Bangla Govt announces funding for Light Hub in Chandannagar

The Bengal Government has announced funding to the tune of Rs 11.5 crore for the proposed Light Hub in Chandannagar in Hooghly district. The hub is a brainchild of Chief Minister Mamata Banerjee, who had announced its creation last year during an administrative review meeting in Tarakeswar.

Chandannagar is famous for its lighting displays. During Jagaddhatri Puja in Chandannagar and during Durga Puja in Kolkata and elsewhere, the expertise of the lighting technicians is on ample display. It has been like this for as long time. A few have spread their wings to Durga Pujas outside Bengal too.

Now the government has decided to give a structured boost to this industry by creating a special zone. The government would have a comprehensive role in the hub. From training lighting technicians and helping them market their products to enable them to bag contracts for different Pujas, everything would be overseen by the government.

This would naturally lead to more and better employment opportunities, including opportunities for the experts to spread their wings to other places in India, especially where Durga Pujas take place, and even abroad.

After Mishti Hub, Muslin Hub and similar clusters comes the Light Hub. These hubs have given a huge boost to traditional small-scale industries. They provide a steady source of income for the families involved and also help in preserving the crafts.

Source: Khabar 365 Din

Bengal Govt to make Gobindobhog, Tulaipanji rice available at reduced rates

In a move expected to draw much appreciation, the State Government has decided to make available aromatic varieties of rice like Gobindobhog and Tulaipanji at prices 20 to 25 per cent less than the market rates at selected stalls across Bengal.

The special price rice would initially be available at the Sufal Bangla stalls, which are run by the State Government, and later from the various public distribution scheme (PDS) outlets, better known as ration shops.

The service is expected to begin soon after this year’s Durga Puja or some time early next year.

Gobindobhog is grown in certain areas of Purba Bardhaman district while Tulaipanji is grown in certain areas of Uttar and Dakshin Dinajpur districts.

The Bengal Government had applied for and was successful in getting geographical indication (GI) tags for both types of rice at the initiative of Chief Minister Mamata Banerjee.

 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কম দামে তুলাইপঞ্জি ও গোবিন্দভোগ

রসনাপ্রিয় বাঙালির জন্য সুখবর। বাংলার দুই সেরা সুগন্ধী চাল গোবিন্দভোগ ও তুলাইপঞ্জি সস্তায় সাধারন মানুষের হাতে তুলে দেবে রাজ্য সরকার। এবছরে পুজোর পর বা আগামী বছরের শুরুতে বাজারদরের অন্তত ২০ থেকে ২৫ শতাংশ কম দামে রাজ্যের বিভিন্ন স্টলে বিক্রী করা হবে এই চাল। প্রথমে সুফল বাংলার স্টল ও পড়ে রেশন দোকান মারফত বিক্রী করা হবে এই চাল।

মুখ্যমন্ত্রী উদ্যোগ নেওয়ার পর কৃষি বিজ্ঞানী ও আধিকারিকদের কাছ থেকে ফলন বাড়ানো ও আনুসাঙ্গিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী।
তুলাইপঞ্জি মূলত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমা ও দক্ষিণ দিনাজপুরের একটি অংশে উৎপাদিত হয়। উত্তরবঙ্গের আরও কিছু এলাকায় এই চালের উৎপাদন করা যেতে পারে বলে কৃষি বিজ্ঞানীদের মতে। সেক্ষেত্রে ফলন অনেকটাই বাড়বে।

তেমনই গোবিন্দভোগ চাল মূলত পূর্ব বর্ধমানের রায়না-১ ও ২ নম্বর ব্লক ও খণ্ডকোষে খুব ভালো উৎপাদন হয়। এই পূর্ব বর্ধমান জেলারই আউশগ্রাম, মন্তেশ্বর, জামালপুর ছাড়িয়ে অনেকটা দূর পর্যন্ত এই চাল ফলন করা যেতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। এছাড়া, হুগলী, নদীয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, হাওড়াও এই চাল উৎপাদনের জন্য উপযোগী বলে মনে করছেন তারা। বাঁকুড়া, পুরুলিয়াতেও চাল তৈরীর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, এই দুই চালের পেটেন্ট নিয়ে রেখেছে রাজ্য সরকার।

Funding for tourism sector goes up to Rs 400 crore in 6 years

As an indication of the importance that Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government places on the tourism sector, public funding in the sector, according to a senior official of Tourism Department, has gone up from Rs 35 crore to Rs 400 crore in the past six years.

Bengal is gifted with all the necessary elements for making it a preferred destination for travellers from around the world.

As a consequence of this increase in funding, Bengal has witnessed a 20 per cent growth in its tourist population. The state has one of the best hotel occupancy rates in India. Kolkata has 3,000 high-end hotel rooms with a phenomenal occupancy rate of 70 per cent. During the Durga Puja this year, Bengal saw about 2,000 foreign visitors.

Currently some major tourism projects are coming up in Gajoldoba in north Bengal and Jharkhali in the Sundarbans. A convention centre is coming up in Digha.

To promote the state’s tourist spots, the State Government regularly takes part in national and international tourism fairs and conventions, like Travel East and others.

Source: Millennium Post

বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি

পর্যটন দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি। এর থেকেই বোঝা যায় পর্যটনের বিকাশের প্রতি কতটা দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।

পর্যটনের প্রসারের জন্য সবকটি উপাদানই রয়েছে বাংলায়। উত্তরে হিমালয় থেকে শুরু করে দক্ষিণে সাগর, রাঙামাটি থেকে ঐতিহাসিক স্থাপত্য – কি নেই বাংলায়? পাবলিক ফান্ডিং বৃদ্ধির ফলে বাংলায় পর্যটকদের সংখ্যা ২০% বেড়েছে। হোটেল পূর্ণ করণেও দেশে এগিয়ে বাংলা।
দুর্গাপুজো উপলক্ষে এবছর রাজ্যে এসেছিলেন ২০০০ এরও বেশি বিদেশী পর্যটক।

এই মুহূর্তে রাজ্যে দুটি বৃহৎ পর্যটন প্রকল্প চলছে – উত্তরে গাজলডোবা ও দক্ষিণে ঝড়খালিতে। দীঘাতে তৈরী হচ্ছে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। পর্যটনের প্রসারের জন্য দেশি-বিদেশী অনেক পর্যটন মেলাতেও অংশগ্রহণ করছে রাজ্য সরকার।

State Govt to census of transgenders, provide voter cards

The West Bengal Transgender Development Board (WBTDB) is planning to conduct a census of transgenders across the state and make voter ID cards for them so that they can cast their votes.

The chairperson of the board, who is also the Minister of State for Women and Child Welfare, said that the government is trying to increase the visibility of the transgender community.

Under the initiative of Chief Minister Mamata Banerjee, the State Government has already taken some measures. Representatives from this community were in the judges’ panel that went around the pandals selecting the best Durga Pujas in Kolkata. Three awards were also earmarked for the best transgender-friendly Durga Pujas in the city.

The government is also planning awareness programmes on transgenders at the upper primary and secondary levels in the state schools.

Source: Millennium Post

রূপান্তরকামীদের শুমারি করে ভোটার কার্ড প্রদান করবে রাজ্য সরকার

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডর ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে রাজ্যজুড়ে রূপান্তরকামীদের শুমারি করবে রাজ্য সরকার। শুমারি শেষ হলে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে তাদের প্রদান করা হবে ভোটার কার্ড।

রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এই বোর্ডের চেয়ারপার্সন বলেন, রূপান্তরকামীদের সমাজের মূল ধারায় আনতে সচেষ্ট রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নিয়েছে। এই সম্প্রদায়ের প্রতিনিধিরা দুর্গাপুজোর বিচারক মণ্ডলীর সদস্য হয়ে দুর্গাপুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করেছেন। শহরের রূপান্তরকামী-বান্ধব তিনটি দুর্গাপুজো কমিটি পুরস্কৃতও হয়েছে।

রাজ্যের সমস্ত স্কুলে উচ্চ-প্রাথমিক ও মাধ্যমিক স্তরে রূপান্তরকামীদের ব্যাপারে সচেতনতা বাড়ানোর পরিকল্পনাও আছে রাজ্য সরকারের।

Consumer Clubs in schools spreading awareness

Creating awareness about consumers’ rights is the most effective way to reduce cases of people getting cheated; to make people aware at an early age is the best possible way to go about it.

With this is mind, this year, the State Consumer Affairs Department has opened Consumer Clubs in schools across Bengal. These clubs comprise students and are headed by the headmaster or assistant headmaster of the school.

During the financial year 2017-18, the department is providing assistance to 840 schools across the state, up from 400 during the last fiscal. This fiscal, the amount of financial assistance to each Consumer Club has also been doubled.

These clubs in schools provide another advantage too. The students are encouraged to discuss their activities in their homes, and thus, their parents also become aware about these rights.

The Consumer Affairs Department, during the rule of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, has been very active in spreading awareness, running regular campaigns on television and radio as well as outdoors on various aspects of consumer rights. It ran campaigns on huge screens and posters at the popular Durga Puja pandals too.

 

রাজ্যের স্কুলগুলিতে সচেতনতা বাড়াচ্ছে ক্রেতা সুরক্ষা ক্লাব

গ্রাহক প্রতারণা আটকাতে সচেতনতা বৃদ্ধিই প্রধান অস্ত্র। আর একদম অল্প বয়সেই যদি সচেতন হওয়া যায় তাহলে তো কথাই নেই।

এই চিন্তাকে মাথায় রেখে এই বছর রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তর রাজ্যজুড়ে স্কুলে স্কুলে ক্রেতা সুরক্ষা ক্লাব খুলছে। স্কুলের পড়ুয়াদের নিয়ে তৈরী এই ক্লাবগুলির নেতৃত্ব দেবেন ওই স্কুলের প্রধান শিক্ষক অথবা উপপ্রধান।

২০১৭-১৮ অর্থবর্ষে এই দপ্তর সারা রাজ্যে ৮৪০ টি স্কুলকে প্রশিক্ষণ দিচ্ছে; গত আর্থিক বছরে এই সংখ্যাটি ছিল ৪০০। রাজ্যের তরফে এবছর ক্লাবগুলিকে প্রদত্ত অর্থনৈতিক সহায়তাও দ্বিগুন করা হয়েছে।

এই ক্লাবগুলিতে কচিকাচারা যে সচেতনতা লাভ করবে তা বাড়িতে মা-বাবা এবং আত্মীয়দের সাথেও ভাগ করে নিতে পারবে তারা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার গ্রাহক সচেতনতা বৃদ্ধির ব্যপারে প্রথম থেকেই খুব তৎপর। প্রতিনিয়ত সচেতনতা অভিযান চালানো হয় রাজ্যের তরফে। টিভি ও রেডিওতে প্রচার, রাস্তায় বড় বড় হোর্ডিং – সবই এই অভিযানের অঙ্গ। দুর্গাপুজো প্যান্ডেলগুলিতেও সচেতনতামূলক প্রচার করা হয়।

Source: Millennium Post

 

Haringhata Meat makes sales worth Rs 8 lakh during Durga Puja

Haringhata Meat, run by the Department of Animal Husbandry of the Bengal Government, set up stalls at Durga Puja pandals in Kolkata to sell healthy snacks. Popular food items like chicken cutlet, kebabs, nuggets, chicken sausage, chicken popcorn, etc were sold at attractive prices.

The stalls were a big hit with people. The high-quality food at affordable prices attracted a lot of customers. So much so that Haringhata Meat made sales worth Rs 8 lakh. This is the first time that the organisation set up stalls during Durga Puja.

A total of 13 stalls were opened at 13 big-budget Pujas including at Naktala Udayan Sangha, Suruchi Sangha, Tala Park Puja Committee and Baghbazar Sarbojanin.

In recent years, Haringhata Meat has opened numerous outlets all over the state. Some are run directly by the organisation while most are rune on a franchisee basis, though under strict supervision by Haringhata Meat.

Ready-made food items have already become a rage at ‘Haringhata Meat’ outlets in the city. Apart from raw meat, snacks like chicken cutlet or kebabs are popular among people at these outlets.

পুজোয় প্রথম স্টল খুলেই ৮লক্ষ টাকার বিক্রি হরিণঘাটা মিটের

এবার পুজোয় মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের রসনাতৃপ্তি করে বাজিমাত করল ‘হরিণঘাটা মিট’। একাধিক পুজো মণ্ডপে প্রথমবার স্টল দিয়ে ফুল মার্ক্স পেয়েছে রাজ্য সরকারের এই সংস্থা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত স্টলগুলিতে যা বিক্রি হয়েছে তা পশ্চিমবঙ্গ প্রানিসম্পদ উন্নয়ন নিগমের কর্তারাও আশা করেননি।

নিগম সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে ঠিক হয়েছিল হরিণঘাটা মিটের পক্ষ থেকে কলকাতার বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো মণ্ডপে এবার স্টল দেওয়া হবে। কোনও ফ্র্যাঞ্চাইজি নয়, নিগমের কর্মীরা এই স্টলগুলি চালাবে বলে ঠিক হয়। সেইমতো ১৩টি পুজো মণ্ডপে স্টল খোলা হয়। এই ১৩টি মণ্ডপের ১৩টি স্টল থেকে পাঁচদিনে বিক্রি হয়েছে ৮ লক্ষ টাকার।

হরিণঘাটা মিটের কলকাতাসহ রাজ্য জুড়ে অসংখ্য আউটলেট রয়েছে। নিগমের কয়েকটি নিজস্ব রয়েছে। এছাড়া ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে অধিকাংশ আউটলেটগুলি চলছে। এইসব আউটলেটে প্রসেস করা কাঁচা মাংসের পাশাপাশি প্রসেস করা কাটলেট, সসেজ, নাগেটস, কাবাব পাওয়া যায়। ক্রেতারা এইসব জিনিস কিনে নিয়ে বাড়িতে ভেজে খেতে পারেন।

পুজোর সময় নিগমের দেওয়া স্টলগুলিতে দর্শনার্থীদের রসনাতৃপ্তি ঘটাতেই স্টলের মধ্যে ভেজে দেওয়ার ব্যবস্থা করা হয়। ঠিক হয় এই স্টলগুলিতে অন্যান্য খাবারের পাশাপাশি স্যান্ডুইচ, কোয়েলের বিরিয়ানিও রাখা হবে। তাই বহু দর্শনার্থী ঠাকুর দেখার পর পছন্দের ডিশ খেতে এই স্টলে এসে ভিড় জমিয়েছিলেন।

Source: Bartaman

Durga Puja Bisarjan carnival held on Red Road

A special procession of more than 60 Durga Puja committees who have won the Biswa Bangla Sharad Samman was organised today on Red Road on the way to the bisarjan, or immersion from 5 PM. The Carnival was live telecasted on Mamta Banerjee’s Facebook page.

This bisarjan carnival, initiated by Bengal Chief Minister Mamata Banerjee last year, was a unique show that gave an opportunity to all to see the best pratimas at one place.

From the beautiful dance movements to the rhythmic beats of dhaks to the soul-stirring sounds of dhamsas and madals; from frames that captured Kolkata’s built heritage of a bygone era to the memories of the past – the bisarjan carnival on Red Road last year was a riot for the senses.

Bengal Chief Minister Mamata Banerjee wrote on her Facebook page that:

” The unique Carnival after Durga Puja, the biggest festival of the world, was held today at Red Road, Kolkata.

This is being organised by our government for the second time after its phenomenal success last year.

Noted puja organisers with idols of Ma Durga took part in this colourful programme accompanied by beautiful processions depicting the rich cultural heritage of Bengal, the harmony and unity of Bengal, the pioneering state government schemes like Kanyashree, Sabuj Sathi, the forthcoming U-17 World Cup and many, many interesting themes.

Thousands and thousands of visitors along with dignitaries from all walks of life and distinguished guests from the country and abroad witnessed this spectacular event.

Millions of viewers all over the world also saw live streaming of the event on Facebook and online coverage.

My heartiest greetings and best wishes to all.

 

রেড রোডে দুর্গা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতার রাজপথে বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার জয়ী প্রায় ৬০টির ও বেশি দুর্গাপ্রতিমা বিসর্জনের এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অভূতপূর্ব শোভাযাত্রার আয়োজন করা হয়েছে গত বছর থেকে যাতে একই জায়গায় মানুষ এবারের সবকটি উত্কৃষ্ট প্রতিমা দেখার সুযোগ পান ও কার্নিভালের আমেজ উপভোগ করেন।

গতবছরের মতো এবছরেও এই শোভাযাত্রায় ছিল বিভিণ্ন নৃত্য, ঢাকের তালের সঙ্গে ছিল ধামসা-মাদল। কলকাতার আভিজাত্যের সঙ্গে ছিল অতীতের স্মৃতি। সব মিলিয়ে এই শোভাযাত্রাটি প্রাণোচ্ছল হয়ে উঠেছিল।

বিসর্জনের এই শোভাযাত্রা নিয়ে মমতা বন্দোপাধ্যায় ফেসবুকে কিছু ছবিও পোস্ট করেন, যা দেখা যাবে এখানে

Ahead of Sharodotsav, Bengal CM reaches out to Durga Puja with a letter

In a poetic letter, Bengal Chief Minister Mamata Banerjee reached out to the Durga Puja committees across the state, wishing the organisers.

In a letter dated August 30, 2017, she eulogised the victory of good over evil. She also appealed to all to maintain communal harmony at the time of the festivities.

She said that ‘Sharodiya Durgotsav’ is not only a religious festival but a festival that unites all.

 

শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে দুর্গা পুজো আয়োজকদের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে দুর্গা পুজো আয়োজকদের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩০শে আগস্ট তিনি এক চিঠির মাধ্যমে সকল পুজো আয়োজকদের বলেন আনন্দময়ীর আবাহনের মধ্যেই নিহিত অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়। তিনি আবেদন করেন অনুষ্ঠানের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে।

তিনি বলেন, দুর্গাপুজো কোনও একটি সম্প্রদায়ের পুজো নয়, এটি এমন এক উৎসব যেখানে সকল সম্প্রদায় মিলে আনন্দ করেন।

এই সেই চিঠিঃ

 

শারদ শুভেচ্ছা

‘বাজলো তোমার আলোর বেণু’

শিউলি সকাল, কাশফুলের দোলা আর শরতের সাদা মেঘ এবার বয়ে আনলো মা দুর্গার আগমন বার্তা। এবারে সব দুঃখ দৈন্য ভুলে আনন্দে মেতে ওঠার পালা; সমস্ত ভেদাভেদ ভুলে সবাই মিলে একসাথে উৎসবের আঙিনায় মিলিত হওয়ার সময়।

আনন্দময়ীর আবাহনের মধ্যেই নিহিত অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়। চিন্ময়ী দেবীর মৃন্ময়ী রূপে আগমন তাই নিয়ে আসে নববিধানের আশ্বাস আর নবনির্মাণের পবিত্র প্রত্যয়।

“মা আসছেন, শিউলি ভোরে

শঙ্খ বাজুক ঘরে ঘরে।”

শারদীয়া দুর্গোৎসব শুধুমাত্র এক ধর্মীয় আচার-আয়োজন নয়, সর্বস্তরের, সর্বধর্মের মানুষের আত্মিক মেলবন্ধনই এই উৎসবের মূল ভাবনা, চিরন্তন সুর। দশভুজার চরণস্পর্শে তাই সঞ্চারিত হোক আশার আলো, আনন্দধারায় সিক্ত হয়ে উঠুক বিশ্বভুবন। সবাই ভালো থাকুন, সকলের ভালো হোক।

আপনাদের শারদোৎসবের আয়োজন সফল হোক, উৎসবের দিনগুলিতে সবাই শান্তি ও মৈত্রীর মেল্বন্ধনে আবদ্ধ থাকুন। সকলকে জানাই শারদীয়ার প্রীতি, ভালোবাসা ও শিউলি শুভেচ্ছা।

(মমতা ব্যানার্জী)

 

Kolkata Police’s Utsav App to help pandal-hoppers during Durga Puja

With smartphones becoming ubiquitous, apps for various purposes are the norm. Keeping this in mind, Kolkata Police created the Utsav App a few years back to help pandal-hoppers during Durga Puja.

The Utsav App becomes one of the most popular apps during the Durga Puja days. It acts as a comprehensive guide to the pandals. This year, the existing features of the app have been enhanced and some new features have been added too.

All the 350 major pujas of Kolkata have been covered – for each, there is a route guide, a detailed storyline, including information on the theme, contact numbers and addresses, and pictures. Since the app links the puja pandals with an online map, one can get turn-by-turn navigation to these destinations.

One can also upload photos and rate and review the pujas. Using the app, a user can check-in and share their status on Facebook.

This year a new section has been added to the app, which the police are expecting to be of major help. Pandal-hoppers will be able to gauge the rush and time required to reach the top 20 puja pandals in Kolkata.

According to a senior official of Kolkata Police, the app will provide an estimated time of arrival (ETA) from the last person in the queue to the pandals of these pujas.

One can also check the nearest pay-and-use toilets, police stations, hospitals and restaurants. Another important section of the app is where photograph and information about a missing child can be uploaded for the police to track and find.

The app also incorporates a ‘Chat and Adda’ feature through which users can find new friends and chat with them.

Click here to download the app from the Google Play store 

 

হাতে অ্যাপ, উৎসবে বন্ধু পুলিশ

 

কোন পথে পুজো? বলে দেবে উৎসব-অ্যাপ। ডাউনলো়ড করা যায় বন্ধু-অ্যাপও!
কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি এই দুই অ্যাপ হাতে থাকলেই কেল্লাফতে। পথ হারানোর জো নেই। পুজোর মণ্ডপের রাস্তা, ম্যাপ থেকে শুরু করে আশপাশে কোথায় গাড়ি পার্ক করা যাবে, কোথায় খাবারের দোকান— বলে দেবে অ্যাপ।

গত কয়েক বছরের মতো এ বার পুজোতেও এ ভাবেই নাগরিকদের পাশে থাকবে কলকাতা পুলিশ। শহরের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, উত্তর, মধ্য বন্দর এলাকা থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ শহরতলির বড় বড় পুজোর রুট-ম্যাপ থাকছে তাদের উৎসব অ্যাপে। শুধু কি ঠাকুর দেখা? থাকছে আরও অনেক কিছুই। অ্যাপ খুললেই জানা যাবে কোন এলাকায় রয়েছে কোন রেস্তোঁরা। পুজোর শহর সাফ রাখতে সুলভ শৌচাগারগুলির খবরও রয়েছে সেই অ্যাপে।

তবে যাঁরা এই সব অ্যাপ ডাউনলোড করার মতো স্মার্ট ফোন ব্যবহার করেন না, তাঁদের কথাও মাথায় রেখেছে পুলিশ। তৈরি হয়েছে লিফলেট। পুজোর মণ্ডপের খুঁটিনাটি ছাড়াও সেখানে বাংলা এবং ইংরাজিতে লেখা থাকছে শৌচাগারের তথ্য।

উৎসব অ্যাপ ছাড়াও কলকাতা পুলিশের দৈনন্দিন ‘বন্ধু অ্যাপ’ থাকলেও একই সুবিধা পাবেন সাধারণ মানুষ।

Source: DNA

Bengal Govt brings special food distribution scheme for the festive season

The Bengal Government has brought good news for the people of the state. The Food and Supplies Department has announced a special distribution scheme on the occasion of the major festivals of Durga Puja, Diwali and Chhat Puja.

According to the scheme drawn up, beneficiaries and families receiving special benefits from the State Government would receive the following additionally:

• 1 litre mustard oil at Rs 91.50 per litre
• 1 litre rice bran oil at Rs 79.50 per litre
• 500 gram subsidised flour (maida) at Rs 22 per kilogram
• 500 gram subsidised sugar at Rs 38.50 per kilogram

The distribution would be carried out in two phases, in accordance with the dates of the festivals – from September 15 to 27, and from October 11 to 25.

Further information can be had at:

• www.wbpds.com (West Bengal Public Distribution System website)
• Phone numbers: 1967 and 18003455505 (8 am to 8 pm for the latter)
• All block offices of district or subdivisional food inspectors

 

উৎসবের দিনগুলিতে বিশেষ ফুড প্যাকেজ রাজ্য সরকারের

রাজ্যবাসীদের জন্য সুখবর নিয়ে এল সরকার। খাদ্য সরবরাহ দপ্তর ঘোষণা করেছে উৎসবের সময় স্পেশ্যাল ফুড প্যাকেজ দেবে রাজ্য সরকার। এই প্যাকেজ চলবে দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত।

উপভোক্তারা এই অতিরিক্ত সুবিধা পাবেন:

১. ১ লিটার সর্ষের তেল ৯১.৫ টাকায়
২. ১ লিটার রাইস ব্র্যান তেল ৭৯.৫ টাকায়
৩. ৫০০ গ্রাম ভর্তুকি দেওয়া ময়দা ২২ টাকা কিলো দরে
৪. ৫০০ গ্রাম ভর্তুকি দেওয়া চিনি ৩৮.৫০ টাকা কিলো দরে

সেপ্টেম্বরের ১৫ থেকে ২৭ তারিখ ও অক্টোবরের ১১ থেকে ২৫ তারিখ দুই পর্যায়ে পাওয়া যাবে এই পরিষেবা।

আরও বিশদে জানতে ক্লিক করুন www.wbpds.com. কিংবা যোগাযোগ করুন এই নম্বরে – 1967, 18003455505 (সকাল ৮টা থেকে রাত ৮টা)