Chief Minister Mamata Banerjee, during a speech at a felicitation programme, jointly organisd by the West Bengal Police and the Kolkata Police, at the open-air stage, Uttirna in Kolkata yesterday, exhorted the police force to higher glory. The Chief Minister Mamata Banerjee on Thursday decided to increase the award money for the recipients of Sewa Padak, Prasangsha Padak and Nistha Padak.
She said that the force in Bengal has already achieved a lot, and the Trinamool Congress-led State Government has also done a lot for the force.
Among the infrastructure set up are 108 police stations, of which 80 are women’s police stations, five police commissionerates (with a sixth one almost ready). Eighty-eight fast-track courts have also been set up.
She also criticised the Opposition parties, asking them to bring a certain respectability to their protest programmes. “We also organised a lot of political movements but we didn’t hold the police responsible for everything. Now the prevalent mentality everywhere is to burn and destroy everything”.
She said, “All politicians are not bad, but even a single such can bring a bad name to everyone. We need to change our attitudes”.
She also stressed on learning from one’s mistakes: “Making mistakes is necessary too; it is from mistakes that we learn the correct thing”
She reminded the audience of the role of saviour that the police once played in her life too: “The CPI(M) had tried to kill me at a protest at Hazra crossing on August 16; it was a policeman who had saved me”
She said that her party does not support bandhs anymore.
She reminded the force that “the challenges before the police and the Government have increased manifold”. “Now you have to fight cyber crimes too; just about anyone is trying to create riots through irresponsible comments”
Since “the types of crimes have multiplied”, “the police need to keep their eyes and ears open” to fight them. She described the job of the police force as a “rough and tough job”.
She then spoke on the traffic awareness programme that the State Government has started: “We have started the ‘Safe Drive Save Life’ programme; we have to continue this”.
The Bengal CM re-stressed about the commitment of the State Government to the police: “It is the Government’s responsibility to look after the families of those who work for us”.
She reminded the force that “respect cannot be bought with money”. “The uniform of the police is what gives them respect; the police should walk with the people”.
She also held out the hope that “the Kolkata Police and the Bengal Police will one day show the path to the whole world” because, among other things, they “have done what others could not”.
“We have brought peace to Jangalmahal”. This is a major achievement. She said, “earlier, 400 people used to be killed every year in Jangalmahal, not it is zero – all due to the efforts of the police”
She ended by asking the police personnel to continue with their good work.
পুলিশের দায়িত্ব, চ্যালেঞ্জ অনেক বেড়েছে, তাদের আরও সতর্ক হতে হবেঃ মুখ্যমন্ত্রী
পুলিশ সরকারের সবচেয়ে বড় মুখ তাই কেউ কেউ পুলিশকে টার্গেট করছে। বৃহস্পতিবার কলকাতার আলিপুরে পুলিসের এক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, পুলিশের দায়িত্ব, চ্যালেঞ্জ অনেক বেড়ে গেছে। এখন সাইবার ক্রাইমকে মোকাবিলা করতে হয়, যে কেউ এক একটা উক্তি করে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্রাইমের ধরন বেড়ে গেছে, সব দিকে নজর রেখে পুলিশকে কাজ করতে হবে, আর এটা রাফ অ্যান্ড টাফ জব। পুলিশের পোশাকই তাঁর সম্মান, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে চলবেন।
তিনি আরও বলেন, “সব politician খারাপ নয়, একজন খারাপ করলে বাকিদের বদনাম হয়। পুলিশের ক্ষেত্রেও তাই। অজান্তে ভুল হতেই পারে, ভুল থেকেই মানুষ শেখে। ১৬ আগস্ট সিপিএম আমায় হাজরায় মেরে ফেলার চেষ্টা করেছিল, একজন পুলিশ আমায় বাঁচিয়েছিল”।
সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ চালু করেছে এটা পুলিশকে continue করতে হবে। ১০৮ টি পুলিশ স্টেশন তৈরী হয়েছে, এর মধ্যে ৪০ টি মহিলা থানা। ৮৮ টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরী হয়েছে। ৫ টি পুলিশ কমিশনারেট হয়ে গেছে, ষষ্ঠ টিও (চন্দননগর) অনুমোদন পেয়ে গেছে।
তাঁর বিশ্বাস কলকাতা ও বাংলা পুলিশ সারা বিশ্বকে একদিন পথ দেখাবে। যা অন্যরা করতে পারে না বাংলা তা করে দেখিয়েছে। জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে। গত ৫ বছরে জঙ্গলমহলের ১২০০০ মানুষ খুন হয়েছে। আগে জঙ্গলমহলে বছরে ৪০০ লোক খুন হত, এখন তা শূন্য, এটা পুলিশের কৃতিত্ব।