Massive improvement in public library infrastructure in Bangla

Today is National Library Day. Over the last seven years, the public library infrastructure in Bangla has undergone a sea-change.

The Directorate of Library Services of the State Government has been doing a lot to spread the light of knowledge to students across Bangla. Under the Trinamool Congress Government, the directorate has started several new services and programmes.

Significant achievements:

Public Library Day: Public Library Day in West Bengal for the year 2013-2014 observed in a befitting manner for the first time

Public awareness of Kanyashree: Public libraries raising awareness on iconic State Government projects like Kanyashree

Encouraging women: ‘Women’s Corners’ designated in many government and government-sponsored libraries to increase access to women readers including neo-literates, particularly in areas dominated by minorities and other marginalised segments of population

‘Read Your Own Book’ section: New initiative taken to open ‘Read Your Own Book’ section in State Central Library, where anybody with little or no space to read at home may come to the library with their own books

Improving infrastructure for backward castes: Emphasis being given on improvement of infrastructural facilities in the SC, ST, OBC and minority-concentrated areas, and the Hill Areas of Darjeeling district

Increase in funds for needy regions: Quantum leap in fund released for needy regions – Rs 3 crore for more than 125 public libraries in the Jangalmahal region, Rs 5 crore for more than 135 libraries in the Hill Areas of Darjeeling district, more than Rs 13 crore for libraries situated in the SC and ST-dominated areas

Study centres: Steps taken for opening of study centres in seven government public libraries for availing the study materials of Netaji Subhas Open University and of various competitive examinations; career guidance programmes held

Information centres: Information centres set up in several district, town and sub-divisional libraries

Plan to improve libraries: Long-term planning initiated to improve library services of the State; final report submitted to government recommending the short-term, mid-term and long-term measures that need to be taken up

Computer connection: More than 400 libraries given computers with internet connection for the benefit of the readers

Salary through account transfer on first day of month: Now salaries of all employees of all government-sponsored public libraries disbursed on the first day of every month directly in the individual employee’s name through public sector banks

Khadya Sathi: Food security for Bangla

In the last seven years, the Bangla Government has ensured food security for 90% of the State’s population. Khadya Sathi is one of the flagship programmes of the Bangla Government, implemented by the Food & Supplies Department.

In fact, managing a targeted public distribution system (TPDS) and procurement of paddy and rice at MSP to prevent distressed sale are the principal activities of this department, and the Khadya Sathi Scheme is an integral part of these activities.

The major challenge is to ensure the reach of subsidised foodgrains to the poorest of the poor.

Beneficiaries increased manifold

In financial year (FY) 2010-11, 2.74 crore people in Bangla were getting rice at Rs 2 per kg. This covered only the people under below poverty line (BPL) and Antyodaya Anna Yojana (AAY) categories. In order to improve the access to food for the vulnerable sections, the coverage was increased manifold in the following seven years by the Trinamool Congress Government.

The flagship programme, Khadya Sathi was launched in January 2016. As of now, it ensures food security for around 8.59 crore people. Out of this, 7.20 crore people belonging to disadvantaged sections of society, who get rice and wheat at Rs 2 per kg and the comparatively well-off 1.39 crore people get foodgrains at half the market price.

Special categories

Out of the 7.2 crore people, 48.07 lakh beneficiaries are covered under special packages for the Jangalmahal region, Cyclone Aila-affected families, unwilling land-giving farmers of Singur, workers and non-workers of closed tea gardens, Hill areas, Toto tribe (staying in Totopara), and other destitute and homeless people. The achievement shows the exponential growth in coverage of people under PDS.

Special package for severely acute malnourished children

Part of the Khadya Sathi Scheme is a special package for severely acute malnourished (SAM) children. This nutrition programme is implemented in association with Health & Family Welfare Department. As part of this, from FY 2014-15, free-of-cost nutritional support is being provided to approximately 5,200 SAM category children and their mothers. The package consists of 5 kg rice, 2.5 kg wheat, 1 kg masoor dal and 1kg Bengal gram per month.

Thus, through the Khadya Sathi scheme, Mamata Banerjee-led Bangla Government is ensuring nutritional security for people of all ages across the length and breadth of the State. Access to proper food is no longer an issue now.

New concrete bridges coming up in Jangalmahal

Continuing with the extensive development of the Jangalmahal region, spread over the western districts, the State Government has decided to construct permanent concrete bridges there.

There are many small streams in the region which can be crossed easily during the dry season but which become impossible to cross during the rainy season, when these streams and small rivers become filled or are often in full spate. Some of these are traversable over bridges, but only wooden ones.

Permanent concrete bridges thus would be a great boon for the people of the region during these times.

A total of 935 wooden bridges have been identified for replacement by concrete bridges. In the first phase, 534 would be built. The testing of soil for constructing 100 more is complete.

Construction would start with bridges in the districts of Purba Medinipur, Paschim Medinipur and Jhargram. A few such bridges would be built in Paschim Bardhaman and Birbhum too.

The Irrigation Department would be building the bridges and the money would be spent from a special fund. The full work is scheduled to be completed within three years.

New bus routes in Jangalmahal

To make the public transport system in Jangalmahal more robust, the State Transport Department has decided to introduce new bus routes in the region. This was announced by the Transport Minister in the Assembly on July 25.

From August, 15 new routes will come into existence, on which 22 buses will ply.

New routes are also being introduced in the districts of Murshidabad and Nadia. Besides, shuttle night bus services will be introduced in Durgapur, Haldia, Kharagpur, and from New Jalpaiguri to Siliguri and Siliguri to Jalpaiguri. This comes after the success of the night bus service in Kolkata and its suburbs.

Some other crucial information the minister gave were that currently, around 3,200 State-run buses, equipped with modern facilities like GPS system and panic button, ply across Bengal, the number of air-conditioned buses has been increased, and that the Government was giving stress environment-friendly modes like electric buses and CNG buses.

Source: Millennium Post

Image Source

Bengal Govt to overhaul bus connectivity in Jangalmahal

The State Transport Department has decided to overhaul the bus connectivity in Jangalmahal. This is the latest of the many services that Chief Minister Mamata Banerjee has brought to the region, as a result of which the people of the region are in a much better state than during the Left Front years. She even created the district of Jhargram to better target developmental work.

Jhargram, Silda, Belpahari, Nayagram, Binpur, Jamboni, Jhalda, Baghmundi and Balarampur will be part of the new service structure. The first six places are in Jhargram district while the other three are in Purulia district. The Transport Department will spend Rs 12 crore to overhaul the structure.

New bus routes will be opened from Esplanade to Jamboni, Silda, Belpahari, Baghmundi, Jhalda and Balarampur.

A new bus terminus will come up near Jhargram town, and new bus services will be introduced between it and various places in the Jangalmahal region, and also Kolkata. A night shelter will also come up at this bus stand. After being made the district headquarters of Jhargram district, the place has become a very busy one. New bus terminuses will come up in Silda, Belpahari and Nayagram.

Besides for benefitting the regional populace, these new services are also aimed at enabling more tourist activities. In recent years, the State Government has been developing the region into a major tourist hub. The mostly forested Jangalmahal has a lot of tourist potential, and an effective transport system is a must for tourism to flourish. The government has constructed many guest houses and bungalows, and has modernised many of the guest houses belonging to the Forest Department. Home stay tourism is another area that the State Government has been laying a lot of stress on.

Source: The Statesman

জঙ্গলমহলে পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাবে রাজ্য

জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এই অঞ্চলের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাম আমলের তুলনায় এখন অনেক ভালো আছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলা ঘোষণা করা হয়েছে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে।

ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রাম, বিনপুর, জাম্বনী, ঝালদা, বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে পরিবহন দপ্তর। প্রথম ছটি জায়গা ঝাড়গ্রামে বাকি তিনটি জায়গা পুরুলিয়াতে। পরিকাঠামো তৈরীতে খরচ হবে ১২কোটি টাকা।
এসপ্ল্যানেড থেকে জাম্বনী, শিলদা, বেলপাহাড়ি, ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর অবধি নতুন বাস রুট শুরু হবে।

ঝাড়গ্রাম টাউনের কাছে তৈরী হবে নতুন বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় বাস চালু করা হবে। এই টার্মিনাসে একটি নাইট শেল্টারও তৈরী করা হবে। শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রামেও নতুন বাস টার্মিনাস তৈরী হবে।

স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই নতুন সার্ভিসের ফলে এই অঞ্চলে পর্যটনেরও প্রসার হবে। গত কয়েক বছরে রাজ্য সরকার এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে তৈরী করছে। ঘন জঙ্গলে ভরা জঙ্গলমহলে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। এই নতুন বাস পরিষেবা নিঃসন্দেহে পর্যটন শিল্পকে আরও সাহায্য করবে।

State Govt facilitating alternative means of employment for Jangalmahal women

The State Government is facilitating earning through self-employment for the women of Jangalmahal, a region comprising the districts of Bankura, Purulia, Birbhum and Jhargram. The West Bengal Khadi and Village Industries Board is heading this project.

These women are the wives and other family members of farmers. They are engaged with farming only during the farming season; therefore, for most of the year they sit idle at home. It is to use their expertise and through it, to empower them, that the board has taken up the project.

A major item of production is utensils made from sal leaves – cups and plates. Sal trees are widely spread in many areas of Jangalmahal. These utensils are also environment-friendly, unlike the ones made of plastic and thermocol, which are banned at many of the tourist spots of the state.

The project has been running from the 2015-16 financial year and has been extremely successful in opening up news livelihood opportunities for rural women.

 

জঙ্গলমহলের মহিলাদের বিকল্প আয়ের সন্ধান দিতে উদ্যোগী রাজ্য

জঙ্গলমহলের গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা ও বিকল্প আয়ের সন্ধান দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ।

বনজ সম্পদ হিসেবে এই এলাকায় শাল পাতা যথেষ্ট সহজলভ্য। তাই পর্ষদের পক্ষ থেকে এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের শালপাতার থালা-বাটি তৈরীর প্রশিক্ষণ ও মেশিন তুলে দেওয়া হচ্ছে।

বাঁকুড়া জেলা মূলত কৃষি কাজের উপর নির্ভরশীল। চাষাবাদের কাজের সঙ্গে যুক্ত মহিলারা বছরের অধিকাংশ সময় বাড়িতে বসে থাকতেন। হাতে কোন কাজ ছিল না। তাই বনজ সম্পদকে কাজে লাগিয়ে এঁদেরকে বিকল্প আয়ের সন্ধান দিয়ে স্বাবলম্বী করতে সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে পরিবেশ বান্ধব এই শাল পাতার থালা বাটি ব্যবহার করার ফলে পরিবেশ দূষণও অনেকাংশে কম হচ্ছে।

২০১৫-১৬ অর্থ বর্ষ থেকে মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে শাল পাতার থালা বাটি তৈরীর কাজ শুরু হয়। বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার জন্য বর্ধমানের তেপান্তরে আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। সেখানেই হাতে কলমে এই কাজের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। এই প্রশিক্ষণ ও প্রয়োজনীয় মেশিন পাওয়ার ফলে কয়েক হাজার মহিলা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

 

 

 

 

We want development of the Hills: Mamata Banerjee

After holding administrative meetings in different districts across the State, the Bengal Government today held its first Cabinet meeting in the Hills region, in Darjeeling.

From now on, every year, four Cabinet meetings would be held outside Kolkata – two in the Hills and two in Jangalmahal

On May 29, Chief Minister Mamata Banerjee, during a press meet in Nabanna, had said, “Every year, two Cabinet meetings will be held in the Hills and two in different districts of Jangalmahal. Therefore, both the northern and the southern districts will be covered,” she told.

“In Jangalmahal, we will hold the meetings in Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur districts.”

She met the press after the Cabinet meeting ended.

 

Salient points from the press meet:

  • Today is a historic day – the first Cabinet meeting in the Hills was held today.
  • Every year, two Cabinet meets would be held in the Hills and two in Jangalmahal. The next is in Jangalmahal.
  • A secretariat like the Uttarkanya would be built in the Hills, to be named Tenzing Norgay Bhawan.
  • From now on, all Cabinet meetings in the Hills would be held here.
  • The people of the Hills have been neglected for a long time.
  • The people of the Hills are very nice; we want development of the Hills.
  • A polytechnic college would be built in Mirik.
  • A Skill Development Centre would come up in Mirik, which would train 3,000 youths.
  • A police commissionerate is being set up in Chandannagar; this was finalised today.
  • The period for getting promotion in civil service has been decreased to every eight years.
  • We want that the people of the Hills to live well.
  • We want that Jangalmahal keeps smiling, the whole of Bengal keeps smiling.
  • Today’s Cabinet meeting was the first of the two meetings to be held in the Hills.
  • No one can stop good work from happening.
  • For 34 years nothing was done for the Hills. We should be given respect for the work we have re-started.
  • Students of the Hills can study whatever they want. Bengali has not been made compulsory.
  • The people of the Hills want that we come back again and again.

 

 

আমরা পাহাড়ের উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭৪ সালে দার্জিলিঙে রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছিল। ৩৩ বছর পর আবার শৈলশহরে মন্ত্রীসভার বৈঠক হল।

গত ২৯ মে নবান্নে সাংবাদিক বৈঠকে পাহাড় ও জঙ্গলমহলে মন্ত্রীসভার বৈঠকের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বছরে ২ টি বৈঠক হবে। এছাড়া জঙ্গল্মহলের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকও হবে।

আজ দুপুরে দার্জিলিঙের রাজভবনে হয় এই বৈঠক। বিভিন্ন মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

গত ৫ জুন উত্তরেবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেদিন মিরিকে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী, সেখানে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। আগামী ৯ জুন কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ পাহাড়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক হল। আজকের দিনটি ঐতিহাসিক দিন
  • এখন থেকে বছরে পাহাড়ে ২টি এবং জঙ্গলমহলে ২টি বৈঠক হবে, পরবর্তী বৈঠক হবে জঙ্গলমহলে
  • উত্তরকন্যার মত পাহাড়ে নতুন সচিবালয় তৈরি হবে যার নাম হবে তেনজিং নোরগে ভবন
  • এবার থেকে এখানেই মন্ত্রী সভার বৈঠক হবে
  • দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলিত
  • পাহাড়ের মানুষ খুব ভাল, আমরা পাহাড়ের উন্নয়ন চাই
  • মিরিকে পলিটেকনিক কলেজ তৈরী হবে
  • মিরিকে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরী হচ্ছে যেখানে, ৩০০০ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে
  • চন্দননগরে পুলিশ কমিশনারেট হবে – আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হল
  • সিভিল সার্ভিস পরীক্ষায় পদন্নোতির সময়সীমা কমানো হল। এখন থেকে ৮ বছরেই পদন্নোতি হবে
  • প্রতিযোগিতা হোক উন্নয়নের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে
  • আমরা কোন বিরোধ চাই না, আমরা চাই পাহাড়ের মানুষ ভালো ভাবে থাকুক
  • আমি চাই জঙ্গলমহল ভালো থাকুক, সারা বাংলা ভালো থাকুক
  • আজকের এই বৈঠক দার্জিলিঙের গর্ব
  • ভালো কাজ কেউ রুখতে পারে না
  • ৩৪ বছর কোন কাজ করেনি, আমরা যা কাজ করছি, সেজন্য ওদের তো আমাদের সম্মান করা উচিত
  • পাহাড়ের লোকজনের যা ইচ্ছে তাই নিয়ে পড়াশোনা করবে, বাংলা আবশ্যক করা হয়নি
  • পাহাড়ের মানুষ চায় আমরা বারবার পাহাড়ে আসি

 

 

 

Bringing back peace in Jangalmahal is the biggest success story of the Maa Mati Manush Govt

Bringing back peace in Jangalmahal is the biggest success story of the Maa Mati Manush Government. Left Wing Extremism (LWE) in Jangalmahal is a thing of the past. The Bengal Government, under the able leadership of Chief Minister Mamata Banerjee, has been able to spread the light of development in the the vast area, once infamous for being a hub of extremist activities.

The Bengal Chief Minister, who has visited the area comprising the districts of Bankura, Purulia and Jhargam districts more than hundred times since 2011, has given the area a new ray of hope.

From providing rice at Rs 2/kg to the tribal people and the poor to setting up new schools, colleges, super-speciality hospitals and stadiums, the Bengal Government under Mamata Banerjee has taken all the necessary steps to enable the people of Jangalmahal to lead a peaceful and violence-free life, and hence provided the relief from which they were deprived.

The tribal people have received benefits like forest patta, kendu industry workers have received benefits, students have received bicycles under Sabuj Sathi and scholarships under Kanyashree. The youth of the area now take part in the annual Jangalmahal Cup, initiated by Mamata Banerjee.

Numerous water supply projects and rural road projects have given a boost to the villages in the interiors of Jangalmahal. Tourism has been given a special impetus. As a result of so many measures taken, the locals are thriving.

In fact, after years of hardship, Jangalmahal is smiling again. The Bengal Chief Minister has rightly claimed that bringing back peace in the Jangalmahal region is the biggest success story of the Maa Mati Manush Government.

 

 

জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনাই মা মাটি মানুষের সরকারের সব থেকে বড় সাফল্য

মা মাটি মানুষ সরকারের সাফল্যের মুকুটে সবচেয়ে বড় পালকটি হল জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনা। নক্সাল হিংসার ফলে জঙ্গলমহল জুড়ে ছিল অশান্তির বাতাবরণ। অশান্ত জঙ্গলমহল আজ হাসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ জঙ্গলমহল আজ উন্নয়নে সামিল হয়েছে।

২০১১ তে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় শতাধিক বার গেছেন ও জঙ্গলমহলবাসীদের দিয়েছেন উন্নয়নের দিশা। ২টাকা কিলো দরে চাল প্রদান, নতুন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে স্টেডিয়াম – শান্তির পরিবেশ তৈরী করতে সরকার নিয়েছেন সব পদক্ষেপ। এতদিন যে মানুষরা বঞ্চিত ছিল তারা পেয়েছেন উন্নয়নের আস্বাদ।

আদিবাসীরা পেয়েছেন জঙ্গলের পাট্টা, কেন্দু শিল্পের সঙ্গে জড়িতেরা পেয়েছেন সুবিধা, সবুজ সাথী প্রকল্পে পড়ুয়ারা পেয়েছে সাইকেল, কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা পেয়েছে স্কলারশিপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বার্ষিক জঙ্গলমহল কাপে অংশ নেয় স্থানীয় যুবরা।

 

Made-in-Jangalmahal handicrafts a hit at Biswa Bangla stores

The rich culture of the Adivasis of the Jangalmahal region of Bengal is now helping many of them earn a livelihood. Handicrafts made by artistes of the region have become a hit with customers at the Biswa Bangla stores, a brainchild of Chief Minister Mamata Banerjee. In fact, the idea of selling these particular handicrafts at the stores is also the idea of the Chief Minister.

The development of the Jangalmahal region has been one of her priorities. The long-neglected region, once the hotbed of insurgency, has been seeing the face of development every since the Trinamool Congress-led Government came to power in 2011.

Over the last four months, since the eight Biswa Bangla stores spread over Bengal and in New Delhi began selling the handicrafts made in the Jangalmahal region, products worth Rs 3 lakh have been sold, which is a big achievement, according to State Government officials.

This success has prompted the Government to connect 80 to 100 artistes from Paschim Medinipur, Purulia and Bankura districts permanently with this work. The money earned from the sales is directly debited to the bank accounts of the artistes who have created them.

The Government is fully paying for transporting the products to the showrooms. Now it has also decided to provide training to artistes in the use of machinery so that more can be made is less time.

The handicrafts are primarily made of bamboo, cane, grass, wood and stone; some are made using the terracotta technique too. In fact, items made of the latter are among the best-selling ones, along with plates, bowls and glasses made of black stone.

The range of products available at the Biswa Bangla stores – various types of sari, ornaments, accessories, handicrafts, instruments used by folk artistes, paintings, handmade toys, terracotta products, edibles like nolen gur, honey, pickles and others – caters to the widest variety of tastes.

In a short span of a little more than three years, since the first store opened at Kolkata International Airport on February 22, 2014, the Biswa Bangla stores have been making a world of difference to Bengal’s traditional craftsmen and weavers, earning them rich dividends and thus enabling respectable livelihoods, as well as the preservation and the propagation of the rich traditions of Bengal.

 

 

হস্তশিল্পে বিশ্ব বাংলা মাতাচ্ছে জঙ্গলমহল 

জঙ্গলমহলের হস্তশিল্পীদের তৈরি রকমারি জিনিসপত্র ইতিমধ্যেই দেশ-বিদেশে যথেষ্ট জনপ্রিয়। বিশ্ব বাংলা বিপণন কেন্দ্রগুলির হিসেব অনুযায়ী মাত্র চার মাসের উদ্যোগে ওই অঞ্চলে তৈরি তিন লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে।

পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া-সহ জঙ্গলমহলের প্রায় ১৫ জন শিল্পী দেড় বছরের কাজের বরাত পেয়েছেন। তার মধ্যে তিন মাসের কাজের অগ্রিম দেওয়া হয়েছে শিল্পীদের, যা নজিরবিহীন। আরও ৮০ থেকে ১০০ জন শিল্পীকে এই কাজের সঙ্গে পাকাপাকি ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাঁশ, বেত, ঘাস, কাঠ-সহ বিভিন্ন উপকরণ দিয়ে ঘর সাজানো এবং দৈনন্দিন জীবনে কাজে লাগার মতো হাতে তৈরি শিল্পসামগ্রী তৈরি করেন জঙ্গলমহলের আদিবাসীরা। এই সব পণ্য ছাড়াও নজর কেড়েছে পাথরের তৈরি কালো রঙের থালা, বাটি, গ্লাস, টেরাকোটাও। বিশ্ব বাংলার বিপণন কেন্দ্রগুলিতে এখন এই সব পণ্যের চাহিদাই বেশি।

যে-সব শিল্পী বরাত পাচ্ছেন, তাঁদের তৈরি শিল্পপণ্য বিপণন কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় খরচ দিচ্ছে রাজ্য সরকার। আর পণ্যের দাম সরাসরি চলে যাচ্ছে শিল্পীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়া আদিবাসী শিল্পীদের কাজে উৎসাহ দিতে যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার আটটি বিপণন কেন্দ্র রয়েছে। সেখানে বাংলার শিল্পীদের তৈরি বিভিন্ন ধরনের শাড়ি, লোকশিল্পীদের ব্যবহৃত যন্ত্র, হস্তশিল্পসামগ্রী, এমনকী নলেন গুড়ও রাখা হয়।

উল্লেখ্য, বিপণন কেন্দ্রগুলিতে আদিবাসীদের তৈরি হস্তশিল্প রাখার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Magur fish to be cultivated in Jangalmahal

Women from the Self-Help Groups in the Jangalmahal region would soon be initiated into cultivating magur fish (called catfish in English), which is a delicacy and hence, in high demand.

Under the initiative of the Bengal Government, four hatcheries would be created for the purpose and to start with, women from the Self-Help Groups would be given magur hatchlings.

Within six to seven months, the hatchlings would grow big enough to be sold in markets, with each fish weighing 80 to 100 kg. The fishes would be bought by the State Fisheries Development Corporation Limited of West Bengal, through which they would be released into the markets.

This initiative would lead to higher production of magur, which in turn would lead to lowering of prices, and generation of employment too in the Jangalmahal region. There are plants to export the fish to neighbouring States too.

Immediately after becoming Chief Minister in 2011, Mamata Banerjee had launched developmental schemes to bring the backward Jangalmahal region to the level of the rest of Bengal. As a result, now Jangalmahal is smiling.

 

 

জঙ্গলমহলে চাষ হবে দেশি মাগুর

জঙ্গলমহলের জলাশয়ে চাষ হবে দেশি মাগুর মাছ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও এই প্রকল্পে যুক্ত করা হবে।

৪টি হ্যাচারি বানানো হবে। মাছের চারা দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। রাজ্য ম९স্য উন্নয়ন নিগম তাঁদের কাছ থেকে তা কিনে নেবে। এর ফলে মাছের উ९পাদন বাড়বে।

পাশাপাশি জঙ্গলমহলে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রতিবেশী রাজ্যেও এই মাছ পাঠানোর পরিকল্পনা রয়েছে।

২০১১ সালে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে–পড়া জঙ্গলমহলের উন্নয়নে জোর দিয়েছিলেন। একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পও চালু করেছেন। জঙ্গলমহল এখন হাসছে।

৬–৭ মাসের মধ্যে চারামাছ বাজারে বিক্রির জন্য তৈরি হয়ে যাবে। মাছের ওজন হবে মোটামুটি ৮০–১০০ গ্রাম।

রাজ্যের ম९স্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, ‌‘মাছের উ९পাদন বৃদ্ধির জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষকে আরও কম দামে মাছ কিনতে পারবেন’‌।