Sudip Bandyopadhyay demands Taxation Amendment Bill and demonetisation discussion be clubbed | FULL TRANSCRIPT

The Taxation Amendment Bill was introduced suddenly yesterday and we were not prepared to study it either. It was very hasty decision and it was circulated amongst us.

It has already been declared by Central Government officials that it is going to be implemented within 15th of the next month. It is already out.

Though the Bill is under consideration, it is already exposed. Then, what is the purpose of the Government? What I would propose to consider that if this Bill and the Motion for Demonetisation issue, if those two can be clubbed together for discussion.

Modi started note-bandi, people will respond with vote-bandi: Mamata Banerjee in Lucknow

Trinamool Chairperson today addressed a massive protest rally against demonetisation today in Lucknow, Uttar Pradesh. Several members of the Samajwadi Party were present at the rally.

Mamata Banerjee targeted the Prime Minister for demonetisation and said the people from all sections of society – the common man, the farmers, the labourers, housewives are facing problems. “The people of Uttar Pradesh have made you the Prime Minister and they can remove you from the post too. You have started note-bandi, people will reply with vote-bandi,” she said.

She accused the PM of mismatch between his words and his actions. She said that BJP is looting the country without declaring Emergency. She accused the ruling party of depriving people of their constitutional rights. She slammed the Centre for not planning before going ahead with demonetisation and said BJP was aware of this move in advance.

Calling note-bandi a scandal, she said the fight will go on and she is even ready to go to jail.

 

মোদী করেছেন নোটবন্দি, মানুষ ওদের করবে ভোটবন্দিঃ মমতা বন্দ্যোপাধ্যায় 

নোট বাতিল ইস্যুতে আজ উত্তরপ্রদেশের লখনউ এর গোমতী নগরে একটি প্রতিবাদ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে সমাজবাদী পার্টির বেশ কিছু নেতাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর হঠকারী সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই তুঘলকি সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, গৃহকর্ত্রী সহ সব স্তরের মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন।

তিনি বলেন, “উত্তরপ্রদেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী করেছেন তারাই আপনাকে আপনার পদ থেকে সরিয়ে দেবে। আপনি নোট-বান্দি শুরু করেছেন, মানুষ ভোট-বন্দির মাধ্যমে তার উত্তর দেবেন”।

তিনি আরও বলেন,  “আমরা কেউ কালো টাকার রোখার বিরোধী নই৷ কিন্তু পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল৷ ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন৷ আর ইনি চুপিচুপি সে কাজ করে দিলেন৷ গণতন্ত্রে জরুরি অবস্থা চলে না৷”

তাঁর মন্তব্য,  “দেশের ৮৫ শতাংশ লোককে উনি চোর বলছে৷ সবাই চোর, আর উনি সাধু৷”  কালো টাকা রুখতে কালো আইন জারি করেছে বলে মোদিকে তোপ দেগে মমতা বলেন, “সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী৷ বাচ্চাদের মুখের খাবার থেকে যুবকদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছেন৷ ১০০০ টাকা কালো হলে ২০০০ টাকা কি কালো হতে পারে না?”

বিদেশ থেকে এখনও কেন কালো টাকা ফিরল না, সে প্রশ্নেও এদিন মোদীকে বেঁধেন মমতা৷ আর তাই তাঁর এখনও দাবি, এই সিদ্ধান্ত প্রত্য়াহার করুক সরকার৷

প্রধানমন্ত্রীর কথা ও কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি বলেন, যে বিজেপি জরুরী অবস্থা ঘোষণা করে দেশকে লুঠ করছে। সাধারণ মানুষকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে।

সবশেষে তিনি জানান, এটা সাধারণ মানুষের লড়াই এবং এই লড়াই করতে গিয়ে যদি তাঁকে জেলেও যেতে হয় তাঁর জন্যও তিনি প্রস্তুত।

 

Point of Order | Sudip Bandyopadhyay | Discussion on demonetisation | November 28, 2016 | FULL TRANSCRIPT

Madam, our target and our aim is to see that the House runs smoothly. We want the House to run, so the ruling party has a role to play. My submission to the ruling party and also to the Government is that we must try to find a way out to ensure that the House runs smoothly and a discussion takes place on the floor. The Prime Minister must reply so that a healthy debate takes place.

Madam, today in Kolkata, Mamata Banerjee has now started a rally with more than 5 lakh people. Madam, what is the Parliament for if we don’t discuss people’s sufferings on the floor of the House? If people are not aware what the Government is thinking, and if the Prime Minister is not addressing the House, then what will they feel about the Parliament?

Madam, the sufferings of the common people have skyrocketed; there is nobody to give them relief. The government must do something so that they can get relief. This is something for which Mamata Banerjee has been fighting since the beginning, for the poor people. We support any move to recover black money. Let black money be recovered but in a systematic way.

The whole situation has become very serious due the hasty decision. The government should have held discussions. Let Rs 500 notes be allowed to be used for a few months. This is our party’s decision, we are trying to stick to it. Let the Adjournment Motion be adopted and let the discussion start.

Week 2: Trinamool Congress leads the Opposition’s charge against demonetisation

The second week of the 2016 Winter Session of Parliament was quite eventful. On November 24, Derek O’Brien in the Rajya Sabha gave a scathing reply to the Centre’s decision on demonetisation, outlining the hardships that the people of the country have been facing for the last 15 days (since demonetisation).

A day earlier, Sudip Bandyopadhyay in the Lok Sabha, as the voice of the united Opposition, had demanded a discussion on the issue of demonetisation under Rule 56, which entails voting after the debate.

On November 23, the opposition parties represented in Parliament, including Trinamool Congress, had staged a joint protest against the Government’s decision on demonetisation at the statue of Gandhi Ji inside the Parliament complex.

On November 25, Derek O’Brien strongly criticised the attitude of the Centre towards those who oppose its views and policies: “I said this in the House yesterday. If we oppose the Government’s policy it does not mean we are in favour of corruption”. He also asked for the Prime Minister to come to the Rajya Sabha and apologise for his comments earlier in the morning. He said, “Does the Prime Minister think he alone is a saint and we are all devils? The Prime Minister must come to the House and apologise”.

On the same day, Sudip Bandyopadhyay also came down severely on the Prime Minister’s insult to those opposing the draconian decision of demonetisation through his comments earlier that day. As he said, “On a day when we are trying to find a solution as to how the House can function, the Prime Minister has made comments that have hurt the Opposition. We demand that the Prime Minister withdraws his comments and apologises for the comments he has made”.

Thus, the second week of the Winter Session was one in which the Opposition parties came together in a major way to oppose a policy of the Centre which has brought untold hardships on the common people of the country.

দ্বিতীয় সপ্তাহ : নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সকল বিরোধী দলকে নেতৃত্ব দিল তৃণমূল কংগ্রেস

নানারকম ঘটনার মধ্যে দিয়ে কাটল পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ। ২৪শে নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন উপযুক্ত জবাব দেন কেন্দ্রের এই দিশাহীন নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ও তা কার্যকর করে বিগত ১৫ দিনের দেশের মানুষের কি পরিমান ভোগান্তি বাড়ানো হয়েছে, তার জবাব হিসেবে।

তার আগের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সকল বিরোধী দলের পক্ষ থেকে ৫৬ নম্বর নিয়ম মেনে নোট বাতিলের ওপর আলোচনা ও তার পর ভোটাভুটির দাবি তোলেন।
২৩শে নভেম্বর তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সংসদের সামনে গান্ধী মূর্তির তলায় একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি নীতির প্রতিবাদে।

যে সকল দল সরকার ও তার এই কার্যকলাপের বিরোধিতা করছে, তাদের প্রতি সরকারের আচরণের তীব্র সমালোচনা করেন ডেরেক ও ব্রায়েন ২৫শে নভেম্বর, তিনি বলেন, “আমি গতকাল কক্ষে বলেছি, আমরা যদি সরকারের নীতির সমালোচনা করি, তার মানে এই না যে আমরা কালো টাকার পক্ষে”, তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় আসার ও সেদিন সকালে বিরোধীদের ব্যাপারে এরকম কটূক্তি করার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কি ভাবেন যে সব বিরোধীরা চোর আর উনি একা সাধুপুরুষ? প্রধানমন্ত্রী এই সভায় আসুন ও বিরোধীদের কাছে ক্ষমা চান।”

ওই দিনই তার কিছুক্ষন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তীব্র প্রতিবাদ জানান প্রধান মন্ত্রীর বিরোধীদের ব্যাপারে কটূক্তির বিরোধিতা করে। তিনি বলেন , “যে সময় আমরা একটি উপায় খুঁজছি কি করে সভা চালানো যায়, সেসময় প্রধানমন্ত্রীর এরকম একটি উক্তি বিরোধী দলগুলিকে খুব বেদনা দিয়েছে। আমরা দাবি জানাই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য ফিরিয়ে নিন ও বিরোধীদের থেকে ক্ষমা চান।”

সব মিলিয়ে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে সকল বিরোধী দল একজোট হয়ে কেন্দ্রের এই নোট বাতিলের তুঘলকি নীতি ও তার ফলে অগণিত দেশবাসীর অসীম কষ্টের বিরুদ্ধে সোচ্চার হন।

 

Demonetisation: Mamata Banerjee meets President again, highlights people’s woes

Continuing her attack on the Modi government over demonetisation, West Bengal Chief Minister Mamata Banerjee on Thursday met President Pranab Mukherjee again and apprised him about the “critical” condition prevailing in the country.

“Today I met the President. I had met him earlier also.We explained to him about the critical issue going on in the country (after demonetisation),” Mamata Banerjee said after meeting the President.

“We told him (the President) about the situation of labourers in the country. In our state, paddy labourers are not getting salary. Many shopkeepers, traders, even salaried employees, are not getting money. Last month, they got salary but this month they will not get any money. We cannot access the money in our accounts,” she said.

Trinamool will hold a public protest rally in Kolkata on November 28. On November 29, she will hold a rally in Lucknow. In December, she will visit Bihar and Punjab.

 

 

নোট বাতিল ইস্যুতে আবার রাষ্ট্রপতির সাথে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল ইস্যুতে মোদী সরকারের তীব্র নিন্দার পাশাপাশি বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রণব মুখ্যপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আজ আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। আগেও আমি ওনার সঙ্গে দেখা করেছি। নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তের পর  সারা দেশ জুড়ে যে জরুরী অবস্থা তৈরি হয়েছে সেকথা অনাকে জানিয়েছি”।

তিনি আরও বলেন, “আমরা ওনাকে (রাষ্ট্রপতি) দেশের শ্রমিকদের অবস্থা সম্পর্কে জানিয়েছি। আমাদের রাজ্যের কৃষকরা বেতন পাচ্ছেন না। অনেক দোকানদার, ব্যবসায়ী, এমনকি বেতনভুক কর্মচারী, টাকা পাচ্ছেন না।গত মাসে, তারা বেতন পেয়েছিলেন কিন্তু এই মাসে তারা কোনো টাকা পাবেন না ।”

আগামী ২৮ নভেম্বর কলকাতায় একটি প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। ২৯ নভেম্বর তিনি লখনউতে সভা করবেন। আগামী ডিসেম্বর তিনি বিহার ও পাঞ্জাব যাবেন।

Trinamool takes out rallies in all districts against demonetisation

Thousands of Trinamool Congress workers on Thursday took part in rallies that were held in every district to protest against the hasty and arbitrary decision to demonetise high value notes that has caused untold misery to common people.

Trinamool workers will hold rallies in all the 341 blocks in the state on Friday. On November 28, a mammoth rally will be held from College Square to Esplanade where Chief Minister Mamata Banerjee will participate.

Mamata Banerjee had sat on a dharna at Jantar Mantar on November 23 on this issue. Trinamool MPs have been protesting inside and outside Parliament to highlight the suffering of people due to demonetisation.

Meanwhile, the ordeal of the common people entered the 15th day on Thursday.

 

রাজ্যজুড়ে নোট বাতিলের বিরুদ্ধে মিছিল তৃণমূলের

নোট বাতিল ইস্যুতে বৃহস্পতিবার ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তে সাধারণ মানুষ চরম দুর্দশার সম্মুখীন। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য এদিন হাজার হাজার সাধারণ মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।

আজ রাজ্যের ৩৪১টি ব্লকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কর্মীরা। আগামী ২৮ নভেম্বর সোমবার কলকাতায় লক্ষাধিক মানুষ নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সব ওয়ার্ড থেকে ওইদিন লোক আসবে। কলেজ স্কোয়্যার থেকে বেলা ১টায় মিছিল শুরু হবে শেষ হবে ধর্মতলায়।

এই ইস্যুতে গত ২৩ নভেম্বর যন্তর মন্তরে ধর্না করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমুদ্রিকরনের ফলে সাধারণ মানুষের হয়রানি সকলের সামনে তুলে ধরার জন্য সংসদের ভিতরে ও বাইরেও সাংসদরা এই নিয়ে প্রতিবাদ জানান।

 

 

It is the policy of this government to divide and rule: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today addressed the press in Delhi, on her way to meet President Pranab Mukherjee.

She lashed out at the BJP-led Central Government for bringing about demonetisation in the country. She said, “What the Government is doing is a major discrimination; there is a need to raise our voice”.

The Chief Minister raised the issue of the loss of economic activities in the country as a result of demonetisation, especially in the sectors of agriculture and infrastructure.

“Old currency is allowed in railways, civil aviation, Central Government banks, but not in State cooperative banks on which the farmers depend. The agriculture sector is totally damaged, the Government has shut down the activities of those who sow the seeds and reap the crops”.

“Out of 12 months, three months (December to February) are the most productive time for construction and development projects. Everything is shut, there is no progress”.

Mamata Banerjee also shared her deep concern for the plight of the tea and jute sectors, which are of huge importance to the State of Bengal, saying, “The tea garden and jute mill workers are not receiving their salary. Common people are suffering”.

As a result of demonetisation, she said, “GDP is being lost and the value of the Rupee against the Dollar has gone down”.

Next, she outlined the programmes of the united opposition forces in the near future, saying “we will take out a rally in Kolkata on the 28th, in Lucknow on the 29th and in Patna on the 30th, and then prepare to go to Punjab and Gujarat”.

She also said, “It is the policy of this government to divide and rule. We do not think like that, we represent the grassroots”.

Concluding the press conference, Mamata Banerjee appealed “to the cultural and literary society also to raise their voice for the people”.

 

কেন্দ্রীয় সরকার বিভাজন নীতিতে বিশ্বাসী: মমতা বন্দ্যোপাধ্যায় 

আজ রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন।
তিনি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের তুঘলকি নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, এই সরকার চূড়ান্ত বৈষম্যমূলক কাজ করছে। এটা আমাদের চুপ থাকার সময় না, প্রতিবাদ করার সময়।
এই সিদ্ধান্তের ফলে দেশের কতটা অর্থনৈতিক ক্ষতি হয়েছে তাও তিনি বলেন, বিশেষ করে কৃষি ও পরিকাঠামোর ক্ষেত্রে।
“পুরোনো নোট রেল, বিমান, কেন্দ্রীয় ব্যাঙ্ক সব জায়গায় চলছে, রাজ্য সমবায় ব্যাঙ্কে চলছে না যার ওপর মূলত কৃষিকাজ নির্ভরশীল। যারা বীজ বপন করবে ও ফসল কাটবে, তাদের কাজ পুরো বন্ধ করে দিয়েছে এই সরকার।”
“সারা বছরের মধ্যে এই তিন মাস (ডিসেম্বর – ফেব্রুয়ারী) সব থেকে উত্পাদন ভালো হয় সে নির্মাণ কাজ হোক বা উন্নয়নমূলক কাজ। কোনো কাজ হচ্ছে না, সব বন্ধ হয়ে গেছে।”
চা ও পাট শিল্পে নিযুক্ত কর্মীদের জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন “চা ও পাট শিল্পে নিযুক্ত কর্মী শ্রমিক কোনো মজুরি পাচ্ছে না, সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছে।”
তিনি আরও বলেন, “নোট বাতিলের ফলে দেশের জিডিপির বিশাল ক্ষতি হচ্ছে। ডলারের তুলনায় টাকার দাম আরও কমে গেছে।”
আগামী দিনে কিভাবে প্রতিবাদ হবে সে সম্বন্ধে তিনি বলেন, “আমরা আগামী ২৮ তারিখ কলকাতায় একটি মিছিল বার করবো, লখনৌতে আগামী ২৯ তারিখ, পাটনা তে ৩০ তারিখ ও তারপর পাঞ্জাব ও গুজরাটে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে।”
তিনি বলেন “এই সরকার বিভাজন নীতিতে বিশ্বাস করে, আমরা তা করি না, আমরা তৃণমূল স্তরের  কথা বলি।”
সবশেষে তিনি সুশীল সমাজের কাছে আবেদন করেন তাঁরা যেন সাধারণ মানুষের এই কষ্টের জন্য প্রতিবাদের আওয়াজ তোলেন।

Trinamool’s Derek O’Brien speaks on demonetisation in the Rajya Sabha | FULL TRANSCRIPT

Mr Chairman, Sir, different people have reacted differently from the time this announcement was made by our Hon’ble Prime Minister himself on the November 8, 2016 at 8 PM. Some people, after hearing this announcement, and being part of the order that made this announcement, have quoted Bob Dylan. The same people who quoted Bob Dylan have also conducted polls on their mobile app to tell us that 93% people are very happy with the decision. And some people also feel so grieved that crocodile tears are also being shed. But I want to first begin my submission today by quoting word-to-word what one person said or started saying within one-and-a-half hours of this announcement.

“While I am strongly against black money, corruption, and am deeply concerned about common people, small traders, how will they buy essentials tomorrow? This is financial chaos, disaster let loose on the common people of India. He (Prime Minister) could not get back the promised black money from abroad, hence so much drama. I want to know from the Prime Minister how my poorest brothers and sisters, who’ve received their week’s hard-earned wage in one Rs 500 note will buy atta, chawal tomorrow. This is a heartless and ill-conceived blow to the common people, the middle class, the agricultural cooperatives, the tea garden workers, the unorganised labour sector, the shopkeepers, the small businessmen. All will suffer, there will be starvation deaths”.

Sir, I will carry on quoting. This is no Bob Dylan quote; this is Mamata Banerjee reacting to the decision – not ten days or not fifteen days later, but within two hours. With all the wisdom of an economist who perhaps has never been able to do a PhD in economics, as we heard the very erudite intervention today from our former Prime Minister. The reason is very simple, and the reason is only one word – because “Trinamool” means “grassroots”.

So, Sir, these are some reactions within two hours of this announcement. I will carry on, Sir, because we need to get a feel. Not everyone likes to hear these reactions, but it doesn’t matter. Sir, there are more and innumerable reactions to what was said. These messages, Sir, were bringing out the suffering of people; they were put up every day – “bhookh mein marte hain”, “transport business down hain”. “This is not any ego battle,” this is what she said. On November 13 she tweeted – “I humbly appeal to the Centre to save the common people from more suffering”. This is the way it went on, Sir. And finally, on the November 16, the Trinamool Congress went to Rashtrapati Ji and tried, as best as it could, with a few other parties, to highlight this.

To give you a feel, I’ll take a few more quotes, Sit. Here is another example: “Tea garden owners have expressed difficulty.” This goes on and on. There is total chaos. There is anger among housewives, there is anger among traders, there is anger among citizens, employees and it is getting worse every hour.

Sir, the point here is not who said it first or who said it second. The point here is, sixteen opposition parties stand united today. Now it is no more a solo voice, it is a chorus of the people, Sir.

And now let me explain point by point as to what this step can solve and what it cannot solve.

The first point is that everybody is against black money and everybody is against corruption. Let us make no two bones about it. It is the Trinamool Congress who even mentioned it in the Parliament first in 1998; in 2014 we had a demonstration outside and inside the Parliament.

Our first submission to this Government is, by doing this demonetisation, it is just one part of a larger step. What are you doing about electoral reforms? Today electoral reforms is a very big issue; 80% of the donations received by political parties are from unknown sources. so what are you trying to present by saying that this is going to solve the problem?

Point number two, Sir. Only six per cent of the black money composition is cash, what about the other 94 per cent? What about the gold? What about the real estate? You will say that you have brought the Benami Bill.
Sir, let us move on. Mamata Banerjee calls this the big black scandal. She said that ‘this is a black political decision, this is anti-commoner, a desperate attempt to start a black mechanism’. The situation is very grim Sir, and people are suffering.

After this, Sir, since this is not an ego battle, we offered some concrete suggestions. The first concrete suggestion we offered was, why don’t you allow the old and new 500 rupee notes to function parallelly for a longer period of time? We also suggested the government to print more small currency notes.

And that brings me to my point, the secrecy. Sir, this Government is saying that we had to do this suddenly because we had to keep it secret. If you had to keep it a secret, what prevented you from printing in the last one year, hundred rupee notes? No one would have suspected. Mr. Jaitley, why didn’t you print more 100 rupee notes? Perhaps you didn’t know when this announcement was to be made.

Next the Government tells us that ‘we printed more Rs 2000 notes because we are taking out 85% of the currency, so we needed to quickly put this currency back’. It doesn’t work. And I will tell you why. Simply because, secrecy cannot be an excuse to put people in pain. If it was so secret, then when you were doing spectrum auctions, why didn’t you plan that you had to reach out telephony to villages? Today, 4 out of 5 villages in India do not have a bank.

Sir, I want to tell you a story without mentioning names. I was talking to a minister in the Government. He tells me, ‘what’s the problem, I buy my vegetables, sabzi, do my laundry on plastic.’ I was looking at him, amazed. Of course plastic is in use, but there are basic issues with plastic that don’t work. According to your figures Mr Finance Minister, 95% of the debit cards in India are not used to buy anything; they are used to withdraw money from Bank.
I think it’s a mindset issue and the problem here is, the mindset gets continued. Because, after you do all this, again you ran a poll yesterday, which says 92 per cent people are happy. Which 92 per cent are happy? Who are you keeping happy?

Sir, these are not my numbers. These are government numbers.

  • One out of 5000 people have credit cards
  • Five out of 1000 people have debit cards
  • Four out of five villages in India don’t have a bank

 

We all want to get to a cashless society. But before you get to a cashless society, Sir, you cannot get to a Lululand. Look what you have done. You have made 24 changes from the time of the announcement. Yet the Finance Minister, four days after the announcement, said the move was 100% good, 100% well implemented.

Sir, in the system in India here, is a flowing economy not just black or white. We need to understand this. Say, I withdraw Rs 400 from the bank account and use it to buy chewing gum and cold drinks from a paan wala. I pay him Rs 300. Now he goes and pays a portion of it to the retail chain and say Rs 80 to a farmer for paan leaves. The rest of the amount, unaccounted for in the record books becomes black money. So, my white money has become black. Is it not that?

So there is no watertight compartment between white money and black money. The way our economy is designed, there is a complete flow between black and white money. This is why there are problems with the implementation.
Sir, a prominent economist spoke before me. I want to share some numbers with the Prime Minister. Please reply to us, Sir. We are saying that GDP per day is Rs 45,000 crore. Of this, 59% is private consumption on household financial expenditure (which is about Rs 27,000 crore). 87% of this is cash. That’s about Rs 24,000 crore. So if it is Rs 24,000 crore cash, and it has been 15 days, my submission is, you can challenge my figure, we have lost Rs 3.75 lakh crore GDP in the last 15 days. This is not just about inconvenience at the ATM. People have made this point before. Only 0.02% of currency is counterfeit. So what you do to the other 99.98%? You penalize the whole country.
Sir, this will not do. Another important aspect, Sir, is secrecy. Even when the Atom Bomb was dropped, on August 6, 1945, we all know how secrecy played a part.

Sir, there are movements. I have had the privilege of being a worker in some of these movements under Mamata Di. The one I can remember more is Singur. We were alone. No one believed us. She fought, she fought, she fought. The movement was a people’s movement. It was a people’s victory. And, after all the victories, when everyone was a doubting Thomas, the Supreme Court of India, one month ago, gave us the verdict on Singur.

Sir, it is extremely important to understand, this is not a political movement. This is a people’s movement. You cannot suppress the voice of the people.

Sir, This is the narrative which the Government are playing. Anyone who opposes your policy, Mr. Prime Minister Ji, is not for black money. Anyone who opposes your policy is not anti-national. Why are you giving us these lectures on corruption and black money? We opposed and we are opposing you because people are suffering, we are opposing you because we believe economy will be killed. Why are you making this an issue? The government thinks they are some messiah and all of us are devils.

Sir, I have to say one thing. Why are we fighting this battle? We will be fighting this battle on behalf of the people. I get the confidence and inspiration from Mamta Di to say this, try as you may through your agencies to hassle and harass us, that will give us more conviction to fight you. Even try and put Mamta di in jail if you want. Try it, try it. We are fighting you on people’s issue.

Sir, talk to us about issues, talk to us about price rise, what have you done? Talk to us about education, what have you done? Talk to us about unemployment, what have you done? These are the issues, Sir. I have got all these figures here. But, this is not the time to go into figures. I am still saying this with all humility, this is not an ego battle, this is not about who reacted first to it, please understand we need to find the solution. It is good that after five days of deciding not to listen to us, now the Prime Minister has come to listen to us. In this spirit of humility you must listen to the next 22 speakers also. Then we will listen to your reply.

All we are saying is we need to find a solution and it cannot be found with someone with hubris. What is hubris? Hubris is extreme self confidence before nemesis. I would appeal to the Prime Minister – my Prime Minister, our Prime Minister – you made an announcement. If here was such a plan and place, why was that announcement made on the November 8, 2016 why not on the November 8, 2017? This is a question to ponder.

If you look at the practicality of printing the currency notes – the government must put those figures on the floor of the House – you will only come back to the equal amount after one year and that is also after printing 2000 rupee notes.

Sir, I once again in all humility appeal to the Prime Minister, through you. People have died; we have been saying this from day one. People have been suffering across the board. There are still some people who want to buy vegetables and get their laundry done with plastic money. We have nothing against the plastic economy but everything comes with time. Everybody cannot do it.

Sir, I think we said all we could say. We are appealing to the Prime Minister again with all humility to please take our suggestions because we do believe that Mamata Di has thought this out and everybody is now on the same page. This is not about anybody’s ego. Al 14-15 parties.

So far two persons have spoken from the BJP but I was quite interested in the first person who spoke from the BJP. Piyush (Goyal) ji was the first speaker. He is a chartered accountant, speaks very well – I am not being condescending – very affable person, always very articulate person in this Rajya Sabha.

But the one thought which has been bothering me for the last two weeks is that before he became the minister, for many years he was the National Treasurer of BJP. He is still is the National Treasurer of BJP. This is very interesting. I will leave you with it thought.

 

 

Fifteen things Trinamool have said on #DeMonetisation

1. Different people have reacted differently from the time this announcement was made. Some people have conducted polls on their mobile app, some people have shed crocodile tears while millions have suffered.

2. Mamata Banerjee was the first person to raise her voice against this draconian demonetisation, and reacted to the decision – not ten days or fifteen days later, but within two hours. “While we are strongly against black money, corruption, we are deeply concerned about common people, small traders, how will they buy essentials tomorrow? This is financial chaos, disaster let loose on the common people of India. He (Prime Minister) could not get back the promised black money from abroad, hence so much drama.”

3. More of what the Trinamool Congress Chief said soon after the announcement: “We want to know from the Prime Minister how our poorest brothers and sisters, who’ve received their week’s hard-earned wage in one Rs 500 note will buy atta, chawal tomorrow. This is a heartless and ill-conceived blow to the common people, the middle class, the agricultural cooperatives, the tea garden workers, the unorganised labour sector, shopkeepers, farmers, small businessmen. All will suffer, there will be starvation deaths.”

4. Trinamool means grassroots. This is the voice of the people. More than 70 people have died. Lives have been ruined irrespective of caste, community and creed. This is not merely an inconvenience, it is killing the economy.

5. In a year, the three months from December to February are the most productive time for construction and development projects. Everything is shut, progress is halted. The tea garden and jute mill workers are not receiving their salary and are in distress. The transport sector has been hit.

6. The Centre has given exemption from demonetisation to all its sectors – railways, transport, petroleum –  but state-controlled agricultural cooperatives have not been permitted to exchange currency. This is not federalism, States have shut down.

7. Sixteen Opposition parties have united against the Government. This is a chorus of the people.

8. Trinamool Congress raised the issue of black money in Parliament in 1998. Trinamool MPs had a demonstration on black money both inside and outside Parliament in 2014. What is the Government doing about electoral reforms? Mamata Banerjee  has been raising the issue of electoral reforms for two decades. 80% of donations received by parties are from “unknown sources”.

9. Demonetisation is a big black scandal. People are suffering. This is a grim situation. We have offered concrete suggestions. One of the suggestions offered is to allow old and new 500 rupee notes to function parallel to each other. If you had to keep demonetisation a secret, what prevented you from printing more Rs 100 notes and other smaller denominations?

10. Four out of five villages in India don’t have a bank. We all want to get to a cashless society. But 95% debit cards in India are not used to buy anything, they are used only to withdraw cash. One Minister may want to buy his vegetables and do his laundry with plastic, everybody cannot.

11. GDP per day is Rs 45,000 crore. Of this, 59% is private consumption on household financial expenditure (which is about Rs 27,000 crore). 87% of this is cash. That’s about Rs 24,000 crore. So if it is Rs 24,000 crore cash, and it has been 15 days, my submission is, you can challenge my figure, we have lost Rs 3.75 lakh crore GDP in the last 15 days. Only 0.02% of currency is counterfeit. So what do you do to the other 99.98%? You penalize the whole country.

12. During Singur andolan we were alone. But Mamata Banerjee fought and it was people’s victory. Even Supreme Court, a decade later, confirmed our convictions.  You cannot suppress the voice of the people.

13. Anyone who opposes the Government policy is not supporting black money, is corrupt or anti-national. The PM thinks he alone is the messiah and all of us are devils. We strongly oppose the Government because poor are suffering and economy is being killed.

14. Try as you may, through your agencies, to hassle and harass us, it will embolden our conviction to fight. You may even try to jail Mamata Banerjee, but that will only make our movement stronger because we are fighting for the people. This is is not a political movement. This is a people’s movement.

15. The party’s position on ‘Joint Parliamentary Committee’ (JPC) is clear. Seven JPCs have been formed till date, without any results. They are a waste of time.

 

Hindi

१। जिस समय से यह घोषणा की गयी है उस समय से लोगों ने अलग अलग ढंग से अपनी प्रतिक्रिया व्यक्त की है। जहाँ कुछ लोगों ने अपने मोबाइल एप्लीकेशन पर चुनाव संचालित किया और कुछ लोगों ने मगरमच्छ के आँसू बहाए वहीँ लाखों ने कष्ट उठाया।

२। ममता बैनर्जी पहली व्यक्ति थी जिन्होंने इस कठोर फैसले का विरोध किया। उन्होंने इस फैसले के खिलाफ आवाज़ उठाने का निर्णय १५ दिन के बाद नहीं बल्कि दो घंटे से कम में लिया। हम काले धन और ब्रष्टाचार के विरुद्ध हैं लेकिन हमें आम आदमी की चिंता है। यह आम आदमी कल सामान कैसे खरीदेगा । यह एक वित्तीय अराजकता है जो पूरे देश पर छा गयी है। प्रधान मंत्री इसलिए इतना नाटक कर रहे हैं क्योंकि वो विदेश से काला धन वापस नहीं ला पाए ।

३। तृणमूल सभानेत्री ने घोषणा के बाद यह भी कहा – “हम जानना चाहते हैं कि हमारे गरीब भाई-बहन, जिन्हें हफ्ते की कड़ी मेहनत के बाद वेतन मिला है, वह कल चावल और आटा कैसे खरीदेंगे? यह आम लोगों, मध्यम वर्ग, कृषि सहकारी समितियों, चाय बागान श्रमिकों, असंगठित श्रम क्षेत्र, दुकानदारों, किसानों, छोटे व्यापारियों के लिए एक बुरा झटका है।वे सब भुगतेंगे और भूख से मर जायेंगे”

४। तृणमूल का मतलब है ‘जनसाधारण’। 70 से अधिक लोग मारे गए हैं। कई लोग तबाह हो गए हैं। यह केवल एक असुविधा नहीं है बल्कि हमारीअर्थव्यवस्था को नष्ट कर दे रही है।

५। साल के तीन महीने – दिसंबर से फरवरी -निर्माण और विकास परियोजनाओं के लिए सबसे उत्पादक समय है।सब कुछ बंद है, प्रगति को रोक दिया गया है। चाय बागान और जूट मिल के मजदूरों को वेतन नहीं मिला है, वो संकट में हैं।परिवहन क्षेत्र में बहुत परेशानी हो रही है।

६। रेलवे, परिवहन, पेट्रोलियम – केंद्र ने विमुद्रीकरण से अपने सभी क्षेत्रों को छूट दी है, लेकिन सरकार नियंत्रित कृषि सहकारी समितियों को मुद्रा का आदान-प्रदान करने की अनुमति नहीं दी है। यह संघवाद नहीं है, राज्य बंद हो रहे है।

७। सोलह विपक्षी दलें सरकार के ख़िलाफ़ एकजुट हुई हैं। यह पूरे देश की आवाज़ है।

८। 1998 में, तृणमूल कांग्रेस ने संसद में काले धन का मुद्दा उठाया था। 2014 में तृणमूल सांसदों ने काले धन के मुद्दे पर संसद के अंदर औरबहार एक प्रदर्शन किया था। सरकार निर्वाचन संबंधी सुधारों के बारे में क्या कर रही है? ममता बैनर्जी निर्वाचन संबंधी सुधार के मुद्दे को दो दशकोंसे उठा रही हैं। पार्टियों द्वारा प्राप्त 80 प्रतिशत चंदा कहाँ से आता है किसी को पता नहीं है।

९। विमुद्रीकरण एक बड़ा काला scandal है। लोगों को तकलीफ़ हो रही है। स्थिति बहुत ही गंभीर है। हमने ठोस सुझाव दिया है। एक सुझाव है किनए और पुराने 500 रुपये के नोटों को एक साथ चलने दिया जाये। अगर आपको विमुद्रीकरण को गुप्त रखना ही था तो आपको सौ रुपये और उससेकम मूल्य वाले नोटों को ज़्यादा संख्या में छपवाने से किसने रोका था?

१०। भारत के ५ में से ४ गांवों में बैंक नहीं है। हम सब चाहते हैं कि कैशलेस इकॉनमी बने, लेकिन ९५% डेबिट कार्ड आज भी सिर्फ पैसे निकालने के लिए इस्तेमाल होता है नाकि खरीदारी के लिए। कोई एक मंत्री अपने कार्ड से खरीदारी कर ही सकता है, लेकिन सब के लिए यह संभव नहीं है।

११। भारत का एक दिन का जीडीपी है ४५००० करोड़ रुपए। इस में से ५९% निजी उपभोग और घर के खर्चे है (इसकी कुल कीमत होगी २७००० करोड़रूपए), इसका ८७% नगद होता है, जो लगभग २४००० करोड़ रूपए है। इस हिसाब से
१५ दिनों में देश के जीडीपी को ३.७५ लाख करोड़ रूपए का भारत का एक दिन का जीडीपी ४५००० करोड़ रूपया है। इस में से ५९% निजी उपभोग और घर के खर्चे है (इसकी कुल कीमत होगी २७००० करोड़ रुपये), इसका ८७% नगद होता है, जो लगभग २४००० करोड़ रूपया है। इस हिसाब से १५ दिनों में देश के जीडीपी को ३.७५ लाख करोड़ रुपये का घाटा हुआ है। और देश में जितना मुद्रा प्रचलित हैं, उसका ०.०२% नक़ली है। तो फिर बाकि ९९.९८% को क्यों तकलीफ पहुँचा रहे हैं?

१२। सिंगुर आंदोलन के वक़्त हम अकेले थे। पर ममता बनर्जी डट कर जमी रहीं और लोगों की जीत हुई। दस साल के बाद सुप्रीम कोर्ट ने भी हमारे विश्वास की पुष्टि की। आप लोगों की आवाज़ को नहीं दबा सकते हैं।

१३। एक आदमी जो सरकार की नीति का विरोध करता है काले धन का समर्थक नहीं है और ना ही वह बेईमान या राष्ट्रविरोधी है। प्रधान मंत्री सोचते हैं कि वह अकेले ही मसीहा हैं और हम सब शैतान। हम दृढ़ता से सरकार का विरोध करते हैं क्योंकि गरीब तकलीफ मैं हैं और अर्थव्यवस्था की हत्या कर दी जा रही है।

१४। आप अपनी एजेंसियों के माध्यम से हमें जितना भी डराने की कोशिश करें, हमारे दृढ विश्वास को तोड़ नहीं पाएँगे। आप अगर ममता बैनर्जी को जेल में भी डाल दे, तो भी जनता का यह संग्राम नहीं रुकेगा। यह राजनैतिक लड़ाई नहीं है, लोगों के हक़ की लड़ाई है।

१५। संयुक्त संसदीय समिति (जेपीसी) को लेकर हमारी पार्टी के विचार स्पष्ट हैं। आज तक ७ जेपीसी बनी हैं लेकिन कोई परिणाम नहीं मिला। जेपीसी सिर्फ वक़्त की बर्बादी है।

 

নোট বাতিলের প্রতিবাদে তৃণমূলের প্রতিক্রিয়া

১। বিমুদ্রিকরণের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে নানারকম মতামত এসেছে। কেউ নিজেদের মোবাইল জনমত সমীক্ষা করেছেন, আবার কেউ এই ইস্যুতে কুম্ভীরাশ্রুর বন্যা বইয়ে দিয়েছেন।

২। নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্ত ঘোষণার দুঘন্টার মধ্যেই এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আওয়াজ তোলেন। তিনি বলেন, “আমরা কালো টাকার বিরুদ্ধে, কিন্তু সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ীদের ব্যাপারেও চিন্তিত। কাল মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র কিনবে কি করে? এটা অর্থনৈতিক অরাজকতা। বিদেশ থেকে কালো টাকা ফেরত আনতে না পেরে এখন প্রধানমন্ত্রী প্রহসন করছেন।”

৩। ঘোষণার পর তৃণমূলনেত্রী আরও বলেন: “আমাদের দরিদ্র, খেটে খাওয়া ভাই ও বোনেরা, যারা ৫০০ টাকার নোটে মাইনে পান, তারা কাল বাজারহাট কিভাবে করবেন? এই নিষ্ঠুর সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, কৃষি-সমবায়, চা বাগান কর্মী, জুট মিল কর্মী, অসংগঠিত শ্রমিক, দোকানের মালিক, ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। অনাহারে মৃত্যু হবে।

৪। তৃণমূল মানে সাধারণ মানুষের কণ্ঠস্বর। ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জীবন জর্জরিত। এটা শুধুমাত্র সাময়িক অসুবিধা নয়, অর্থনীতিকে শেষ করে দিচ্ছে এই সিদ্ধান্ত।

৫। সারা বছরের মধ্যে এই তিন মাস (ডিসেম্বর – ফেব্রুয়ারী) সব থেকে উত্পাদন ভালো হয় সে নির্মাণ কাজ হোক বা উন্নয়নমূলক কাজ। কোনো কাজ হচ্ছে না, সব বন্ধ হয়ে গেছে। চা বাগান কর্মী, জুট মিল কর্মীরা বেতন পাচ্ছেন না, তারা খুবই কষ্টে আছেন।

৬। রেল, পরিবহণ, পেট্রোলিয়াম সব ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্যের কৃষি সমবায়কে কোন ছাড় দেওয়া হয়নি। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। রাজ্যগুলি ভুক্তভোগি।

৭। নোট বাতিল ইস্যুতে ১৬টি বিরোধী দল সরকারের ঐক্যবদ্ধ হয়েছে। এটা জনগণের সমবেত প্রতিবাদের ভাষা।

৮। ১৯৯৮ সালে সংসদে তৃণমূল কংগ্রেস কালো টাকার বিষয়টি উত্থাপন করেছিল। ২০১৪ সালে আবারও সংসদের উভয়কক্ষে কালোটাকার বিষয়টি উত্থাপন করেছিলেন তৃণমূল সাংসদরা। নির্বাচনী সংস্কার নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় দুই দশক ধরে এই নির্বাচনী সংস্কারের বিষয়টি উত্থাপন করে আসছেন। দলগুলি দ্বারা গৃহীত অনুদানের ৮০ শতাংশ টাকার উৎস ‘অজানা’।

৯। বিমুদ্রিকরন এখন এখন একটি (বিগ ব্ল্যাক স্ক্যান্ডাল) বড় কেলেঙ্কারি। এর ফলে দেশে জরুরী অবস্থা তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত চরম আঘাত হিসেবে নেমে এসেছে সাধারণ মানুষের ওপর। আমাদের কিছু কংক্রিট পরামর্শ আছে। প্রথমত, পুরনো ও নতুন ৫০০ টাকার নোট সমানভাবে চালু রাখা উচিত। আপনাদের যদি এই নোট বাতিলের সিদ্ধান্ত গোপন রাখার ছিল তাহলে সরকার কেন প্রচুর পরিমাণে ১০০ টাকার নোট ছাপায়নি?

১০। ভারতবর্ষের পাঁচটি গ্রামের মধ্যে চারটিতে ব্যাঙ্ক নেই। আমরা সকলে cashless সমাজ চাই। কিন্তু ভারতে ৯৫ শতাংশ ডেবিট কার্ড কিছু কিনতে ব্যবহার করা হয় না, শুধুমাত্র টাকা তুলতে ব্যবহার করা হয়। একজন মন্ত্রী চাইলে কার্ড ব্যবহার করে তাঁর প্রয়োজনীয় জিনিস (যেমন- সবজি, ফল) কিনতে পারেন কিন্তু সকলের পক্ষে তা সম্ভব নয়।

১১। দেশের দৈনিক জিডিপি ৪৫০০০ কোটি টাকা। এর মধ্যে ৫৯% গৃহস্থের ব্যক্তিগত খরচের খাতায় যায়, যা সংখ্যায় দাঁড়ায় ২৭০০০ কোটি টাকায়। এর ৮৭% নগদ, যা দাঁড়ায় ২৪০০০ কোটি টাকায়। তাহলে এই দাঁড়ায় যে ১৫দিনে দেশের জিডিপির ৩.৭৫ লক্ষ কোটি টাকা ক্ষতি হল। নগদ টাকার ০.০২% জাল। তাহলে দেশের বাকি ৯৯.৯৮% লোকে কেন শাস্তি পাবে ?

১২। সিঙ্গুরের আন্দোলন আমরা একা লড়েছি। কিন্তু সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে গেছেন এবং মানুষের জয় হয়েছে। একমাস আগে আমাদের সেই লড়াইকে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এটাও মানুষের লড়াই। আপনি জনগণের মুখ বন্ধ করতে পারবেন না।

১৩। যিনি প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করবে, তিনিই কালো টাকার সমর্থক বা দেশদ্রোহী নন। প্রধানমন্ত্রী মনে করেন ‘তিনি একাই মসিহা আর আমরা সবাই খারাপ লোক?’ আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি কারণ সাধারণ মানুষ চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন।

১৪। যতইচ্ছে চেষ্টা করুন, যত খুশি এজেন্সিগুলি দিয়ে হয়রান করুন আমরা পিছু হঠব না। এমনকি আপনারা চাইলে মমতা দি কে জেলেও পাঠাতে পারেন কিন্তু তাতে আমাদের প্রতিবাদ থেমে যাবে না। কারণ আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করি। এটা কোন রাজনৈতিক লড়াই নয়, এটা মানুষের লড়াই।

১৫। যৌথ সংসদীয় কমিটি নিয়ে দলের অবস্থান স্পষ্ট। এখনও পর্যন্ত ৭টা কমিটি গঠন করা হয়েছে, কোন লাভ হয়নি। শুধু সময় নষ্ট হয়েছে।

Thousands join Trinamool rally against demonetisation in Kolkata

Thousands of people from all walks of life on Wednesday joined the rally organised by Trinamool Congress to protest against the hasty and arbitrary decision of the Prime Minister to demonetise high value notes that has caused untold misery to common people.

The rally started from College Square and ended at Dorina crossing and passed through Nirmal Chandra Street, Raja Subodh Mullick Square and SN Banerjee Road to reach the destination.

Senior Trinamool Congress leaders Firhad Hakim, Subrata Bakshi, Subrata Mukherjee, Amit Mitra, Sobhandeb Chatterjee and Sashi Panja led the march.

As the rally progressed, more and more common people including small traders, labourers, auto and rickshaw pullers joined the procession.

 

নোট বাতিল ইস্যুতে তৃণমূলের মিছিলে মানুষের ঢল

কেন্দ্রীয় সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ এদিন এই মিছিলে যোগদান করেন।

প্রতিবাদ মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এবং এস এন ব্যানার্জি রোড হয়ে শেষ হয় ডোরিনা ক্রসিং-এ।

বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সুব্রত মুখার্জি, অমিত মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায় এবং শশী পাঁজা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিলে।

অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও রিক্সাচালক সহ আরো বহু সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করেছিলেন।