Developmental activities taken up in Purba Medinipur

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Purba Medinipur.

 

 

 

Tabulated below are the important developments:

Health and Family Welfare

Multi/Super-speciality hospitals: 3 set up in Nandigram, Panskura and Egra

Fair-price medicine shops: 5 set up at Purba Medinipur District Hospital, Tamluk, Digha Subdivisional Hospital, and at hospitals in Contai, Egra and Haldia; buying from these fair-price shops has resulted in more than 9.31 lakh people getting discounts of more than Rs 20.9 crore

Fair-price diagnostic centres: 2 set up at Tamluk District Hospital
SNSU: 20 sick newborn stabilisation units set up in Digha, Haldia, Mugberia, Gonora, Janubasan, Nandigram, Moyna, Bararankua, Riyapara, Anantapur, Basulia, Sillaberia, Uttar Mechogram, Basantia, Bhagwanpur, Kamarda, Gangadharpur, Khejurberia, Erashal and Paikpari

SNCU: 2 sick newborn care units set up at Tamluk and Egra hospitals

CCU/HDU: 6 critical care units and high-dependency units set up at Tamluk, Contai, Haldia, Nandigram, Egra and Digha hospitals
Hospital beds: Number beds at Contai Subdivisional Hospital increased from 200 to 300

Swasthya Sathi: More than 1.93 lakh people enrolled

Sishu Sathi: 523 children successfully operated on

 

Education

College: 3 government colleges set up – Shahid Matangini Hazra Women’s College, Tamluk and Swarnamayee Jogendranath College – and a college in Shyamsundarpur

ITI: 3 industrial training institutes set up in Deshapran block (formerly Contai-2), and in Nandigram and Egra

Polytechnic colleges: 1 set up in Kolaghat

Utkarsh Bangla: More than 82,000 youths being given skills training

Sabooj Sathi: More than 3.28 lakh school children given bicycles

Upgrading of schools: 170 Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: About 9,000 landless families handed over patta, and about 4,000 agricultural and forest land patta handed over

Kisan Credit Cards: Almost 95% of eligible farmer families given KCCs

Kisan Mandi: 6 set up in Panskura-1, Bhagwanpur-1, Patashpur-1, Deshapran (formerly Contai-2) and Egra-1 blocks and in Nandigram
Hatchlings distributed: More than 24.58 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): About 9.04 crore person-days created at an expenditure of more than Rs 2,220 crore
Rural housing: About 1.41 lakh people benefitted; on January 29, 2018, it was announced that about 26.764 people would be distributed houses under various schemes

Rural roads: About 700 km roads built under Grameen Sadak Yojana; another 395 km being built/renovated

Samabyathi: 4,267 people benefitted from this scheme

ODF: Purba Medinipur has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); 2.16 lakh toilets built, which is 100% of the target

 

Minorities’ Development

Scholarships: About 4.12 lakh students from minority communities given scholarships worth about Rs 110 crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 32 crore

MSDP: About Rs 6 crore spent for various schemes under Multi-sectoral Development Programme (MSDP) – more than 30 health sub-centres, additional classrooms, anganwadi cnetres, houses, etc.

Karmatirtha: 14 Karmatirthas built to increase employment of local people – in Egra-2, Panskura-1, Panskura-2, Patashpur-2 (two), Sutahata-1, Ramnagar-1 (two), Contai-3, Nandigram-1, Khejuri-2, Shahid Matangini, Tamluk and Moyna blocks

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 1.4 lakh students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: More than 2.16 lakh people handed over SC/ST/OBC certificates

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 2.84 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme

 

Food security

Khadya Sathi: As part of the scheme, almost 95% of the eligible population of Howrah (about 51.71 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

Industry

Industrial Growth: Industrial Growth Centre set up in Haldia

MSME: 27 MSME clusters established in the micro, small and medium enterprises sector – among which the important ones are a cashew nut cluster in Contai, 8 steel utensils clusters in Tamluk, Haldia, Mecheda, Panskura, Contai, Moyna, Egra and Daisai, and readymade garments cluster in Basulia; convention centre to help in development of industry and tourism in Digha; IT hub and industrial estate in Haldia; bank loans worth more than Rs 6,975 crore given

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 85 projects like roads, bridges, etc. by investing about Rs 570 crore

Roads: About 650 km of roads built/re-built/widened, among which 2 important ones are Panskura-Durgachowk Road and Dakshin Shitla Dadanpatrabar-Mandarmani Road

Baitarani: As part of Baitarani Scheme, 33 burning ghats being renovated and 1 electric furnace being constructed

Gatidhara: Through Gatidhara Scheme, about 270 youths managed to buy vehicles for commercial use

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification achieved

Power stations: India Power Corporation (Haldia) Limited has set up thermal power plant in Haldia, consisting of three 150 MW units

 

Irrigation

Dam repair: About 330 km of dams strengthened

Canal repair: Renovation of Keleghai-Kapaleswari-Bagai Canal going on at a cost of Rs 650 crore, to benefit about 4 lakh people in 14 blocks in Purba and Paschim Medinipur and Jhargram districts

Ghatal Master Plan: Flood control plan set up at a cost of Rs 2,000 crore to control floods in Panskura-1 and Panskura-2 blocks and Ghatal region in Paschim Medinipur, to benefit about 17 lakh people

Bridges: 2 bridges built over Chandika river in Ejmalich and Sridharpur in Moyna block; Dakshin Narikelda Bridge built over Pratapkhali Canal in Nandakumar block

Jetties: 2 jetties built over Rasulpur river in Rasulpur and Boga

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 55 projects at a cost of about Rs 240 crore.

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 38,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

Tourism: Digha Gate built in a record 18 months at Rs 6.5 crore; Marine Drive in Digha; 9 more projects including watch towers in Digha, Sankarpur, Tajpur and MadarmaniBiswa Bangla Park in Digha, youth hostel in Digha renovated; seaside road till Nayakali, and Digha Mohana Road; lighting set up in Tajpur town and sea coast; Digha-Kolkata helicopter service started

 

Labour

Samajik Suraksha Yojana: About 9.86 lakh workers from the unorganised sector documented – of these, about 1.25 lakh beneficiaries have received benefits to the tune of more than Rs 57 crore

Yuvashree: About 5,000 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 38,000 self-help groups set up

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 11,000 ventures approved, for which a total grant of about Rs 85 crore given

 

Urban Development and Town and Country Planning

Municipality development: 3 municipalities in Purba Medinipur district spent more than Rs 130 crore for developmental schemes

Urban housing for the poor: About 5,600 people benefitted

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 23,000 folk artistes getting retainer fee and pension

 

Housing

For the economically disadvantaged: About 19,000 people benefitted as part of Gitanjali and other schemes

Pathasathi: 2 Pathasathi motels set up for travellers (also resulting in employment for local people) in Nandakumar and Mecheda

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 955 cubs given more than Rs 32 crore for promoting sports

Sporting infrastructure: About 300 multi-gyms and 60 mini indoor stadiums set up at a cost of about Rs 18.53 crore

Youth Hostel: Youth Hostel being built in Nandakumar

 

Law and order

Police stations: 3 coastal police stations set up in Mandarmani, Junput and Nayachar; 2 women’s police stations set up Contai and Haldia

 

 

পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়ন – এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ

  • এই জেলার নন্দীগ্রাম, পাশকুঁড়া ও এগরায় গড়ে উঠেছে ৩টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল।
  • পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল, কাঁথী, হলদিয়া ও দীঘা মহকুমা হাসপাতালে ৫টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে ৯ লক্ষ ৩১ হাজারেরও বেশি মানুষ ২০ কোটি ৯০ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছে। তমলুক জেলা হাসপাতালে ২টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ২০টি SNSU চালু হয়ে গেছে (দীঘা, হলদিয়া, মুগবেড়িয়া, গোনেরা, জানুবাসান, নন্দীগ্রাম, ময়না, বারারানকুয়া, রিয়াপাড়া, অনন্তপুর, বাসুলীয়া, সীন্নাবেড়িয়া, উত্তর মেছোগ্রাম, বাসন্তিয়া, ভগবানপুর, কামারদা, গঙ্গাধরপুর, খেজুরবেড়িয়া, এরাশাল ও পাইকপারি)।
  • তমলুক ও এগরা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।
  • তমলুক, কাঁথী, হলদিয়া, নন্দীগ্রাম, এগরা ও দীঘা হাসপাতালে ৬টি CCU/HDU চালু হয়ে গেছে।
  • কাঁথী মহকুমা হাসপাতালকে ২০০ থেকে ৩০০ শয্যায় সম্প্রসারিত করা হচ্ছে।
  • ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ১ লক্ষ ৯৩ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
  • ‘শিশুসাথী’ প্রকল্পে, এই জেলার ৫২৩টিরও/ হাজারেরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

 

শিক্ষাঃ

  • এই জেলার, তমলুক শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজ, স্বর্ণময়ী জোগেন্দ্রনাথ কলেজ এবং শ্যামসুন্দরপুরে ৩টি নতুন সরকারী কলেজ গড়ে তোলা হচ্ছে।
  • দেশপ্রাণ (কাঁথী-২), নন্দীগ্রাম ও এগরায় ৩টি নতুন আই টি আই কলেজ নির্মাণ করা হয়েছে।
  • কোলাঘাটে একটি নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে।
  • ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচিতে জেলার ৮২ হাজারেরও বেশি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • এই জেলায়, ৩ লক্ষ ২৮ হাজারেরও বেশি ছাত্র ছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • জেলায়, গত সাড়ে ৬ বছরে, প্রায় ১৭০টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুল মিড-ডে-মিল চলছে, যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ

  • জেলার ৯ হাজারেরও বেশি যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া ৪ হাজারেরও বেশি কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলার, প্রায় ৯৫% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলার পাঁশকুড়া-১, ভগবানপুর-২, পটাশপুর-১, দেশপ্রাণ (কাঁথী-২), এগরা-১ ও নন্দীগ্রামে ৬টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ২৪ লক্ষ ৫৮ হাজারেরও বেশি হাঁস ও মুরগীড় বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ

  • এই জেলায় ১০০-দিনের কাজে, ২২২০ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৯ কোটি ৪ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • জেলার প্রায় ১ লক্ষ ৪১ হাজার মানুষ গ্রামীণ আবাস যোজনায় উপকৃত হয়েছেন।
  • এই জেলার আরও প্রায় ২৬ হাজার ৭৬৫ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৭০০ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
  • এই জেলায় আরও প্রায় ৩৯৫ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ৪ হাজার ২৬৭ জন উপকৃত হয়েছেন।
  • পূর্ব মেদিনীপুর ‘নির্মল জেলা’। জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে প্রায় ২ লক্ষ ১৬ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।

 

সংখ্যালঘু উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার প্রায় ৪ লক্ষ ১২ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় ১০০ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৩২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • MSDP তে প্রায় ৬ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • এই প্রকল্পে, জেলায় ৩০টির ও বেশি হেলথ সাব সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ।অঙ্গনওয়াড়ী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে
  • এই জেলার এগরা-২, পাঁশকুড়া-১, পাঁশকুড়া-২, পটাশপুর-২(২টি), সুতাহাটা-১, রামনগর-১ (২টি), কাঁথী-৩, নন্দীগ্রাম-১, খেজুরী-২, শহীদ মাতঙ্গিনী, তমলুক ও ময়নায় ১৪টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ২ লক্ষ ১৬ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ

  • এই জেলায়, ২ লক্ষ ৮৪ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী – ‘খাদ্য সাথী’ প্রকল্পঃ

  • এই জেলার ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৫১ লক্ষ ৭১ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে) খাদ্যশস্য দেওয়া হচ্ছে – যা জেলার মোট জনসংখ্যা প্রায় ১০০%।

 

শিল্পঃ

  • হলদিয়ায় ১টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে।
  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ২৭টি ক্লাস্টার গড়ে উঠেছে।
  • কাঁথীতে একটি কাজু বাদামের ক্লাস্টার, তমলুক, হলদিয়া, মেছেদা, পাঁশকুড়া, কাঁথী, ময়না, এগরায় ও দাইসাইয়ে ৮টি স্টিলের আসবাব তৈরির ক্লাস্টার, বাঁসুলীয়ায় একটি জামাকাপড় তৈরির ক্লাস্টার প্রভৃতি।
  • শিল্প ও পর্যটনের বিকাশে গড়ে তোলা হচ্ছে দীঘায় একটি কনভেনশন সেন্টার।
  • হলদিয়ায় গড়ে তোলা হয়েছে আইটি হাব ও ইন্ডাস্ট্রিয়াল এস্টেট।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় ৬৯৭ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।

 

পূর্ত ও পরিবহনঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় পূর্ত দপ্তর ১১০টিরও বেশি রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি রুপায়নের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৮৫টিরও বেশি প্রকল্পের কাজ ৫৭০ কোটি টাকা ব্যয় ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে/ এর ফলে প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলায় বিগত সাড়ে ৬ বছরে প্রায় ৬৫০ কিমি রাস্তা নির্মাণ/পুনর্নির্মাণ/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ পাঁশকুড়া-দুর্গাচক রাস্তা,দক্ষিণ শিতলা দাদনপাত্রবার-মান্দারমনি রাস্তা প্রভৃতি।
  • ‘বৈতরিনী’ প্রকল্পে ৩৩টি শ্মশান ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুরি বসানোর কাজ চলছে।
  • এই জেলার প্রায় ২৭০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।
    হাতে নেওয়া হয়েছে Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তিঃ

  • সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরনের কাজ সম্পন্ন হয়েছে।
  • হলদিয়ায় Indian Power Corporation (Haldia) LIMITED-এর একটি নতুন ৩ ১৫০ মেগা ওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

 

সেচঃ

  • জেলায় প্রায় ৩৩০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে কেলেঘাই-কপালেশ্বরী-বাগাই খাল সংস্কারের কাজ চলছে।
  • এই প্রকল্পে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ১৪টি ব্লকের প্রায় ৪ লক্ষ মানুষ উপকৃত হবেন।
  • পাঁশকুড়া-১ ও পাঁশকুড়া-২ ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় ২ হাজার কোটি টাকার ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ তৈরি হয়েছে। এটি রূপায়িত হলে এই বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ১৭ লক্ষ মানুষ প্রতি বছর বন্যার সমস্যা থেকে মুক্তি পাবেন।
  • ময়না ব্লকের চণ্ডিকা নদীর উপরে এজমালিচক ও শ্রীরামপুরে ২টি সেতু নির্মাণ করা হয়েছে।
  • রসুলপুর ও বোগায় রসুলপুর নদীর ওপর ২টি নতুন জেটি গড়ে তোলা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরীঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, ৭০টি জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ২৪০ কোটি টাকা ব্যয়ে ৫৫টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন।বাকি জল প্রকল্পগুলির কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।

 

বন ও পর্যটনঃ

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ৩৮ হাজারেরও বেশি সদ্যোজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • মাত্র ১৮ মাসের রেকর্ড সময়ে ‘দীঘা গেট’ নির্মাণ করা হয়েছে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে।
  • দীঘায় মেরিন ড্রাইভ গড়ে তোলা হয়েছে।
  • এছাড়া দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমনিতে ওয়াচ টাওয়ার, দীঘায় বিশ্ব বাংলা উদ্যান , দীঘা যুব আবাসের সংস্কার, নয়াকালীন মন্দির পর্যন্ত সমুদ্র তীরবর্তী রাস্তা, দীঘা-মোহনা রাস্তা সহ মোট ৯টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে।
  • দীঘায় বিশ্ব বাংলা উদ্যান সম্পূর্ণ করা হয়েছে।
  • তাজপুর শহর ও সৈকতের আলোকায়ন করা হয়েছে।
  • দীঘা-কলকাতা হেলিকপ্টার পরিষেবা সূচনা হয়েছে।

 

শ্রমঃ

  • এই জেলায় সামাজিক সুরক্ষা যোজনায় প্রায় ৯ লক্ষ ৮৬ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত প্রায় ১ লক্ষ ২৫ হাজার উপভোক্তা, ৫৭ কোটি টাকার ও বেশি সহায়তা পেয়েছেন।
  • যুবশ্রী প্রকল্পে, এই জেলায় প্রায় ৫ হাজার যুবক-যুবতী উতসাহ ভাতা পাচ্ছেন।

 

স্ব-নির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচীঃ

  • ‘আনন্দধারা’ প্রকল্পে প্রায় ৩৮ হাজার স্ব-নির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছরে, ‘স্বামী বিবেকানন্দ স্ব-নির্ভর কর্মসূচী’ প্রকল্পে প্রায় সাড়ে ১১ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৮৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর ও নগরোন্নয়নঃ

  • জেলায় ৩টি মিউনিসিপ্যালিটি, ১৩০ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে।
  • শহরাঞ্চলে গরীবদের জন্য বাসস্থান প্রকল্পে, প্রায় ৫ হাজার ৬০০ জন মানুষ উপকৃত হয়েছেন।

 

তথ্য ও সংস্কৃতিঃ

  • এই জেলায় ২৩ হাজারেরও বেশি লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।

 

আবাসনঃ

  • জেলায় আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১৯ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য নন্দকুমার ও মেছেদায় ২টি ‘পথসাথী’ মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুবকল্যাণঃ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৯৫৫টিরও বেশি ক্লাবকে ৩২ কোটি টাকারও বেশি অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ৩০০টি মাল্টি জিম ও ৬০টি মিনি ইনডোর স্টেডিয়াম, প্রায় ১৮ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
  • নন্দকুমারে একটি যুব আবাস গড়ে তোলা হচ্ছে।

 

আইন-শৃঙ্খলাঃ

  • এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন মন্দারমণি, জুনপুট ও নয়াচর উপকূলীয় থানা এবং কাঁথী ও হলদিয়া মহিলা থানা।

 

Thanks to 7 years of Trinamool rule, the Hills are smiling again

Ever since assuming office, the development of the Hills has been a top priority for Mamata Banerjee. Unlike her predecessors, she visits the Darjeeling Hills very often, and has taken several initiatives for the welfare of the people of the region.

The Gorkha Territorial Administration (GTA) Act was notified in 2012. Thirty-five departments of the State Government have notified the setting up of their offices under GTA. More than Rs 3,925 crore has been allocated from the Hill Affairs Department for the Hills since then.

The situation in the region has remained peaceful due to the sustained efforts on the part of this government. Developmental measures aimed at benefiting the people in the Hill areas and Dooars have culminated in significant socio-economic improvement of the people residing in these areas.

 

Here are some of the development initiatives:

A. New District

  • Notable among the steps taken is creation of a separate district of Kalimpong and a separate sub-division of Mirik.

 

B. Development Boards

  • Sixteen development boards have been formed for the indigenous communities of the Hills and nearly Rs 320 crore has been disbursed to them for various developmental activities including the preservation and promotion of their ancient culture and traditions.

 

C. Infrastructure:

  • Renovation of NH-55 between Tindharia and Paglajhora and NH-10 between Sevoke and the Sikkim border, which were badly damaged due to landslides. has been taken up.
  • The construction of AH-2 and AH-48 is underway, which will improve the connectivity of Bengal with Sikkim, Nepal, Bangladesh and Bhutan.
  • Construction of Bailey bridge at Bijanbari, Darjeeling has been completed.
  • Construction of two-storey building of Garidhura Police Outpost in Kurseong completed.
  • Special repair and renovation of Richmond Hill ( official residence of Chief Minister) in Darjeeling has been completed.

 

D.Tourism

  • In Kalimpong, eight cottages have been constructed within the premises of Morgan House Tourist Lodge.
  • NBDD, in collaboration with the Tourism and Forest Departments has established a tourism hub at Lamahata, Darjeeling district.
  • Two Cultural Tourism Centres are being developed in Kalimpong-I and Sukhiapokhri blocks for focusing of Lepcha culture and heritage.
  • One hundred-bedded youth hostel is under construction in Kalimpong.
  • Four executive class buses for foreign tourists as well as four small vehicles for local sightseeing have been introduced at a cost of Rs 2 crore.
  • In Darjeeling, an eco-friendly tourist lodge is being developed at Tiger Hill. The Siliguri Royal Tiger Safari has been introduced, which will be the first tiger safari in Bengal.

 

E. Education

  • Model schools in Sukna, Mongarjung and RKSP in Darjeeling district have been established. The model Schools have been commissioned.
  • Two degree colleges have been established in Pedong and Gorubathan.
  • An ITI and a polytechnic college are being built up in Kalimpong. Another ITI is being set up at Gorubathan.
  • In Kurseong, Dow Hill is being developed as an education hub. The Himalayan Centre of Presidency University is also being established at the same place.

 

F. Health

  • In Kalimpong, one high-dependency unit (HDU) has been set up. Eight SNSUs have been set up in the district of Darjeeling. Two CCUs have been established in Siliguri and Darjeeling.
  • Four fair price medicine shops have been set up in Darjeeling, Siliguri, Kurseong and Naxalbari.
  • In Kurseong, a medical college is being set up. Moreover, four sub-centres are ready to be commissioned.

 

G. Other initiatives

  • The government has decided to lay emphasis on eco and village tourism, setting up of new health centres, agriculture and horticulture as well as skill development schemes in the areas of hospitality, security services (unarmed), handloom, handicrafts etc.
  • The Himal-Terai-Dooars sports festivals are being held to encourage the youth of the region to participate in sports and games.
  • Rs 182.06 lakh allotted to Ram Krishna Sewa Ashram for the renovation of Roy Villa in Darjeeling. Memoirs of Sister Nivedita, during her stay at Darjeeling, and other valuable records have been kept there.
  • Residents of the Hills, including both workers and non-workers and their families of the tea gardens, have been included in the Khadya Sathi Scheme through which they get foodgrains at highly subsidised rates.

 

সাত বছরে পাহাড়ের সার্বিক উন্নয়নঃ এক নজরে

বিগত ৩৪ বছরের বাম আমলে কার্যত পাহাড় ছিল অবহেলিত। না ছিল কোনও উন্নয়নের প্রকল্প, না ছিল উন্নয়ন করার কোনও সদিচ্ছা বা পরিকল্পনা। ২০১১ সালে ক্ষমতা বদল হয়ে তৃণমূল কংগ্রেস শাসনভার গ্রহণ করার পর থেকে পাহাড় হাসছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাহাড়ের উন্নয়নকে পাখির চোখ করে একের পর এক প্রকল্প নেওয়া হয়েছে, পাহাড়ের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে আসার সুযোগ করে দেওয়া হয়েছে।

২০১২ সালে জিটিএ অ্যাক্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের ৩৫টি দপ্তর জিটিএ অ্যাক্টের অধীনে নিজেদের অফিস তৈরীর কথা ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গ সরকারের পার্বত্য বিষয়ক বিভাগ গত ছয় বছরে পার্বত্য এলাকার উন্নয়নের জন্য ৩৯২৫ কোটি টাকা বরাদ্দ করে।

সরকারের দীর্ঘকালীন প্রচেষ্টার ফলে দার্জিলিং জেলা ও ডুয়ার্স অঞ্চলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। উন্নয়নমুখী নানা প্রকল্পের ফলে পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠেছে। ফলে সমগ্র অঞ্চলে বর্তমানে শান্তির পরিবেশ বজায় রয়েছে।

 

একনজরে দেখে নেওয়া যাক গত ছয় বছরে পাহাড়ের উন্নয়নের জন্য নেওয়া সরকারের কিছু পদক্ষেপঃ-

নতুন জেলা

  • একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কালিম্পং-কে একটি পৃথক জেলা ও মিরিক-কে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

বোর্ড গঠন

  • স্থানীয় জনগোষ্ঠীগুলির উন্নয়নের কথা মাথায় রেখে ১৬টি বোর্ড গঠন করা হয়েছে। প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষন-সহ অন্যান্য উন্নয়নমুখী প্রকল্পে ইতিমধ্যেই ৩২০ কোটি টাকা প্রদান করা হয়েছে।

 

পরিকাঠামো উন্নয়ন

  • পার্বত্য এলাকায় সড়ক পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
  • ধসে ক্ষতিগ্রস্ত তিনধরিয়া এবং পাগলাঝোরার মধ্যবর্তী ৫৫নম্বর জাতীয় সড়ক, সেবক ও সিকিমের মধ্যবর্তী ১০ নম্বর জাতীয় সড়কের সংস্কার চলছে।
  • এএইচ ২ এবং এএইচ ৪৮ এর নির্মাণের কাজ চলছে। এই দুটি সড়ক চালু হলে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিম, নেপাল, বাংলাদেশ এবং ভুটানের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে।
  • দার্জিলিঙের বিজনবাড়িতে বেইলি সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।

 

পর্যটন

  • পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশের জন্য পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করে চলেছে।
  • কালিম্পং-এ মর্গ্যান টুরিস্ট সংলগ্ন এলাকায় ৮টি কটেজ গড়ে তোলা হয়েছে।
  • লেপচা সংস্কৃতির ঐতিহ্যকে কেন্দ্র করে কালিম্পং-১ এবং সুখিয়াপোখরি ব্লকে ২টি সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
  • কালিম্পং-এ ১০০টি আসনসম্পন্ন একটি ইয়ুথ হোস্টেল তৈরী করা হচ্ছে। নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজে ইতিমধ্যেই ২৯.৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
  • ২কোটি টাকা খরচ করে বিদেশী পর্যটকদের সুবিধার্থে ৪টি একজিকিউটিভ শ্রেণীর বাস এবং স্থানীয় জায়গাগুলি ঘুরে দেখার জন্য ৪টি ছোট গাড়ি কেনা হয়েছে।
  • দার্জিলিঙের টাইগার হিলে একটি পরিবেশবান্ধব টুরিস্ট লজ গড়ে তোলা হচ্ছে।
  • পশ্চিমবঙ্গের প্রথম টাইগার সাফারি হিসাবে শিলিগুড়ি রয়্যাল টাইগার সাফারি গড়ে উঠেছে।
  • দার্জিলিং-এর লামাহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ, পর্যটন ও বোন দপ্তরের সহায়তায় একটি পর্যটন হাব স্থাপন করেছে এবং সেটি মাননীয়া মুখ্যমন্ত্রী ২৭শে জানুয়ারি ২০১৩-এ উদ্বোধন করেছেন।
  • কালিম্পং-এ মর্গ্যান হাউস, হিলটপ এবং তাসিডাঙা টুরিস্ট লজের মেরামতি ও সংস্কার কাজ এবং জলদাপাড়া ও মূর্তিতে তাঁবু তৈরীর কাজ সম্পূর্ণ হয়েছে।

 

শিক্ষা

  • সুকনা ও মোঙ্গরজঙেম, ডেলস্কুল, দার্জিলিং-এ আরকেএএসপি গড়ে তোলা হয়েছে।
  • ২০১৭-১৮’র শিক্ষাবর্ষে মডেল স্কুলগুলিতে পঠন-পাঠন চালু হবে।
  • পেডং এবং গরুবাথানে দুটি ডিগ্রী কলেজ গড়ে তোলা হয়েছে।
  • কালিম্পং-এ একটি নতুন আইটিআই এবং একটি পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে। গরুবাথানে আরও একটি আইটিআই তৈরীর কাজ চলছে।
  • কার্শিয়াং-এর ডাওহিলকে একটি শিক্ষাকেন্দ্র হিসাবে গড়ে তোলার কাজ চলছে। এই অঞ্চলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিমালয়ান সেন্টার গড়ে তোলার কাজ চলছে।

 

স্বাস্থ্য

  • কালিম্পং-এ একটি হাই ডিপেনডেন্সি ইউনিট (HDU) গড়ে তোলা হয়েছে।
  • দার্জিলিং জেলায় ৮টি এসএনএসইউ গড়ে তোলা হয়েছে।
  • শিলিগুড়ি এবং দার্জিলিং-এ ২টি সিসিইউ গড়ে তোলা হয়েছে।
  • দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং এবং নকশালবাড়িতে ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরী করা হয়েছে।
  • কার্শিয়াং-এ একটি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি ১০০ বেডের ইএসআই হাসপাতাল গড়ে তোলা হচ্ছে শিলিগুড়িতে। এছাড়াও ৪টি উপকেন্দ্র কাজ শুরুর অপেক্ষায় রয়েছে।

 

অন্যান্য কর্মসূচি

  • স্থানীয় ছেলেমেয়েদের খেলাধূলায় উৎসাহ দেওয়ার জন্য হিমল-তরাই-ডুয়ার্স ক্রীড়া উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
  • দার্জিলিং-এর রায়ভিলার সংস্কার কাজের জন্য রামকৃষ্ণ সেবা আশ্রমকে ১৮২.০৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দার্জিলিং-এ থাকাকালীন ভগিনী নিবেদিতার স্মৃতি এবং অন্যান্য মূল্যবান রেকর্ডসমূহ সেখানে রাখা হয়েছে। এটি দার্জিলিং-এর ভ্রমণ ম্যাপের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • দার্জিলিং-এর কার্শিয়াং-এ টয়লেট ব্লকসহ গাড়িধুরা পুলিশ ফাঁড়ির দোতলা ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।

ITIs in Bengal to have upgraded infrastructure

The state Technical Education department has taken up a major step in upgrading the ITIs. The project has been taken up with support from the World Bank.

A good number of ITIs are being selected for upgradation and the work has already started. It is learnt that in the first phase around 28 ITIs will be upgraded.

The upgradation of the ITIs includes setting up of smart class rooms along with high-speed internet connection which will ensure knowledge sharing through video conferencing.

It may be mentioned that in 2011 there were only 80 ITIs in the state where only 17,636 students used to get opportunity to undertake training every year. After the change of guard in the state, the Mamata Banerjee government has set up a total of 235 ITIs where 66,740 students can undertake different training courses.

Similarly, total number of polytechnic colleges has also increased. There were only 65 polytechnic colleges in the state in 2011 and now it has increased to 147 where 37,315 students can get admission in a year. Moreover, there are 289 advanced vocational training centres now in the state.

 

আইটিআইয়ের পরিকাঠামো উন্নয়ন পাখির চোখ রাজ্যের

বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় বেশ কয়েকটি আইটিআইয়ের পরিকাঠামো উন্নয়ন করবে রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর। প্রথম দফায় ২৮টি আইটিআইয়ের উন্নয়ন করা হবে।

এই পরিকাঠামো উন্নয়নের মধ্যে রয়েছে স্মার্ট ক্লাসরুম তৈরী ও হাই স্পীড ইন্টারনেট পরিষেবার স্থাপন। এর মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও পঠনপাঠন করতে পারবে ছাত্রছাত্রীরা।

প্রসঙ্গত ২০১১ সাল পর্যন্ত সারা রাজ্যে মাত্র ৮০টি আইটিআই ছিল, যেখানে মাত্র ১৭,৬৩৬ জন ছাত্রছাত্রী প্রতি বছর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেতেন। কিন্তু মাত্র ছ’বছরে রাজ্যে আইটিআইয়ের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৫টি, যেখানে ৬৬,৭৪০জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিতে পারেন বিভিন্ন কোর্সে।

২০১১ পর্যন্ত মাত্র ৬৫টি পলিটেকনিক কলেজ ছিল রাজ্যে, যা বেড়ে হয়েছে ১৪৭। ৩৭,৩১৫জন ছাত্র প্রতি বছর এখানে পড়ার সুযোগ পায়। এছাড়া এই মুহূর্তে রাজ্যে ২৮৯টি পেশামূলক শিক্ষা কেন্দ্র আছে; রাজ্য সরকার এইরকম কেন্দ্র ব্লকে ব্লকে গড়তে চায়।

New avenues for higher education in Bengal

The Bengal Government, under the leadership of Mamata Banerjee has been committed towards creating newer avenues for higher education in the State. Accordingly, sixteen new universities have been set up. Of these, seven are State-aided and nine are private universities.

Thirty-one new Government Colleges and sixteen Government-aided colleges have been set up. All are functional. A new Government College has also been sanctioned in 2016 at Narayangarh in Paschim Medinipur.

Here are some of the achievements in higher education and technical education sector:

Polytechnics

• The Government has adopted a policy of ensuring one Polytechnic in each Sub-division

• In 2011, 26 sub-divisions of the State had 65 Polytechnics, while in 2017 total number of operational Polytechnics across the State has reached 146.

• The intake capacity in Polytechnics has gone now up to 37,315 as compared to a total of 17,185 in 2011.

• E-learning contents have already been developed for 50 subjects and being taught since 2015-16.

• 60 Polytechnics have been converted into Wi-Fi campus.

• WBSCT&VE&SD, the unified Council has completed the task of modernization of syllabus for the diploma courses to make them at par with the country.

• E-Yantra Labs have been set up at 05 Govt. Polytechnics on Robotics in collaboration with IIT, Mumbai

• Students of APC Roy Polytechnic stood first in the All India Students Robotics Competition resulting in award of internship for 06 weeks at IIT, Mumbai.

ITIs

• The Government has adopted a policy of ensuring one ITI in each block

• In 2011, only 39 blocks of the State had 80 ITIs, while in 2017 total number of operational ITIs across the State has reached 235.

• Biennial intake capacity (on account of 4 semesters) of the ITIs has now gone up to 66710 in comparison with total intake of 17636 in 2011.

• It may be further mentioned that 71 of the Govt. ITIs have been operationalised in 2016 -17 in PPP mode.

Higher Education

• As a result of the huge expansion in higher education, the State’s Gross Enrolment Ratio (GER) which was 12.6 in 2011 rose dramatically to 18 in 2016.

• The State’s enrolment in higher education institutions has risen from 14,97,019 in 2011 to 19,52,696 in April 2017. This means an addition of 4,55,677 new seats at the UG and PG levels in the State during the last six years.

• A total of 2,816 teaching and non-teaching posts have been created in the State-funded universities, Government colleges and Government-aided colleges.

• A total of 5, 931 Assistant Professors were recruited by the State’s Public Service Commission and the College Service Commission, thereby significantly improving the teaching standards in the State-funded colleges.

• Indicating the steady improvement in the State’s higher education institutions, as many as 276 institutions (May 2017) have obtained UGC-NAAC’s (National Assessment and Accreditation Council) accreditation while 95 institutions are awaiting NAAC’s visit, to be assessed and accredited shortly.

• To usher in the educational benefits of the internet, 732 virtual/ smart classrooms in the State-aided Universities, Government Colleges and Government-aided Colleges have been set up.

• An e-learning space has been created in every State-funded higher education institution where free WiFi/ internet facility has been made available for the students and teachers during work hours. Several universities and colleges have also completed full campus WiFi coverage.

• A major e-governance initiative has been taken to bring in greater transparency and fairness in admissions to all UG and PG level courses by making admissions online in all Government and Government-aided higher education institutions, from the academic session 2015-16 onwards. Each year, this bene ts more than eight lakh applicants across the State.

• To meaningfully assist the meritorious students belonging to the economically backward sections of the population, the budget for the Swami Vivekananda Merit cum Means Scholarship Scheme, which was Rs.45 crore in 2015-16 has been enhanced to Rs. 200 crore in 2016-17. This has increased the quantum of scholarships as also the number of beneficiaries in engineering, medical, technical and general degree courses besides students of classes XI and XII. During 2016-17, a total of 73,744 students have got the benefit of the scholarships.

 

উচ্চশিক্ষায় নতুন পথের দিশারি বাংলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা, মাটি, মানুষের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ছ’বছরে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন পথের দিশারি হিসেবে উঠে এসেছে বাংলা।

গত ছ’বছরে ১৬টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, এগুলির মধ্যে সাতটি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়। সবকটিই চালু হয়ে গিয়েছে। একত্রিশটি নতুন সরকারি মহাবিদ্যালয় এবং ১৬টি সরকারি সাহায্যপ্রাপ্ত মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নারায়াণগড়ে ২০১৬ সালে একটি নতুন মহাবিদ্যালয় অনুমোদন পেয়েছে।

পলিটেকনিকঃ

রাজ্য সরকার প্রত্যেক মহকুমায় একটি করে পলিটেকনিক তৈরির বিষয়টিকে নিশ্চিত করতে নীতি প্রণয়ন করেছে।

২০১১ সালে, রাজ্যের ২৬টি মহকুমায় মোট পলিটেকনিক ছিল ৬৫টি, সেখানে ২০১৭ সালে সারা রাজ্যে চালু পলিটেকনিকের সংখ্যা ১৪৬-এ পৌঁছে গিয়েছে।

পলিটেকনিকগুলিতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষমতা তুলনামূলকভাবে এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৭,৩১৫ যা ২০১১ সালে ছিল ১৭,১৮৫।

৫০টি বিষয়ের জন্য ই-লার্নিং-এর বিষয়টি ইতিমধ্যে উন্নত হয়েছে এবং ২০১৫-১৬ সাল থেকে শেখানোও হচ্ছে।

৬০টি পলিটেকনিক ওয়াই-ফাই ক্যাম্পাসে পরিণত হয়েছে।

ডব্লিউবিএসসিটি অ্যান্ডভিআইঅ্যান্ডএসডি নামে একটি সংযুক্ত সংসদ সারা দেশের পাঠ্যক্রমের সঙ্গে সাযুজ্য রক্ষার জন্য এখানে পাঠ্যক্রমের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে।

আইআইটি মুম্বই-এর সহযোগিতায় ৫টি সরকারি পলিটেকনিকে রোবোটিক্স-এর ওপরে ই-যন্ত্র ল্যাব তৈরি করা হয়েছে।

অল ইন্ডিয়া স্টুডেন্টস রোবোটিক্স প্রতিযোগিতায় এপিসি রায় পলিটেকনিক-এর ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করেছে এবং পুরস্কার হিসেবে আইআইটি মুম্বইতে ৬সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।

আইটিআইঃ

রাজ্য সরকার প্রতিটি ব্লকে একটি করে আইটিআই স্থাপনের বিষয়টিকে সুনিচিত করতে একটি নীতি গ্রহণ করেছে।

২০১১ সালে রাজ্যের মাত্র ৩৯টি ব্লকে মোট ৮০টি আইটিআই ছিল, সেখানে ২০১৭ সালে সারা রাজ্যে চালু আইটিআই-এর সংখ্যা ২৩৫-এ পৌঁছেছে।

দু’বছরে আইটিআইগুলিতে ছাত্রভর্তির ক্ষমতা (৪তে সেমিস্টারের হিসেবে) ২০১১ সালে ছিল ১৭৬৩৬, সেই তুলনায় বর্তমানে বেড়ে হয়েছে ৬৬৭১০।

আরও উল্লেখ করা যেতে পারে যে, ৭১টি সরকারি আইটিআই ২০১৬-১৭ সালে পিপিপি মোডে চালু হয়েছে।

উচ্চশিক্ষা

উচ্চশিক্ষার বিপুল বিস্তারের কারণে রাজ্যের মোট নথিভুক্তর অনুপাত ২০১১ সালের নিরিখে ১২.৬ থেকে বিস্ময়কভাবে বৃদ্ধি পেয়ে ২০১৬ সালে ১৮ হয়েছে। ২০১১ সালে উচ্চশিক্ষায় রাজ্যের নথিভুক্তিকরন সংখ্যা ছিল ১৪,৯৭,০১৯,২০১৭ -র এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯,৫২,৬৯৬ । এর অর্থ হল বিগত ছয় বছরে রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আরো ৪,৫৫,৬৭৭ টি নতুন আসন যুক্ত হয়েছে।

সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ,সরকারি কলেজ ও সরকারি অর্থে পরিচালিত কলেজে সর্বমোট ২৮১৬টি শিক্ষক ও অ -শিক্ষক কর্মচারীর পদ সৃষ্টি করা হয়েছে।

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটানা উন্নয়ন যেই ঘটেছে তার প্রমান ২৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠান (মে ,২০১৭ ) বিশ্ববিদ্যালয় ,মঞ্জুরি কমিশন (UGS ) ও জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতিদান পরিষদ (NAAC ) -এর স্বীকৃতি অৰ্জনে সমর্থ হয়েছে যেখানে ৯৫ টি প্রতিষ্ঠান ন্যাক -এর পরিদর্শনের অপেক্ষায় আছে ,যেগুলির মূল্যায়ণ শীগ্রই হবে এবং আশা করা যায় তারাও ন্যাক-এর স্বীকৃতি অর্জন করবে।

উচ্চশিক্ষায় ইন্টারনেট ব্যবস্থা সুবিধা দেওয়ার উদ্দ্যেশ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ,সরকারি কলেজ ও সরকারি সহায়তাপ্রাপ্ত কলেজগুলিতে ২২ কোটি ব্যয় ৭৩২ টি ভার্চুয়াল /অত্যাধুনিক ব্যয়বস্থাসমৃদ্ধি শ্রেণিকক্ষ গড়ে তোলা হয়েছে।

প্রতিটি সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ই -শিক্ষার জন্য বিশেষ পরিসর রাখা হয়েছে যেখানে কাজের নির্দিষ্ট সময়ে প্রত্যেক ছাত্র ও শিক্ষক ওয়াইফাই / ইন্টারনেট -এর সুবিধা পেতে পারেন। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ তাদের গোটা চত্বর জুড়ে ওয়াইফাই সংযোগ ব্যবস্থা চালু করতে পেরেছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাঠক্রমে অনলাইন ভর্তির কেত্রেই অধিকতর স্বছতা ও ন্যায্যতা আনার লক্ষ্যে একটি ব্যাপক ই -প্রশাসন উদ্যোগে নেওয়া হয়েছে। এর ফলে প্রতিবছর রাজ্যজুড়ে আট লক্ষ্যের বেশি আবেদনকারী উপকৃত হচ্ছেন।

সাধারণ মানুষের মধ্যে আর্থিকভাবে পশ্চাৎপদ অংশের মেধাবী পড়ুয়াদের যথার্থ সহায়তা দিতে স্বামী বিবেকানন্দ মেধা তথা সংস্থান বৃত্তি প্রকল্পের জন্যও বাজেটে অর্থ বরাদ্দ ২০১৫-১৬ সালে ৪৫কোটি টাকা থেকে বাড়িয়ে ২০১৬-১৭ সালে ২০০ কোটি টাকা করা হয়েছে। এর ফলে প্রযুক্তি, ডাক্তারি, কারিগরি ও সাধারণ স্নাতক স্তরের পাঠ্যক্রমে ছাত্রবৃত্তির পরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই উপকৃতের সংখ্যাও বেড়েছে। প্রসঙ্গত ২০১৬-১৭ সালে একাদশ ও দ্বাদশ শ্রেনীতে মোট ৭৩,৭৪৪ জন পড়ুয়া এই বৃত্তির সুযোগ লাভ করেছেন।

Tata Metaliks to set up a Skill Development Centre in Bengal

Tata Metaliks Ltd, a subsidiary of Tata Steel, today signed a memorandum of understanding with Paschim Banga Society for Skill Development (PBSSD) to set up a Skill Development Centre (SDC) in Paschim Medinipur district of West Bengal.

As part of corporate social responsibility and affirmative action initiative, it has signed the MoU with PBSSD, a Tata Metaliks Ltd (TML) statement said here. The MoU was signed by Sanjiv Paul, Managing Director, TML and PBSSD in the presence of Chief Minister Mamata Banerjee at Nabanna, the State’s administrative headquarters.

According to the statement, the Chief Minister expressed her happiness on the occasion and assured full support for the success of the skill development centre.

The statement further said that this initiative will equip the underprivileged youths of the local community in and around TML’s plant in Kharagpur with skills that will enable them to earn a sustainable livelihood either through employment or as entrepreneurs.

The centre will operate from a building belonging to PBSSD located within the campus of an ITI in the district. TML will train 1,000-1,200 youths annually through a reputed National Skill Development Corporation (NSDC)-approved training partner in short-term vocational courses.

The initial focus will be on plumbing, electrical work, carpentry, beauty and wellness, hospitality and security courses. The trainees will also be provided soft skills and basic computer training.

 

দক্ষ মানবসম্পদ গড়তে রাজ্যের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রশিক্ষণ দেবে টাটা

রাজ্যে দক্ষ মানবসম্পদ তৈরি করতে এ বার প্রশিক্ষণ দেবে টাটা গোষ্ঠীর সংস্থা টাটা মেটালিক্স।

কারিগরি শিক্ষা দফতরের সঙ্গে হাত মিলিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে মেদিনীপুরের আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতি বছর ১২০০ জনকে প্রশিক্ষণ দিয়ে চাকরির উপযুক্ত করে গড়ে তুলবেন সংস্থা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে টাটা মেটালিক্সের সঙ্গে এই প্রশিক্ষণ নিয়ে একটি সমঝোতা চুক্তি হয় রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের। যেখানে শিল্পমন্ত্রী অমিত মিত্র ছাড়া ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কারিগরি শিক্ষামন্ত্রী অসীমা পাত্র।

এ দিনের সমঝোতা চুক্তি অনুষ্ঠানে টাটা মেটালিক্সের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পল ছাড়া টাটা স্টিল-সহ গোষ্ঠীর অন্য কয়েকটি সংস্থার কর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, প্রশিক্ষণের জন্য শ্রেণিকক্ষ-সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। বাকি যন্ত্রপাতি, শিক্ষক-সহ প্রশিক্ষণ পরিচালনার যাবতীয় দায়িত্ব থাকবে টাটা মেটালিক্সের। কল, ইলেকট্রিক, কাঠের মিস্ত্রি-সহ পরিষেবা শিল্প এবং দক্ষ নিরাপত্তা কর্মী হয়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। বছরে ছ’ লক্ষ ছেলে-মেয়েকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে। যারা অনেকেই বিভিন্ন সংস্থায় চাকরি পাচ্ছে। সরকারের দাবি, ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় বেসরকারি সংস্থা বিভিন্ন আইটিআই-এ প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। তাদের মধ্যে রেমন্ডস, স্যামসুং, মারুতি রয়েছে। হুন্ডাইও এ রাজ্যে প্রশিক্ষণ দেওয়ায় আগ্রহ দেখিয়েছে।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, রাজ্যে এখন ১৪৬টি পলিটেকনিক ও ২২৭টি আইটিআই রয়েছে। মেদিনীপুর ছাড়া অন্য আইটিআই-তেও প্রশিক্ষণ শুরু করার জন্য তিনি টাটা মেটালিক্স-সহ বেসরকারি সংস্থাগুলোকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘‘রাজ্যের দিক থেকে যা সাহায্যের প্রয়োজন, তা করা হবে।’’

 

Handloom Institute of Technology being set up at Phulia in Nadia

West Bengal Government is taking an initiative for the development of handlooms as well as weavers of the State. An Indian Institute of Handloom Technology is being set up at Phulia of Nadia District. This institute will give training to weavers for modernizing the handlooms under the scheme- ‘West Bengal Circuit Development-2014’. These new looms can help to produce maximum quantity of products in minimum time.

The State Technical Education Minister Mr. Ujjal Biswas inaugurated a skill training center at Bhatjangla of Nadia on last Sunday.  He said that 100 skill development centers would be built up throughout the state and near about 1000 student would get training from each center and during this training student get stipend. At Bardhaman, 26 centers will be open. After completion this training the student can get admission to ITI, Polytechnic or Engineering College gradually.

To boost up the marketing of handloom products, the Government will purchase product from the weavers and these products will be used for disaster management.

Last Sunday the Minister of State, Dept. of Micro, Small & Medium Enterprises & Textile, Mr. Swapan Debnath also had inaugurated another skill training center at Bidyanagar of Nadia.