New bus routes in Jangalmahal

To make the public transport system in Jangalmahal more robust, the State Transport Department has decided to introduce new bus routes in the region. This was announced by the Transport Minister in the Assembly on July 25.

From August, 15 new routes will come into existence, on which 22 buses will ply.

New routes are also being introduced in the districts of Murshidabad and Nadia. Besides, shuttle night bus services will be introduced in Durgapur, Haldia, Kharagpur, and from New Jalpaiguri to Siliguri and Siliguri to Jalpaiguri. This comes after the success of the night bus service in Kolkata and its suburbs.

Some other crucial information the minister gave were that currently, around 3,200 State-run buses, equipped with modern facilities like GPS system and panic button, ply across Bengal, the number of air-conditioned buses has been increased, and that the Government was giving stress environment-friendly modes like electric buses and CNG buses.

Source: Millennium Post

Image Source

Pathadisha app to have realtime location of state-run buses plying to tourist spots

Real-time location of the state-run buses plying from the city to tourist spots, including some religious places in adjoining districts, will be soon made available in Pathadisha App. If everything goes as planned, then in another four months the information will be available in the app.

The state Transport department has introduced the app in the mid of March to help commuters get information on the real time location of state-run buses. With inclusion of all the buses run by WBTC, the realtime location of those plying in adjacent districts including Howrah, Hooghly, Nadia, North and South 24 Parganas will be available in the app.

Buses connecting tourist spots in South Bengal districts including Digha in East Midnapore and Gadiara in Howrah will be included in the app. Moreover, real time location of the buses plying between the city and religious places including Mayapur, Aathpur, Jayrambati, Kamarpukur, Furfura Sharif and Belur Math will also be made available in the app. At present information about some of the buses connecting Dakshineswar Kali Temple with the city and other places have already been made available in the app.

All steps are being taken to complete the task within the next four months.

 

পথদিশা অ্যাপে এবার মিলবে পর্যটন কেন্দ্রের বাসের হদিস

 

রাজ্য সরকারের যে সব বাস শহর থেকে বিভিন্ন জেলার দর্শনীয় ও ধার্মিক স্থানে যাত্রীদের নিয়ে যায়, সেগুলির অবস্থান খুব শীঘ্রই জানা যাবে পথদিশা অ্যাপের মাধ্যমে।

এ বছরের মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর এই অ্যাপটি চালু করে। এর মাধ্যমে সরকারি বাসগুলির জিপিএস লোকেশন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

খুব শীঘ্রই যে সব বাস কলকাতা থেকে হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা যায় সেগুলোর সঠিক অবস্থানও জানা যাবে।পূর্ব মেদিনীপুরের দিঘা, হাওড়া জেলার গাদিয়াড়ায় যে সব সরকারি বাস যায় সেগুলোও অন্তরভুক্ত হবে এই অ্যাপে।

এ ছাড়া মায়াপুর, আঠপুর, জয়রামবাটি, কামারপুকুর, বেলুড় মঠ, ফুরফুরা শরীফ-এই সকল ধার্মিক স্থানে যে সকল বাস যায় তাদের অবস্থানও জানা যাবে। এই মুহূর্তে দক্ষিনেশ্বর কালিবাড়িতে কলকাতা ও অন্যান্য জেলা থেকে যে সকল বাস আসে তাদের অবস্থান এই অ্যাপে জানা যায়।

আগামী চার মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

Bengal Govt set to introduce e-post to check food grain leakage

The State Food and Supplies Department is going to introduce a digital device ‘e-post’ to check leakage and pilfearge of food grains from ration shops to fix accountability of the employees.

Food and Supplies Minister Jyotipriyo Mullick believes this would check the corrupt practices of a section of the people selling food grains.

The department will also install GPS system on the vehicles carrying kerosene. Apart from these, the department has also taken up other new initiatives to check the leakage of supply across the state.

It may be mentioned that at present, the State Government provides 15 kg of rice per family and 20k g wheat per family at Rs 2 per kg under the Antyodaya Anna Yojana.

 

খাদ্যশস্য সরবরাহে দুর্নীতি বন্ধ করতে ই-পোস্ট চালু করছে রাজ্য সরকার

রেশন দোকানগুলি থেকে খাদ্যশস্য সরবরাহের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে এবং সমস্যার সমাধানের জন্য একটি ডিজিটাল ডিভাইস ‘ই-পোস্ট’ চালু করতে চলেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর।

খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন যে এর মাধ্যমে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে। যারা এই খাদ্যশস্য বাইরে বিক্রি করে দিচ্ছে সেই সব দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করা সম্ভব হবে।

কেরোসিনের গাড়িগুলিতে জিপিএস সিস্টেম ইনস্টল করবে খাদ্য সরবরাহ দপ্তর। এছাড়া, রাজ্য জুড়ে খাদ্যশস্য সরবরাহে দুর্নীতি রোধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এই দপ্তর।

উল্লেখ করা যেতে পারে যে, বর্তমানে রাজ্য সরকার ‘অন্ত্যদয় অন্ন যোজনা’-র অধীনে প্রত্যেক পরিবারকে ২ টাকা কেজি দরে ১৫ কেজি চাল এবং ২০ কেজি গম দিচ্ছে।