Investment Bengal

Kolkata to emerge as a financial centre of the world: McKinsey Global Institute report

Kolkata is poised to emerge as one of the top Indian cities and one of the epicentres of global financial activities by 2030, according to a recent report by McKinsey Global Institute.

According to the report, by virtue of its relative proximity to Singapore and Hong Kong, Kolkata also stands a brighter chance of becoming a big IT hub. Asia is already fast breaking the dominance of Silicon Valley in USA.

The State Government too is leaving no stone unturned to project itself as one of the major players in the financial and IT sectors, and combining both,  in the fintech sector too. In fact, the city is evolving in such a manner that, in the near future, if someone is seriously involved in top-ticket financial activities, they cannot really overfly Kolkata.

The State Government has laid a special emphasis on developing a financial hub in Rajarhat-New Town where as many as 23 financial institutions, including several insurance companies, have taken plots. Seventeen acres have also been earmarked for a fintech hub in New Town.

Not only do all IT majors have big presence at Salt Lake Sector V and Rajarhat-New Town, the Bengal Government has come up with a centre of excellence on cyber security at New Town. The planned Innovation Hub at Bantala is also expected to be operational by the second half of 2019.

Harnessing technology in the best possible way tops the Bengal Government’s priorities.

 

২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হবে কলকাতা

ম্যাকেঞ্জি গ্লোবাল ইন্সটিটিউটের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে কলকাতা বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হতে চলেছে। সিঙ্গাপুর ও হংকং এর সাথে নৈকট্যের ফলে কলকাতায় আইটি শিল্পের সম্ভামনা বিপুল।

অর্থনীতি ও প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে ফিনটেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেকে ইতিমধ্যেই তুলে ধরছে বাংলা।

কলকাতার অনতিদূরে নিউটাউনে গড়ে উঠেছে বাণিজ্যিক হাব। ইতিমধ্যেই ২৩টি অর্থনৈতিক সংস্থা জায়গা নিয়েছে এই হাবে। তৈরী হচ্ছে ফিনটেক হাবও। রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার সিকিউরিটির সেন্টার অফ এক্সসেলেন্স গড়ছে। বানতলায় তৈরী হচ্ছে সেন্টার অফ ইনভেশন যা ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে কাজ শুরু করে দেবে।

Source: Business Standard

Rs 1,000 crore to be invested in the plastics industry in Bengal

The Indian Plastics Federation (IPF) has decided to invest Rs 1,000 crore in Bengal in the next one year. Towards that end, it is going to set up a Poly Park capable of housing 3,000 manufacturing units. This was announced recently by the president of IPF, and coming just before the 2018 edition of the Bengal Global Business Summit (BGBS), it is welcome news indeed.

Not just that, he said that, seeing the encouragement for the plastics industry in Bengal (as a result of the positive industrial climate brought about by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government) and the demand for plastic products in general, the organisation will be setting up quite a few Poly Parks in the near future. One is already up and running beside National Highway 6, popularly known as Mumbai Road.

The president of IPF also said that the organisation would be participating in BGBS. Seeing this interest too, IPF has decided to hold the trade fair, Indplas in Kolkata from November 30 to December 3.

 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যে প্লাস্টিক শিল্পে বিপুল লগ্নি

চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই বাংলার জন্য সুখবর। আগামী এক বছরের মধ্যেই রাজ্যে প্লাস্টিক শিল্পে এক হাজার কোটি টাকার বিনিয়োগ করবে ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন। তৈরী হতে চলেছে আরও তিন হাজার ইউনিটের গলিপার্ক।

ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, রাজ্য প্লাস্টিক শিল্পের ক্ষেত্রে খুব আগ্রহী। সমানে চাহিদা বাড়ছে। আগামীদিনে আরও বেশ কয়েকটি পলিপার্ক তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন বাণিজ্য সম্মেলনেও অংশ নেবেন তারা।

আগামী নভেম্বর মাসে বিশ্বের বাজারে পূর্ব ভারতের প্লাস্টিক শিল্পের চাহিদা বাড়িয়ে তুলতে ইকো পার্কে আয়োজিত হবে অষ্টম আন্তর্জাতিক মানের প্লাস্টিক প্রদর্শনী ‘ইন্ডপ্লাস ১৮’। প্রদর্শনী চলবে ৩০নভেম্বর থেকে ৩ ডিসেম্বর।

এই প্রদর্শনীতে অংশ নেবে তাইওয়ান, চিন, মালয়েসিয়া, থাইল্যান্ড, হংকং, দুবাই থেকে আসা প্রতিনিধিরা। থাকবেন দেশের উদ্যোগপতিরাও।

Source: Sangbad Pratidin

Centre’s interference in judiciary dangerous for democracy: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today expressed her anguish on the recent developments about the Supreme Court.

Reacting to the comments by four senior Hon’ble Judges of the Supreme Court about the affairs of the Court, the Chief Minister said it made her sad as a citizen.

She maintained that judiciary and media are the pillars of democracy and that interference by the Centre in the workings of judiciary is dangerous for democracy.

Her tweets:

We are deeply anguished with the developments today about the Supreme Court.

What we are getting from the statement of the four senior Hon’ble Judges of Supreme Court about the affairs of the Court makes us really sad as citizens.

Judiciary and Media are the pillars of democracy. Extreme interference of Central Government with Judiciary is dangerous for democracy.

 

 

বিচারবিভাগে কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক: মুখ্যমন্ত্রী

 

সুপ্রিম কোর্টের কার্যকলাপ সম্বন্ধে আজ চার চারজন প্রবীণ বিচারপতির সাংবাদিক বৈঠকের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দেশের নাগরিক হিসেবে আজ খুবই দুঃখিত তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিচারবিভাগ ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ এবং কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

মুখ্যমন্ত্রীর টুইটার পোস্ট:

সুপ্রিম কোর্ট সম্বন্ধে চারজন প্রবীণ বিচারপতির মন্তব্য খুবই উদ্বেগজনক। দেশের নাগরিক হিসেবে আজ খুবই দুঃখিত আমরা।

বিচারবিভাগ ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ। বিচারবিভাগ কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

 

Holistic development of the youth – Key focus of Bengal Govt

The Department of Youth Services & Sports (Youth Wing) has undertaken many programmes regarding the education, health, employment, and holistic mental and physical development of the students and youth of Bengal.

The major achievements of the Youth Wing of the department are as follows:

  • Youth Hostel: 18 youth hostels renovated, 3 constructed and operational, another 23 being constructed. Online booking made possible at www.youthhostelbooking.wb.gov.in
  • Grants to 5,800 clubs and organisations for development of sports infrastructure
  • Financial assistance to 331 institutions and organisations for development of playgrounds
  • Financial assistance to 2,244 institutions and organisations for setting up multi-gyms
  • Financial assistance to 635 institutions and organisations for construction of mini indoor games facilities
  • Organisation of annual Youth Festivals, Rakhibandhan Utsav, Vivek Chetana Utsav, Subhas Utsav and Jangalmahal Cup, and the implementation of Safe Drive Save Life programme.
  • Initiative to help 1,000 poor but meritorious students preparing for various jobs (WBCS) and professional courses (medical & engineering)
  • Organisation of vocational training jointly with the Technical Education, Training and Skill Development
  • Department, under the guidelines of the National Council of Vocational Training (NCVT); so far, 40,00 youths have been given training
  • Under the auspices of the West Bengal Mountaineering and Adventure Sports Foundation (WBMASF), encouraging more youths to take up mountaineering and adventure sports activities; since independence, till May 2011, only four mountaineers from Bengal conquered Mt Everest whereas 18 did so in the last six years, till May 2017
  • Framing of stringent rules for the selection of climbers for Mt Everest and other 8,000 m-plus peaks and introduction of Radhanath Sikdar-Tenzing Norgay Adventure Award and Chhanda Gayen Bravery Award
  • Organising two annual events – Student’s Science Seminar and West Bengal State Student Youth Science Fair (with assistance from Birla Industrial & Technical Museum (BITM)) – to eradicate blind faith, superstitions and prejudices, and inculcate a scientific approach among the students and the youth
  • To create a healthy socio-cultural ambience, setting up a three-tier organisation styled as ‘Bangla Yuba Kendra’ set up to coordinate programmes in this regard, for which 462 volunteers at the block and municipal levels and 24 coordinators at the district-level work
  • Running about 1,000 Youth Computer Training Centres throughout the state for providing low-cost computer training to students and youths to make them employable; at these centres, online examinations and third party assessments have been introduced
  • The Plan expenditure under the head of Youth Wing rose to Rs 185.3 crore during financial year 2016-17, from only Rs 5.52 crore during 2010-11.

ছাত্র-যুব উন্নয়নের অঙ্গীকার মা, মাটি, মানুষের সরকারের

গত ৬ বছরে বাংলার ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদেরদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক মানসিক ও শারীরিক বিকাশের জন্য বেশ কিছু ইতিবাচক কর্মসূচী গ্রহণ করেছে মা, মাটি, মানুষের সরকার।

কিছু উল্লেখযোগ্য সাফল্য:

  • যুব হোস্টেল – ১৮টি পুরনো হোস্টেলকে সংস্কার করে চালু করা হয়েছে। ৩টি নতুন যুব হোস্টেলও চালু হয়েছে। আরও ২৩টি নতুন যুব হোস্টেলের নির্মাণকাজ চলছে এবং তা শীঘ্রই শেষ হবে। www.youthhostelbooking.wb.gov.in -এর মাধ্যমে অনলাইনে যুব হোস্টেল বুক করা যায়।
  • ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের জন্য ক্লাবগুলিতে আর্থিক সহায়তাঃ এই প্রকল্পের অধীনে ৫৮০০টি ক্লাব/সংস্থাকে অনুদান প্রদান করা হয়েছে।
  • খেলার মাঠের উন্নয়নঃ ৩৩১টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • মাল্টিজিম প্রতিষ্ঠাঃ ২২৪৪টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • মিনি ইনডোর গেমস নির্মাণঃ ৬৩৫টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • আমাদের রাজ্যের ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের উন্নয়নে এই দপ্তর আয়োজন করছেঃ- ‘বার্ষিক যুব উৎসব, সাবধানে চালাও জীবন বাঁচাও, রাখিবন্ধন উৎসব, বিবেক চেতনা উৎসব, সুভাষ উৎসব, জঙ্গলমেলা কাপ’।
  • এই দপ্তর ১০০০ গরীব অথচ মেধাবী ছাত্রছাত্রীকে বিভিন্ন কর্মসংস্থান (ডবলুবিসিএস) এবং পেশাদার কোর্সের (মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং) জন্য প্রস্তুতির উদ্যোগ গ্রহণ করেছে।
  • স্বনিযুক্তির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই দপ্তর, ন্যাশানাল কাউন্সিল অব ভোকেশানাল ট্রেনিং গাইডলাইনের আওতায়, টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টসহ ভোকেশানাল ট্রেনিং-এর আয়োজন করছে। এ পর্যন্ত ৪০০০ যুবাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন-এর অধীনে এই দপ্তর বেশী সংখ্যক যুবাদের পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর মতো খেলাধুলোয় অংশগ্রহণের জন্য উৎসাহ জুগিয়ে চলেছে। রাধানাথ শিকদার-তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড এবং ছন্দা গায়েন সাহসিকতা পুরস্কার চালু করা হয়েছে এবং প্রতি বছর তা প্রদান করা হয়।
  • রাজ্যের ছাত্রছাত্রী এবং যুবাদের মধ্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে এবং তাদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জারিত করার লক্ষ্যে এই বিভাগ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিকাল মিউজিয়ামের সহায়তায় দুটি বার্ষিক কর্মসূচী চালু করেছে। ১. স্টুডেন্টস সায়েন্স সেমিনার এবং ২. ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টুডেন্ট ইয়ুথ সায়েন্স ফেয়ার।
  • এই দপ্তরের বিভিন্ন কর্মসূচীর সঙ্গে সাযুজ্য বিধানের জন্য সুস্থ সামাজিক সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ‘বঙ্গ যুব কেন্দ্র’ রূপে একটি ত্রিস্তরীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ব্লক/পৌরসভা পর্যায়ে ৪৬২জন স্বেচ্ছাসেবক এবং জেলা পর্যায়ে ২৪জন কোঅর্ডিনেটর এই উদ্দেশ্যে কাজ করছেন।
  • সারা রাজ্যে ছাত্রছাত্রী ও যুবাদের কাজের জন্য উপযুক্ত করে তোলার লক্ষ্যে প্রায় ১০০০ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কাজ করে চলেছে, তাদের কম মুল্যে কম্পিউটার প্রশিক্ষণ দানের জন্য। অনলাইন পরীক্ষা এবং থার্ড পার্টি অ্যাসেসমেন্ট চালু করা হয়েছে।
  • ২০১০-১১ সালে পরিকল্পনা খাতে ব্যয় হত মাত্র ৫.৫২ কোটি টাকা, যা ২০১৬-১৭ সালে বাড়িয়ে করা হয়েছে ১৮৫.৩ কোটি টাকা।

 

 

Irrigation Dept setting up 7 quality control labs

In a bid to ensure timely completion of work, the State Irrigation and Waterways Department is setting up seven quality control laboratories across Bengal. The laboratories are equipped with all sorts of modern gadgets necessary to carry out the required tests.

This is the first initiative by any State Government department that carries out infrastructural development work. The move to set up the laboratories will ensure minimum time and investment for proper quality tests of materials.

The first-of-its-kind was set up at the department’s Haringhata, Nadia-based River Research Institute (RRI) in October. Two more, in the Purba and Paschim Medinipur districts, were inaugurated in mid-December. The centre in Nadia district will cater to both Nadia and North 24 Parganas.

The four more in the pipeline will come up in Kolkata (Salt Lake), Bankura, Bardhaman and in north Bengal. The quality control centre at Salt Lake will also serve Kolkata while the one in Bankura will also serve the district of Purulia.

The state-of-the-art quality control centres will facilitate error-free reports after testing samples of materials including sand, steel and concrete.

In a related development, the Irrigation Department is going to start degree courses on ‘River Engineering’ and ‘Hydrology and Hydro-informatics’, and short-term courses for departmental engineers and other employees in order to update themselves, at the River Research Institute.

 

৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে সেচ দপ্তর

সময়মত কাজ সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সেচ ও জলপথ দপ্তর সারা রাজ্যে ৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে। এই কেন্দ্রগুলিতে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে যার মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হবে।

পরিকাঠামো উন্নয়নের জন্য এই ধরনের উদ্যোগ এই প্রথম। এই উদ্যোগের ফলে কম খরচে ও সময়ে গুনমান পরীক্ষা করা সম্ভব হবে।
এই ধরনের প্রথম কেন্দ্র গড়া হয় হরিণঘাটায়, যার নাম নদীয়া রিভার রিসার্চ ইনস্টিটিউট। ডিসেম্বরের মাঝামাঝি আরও দুটি কেন্দ্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন হয়।

নদীয়া জেলার কেন্দ্রটি নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত পরীক্ষা করবে। আরও চারটি কেন্দ্র হবে বিধাননগরে, বাঁকুড়া, বর্ধমান ও উত্তরবঙ্গে। বাঁকুড়ার কেন্দ্রে পুরুলিয়ার কাজও হবে।

অত্যাধুনিক গুনমান নির্ণয় গবেষণাগারগুলি নির্ভুল রিপোর্ট দেবে। মূলত পরীক্ষা করা হবে বালি, ষ্টীল ও কংক্রিট।এর পাশাপাশি সেচ দপ্তর নদী গবেষণা কেন্দ্রে ডিগ্রী কোর্স চালু করেছে ‘রিভার ইঞ্জিনিয়ারিং’ ও ‘হাইড্রোলজি অ্যান্ড হাইড্রো-ইনফরমেটিক্স’ এর ওপর। এছাড়া দপ্তরের ইঞ্জিনিয়ারদের জন্য স্বল্প মেয়াদী কোর্সও থাকবে।

Source: Millennium Post

No major event can be held during Gangasagar Mela: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee urged Gangasagar pilgrims not to believe whatever the saffron brigade was saying in order to ensure a safe and secured pilgrimage.

Addressing the inaugural ceremony of the Vivek Chetna Utsav that was held at Babughat where hundreds of pilgrims have gathered to march ahead towards Gangasagar to take the holy dip, the Chief Minister said: “Gangasagar Mela is such a major event in which around 30 lakh people from different parts of the country visit and the administration has to be vigilant round-the-clock to ensure safe and secured journey of the devotees. Right at this time, they are planning to take out a rath… Actually, they have no work apart from creating trouble and to do politics in everything.”

The Bengal CM She further said: “When so many people from so many states including Rajasthan, Uttar Pradesh, Bihar, Jharkhand are here, what is the need to organise another programme and create a divide if you have love for the Hindu religion.” She also raised the question adding that there are some who want to create problems intentionally as they do not want any good to take place.

“In case anything odd takes place at the Gangasagar Mela, those who are conspiring will be held responsible,” she maintained. In the same breath, she urged the pilgrims from other states to consider Bengal as their home and let the administration know if they are facing any problem instead of listening to those who would try to create problems. “We don’t allow any big programme at the time of Gangasagar as we need to maintain a proper vigil to ensure safety and security of around 30 lakh people. I would request all to not do anything that would lead to an atmosphere of discord,” The Bengal CM said adding that it is the first priority to give protection to the lakhs of pilgrims visiting the event. Drawing a relevance to matches at Eden Gardens, she said since there cannot be 10 matches taking place at the ground, similarly, “No major event can be held during Gangasagar Mela.”

She further added that there was nothing in Sagar Island earlier. “We went to the place 10 days ago and found massive development including setting up of shelters for the pilgrims, proper illumination, good roads, etc.” She also slammed the Centre for not extending any financial support unlike the Kumbha Mela for organising such a big fair. Banerjee said: “We are giving our best in making better arrangements for the pilgrims without anyone’s support. The Centre didn’t give us anything. It is the state government that undertook all the development work in Sagar Island.”

 

গঙ্গাসাগরের সময় অন্য কোনও যাত্রা হতে পারে না: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

 

গঙ্গাসাগরের সময় অন্য কোনও যাত্রা হতে পারে না। চক্রান্ত চলছে। এই সময় কেন রথযাত্রা হবে? শুধু আমাদের পেছনে লাগা, দুষ্টুমি করা। গঙ্গাসাগরের সময় যদি কোনও গোলমাল হয়, তাহলে দায়ী থাকবে ওরা। বুধবার বাবুঘাটে গঙ্গাসাগর মেলা ক্যাম্পের মঞ্চ থেকে এভাবেই বক্তব্য পেশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুখ্যমন্ত্রী এদিন এখানে বিবেক চেতনা উৎসবের সূচনা করেন। বিবেকানন্দের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০–১২ জানুয়ারি রাজ্যব্যাপী উৎসব পালন করা হবে। সহযোগিতায় রামকৃষ্ণ মঠ ও মিশন। বক্তব্য পেশ করতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন, বাধ্য হচ্ছি বিজেপি–র কথা বলতে। ওরা আগুন লাগাতে জানে, নেভাতে জানে না। দাঙ্গা করতে জানে। শুধু আমাদের পেছনে লাগে, দুষ্টুমি করে ও চক্রান্ত করে। গঙ্গাসাগরের সময়ও চক্রান্ত করার পরিকল্পনা করছে। রামকৃষ্ণ ও বিবেকানন্দের আদর্শের কথা তিনি তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে দাবি করেন, নেতাজি ও বিবেকানন্দের জন্মদিনে কেন জাতীয় ছুটি ঘোষণা করা হচ্ছে না? কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, কুম্ভমেলার জন্য কেন্দ্র প্রচুর টাকা দেয়। গঙ্গাসাগরের জন্য কোনও টাকা দেয় না। তিনি বলেন, আমি ইতিমধ্যেই সব ব্যবস্থা ঠিক আছে কিনা তা দেখতে সাগরে গিয়েছিলাম। আগে খুব খারাপ অবস্থা ছিল। এখন সাগরে যাওয়ার কোনও অসুবিধা নেই। .

 

mamata banerjee sagar island

Ganga Sagar Mela – Do’s and Dont’s

The Bengal Government has taken all necessary steps to make the Gangasagar Mela a success for everyone concerned, most of all, for the pilgrims.
The administration has also asked everyone to take certain precautionary measures. Listed below are certain do’s and don’ts.

DO’S

· Follow the instructions of the police and volunteers, and cooperate with them

· Be specially careful regarding the elderly and the children. Everyone should carry some form of identity card so that chances of getting lost are minimized.

· Those coming in groups should ensure that the elderly and the children always remain with the group, otherwise there is a possibility of their getting lost in the crowd. In case anyone gets lost, contact the nearest police helpdesk.

· Keep a discreet watch on co-passengers on your journeys. If you spot anything amiss, inform the nearest police personnel or volunteer. Do not panic or spread rumours, do not cause stampedes.

· If there is heavy rainfall, wait patiently and cooperate with administration officials.

DON’TS

· Do not hurry or run unnecessarily, else mishaps can occur. This is also applicable during boarding and de-boarding of vessels. A small mistake can cause a big tragedy.

· The barricades and drop-gates are made of bamboo; so do not try to lean heavily on them or cross over them, as they may break.

· Please do not light fires at the fairground; this can lead to major mishaps.

· Do not keep your things in the charge of unknown persons; they may get stolen.

· Do not accept any food or water from unknown persons; this may lead to danger to your health.

· Do not go into deep water while bathing

· Do not touch any unknown or unclaimed object; if you notice any such thing, inform the police immediately.

গঙ্গাসাগর মেলায় কি করবেন আর কি করবেন না

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতি বছরের মত এবছরেও গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে। এই পুণ্য স্নান করতে দেশ বিদেশ থেকে এসেছেন লক্ষ লক্ষ পুন্যার্থী ও পর্যটক। তাদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য প্রশাসন গ্রহণ করেছে প্রচুর পদক্ষেপ। আগন্তুকদের প্রতি কিছু বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যাতে কোনওভাবে কোনও অপ্রীতিকর ঘটনার সাক্ষী না হতে হয় তাদের।
করণীয়ঃ-
· উপস্থিত পুলিশ কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশ মেনে চলুন এবং এদের সাথে সহযোগিতা করুন।
· বয়স্ক মানুষ এবং শিশুদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। এদের সঙ্গে পরিচয়পত্র রাখলে ভালো হয়। তাতে এদের নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে না।
· দল বেঁধে যে সকল তীর্থযাত্রীরা আসেন, তাদের দলের শিশু ও বয়স্ক মানুষদের সর্বদা নিজেদের সঙ্গে রাখুন, নতুবা ভিড়ের মধ্যে এদের নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে। যদি কেউ নিখোঁজ হয়ে যান, তাহলে নিকটবর্তী পুলিশ সহায়তা কেন্দ্রে নিখোঁজ হওয়ার খবর জানান।
· এই যাত্রাপথে যাত্রীদের সড়ক অথবা রেল এবং জল পথে যাতায়াত করতে হয়। সুতরাং সহযাত্রীর সঙ্গে সর্বদা সতর্ক থাকবেন। কোনও অবস্থাতে আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না। এতে প্রচুর ভিড়ের মধ্যে ছোটাছুটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সর্বদা প্রয়োজন মত উপস্থিত পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিন।
· বৃষ্টিপাতের কারণে যাত্রীদের বিভিন্ন জায়গায় অপেক্ষা করতে হতে পারে। দয়া করে ধৈর্য ধরে উপস্থিত প্রশাসনিক কর্মীদের সহযোগিতা করুন।

করণীয় নয়ঃ-
· তীর্থ যাত্রার সময় দুর্ঘটনা এড়াতে দয়া করে তাড়াহুড়ো করবেন না। লঞ্চে ওঠা নামার সময় তাড়াহুড়ো বা দৌড়োদৌড়ি করবেন না। আপনার সামান্য ভুলে বহু লোকের প্রান সংশয় হতে পারে।
· ব্যারিকেড অথবা ড্রপ গেটগুলি বাঁশ ও কাঠের তৈরী, এগুলিতে চাপ দেওয়া বা টপকানোর চেষ্টা করবেন না। এগুলি ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে।
· মেলার মধ্যে দয়া করে আগুন জ্বালাবেন না। এতে বড় ধরনের অগ্নিকান্ডের সম্ভাবনা থাকে।
· কোনও অজানা লোকের কাছে জামা কাপড় বা অন্যান্য জিনিস রাখবেন না। এতে আপনার জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা থাকে।
· কোনও অজানা লোকের দেওয়া খাদ্য অথবা পানীয় গ্রহণ করবেন না। এতে আপনার বিপদ হতে পারে।
· সমুদ্রে স্নানের সময় বেশী গভীরে যাবেন না, এতে প্রান সংশয় হতে পারে।
· কোনও অজানা অথবা পরিত্যক্ত বস্তু ছুঁয়ে দেখবেন না। এরকম কোনও কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

Bengal bags first prize for e-tendering

Bengal government has bagged the first prize from the Centre for implementing the e-tendering process.

Chief Minister Mamata Banerjee made the announcement on Friday. She said: “Yesterday the Bengal government was awarded with the first prize for ensuring e-tendering. The state government has become the best in the country by ensuring e-tendering of 53,000 projects worth Rs 36,000 crore and the Ministry of Finance has given the award.”

The Chief Minister congratulated the state Finance department and the state Information Technology department for their efforts, which made it possible for the state government to bag the award.

Soon after coming to power, the Mamata Banerjee government has started taking all necessary steps to ensure e-governance and at the same time, the e-tendering process and the e-Integrated Finance Management System (eIFMS) were introduced. Before the e-tendering process had started, the entire process of tendering used to take place manually that had left many options for lack of transparency.

Besides making the process to participate in the tendering process easier, the Mamata Banerjee government has also ensured transparency by introducing e-tendering.

 

টেন্ডারে স্বচ্ছতা এনে সেরা বাংলা

দেশের মধ্যে ই-টেন্ডারিংয়ে সেরা হয়েছে রাজ্য। ৫৩ হাজারের বেশি ই-টেন্ডারিং করে প্রায় ৩৬ হাজার কোটি টাকার কাজ হয়েছে। তা যে স্বচ্ছ প্রশাসন চালানোর স্বীকৃতি সেটাও স্পষ্ট।

ই-গভর্ন্যান্স ও ই-ট্যাক্সেশন-এর ক্ষেত্রেও রাজ্য সেরা হয়েছিল। অর্থ দপ্তর ও তথ্য প্রযুক্তি দপ্তর যৌথ ভাবে কাজ করেছে। এজন্য ওই দুই দপ্তরকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ক্ষমতায় আসার পর থেকেই ই-গভর্ন্যান্সের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দপ্তরে চালু হয়েছে e-Integrated Finance Management System (eIFMS)।

Irrigation Dept to beautify banks of a stretch of Bagjola Canal

The Bengal Government’s Irrigation Department, in collaboration with Housing Infrastructure Development Corporation (HIDCO), has chalked out a plan to beautify the banks of a stretch on the Bagjola Canal that passes through New Town.

Chief Minister Mamata Banerjee wants the stretch to be developed which is situated close to the Biswa Bangla Convention Centre, the showpiece convention centre of the State Government.

The banks of Bagjola Canal have already been beautified and lights have been installed and meticulous gardening has been done. The State Government is carrying out dredging operation in some parts of the Bagjola Canal and the embankments are being repaired or reconstructed.

As part of the beautification project, among other things, fountains will be installed along the banks of the canal, nets will be installed on both the two banks to prevent people from throwing garbage in the canal and the floating garbage will be cleaned.

বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে সেচ দপ্তর

হিডকোর সঙ্গে যৌথ উদ্যোগে নিউটাউনের বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে রাজ্য সেচ দপ্তর।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় নব নির্মিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অনতিদূরে অবস্থিত এই বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করার উদ্যোগ রাজ্যের।

বাগজোলা খালের দুপাশে ইতিমধ্যেই বসানো হয়েছে নতুন আলোস্তম্ভ, সাজানো হয়েছে বাগান। রাজ্য সরকার বাগজোলা খালে ড্রেজিং করছে এবং বিভিন্ন বাঁধগুলোর সংস্কারও করা হচ্ছে।

এই খালের দুপাশে বসানো হবে ফোয়ারাও। দুই পাড় জাল দিয়ে ঘেরা হবে যাতে এই খালে কেউ ময়লা ফেলতে না পারেন। নিয়মিত ভাসমান ময়লা পরিষ্কারও করা হবে।

 

Story Source: Millennium Post

The image is representative (source)

Bengal CM announces bravery awards for 57 Kanyashree clubs

Chief Minister Mamata Banerjee, during the inauguration programme of Mati Utsav on January 2 announced bravery awards for 57 Kanyashree clubs in Purba Bardhaman district that helped stop around 116 child marriages in the last five months.

She also handed over appreciation certificates to 10 such clubs.

According to district administration officials, the Kanyashree beneficiaries played a crucial role in combating child marriage in the district.

Clubs have been formed in 781 schools in the district. The members, who are all girls, act as the eyes and ears of the district administration and alert the authorities whenever a child marriage is about to happen. They also help the officials counsel the parents of minors against child marriages.

Source: The Times of India

 

১১৬টি নাবালিকা বিয়ে আটকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেল কন্যাশ্রী ক্লাব

পূর্ব বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনের মঞ্চে জেলায় পাঁচ মাসে ১১৬টি নাবালিকা বিয়ে আটকানোর জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত সাহস নিয়ে কন্যাশ্রীর মেয়েরা বাল্যবিবাহ রুখেছে। ওদের প্রতি আমার ভালবাসা ও আশীর্বাদ রইল। পুলিশকে ওদের সাহসিকতার জন্য পুরস্কার দিতে বলব।”

আগে পড়াশোনা, পরে বিয়ে— পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী, আফসানা খাতুনদের এই লড়াই এখন ছড়িয়ে পড়েছে রাজ্যে। এই সব মেয়েদের হাত আরও শক্ত করছে স্কুলে-স্কুলে গড়ে ওঠা ‘কন্যাশ্রী ক্লাব’। সহপাঠীরা সবাই স্কুলে আসছে কি না, নিয়মিত খোঁজ রাখে পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাব। কেউ টানা দিন কয়েক না এলেই বাড়িতে হাজির হয় তারা।

এই কাজের জন্য এ দিন দশটি কন্যাশ্রী ক্লাবের সভানেত্রীর হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা আধিকারিক বলেন, “আমাদের চোখ ও কান হচ্ছে কন্যাশ্রী মেয়েরা। সহপাঠীর বিয়ে রোখার পাশাপাশি, কন্যাশ্রীরা সংশ্লিষ্ট অভিভাবকদের কাউন্সেলিংও করছে।”

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা। রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান–প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘কন্যাশ্রী’ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী। এর ফলে অসাধারন ভাবে কমেছে স্কুলছুটের হার। এখন স্কুল ও কলেজের গণ্ডী পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও পাড়ি দিয়েছে কন্যাশ্রী।