Saugata Roy speaks on the recent attempts by ruling party at Centre to destabilise Opposition

FULL TRANSCRIPT

Thank you Sir, I shall be brief. The ruling party at the Centre had earlier acquired majority in Goa and Manipur through dubious means. The Central Government is using the power of the Government and money power to destabilise the Opposition parties and Opposition Governments.

In Bihar, the Deputy Chief Minister was raided by the CBI which led to the Chief Minister’s resignation and formation of the Government with the central ruling party as its partner.

In Gujarat, six Congress MLAs resigned from the party on the eve of Rajya Sabha elections from the state. There are complaints of money power being used. The Election Commission has asked the Chief Secretary of Gujarat to probe the matter.

In UP, two SP and one BSP MLC resigned from the Legislative Council to pave the way for the Chief Minister’s election. The misuse of power and money by the ruling party bodes badly for democracy and needs to be registered by all right thinking democratic people.

In Bengal they have been unsuccessful and six members of the Opposition (non-BJP parties: TMC and Congress) have been elected to Rajya Sabha.

Thank you sir.

 

Present Budget after 8 March and pass it before 31 March: Trinamool Congress

Trinamool Congress, INC, SP, BSP, JDU, RJD and some other Opposition parties held a meeting with the Election Commissioner at 11am. The Subject of the meeting was that the Union Budget date too close to the Assembly polls in Uttar Pradesh, Manipur, Punjab, Uttarakhand and Goa.

Three MPs from Trinamool Congress including party Chief National Spokesperson and Leader of the party in Rajya Sabha, Derek O’Brien, Lok Sabha MPs Dinesh Trivedi, Saugato Roy were part of Opposition party delegation to meet Election Commissioner in Delhi.

Trinamool’s statement after the meeting:

Today an 11 member delegation of 15 to 16 Opposition parties met the Election Commission. The simple solution is to present budget after 8 March and pass it before 31 March. That is the fair way to do it.

– Derek O’Brien, Chief National Spokesperson and Leader of the Parliamentary Party, Rajya Sabha

 

 

৮ মার্চের পর বাজেট পেশ করে ৩১ মার্চের মধ্যে তা পাশ করিয়ে দেওয়া হোকঃ তৃণমূল কংগ্রেস

আজ সকাল ১১টায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, এস পি, বি এস পি, জে ডি ইউ, আর জে ডি সহ বেশ কিছু বিরোধী দলনেতা নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। সামনেই পাঁচ রাজ্যের (উত্তর প্রদেশ, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া) নির্বাচন। ইউনিয়ন বাজেটের দিন নির্বাচনের খুবই কাছে এই প্রসঙ্গেই তারা নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন তিনজন সাংসদ – দলের জাতীয় মুখপাত্র এবং রাজ্য সভার সংসদীয় দলের নেতা ডেরেক ও ব্রায়েন, লোকসভার দলনেতা দীনেশ ত্রিবেদী, সৌগত রায়।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের বিবৃতিঃ

আজ আমরা ১৫-১৬ টি বিরোধী দলের মোট ১১ জন সদস্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছি। আমাদের কাছে একটি সহজ সমাধান আছে। ৮ মার্চের পর বাজেট পেশ করে ৩১ মার্চের মধ্যে তা পাশ করিয়ে দেওয়াই হল । এটাই সবচেয়ে ভাল উপায়।

– ডেরেক ও ব্রায়েন, দলের জাতীয় মুখপাত্র এবং রাজ্য সভার সংসদীয় দলের নেতা

 

We are ready for a discussion in Parliament even tomorrow: Sudip Bandyopadhyay

Statement by Sudip Bandyopadhyay, Leader of AITC Parliamentary Party in Lok Sabha

Prime Minister Narendra Modi is accountable and answerable to Parliament. The voice of Opposition is being gagged. Sixteen Opposition parties are speaking in a united voice.

We have given Adjournment Motions from Day 1. We gave our Notice under Rule 56, Congress gave its under Rule 184. From the Government’s side they wanted a discussion under Rule 193.

An understanding was reached that the Opposition will begin a discussion but suddenly a rumour was spread that the Opposition will not let the House run after they speak. So, BJP wants to speak first.

We are ready for a discussion even tomorrow. What is happening is not just unfortunate but disgraceful.

 

 

আমরা কালকেও নোট বাতিল ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত: সুদীপ বন্দ্যোপাধ্যায়

লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি:

প্রধানমন্ত্রী সংসদের কাছে দায়বদ্ধ। বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে। ১৬টি বিরোধী দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ।

আমরা প্রথম দিন থেকেই মুলতুবি প্রস্তাব আনছি। তৃণমূল ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী নোটিশ দিয়েছে, কংগ্রেস ১৮৪ নম্বর অনুযায়ী নোটিশ দিয়েছে। সরকারের তরফ থেকে ১৯৩ নম্বর মেনে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে।

একটি সমঝোতা হয়েছিল যে বিরোধীরা আলোচনা শুরু করবে, কিন্তু, হঠাৎ গুজব ছড়ানো হল যে বিরোধীরা বক্তব্য রাখার পর তাদের তরফে আর কক্ষ চলতে দেওয়া হবে না। সেই জন্য বিজেপি আগে বক্তব্য রাখতে চায়।

আমরা কালকেও আলোচনার জন্য প্রস্তুত আছি। এই পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত।

PM’s statement on the poor is an insult to common people and in bad taste: Mamata Banerjee

Bengal Chief Minister Mamta Banerjee once again criticised the Prime Minister for Centre’s demonetisation move on Monday. She said that the move has hit the poor of country badly, adding that the statement issued by PM is “bad in taste”.

“The PM in his speech had said the poor are sleeping peacefully. This is an insult to commoners and in bad taste. My humble suggestion is not to hit the common people like this ,” she said.

Mamata Banerjee had earlier given a call for a “joint movement” by Opposition parties against the Centre to give people some respite from the ongoing “financial anarchy” that has been caused due to the decision to demonetise Rs 1,000 and Rs 500 notes.

On Sunday, she had tweeted: “This is not an ego battle. I humbly appeal again to the Govt at the Centre. Save the common people from more suffering,and the country from financial catastrophe, by withdrawing this hasty decision. First please put a proper action plan in place. Breathing space for people. Today I spoke with several political leaders regarding a joint movement and to meet Rashtrapati Ji together. Let us all fight this together to give relief to common citizens, the poor and stop this financial anarchy.”

Abhishek Banerjee appeals to the youth to help people in bank queues

Abhishek Banerjee on Sunday appealed to everyone, specially the younger generation to assist the elderly, physically challenged, pregnant women, labourers, farmers and workers in bank queues.

He wrote: “I urge everyone, especially the younger generation and all brothers and sisters of our state, to do our bit in assisting the elderly, the physically challenged, pregnant women, labourers, farmers, workers and all those who are very worried and do not know how to fill bank forms and physically lack the strength to stand in long queues.

Please reach out and help them. Let us help each other irrespective of caste, creed, religion and political affinity. Try and make drinking water arrangements outside ATMs and bank branches with the consent and approval central/state/local authorities. There’s no bigger religion in the world than HUMANITY.

Let’s rise up and do our bit for a better tomorrow.”

 

মানুষের পাশে থাকার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার কাছে বিশেষভাবে তরুণ প্রজন্মকে মানুষের পাশে থাকার আবেদন জানান। বৃদ্ধ, শারীরিকভাবে প্রতিবন্ধী, গর্ভবতী নারী ব্যাংক লাইনে দাঁড়িয়ে কৃষক ও শ্রমিকদের সহায়তা করার আবেদন জানান তরুণ প্রজন্মকে।

তিনি বলেন, “আমি সকলকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে রাজ্যের যুবসমাজকে, যে তারা যেন জাতি, ধর্ম, রাজনৈতিক মতভেদ অগ্রাহ্য করে বয়স্কদের, প্রতিবন্ধিদের, গর্ভবতী মহিলাদের, শ্রমিকদের, চাষীদের এবং বাকি সকলকে যাদের লম্বা লাইনে দাঁড়ানোর ক্ষমতা নেই কিংবা যাদের ব্যাঙ্ক ফর্ম ভরার পদ্ধতি জানা নেই, উপযুক্ত সাহায্য করে। ওদেরকে এটিএম-র এবং ব্যঙ্কের বাইরে, উপযুক্ত প্রশাসনিক সম্মতি নিয়ে, পানীয় জলের সুব্যাবস্থা রাখার আর্জি জানাচ্ছি। পৃথিবীতে মনুষ্যত্বের চেয়ে বড় আর কোনো ধর্ম নেই।

চলুন আমরা সবাই মিলে এক সুন্দরতর ভবিষ্যত গড়ার চেষ্টা করি।”

 

 

 

Mamata Banerjee to join Opposition leaders to meet President over demonetisation woes

On Sunday, Trinamool Chairperson and Bengal Chief Minister said Mamata Banerjee said she spoke to the President of India on the issue of demonetisation and he has kindly consented to meet her and leaders of other Opposition parties on November 16 or 17.

Mamata Banerjee gave a call for a “joint movement” by Opposition parties against the Centre to give people some respite from the ongoing “financial anarchy” that has been caused due to the decision to demonetise Rs 1,000 and Rs 500 notes.

She later tweeted: “The Hon President was kind enough to take my call now. I briefed him about how common people are suffering because of demonetization. I thank him for agreeing to meet reps of political parties on Nov 16 or 17 where we will brief him in detail on the grim situation.”

She also spoke to leaders of various parties and requested them to accompany her to meet the President.

In another tweet Mamata Banerjee stated: “This is not an ego battle. I humbly appeal again to the Govt at the Centre. Save the common people from more suffering,and the country from financial catastrophe, by withdrawing this hasty decision. 1st pl put a proper action plan in place.Breathing space for people. Today I spoke with several political leaders regarding a joint movement and to meet Rashtrapati Ji together. Let us all fight this together to give relief to common citizens, the poor and stop this financial anarchy.”

 

নোট বাতিল নিয়ে রাষ্ট্রপতির সাথে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোট নিয়ে তাঁর তীব্র প্রতিবাদ এবার তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চান। তিনি চান দেশ জুড়ে বিরোধী ঐক্য গড়ে তুলতে। তাই এবার কোমর বেঁধে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর প্রতিবাদে সামিল হতে সব বিরোধী দলের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও দেখা করতে চেয়ে রবিবার রাষ্ট্রপতিকে ফোনও করেন। সময় পেয়েছেন। আগামী বুধবার দুপুর দেড়টায় মমতা ব্যানার্জি যাবেন রাষ্ট্রপতির কাছে। মমতার সঙ্গে ফোনে কথা হয়েছে বেশ কয়েকজন বিরোধী নেতার।

মমতা ব্যানার্জি রবিবার টুইট করে জানিয়েছেন, ব্যাঙ্ক ও এ টি এমের সামনে টাকা তোলার জন্য যাঁরা লাইন দিয়েছেন, তাঁদের অপমান করা হচ্ছে। তিনি এদিন বিনম্রচিত্তে কেন্দ্রের কাছে নোট বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার করার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, এটা কোনও ইগোর লড়াই নয়। সাধারণ মানুষকে স্বস্তি দিতে সব দলের একসঙ্গে নামা উচিত। তিনি অর্থনৈতিক নৈরাজ্য বন্ধ করার ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। আগে সঠিক পরিকল্পনা করা উচিত ছিল। যেখানে সাধারণ মানুষ স্বস্তি পেত। সাধারণ ও গরিব মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে অর্থনৈতিক নৈরাজ্য বন্ধ হওয়া উচিত।

নোট বাতিল নিয়ে মানুষের হয়রানি দেখতে শনিবার রাজপথে নেমেছিলেন মমতা ব্যানার্জি। শরৎ বোস রোড, ভবানীপুর আশুতোষ মুখার্জি রোডে বেসরকারি ব্যাঙ্কে যান। এ টি এমের অবস্থাও দেখেন। নোট বাতিলের ঘোষণার দিন মমতা ব্যানার্জিই প্রথম প্রতিবাদের সুর চড়িয়ে বলেন, এই সরকারকে বরখাস্ত করা উচিত। তুঘলকি সিদ্ধান্ত। অনেক মানুষ আত্মহত্যা করতে পারেন। গরিব মানুষ টাকা রাখবে কোথায়?‌

শনিবার নবান্নে মিডিয়াকে বলেন, সাধারণ মানুষের হয়রানি চোখে দেখে এলাম। অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে। কেন ব্যাঙ্ক, এ টি এমে টাকা থাকবে না?‌ লাইন দিয়ে সাধারণ মানুষকে কেন শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে?‌ ২০০০ টাকা নিয়ে মানুষ কী করবে?‌ দোকানদার নিচ্ছে না। ভাঙাতে পারছে না। ১০০ টাকা বেশি পাওয়া যাচ্ছে না। আমি আবার রাজপথে নামব।‌‌‌

 

Centre has lost the moral right to continue in office: Mamata Banerjee

Calling the government anti-poor, West Bengal Chief Minister Mamata Banerjee asserted that a few money launderers are profiting due to the ‘black decision’ of demonetisation.

Mamata Banerjee on Saturday said she is ready to with all Opposition parties to save the country. “We are ready to work with Congress, SP, BSP and other Opposition parties to save the country,” she said in a press conference in Kolkata.

Demanding immediate withdrawal of the ‘draconian’ decision to demonetise Rs 500/1000 notes, she said the government’s move without proper planning was dangerous. “I personally visited several banks today to listen to tales of hardship of common people. More than two lakh ATMs are closed, money is not available; people are facing lot of problems,” said Banerjee.

Calling the government anti-poor, the chief minister asserted that a few money launderers are profiting due to this ‘black decision’. “Only 1 % people hold black money; why are the other 99% being harassed for this,” said the CM adding that it is a betrayal with people.

The Chief Minister reiterated that the common people were facing hardships because of government’s decision.”A sudden midnight decision was taken. But few people in the ruling party knew about it,” she said.

Trinamool Congress has already given a notice in the Rajya Sabha for a discussion on the demonetisation issue on November 16, the opening day of winter session of Parliament. Leader of the party in Lok Sabha Sudip Bandopadhyay has said the party would bring an adjournment motion in the house on the same day.

Mamata Banerjee has also penned a poem on the demonetisation issue.

Mamata Banerjee pens poem against demonitisation

Expressing her solidarity with thousands of those affected by the “hasty and arbitrary decision” of the Centre, Chief Minister Mamata Banerjee has written a poem.

It was she who first reacted shortly after Prime Minister announced demonetisation of Rs 500 and Rs 1,000 currency notes and said that this would create chaos all over the country and common people would be at the receiving end.

Her prediction has come true. Throughout the country, lakhs of common people were seen standing in long queues trying desperately to exchange their notes.

In this backdrop, she writes that intolerance and autocracy have tarnished the image of “rajdharma”.

Without naming the PM, the poetry lashes out at him and his effort to shield his close aides. The earning of common people has been termed as black money while those in the helm of affairs have come out clean.

The hasty and unplanned decisions have “broken” the hearts of common people. She questioned how the autocrats can hide their shame by punishing common people.

She maintained that people were criticising him for shielding the “sinners”. She remarked that those who have been “put under stress” will turn their back by offering you “three talaq”.

 

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তার প্রতিবাদে কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থনৈতিক অরাজকতার কারণে অগণিত নিপীড়িত সাধারণ মানুষের জন্য প্রতিবাদ হিসেবে কবিতা লিখলেন বাংলার অগ্নিকন্যা।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম তোপ দাগেন যে এই ঘোষণার ফলে দেশব্যাপী সাধারণ মানুষকে প্রচুর অসুবিধের মধ্যে পড়তে হবে। মানুষ ঘন্টার পর ঘন্টা কষ্ট করে লাইন দিচ্ছেন শুধু মাত্র কিছু টাকার নোট বদলানোর উদ্দেশ্যে। তিনি এও বলেন আজ রাজধর্ম ঢেকে গেছে অসহিষ্ণুতা ও স্বৈরাচারে।

প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন, নিজের কাছের লোকেরা যাদের প্রচুর কালো অর্থ রয়েছে তাদেরকে আড়াল করে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকাকে কালো টাকা বলা হচ্ছে।

কেন্দ্রের এই অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্ত দেশের মানুষকে খুব বেদনা দিয়েছে। তিনি আরও বলেন এই স্বৈরাচারীরা কি করে সাধারণ মানুষকে শাস্তি দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে পারেন?

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছে, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছে যে তিনি আসল অপরাধীদের আড়াল করেছেন। তিনি বলেন, আজ প্রধান মন্ত্রী যাদের কষ্টের মধ্যে ফেলেছেন সেই জনগণই প্রধানমন্ত্রীকে উপযুক্ত সময়ে তিন তালাক দিয়ে দেবে।

Trinamool gives notice in Rajya Sabha to discuss demonetisation

The Trinamool Congress on Thursday gave a notice in the Rajya Sabha to suspend business on November 16 and discuss the demonetisation of Rs 1,000 and Rs 500 currency notes.

“Today (Thursday) we gave a notice in the Rajya Sabha to discuss the issue suspending business under Rule 267 on November 16,” Leader of the party in Rajya Sabha, Derek O’Brien said.

He said it was vital that the black money hoarders and the corrupt were punished, but it must not be done by inconveniencing the common people and the poor. He added that there must be a proper action plan for implementation of such an extensive move which directly affects millions, especially the middle class and the poor.

Hitting out at the Centre over the decision, Bengal Chief Minister Mamata Banerjee had earlier said the demonetisation has resulted in a “complete disaster and chaos” and had urged the Modi government to rescind the “hasty decision”.

“Please save people from this disaster. Roads are closed, markets shut, patients not being admitted to private hospitals, millions affected. Chaos everywhere,” Mamata Banerjee had said on Wednesday.

 

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে রাজ্যসভায় নোটিস দিল তৃণমূল

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে আগামী ১৬ নভেম্বর রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিস দিয়েছে তৃণমূল সংসদীয় দল৷

রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান আজ (বৃহস্পতিবার) ২৬৭ নম্বর ধারা অনুযায়ী অন্য কাজ ফেলে রাজ্যসভায় ‘নোট-ব্যান’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নোটিস দেওয়া হয়েছে৷

তিনি বলেন, “কালো টাকার মালিকদের শাস্তি পাওয়া উচিত কিন্তু সাধারণ মানুষ ও গরিবকে হয়রান করে নয়। আগে থেকেই সঠিক পরিকল্পনা নেওয়া উচিত ছিল৷ ভুল পরিকল্পনার মাশুল দিয়েছেন মধ্যবিত্ত ও গরিব মানুষ৷ কালো টাকা উদ্ধারে কোনও কাজই করেনি কেন্দ্র৷”

আগেই কেন্দ্রের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মোদী সরকারের এই সিদ্ধান্ত ‘হঠকারী’, এটা সম্পূর্ণরূপে একটি বিপর্যয়”।

বুধবার তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বলেন, “এই বিপর্যয় থেকে সাধারণ মানুষকে বাঁচান। রাস্তা অবরুদ্ধ। বাজার বন্ধ। বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। চারদিকে বিশৃঙ্খল পরিস্থিতি”।

Mamata Banerjee calls on opposition parties to fight over demonetisation issue

Raising her pitch against Centre on demonetisation of Rs 500, Rs 1,000 notes, Trinamool Congress Chairperson Mamata Banerjee called upon all opposition parties to unite and fight against the ‘political and financial anarchy’.

“May I appeal to all political parties in the Opposition to work together boldly against the anti-poor government at the Centre. Let us fight this political and financial anarchy together. We will be with you all,” Mamata Banerjee said in a statement on Twitter.

Meanwhile, Trinamool has given a notice in Rajya Sabha to discuss the issue on November 16.

Earlier, Didi tweeted: “I enquired from all sections of society about present financial chaos. The feeling is that black money was to be brought back from outside as per the electoral assurance. But now the government has made the common people feel helpless and penniless. Is it right?”

She also shared an example of how the demonitisation is affecting the marginalised section: “There are millions of real stories across cities, towns,villages about #NoteBan affecting the marginalised. Here is only one example. Tea garden owners have expressed difficulty to pay wages on time. This could lead to frustration among poor workers, most of whom are tribals. Desperation? Starvation?”

 

আর্থিক অরাজকতার প্রতিবাদে বিরোধী ঐক্যের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

কালো টাকার বিরুদ্ধে অভিযানের নামে পাঁচশো, হাজারের নোট বাতিল করে রাজনৈতিক, আর্থিক অরাজকতার সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার। বিপুল সমস্যায় পড়েছেন গরিব মানুষ। কেন্দ্রের এই গরিব বিরোধী সরকারের বিরুদ্ধে সব বিরোধীদলকে ঐক্যবদ্ধ আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার এই নিয়ে একাধিক টুইট করলেন তিনি। সব রাজনৈতিক দলকে সাহস করে আন্দোলনে যোগ দিতে বললেন। এই অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য কে কীভাবে দুর্ভোগে পড়েছেন, সমাজের সব শ্রেণীর মানুষকে তা জানানোর কথাও লেখেন তিনি। লোকসভা নির্বাচনে বি জে পির প্রতিশ্রুতির কথা উল্লেখ করে টুইট করেন, কথা ছিল বিদেশে জমা করা কালো টাকা দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে দেশের সাধারণ, গরিব মানুষকেই অসহায়, কপর্দকশূণ্য বোধ করতে বাধ্য করা হচ্ছে। এই নোট বাতিলের জন্য শহরে, নগরে, গ্রামে কীভাবে সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়েছেন, তার একাধিক উদাহরণ পাওয়া যাচ্ছে। যেমন হাতে নগদ টাকা না থাকার জন্য চা বাগানের মালিকরা সময়ে মজুরি দিতে পারবেন না বলে জানিয়েছেন। এতে তো নিরাশা নেমে আসবে গরিব শ্রমিকদের মধ্যে। এর মধ্যে অনেকেই আদিবাসী। তাঁরা হয় অনাহারে কাটাতে বাধ্য হবেন, নয়ত মরিয়া হয়ে উঠবেন।

এর আগে নবান্ন থেকে একদফা বি জে পির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষকে ব্ল্যাক মানি ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন, উল্টে লক্ষ্মীর ঝাঁপি কেড়ে নিলেন। একদিনে ক্ষতি হয়ে গেল ২৫ হাজার কোটি টাকা।” বি জে পি–র নাম না করে তিনি বলেন, “উত্তরপ্রদেশে ওরা হারবেই। তার জন্য নির্বাচনে কোনও টাকা খরচ করতে হবে না। মানুষ এটা ভালভাবে নেয়নি। ওদের জামানত বাজেয়াপ্ত হবে”।

তিনি আরও বলেন, “খুচরো না থাকায় সমস্যায় পড়েছেন মানুষ। আমার বাড়ির বাজার করা যায়নি। বললাম মুড়ি, আলুভাজা করো। চা–শ্রমিকরা দৈনিক মজুরি পাচ্ছেন না। মালিকেরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী এই চিঠি পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শ্রমিকও যদি অনাহারে থাকেন, বা কারও কিছু হয়, কাউকে ছেড়ে কথা বলব না। মুখ্য সচিব বাসুদেব ব্যানার্জিকে তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে যেন ব্যবস্থা নেওয়া হয়। সেইমতো মুখ্য সচিব এদিনই কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে চিঠি লিখে ব্যবস্থা নিতে বলেছেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে চা–শ্রমিকের সংখ্যা আড়াই লক্ষ। প্রতিবেশী রাজ্য অসমে চা–শ্রমিকের সংখ্যা ৫ লক্ষ। মালিকেরা ব্যাঙ্ক থেকে দিনে ১০ হাজার টাকার বেশি তুলতে না পারায় তাঁদের মজুরি দিতে পারছেন না।”

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে একদিনে ২৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। দেশে অর্থনৈতিক অরাজকতা তৈরি চলছে। প্রধানমন্ত্রীর নাম না করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “সবাইকে ভিখিরি বানিয়ে দিয়েছেন। নিজে জাপান চলে গেছেন।”

তাঁর কথায়, “ব্ল্যাক মানি যত খুশি ধরো। কিন্তু তার জন্য গ্রামবাংলা, গরিব, মধ্যবিত্ত মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবেন?‌ ব্যাঙ্কে তো কর্মী নেই। কোনও কোনও ব্যাঙ্কে তো একজন কর্মী রয়েছেন। এতবড় প্রক্রিয়া সামলানো যায়?‌ পোস্ট অফিস তো সাইন বোর্ড হয়ে গেছে। এ রাজ্যে ৭০০–৮০০ গ্রাম পঞ্চায়েতে ব্যাঙ্কের শাখা নেই। মুষ্টিমেয় ধনী ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। কেউ খুশি নন। যদি এটা সত্যিই হত, আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি?‌ ব্যাঙ্কে কেন ১০০ টাকার নোট রাখা হয়নি?‌ কেন এ টি এম থেকে টাকা পাওয়া যাবে না?‌ সংসার খরচ চালাতে যাঁরা ব্যাঙ্ক থেকে টাকা তুলেছেন তাঁদের কাছে ৫০০, ১০০০ টাকার নোট রয়েছে। এখন কী করা যাবে?‌ মানুষের কাছে শুধু ৫০০, ১০০০ টাকার নোট রয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারবে না। এ সব কি বোঝা উচিত ছিল না?‌ কেন ১০০ টাকা নোটের ব্যবস্থা করা হয়নি?‌ আমার বাড়িতে বাজার করা যায়নি। দলের তহবিলের যে অর্থ রয়েছে তার জন্য নিয়মিত কর দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের কী হবে?‌ ক্রমশ মানুষকে ভিখিরি করে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “কিছুদিন আগে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নিয়ে তো কেলেঙ্কারি হল। তার কী হল?‌ কেউ জানে কি?‌ সংসদের অধিবেশনে এ নিয়ে প্রশ্ন উঠবে। নতুন নোট ছাপতে তো কয়েক কোটি টাকা খরচ হবে। এ ব্যাপারে আমি প্রথম সরব হয়েছিলাম। এখন একে একে সবাই সরব হচ্ছেন।”