Farmers are our assets: Bengal CM at Mati Utsav inauguration

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated Mati Utsav today at Mati Tirtha, which is located in Purba Bardhaman district.

The Chief Minister had initiated the festival marking the growth of the agriculture sector in the state. Initially, it used to take place at Lalbaba Ashram Ground in Panagarh. It was in 2016 that Mati Tirtha, a permanent venue, was set up near Kalna Road.

The preparation for the festival had started in December. Thousands of people visit Mati Tirtha during the event.

There are stalls of the Agriculture Department and its allied departments where farmers would get to know about different modern techniques of farming. There will also be a separate arena where they can discuss the problems they usually face in farming with experts. The step has been taken so that after getting to know about the problems, concerned officials of the departments can revert promptly with remedies.

Besides felicitating the farmers, there are certain new components at the Mati Utsav this year.

It may be mentioned that the Trinamool Congress Government has taken several steps for the benefit of farmers over the past six years to ensure that they incur profit. The average annual income of farmers has doubled, compared to six years ago.

 

Highlights of the Chief Minister’s speech:

We started Mati Utsab in 2012 while United Nations declared 2015 as the ‘International Year of the Soils’. Bengal is the only State which started a festival centered around the soil.

We set up this permanent ‘Mati Tirtha’ to help farmers, provide them inputs on farming, listen to their problems and provide solutions.

103 farmers have been honoured with Krishak Samman today.

Our Kanyashree girls stopped 120 child marriages in different districts. They will be felicitated with Bravery Award. My best wishes to them.

We returned the land forcefully acquired in Singur. The land has become fertile and productive again.

We have paid compensation worth Rs 1200 crore to farmers affected by floods.

We have received Krishi Karman award five years in a row for our achievements in agriculture.

79 lakh Kisan Credit Cards have been disbursed. Banks have been asked to give more loans against these KCCs.

14 March is observed as Kisan Dibas in Bengal. Our farmers are our assets. If they do well, will they produce food for us to eat. You are our pride. It is our responsibility to work for them.

Three new Kishi Universities have been set up. We have set up 186 Kisan Mandis. We are providing farming equipment to farmers.

361 purchase centres have been set up for direct procurement of paddy from farmers.

We have paid premium worth Rs 626 crore for Fasal Bima. 45 lakh farmers have benefitted. Farmers do not pay a penny. 21 lakh hectare farmland has been brought under crop insurance.

We have done away with ‘khajna’ tax on agricultural land.

Bardhaman Purba and Bardhaman Paschim districts have been declared ODF today. My best wishes to the people. 4.4 lakh toilets have been constructed in these districts.

Four new power sub-stations are coming up in Bardhaman Purba district, new power project at Katwa is also under process.

38 Nischay Jaan ambulances (for pregnant women) are being allotted to Bardhaman Purba district. A multi super speciality hospital is coming up at Kalna.

A new Textile Park is coming up at Shaktigarh. A Mishti Hub is also coming up in Bardhaman, which is famous for its sweets.

A new North-South Corridor being set up that will pass through Bardhaman. Rs 3000 crore has been allocated for this project.

We have started a Rs 2768 crore project to bring more land under irrigation in the districts of Paschimanchal.

5 lakh beneficiaries will be handed over houses under ‘Banglar Bari’ scheme on January 29, 2018.

Three lakh people have received assistance for building houses under Geetanjali scheme.

Bengal cannot be threatened by intimidation tactics. We live with our heads held high.

 

 

কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব: মুখ্যমন্ত্রী

আজ পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত মাটি তীর্থে মাটি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষির উন্নয়নের জন্য, এবং কৃষকদের বিভিন্ন সমস্যা এক ছাতার তলায় সমাধান করতেই এই মাটি উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে এই উৎসব পানাগড়ে অনুষ্ঠিত হত। ২০১৬ সালে একটি স্থায়ী জায়গা তৈরী করা হয় কালনা রোডের পাশে – এই স্থানটিকেই বলা হয় মাটি তীর্থে।

এই উৎসবের প্রস্তুতি ডিসেম্বর মাসেই শুরু হয়ে গেছিল। হাজার হাজার মানুষ উৎসবের সময় মাটি তীর্থে আসেন। এই উৎসব প্রাঙ্গনে কৃষি ও কৃষি সংক্রান্ত বিভিন্ন দপ্তরের স্টল থাকবে, যেখানে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতির ব্যাপারে জানতে পারবেন। কৃষিক্ষেত্রে নানা সমস্যার ব্যপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার ব্যবস্থা থাকবে। কৃষকদের সম্বর্ধনাও দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের উন্নতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উদ্যোগ নিয়েছেন। কৃষকদের আয় ছয় বছরে দ্বিগুন হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

আমরা ২০১২ সালে মাটি উৎসব চালু করেছি, আর ইউনাইটেড নেশন চালু করে ২০১৫ সালে। বাংলা একমাত্র রাজ্য যারা মাটিকে ভালোবেসে মাটি উৎসবের কথা ঘোষণা করেছিল।

আমরা মাটি তীর্থ তৈরি করেছি। এখানে কৃষকদের মাটি কথা শোনানো হবে, প্রদর্শনী হবে, পরামর্শ দেওয়া হবে এবং মাটির গুনগান ব্যাখ্যা করা হবে।

আজ ১০৩ জন কৃষককে কৃষক সম্মান দেওয়া হল।

আমাদের কন্যাশ্রী মেয়েরা জেলায় জেলায় ১২০ টি বাল্য বিবাহ বন্ধ করেছে। তাদেরকে Bravery Award দিয়ে পুরস্কৃত করা হবে। ওদের জন্য আমরা গর্বিত।

আমরা সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছি। সেখানে এখন সোনার ধান ফলছে। এটা আমাদের গর্ব।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে আমাদের সরকার।

আমরা পরপর ৫ বার কৃষি কর্মন পুরস্কার পেয়েছি। আমাদের সরকার কথা কম বলে, কাজ বেশি করে।

৭৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। কৃষি ঋণ দেওয়ার জন্য আমরা আমাদের কো অপারেটিভ ব্যাঙ্কগুলিকে আমরা বলেছি, যাতে তারা বেশি করে লোণ দেয়।

আমাদের সরকার প্রতি বছর ১৪ মার্চ কৃষক দিবস পালন করে। কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। তারা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব।

৩টি নতুন কৃষি মহাবিদ্যালয় তৈরি করা হয়েছে । আমরা ১৮৬ টি কিষাণ বাজার গড়ে তোলা হয়েছে। চাষের জন্য কৃষকদের বিভিন্ন যন্ত্রপাতি, ঋণ দেওয়া হয়েছে।   

কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান কিনতে পারে সেজন্য কিষাণ বাজারগুলিতে ৩৬১ টি purchase centre তৈরি করা হয়েছে। আমরা এখন কৃষকদের থেকে সরাসরি ধান কিনছি।

২১ লক্ষ হেক্টর চাষের জমি আমরা বাংলা ফসল বিমার আওতায় নিয়ে এসেছি, এর মাধ্যমে প্রায় ৪৫ লক্ষ কৃষক উপকৃত হয়েছে। সরকার কৃষকদের জন্য ৬২৬ কোটি টাকা প্রিমিয়াম দিচ্ছে।

আমরা কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছি।

আজ বর্ধমান পূর্ব ও বর্ধমান পশ্চিম জেলা নির্মল জেলা ঘোষিত হয়েছে। সকলকে আমার অভিনন্দন। এই জেলায় ৪.৪০ লক্ষের বেশি শৌচাগার তৈরি করা হয়েছে।

বর্ধমান পূর্ব জেলায় ৪ টি নতুন পাওয়ার সাব স্টেশন তৈরি হচ্ছে, কাটোয়ায় আরও একটি বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে।

বর্ধমান পূর্ব জেলার জন্য ৩৮ টি নিশ্চয় যান দেওয়া হয়েছে। কালনায় মাল্টি সুপার হাসপাতাল চালু হয়েছে।

শক্তিগড়ে একটি নতুন টেক্সটাইল পার্ক তৈরি হয়েছে। বর্ধমানে মিষ্টি হাব তৈরি হচ্ছে।

নর্থ সাউথ করিডোর তৈরির কাজ শুরু হয়েছে। ৩ হাজার কোটি টাকা ব্যয়ে আর একটি রাস্তা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলির সেচের কাজের জন্য ২৭৬৮ কোটি টাকার একটি প্রকল্পের কাজ নেওয়া হয়েছে।

আগামী ২৯ জানুয়ারি ৫ লক্ষ মানুষকে গ্রামীণ আবাস যোজনার আওতায় বাংলার বাড়ি দেওয়া হবে।

৩ লক্ষ মানুষকে গীতাঞ্জলি প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বাংলা কখনো মাথা নত করে না, কারো কাছে আত্মসমর্পণ করে না।

 

Mishti Hub in Burdwan to be inaugurated on March 14

Within two days after Chief Minister Mamata Banerjee announced that Mishti Hub in Burdwan will be inaugurated in the next two months, traders have started receiving orders for traditional sweets which will be prepared in the under-construction hub.

On January 9, the Chief Minister announced that the proposed Mishti Hub will be inaugurated on March 14. She made the announcement from the inaugural ceremony of Mati Utsav.

The decision to set up the hub was taken considering the business potential of the locally made traditional sweets and it was decided to sell the sweets in small packets in all the outlets of Biswa Bangla. She had also announced that the same sweets will be marketed abroad.

 

Image is representative (source)

 

বর্ধমানে ‘মিষ্টি হাব’ উদ্বোধন হবে ১৪ই মার্চ

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী দুমাসের মধ্যে উদ্বোধন হবে বর্ধমানের মিষ্টি হাবের। মুখ্যমন্ত্রীর ঘোষণার দুদিনের মধ্যে কারিগররা মিষ্টি তৈরির অর্ডার পেতে শুরু করেছেন।

গত ৯ জানুয়ারি মাটি উৎসবের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ১৪ তারিখ ‘মিষ্টি হাব’ এর উদ্বোধন হবে।

বাংলার জনপ্রিয় মিষ্টিগুলোই এখানে তৈরি হবে।বিশ্ব বাংলা স্টলগুলিতে প্যাকেটে করে এই মিষ্টি বিক্রি হবে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে একই মিষ্টি বিদেশেও বাজারজাত করা হবে।

 

CBI has become ‘Conspiracy Bureau of Investigation’: Mamata Banerjee

Today, during the inauguration of Mati Utsav in Bardhaman, Bengal Chief Minister Mamata Banerjee once again lashed out at the Centre’s decision to demonetise Rs 500 and Rs 1,000 currency notes last November. The decision has brought untold miseries upon the people.

“Farmers are suffering due to demonetisation. Daily wagers are starving”, said the Chief Minister. She pointed out to the futility of asking people to deposit the demonetised currencies into their bank accounts and exchange them with new ones, since “92% of the rural areas do not have banks or post offices”.

She then tore into the Central Government’s argument of striving for a cashless society and paying through cards.

“The Centre talks of a cashless society while the people cannot even withdraw their own money from banks” because “40% of the banks do not have money”. “They are talking of cashless India. But people have become ‘cash less’”; so “will people eat plastic money?”

Mamata Banerjee said, “Two months of Modi’s ‘note bandi’ has spelt doom for the people. Bengal has lost revenue worth Rs 5,500 crore in two months”.

On the failed promise of the Prime Minister to bring back black money stashed in foreign accounts, she said, “Modi has failed to bring back black money from abroad. Who gave the Centre the right to take away people’s white money?”

She said, “The Central Bureau of Investigation (CBI) has instead become ‘Conspiracy Bureau of Investigation’”.

“The current situation”, the Chief Minister said, “is worse than the Emergency. The economy has been bulldozed. Markets are on a downward spiral. This is a signal of bad times”.

During these times of dire straits, she said, “it is our responsibility to stand by the people and lend a voice to their problems,” at the same time, daring the Centre to “arrest” her for taking the side of the common people and protesting.

 

সিবিআই এখন ‘কন্সপিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে’ পরিণত হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বর্ধমানে মাটি উৎসবের সূচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

তিনি বলেন, “নোট বাতিলের ফলে চাষিরা সমস্যার সম্মুখীন, ক্ষেত-মজুররা খেতে পাচ্ছেন না। যে দেশের ৯২ শতাংশ গ্রামে ব্যাঙ্ক বা পোস্ট অফিস নেই”।

“কেন্দ্রীয় সরকার ক্যাশলেস অর্থনীতির কথা বলছে অথচ সাধারন মানুষ নিজের টাকাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছে না। কারন ৪০ শতাংশ বাঙ্কে টাকা নেই। মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। তাহলে মানুষ কি প্লাস্টিক মানি খাবে?” তিনি প্রশ্ন করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মোদীর নোটবন্দির ২ মাস আর জনগনের সর্বনাশ, ২৫ শতাংশ রাজস্ব কমে গেছে। ২ মাসে রাজ্যে ৫৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে”।

সিবিআই এখন “কন্সপিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে’ পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় “দেশের অবস্থা জরুরির থেকেও খারাপ, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হয়েছে, বাজার এখন নিম্নমুখী, খুব খারাপ সময়ের দিকে এগোচ্ছি আমরা।”

সবশেষে তিনি বলেন, “বিপদের সময় সাধারন মানুষের পাশে দাঁড়ানো ও তাদের কষ্টের কথা তুলে ধরা এটা আমাদের কর্তব্য, সাধারন মানুষের পাশে থাকার জন্য ও তাদের হয়ে প্রতিবাদ করার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছে হলে তাঁকে গ্রেফতারও করতে পারে”।

Soil is our inspiration, our ‘karmabhoomi’: Mamata Banerjee at Mati Utsav inauguration

Chief Minister Mamata Banerjee today felicitated 21 farmers with Mati Samman award for their extraordinary achievements in the agriculture sector, on the sidelines of Mati Utsav in Burdwan.

Mamata Banerjee had initiated Mati Utsav after coming to power to promote the agriculture sector of the state. This year it will continue from January 9 for the next five days at Mati Tirtha. This year around 116 stalls of different departments of the state government have been set up from where the farmers would get opportunity to showcase, promote and sell their produce.

Speaking on the occasion she said that the soil is “our inspiration, our karmabhoomi”. She said while Bengal started Mati Utsav in 2012, United Nations declared 2015 as the ‘International Year of the Soils’. She said, “What Bengal thinks today, the world thinks tomorrow.”

The Chief Minister announced that 14 March will be observed as Krishak Divas and ‘Krishi Ratna’ and ‘Krishi Samman’ awards will be given away on that day. Lyangcha Hub in Burdwan will also be inaugurated on that day.

The Chief Minister said, “I believe in constructive development. We must not engage in destructive politics.”

 

 

মাটি আমাদের অনুপ্রেরণা, মাটি আমাদের কর্মভুমি: মাটি উ९সবের সূচনায় মুখ্যমন্ত্রী

আজ মাটি উ९সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কৃষিক্ষেত্রে অসাধারন নৈপুণ্যের পরিচয় দেওয়ার জন্য ২১জন কৃষককে আজ মাটি সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহর সংলগ্ন সাধনপুর কৃষিখামারে ‘মাটি তীর্থ কৃষি কথা’র স্থায়ী মঞ্চে ১৩০টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষিক্ষেত্রকে আরও উন্নত করতেই এই মাটি উ९সবের সূচনা করেন। আজ থেকে শুরু হয়ে আগামী ৫ দিন ব্যাপী চলবে এই উ९সব।

এবারের উ९সবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১১৬টি বিপনন কেন্দ্র থাকবে এই উ९সব প্রাঙ্গনে যেখানে কৃষকরা সুযোগ পাবেন তাদের ফসল মানুষের সামনে তুলে ধরার ও পাশাপাশি বিক্রিরও।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • ২০১২ সালে আমরা প্রথম মাটি উ९সবের সূচনা করি, ২০১৫ সালে মাটি উৎসবের ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ
  • বাংলা আজ যা ভাবে সমগ্র বিশ্ব তা ভাবে আগামীকাল
  • মাটি তীর্থকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতে হবে
  • মাটি আমাদের অনুপ্রেরণা, মাটি আমাদের করমভুমি ভুমি, সংস্কৃতির ভুমি
  • চাষবাস ও কৃষিকাজে এক নম্বরে বর্ধমান
  • বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ৫০০ কোটি টাকার প্রকল্পের কাজ নিয়েছি
  • বর্ধমানে কর্মতীর্থ, কৃষক বাজার, পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে
  • বর্ধমানে কৃষি বিশ্ববিদ্যালয়, মিষ্টির হাব (ল্যাংচা হাব, মিহিদানা হাব) তৈরি হচ্ছে
  • আগামী ১৪ মার্চ কৃষক দিবসের দিন ‘কৃষি সম্মান’ ও ‘কৃষক রত্ন’ পুরস্কার দেওয়া হবে
  • আগামী ১৪ মার্চ ল্যাংচা হাবের উদ্বোধন হবে
  • আমি গঠনমূলক কাজ পছন্দ করি, ধ্বংসাত্মক কাজের পক্ষে আমি নই
  • মুরগীর মত হাঁসের পোল্ট্রি করার পরিকল্পনা রয়েছে আমাদের, এর ফলে অনেক কর্মসংস্থান হবে

 

mati utsab

WB CM inaugurates ‘Mati Tirtha’ in Bardhaman

Mati Utsav, an initiative of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, set to take off from today, January 19 and will continue till January 25. The Chief Minister inaugurated it.

Every year, this festival was being held at the Lalbaba Ashram ground in Panagarh in Bardhaman district. This year a permanent venue called Mati Tirtha, near Kalna Road, has been readied. Already, this new festival ground has become a place of attraction for local residents who are coming in large numbers.

The State Agriculture Marketing Department readied the newly-constructed permanent venue. The Chief Minister also laid the foundation stone of ‘Lyangcha Tirtha,’ a manufacturing and marketing hub for the famous local sweets of Bardhaman district – lyangcha, mihidana and sitabhog.

 

The salient points of the speech she gave at the inauguration of Mati Utsav are as follows:

  • I welcome everyone on this joyous occasion. I am happy to see my folk artists perform here.
  • Mati Tirtha symbolises the rural culture. Farmers can now get guidance from here.
  • There is also a small hut here where I will come and stay when I want to stay close to my beloved Mati.
  • This soil is our dharma bhoomi, karma bhoomi, pitri bhoomi, matri bhoomi.
  • We started Mati Utsav is 2012. The United Nations declared 2015 as the International Year of the Soil. Bengal shows the way for the world.
  • It is our land that has made us who we are today. We must celebrate this rich heritage of our land.
  • I love greenery. I love environment. I love nature. We must promote agriculture and animal husbandry.
  • 341 Krishi Ratnas have been given out today, as part of Krishi Samman. We observe Krishi Diwas on Nandigram Diwas.
  • We have allocated Rs 450 crore for a new agricultural project.
  • Mati Tirtha has been developed keeping in mind farmers, artists and the local people.
  • In Bardhaman, superspeciality hospitals are coming up in Asansol and Kalna.
  • A medical hub is coming up in Asansol.
  • An industrial park is coming up in Panagarh.
  • A Greenfield airport has already come up in Andal. It will give a major boost to the development of the area.
  • We have allocated Rs 400 crore for electrification of rural Bengal.
  • We have allocated Rs 262 crore for further improving the power infrastructure.
  • We have inaugurated nine Karma Tirthas (marketing hubs) in Bardhaman district at a cost of Rs 243 crore.
  • Seven more Karma Tirthas have been inaugurated today.
  • 12 mini-stadiums will come up in Bardhaman district.
  • A hub for the manufacturing and marketing of lyangcha, sitabhog and mihidana, called Lyangcha Tirtha, is also coming up here. These delicacies will be marketed under the Biswa Bangla brand.
  • We have taken initiatives for boosting the muslin industry. 50 Muslin artisans are being specially trained by the State Government.
  • We have provided government service to almost 8.5 crore people out of the eligible 9 crore in the State.
  • 7.7 crore people would be provided foodgrains at a subsidised rate – rice at Rs 2 per kg per person and flour (atta) at the same rate – under the Khadya Sathi programme. Of these 7.59 crore are already getting these.
  • 31 lakh girls have been registered under the Kanyashree Scheme.
  • 40 lakh students are being given bicycles under the Sabuj Sathi Scheme – 25 lakh students of classes X to XII would be provided by February, and 15 lakh students of class IX would be provided from May to September.
  • 16 lakh students have received scholarships under the Sikshashree scheme.
  • 1.25 crore minority students have been given scholarships in the last 4 years, while during the 34-year CPI(M) rule, only 8 lakh were distributed.
  • 1 lakh have benifitted under the Yuvashree Scheme.
  • 50,000 folk artists have been registered under Lok Prasar Scheme.
  • Karma Tirthas, Kisan Mandis, industrial training institutes (ITIs) – we have done so much for West Bengal.
  • Our government has given 30% subsidy to self-help groups (SHGs). We have reduced the interest on loans for SHGs by 2%, and started insurance schemes for accidental deaths for SHG members.
  • 42 lakh caste certificates have been given out in one month. It was very difficult to obtain the same under the previous government.
  • The Agriculture Department will be in constant contact with the farmers, advising them and assisting them to better their farming practices.
  • The Left Front government incurred huge debts and we are still paying back the Centre, a huge Rs 1 lakh crore per year.
  • What was not done in 34 years has been done in four years by us despite of this financial crunch.
  • A krishi viswavidyalaya (agricultural university) is coming up in Sadhanpur (in Bardhaman district).
  • A polytechnic college has been set up in Memari.
  • 200 schools in this district have been upgraded from secondary to higher secondary.
  • 100% of the eligible recipients for Kisan credit cards (KCCs), digital ration cards and mid-day meals (MDMs) have been covered.
  • Out of a target of 45 lakh metric tonnes of food grain procurement from farmers, we have already bought 14 lakh metric tonnes.
  • Seven new fair price medicine shops, five new fair price diagnostic centres, 24 new SNCUs have come up in Bardhaman.
  • 2.75 lakh acres of land have been brought under irrigation in the district. An area of 62,000 more acres will be brought under irrigation soon.
  • 480 muslin artists have been brought under ‘Project Muslin’ in Bardhaman.
  • An Asian Development Bank (ADB)-finance road project worth Rs 3200 crore will pass through Bardhaman.
  • Another road will connect North Bengal to South Bengal.
  • Mati is the biggest strength of my life.
  • West Bengal has received Krishi Karman award from the Centre for the fourth year in a row.
  • We are number one in India in small scale industries and skill development.
  • We are number one in India in providing scholarships to minority-community students.
  • We have provided reservation to 97% of the eligible communities.
  • We have set up 13 universities and 45 Government colleges. Only 30 colleges were set up in Bengal from independence till 2011.
  • We have set up 130 Kisan Bazaars, out of our target of 176.
  • We will take up new work every new day that we get. Work waits for no one.
  • We believe in people’s alliance and not in any unholy nexus or compromise.
  • We have distributed compensation worth Rs 1100 crore for the flood-affected last year. The Centre did not pay a penny to us.
  • The Centre stopped funds for the ICDS programme. We are paying the salaries of ASHA workers – Rs 1500 each per month. We have provided income-generation opportunities to the tune of Rs 6000-7000 for the ASHA workers. We will distribute bicycles to ASHA workers too.
  • Our work should reflect our tolerant attitude.
  • We believe in a political ideology that is not destructive but which believes in creation. We abhor parties that delight in skeletons and dead bodies.
  • Who created 19 human rights courts and fast track courts? We did.
  • More jobs will be created as more infrastructure is being created. We have given jobs to 67 lakh people in four years. Two lakh more would be provided.
  • 70 police stations have been set up in the State, among which there are 26 women’s police stations and eight coastal police stations.
  • Some people only spread hate and jealousy. Who stopped you from working in your 34-year rule?
  • The days of load-shedding are over. The Left Front Government was called the government of power cuts. That is history now.
  • People will laud Mamata Banerjee for the next 100 years for her work.
  • Who stopped the Left Front from starting Krishak Ratna, Mati Tirtha, Lok Prasar or Karma Tirtha? Why are they complaining now?
  • I thank the Indian Chamber of Commerce for their support and cooperation in organising this Mati Utsav.
  • I have repeatedly visited districts. I do not believe in working from Nabanna. I want to take the Secretariat to the people.
  • January 23 is the birthday of Netaji. It is a day of glory and pride for India. Netaji was the person who created the famous slogan, ‘Jai Hind.’
  • Who stopped the Left Front Government from starting Mati Tirtha, Kanyashree, Shikshasree, Sabuj Sathi or Khadya Sathi?
  • Bengal never loses. Bengal never bows her head.
  • The logo of Sabuj Sathi represents the youth of Bengal who will achieve great success globally.
  • Do not pay heed to those who play divisive politics. The heart cannot be divided. We are all one.

 

বর্ধমানে মাটি তীর্থের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবছরও ১৯-২৫ শে জানুয়ারি মাটি উ९সব পালন করা হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করলেন।

প্রতি বছর এই অনুষ্ঠানটি হয় বর্ধমানের পানাগড়ে লালবাবা আশ্রমে। এবছর থেকে প্রতি বছর এই অনুষ্ঠানটি স্থায়ী ভাবে হবে কালনার কাছে ‘মাটি তীর্থ’ তে।  ইতিমধ্যেই এই নতুন উ९সবের স্থানটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং স্থানীয় মানুষের সমাগম হচ্ছে।

মুখ্যমন্ত্রী ৬৭টি প্রকল্পের শিলান্যাস করেছেন, যার বাজেট ৭৪৬ কোটি টাকা।

বর্ধমানের জনপ্রিয় মিষ্টি-মিহিদানা, ল্যাংচা ও সীতাভোগ প্রস্তুতি ও বিক্রয়কেন্দ্র ‘ল্যাংচা তীর্থ’ শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ 

  • বর্ধমানে মাটি উ९সবের শুভ সূচনায় মুখ্যমন্ত্রী
  • বীরভূমে একটি স্থায়ী মাটি তীর্থ তৈরি হয়েছে
  • “এ মাটি আমার বেদ বেদান্ত, এ মাটি আমার কোরান, পুরান”
  • ২০১২ সাল থেকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি, আমরা সবার আগে এই উ९সব শুরু করেছি
  • আমরা ৬০ জনকে কৃষি সম্মান দিয়েছি
  • ভারতের প্রথম গ্রিন ফিল্ড এয়ারপোর্ট তৈরি হয়েছে অন্ডালে
  • বর্ধমান জেলায় তৈরি হবে ১২ টি মিনি স্টেডিয়াম
  • ব্রধমানে মোট ৭৫০ কোটি টাকার প্রকল্প চালু করা হল
  • ৭ কোটি ৭০ লক্ষ মানুষকে আনা হচ্ছে খাদ্যসাথী প্রকল্পের আওতায়
  • ৩১ লক্ষ কন্যাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত এবং ৪০ লক্ষ ছেলেমেয়ে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে
  • ৬০ হাজার শিল্পী রয়েছেন লোকপ্রসার প্রকল্পের আওতায়
  • উত্সব হবে না তো কি নরকঙ্কাল এর মিছিল হবে?
  • গত ৪ বছরে ১ কোটি ২৫ লক্ষ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়েছে
  • ৪২ লক্ষ জাতি সংশাপত্র দেওয়া হয়েছে
  • আমি চাই বাংলা নিজের পায়ে দাঁড়াক
  • উত্সব এখন চলবে। সব মানুষ মিলে গেলেই উত্সব হয়
  • জামাল্পুর ব্লকেও তৈরি হবে আইটি আই
  • হচ্ছে না, হবে না শুনতে শুনতে কান পঁচে গেছে। ৪০ বছরে যা কাজ হয়নি, ৪ বছরে করে দিয়েছি
  • খাদ্যসাথী প্রকল্পের আওতায় ২৭শে জানুয়ারি থেকে ২ টাকা কেজি দরে চাল ও গম পাবে মানুষ
  • এখানে ২ লক্ষ ৭৫ হাজার একর জমিতে সেচ ব্যবস্থা চালু করা হয়েছে, মে মাসের মধ্যে আরও ৬২ হাজার একর জমিতে চালু হবে
  • “মাটি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, মাটি আমাদের সবচেয়ে বড় গৌরব”
  • ক্ষুদ্রশিল্পে ও এম এস এম ই তে আমরা প্রথম
  • মানুষ চায় মানুষের জোট। ঘোঁটে কোনও লাভ নেই। মানুষের মহাজোট চাই
  • ৪ বছ্রে আমরা ৪৫ টি সরকারি কলেজ তৈরি করেছি, স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলায় মোট ৩০ টি কলেজ তৈরি হয়েছে
  • বন্যায় আমারা ১১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি
  • কেন্দ্র আই সি ডি এস এর টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ,আমরাই এখন সেই প্রকল্প এগিয়ে নিয়ে চলেছি
  • ‘আশা’-র সকল ছেলেমেয়েদের আমরা সাইকেল প্রদান করব
  • ৪ বছরে আমরা ৭০ টি পুলিশ স্টেশন তৈরি করেছি, এর মধ্যে ২৬ টি মহিলা পুলিশ স্টেশন
  • “আগামী দিন আমাদের ছাত্র যৌবনের জন্যই”
  • ৪১ টি মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে আরও ১৬ টি হাসপাতাল তৈরি হবে
  • গণমাধ্যমে কৃষি কথার আসর চালু করুন, সেখানে কৃষি সংক্রান্ত তথ্য ও পরামর্শ দিন
  • বর্ধমানে ৪৮০ জন মসলিন শিল্পীকে নিয়ে তৈরি হবে ‘প্রজেক্ট মসলিন’ প্রকল্প
  • বাংলা কখনো হারে না, বাংলা কখনোও মাথা নত করে না
  • “হৃদয় কখনো ভাগ করা যায় না, যারা ভাগাভাগির রাজনীতি করে তাদের কথা শুনবেন না”

 

 

Bengal number one in 100 Days’ Work : WB CM at Mati Tirtha, Bardhaman

The State government organised the first leg of “Mati Tirtha Krishi Katha”, in Bardhaman. The conference will continue for three days and the second leg in Balurghat. The conference is indented to inform the farmers of the latest developments in agriculture and also how to avail easy agricultural loans.

The current government is giving agriculture top priority and such conferences are being held to reach out to farmers.

WB CM Ms Mamata Banerjee inaugurated the conference at Bardhaman and she spoke to farmers and take questions from them.

The state government will also deploy agricultural experts to advice farmers regarding preventive measures to be adopted to prevent fungus infection of several agricultural crops.

It may be recalled that the state government has already provided Rs 4.70 crore for the development of agriculture in several districts.

Highlights of WB CM speech:

  • We thank the United Nations for sending a representative for the inauguration of Mati Tirtha.
  • UN has declared 2015 as the International Year of Soils.
  • Bengal has been celebrating Mati Utsav for the last three years at Panagarh.
  • We have set up a Mati Tirtha at the Agricultural University in Bardhaman.
  • The Mati Tirtha will advise farmers in increasing efficiency of agriculture and improving productivity. The Mati Tirtha will help people associated with soil 365 days in a year, not just during 7 days of Mati Utsav.
  • We must ensure farmers are able to easily sell their products in urban areas, not just rural areas.
  • Mati (soil) is our janmabhoomi, karmabhoomi.
  • We have inaugurated 429 roads today. The project cost Rs 1151 crore
  • In the past we initiated the process of building 60000 km of roads in rural areas.
  • Centre is not giving us any funds. Instead they are taking away all our revenues. We are paying for sins committed by others.
  • We want answers from the Centre. We will go to Delhi if necessary. Bengal must get its dues.
  • They have no base in Bengal. They only appear on TV studios. They have no idea about running government.
  • I welcome criticism. But some people are indulging in smear campaign. UPA neglected Bengal. BJP is crossing all limits.
  • Why did our predecessors not think of Krishak Bazars, Mati Tirtha? Why did they not set up schools, hospitals?
  • We have given Kisan Credit Cards to 35 lakh people. We gave land pattas to 2.5 lakh people.
  • We will also set up Mati Tirtha at north Bengal.
  • Post independence, only 34 colleges were set up in Bengal till 2011. In 3 years we set up 31 colleges.
  • Only 2 universities were set up in Bengal during CPM rule. We set up 7 government and 5 private universities in 3 years.
  • AIIMS is being set up at Kalyani. IIIT is coming up in Kalyani.
  • We had set up a target of 50,000 ponds for 5 years. We have already created more than 1 lakh ponds in 3 years.
  • Bengal is No. 1 in 100 Days’ Work Scheme. That is why Centre has stopped giving us funds.
  • BJP Govt slashed funds for 100 Days’ Work. Prices of fertilizers have been increased. Funds for PMGSY have been blocked.
  • Centre abolished the Planning Commission. We oppose that. Netaji conceptualised the Planning Commission. We will not accept this.
  • We increased our revenues. But the Centre is taking away our taxes.
  • We want federal structure to be strengthened. States must have power of taxation.
  • Food grain procurement in Bengal has crossed 1.74 lakh metric tonnes.
  • We are giving away benefits of various schemes to 25000 people today.

Soil has an integral connection with the people: WB CM at Mati Utsav

The seven-day long Mati Utsav was inaugurated by West Bengal Chief Minister Ms Mamata Banerjee at Panagarh, Barddhaman. on 28th January, 2015 at Birudiha, Panagarh in Durgapur sub-division of Burdhaman district. This was the third edition of the unique programme connecting soils with humanity.

To showcase and encourage culture and tradition of rural Bengal, Chief Minister Ms Mamata Banerjee envisaged the ‘Mati Utsav’. The festival is being celebrated since 2013.

In an innovative manner, the Government of West Bengal also enlightens the people about the various services, schemes and programmes launched and run by state government, through this festival. This is a people’s festival and common people will be informed about their various privileges and rights through this festival. Apart from this, the festival will also showcase whole range of village life and the real essence of rural Bengal.

The opening function witnessed the Government’s commitment to the people through a slew of developmental projects and programs. The festival also included laying foundation stones for new projects and inauguration of completed projects.

Over two hundred stalls consisting of various governments’ departments have been put up in this festival.

Highlights of WB CM speech:

  • Land gives us work and it is purer than gold, it defines our culture.
  • I am born in this soil. This soil is my ‘Janma Bhumi’, ‘Karma Bhumi’ and ‘Dharma Bhumi’.
  • Soil has an integral connection with the people.
  • I am proud of the young generation. They are the future of our country.
  • Farmers are our assets. We are proud of them. We are providing them with bicycles, machines and skill development programmes for all round development.
  • I have given away Krishi Ratna and Krishak Samman today.
  • On 9 February we are inaugurating Mati Tirtha at Bardhaman. It will act as a permanent center for dissemination of knowledge and socio‐economic exchanges on soil‐based activities.
  • United Nations and Food and Agriculture Organization, for the first time, has decided to celebrate 2015 as the “International Year of Soils”.
  • We are celebrating Mati Utsav in every block and every district.
  • Bengal is number 1 in Skill Development and Small Scale Industries.
  • We have to preserve the environment. We must stop destruction of Nature. We must love Nature.
  • We have kept our commitment of Healthcare for all. We have made all beds free at Govt hospitals.
  • We have opened fair price medicine shops and fair price diagnostic centres. We will also be setting fair price shops in rural Bengal.
  • 40 multi super specialty hospitals are coming up in Bengal.
  • 83 Kisan Bazars have been completed. 100 more are coming up. Farmers will now be able to directly sell their crops in the Kisan Bazar.
  • 500 Karma Tirthas are coming up across the State. These Marketing centers will create new job opportunities.
  •  From ITIs to Polytechnics, we are moving ahead. We will provide free skill development training to 1 lakh people.
  • Bengal shows the way. Our fair price shops are national model now.
  • We are No. 1 in 100 Days’ Work. But Centre is not giving us due funds.
  • I can understand the sentiments of common man. I will always work for my poor people. I will always stand up to protect the rights of common man.
  • CPM incurred huge debts. Centre is taking away a large part of our revenue. We do not have fiscal autonomy.
  • The Centre has taken away Rs 21000 crore in the first year, then Rs 25000 crore in the second year and now Rs 28000 crore in this year.
  • We have increased our revenues. It has increased from Rs 21000 crore to Rs 40000 crore.
  • We believe in courtesy. Our motto is “Badla Noy Bodol Chai” (Change not Revenge).
  • Our courtesy is not our weakness. People who insult the soil of Bengal will not get our respect.
  • Tomorrow I will speak about investment and industry at the business meet in Asansol. I will make further announcements of investments at Industrial Trade Fair tomorrow.
  • Some media houses are criticising us because they want to please Delhi. Reject such adulterated news shops.
  • We will provide skill development training to 10 lakh youths.
  • We received investment proposals worth Rs 2.4 lakh crore at Business Summit. 1 crore jobs will be generated.
  • We are giving unemployment allowance to 1 lakh youths under Yuvashree scheme. We have set up employment bank.
  • As long as I live, I will go across the State and interact with people.