয়েছে। পাশাপাশি নিগমের পক্ষ থেকে কাঁচা প্যাকেটজাত মাছ বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে রান্না মাছের বিভিন্ন পদও বিক্রি করা শুরু হয়েছে। হরিণঘাটা থেকে কাঁচা মাংস সহ বিভিন্ন পদ বিক্রি করা হচ্ছে। সুফল বাংলাও ইতিমধ্যে দোকান দিয়েছে সেখানে। ফলে কাঁচা সব্জি থেকে আরও বিভিন্ন রান্নার সামগ্রী সেখানে বিক্রি করা হবে।
সেই তালিকায় এবার নতুন সংযোজন হাতের কাজের সম্ভার। আনন্দধারা প্রকল্পের অধীনে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাদের নলবনের হাটে আনা হবে। প্রত্যেক সপ্তাহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে এসে নিজেদের হাতে তৈরি বড়ি, আচার, পাঁপড় ছাড়াও হাতের কাজের বিভিন্ন ব্যাগ, শৌখিন ঘর সাজানোর জিনিস বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে গ্রামীণ মহিলারা যেমন নিজেদের সামগ্রী বিক্রির একটা নতুন জায়গা খুঁজে পাবেন, সেই সঙ্গে শহুরে ক্রেতারাও বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন নিজের হাতে দেখে নিয়ে।

সর্বোপরি জলাশয়ের পাড়ে ঘুরতে ঘুরতে একেবারে গ্রামীণ পরিবেশেই ‘হাটে’র মজা নিতে পারবেন কলকাতাবাসী।

Image Source: TripAdvisor

Integrated handicrafts hub – Biswa Khudra Bazar – to be set up in Birbhum

The Bengal Government will be setting up an integrated production and promotion hub for small and micro enterprises, called Biswa Khudra Bazar, near Santiniketan in Birbhum district on a 50-acre plot. This is another dream project of Chief Minister Mamata Banerjee.

The West Bengal Small Industries Development Corporation (WBSIDC), under the Micro, Small and Medium Enterprises (MSME) and Textiles Department, is developing it, a project that will take around two years to complete.

This is the State Government’s newest gift to Birbhum and another indication of Mamata Banerjee’s commitment towards the development of tens of lakhs of small businesses which are an economic backbone of the State. The Government’s efforts for promoting MSMEs has been lauded in many quarters, including the Central Government.

As per the plan, there will be three separate units in the state-of-the-art Biswa Khudra Bazar – one for production of goods, another for the promotion and sale of the same products, and the third one dedicated to developing newer markets for those products.

The Entrepreneurs’ Hub, where the production will take place, will come up on 5 acres, while the Business Hub, where the goods will be promoted and sold, will be spread across 25 acres.

The third unit of the integrated market will be spread over the remaining 20 acres. Here, visitors can directly purchase goods from local artisans as well as pick up techniques of making the world-famous handicraft products of the district and its surroundings, which they can then use to set up businesses elsewhere. Of course, there will be adequate safeguards to protect the artisans from exploitation.

According to an official of the MSME and Textiles Department, Biswa Khudra Bazar is a one-of-its-kind project in the State. At no other site do units of production and promotion exist side by side. The existing ones like Biswa Bangla Haat, Urban Haat and Rural Haat do not have production units.

Bringing both units in one campus will help in reduction of transportation costs and hence will enable products to be priced lower. Also, it will automatically ensure an increase in sales and entrepreneurs can make a good profit, despite selling the same product at a cheaper price, according to the departmental official.

The reason for choosing Santiniketan is that it is major tourist spot, where people come from not only all over Bengal, but other places in India and the world too. Local products are already popular as souvenirs. Biswa Khudra Bazar will set up an integrated unit for handicrafts, which will enable the artisans to serve a much wider market.

বীরভূমে তৈরী হবে বিশ্ব ক্ষুদ্র বাজার

বীরভূমে ক্ষুদ্র ও কুটির শিল্পের একটি উৎপাদন ও বিপণন কেন্দ্র তৈরী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নাম দেওয়া হয়েছে বিশ্ব ক্ষুদ্র বাজার।

এখানে তিনটি আলাদা ইউনিট থাকবে। প্রথম ইউনিটটিতে তৈরী হবে নানা হস্তশিল্প। এর আয়তন হবে ৫ একর। দ্বিতীয় ইউনিটে হবে বিপণন; আয়তন হবে ২৫ একর। ২০ একর জমি জুড়ে তৈরী হবে তৃতীয় ইউনিট যেখানে গড়ে উঠবে একটি ইন্টিগ্রেটেড ইউনিট। এখানে যেমন একদিকে গ্রাহকরা সরাসরি শিল্পীদের থেকে নানা দ্রব্য কিনতে পারবেন, একই সাথে তারা হস্তশিল্পীদের থেকে বিভিন্ন দ্রব্য বানানোর প্রশিক্ষণও নিতে পারবেন।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। শান্তিনিকেতনের কাছে এই যে বাজার তৈরী হবে, এটি এ’রাজ্যে এই প্রথম।

এই বাজার তৈরী হওয়ার ফলে শিল্পীদের অনেকটাই সুবিধে হবে। পরিবহণের খরচ কমবে। ফলে কম দামে গ্রাহকরা এই সব হস্তশিল্পজাত দ্রব্য কিনতে পারবেন। শিল্পীদের লাভের পরিমাণও বাড়বে।
শান্তিনিকেতনে সারা বছর বহু পর্যটক আসেন। বিক্রি হয় নানা স্যুভেনির। এই বাজারটি তৈরী হলে স্থানীয় হস্তশিল্পীরা উপকৃত হবেন।

Source: Millennium Post

 

Bengal Govt to launch new helicopter and plane services soon

The Bengal Government is soon going to launch helicopter and plane services across the state.

The new helicopter services will cover routes from Kolkata to Malda, Balurghat, Digha and Sagar Island for tourists every Sunday,Wednesday and Saturday. The services will however be suspended if government functions are scheduled on those days.

The tickets for Digha and Sagar Island have been priced at Rs 2,000 per person, for Malda at Rs 2,500 per person and for Balurghat at Rs 3,000 per person.

These announcements were made by the Transport Minister while replying to debates during the presentation of the budget for his Department. He also said that helicopter services would start from Kolkata to Santiniketan and Purulia.

Plane services would be introduced from Cooch Behar Airport. A double-engined nine-seater aircraft would be engaged for the purpose. The airports in Malda, Balurghat and Purulia would also be rebuilt/renovated.

 

কপ্টার , বিমান ভাড়া করছে রাজ্য সরকার

রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে৷ কলকাতা-কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমানও৷

পরিবহণমন্ত্রী পরিবহণ দপ্তরের ব্যায়বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন, শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে৷

বুধ, শনি ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ, বালুরঘাট, দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে৷ তবে কোনও সরকারি কর্মসূচী থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে৷

দিঘা ও সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে, মালদহ আড়াই হাজার টাকা, বালুরঘাটের ভাড়া তিন হাজার টাকা৷

পরিবহণমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়া, শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে৷ এ ছাড়া কোচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালানো হবে৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মালদহ, বালুরঘাট এবং পুরুলিয়ার বিমানবন্দরগুলির পুনরুজ্জীবনের কাজ চলছে৷’

Rangamati, an app for tourists in Birbhum, launched

As per the instructions of Chief Minister Mamata Banerjee, the Birbhum district police has created an app to aid the local people of Santiniketan as well as tourists. The police, along with an NGO, has also set up a scheme to help the elderly people living there. These were inaugurated on September 8.

The app is named Rangamati, or ‘red soil’, the characteristic soil of the region. It has been named so by Mamata Banerjee herself. The name of the scheme, which was inaugurated alongside the app, is ‘Ashwas’, meaning ‘hope’.

The app (can be downloaded by clicking here) is meant to help the people of, and visitors to, Santiniketan with information of all kinds about the place, bus and train services, and emergency numbers. The app also has a red button, touching which one would be able to alert the local police. The administration has said that the app would also be of great help to the students of Visva-Bharati University, who come from all corners of the country and so are naturally unaware of all the facilities available.

The scheme is meant to help the elderly people of the region, many of whom live alone. One has to enlist one’s name under the scheme. There are two helplines, calling which up one can summon any help. An ambulance is also kept ready for emergency purposes.

 

পর্যটকদের পাশ থাকতে বীরভূমে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুবিধার্থে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ। পাশাপাশি, পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শান্তিনিকেতনের একাকী, বয়স্ক ব্যাক্তিদের যে কোনও রকম সহযোগিতা করার জন্য চালু হল ‘আশ্বাস’ নামক একটি প্রকল্প। গত শুক্রবার বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে এই অ্যাপ ও প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।

‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপটি যে কেউ ডাউনলোড করে তার থেকে বিশেষ করে শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকার সমস্ত তথ্য পাবেন। এ ছাড়া বাস, ট্রেন পরিষেবা, আপদকালীন জরুরি পরিষেবার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া, এই অ্যাপে একটি লাল রঙের বোতাম থাকবে। যে কেউ বিপদে পড়লে সেই বোতাম টিপলে অত্যাধুনিক প্রযুক্তি মারফত পুলিশ সেই ব্যক্তির বিপদস্থল চিহ্নিত করে তাঁকে উদ্ধার করবে।

অন্য দিকে, অ্যপটির পাশাপাশি এ দিন শুধুমাত্র শান্তিনিকেতনের প্রবীণ ব্যাক্তিদের সাহাযার্থে একটি বিশেষ সুবিধাযুক্ত প্রকল্পের উদ্বোধন হয়। যে সমস্ত প্রবীণ বাসিন্দারা একা বসবাস করেন, তাঁদের যে কোনও রকম জরুরি পরিষেবা দিতে ‘আশ্বাস’ নামক এই প্রকল্পটি চালু হল। জানা গিয়েছে, প্রকল্পটির সুবিধা পেতে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। দুটি হেল্পলাইন নম্বর রয়েছে। এই নম্বরে যে কোনও রকম বিপদে পড়ে ফোন করলেই মিলবে সহযোগিতা। এই প্রকল্পের জন্য একটি অ্যাম্বুল্যান্সও বরাদ্দ রয়েছে।

শান্তিনিকেতন হল বিশ্বের কাছে একটি অন্যতম জায়গা। এখানে অনেক মানুষ বেড়াতে আসেন। বীরভূমেও অনেক কিছু দেখার জিনিস আছে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই অ্যাপের নাম দিয়েছেন।

Source: Anandabazar Patrika

Soon, six more new Sufal Bangla stalls to come up

Besides setting up more stalls of Sufal Bangla in the districts, the state agriculture marketing department has taken measures to let more people in the city avail the facility with six more stalls coming up at Tollygunj, Shyambazar and Ultadanga respectively.

Tapan Dasgupta, the state Agriculture Marketing minister, said: “More Sufal Bangla stalls are coming up in the city. Some including the one in Alipore and Tollygunge has already started operations. Two more in Bankura and Bishnupur are ready to let the people in the area avail the facility.” In Kolkata, total four Sufal Bangla stalls will come up at Tollygunge and its adjoining areas. One each will be set up at Shyambazar and Ultadanga. It may be mentioned that already there is one stall at Salt Lake and another one at Alipore. The Alipore stall is the first one where the facility of home delivery has been initiated.

The state Agriculture Marketing department has also introduced the service in Sufal Bangla stall at Santiniketan. The work to make the facility available in other places soon has also started. At present, one needs to call at a phone number to place the order after going through rates of different vegetables provided in the website of Sufal Bangla. In a bid to make the process easier, the state Agriculture Marketing department has taken an initiative to launch a cell phone app using the one that can easily locate a Sufal Bangla shop and place orders for home delivery. The department is having plans to set up Sufal Bangla stalls in all districts and letters were also being written to District Magistrates seeking assistance to identify lands where such stalls can be set up.

At present there are total 33 Sufal Bangla stalls including 14 mobile ones which move around in different places to let people buy fresh vegetables at the right price. With setting up of more stalls in Kolkata, the urban populace can easily buy fresh vegetables at the right price. Moreover, the home delivery system would be immensely beneficial for the urban populace as they do not have to go to market places to buy the vegetables and at present fish, eggs and different varieties of rice are also made available in Sufal Bangla stalls.

 

আরও ৬ টি সুফল বাংলা স্টল চালু করছে রাজ্য কৃষি দপ্তর

জেলায় জেলায় সুফল বাংলা স্টল তৈরীর পাশাপাশি শহরেও আরও সুফল বাংলা স্টল চালু করবে রাজ্য কৃষি দপ্তর। এই জায়গাগুলি হল কলকাতার টালিগঞ্জ, শ্যামবাজার, উল্টোডাঙ্গা। বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলায় ২ টি স্টল তৈরী হয়ে গেছে, সেগুলিও শীঘ্রই চালু হবে।

এর আগে আলিপুর ও সল্টলেকে সুফল বাংলা স্টল চালু হয়ে গেছে। আলিপুর স্টলটিতে প্রথম হোম ডেলিভারির সুবিধা চালু করা হয়েছে।রাজ্য কৃষি বিপণন দপ্তর শান্তিনিকেতনেও সুফল বাংলা স্টল চালু করেছে।

সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন শাক সবজির মুল্য দেখে মানুষ একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন। প্রক্রিয়াটি সহজ করার জন্য রাজ্য কৃষি বিপণন বিভাগ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে কোথায় কোথায় স্টল আছে এবং সেখান থেকে কততা দুরত্ব পর্যন্ত হোম ডেলিভারি পাওয়া যাবে সেই সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। বর্তমানে রাজ্যের প্রায় ৩৩ টি সুফল বাংলা স্টল রয়েছে।

এই স্টল গুলিতে শাক সবজি ছাড়াও মাছ, ডিম ও বিভিন্ন রকমের চাল পাওয়া যায়। বাজারে না গিয়ে বাড়িতে বসে মানুষ যাতে সহজেই টাটকা মাছ, ডিম শাকসবজি কিনতে পারে সেইজন্যই এই উদ্যোগ।

 

 

In a first, sanction plans to be handed over along with plots in Gitabitan township

Setting a precedent in the country, the Urban Development department of Bengal has decided to hand over plots – along with the sanction plan – to set up structures on them at Gitabitan in Santiniketan.

Gitabitan project, named by Chief Minister Mamata Banerjee, is coming up on 127 acre of land. Necessary amendments to the Building Rules will be made to facilitate the project. A tender will be floated after the Puja to find out the buyers.

The state government has decided to set up six townships in Santiniketan (Gitabitan on 127 acre), Baruipur (Uttam City on 86 acre), Asansol (Agnibina on 59 acre), Kalyani (Samriddhi on 51.4 acre) Howrah (Dumurjala on 51.4 acre) and Siliguri (Teesta on 84 acres).

The state government has also come up with a township policy. All the modern townships will have specific themes.

The image is representative

 

স্যানক্শন প্ল্যানও দেওয়া হবে গীতবিতান থিম সিটি প্রকল্পে 

মুখ্যমন্ত্রীর স্বপ্নের গীতবিতান থিম সিটিতে জমির সাথে স্যানক্শন প্ল্যান ও দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। তার জন্য প্রয়োজনীয় সংশোধন করা হবে আবাসন আইনে। পুজোর পর বিজ্ঞপ্তি জারি করা হবে।

১২৭ একর জমির ওপর গড়ে উঠতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নামকরণ করা গীতবিতান প্রকল্প।

রাজ্য সরকার ছয়টি থিম উপনগরী গড়ে তুলতে চায়: শান্তিনিকেতনে গীতবিতান (১২৭ একর), বারুইপুরে উত্তম নগরী (৮৬ একর), আসানসোলে অগ্নিবীণা (৫৯ একর), কল্যাণীতে সমৃধ্ধি (৫১.৪ একর), হাওড়াতে ডুমুরজালা (৫১.৪ একর) ও শিলিগুড়িতে তিস্তা (৮৪ একর)।

গীতবিতান এমন ভাবে তৈরী করা হবে যাতে শান্তিনিকেতনের পরিবেশ আরও সমৃদ্ধ হয়। এই উপনাগরিতে অত্যাধুনিক সব বন্দোবস্ত থাকবে পরিবেশ ও প্রযুক্তির মেলবন্ধন ঘটে।

State organises tourism summit to promote Bengal

After the mega success of Bengal Global Business Summit, it now time for another major summit. Tourism summit ‘Destination East’, being jointly organised by West Bengal Government, is going to start in Kolkata today.

As part of the drive to make West Bengal one of India’s most tourist-friendly states, representatives of well-known tour operators from 25 countries, who are participating in the summit too, would tour the state to find out ways to improve the tourism infrastructure of different places and also find out new places to promote.

The team of 35 representatives would go to Gajaldoba, Darjeeling, the Dooars, Santiniketan, Bishnupur, Digha, Murshidabad, Purulia and other places.

Tourism using the State’s waterways, especially along the Hooghly from Kolkata to Murshidabad, is also being promoted.

The State Government has allotted an initial amount of Rs 100 crore to improve the tourism infrastructure of West Bengal.

The team of representatives of the tour operators would tour the State summit till February 6.

বিশ্বের পর্যটকদের আগামী গন্তব্যই হল পশ্চিমবঙ্গ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের পর আজ থেকে শুরু হচ্ছে ‘ট্যুরিজম সামিট’। ‘ডেসটিনেশন ইস্ট’ এই স্লোগানকে সামনে রেখে এই সামিট শুরু হচ্ছে কলকাতায়।

বিশ্বের ২৫টি দেশের বিখ্যাত ট্যুর অপারেটর কোম্পানির প্রতিনিধিরা রাজ্যজুড়ে ঘুরে বেড়াবেন এবং এই পরিকাঠামোকে আরও কীভাবে উন্নত করা যায় এবং আরও কিছু স্থান খুজে বের করবেন যা পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা যায়।

গাজলডোবা, দার্জিলিং, ডুয়ার্স, শান্তিনিকেতন, বিষ্ণুপুর, দিঘা, মুর্শিদাবাদ ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যাবে ৩৫ জনের একটি প্রতিনিধি দল।

স্থলপথে পর্যটনের পাশাপাশি জলপথে পর্যটনকেও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। গঙ্গাপথে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার জলপথ ব্যবস্থাটিও উন্নত করার কথা ভাবা হচ্ছে।

পশ্চিমবঙ্গের প্রাথমিকভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গার ট্যুরিজম বিভাগের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবেন।

Kolkata Police performing their duty diligently: WB CM

West Bengal Chief Minister Mamata Banerjee Friday lauded the Kolkata Police for their “good performance” saying the force was carrying out their duties quite diligently.

Mamata Banerjee, also the Police Minister, was speaking at the Investiture Ceremony of the Kolkata Police held at the Netaji Indoor Stadium this evening.

She said earlier the forces’ job was limited to arresting, which nowadays has expanded beyond many things starting from managing crowds during the Durga Pujas to being present at sporting events and entertainment programmes, besides looking after regular law and order of the city.

“With changing time and lifestyle, crime has also changed its character adding to the duties of the police personnel. They are doing a very good job and we must give them their proper recognition,” she said.

WB CM inaugurated the new Santiniketan Police Station in Birbhum district at the programme and said in the last four years of her government in the state, 91 new police stations have been set up out of which 21 came up in the Kolkata Police limits.

“We have set up 30 women police stations and ten more have been sanctioned today… So there will be 40 women police stations. We have set up eight coastal police stations and five police stations for cyber crime. We have also set up 88 fast track courts, including 45 courts for women and 19 human rights court,” the Chief Minister said.

Heritage tourism circuit in Birbhum

Birbhum tourism is not just about Tagore’s Santiniketan. The district has a host of traditional temples which have heritage value and also unique architecture. Tourists can now take an interest in it on their way to Santiniketan via Burdwan.

Prodded by Chief Minister Mamata Banerjee, the state tourism department has come up with a Rs 20 crore plan to develop a heritage eco tourism circuit in Birbhum.

The authorities have already started building lodges and cottages and will revamp the areas surrounding Tarapith, Bakreswar and Kenduli. The plan is to develop a tourism circuit around Tarapith, Bakreswar, Kendua and Santiniketan. The thrust will be on heritage and eco-tourism.

The Birbhum district administration will be assisting the tourism department in implementing the project. A meeting was held between the officials of tourism department and Birbhum district administration to chalk out plans.

A beautification programme will also be taken up in Tarapith, surrounding the temple, where the roads will be beautified. A tourist lodge will be set up at Tarapith where about 80 visitors could be accommodated. The authorities have already started setting up tourist cottages in Bakreswar.

Plans are also on to provide shelters to the ‘sadhus’ there. Landscaping will also be done along the Dwaraka river. Welcome entry gates will be set up at Jaydeb and Kenduli.

The tourism department also has plans to initiate a public private partnership (PPP) project on a nine-acre plot in Santiniketan to develop eco-tourism.

 

Image source