Bangla to observe Khadya Sathi Dibas today

January 27 is celebrated as Khadya Sathi Dibas by the Bangla Government. On this day in 2016, Chief Minister Mamata Banerjee launched the Khadya Sathi Scheme, hence the commemoration.

Khadya Sathi Scheme is a flagship scheme of the Bangla Government. Nearly 90 per cent of the State’s population, get foodgrains at Rs 2 per kg under this scheme. There are special packages for the Jangalmahal region, Cyclone Aila-affected families, farmers of Singur, workers and non-workers of closed tea gardens, Hill areas, and the Toto tribe (staying in Totopara).

The scheme is implemented through a strong network of public distribution and food storage system.

 

Bangla Govt setting examples in nutritional intervention

National Nutrition Week begins from today. The Trinamool Congress-run Bangla Government has introduced several initiatives to improve the health of children through large-scale nutritional intervention programmes and improving healthcare facilities. It is an ongoing process, with Chief Minister Mamata Banerjee leading the efforts, being the Health Minister as well. As a result of these efforts, both infant mortality rate and maternal mortality rate have come down considerably. Eradication of under-nutrition and malnutrition has also been made one of the primary aims of the internationally-recognised Kanyashree Scheme.

HIGHLIGHTS

Largest child nutrition intervention programme: Bangla has the largest child nutrition intervention under the ICDS programme, reaching out to 76 lakh children below 6 years and 14 lakh pregnant and lactating women spread across 23 districts. Energy-dense protein-rich ready-to-eat food has been introduced for all severely malnourished children. Hot cooked meals are provided to all children and pregnant and lactating mothers.

Special food provisions under Khadya Sathi: As part of the Khadya Sathi Scheme, the Food and Supplies Department has introduced a special coupon for all mothers and babies admitted in Nutrition Rehabilitation Centres, and babies who have been admitted because they are malnourished. Each baby and mother together get 5kg of rice, 2.5kg of fortified atta, 1kg masoor dal and 1kg of Bengal gram against this coupon.

IMR and MMR going down, institutional delivery going up: Both infant mortality rate (IMR) and maternal mortality rates (MMR) across the State have gone down considerably in the past seven-and-half-years. The MMR has reduced from 113 per 1 lakh mothers in 2011 to 101 in 2018, which is much lower than the national average of 130. The IMR has reduced to 25 per 1,000 live births, which is also much lower than the national average of 34. What is also significant is that the State Government has increased institutional delivery from 65 per cent in 2010 to 97.5 per cent in 2018-19.

Mother and Child Hubs: The Health Department has also initiated the process to setting up 14 Mother and Child Hubs (MCH) at different facilities across the State for ensuring qualitative and quantitative improvement in maternal and child services at various hospitals. Out of the 14, nine are operational.

Upgrading of healthcare facilities: The Government has taken up a comprehensive scheme of upgrading maternal, newborn and paediatric services at 68 tertiary and secondary healthcare facilities (that conduct more than 3,000 deliveries in a year) with the aim of providing better treatment to expectant mothers and infants.

Kanyashree: Two of the internationally-recognised Kanyashree Scheme’s six primary objectives deal with nutrition: improving the IMR and MMR by delaying the age of marriage and consequently increasing the age of first birth, and eradicating under-nutrition and malnutrition of female children.

Tea industry: Bengal gives with open hands, Centre denies

The Bengal Government is trying its best to make life easier for everyone linked to the tea industry. Chief Minister Mamata Banerjee takes a special interest in ensuring that this agricultural heritage of the state gets all the help possible, despite all the troubles, some linked to miscreant elements, in recent years.

This was once again proved when Dr Amit Mitra, the State Finance Minister, announced fresh incentives for the tea industry. This is in contrast with the Central Budget presented a day later, which had nothing for it.

Dr Mitra, during the course of his Budget speech, proposed to fully exempt tea gardens from agricultural income tax for the financial years 2018-19 and 2019-20.

Apart from this, he also announced the exemption of education cess and rural employment cess on green tea leaves for 2018-19.

As it is, the government gives a special package of foodgrains under the Khadya Sathi Scheme for tea garden workers and their families in the sick and closed gardens, among other affected groups. For the workers and non-workers and their families in the other tea gardens, which includes the three Hill subdivisions of Darjeeling district, there is the normal subsidy through the Khadya Sathi Scheme.

চা শিল্পঃ উদার হস্ত রাজ্যের

চা শিল্পের সঙ্গে জড়িত সকলের জীবনের মান উন্নত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আগ্রহ নিয়েছেন এই হেরিটেজ কৃষিকাজকে সবরকমের সাহায্য করতে।

অর্থ মন্ত্রী অমিত মিত্র রাজ্য বাজেটে নতুন ইনসেন্টিভ ঘোষণা করেন চা শিল্পের জন্য। ঠিক তার পরের দিন কেন্দ্রীয় বাজেট পেশ হয়, যেখানে চা শিল্পের জন্য কিছুই ছিল না।

অর্থ মন্ত্রী ২০১৮-১৯ ও ২০১৯-২০ সালের জন্য চা বাগানের সমস্ত কর মুকুব করে দেন। এর পাশাপাশি শিক্ষা সেস ও গ্রামীণ কর্মসংস্থান সেস প্রত্যাহার করেন চা পাতার ওপর।

দুস্থ ও বন্ধ চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের জন্য খাদ্য সাথী প্রকল্পে স্পেশ্যাল খাদ্য শস্য প্যাকেজ দিচ্ছে। দার্জিলিং জেলার ৩ মহকুমার চা বাগান গুলোর কর্মী ও অকর্মীদের ও পরিবারের লোককে খাদ্য সাথী প্রকল্পের আওতায় ভর্তুকি দিয়ে খাদ্য শস্য বিতরণ করা হয়।

Source: Millennium Post

Bengal’s Khadya Sathi scheme earns high praise from the Centre

The Centre has appreciated the fact that the Bengal Government provides fortified atta, or dough (by adding vitamins) to its populace at no extra cost to them, under the Khadya Sathi Scheme.

This was recently stated by the Union Health Minister at a recent meeting with the health minister and the health secretaries of the states and union territories in New Delhi.

For enriching the atta with vitamins, the State Government undertakes an additional expenditure of Rs 1.5 per kg. Yet it provides this enriched atta to the people at the same Rs 2 per kg, the subsidised price for just plain wheat.

Thus, by not charging any additional amount, the State Government provides its citizens an annual subsidy of Rs 65 crore for this vitamin-enriched atta.

It must be mentioned here that the state converts the wheat it gets under the Central Food Security Act into atta at its own cost too.

 

ভর্তুকি দিয়ে রাজ্যে ২ টাকা কেজি আটা, মুখ্যমন্ত্রীকে বাহবা দিল কেন্দ্র

গণবণ্টন ব্যবস্থায় ‘ভিটামিনযুক্ত আটা’ দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছ থেকে কোনও বাড়তি পয়সা নেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উলটে প্রায় ৬৫ কোটি টাকা ভর্তুকি দেয়। জাতীয় খাদ্য সুরক্ষার অধীনে কেন্দ্র দু’টাকা কিলো দরে গম দেয়। কিন্তু সেই গম থেকে আটা তৈরি এবং তার পুষ্টিগুণ বাড়াতে ভিটামিন যুক্ত করার জন্য প্রতি কেজিতে দেড় টাকা অতিরিক্ত খরচ হয়। কিন্তু তা সত্ত্বেও রাজ্য গ্রাহকের কাছ থেকে কোনও বাড়তি পয়সা নেয় না। কেন্দ্রের থেকেও অতিরিক্ত সহায়তা চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করল কেন্দ্র।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং সচিবদের নিয়ে এক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানালেন, খুবই প্রশংসনীয় উদ্যোগ। অন্য রাজ্যগুলিও যাতে এরকম উদ্যোগ নেয়, তার জন্য বলব।

জাতীয় খাদ্য সুরক্ষা আইন মোতাবেক ২ টাকা কেজি দরে গম এবং ৩ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। কিন্তু এরপরেও পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীকে সস্তায় চাল, আটা দিতে ভর্তুকি দেন। প্রতি কিলো চালে এক টাকা করে ভরতুকি দেয় রাজ্য। তাই চালও মেলে দু’ টাকা দরে।

একইসঙ্গে কেন্দ্র গম দিলেও গ্রামীণ এলাকায় তা ভিটামিন যুক্ত আটায় পরিণত করে রাজ্য। একাজে সরকারের ৬৪ কোটি ৭২ লক্ষ টাকা খরচ হয়। অন্ত্যোদয় অন্ন যোজনার গ্রাহকরা এই আটা পান। মমতার সরকারের এই উদ্যোগই দিল্লিতে প্রশংসিত হয়েছে। পাশাপাশি ‘প্রায়োরিটি হাউসহোল্ডে’র ক্ষেত্রে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় সাড়ে তিন টাকা কেজি দরে আটা দেওয়া হয়।

Source: Bartaman

More initiatives towards advanced healthcare in Bengal

On the sidelines of Khadya Sathi Dibas celebrations and the police investiture ceremony at Red Road today, Bengal Chief Minister Mamata Banerjee inaugurated several healthcare initiatives that opened new frontiers in the sector in the State.

The Chief Minister inaugurated two Mother and Child Care Hubs – a 126-bedded one at Medical College and Hospital in Kolkata and a 170-bedded one at Bankura Sammilani Medical College and Hospital, the 500-bedded MR Bangur Multi Super-Specialty Hospital in Kolkata, 14 state-of-the art operation theatres and a renovated Ramrikdas Harlalka Hospital in Kolkata, with 100 beds for neurological treatment.

Under the leadership of Mamata Banerjee, healthcare in Government hospitals in Bengal has become more accessible and advanced. Beds and medicines are free at the hospitals and health centres. Infant mortality rate in the State has come down to 26 while institutional delivery has risen to 90%. There has been considerable increase in the number of medical seats in the State, and nine more medical colleges are on the anvil.

 

বাংলায় উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ

খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের সূচনার পাশাপাশি আজ রেড রোডে উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

আজ মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সেগুলি হল – কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২৬ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭০ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, কলকাতায় ৫০০ শয্যা ও ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এম.আর.বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও স্নায়ুরোগ চিকিৎসার জন্য ১০০ শয্যার নবরূপে নির্মিত রামরিকদাস হরলালকা হাসপাতাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারি হাসপাতালগুলির পরিষেবা আরও দ্রুত ও উন্নত হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।

রাজ্যে শিশু মৃত্যুর হার কমে হয়েছে ২৬। রাজ্যে অনেকগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে এবং বেশ কিছু মেডিকেল কলেজের পুনঃসংস্করণ করা হয়েছে।

 

Khadya Sathi Scheme – the hows and the whats

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated the Khadya Sathi Scheme on January 27, 2016.

As per this scheme, 7 crore, or almost 90% of the State’s population, would get rice and wheat at Rs 2 per kg. Around 50 lakh more would get the same at half the market price.

For the last few months, the State Government has been conducting the process of digitising ration cards. The digital ration cards replace the earlier ones.

The process is still ongoing. So those who have any issues regarding the ration cards, can log in to the website of the Food and Supplies Department of the Government of West Bengal, wbpds.gov.in to download the following forms, fill them up and submit them at the concerned borough or municipality office:

 

Those who have any enquiries regarding the getting of food grains through the public distribution system (PDS), that is, from ration dealers, can call up 1967 or 18003455505, from 8 am to 8 pm.

Those who still have the old ration cards can, however, get non-PDS goods (there are 50 such items) and kerosene oil.

Also, as the Chief Minister announced at the press conference in Nabanna yesterday, rations would be valid for a period of two months, so that even if one is unable to take one’s share due to a delay in getting new cards, there is two months’ time.

Allotted ration for the different categories of ration cards:

Ration card category_Ed_1

‘খাদ্য সাথী’ প্রকল্প – কি সুবিধা পাওয়া যাবে

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২৭শে জানুয়ারি ২০১৬ থেকে সারা রাজ্যে শুরু হয়েছে ‘খাদ্য সাথী’ প্রকল্প।

এই প্রকল্পে প্রায় ৭ কোটি মানুষ ২ টাকা কিলো দরে খাদ্যশস্য পাবেন। আরও ৫০ লক্ষ মানুষ বাজার দামের অর্ধেক মূল্যে খাদ্যশস্য পাবেন।

বিগত কয়েক মাস ধরে রাজ্য সরকারের ডিজিটাল রেশন কার্ড তৈরির প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া এখনোও চলছে। যেসকল ব্যক্তি এখনোও রেশন কার্ড পাননি অথবা যার রেশন কার্ডে ভুল আছে তারা খাদ্য দপ্তরের ওয়েবসাইট wbpds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে/মিউনিসিপালিটি বা বোরো অফিসে ফর্ম জমা করবেন।

  • নতুন নাম তোলার জন্য: Form III-R / Form III-U
  • পরিবারের কেউ বাকি থাকলে তার নাম অন্তর্ভুক্তির জন্য: Form IV-R / Form IV-U
  • নাম বা ঠিকানা সংশোধনের জন্য: Form V-R / Form V-U
  • রেশন দোকান পরিবর্তনের জন্য: Form VI-R / Form VI-U

প্রাপ্য খাদ্যসামগ্রী পেতে অসুবিধা বোধ করলে বিনা খরচে ফোন করুন ১৯৬৭ অথবা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ এই নম্বরে। এটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে।

যাদের পুরনো রেশন কার্ড আছে তারা সেটির মাধ্যমে রেশন দোকানে উপলব্ধ নন-পি.ডি সামগ্রী (৫০টি আইটেম) ও কেরোসিন তেল সংগ্রহ করতে পারবেন।

মাননীয়া মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে বলেন যারা রেশন কার্ডের অভাবে এখনোও রেশন তুলতে পারেননি তারা ২ মাস পরও এই রেশন পাবেন।

রেশন কার্ডের ভিত্তিতে চাল ও গমের মাসিক প্রাপ্যের পরিমানঃ

Ration card category_B_Ed

 

WB CM launches Khadya Sathi Scheme

West Bengal Chief Minister Ms Mamata Banerjee launched the Khadya Sathi Scheme today.

On the occasion a colourful parade was held on Red Road.

Under the Khadya Sathi Scheme, 7 crore 49 lakh people, that is, almost 80% of the State’s population, would get rice and wheat at Rs 2 per kg each. A family can get a maximum of 35 kg of food grains per month at subsidised rates.

Recipients would include 33 lakh people of the Jangalmahal region, 12 lakh drought-affected people of Purulia district, 11.24 people, including tea garden workers and their families, 3.11 lakh Cyclone Aila-affected people, 3569 people of Singur who had lost their land, 1700 homeless people of Kolkata and the people living in the Hills region of Darjeeling.

The parade included workers of the Health & Family Welfare Department’s ASHA Scheme with their newly-given bicycles, and new mini-fire tenders, double-decker buses and commercial vehicles bought under the Gatidhara Scheme.

The Chief Minister also inaugurated Watgunge, Amherst Street, Tollygunge and Patuli women’s police stations.

 

The salient features of her speech are as follows:

  • From today, almost 7 crore people out of the 9 crore in Bengal will receive rice and wheat at Rs 2 per kg.
  • I am thankful to the farmers of Bengal for contributing to the stock of grains required for Khadya Sathi.
  • 15 lakh metric tonnes of rice have already been procured, which is more than our target of 10 lakh metric tonnes.
  • The Krishak Mandis have been instrumental in the procurement process.
  • Out of 176 Krishak Mandis, 120-130 are already up and running.
  • We have been providing the people of Singur who lost their land with help until they get their land back.
  • 16 lakh Kanyashree and 40 lakh Sabuj Sathis are part of the development we have made.
  • With Khadya Sathi Scheme, there will be people who will receive benefits from multiple programmes.
  • The Central Government has reduced the allotments for most important social programmes like ICDS.
  • The Central Government can stop them but we cannot stop the benefits being extended to the people of our State.
  • It is our responsibility towards the people, we cannot step back on that promise and commitment.
  • There are people who are busy spreading slandering the developments in Bengal. Who stopped them from working when they were in power?
  • We are aiming for all-around development, from infrastructure to transport, many in collaboration with foreign countries like Japan and Germany.
  • Today the people of the Hills are happy. We are proud of them for the hard work they do.
  • Bengal is surging ahead in medium-scale and small scale business.
  • The people who criticise us should take note of the truth and accept it and not speak without getting their facts right.
  • In four years we have completed work that cannot be normally completed in 40 years.
  • We have worked for the development of every community and caste in Bengal.
  • West Bengal is the perfect example of tolerance where Hindus, Muslims, Sikhs, Christians and others live in peace and harmony.

 

খাদ্য সাথী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যে চালু হল ‘খাদ্য সাথী’ প্রকল্প। সকলের জন্য খাদ্য – আমাদের সংকল্প।

আজ রেড রোডে এই প্রকল্পের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। একটি কুচকাওয়াজের মাধ্যমে সূচনা হবে এই প্রকল্পের।

রাজ্যের ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা আইন ও খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে এই প্রকল্পের আওতায় আসছেন। এর ফলে রাজ্যের ৭ কোটির অধিক মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পাবেন।

রাজ্যের ৩৩ লক্ষ জঙ্গলমহলবাসী, পুরুলিয়া জেলায় খরা-কবলিত ১২ লক্ষ আধিবাসী, রাজ্যের সমস্ত আদিম উপজাতি সম্প্রদায়ের মানুষ, চা বাগানের ১১.২৪ লক্ষ শ্রমিক ও অশ্রমিক পরিবার, আয়লা-বিধ্বস্ত ৩.১১ লক্ষ মানুষ, সিঙ্গুরের ৩৫৬৯ জন জমিহারা কৃষক, কলকাতায় ১৭০০ গৃহহীন পথবাসী এবং দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলের সকল আদিবাসী ২ টাকা কেজি ফরে চাল ও গম পাবেন।

উপরোক্ত গণবণ্টন ব্যবস্থার জন্য রাজ্য সরকার বছরে ৪২৮২ কোটি টাকা ব্যয় করবে।

এই অনুষ্ঠান উপলক্ষে মার্চ পাস্টে অংশগ্রহণ করেছে খাদ্য ও সরবরাহ বিভাগের ‘খাদ্য সাথী’ প্রকল্পের ট্যাবলো।

ওয়াটগঞ্জ, আমহার্স্ট স্ট্রিট, পাটুলি ও টালিগঞ্জ এই ৪টি মহিলা থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

 

মুখ্যমন্ত্রীর ভাষনের প্রধাণ বক্তব্যঃ

  • আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন
  • আজ খাদ্য সাথী প্রকল্পের উদ্বোধন করা হল, আমি সকলকে অভিবাদন জানাচ্ছি
  • বাংলার ৯ কোটি মানুষের মধ্যে ৭ কোটি লোক এসেছেন এই প্রকল্পের আওতায়
  • ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পাবেন খাদ্য সাথী প্রকল্পের আওতায়
  • ধান উ९পাদনে বাংলা সেরা
  • মজুত ভাণ্ডারের ধারণ ক্ষমতা ৫ লক্ষ মেট্রিক টন বাড়ানো হয়েছে
  • খাদ্য মানুষের বাঁচার প্রধান উ९স
  • ১৫ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে
  • শুধু জঙ্গলমহল নয় সব এলাকার আদিবাসী, তপশিলি ও গরিব মানুষ এই ২ টাকা কিলো দরে চাল ও গম পাবে
  • ১৭৬ টি কৃষক বাজার তৈরি হচ্ছে, এর মধ্যে ১২৩ টির কাজ শেষ হয়ে গেছে
  • বাম আমলে বঞ্চিত চা বাগানে বিনামূল্যে চাল দিচ্ছে রাজ্য সরকার
  • কোনও চালু প্রকল্প বন্ধ হবে না
  • ৩১ লক্ষ কন্যাশ্রী, ৪০ লক্ষ সবুজ সাথী, ১৬ লক্ষ শিক্ষাশ্রী প্রকল্পের আওতায়
  • চা শ্রমিকদের জন্য ১০০ কোটির প্যাকেজ চালু করব
  • আমি কথা কম বলে কাজ করে যাই
  • আজ বাংলায় জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, আর কি চান আপনারা?
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে
  • খাদ্য-বস্ত্র-বাসস্থান মানুষের বাঁচার অধিকার
  • নগরোন্নয়নে বিশ্বের দরবারে স্থান বাংলার
  • ধর্ম মানেন না বলে আপনারা চান উ९সব বন্ধ হয়ে যাক
  • বড় শিল্পের ক্ষেত্রে বাংলাই গন্তব্য
  • বাম আমলে স্বাস্থ্য কেন্দ্র গুলি পরিণত হয়েছিল যমালয়ে, এখন সেগুলোর প্রভূত উন্নতি হয়েছে
  • প্রায় ৯০টি থানা তৈরি হয়েছে এই ৪ বছরে
  • ৪ বছরে ৪০ বছরের কাজ করেছে এই সরকার
  • ইয়োকোহমার সাথে একগুচ্ছ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে, এর ফলে হাওড়া শহর নতুন ভাবে সেজে উঠবে
  • যারা কাজ করে তারা এগিয়ে চলে
  • সহিষ্ণুতার বড় উদাহরণ হল পশ্চিমবাংলা
  • শিল্প মানে কি মুখ ভরা গল্প?
  • জঙ্গলমহলে আর অশান্তি ছড়াবেন না
  • পরিবর্তন এসেছে, পরিসংখ্যান সেকথা বলে