Bengal Panchayat Dept presents success of Ushar Mukti Scheme through coffee table book

The success of the Ushar Mukti Scheme, being implemented by the Bengal Government’s Panchayats and Rural Development Department, in transforming fallow land to cultivable land, has been showcased through a coffee table book, titled Transforming Land and Lives.

The scheme is being implemented through the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The book is being done by the department. The book will have 110 pictures, of which 15 will be full-page pictures. The success stories will have an English and a Bengali version on each page. The 70 to 80-page book will be accompanied by an eight to 12-page ‘brief folder’, which will be added to the book jacket.

Two examples of success stories are the large mixed-fruit orchards which have been planted at Keshavpur village in Dunishol gram panchayat and at Duttakeshavpur village in Punishol gram panchayat, both in Bankura district’s Onda block.

 

অনাবাদী জমিকে ফসলি করার উপাখ্যান নিয়েই মলাটবন্দি হচ্ছে ‘ঊষার মুক্তি’

এ রাজ্যে অনাবাদী, রুক্ষ জমিতে ফসল ফলানো ১০০ দিনের প্রকল্পের অন্যতম কর্মসূচি। ‘ঊষার মুক্তি’ নামে এই কর্মসূচির সাফল্যকে মলাটে মুড়ে বইয়ের আকারে প্রকাশ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। বইয়ের নাম দেওয়া হয়েছে ‘কফি টেবিল বুক’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে বাঁকুড়ার ওন্দা ব্লকের অভাবনীয় সাফল্যকে ঘিরেই আবর্তিত হবে পঞ্চায়েত দপ্তরের এই প্রয়াস। এরপর জঙ্গলমহলের রুক্ষ অনাবাদী পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমের বিভিন্ন ব্লকে অনাবাদী জমি কীভাবে ফসলি হয়ে উঠেছে, তার বিবরণও সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

অনাবাদী, রুক্ষ জমিতে কীভাবে ফসল ফলানো হয়েছে, ইংরেজি ও বাংলায় লেখা সেরকম ২০টি প্রতিবেদন দিয়েই তৈরি হচ্ছে বইটি। এই বইয়ে রাখা হচ্ছে ১১০টি ছবি, যার মধ্যে ১৫টি থাকছে পাতাজুড়ে। বইয়ের প্রতি পাতায় থাকছে একটি ইংরেজি ও একটি বাংলায় লেখা সাফল্যের ‘গল্প’। ৭০ থেকে ৮০ পাতার এই বইয়ের সঙ্গে থাকছে ৮ থেকে ১২ পাতার একটি ‘ব্রিফ ফোল্ডার’ও। কফি টেবিল বুকের জন্য তৈরি সুদৃশ্য জ্যাকেটের সঙ্গেই থাকবে এই ব্রিফ ফোল্ডারটি।

Source: Bartaman

Bengal a model for 100 Days’ Work, acknowledges Centre

The Centre is projecting Bengal’s implementation of the rural job scheme as a model for all and is organising visits by officials from other states for first-hand lessons on asset creation.

“Bengal is the best performing state, a model for best practices, under the scheme. It has started innovative projects like massive plantation, river rejuvenation, de-silting of water bodies and individual water harvesting,” a Union rural development ministry official said. He said by carrying out more projects, Bengal had also emerged top in funds use.

Bengal received Rs 5,054 crore in the first nine months of this year, out of a total Rs 47,000 crore released to all the states combined.

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, every rural family has the right to demand up to 100 days’ unskilled work a year.

 

১০০ দিনের কাজে এবারও দেশে সেরা পশ্চিমবঙ্গ

 

একশো দিনের কাজের প্রকল্পে এরাজ্যের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্মসচিব। দুর্গাপুরে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের প্রতিনিধি এবং রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন হয়। সম্মেলনে ঘোষণা করা হয়, একশো দিনের কাজে এবারও সেরা হয়েছে পশ্চিমবঙ্গ।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন এরাজ্যের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভুম ও বাঁকূড়া জেলার পঞ্চায়েতের প্রতিনিধিরাও। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল একশো দিনের কাজ সংক্রান্ত বিভিন্ন তথ্যের আদানপ্রদান।

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।