Bangla CM inaugurates Kolkata International Film Festival at a star-studded ceremony

Chief Minister Mamata Banerjee today inaugurated the 24th Kolkata International Film Festival (KIFF) at a star-studded ceremony. The inaugural ceremony which took place at the Netaji Indoor Stadium, Kolkata was attended by the famous Iranian director Majid Majidi, Dadasaheb Phalke awardee Soumitra Chatterjee, Amitabh and Jaya Bachchan, the State’s brand ambassador, Shah Rukh Khan, as well as Waheeda Rehman, Nandita Das, Mahesh Bhatt.

Dignitaries from other countries – Phillip Noyce, Jil Bilcock, Simon Baker – were present as well, along with artistes and members of the Bengali film fraternity. The highlight of this year’s festival is 100 years of Bengali cinema, and there would be films by legends like Satyajit Ray, Ritwik Ghatak, Mrinal Sen and others.

The theme country this year is Australia, to be represented by film editor Jill Elizabeth Bilcock, and film-makers Phillip Noyce and Simon Becker. The Special Focus country this year would be Tunisia.

Highlights of the Chief Minister’s speech:

Your presence encourages us. Bengal welcomes all of you. Enjoy the magic of cinema in Bengal.

More than 70 countries are participating in the festival. More than 170 films will be screened. Australia is our partner country this year.

From Amitabh Bachchan to Soumitra Chatterjee, Shah Rukh to Prosenjit, to the younger generation of actors – everyone is present here.

On the occasion of 100 years of Bengali cinema we pay our homage to all the stalwarts, the artistes who took cinema to great heights.

We are blessed to have legendary figures like Madhabi Di, Sabitri Di in our midst.

If our industry gets the support, we can beat Hollywood, in terms of talent.

Bengal is the cultural capital of not only India but the world. We are the best in every sphere.

Next year we will celebrate the 25th year of Kolkata International Film Festival. We seek the vision of AB, SRK on how to celebrate it in a big way.

KIFF had lost its charm in the past, we restored it after coming to power.

We have to honour our technicians too. Our industry is incomplete without them.

I agree with Mahesh (Bhatt) Ji. Our country needs a vision.

Only in Netaji Indoor Stadium, Kolkata more than 20,000 people watch a film together in one venue. Nowhere in the world so many people watch a film together.

To commemorate the completion of 100 years of Bengali cinema, we will screen Antony Firingee as the inaugural film this year.

Why will we not organise festivals? Festivals are for all. Compete with us on the plank of development.

Unity is strength. Let us all stay united.

Bengal is no. 1 in housing scheme: CM Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee handed over houses constructed as part of the Banglar Bari Scheme to occupants at Netaji Indoor Stadium today. These houses are meant to house the urban poor.

Five lakh people spread over 21 districts are going to be handed over certificates of occupancy.

Mamata Banerjee wants that every citizen of Bengal should have a roof over their heads, and Banglar Bari is a continuation towards that end.

Highlights of her speech:

5 lakh families who do not have pucca houses, have received money for building houses. They will receive Rs 1.2 lakh.

We are aware of the practical problems faced by people in receiving money in instalments. I will request my officials to clear the amount in two instalments only.

Prices of essentials are on the rise. Fuel prices are rising. People are facing a lot of hardship.

We are committed to the welfare of the downtrodden. We are committed to provide a ‘ceiling’ (chhad) on every head.

We have distributed 25 lakh houses under different schemes. We are No. 1 in housing scheme in the country.

Bengal is No. 1 among States in creating rural employment. This is a huge achievement.

We have created 23,000 km rural roads already. 8,000 km roads will be inaugurated on February 13 from Nadia.

Significance of grassroots workers in development work is paramount. Panchayats are our direct link to people.

We have abolished khajna tax on agricultural land. We have given compensation worth Rs 1,200 crore to 30 lakh families who suffered due to floods.

বাড়ি নির্মাণে এক নম্বরে বাংলাঃ মুখ্যমন্ত্রী

আজ রাজ্যজুড়ে গরিব মানুষের বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচীর পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। রাজ্যের ২১টি জেলার প্রায় পাঁচ লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দেওয়া হল।

জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষ বাড়ি বানাতে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। রাজ্যের অন্য অংশের মানুষ পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। কী ধরনের বাড়ি হবে, তার নকশা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে।

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমান আর্থিক বছরে ৩ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তাকে ছাপিয়ে ৫ লক্ষ ৬৮ হাজার মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, সবার মাথায় যেন ছাদ থাকে। গরিব মানুষের আস্তানার অভাব না হয়।

মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কয়েক জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পর জেলায় জেলায় তা দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ বাংলা আবাস যোজনা অনুষ্ঠানে ৫ লক্ষ পরিবারকে – যাদের মাটির বাড়ি অথবা বাড়ি নেই – বাড়ি দেওয়া হল। পাকা বাড়ি তৈরী করতে ১.২ লক্ষ টাকা দেওয়া হবে।

আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, বাস্তব কিছু সমস্যা আছে। আমি অফিসারদের অনুরোধ করব মানুষের সুবিধার জন্য এই টাকাটা ২ কিস্তিতে দেওয়ার জন্য।

প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল সব কিছুর দাম বাড়ছে।

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তার মাথার ওপর একটা ছাদ অর্থাৎ একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে যাতে সে সভ্য সমাজে মানবিকভাবে বাঁচতে পারে।

আমরা ৬ বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় ২৫ লক্ষ বাড়ি নির্মাণ করেছি গরীব মানুষদের দেওয়ার জন্য। বাড়ি তৈরির ক্ষেত্রে সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে।

১০০ দিনের কাজে সারা ভারতবর্ষের মধ্যে বাংলা ১ নম্বরে। এটা একটা বড় কাজ।

ইতিমধ্যেই গ্রামাঞ্চলে ২৩ হাজার কিমি রাস্তা করে দেওয়া হয়েছে। আগামী ১৩ তারিখ নদিয়া থেকে আরও ৮ হাজার কিমি রাস্তা-র উদ্বোধন করা হবে।

নিচু তলার মানুষের গুরুত্ব সবচেয়ে বেশি। গ্রামাঞ্চলে পঞ্চায়েতই হল জনসংযোগের সবচেয়ে বড় জায়গা।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ লক্ষ পরিবারকে ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।

 

Bengal Govt institutes bravery award for girls in the memory of Sister Nivedita

The Bengal Government has instituted a bravery award for girls in the memory of the philanthropist and social reformer, and one of Swami Vivekananda’s foremost disciples, Sister Nivedita. The decision was taken recently by the committee formed by the government to commemorate the 150th birth anniversary of Nivedita.

The awards have been decided to be handed over on October 5 at Netaji Indoor Stadium, during the course of a programme on the social reformer.

Sister Nivedita, for her whole life, worked tirelessly for the education and all-round empowerment of women, hence the State Government decided to constitute the award in her memory.

The other decisions taken by the committee on that day include the distribution of a collected works of Sister Nivedita, to be compiled by Ramakrishna Math and Mission, among students from standards IX to XII in State Government-run schools and the renovation of the mausoleum of the Sister in Darjeeling.

Earlier decisions taken with regard to the sesquicentennial celebrations include converting the house of Sister Nivedita in Darjeeling into an educational centre of excellence and the granting of 5 acres in Rajarhat to Ramakrishna Mission for the setting up of a humanitarian centre of excellence.

Under the express instructions of Chief Minister Mamata Banerjee, the State Government has been extensively celebrating the 150th birth anniversary of Sister Nivedita, to inculcate in today’s youth the humane values she stood for, just as it had done for the 150th birth anniversary of her guru, Swami Vivekananda.

 

 

ভগিনী নিবেদিতার নামে সাহসিকতার পুরস্কার

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষে মেয়েদের জন্য সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উদ্‌যাপন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
এই বছরে ৫ অক্টোবর ভগিনী নিবেদিতাকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে মেয়েদের বিভিন্ন সাহসিকতামূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে। নারী সমাজের উন্নয়ন, নারী শিক্ষা, নারীর অধিকার নিয়ে ‌ভগিনী নিবেদিতা সারা জীবন কাজ করেছেন। তাই তাঁর নামে এই সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার।
এছাড়াও ভগিনী নিবেদিতার বিভিন্ন লেখা নিয়ে একটি সঙ্কলন তৈরি করবে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই সঙ্কলনটি রাজ্য সরকার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে। বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে সঙ্কলনটি পড়ার জন্য দেওয়া হবে, যাতে ভগিনী নিবেদিতার চিন্তাধারায় তারাও উদ্বুদ্ধ হতে পারে।
মহারাজ এদিন বলেন, স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পালন করেছে, তা আর কোনও সরকার করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষও উদযাপন করছে।
কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে দার্জিলিঙে ভগিনী নিবেদিতার সমাধিস্থল সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে। আগেই ঠিক হয়েছিল দার্জিলিঙে ভগিনী নিবেদিতার বাড়িতে শিক্ষার প্রসারে উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে।
এখানে রাজারহাটে পশ্চিমবঙ্গ সরকার ৫ একর জমি রামকৃষ্ণ মিশনকে দিয়েছে, ভগিনী নিবেদিতার নামে মানবিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য।‌‌

Source: Aajkaal

Bengal CM appeals for harmony during festive season

The Chief Minister attended a meeting with organisers of Durga Puja in the city. Representatives of all religions were also present in the meeting held in Netaji Indoor Stadium on Wednesday.

The Chief Minister said immersion of idols will take place till 6 pm on Dashami that is on September 30. There will be no immersion on October 1. Idol immersion will resume on October 2 and continue till October 4.

She urged the Puja organisers to take necessary measures so that no one can get even a small opportunity to create trouble during the festival. She also urged the Puja organisers to distribute footballs among children as the FIFA Under-17 Football World Cup is going to start soon after the Puja and Kolkata is the host city.

The CM said that guests from different parts of the world, who will be pouring into the city for the World Cup, will also be invited to be in the carnival that will be taking place on Red Road on October 3.

 

উৎসবের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গা পুজো আয়োজকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সকল ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী ৩০শে সেপ্টেম্বর (বিজয়া দশমীর দিন) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিমা ভাসান দেওয়া যাবে।একাদশীর দিন (মানে ১লা অক্টোবর) কোনও বিসর্জন হবে না। ২রা থেকে ৪ঠা অক্টোবর আবার প্রতিমা বিসর্জন দেওয়া যাবে।

উৎসবের দিনগুলোতে সম্প্রীতি ও সংহতি বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী, যাতে কেউ কোনওরকম অশান্তি সৃষ্টি করতে না পারে। দুর্গা পুজোর ঠিক পর পরই অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কলকাতায়। তাই মুখ্যমন্ত্রী পুজো আহ্বায়কদের আর্জি জানান শিশুদের মধ্যে ফুটবল বিতরণ করার জন্য।

৩রা অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত হতে চলা বিসর্জন কার্নিভালে আমন্ত্রণ জানানো হবে কলকাতায় আগত বিদেশী পর্যটকদের।

 

 

 

Kanyashree girls are our pride: Mamata Banerjee

Bengal Government celebrated the international recognition and appreciation received by Kanyashree Prakalpa at a function today at Netaji Indoor Stadium in Kolkata.

Kanyashree Prakalpa was awarded the First Prize at United Nations Public Service Award Ceremony this year.

Representatives from all corners of the State at today’s function. Successful Kanyashree girls were felicitated by the Bengal Chief Minister Mamata Banerjee.

 

Excerpts from the Chief Minister’s speech:

Today is a day of pride for girls. This is the first time a scheme of a State from India won the first prize at United Nations Public Service Day. We dedicate this award to all the Kanyashree girls. We are indebted and grateful to UNICEF, United Nations, DFID. In the past, Kanyashree received several awards for e-governance. The award from UN was the cherry on top.

I had designed the logo and named this scheme. We have also composed a theme song for Kanyashree scheme. Today’s Kanyashree will shape the future. They will run the society. Kanyashree girls are our pride. They are our inspiration.

More and more girls are pursuing higher education now. Now we have K1 (for school girls) and K2 (for college students). We will now launch K3 programme for university students. We will give monthly stipend of Rs 2500 to girl students who score 45% marks.

We provide a sapling to families of newborn babies under Sabuj Shree scheme. We provide scholarships, mid-day meals, school uniforms, bags, shoes. We provide Sabuj Sathi cycles, Siksha Shree, Kanyashree. We have initiated Swami Vivekananda scholarship for meritorious students. We have also set up a fund for research scholars whose stipends have been stopped by UGC.

Poverty is not crime. Jonmo hok jotha totha, kormo hok bhalo. I struggled all my life but never bowed my head before anyone. This is just the beginning; whole life lies ahead. Do not be bogged down by failures. Let there be a competition on merit not money. Let there be a competition about culture, harmony, and humanity. A man is nothing without his character.

Rabindranath and Nazrul are our inspirations. Let them act as your guides in your life. Remember Tagore’s words: “Where the mind is without fear”. Remember what Nazrul wrote, “Samyer gaan gahi”. Swami Vivekananda said, “Na jagile Bharat lolona, ei Bharat jage na jage na.” Do not forget Netaji’s slogan “Jai Hind” or Bankim’s song “Vande Mataram”.

There is no difference between Maa, Mother and Amma. We are humans first, religion comes later. We expect our students to follow the path of humanity, culture and education.

What Bengal thinks today, India thinks tomorrow. Bengal will become the best in the world.

 

 

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্বঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প-‘কন্যাশ্রী’ আজ বিশ্বসেরা। আজ এই আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান উদযাপন করা হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

এবছর সারা বিশ্বের ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে বাংলার কন্যাশ্রীকে সেরা ঘোষণা করে রাষ্ট্রসংঘ। প্রথম পুরস্কার পায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “কন্যাশ্রী”।

রাজ্যের সকল প্রান্ত থেকে কন্যাশ্রীদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

আজ মেয়েদের গর্বের দিন। রাষ্ট্রপুঞ্জ থেকে প্রথম পুরস্কার পেয়েছে কন্যাশ্রী। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। আমরা UNICEF, United Nations, DFID এর কাছে কৃতজ্ঞ। এছাড়াও কন্যাশ্রী e-governance এর জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছে।

কন্যাশ্রীর লোগো আমার আঁকা, প্রকল্পের নামও আমার দেওয়া। এই প্রকল্পের জন্য আমরা একটি থিম সং করেছি। আজকের কন্যাশ্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। কন্যাশ্রী মেয়েরাই আমাদের গর্ব। ওরাই আমাদের অনুপ্রেরণা।

এখন অনেক মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। স্কুলের মেয়েদের জন্য আমাদের রয়েছে K1 এবং কলেজের মেয়েদের জন্য রয়েছে K2। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য আমরা K3 চালু করব। যারা ৪৫% নম্বর পাবে তাদের ২৫০০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে।

সবুজশ্রী প্রকল্পের আওতায় নবজাতকদের একটি করে চারাগাছ দেওয়া হচ্ছে। আমরা স্কুলের বাচ্চাদের স্কলারশিপ, মিড ডে মিল, স্কুল উনিফর্ম, ব্যাগ, জুতো দিচ্ছি। শিক্ষাশ্রী, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী দিচ্ছি আমরা। আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করেছি। UGC স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিয়েছে, যারা গবেষণা করেন তাদের জন্য আমরা একটি ফান্ড চালু করেছি।

দারিদ্র্য আমাদের জীবনের অপরাধ নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি সারাজীবন অনেক কষ্ট করেছি কিন্তু কখনো মাথা নত করিনি। দারিদ্র্যকে জয় করতে হবে। জীবন সবে শুরু হয়েছে, এখনও সারা জীবন পরে আছে। হতাশা-চিন্তা-শঙ্কার কোন জায়গা নেই। আর্থিক নয় মেধার প্রতিযোগিতা হোক, সংস্কৃতির প্রতিযোগিতা হোক, মানবিকতার প্রতিযোগিতা হোক, সম্প্রীতির প্রতিযোগিতা হোক।

মানুষ শেষ হয়ে যায় যখন তার চরিত্র চলে যায়। শিক্ষা-সংস্কৃতি- সভ্যতার মেলবন্ধন, মানববন্ধনের মধ্য দিয়ে আমরা কাজ করি। মা মাটি-মানুষই আমাদের ধ্যান-জ্ঞান-মন-প্রাণ। কবিগুরু, নজ্রুল ইসলাম আমাদের অনুপ্রেরণা। কবিগুরুর একটা কথা মনে রাখবেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’। মাথা উঁচু করে চলতে হবে। নজরুল বলেছিলেন, ‘সাম্যের গান গাই’। স্বামী বিবেকানন্দের কথা মনে রাখবেন, ‘না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগেনা’। যার আদর্শ-দর্শন-মনন-স্বার্থকতা আছে সেই বিশ্ব সেরা। নেতাজির ‘জয় হিন্দ’, বঙ্কিমের ‘বন্দেমাতরম’, কবিগুরুর ‘জনগণমন’ কখনো ভুলবেন না।

মা মাদার আম্মির মধ্যে কোন তফাত নেই। সবার আগে আমরা মানুষ। আমি আমার ছাত্রবন্ধুদের কাছে মানবিকতা আশা করি, শিক্ষা সভ্যতা-সংস্কৃতি-সম্প্রীতি-ভালবাসা প্রত্যাশা করি। ওরা জয়ী হোক।

বিশ্বজয় করেছ। আজ কন্যাশ্রী বিশ্ব সেরা পরিবার হয়েছে। বাংলাই আগামীদিনে পথ দেখাবে। What Bengal thinks today, India thinks tomorrow.

Mamata Banerjee unanimously elected Chairperson of All India Trinamool Congress

The organisational election of the Trinamool Congress was held today where Mamata Banerjee was unanimously elected the Chairperson of the party.

The programme was held at Netaji Indoor Stadium. Trinamool Congress was set up in 1998 and Mamata Banerjee has been elected the Chairperson of the party in 2001, 2006 and 2011 in the past. The next election will be held after 6 years.

Didi said she considers herself a worker of the party. Our workers are our biggest assets, she added.

For the full speech of Mamata Banerjee at today’s organisational elections, click here.

 

তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে দলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। ১৯৯৮ সালে তৃণমূল দলটি তৈরী হওয়ার পর ২০০১, ২০০৬ ও ২০১১ সালে দলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিদি বলেন তিনি দলের এক কর্মী মাত্র। দলের কর্মীরাই সবচেয়ে বড় সম্পদ।

 

Trinamool will fight the Assembly polls with discipline: Mamata Banerjee

Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed a meeting of the General Council of the party today at the Netaji Indoor Stadium.

Party MPs, MLAs, district council members, municipality councillors and senior district leaders were present at this crucial meeting.

Chairperson Mamata Banerjee praised the audience for maintaining discipline, and asked them to maintain that same discipline during the elections. She said that Trinamool Congress would not be provoked to do any wrong. She also stressed the fact that her party will respect the decisions of the Election Commission.

 The salient points of Chairperson Mamata Banerjee’s speech are as follows:

  • Small incidents are blown out of proportion and perpetrators are being wrongfully termed as Trinamool Congress leaders by some from the media.
  • Trinamool implies head being held high, let the Almighty have mercy on those who are continuously spreading slanders on Trinamool Congress.
  • We are always beside our co-workers, but if anybody uses the party for individual gains, that will not be tolerated.
  • Trinamool candidature does not need lobbying. It is necessary to work for the party. I keep watch on what is happening in Bengal.
  • I request all to work together along with those who have joined Trinamool Congress today. You have to be informed regarding our history.
  • 55,000 of our co-workers have died in the 34 years of Left rule. Do not forget their martyrdom.
  • It was our challenge that what the Left Front Government could not do, we will do and prove. That is why we work day and night.
  • We can’t differentiate between people for developmental works.
  • My request to the young generation is to be dedicated and disciplined.
  • Let the determination, devotion and dedication that we saw in our student lives be revived among students for a better Bengal.
  • We want our party to be an example among all other political parties, we want people to be proud of Trinamool Congress activists.
  • Development and communal harmony – this is what Trinamool is all about, please remember.
  • No decision taken during the last 4 years has hurt anybody in Bengal. We are proud of this.
  • CPI(M) and Congress are now tied up. We do not care if there is any coalition. But as long as we live, we will roar like a lion.
  • I am progressive. We take the good points from people. We cannot go against our ethics.
  • Our ministers in the Central Cabinet resigned rather than going against our ethics. Parties which go against their ethics will cease to exist.
  • Please do not do anything so that others can point a finger at Trinamool Congress. We instituted Khadya Sathi. I will not tolerate any politics.
  • 23 lakh bicycles have already been distributed for Sabuj Sathi. Two lakh more will be given out this month, and another 15 lakh very soon.
  • We are helping Imams and Moazzems. Today we will institute health schemes for journalists.
  • We have given employment to 68 lakh unemployed youth. Bengal is number 1 in skill development, agriculture and so many more sectors.
  • What happened to Sanchaita and other chit funds? We have instituted a law on chit funds.
  • I wish good health to my friends in the Opposition. You are no match for our developmental work. The people of Bengal are with us.

 

 

শৃঙ্খলার সাথে নির্বাচনে লড়বে তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে জেনারেল কাউন্সিলের বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলর সহ সব নেতা নেত্রী এবং কর্মীরা উপস্থিত ছিলেন এই সভায়। দৃঢ়তা ও নিষ্ঠা বজায় রেখে কর্মীদের শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য তাদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলবে তৃণমূল।

মুখ্যমন্ত্রী বক্তব্যর কিছু বিষয়ঃ 

  • কিছু সংবাদ মাধ্যম ছোট ছোট ঘটনার সাথে তৃণমূল নেতাদের নাম জড়িয়ে ফলাও করে সেইগুলি প্রচার করে
  • আমরা সর্বদা আমাদের কর্মীদের পাশে আছি, কিন্তু কেউ যদি ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করে আমারা তা সহ্য করব না
  • তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে বাঁচে, যারা কুৎসা করছে তাদের ঈশ্বর ক্ষমা করুন
  • তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য দরকার মানুষের জন্য কাজ করা, বাংলার সর্বত্র কোথায় কি হচ্ছে আমি নজর রাখছি
  • সকলকে একজোটে কাজ করার আহ্বান জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের ইতিহাস সম্পর্কে আপনাদের অবগত থাকতে হবে
  • সিপিএম এর ৩৪ বছরের রাজত্বকালে আমাদের প্রায় ৫৫ হাজার সহ-কর্মীর মৃত্যু হয়েছে
  • বাম সরকার যা করতে পারেনি তাই করে দেখানো আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, তাই আমরা দিন-রাত মানুষের জন্য কাজ করি
  • উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে মানুষের মধ্যে বিভেদ করা উচিত নয়
  • তরুণ প্রজন্মকে আমার অনুরোধ তারা যেন তাদের আচরণে শৃঙ্খলা বজায় রাখে
  • পশ্চিমবাংলার উন্নয়নের জন্য আমাদের কাজের মধ্যে ছাত্র জীবনের সংকল্প ও সংহতি ফিরিয়ে আনতে হবে
  • আমরা আমাদের দলকে অন্য সব রাজনৈতিক দলের মধ্যে একটি উদাহরণ করতে চাই, আমরা চাই মানুষ আমাদের কর্মীদের জন্য গর্ববোধ করুক
  • তৃণমূলের আদর্শ হল উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি
  • গত ৪ বছরে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যা মানুষকে আঘাত করে, আমরা এজন্য গর্বিত
  • সিপিএম-কংগ্রেস এখন জোট করছে। আমরা কোনওরকম জোটের পরোয়া করিনা
  • সবাই সারদা নিয়ে আগ্রহী, সঞ্চিতা সহ বাকি চিট ফান্ড গুলোর কি হল? আমরা চিট ফান্ড সংক্রান্ত আইন নিয়ে এসেছি
  • আমি প্রগতিশীল, আমি মানুষের ভালো দিকগুলো থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা নীতিবিরুদ্ধ কাজ করি না
  • এমন কোন কাজ করবেন না যাতে মানুষ তৃণমূলের দিকে আঙুল তুলতে পারে, খাদ্য সাথী নিয়ে কোনও রকম রাজনীতি বরদাস্ত করব না

 

 

WB CM inaugurates centenary celebration of Bharat Sevashram Sangha

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated the centenary celebrations of Bharat Sevashram Sangha at Netaji Indoor Stadium today.

The ceremony is the beginning of a series of programmes to be held all through the year. National and international dignitaries attended the inaugural ceremony of this humanitarian organisation.

The organisation was bestowed with Banga Bibhushan for social service in 2015.

Bharat Sevashram Sangha was founded by Pranabananda Maharaj on the day of Maghi Purnima in 1917, in Faridpur in Bangladesh. Today it is one of the biggest social service organisations in India.

 

ভারত সেবাশ্রম সঙ্ঘের শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভারত সেবাশ্রম সঙ্ঘের শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ এই অনুষ্ঠানের সূচনা হওয়ার পর আগামী এক বছর ধরে চলবে নানা অনুষ্ঠান। দেশ-বিদেশ থেকে বহু বিশিষ্ট মানুষজন আসছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।

গত বছর বঙ্গবিভূষণ সম্মান পেয়েছে ভারত সেবাশ্রম।

১৯১৭ সালে বাংলাদেশের ফরিদপুরে এই  সঙ্ঘের প্রতিষ্ঠা করেন স্বামী প্রণবানন্দ মহারাজ।

 

Govt will help to set up a modern table tennis academy: WB CM

West Bengal Chief Minister Mamata Banerjee on Monday said she wants a table tennis academy to be built in the state while speaking at the prize distribution ceremony of the at the 77th Cadet and Sub-Junior National Table Tennis Championships, at Netaji Indoor Stadium.

“We are thinking of building a modern table tennis academy. We will help in every way possible,” she told.

State Sports Minister in charge Aroop Biswas said: “We have two places to choose from in Kolkata. Or else we will have it somewhere near north Bengal.”

The State Government awarded Rs.2 lakh to veteran paddler Mouma Das for her services. She also received a cash prize of Rs.50,000 from the West Bengal Table Tennis Association.