Bengal Govt introduces e-pension system for teachers, non-teaching staff

The Bengal Government has introduced an online system of pension, or e-pension, for the teaching and non-teaching staff of grant-in-aid colleges falling under the administrative control of the Higher Education, Science and Technology and Biotechnology Department.

The Higher Education minister Partha Chatterjee inaugurated the e-pension website at Bikash Bhawan on March 27. The portal will serve around 17,000 regular employees of the colleges.

The objectives of launching the portal are to provide an early alert to start the pension process by preparing employees’ profiles from the beginning of their services, receive an alert for profile-related changes, track pension status and maintain the pension processing time. The portal will also help the teachers and non-teaching staff to prepare e-service books in the future and enhance employee-level transparency.

 

শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য চালু হল ই-পেনশন

গত ২৭শে মার্চ রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী বিকাশ ভবনে উদ্বোধন করেন ই-পেনশন ওয়েবসাইটের। এই ওয়েবসাইটের মাধ্যমে সরকারি ও অনুদানপ্রাপ্ত সমস্ত কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পেনশন পাবেন। এই কলেজগুলি উচ্চ শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের অধীনস্থ।

এই পোর্টালটি তৈরী ও রক্ষণাবেক্ষণ দায়িত্বে ন্যাশানাল ইনফরমেটিক্স সেন্টার। এই পোর্টালের মাধ্যমে ১৭০০০ রেগুলার কলেজ কর্মচারী উপকৃত হবেন।

এই পোর্টালের উদ্দেশ্য অবসরের আগে থেকেই কর্মচারীদের পেনশন প্রক্রিয়া শুরু করার ব্যাপারে সচেতন করা। এর ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ভবিষ্যতের জন্য ই-সার্ভিস বুক তৈরী করতে পারবেন। আর বাড়বে স্বচ্ছতাও।

 

New avenues for higher education in Bengal

The Bengal Government, under the leadership of Mamata Banerjee has been committed towards creating newer avenues for higher education in the State. Accordingly, sixteen new universities have been set up. Of these, seven are State-aided and nine are private universities.

Thirty-one new Government Colleges and sixteen Government-aided colleges have been set up. All are functional. A new Government College has also been sanctioned in 2016 at Narayangarh in Paschim Medinipur.

Here are some of the achievements in higher education and technical education sector:

Polytechnics

• The Government has adopted a policy of ensuring one Polytechnic in each Sub-division

• In 2011, 26 sub-divisions of the State had 65 Polytechnics, while in 2017 total number of operational Polytechnics across the State has reached 146.

• The intake capacity in Polytechnics has gone now up to 37,315 as compared to a total of 17,185 in 2011.

• E-learning contents have already been developed for 50 subjects and being taught since 2015-16.

• 60 Polytechnics have been converted into Wi-Fi campus.

• WBSCT&VE&SD, the unified Council has completed the task of modernization of syllabus for the diploma courses to make them at par with the country.

• E-Yantra Labs have been set up at 05 Govt. Polytechnics on Robotics in collaboration with IIT, Mumbai

• Students of APC Roy Polytechnic stood first in the All India Students Robotics Competition resulting in award of internship for 06 weeks at IIT, Mumbai.

ITIs

• The Government has adopted a policy of ensuring one ITI in each block

• In 2011, only 39 blocks of the State had 80 ITIs, while in 2017 total number of operational ITIs across the State has reached 235.

• Biennial intake capacity (on account of 4 semesters) of the ITIs has now gone up to 66710 in comparison with total intake of 17636 in 2011.

• It may be further mentioned that 71 of the Govt. ITIs have been operationalised in 2016 -17 in PPP mode.

Higher Education

• As a result of the huge expansion in higher education, the State’s Gross Enrolment Ratio (GER) which was 12.6 in 2011 rose dramatically to 18 in 2016.

• The State’s enrolment in higher education institutions has risen from 14,97,019 in 2011 to 19,52,696 in April 2017. This means an addition of 4,55,677 new seats at the UG and PG levels in the State during the last six years.

• A total of 2,816 teaching and non-teaching posts have been created in the State-funded universities, Government colleges and Government-aided colleges.

• A total of 5, 931 Assistant Professors were recruited by the State’s Public Service Commission and the College Service Commission, thereby significantly improving the teaching standards in the State-funded colleges.

• Indicating the steady improvement in the State’s higher education institutions, as many as 276 institutions (May 2017) have obtained UGC-NAAC’s (National Assessment and Accreditation Council) accreditation while 95 institutions are awaiting NAAC’s visit, to be assessed and accredited shortly.

• To usher in the educational benefits of the internet, 732 virtual/ smart classrooms in the State-aided Universities, Government Colleges and Government-aided Colleges have been set up.

• An e-learning space has been created in every State-funded higher education institution where free WiFi/ internet facility has been made available for the students and teachers during work hours. Several universities and colleges have also completed full campus WiFi coverage.

• A major e-governance initiative has been taken to bring in greater transparency and fairness in admissions to all UG and PG level courses by making admissions online in all Government and Government-aided higher education institutions, from the academic session 2015-16 onwards. Each year, this bene ts more than eight lakh applicants across the State.

• To meaningfully assist the meritorious students belonging to the economically backward sections of the population, the budget for the Swami Vivekananda Merit cum Means Scholarship Scheme, which was Rs.45 crore in 2015-16 has been enhanced to Rs. 200 crore in 2016-17. This has increased the quantum of scholarships as also the number of beneficiaries in engineering, medical, technical and general degree courses besides students of classes XI and XII. During 2016-17, a total of 73,744 students have got the benefit of the scholarships.

 

উচ্চশিক্ষায় নতুন পথের দিশারি বাংলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা, মাটি, মানুষের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ছ’বছরে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন পথের দিশারি হিসেবে উঠে এসেছে বাংলা।

গত ছ’বছরে ১৬টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, এগুলির মধ্যে সাতটি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়। সবকটিই চালু হয়ে গিয়েছে। একত্রিশটি নতুন সরকারি মহাবিদ্যালয় এবং ১৬টি সরকারি সাহায্যপ্রাপ্ত মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নারায়াণগড়ে ২০১৬ সালে একটি নতুন মহাবিদ্যালয় অনুমোদন পেয়েছে।

পলিটেকনিকঃ

রাজ্য সরকার প্রত্যেক মহকুমায় একটি করে পলিটেকনিক তৈরির বিষয়টিকে নিশ্চিত করতে নীতি প্রণয়ন করেছে।

২০১১ সালে, রাজ্যের ২৬টি মহকুমায় মোট পলিটেকনিক ছিল ৬৫টি, সেখানে ২০১৭ সালে সারা রাজ্যে চালু পলিটেকনিকের সংখ্যা ১৪৬-এ পৌঁছে গিয়েছে।

পলিটেকনিকগুলিতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষমতা তুলনামূলকভাবে এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৭,৩১৫ যা ২০১১ সালে ছিল ১৭,১৮৫।

৫০টি বিষয়ের জন্য ই-লার্নিং-এর বিষয়টি ইতিমধ্যে উন্নত হয়েছে এবং ২০১৫-১৬ সাল থেকে শেখানোও হচ্ছে।

৬০টি পলিটেকনিক ওয়াই-ফাই ক্যাম্পাসে পরিণত হয়েছে।

ডব্লিউবিএসসিটি অ্যান্ডভিআইঅ্যান্ডএসডি নামে একটি সংযুক্ত সংসদ সারা দেশের পাঠ্যক্রমের সঙ্গে সাযুজ্য রক্ষার জন্য এখানে পাঠ্যক্রমের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে।

আইআইটি মুম্বই-এর সহযোগিতায় ৫টি সরকারি পলিটেকনিকে রোবোটিক্স-এর ওপরে ই-যন্ত্র ল্যাব তৈরি করা হয়েছে।

অল ইন্ডিয়া স্টুডেন্টস রোবোটিক্স প্রতিযোগিতায় এপিসি রায় পলিটেকনিক-এর ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করেছে এবং পুরস্কার হিসেবে আইআইটি মুম্বইতে ৬সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।

আইটিআইঃ

রাজ্য সরকার প্রতিটি ব্লকে একটি করে আইটিআই স্থাপনের বিষয়টিকে সুনিচিত করতে একটি নীতি গ্রহণ করেছে।

২০১১ সালে রাজ্যের মাত্র ৩৯টি ব্লকে মোট ৮০টি আইটিআই ছিল, সেখানে ২০১৭ সালে সারা রাজ্যে চালু আইটিআই-এর সংখ্যা ২৩৫-এ পৌঁছেছে।

দু’বছরে আইটিআইগুলিতে ছাত্রভর্তির ক্ষমতা (৪তে সেমিস্টারের হিসেবে) ২০১১ সালে ছিল ১৭৬৩৬, সেই তুলনায় বর্তমানে বেড়ে হয়েছে ৬৬৭১০।

আরও উল্লেখ করা যেতে পারে যে, ৭১টি সরকারি আইটিআই ২০১৬-১৭ সালে পিপিপি মোডে চালু হয়েছে।

উচ্চশিক্ষা

উচ্চশিক্ষার বিপুল বিস্তারের কারণে রাজ্যের মোট নথিভুক্তর অনুপাত ২০১১ সালের নিরিখে ১২.৬ থেকে বিস্ময়কভাবে বৃদ্ধি পেয়ে ২০১৬ সালে ১৮ হয়েছে। ২০১১ সালে উচ্চশিক্ষায় রাজ্যের নথিভুক্তিকরন সংখ্যা ছিল ১৪,৯৭,০১৯,২০১৭ -র এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯,৫২,৬৯৬ । এর অর্থ হল বিগত ছয় বছরে রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আরো ৪,৫৫,৬৭৭ টি নতুন আসন যুক্ত হয়েছে।

সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ,সরকারি কলেজ ও সরকারি অর্থে পরিচালিত কলেজে সর্বমোট ২৮১৬টি শিক্ষক ও অ -শিক্ষক কর্মচারীর পদ সৃষ্টি করা হয়েছে।

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটানা উন্নয়ন যেই ঘটেছে তার প্রমান ২৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠান (মে ,২০১৭ ) বিশ্ববিদ্যালয় ,মঞ্জুরি কমিশন (UGS ) ও জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতিদান পরিষদ (NAAC ) -এর স্বীকৃতি অৰ্জনে সমর্থ হয়েছে যেখানে ৯৫ টি প্রতিষ্ঠান ন্যাক -এর পরিদর্শনের অপেক্ষায় আছে ,যেগুলির মূল্যায়ণ শীগ্রই হবে এবং আশা করা যায় তারাও ন্যাক-এর স্বীকৃতি অর্জন করবে।

উচ্চশিক্ষায় ইন্টারনেট ব্যবস্থা সুবিধা দেওয়ার উদ্দ্যেশ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ,সরকারি কলেজ ও সরকারি সহায়তাপ্রাপ্ত কলেজগুলিতে ২২ কোটি ব্যয় ৭৩২ টি ভার্চুয়াল /অত্যাধুনিক ব্যয়বস্থাসমৃদ্ধি শ্রেণিকক্ষ গড়ে তোলা হয়েছে।

প্রতিটি সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ই -শিক্ষার জন্য বিশেষ পরিসর রাখা হয়েছে যেখানে কাজের নির্দিষ্ট সময়ে প্রত্যেক ছাত্র ও শিক্ষক ওয়াইফাই / ইন্টারনেট -এর সুবিধা পেতে পারেন। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ তাদের গোটা চত্বর জুড়ে ওয়াইফাই সংযোগ ব্যবস্থা চালু করতে পেরেছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাঠক্রমে অনলাইন ভর্তির কেত্রেই অধিকতর স্বছতা ও ন্যায্যতা আনার লক্ষ্যে একটি ব্যাপক ই -প্রশাসন উদ্যোগে নেওয়া হয়েছে। এর ফলে প্রতিবছর রাজ্যজুড়ে আট লক্ষ্যের বেশি আবেদনকারী উপকৃত হচ্ছেন।

সাধারণ মানুষের মধ্যে আর্থিকভাবে পশ্চাৎপদ অংশের মেধাবী পড়ুয়াদের যথার্থ সহায়তা দিতে স্বামী বিবেকানন্দ মেধা তথা সংস্থান বৃত্তি প্রকল্পের জন্যও বাজেটে অর্থ বরাদ্দ ২০১৫-১৬ সালে ৪৫কোটি টাকা থেকে বাড়িয়ে ২০১৬-১৭ সালে ২০০ কোটি টাকা করা হয়েছে। এর ফলে প্রযুক্তি, ডাক্তারি, কারিগরি ও সাধারণ স্নাতক স্তরের পাঠ্যক্রমে ছাত্রবৃত্তির পরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই উপকৃতের সংখ্যাও বেড়েছে। প্রসঙ্গত ২০১৬-১৭ সালে একাদশ ও দ্বাদশ শ্রেনীতে মোট ৭৩,৭৪৪ জন পড়ুয়া এই বৃত্তির সুযোগ লাভ করেছেন।

State Govt opens helpline for admission to UG & PG courses

As promised by Chief Minister Mamata Banerjee while speaking on stage during the felicitation of secondary and higher secondary toppers of various boards on June 13, a helpline has been started by the Bengal Government for providing assistance during admission to under-graduate and post-graduate courses at institutions in Bengal.

The toll-free number is 18001028014.

One can call between 10 am and 6 pm on all days except Sundays.

The helpline opened on June 15 and would remain open as long as the admission processes to various higher education institutions are going on.

The service is being provided by the State Higher Education, Science and Technology and Biotechnology Department.

 

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

কথা দিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। গত ১৩ তারিখ উত্তীর্ণ মুক্ত মঞ্চে দশম ও দ্বাদশ শ্রেনীর কৃতি পড়ুয়াদের সম্মান প্রদান করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন রাজ্য সরকার সর্বত ভাবে সাহায্য করবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিভিন্ন কোর্সে ভর্তিতে।

সেইমত তিনি আজই উদ্বোধন করলেন ১টি হেল্পলাইন টোলফ্রি নম্বরের।

টোল ফ্রি নম্বরটি হল ১৮০০১০২৮০১৪, রবিবার বাদে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা অবধি সাহায্য পাওয়া যাবে এই হেল্পলাইনে।

এই হেল্পলাইন চলবে ভর্তি পর্ব শেষ না হওয়া পর্যন্ত। এই পরিষেবা প্রদান করছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর, বিজ্ঞ্যান, প্রযুক্তি ও বায়োটেকনোলজি বিভাগ।

 

 

 

 

PhD and MPhil scholars to get monthly stipend from the State Govt

The Bengal Government has decided to start a monthly stipend for PhD and MPhil scholars for the full duration of the period of their research work in the various State Government institutions. The stipend is meant for those who have not qualified for the Central Government’s NET Research Fellowship.

This is yet another step by Chief Minister Mamata Banerjee to make Bengal a major centre of academic research. The grant would be given as a part of the Swami Vivekananda Merit-cum-Means Scholarship Scheme.

MPhil scholars would get Rs 5,000 per month for a period of two years while PhD scholars would get Rs 8,000 per month for a period of two years. The amount would be directly debited into the bank accounts of the scholars by the Higher Education Department.

Further information about the scheme would be available on the website of the Bengal Higher Education Department.

 

 

উচ্চশিক্ষায় গবেষকদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গকে উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নতুন পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পূর্ণ সময়ের জন্য এমফিল এবং পইএইচডি স্কলারদের আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষায় গবেষণাকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস্‌ স্কলারশিপ স্কীমের অধীনে দেওয়া হবে এই আর্থিক সাহায্য।

পূর্ণ সময়ের গবেষকদের বিজ্ঞান, হিউম্যানিটিস ও সোশ্যাল সায়েন্সে আর্থিক সাহায্য প্রদাণ করবে রাজ্য সরকার। সরকারি-পোষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা করলেই মিলবে এই স্কলারশিপ পাওয়ার সুযোগ।

নেট রিসার্চ ফেলোশিপ-এ অনুত্তীর্ণ এমফিল এবং পিএইচডি স্কলারদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমফিল স্কলারদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে পিএইচডি স্কলাররা পাবেন মাসিক আট হাজার টাকা ভাতা। দুই ক্ষেত্রেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পিইএইচডি স্কলারদের জন্য সেই সময়সীমা চার বছর এবং এমফিল স্কলারদের জন্য দুই বছর।

Toilets for ‘third gender’ in Bengal’s colleges

Soon, colleges across West Bengal will have separate toilets for transgender students.

As a step towards adddressing the concerns of the transgender community and helping them earn social acceptance, the coordination committee for West Bengal Transgender Development Board, formed by the Mamata Banerjee Government, had recommended setting up separate toilets or modifying existing ones for transgender students at all State-run and State-aided colleges.

Following the recommendation, the State Higher Education Department, in a letter dated June 30, directed all college principals to build separate toilets for the ‘third gender.’

 

বাংলার কলেজে রূপান্তরকামীদের জন্য আলাদা শৌচালয়ের ভাবনা রাজ্য সরকারের

খুব শীঘ্রই বাংলার সমস্ত স্কুল, কলেজ গুলিতে রূপান্তরকামীদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা করা হবে।

রূপান্তরকামীদের সবরকম সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড গঠন করেছে। বর্তমানে রাজ্যের সব কলেজে তৃতীয় লিঙ্গ শিক্ষার্থীদের জন্য আলাদা শৌচাগার স্থাপনের সুপারিশ করা হয়েছে।

সুপারিশ অনুযায়ী, রাজ্য উচ্চশিক্ষা দপ্তর একটি চিঠির মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে সব কলেজের প্রিন্সিপালদের রূপান্তরকামীদের জন্য নির্মিত পৃথক টয়লেট নির্মাণের নির্দেশ দেন।

Free WiFi service in Bengal colleges soon

To make the students in the State more tech-friendly, the West Bengal Higher Education department has decided to launch free WiFi service in all government colleges in the State.

In the first phase, the service would be launched in 60 government colleges, the Education Minister, Partha Chatterjee said.

The government has already allotted funds worth Rs 25 crore to the University of Calcutta for developing the required infrastructure. After Sabuj Sathi cycles, Kanyashree scholarship, free shoes in primary schools, the free WiFi service in colleges is another feather in Bengal’s cap.

Admission procedure in colleges across the State are carried out online now.

 

সব কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেবে রাজ্য

উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের তথ্যপ্রযুক্তিমুখী করার পাশাপাশি বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য সমস্ত সরকারী কলেজে ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্যত সরকার।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “প্রথমে ৬০টি কলেজে এই পরিষেবা দেওয়া হবে।

ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়কে সরকারের তরফে এই পরিকাঠামো তৈরির জন্য ২৫ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী স্কলারশিপ, প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে জুতা প্রদানের পর কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা অর্থাৎ বাংলার মুকুটে যুক্ত হল আরও একটি পালক।

সারা রাজ্যের সব কলেজে বর্তমানে অনলাইনে ভর্তির পরিষেবা চালু হয়ে গেছে।

WB CM directs Education Dept to prepare vision document for the next five to ten years

West Bengal Chief Minister Mamata Banerjee last Monday reviewed the performance of the State Higher and Primary Education Departments and asked Education Minister Partha Chatterjee to prepare a vision document for the next five to ten years. Joint secretaries of the Education Department were also present in the meeting.

During the review meeting, the Chief Minister asked the Department to lay stress on quality of education, use technology and improve teaching methodologies.

Later, the Education Minister said the rate of admission to graduate-level courses has increased to 17.5%. “The rate of admission was 11% earlier and now it has increased to 17.5%. The national average is 21% and we want to achieve that,” he said.

Overall there has been an increase of four lakh graduates and 36,000 engineering students in the state, the Minister said adding that both students and seats have increased both in higher education and at the Madhyamik level.

 

শিক্ষা দপ্তরকে আগামী দশ বছরের ভিশন ডকুমেন্ট তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে শিক্ষার মনোনয়ন ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন আগামী ১০ বছরের জন্য একটি ভিশন তৈরি করার।

এই ভিশনের মধ্য দিয়ে শিক্ষা কমিশনের সুপারিশ মেনে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের নিয়মানুবর্তিতার ওপর আরও জোর দিতে হবে। পর্যালোচনা বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও নির্দেশ দেন।

পরে শিক্ষামন্ত্রী জানান, উচ্চশিক্ষায় ছাত্র ভর্তির হার চার বছর আগে যেখানে ছিল ১১ শতাংশ এখন তা বেড়ে হয়েছে ১৭.৫ শতাংশ। এখানে জাতীয় ক্ষেত্রের লক্ষ্যমাত্রাতেই পৌঁছতে চায় রাজ্যের শিক্ষা দপ্তর। সেই লক্ষ্যমাত্রাটি হল ২১ শতাংশ।

তিনি আরও বলেন, “এ রাজ্যে বিগত চার বছরে উচ্চমাধ্যমিক ও প্রাথমিকে ছাত্র সংখ্যা বৃদ্ধি ও পরিকাঠামোও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আসন সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। স্নাতকস্তরে বিগত চার বছরে আসন সংখ্যা হয়েছে ৪ লক্ষ ও ইঞ্জিনিয়ারিঙে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার।

Quality of education in Bengal has increased: Partha Chatterjee

A budget of Rs 2688.20 crore was passed in the West Bengal Assembly for the state’s Higher Education department today.

Moving the budget proposal, state Education Minister Partha Chatterjee said in the last two years, 65 colleges from the state have got ‘A’ or ‘B’ gradation from National Assessment and Accreditation Council (NAAC), which showed that quality of education in the state has increased.

To fill up vacant posts in different state-run and aided colleges, recommendation for appointment of more than 1700 teachers have been made, he said.

The minister, however, added that all the recruitments would be made in accordance with UGC norms and that quality would not be compromised.

Chatterjee criticised the opposition members saying that it was not seeing the positives just for the sake of politics.

“They are displaying a lack of positive and constructive attitude,” he said.

Bengal striding ahead in higher education sector

During the first three years of the Trinamool Government, the spending by all departments has been 50 to 80% higher that the spending during the last three years of the Left Front Government.

This stupendous performance for three consecutive years was never achieved by the Left Front Government.  The reason for this performance can be easily gauged by examining the money spent by the Trinamool Government during the last four financial years.

Higher plan expenditure

The plan expenditure during the last year of the Left Front Government, that is, 2010-11, was Rs 11,838 crore. The plan expenditure for 2015-16 has been pegged at Rs 49,507 crore, an increase of 4.18 times. The same for 2014-15 was 3.6 times more. Hence, it is obvious that the Trinamool Government is spending much more on various projects, and the results are there for all to see.

The highest amount to be spent during 2015-16, as per the plan expenditure numbers, would be in the education sector – 18.71% of the total expenditure. For panchayat and rural development, the spend has been pegged at 17.31% of the Budget.

 

Budget: Four-five times that of the Left Front

  • For 2015-16, the expenditure in school, higher education and vocational education has been kept at Rs 9270,97,00,000. The amount spent under the same head during the last year of the Left Front Government (2010-11) was Rs 1885,54,00,000. Thus there is an increase of 4.92 times
  • During 2014-15, the amount was Rs 7143,27,00,000, which is 3.8 times that of 2010-11
  • Since the spending has been four to five times more, consequently, it can be conveniently assumed that the development in the relevant sector has also been four to five times more

 

Education: Achievements

The comparative quantitative achievements of the Trinamool Government and the Left Front Government in the education sector

  • Universities: 13, from 1947-2011, and 13, from 2010-11 to January 2014) (6 state-aided and 7, private)
  • ITI colleges: 80, from 1947-2011, and 43, from 2010-11 to January 2014) (92 more planned during 2015-16)
  • Polytechnic colleges: 62, from 1947-2011, and 34, from 2010-11 to January 2014) (32 more planned during 2015-16)
  • Government colleges: 36, from 1947-2011, and 40, from 2010-11 to January 2014
  • Health Districts and district hospitals: This is also a concept introduced by the Trinamool Government – 8 of each
  • Higher primary schools:  497, from 1947-2011, and 3008, from 2010-11 to January 2014
  • Primary schools: 184, from 1947-2011, and more than 400, from 2010-11 to January 2014
  • Model English schools: None earlier; 12, from 2010-11 to January 2014) (22 more planned during 2015-16)

 

 

WB Govt launches toll free helpline for college admissions

The Higher Education Department of the West Bengal Government has launched a toll free helpline for students who are seeking admission to undergraduate-level courses in various colleges in the State.

Students can call the number 1800-1037-033 between 9 AM and 6 PM from Monday to Saturday. The toll free helpline was launched on 1 June, 2015 and will be active till 30 September, 2015.

Incidentally, from this year, admission procedure for colleges in Bengal has been made online.