Flight carrying Mamata Banerjee denied permission to land despite low fuel, Derek O’Brien demands an enquiry | FULL TRANSCRIPT

I have given a Notice under Rule 267 because members of this House and the country needs to know what happened last night. The Chief Minister of Bengal was coming from Patna on an one-hour flight. The pilot, when the plane was 200 km away from Kolkata, announced that they were eighth in the sequence of landing. Subsequently, the pilot has gone on record, saying that he informed the ATC that he was short of fuel, so he be allowed to land.

The landing was delayed. The flight hovered around for – some people are saying 15, some people are saying 30 minutes – but a considerable amount of time. Now after that, which the ATC is saying, another flight was allowed to land. The bottom line is that the pilot had no other option; they had to land that and there was a full emergency situation, there were fire engines, there were ambulances out there. An emergency-like situation was created.

The question here is, is there more to it than meets the eye. Sir, this is not a one-off occasion. I am not making any insinuations. Today it is one Opposition leader. Is it a coincidence that this Opposition leader is today at the forefront? There are other Opposition leaders – there is Behenji, there is Sharad Yadav Ji, there is Congress, there is JD(U). Sir, I am not making any allegation.

Sir, please understand. I am not an aviation expert, but I can tell you that when a pilot seeks landing, and you tell him don’t land, and the plane is short on fuel, this can’t happen. Why was it denied to land in the first place? That is why I am saying, today it is one Opposition leader, tomorrow it can be anyone. This is more and more suspicious, because this kind of “ultra-authoritarianism” is happening in many, many spheres. So I seek your protection.

Now, we don’t want to know what could have happened. Three pilots would be called for an enquiry. But this is about the Chief Minister of a State, along with a hundred other passengers. If the Chief Minister of a State is under so much pressure, what happens to normal people in the State?

Sir, I am not insinuating anything but there is a school of thought that believes that this too may be a controversy. This is “tanashahi” of another kind.

Intervention by Derek O’Brien’s intervention Minister’s reply on Mamata Banerjee’s flight snag

If nobody’s life was at stake, why were the emergency services like fire engines and ambulances at the runway?

 

Trinamool’s Derek O’Brien demands voting after discussion on #DeMonetisation issue | FULL TRANSCRIPT

Sir, I first want to thank you. Yesterday, you admitted all the notices of all the opposition parties. Even though my notice was the first, we could not speak because as you know we had a programme outside. All the opposition parties expressed their views, they had different views, many, many objections – but the objective is the same.

Now many other opposition parties are left to speak. Many have spoken yesterday. This discussion continued the whole of yesterday. We have a different view. We think that beyond the debate there should be a voting. But that’s my party’s view; others may not agree with the view.

The person who made this announcement at 8 O’clock on the 8th of November, where is he? Even if he’s here, we want a vote on this.

Trinamool ups the ante against Centre on demonetisation issue in Parliament

Trinamool today stepped up the pressure against the Centre on the issue of demonetisation. Party MPs from both the Houses assembled near the Gandhi statue outside Parliament to do a dharna highlighting the suffering of common people due to demonetisation.

In Lok Sabha, Leader of the party in Lower House, Sudip Bandyopadhyay submitted an Adjournment Motion and sought an immediate discussion on the issue.

“We want to categorically state that we are all against Black Money and should fight against it together. We feel that ban on Rs 500 & Rs 1000 notes has caused tremendous difficulties to the poor  & common people. Let this decision be withdrawn temporarily to chalk out a final plan,” he said.

In Rajya Sabha, Trinamool submitted a Notice under Rule 168 seeking voting along with discussion on demonetisation. Leader of the party in Rajya Sabha, Derek O’Brien said, “We are ready for a discussion, even if the Prime Minister is not here, but we want voting”.

 

 

নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ বাড়াল তৃণমূল

মানুষের হয়রানির প্রতিবাদে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল সাংসদরা জমায়েত হয়ে ধর্ণা দেন।

লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব এনে নোট বাতিলের ওপর আলোচনার দাবি জানান।

তিনি বলেন “আমরা দৃঢ়তার সঙ্গে জানিয়েছি আমরা সকলে কালো টাকার বিরোধী, সবাইকে এর বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে।  কিন্তু ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার ফলে মানুষকে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আপাতত এই সিদ্ধান্ত বাতিল করে সঠিক পরিকল্পনা করে তবেই সিদ্ধান্ত কার্যকর করা হোক।”

আলোচনার পাশাপাশি রাজ্যসভাতে নোট বাতিল ইস্যুতে ১৬৮ নম্বর নিয়ম অনুসারে ভোটের দাবি জানান রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন যে তৃণমূল আলোচনায় রাজি কিন্তু শেষে ভোটাভুটি চাই। 

 

Withdraw the draconian decision of demonetisation: Trinamool at All Party Meet

Trinamool Congress today urged the Centre to withdraw the draconian decision of demonetisation for the time being and give people some breathing space.

Trinamool voiced its concerns about this ‘financial emergency’ at an All-Party Meeting ahead of the Winter Session of Parliament. Sudip Bandyopadhyay (Leader of the party in Lok Sabha) and Derek O’Brien (Leader of the party in Rajya Sabha) represented Trinamool at the meeting.

“Trinamool was the first party to submit a Suspension Notice in Rajya Sabha on November 10. We are happy other parties followed us,” Sudip Bandyopadhyay said.

“We outlined the suffering of the common people due to demonetisation. We maintained that a proper plan of action is needed before proceeding. This is a hasty, unprepared decision” he added.

“Trinamool is not in favour of black money. We are the first party to wear black shawls in Parliament as a mark of protest,” said the veteran leader.

Trinamool also raised the issues of surgical strike in Jammu & Kashmir, federalism, state funding of elections and OROP implementation at the meet. The party also demanded that the Citizenship Bill be withdrawn.

As the All Party Meet began, Sudip Bandyopadhyay announced that Trinamool Congress has now been recognised as a National Party. This announcement was greeted with thumping of desks by representatives of all parties.

 

নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিতঃ সর্বদল বৈঠকে তৃণমূল

আজ সর্বদল বৈঠকে নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তকে প্রত্যাহার করার এবং সাধারণ মানুষকে আর কিছু সময় দেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল।

সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠকে দেশে অর্থনৈতিক জরুরী অবস্থা চলছে বলে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন তৃণমূলের প্রতিনিধি হিসাবে বৈঠকে উপস্থিত ছিলেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস প্রথম দল যারা রাজ্য সভায় সাসপেনশন নোটিস দিয়েছে। আমরা খুশি যে অন্য দলেরাও আমাদের অনুসরণ করেছে।

তিনি আরও বলেন, “নোট বাতিলের জন্য সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। এই প্রক্রিয়া চালু করার আগে একটি সঠিক পরিকল্পনা করার প্রয়োজন ছিল। এটা একটা হঠকারী সিদ্ধান্ত”।

সাংসদ জানান, “তৃণমূল কালো টাকার পক্ষে নয়। আমরাই প্রথম দল যারা সংসদে কালো শাল গায়ে দিয়ে কালো টাকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে”।

এদিন সর্বদল বৈঠকে জম্মু ও কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের ইস্যু, যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো, নির্বাচনী সংস্কার, ওআরওপি বাস্তবায়ন এই সব বিষয়ও উত্থাপিত করে তৃণমূল কংগ্রেস। এদিন নাগরিকত্ব বিল প্রত্যাহার করার দাবিও জানায় তৃণমূল।

সর্বদল বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেস এখন জাতীয় দল হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সব দলের প্রতিনিধিরা তাদের অভিনন্দন জানান।

 

Trinamool gives notice in Rajya Sabha to discuss demonetisation

The Trinamool Congress on Thursday gave a notice in the Rajya Sabha to suspend business on November 16 and discuss the demonetisation of Rs 1,000 and Rs 500 currency notes.

“Today (Thursday) we gave a notice in the Rajya Sabha to discuss the issue suspending business under Rule 267 on November 16,” Leader of the party in Rajya Sabha, Derek O’Brien said.

He said it was vital that the black money hoarders and the corrupt were punished, but it must not be done by inconveniencing the common people and the poor. He added that there must be a proper action plan for implementation of such an extensive move which directly affects millions, especially the middle class and the poor.

Hitting out at the Centre over the decision, Bengal Chief Minister Mamata Banerjee had earlier said the demonetisation has resulted in a “complete disaster and chaos” and had urged the Modi government to rescind the “hasty decision”.

“Please save people from this disaster. Roads are closed, markets shut, patients not being admitted to private hospitals, millions affected. Chaos everywhere,” Mamata Banerjee had said on Wednesday.

 

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে রাজ্যসভায় নোটিস দিল তৃণমূল

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে আগামী ১৬ নভেম্বর রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিস দিয়েছে তৃণমূল সংসদীয় দল৷

রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান আজ (বৃহস্পতিবার) ২৬৭ নম্বর ধারা অনুযায়ী অন্য কাজ ফেলে রাজ্যসভায় ‘নোট-ব্যান’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নোটিস দেওয়া হয়েছে৷

তিনি বলেন, “কালো টাকার মালিকদের শাস্তি পাওয়া উচিত কিন্তু সাধারণ মানুষ ও গরিবকে হয়রান করে নয়। আগে থেকেই সঠিক পরিকল্পনা নেওয়া উচিত ছিল৷ ভুল পরিকল্পনার মাশুল দিয়েছেন মধ্যবিত্ত ও গরিব মানুষ৷ কালো টাকা উদ্ধারে কোনও কাজই করেনি কেন্দ্র৷”

আগেই কেন্দ্রের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মোদী সরকারের এই সিদ্ধান্ত ‘হঠকারী’, এটা সম্পূর্ণরূপে একটি বিপর্যয়”।

বুধবার তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বলেন, “এই বিপর্যয় থেকে সাধারণ মানুষকে বাঁচান। রাস্তা অবরুদ্ধ। বাজার বন্ধ। বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। চারদিকে বিশৃঙ্খল পরিস্থিতি”।

Investment Bengal

Eye on US biz ties, Dr Amit Mitra attends midnight meet

In order to strengthen business ties with US, Bengal Finance, Commerce and Industries minister Dr Amit Mitra spent one-and-a-half hours with the US India Business Council (USIBC), a little after Monday midnight, on video conference.

The meeting, attended by USIBC president Mukesh Aghi, global CEO of MasterCard Ajay Banga, Ambassador Frank Wisner, consul general of India in New York Riva Ganguly Das and 35 others, was held in New York. Along with Dr Mitra, Trinamool MP and spokesperson Derek O’Brien pitched Bengal as the next global destination.

Pointing out that at the macro-economic level, the growth of Bengal stood far above that of the rest of the country, the state finance minister cited four examples based on 2015-16 figures that showed that the state outpaced GVA growth nationally by 4.72%, industrial sector growth by 3.29%, agricultural sector growth by 4.45% and services sector growth by 4.79%.

Dr Mitra further said that the state economy was at a more solid footing compared to that during the Left rule in 2010-11. The GSDP (at current prices) has doubled, fiscal deficit and revenue deficit has been brought down, and state’s own taxes have doubled in four years. Plan expenditure has grown thrice and capital expenditure has grown by seven times. Physical infrastructure in the state had grown fourfold, he added.

“Changes in Bengal in the past five years have been palpable and terrific,” said Ajay Banga, chairman emeritus of USIBC & global CEO of MasterCard.

“The 90-minute meeting was purposive. The Q&A session was also invigorating. We are glad that delegates in NYC were receptive to hard numbers about Bengal growth story of 5 years under the leadership of Mamata Banerjee,” O’Brien said.

 

মার্কিন শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

রীতিমতো নজিরবিহীনভাবে মধ্যরাতে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হল। সোমবার রাত সাড়ে ১১টা থেকে সওয়া ১টা পযর্ন্ত নবান্নের ১৩ তলার কনফারেন্স রুম থেকে ওই ভিডিও কনফারেন্স করেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। অপরদিকে নিউইয়র্কের মিডটাউনের মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বোর্ড রুমে ছিলেন প্রায় ৫০ জন শিল্পপতি ও শিল্পসংস্থার কর্ণধার। সেই তালিকায় গ্লোবাল মাস্টার কার্ডের চেয়ারম্যান অজয় বাঙ্গা, ফ্র্যাঙ্ক উইজনারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি ছিলেন।

রাজ্য সরকার তথা এদেশের প্রতিনিধি হিসাবে নিউইয়র্কে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন এবং নিউইয়র্কে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। রাজ্য সরকারের তরফে অমিত মিত্র ছাড়াও শিল্পদপ্তরের প্রধান সচিব এসএম কৃষ্ণা এবং ডব্লুবিআইডিসি’র ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র গুপ্তা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে সময় তখন বেলা ২টো। ভিডিও কনফারেন্সের শুরুতেই মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের তরফে দ্বিতীয় বার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে তারা জানিয়ে দেয়, পেপসি, কোকাকোলা, কগনিজ্যান্ট-র মতো মার্কিন সংস্থা রা঩জ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, এশিয়ান দেশগুলির গেটওয়ে। অমিত মিত্র রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাখ্যা করে বলেন, রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ রয়েছে। এ রাজ্য থেকে বাংলাদেশ, নেপাল, ভুটানেও ব্যাবসার সুযোগ রয়েছে। কগনিজ্যান্ট নতুন করে ১৫ একর জমি নিয়েছে। সেখানে পুনরায় তথ্যপ্রযুক্তি সংস্থা চালু করবে। নতুন করে ১৫ হাজার কর্মসংস্থান হতে চলেছে। কোকাকোলা ১২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাদের প্রতিষ্ঠানে ‘মাজা’ তৈরি হচ্ছে। রাজ্যে বিনিয়োগের সব সম্ভাবনা রয়েছে।

সেই সব দিক ব্যাখ্যা করতে গিয়ে কত রাস্তা হয়েছে, কত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার উল্লেখ করেন অমিতবাবু। মার্কিন শিল্পপতিরা অমিতবাবুর কাছে জিএসটি নিয়ে রাজ্যের স্ট্যান্ড জানতে চান। তিনি বলেন, আর কোনও সংস্থাকে একাধিক ট্যাক্স দিতে হবে না। একটি ট্যাক্সের মাধ্যমে সব ট্যাক্স দেওয়া যাবে। তিনি যে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান, তাও জানিয়ে দেন। সেই ভিডিও কনফারেন্সে নিউইয়র্কে উপস্থিত রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনও কেন্দ্রীয় সরকারের ভূমিকারও ব্যাখ্যা করেন। ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কে অভিজ্ঞ ফ্র্যাঙ্ক উইজনারও পৌনে দু’ঘণ্টার ভিডিও কনফারেন্স নানা বিষয় তুলে ধরেন। জানতে চান, দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।

পশ্চিমবঙ্গের শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অর্থনৈতিক পরিবর্তনও জানতে চান অমিত মিত্রের কাছে। অমিতবাবু তাঁদের কাছে আগেই পাঁচ পাতার নোট পাঠিয়েছিলেন। সোমবার গভীর রাতে রাজনৈতিক পরিবর্তনের পুরো ব্যাখ্যা করেন। জানিয়ে দেন, রাজ্য স্থায়ী সরকার চলছে। সেই সঙ্গে পরিকাঠামো, ভারী শিল্প, শিক্ষা, পর্যটন, তথ্যপ্রযুক্তি সেক্টরে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে আগামী ২০-২১ জানুয়ারি বিশ্ববঙ্গ সম্মেলনে হাজির হওয়ার জন্য মার্কিন শিল্পপতিদের কাছে আবেদন করেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের এক প্রতিনিধিদল এ রাজ্যে আসতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Like Mahatma Gandhi, Mother Teresa – now Saint Teresa – was deeply religious and yet beyond religion: Derek O’Brien

Of the hundreds of Catholic orders across the world, only one has an office in the Vatican itself: the Missionaries of Charity, founded by Mother Teresa in Kolkata. Of the thousands of saints recognised by the Catholic church, a formal induction ceremony, as part of the canonisation process, has been reserved for only about 800. On September 4 Mother Teresa joined them. She will became the 10th St Teresa, St Teresa of Calcutta/Kolkata, and like the others distinguished by the city she is most identified with.

This background is important to understand why the canonisation of Mother Teresa is a special event even within the narrow space of the Catholic church’s conferring of sainthood on its most revered. Some have been so honoured centuries after death. Joan of Arc was murdered in the early 15th century and canonised in the early 20th century.
Mother Teresa is being canonised merely 20 years after her passing. She is recognised as special, both within the Catholic church and outside. She is recognised as somebody who always introduced herself as an Indian, and yet rose above national boundaries to become a global icon.

This is reflected in how her canonization became a truly a truly event. From Bengal we were lead by our Didi. There were other delegations too from across the world (including one lead by the External Affairs Minister and another by the Chief Minister of Delhi ) but it must be said the warmth and love showered on Mamata Di by the Missionaries of Charity was very, very special. In an unprecedented gesture, Sr Prema walked down 150 meters from the main altar, took Didi gently by the hand and walked up the aisle as pilgrims applauded spontaneously. What a moment! Throughout the two and a half hour service, the Chief Minister of Bengal was seated between Sr Prema, the successor to Mother Teresa and another senior sister from the Missionaries of Charity.

Mamata Banerjee first met Mother Teresa in the early 1990s in the context of disquieting religious violence in Kolkata. A few months ago – shortly after the assembly election results in Bengal – Sister Prema, worldwide head of the Missionaries of Charity, visited the chief minister and invited her to the ceremony. The offer was gratefully accepted. I was fortunate enough to be asked to accompany Mamata Banerjee. In my 13 years with Trinamool, it was one of the most emotional journeys I have made with Didi.

Others made the journey to the Vatican as well. Some 150 pilgrims from Kolkata, and 15 inmates (i prefer the word “residents”) of the homes for the poor that the Missionaries of Charity run in the city, and several others touched by Mother’s life and by the 5,000 nuns and brothers of her order, across 130 countries, either came to Rome or watched on television.

Not all of them are Catholic or even Christian. Like Gandhi, Mother Teresa was deeply religious – and yet beyond religion. When she picked up the sick and the indigent, literally off the street, cleaned and tended to them with her own hands and took them “home”, she didn’t stop to first ask for the religious identity of the person. “Yes, I convert,” Mother once said, “I convert Hindus to become good Hindus, I convert Muslims to become good Muslims, I convert Christians to become good Christians.” While remaining true to the tenets of her faith, she was enlightened enough to appreciate the pluralism of our society.

My association with Mother Teresa began in the early 1970s, in class VIII. Father Bouche, a Belgian priest who taught us in school, encouraged us boys to make paper packets (thongas, as we call them in Kolkata) for use at Shishu Bhawan, the children’s home the Missionaries of Charity ran.

Those of us not adept at making packets (like me) were asked to collect newspapers at home and from neighbours. The experience left an impression on us; we felt we were being useful. In college and as a working person, i volunteered at Shishu Bhawan and was lucky to meet Mother often. Those are fulfilling memories i still cherish.
We can all disagree with some aspect or the other of Mother’s life. She would not be happy with my views on abortion or divorce. The criticism that the Missionaries of Charity did not consider psychological issues of the sick and the infirm or provide for palliative care – a specialised area now – for the terminally ill has been addressed only in recent years.

Nevertheless, when we assess her life, the good she did far, far outweighs the minor quibbles. Let’s not get engrossed in those quibbles. Let’s celebrate our Mother and her moment.

 

Bengal Govt making all efforts to bring down vegetable prices before Puja

State Agriculture Marketing Minister has instructed cold storage owners to sell off whatever they are storing by November in a measure to rein in prices of potatoes, onions and vegetables.

The Minister said that this will automatically cool the prices in the next few days.

According to the Minister, there are 544 cold storages across the state and in every cold storage officers will give surprise visits to take stock of the situation. At the same time, they will also visit the markets to get details of the retail price.

 

পুজোর আগেই খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণে তৎপর রাজ্য সরকার

রাজ্য কৃষি বিপণন মন্ত্রী সমস্ত হিমঘরের মালিকদের নির্দেশ দিয়েছেন আগামী নভেম্বর মাসের মধ্যে তাদের হিমঘরে মজুত রাখা সব খাদ্যদ্রব্য বাজারে বিক্রি করতে হবে, যাতে আলু, পেঁয়াজ ও অন্যান্য শাকসবজির দাম নিয়ন্ত্রণে আসে।

মন্ত্রী জানান, এই পদক্ষেপের ফলে কয়েকদিনের মধ্যেই শাকসবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

মন্ত্রীর কথা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে ৫৪৪টি হিমঘর আছে, যাতে সংশ্লিষ্ট আধিকারিকরা মাঝে মাঝেই ‘সারপ্রাইজ ভিসিটে’ যাবেন। সেই সঙ্গে তারা বাজারে গিয়েও মূল্যবৃদ্ধির খোঁজ নেবেন।

Didi provides a touch of Bengal to Mother Teresa’s canonisation at Vatican City

West Bengal Chief Minister Mamata Banerjee provided a touch of Bengal to the Vatican before the canonization ceremony of Mother Teresa. While leading the delegation from Bengal from Rome to Vatican, the Chief Minister and the delegation sang songs of Rabindranath Tagore. The aptly chosen song ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ was on their lips as the delegation paid tribute to the Mother.

The West Bengal Chief Minister is in Vatican on an invitation extended to her by the Missionaries of Charity. On their walk to Vatican the delegation including MPs Sudip Bandopadhyay and Derek O’Brien as well as journalists from Bengal were seen singing Tagore songs which also included “প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে”.

The Bengal delegation led by Chief Minister Mamata Banerjee witnessed the grand occasion of the canonization of Mother Teresa, where she was declared ‘Saint Teresa of Calcutta’ by His Holiness Pope Francis.

 

ভ্যাটিকানে কবিগুরু স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি মাদার টেরিজার শহর কলকাতা থেকে এসেছেন- এ কথা জানিয়ে দিতে মরিয়া ছিলেন৷ আর তাই বাংলার নিজস্ব সম্পদ তুলে ধরেই যেন আলাদা করে দিলেন নিজের উপস্থিতি৷ ভ্যাটিকানে কবিগুরুকে স্মরণ করে মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধিরা গাইলেন-‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’৷

মুখ্যমন্ত্রীর চেষ্টা ছিল, তিনি যে মাদারের শহর কলকাতা থেকে এসেছেন তা আলাদা করে তুলে ধরা৷ সেই জন্য বাংলার প্রতিনিধিদের জন্য আলাদা ব্যাজেরও ব্যবস্থা করেছেন তিনি৷ রোম থেকে হেঁটে ভ্যাটিকানের পথে তাঁর গলায় তাই উঠে এল বাংলার নিজস্ব সম্পদ-কবিগুরুর গান৷ গলা মেলালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান-সহ বাংলার সাংবাদিকরাও৷ আগুনের পরশমণি থেকে প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে-র সুরে ভাসল ভ্যাটিকানও৷

Mamata Banerjee arrives in Rome to attend Mother Teresa’s canonisation

Chief Minister Mamata Banerjee reached Rome on Friday night; she is on an eight-day tour of Italy and Germany.

Nuns of The Missionaries of Charity and representatives of Archbishop of Kolkata greeted her at Rome airport.

She will stay in Italy from September 2 to 5. She will attend the canonisation ceremony of Mother Teresa at Vatican City. The mayor of Rome, Virginia Raggi will host a special reception for her either on September 4 or 5.

From Italy, she will fly to Munich to meet some German industrialists leading major manufacturing businesses.

 

রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার রাতে রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট দিনের ইতালি ও জার্মানি সফর করবেন তিনি।

রোম এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানানমিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসীনীরা এবং কলকাতার আর্চবিশপের প্রতিনিধিরা।

আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ইতালিতে থাকবেন। সেখানে ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত ঘোষণা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্ঞী তাঁকে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর সম্বর্ধনা জানাবেন।

ইতালি থেকে তিনি যাবেন মিউনিখে, সেখানে তিনি জার্মান শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন।