Bangla CM inaugurates Kolkata International Film Festival at a star-studded ceremony

Chief Minister Mamata Banerjee today inaugurated the 24th Kolkata International Film Festival (KIFF) at a star-studded ceremony. The inaugural ceremony which took place at the Netaji Indoor Stadium, Kolkata was attended by the famous Iranian director Majid Majidi, Dadasaheb Phalke awardee Soumitra Chatterjee, Amitabh and Jaya Bachchan, the State’s brand ambassador, Shah Rukh Khan, as well as Waheeda Rehman, Nandita Das, Mahesh Bhatt.

Dignitaries from other countries – Phillip Noyce, Jil Bilcock, Simon Baker – were present as well, along with artistes and members of the Bengali film fraternity. The highlight of this year’s festival is 100 years of Bengali cinema, and there would be films by legends like Satyajit Ray, Ritwik Ghatak, Mrinal Sen and others.

The theme country this year is Australia, to be represented by film editor Jill Elizabeth Bilcock, and film-makers Phillip Noyce and Simon Becker. The Special Focus country this year would be Tunisia.

Highlights of the Chief Minister’s speech:

Your presence encourages us. Bengal welcomes all of you. Enjoy the magic of cinema in Bengal.

More than 70 countries are participating in the festival. More than 170 films will be screened. Australia is our partner country this year.

From Amitabh Bachchan to Soumitra Chatterjee, Shah Rukh to Prosenjit, to the younger generation of actors – everyone is present here.

On the occasion of 100 years of Bengali cinema we pay our homage to all the stalwarts, the artistes who took cinema to great heights.

We are blessed to have legendary figures like Madhabi Di, Sabitri Di in our midst.

If our industry gets the support, we can beat Hollywood, in terms of talent.

Bengal is the cultural capital of not only India but the world. We are the best in every sphere.

Next year we will celebrate the 25th year of Kolkata International Film Festival. We seek the vision of AB, SRK on how to celebrate it in a big way.

KIFF had lost its charm in the past, we restored it after coming to power.

We have to honour our technicians too. Our industry is incomplete without them.

I agree with Mahesh (Bhatt) Ji. Our country needs a vision.

Only in Netaji Indoor Stadium, Kolkata more than 20,000 people watch a film together in one venue. Nowhere in the world so many people watch a film together.

To commemorate the completion of 100 years of Bengali cinema, we will screen Antony Firingee as the inaugural film this year.

Why will we not organise festivals? Festivals are for all. Compete with us on the plank of development.

Unity is strength. Let us all stay united.

Bengal Govt to launch four-day awareness campaign today

A statewide four-day-long special campaign will be carried out from March 21 to 24 using digital means of communication to make people at the grassroots level aware of the projects and schemes being run by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government. It will be flagged off at 5 PM today.

The campaign, ‘Manusher Sathe – Maa, Mati, Manusher Sarkar’, is the first instance of the State Government taking up such a huge project to create awareness among people at all levels, down to the panchayats, and across the state.

As part of the campaign, 50 tableaus will travel around the state to create awareness. The 50 tableaus include two from each district, apart from Kolkata, totalling 44, and the remaining six will be digital tableaus.

The two tableaus from each district will have artistes who are enrolled under the Lok Prasar Prakalpa. The tableaus will be stopping at crucial locations and the artistes will be performing on them. They will be performing on the trucks through which they would also make the people aware about the other schemes of the government.

The six digital tableaus will be fitted with digital screens on all its sides and video clippings will be shown through them, highlighting the benefits of the State Government’s premier projects including Kanyashree, Khadya Sathi, Sabuj Sathi and Rupashree.

Besides the mobile tableaus, there will also be programmes in auditoriums in the respective district headquarters. In Kolkata, there will be a programme at Ektara Mukta Mancha, situated in the premises of Rabindra Sadan, from the evening of March 21 to March 23. There will also be digital exhibitions in and around the auditoriums where the programmes will take place in the district headquarters, wherein LED screens will play video clippings on State Government projects.

ছ’বছরের উন্নয়নের প্রচারে মা-মাটি-মানুষের সরকার

গত ছ’বছরে পঞ্চায়েত স্তরে সরকারের কাজ নিয়ে ব্যাপক প্রচারের নির্ঘণ্ট তৈরী করেছে রাজ্য সরকার। চলতি মাসে সব জেলায় তিন দিন ব্যাপী এই প্রচারের মূল স্লোগান —‘মানুষের সঙ্গে মা-মাটি-মানুষের সরকার’।

নবান্ন সূত্রের খবর, ১৫টি জেলায় ২১-২৩ মার্চ এই কর্মসূচী চলবে। ২২-২৪ মার্চ অনুষ্ঠান হবে বাকি আটটি জেলায়। পরিকল্পনা অনুযায়ী, জেলার মূল এলাকায় (যেখানে জনসমাগম সবচেয়ে বেশি) প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য দেখানো হবে ‘জায়েন্ট স্ক্রিনে’। এ জন্য তৈরী করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ওই অনুষ্ঠানের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পৃথক ব্র্যান্ডিংয়ের ব্যবস্থাও করেছে রাজ্য। স্থানীয় কেবল টিভি সংস্থাগুলিকে এই প্রচারের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে।

কলকাতার প্রতিষ্ঠিত অন্তত ১৫০ জন শিল্পী জেলায় জেলায় গিয়ে অনুষ্ঠান করবেন। থাকবেন জেলার শিল্পী, লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীরাও। প্রধানত ঘেরা এলাকায় প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। শব্দবিধি মানার ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।’

প্রতিটি মহকুমায় একটি বিশেষ ট্যাবলো প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে সরকারি সাফল্যের প্রচার চালাবে। দৃষ্টি আকর্ষণের জন্য ট্যাবলোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, গোটা রাজ্যে ছ’টি এলইডি ট্যাবলো ঘোরানোর সিদ্ধান্ত হয়েছে। মূল প্রদর্শনীর অডিও-ভিস্যুয়াল উপস্থাপনাও ট্যাবলোয় দেখানো হবে।

শুধু সাফল্য প্রচারই নয়, সূত্রের খবর, প্রতিটি জেলার প্রদর্শনীতে একটি করে ‘ইনফর্মেশন কিয়স্ক’ রাখা হবে। সেখানে থাকবেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা।

সরকারের প্রকল্প, তার সুবিধা, কী ভাবে সেই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়—এই সব তথ্য যে কেউ জানতে পারবেন কিয়স্ক থেকে। এক আধিকারিক বলেন,“কেউ চাইলে প্রকল্পে নাম নথিভুক্ত করার কোনও সমস্যার কথাও জানাতে পারবেন। তাঁকে ঠিক পথ দেখানোর চেষ্টা করা হবে সঙ্গে সঙ্গেই।”

Source: Millennium Post

International Children’s Film Festival begins today

Seventh Kolkata International Children’s Film Festival begins today. The festival will continue till January 27. Child actor Kusmit Gill (of Sniff) and the two child actors Noor Islam and Samiul Islam (of Sahaj Pather Goppo) will inaugurate the festival. ‘Sniff’ will be the inaugural film.

Adventure is the theme of this year’s festival. 200 films from 32 nations will be screened. Some of the films to be screened include: Coco, Boss Baby, Jumanji, Amazon Obhijaan, Twenty Thousand Leagues Under The Sea, Toy Story 3.

A new section this year is “Celebrity Choice”. Favourite films of famous personalities – Sandip Ray, Prosenjit Chatterjee, Shirshendu Mukherjee, Gautam Ghose, Lopamudra Mitra and others – will be screened. Tributes will be paid to Shashi Kapoor and Partha Mukhopadhyay. There will be exhibitions on Feluda and Satyajit Ray.

The films will be screened at Nandan 1, 2, 3, Rabindra Sadan, Nazrul Tirtha, Star Theatre, Ahindra Mancha. Cultural performances will be held at Rabindra Sadan. Quiz competition for children will be held on January 23. The closing film of the festival is ‘Feluda: Fifty Years of Ray’s Detective’ directed by Sagnik Chatterjee.

 

আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

সপ্তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ থেকে নন্দন ১-‌এ। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের উদ্বোধন করবেন ‘‌স্নিফ’‌-‌এর শিশুশিল্পী কুস্মিত গিল ও ‘‌সহজপাঠের গপ্পো’‌–‌‌এর দুই শিশু অভিনেতা নুর ইসলাম এবং সামিউল আলম। এবারের শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি অমল গুপ্তের ‘স্নিফ‌’।

এবারের উৎসবের থিম ‘‌অ্যাডভেঞ্চার’‌‌। দেখানো হবে ৩২টি দেশের ২০০টি চলচ্চিত্র। অ্যাডভেঞ্চার ছবিগুলোর মধ্যে ‘কোকো‌’‌, ‘বস বেদী‌’‌, ‘‌জুমানজি’‌, ‘আমাজন অভিযান‌’‌, ‘টোয়েন্টি থাউজ্যান্ড লিগ আন্ডার দ্য সি‌’‌, ‘টয় স্টোরি ৩‌’‌–‌‌এর মতো বিখ্যাত ছবিগুলি রয়েছে।

এবারের নতুন সংযোজন ‘‌সেলিব্রিটি চয়েস’‌। বিখ্যাত ব্যক্তিদের ছোটবেলার প্রিয় ছবিগুলি এই বিভাগে স্থান পেয়েছে। তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, গৌতম ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্রের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা।

এবারের উৎসবে সদ্যপ্রয়াত দুই শিল্পী শশী কাপুর এবং পার্থ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হবে তাঁদের অভিনীত ছবি দেখিয়ে। এবারের উৎসবে ফেলুদাকে নিয়ে একটি প্রদর্শনী ‘‌ফেলুদা সরগরম’‌ উদ্বোধন হবে একই দিনে বিকেল ৪টেয় গগনেন্দ্র প্রদর্শশালায়। এবারের উৎসবের স্মারকপুস্তিকা সত্যজিৎ রায়কে নিয়ে ‘সত্যজিৎ একাই ১০০‌’‌। সম্পাদনা করেছেন সন্দীপ রায়।

এবারের উৎসবে নন্দন ১, ২, ৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্রতীর্থ, স্টার থিয়েটার, অহীন্দ্র মঞ্চে ছবিগুলি দেখানো হবে। এছাড়াও প্রতিদিন রবীন্দ্র সদন প্রাঙ্গণে একতারা মঞ্চে চলবে শিশু–‌‌কিশোরদের আড্ডা। ২৩ জানুয়ারি এই মঞ্চে থাকছে সিনেমা নিয়ে কুইজ। এবারের উৎসবে সমাপ্তি ছবি সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা, ফিফটি ইয়ার্স অফ রে’‌স ডিটেকটিভ’‌।‌‌

Image is representative

 

Natya Mela begins today

The 17th edition of Natya Mela will be inaugurated today at 5 pm at Rabindra Sadan. With the inspiration of Chief Minister Mamata Banerjee, this event is being organised by the Information and Cultural Affairs Department of the Bengal Government.

The plays will be staged at: Rabindra Sadan, Madhusudan Mancha, Girish Mancha, Sisir Mancha, Minerva Theatre, Paschimbanga Natya Academy grounds and Mukto Mancha.

A special exhibition on ‘Professional Theatre Post-independence’ is being held at Rabindra Sadan on the occasion.

Natya Mela is open for all.

আজ থেকে শুরু নাট্য মেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে আজ শুরু হচ্ছে সপ্তদশ নাট্য মেলা। এই মেলাতে পরিবেশিত হবে পূর্ণ দৈর্ঘ্যের নাটক, স্বল্প দৈর্ঘ্যের নাটক, অন্তরঙ্গ থিয়েটার, নাটকের গান, মূকাভিনয়, লোকনাট্য ও পুতুল নাটক।

মেলা চলবে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। যে যে প্রেক্ষাগৃহে এই নাট্য মেলার নাটকগুলি পরিবেশিত হবে, সেগুলি হল: রবীন্দ্রসদন, মধুসূদন মঞ্চ, গিরিশ মঞ্চ, শিশির মঞ্চ, মিনার্ভা থিয়েটার, তৃপ্তি মিত্র নাট্যগৃহ, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি প্রাঙ্গণ ও মুক্তমঞ্চ।

আজ এই মেলার উদ্বোধন হবে বিকেল ৫টায়, রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। এই মেলার অংশ হিসেবে রবীন্দ্রসদনে আয়োজন হয়েছে একটি প্রদর্শনীরও। বিষয় হল, স্বাধীনতা-উত্তর পেশাদার রঙ্গমঞ্চ।

এই মেলায় জনসাধারণের প্রবেশ অবাধ।

 

Charukala Utsav to be inaugurated today

The West Bengal Charukala Utsav will be inaugurated today at Rabindra Sadan at 5 PM by eminent artist and Trinamool Congress’s Rajya Sabha member, Jogen Chowdhury.

The inauguration will be followed by the felicitation of eminent artists and sculptors and the awarding of young and upcoming fine arts practitioners.

An exhibition of works by the awarded artists and sculptors will be held from today till December 3 at Gaganendra Shilpa Pradarshanshala, adjacent to the Rabindra Sadan complex, from 2 PM to 8 PM.

A fine arts exhibition will be held at the Academy of Fine Arts from today till December 3, from 3 PM to 8 PM, and a fine arts exhibition will be held at Mohor Kunja from November 28 to December 7, from 2 PM to 8 PM.

Talk shows and cultural programmes will be held at Mohor Kunja every evening from November 28 to December 7. A painting exhibition will also be held at the open-air exhibition space adjacent to Charukala Bhawan.

আজ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০১৭

রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে আজ বিকেল ৫টায় পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পকলা জগতের কৃতী মানুষদের সম্মাননা জ্ঞাপন ও প্রতিভাবান তরুন শিল্পীদের পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী, কলকাতার মহানাগরিক, পর্যটন বিভাগের মন্ত্রী। সঙ্গে থাকবেন প্রথিতযশা শিল্পীরা।

অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন রাজ্য চারুকলা পর্ষদের সভাপতি শ্রী যোগেন চৌধুরী।

গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় ৩রা ডিসেম্বর পর্যন্ত রোজ বেলা ২টো থেকে রাত ৮টা অবধি চলবে শিল্পপ্রদর্শনী। একাডেমী অফ ফাইন আর্টসেও হবে শিল্পপ্রদর্শনী, রোজ বেলা ৩টা থেকে রাত ৮টা অবধি। মোহরকুঞ্জে হবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চারুকলা ভবন সংলগ্ন মুক্তমঞ্চে তথ্য চিত্র প্রদর্শনীও হবে।

Rabindranath Tagore will continue to live in our hearts: Mamata Banerjee

The Birth Anniversary of Kobiguru Rabindranath Tagore was celebrated with due respect in every part of Bengal on the auspicious Pochishe Boisakh.

Like every year the State Information & Cultural Affairs department held a function at Cathedral Road to mark Kobiguru’s birth anniversary. The function was graced by the Chief Minister along with artistes, singers, intellectuals, dignitaries from various embassies.

The CM said: “People of Bengal consider Rabindra Jayanti as a special day in the year. Our life is incomplete without it. Tagore is evergreen, timeless. He is bishwa kobi. He is bishwa sera.”

The Chief Minister also said, “Our day starts with Rabindranath. His lines stay with us through our daily work. Our day ends with his words. As long as we exist, Rabindranath will continue to live in our hearts. This life is meaningless without him.”

The celebration of Rabindranath’s birth anniversary will continue for 15 days (Kobi Pokkho) from May 10-24, 2017. Cultural programmes will be held at Rabindra Sadan auditorium and complex, Sishir Mancha and Bangla Academy. An exhibition on ‘Tagore and his thoughts on nationalism’ will be held at Gaganendra Pradarshanshahla.

The Wildlife Division of the Forest Department has initiated ‘Forest Bathing’ on the occasion of Rabindra Jayanti. Forest bathing describes the practice of paying a short, leisurely visit to a forest for health benefits. Rabindra Sangeet will be played in the forest during the Forest Bathing programme.

 

“রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের প্রাণের কবি”: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই উপলক্ষে সারা বাংলা জুড়ে আজ পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী।

প্রতি বছরের মত এবছরও রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড মঞ্চে বিকেল ৫টায় একটি অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি উৎসব। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন শিল্পীরা, গায়ক-গায়িকা, বুদ্ধিজীবী সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ নাগরিক রবীন্দ্র জয়ন্তী দিনটিকে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত করেন। এটা ছাড়া আমাদের জীবন পূর্ণ হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর চিরকালের, চিরদিনের। তিনি বিশ্ব কবি, তিনি বিশ্বসেরা”।

তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের প্রাণের কবি, আমরা যতদিন বাঁচব এই নাম আমাদের হৃদয়ে লেখা থাকবে”।

আগামী ১০-২৪ মে ১৫ দিন ধরে কবিপক্ষের অনুষ্ঠান হবে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ, রবীন্দ্রসদন মুক্তমঞ্চ, শিশির মঞ্চ ও বাংলা অ্যাকাডেমির সভাঘরে।

রবীন্দ্রনাথের স্বদেশভাবনার ওপর একটি প্রদর্শনীও হবে। আগামী ৯-১৫ মে গগনেন্দ্র প্রদর্শশালায় হবে এই অনুষ্ঠান।

WB CM inaugurates Bangla Sangeet Mela 2016

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the seven-day-long Bangla Sangeet Mela 2016 at Nazrul Mancha today. About 1,800 singers and 300 musicians, including those from USA, UK and Bangladesh, are going to perform during the musical extravaganza, from December 15 to 21.

The Chief Minister also gave away the Sangeet Mahasamman and Sangeet Samman awards to eminent artistes. She also inaugurated the renovated Rabindra-Okakura Bhawan, an auditorium in Salt Lake.

This is the first time when the Bangla Sangeet Mela is being held in four places in north Bengal, including in Kurseong, Kalimpong, Darjeeling and Siliguri, simultaneously.

In Kolkata, the week-long programme will be held at ten different venues, – Rabindra Sadan, Rabindra Sadan Mukta Mancha, Sisir Mancha, Madhusudan Mancha, Madhusudan Mukta Mancha, Hedua Park, Deshapriyo Park, Phani Bhusan Vidyabinode Yatra Mancha, Rabindra-Okakura Bhavan and Moharkunja. The programmes at all the venues will start from 3 pm and end at around 8 pm on all the seven days.

On the eve of Bangla Sangeet Mela, there will also be programmes at 28 schools, colleges and localities under the banner of ‘Para-e Para-e Sangeet Mela’. Eminent artistes whose health didn’t permit them to travel to the 10 venues will be performing in the localities closest to their residences.

There will also be a discussion on the topic ‘Bangla Sangeet-e Biswa Sangeet-er Prabhab’ (effect of international music on Bengali music) on Decemeber 17 at Rabindra Mukta Mancha, an open-air venue situated at the newly beautified area in the Nandan-Rabindra Sadan complex. There will also be an exhibition in the memory of legendary artistes at Gaganendra Pradarshanshala.

 

 

বাংলা সঙ্গীত মেলা ২০১৬-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

 

আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিন ব্যাপী (১৫ই ডিসেম্বর থেকে ২১সে ডিসেম্বর) সঙ্গীত মেলা ২০১৬র উদ্বোধন করেন নজরুল মঞ্চে। রাজ্যের এই বিশাল সঙ্গীত সমারোহে আমেরিকা, ইংল্যান্ড ও বিভিন্ন দেশের শিল্পী মিলিয়ে প্রায় ২০০০ শিল্পী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের সঙ্গীত মহাসম্মান ও সঙ্গীত সম্মান প্রদান করা হয়।

এই প্রথম বার সঙ্গীত মেলা উত্তরবঙ্গের ৪টি স্থানে অনুষ্ঠিত হবে, কার্শিয়ং, কালিম্পং, দার্জিলিং ও শিলিগুড়িতে।

কলকাতায় ১০টি স্থানে অনুষ্ঠিত হবে এই মেলা, রবীন্দ্রসদন, রবীন্দ্রসদন মুক্তমঞ্চ, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চ, মধুসূদন মুক্ত মঞ্চ, হেদুয়া পার্ক ও দেশপ্রিয় পার্কে। এই প্রতিটি স্থানেই প্রতিদিন বিকেল ৩টেয় অনুষ্ঠান শুরু হবে ও সন্ধ্যে ৮টায় শেষ হবে। প্রায় ১৮০০ শিল্পী এখানে সঙ্গীত পরিবেশন করবেন। এখানে আমেরিকা, ইংল্যান্ড থেকেও যেমন শিল্পীরা আসবেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও শিল্পীরা আসবেন।

এই সঙ্গীত মেলা চলা কালীন ২৮টি স্কুল, কলেজ ও বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে “পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা”। যেসকল স্বনামধন্য শিল্পীরা শারীরিক কারনে কোন মঞ্চে যেতে পারবেন না, তাঁরা তাঁর নিকটবর্তী এই ২৮টি স্থানের কোথাও সঙ্গীত পরিবেশন করতে পারবেন।

নন্দন ও রবীন্দ্র সদনের সদ্য শোভিত রবীন্দ্র মুক্ত মঞ্চে ১৭ই ডিসেম্বর বাংলা সঙ্গীতে বিশ্ব সঙ্গীত শীর্ষক একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।   গগনেন্দ্র প্রদর্শনশালায়ে কিংবদন্তী শিল্পীদের স্মৃতির উদ্দেশ্যে একটি প্রদর্শনীরও আয়োজনও করা হবে।

Kolkata International Film Festival 2016 to screen films from 65 countries

The Kolkata International Film Festival (KIFF) will kickstart the carnival of cinema on November 11 this year with the screening of 155 films from 65 countries across 105 screens at 13 venues in the city.

After being upgraded into a festival of masses, not a selected few, by Chief Minister Mamata Banerjee in 2011, the festival now boasts a competitive section too.

In this edition, in a new initiative, 18 shows of nine films will be screened as part of the ‘Parae Parae Cinema’. An exhibition on Uttam Kumar is also on the cards. Mamata Banerjee wanted KIFF to be a festival for all. That has been the endeavour for all the organisers.

China is the focal country this year. Seven films from China, including ‘American Dreams in China’, ‘Black Coal, Thin Ice’ and ‘Wolf Totem’, have been included in the festival.

Another new section in KIFF would be biopics where seven films on the lives of filmmakers will be shown. Besides large screens, a selection of old classical films will also be shown in theatres across the city.

The government has upgraded the screens at Rabindra Sadan and Nandan-II to 2k projection system, he added. The Bengal government has taken an initiative with actress Jaya Bachchan to restore old films.

 

বাংলার গন্ধ মেখে উঠবে চলচ্চিত্র উ९সবের পর্দা

শুরু হচ্ছে ২২ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব। ৬৫ দেশের ১৫৫টি ছবি নিয়ে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উ९সব। দেখানো হবে ১৩ টি পর্দায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে এই উ९সবের সুর।

এবার চলচ্চিত্র উ९সবের থিম হল ‘সিনেমার সবাই, সবার সিনেমা’। আক্ষরিক অর্থে ২২ তম চলচ্চিত্র উ९সবে যেন বৈচিত্র্যের সমাহার। ১১ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানেও দেখানো হবে বাংলা ছবি।

‘পাড়ায় পাড়ায় সিনেমা’ এর অংশ হিসাবে ৯ টি ছবির ১৮টি শো প্রদর্শিত হবে। উত্তম কুমারের ছবির উপর একটি প্রদর্শনী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী সকলে এই উ९সবে সামিল হোক।

এবছরের উ९সবে চিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। রয়েছে সেই দেশের ৭ টি সিনেমা। অ্যামেরিকান ড্রিমস ইন সিনেমা, ব্ল্যাক কোল, থিন আইসএবং উল্ফ টোটেম দেখানো হবে এই উ९সবে।

চলচ্চিত্র উ९সবের ছবি দেখানো হবে নন্দন–১, নন্দন–২, নন্দন–৩ ছাড়াও শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, রক্সি, নজরুল তীর্থ, নবীনা, স্টার থিয়েটার, কার্নিভাল সিনেমা, মিত্রা ও সিটি সেন্টার–১ এর আইনক্সে। ইতিমধ্যেই রবীন্দ্র সদন ও নন্দন চত্বর সবুজায়ন কড়া হচ্ছে ও আরও জায়গা বাড়ানো হচ্ছে। উ९সব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।‌‌‌‌

 

Kolkata brightens up for Durga Puja

West Bengal Government and Kolkata Municipal Corporation is taking huge initiative to transform Kolkata into City of Lights during the ensuing festive season. Important landmarks and crossings in the city have been illuminated.

Important crossing including Shyambazar, Dalhousie, Dorina Crossing, Park Street, Ellot Park, Rabindra Sadan, National Library, Hazra Crossing, Rashbehari Avenue, Gariahat flyover and the river front will be illuminated during the Pujas.

Important and heritage buildings will also be decorated with light chains.

 

দুর্গা পুজো উপলক্ষে সেজে উঠেছে কলকাতা

রাজ্য সরকার এবং কলকাতা পৌরসংস্থার যৌথ উদ্যোগে দুর্গা পুজো উপলক্ষে সেজে উঠেছে শহর কলকাতা।

শহরের উল্লেখযোগ্য বিল্ডিংগুলি এবং রোড ক্রসিংগুলোও আলোর মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ রোড ক্রসিংগুলি যেমন-  শ্যামবাজার, ডালহৌসী ডোরিনা ক্রসিং, পার্ক স্ট্রিট, এলিয়ট পার্ক, রবীন্দ্র সদন, জাতীয় গ্রন্থাগার, হাজরা, রাসবিহারী অ্যাভিনিউ এছাড়া গড়িয়াহাট ফ্লাইওভার, গঙ্গার পাড় সকিছুই সাজানো হয়েছে আলোর মালায়।

উ९সবের এই কদিন সব গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক বিল্ডিং গুলি চেন লাইট দিয়ে সাজনো হবে। এছাড়া সরকারি ভবনগুলি এবং হেরিটেজ বিল্ডিং গুলোও আলো দিয়ে সাজানো হবে।

 

Icons of music world honoured at Bangla Sangeet Mela inauguration

West Bengal Chief Minister Ms Mamata Banerjee today inaugurated Bangla Sangeet Mela 2015-16 at Nazrul Mancha.

Like every year, the Chief Minister felicitated a galaxy of stars from the music world with Sangeet Samman for their contribution to the field. Apart from mainstream artists, folk artists were honoured too.

A special category of awards was created named after the iconic artists who defined the golden era of music, like Pulak Bandyopadhyay, Hemanta Mukhopdhyay, Salil Chowdhury, SD Barman, Pratima Bandyopadhyay, RD Barman, Firoza Begum and others. Some of the recipients under this category were Samir Khasnabis, Rupam Islam, Dillep Roy, Dilip Das, Subhomita, Aneek Dhar and Kartik Das Baul, Subhankar Banerjee, Suparno Kanti Ghosh, Rajib Banerjee.

Bishesh Sangeet Samman was awarded to Dwijen Mukhyopadhyay, Ajoy Chakraborty and Sandhya Mukherjee. Apart from them, Shantanu Moitra was honoured with Maha Sangeet Samman along with Mohammad Aziz, Kumar Bose, Shibaji Chattopadhyay, Sriradha Bandyopadhyay, Dileep Kumar Bose and fakir Alamgir. Nachiketa was given special Sangeet Samman.

 

Highlights of WB CM’s speech:

  • We are giving opportunities to new talent so that people may know about their art.
  • We have felicitated loksangeet and folk artists also. We consider ourselves proud.
  • Sangeet Mela 2015  will be held for the next 10 days over a range of venues where 5000 artists will participate.
  • My Adivasi brothers from Jangalmahal are here with dhamsa-madol. We also have our baul brothers and sisters.
  • Artists are very close to our heart. I always listen to music. Specially when I am travelling. Music brings a breath of fresh air in our lives.
  • Bengal is a land of immense talent. But our artists were ignored in the past.
  • In the last four years we have registered thousands of folk artists who will get monthly stipend and perform at govt functions.
  • Artists are our assets. One day Bengal’s culture will win over the world.
  • From 23 December, we will have Lok Sanskriti Utsav. On 23 December, we will have a beautiful cultural function on a ‘vajra’ at Lal Dighi in BBD Bag.
  • We are proud for being able to give a platform to our artists. One day Bengal will become the best.

 

About Bangla Sangeet Mela 2015

The festival, which launches various artistes and gives chance to new talent, will be held from December 15-21, 2015 at various auditoriums and open-air grounds in different parts of the city.

Performances will be held at Rabindra Sadan, Shishir Mancha, Fanibhushan Vidya Binod Jatra Mancha, Rabindra-Okakura Bhavan, Deshapriya Park, Rabindra Sadan Mukta Mancha, Madhusudan Mukta Mancha, Mohor Kunjo, Hedua Park and Princep Memorial.

Exhibitions on Lalon Fakir, Abbasuddin and Rajanikanta Sen will be on display at Gaganendra Shilpa Pradarshanshala from December 15-21, 2015.

The closing ceremony, an all-night event, will be held at Rabindra Sadan on December 21.