From tweets to books – Mamata Banerjee’s consistent protests against DeMonetisation

On the evening of November 8, 2016, the Prime Minister suddenly announced on television that all Rs 500 and Rs 1,000 currency notes were being withdrawn, starting immediately. This stunned one and all. To enable people to exchange the notes with currency of other denominations, a 50-day window was given.

This disastrous step – supposedly for combating black money, stopping the funding of terrorists and what not, all of which turned out to be highly misleading – in fact, was condemned at every level and by almost all economists of repute, including some of the leading international ones, and several leading politicians.

However, Chief Minister and All India Trinamool Congress Chairperson, Mamata Banerjee stood out for having the foresight to condemn this dire step in no uncertain terms from day one. She was the first and certainly the most strident critic of this ill-thought-out step, and still continues to be so. In fact, her first series of tweets went out on November 8 itself, and they spread like wildfire and gave courage to many to come out openly against demonetisation in the coming days, months and years.

The people of the country suffered endlessly for this little-planned step of the Central Government. More than 130 people died just because of ill-health from standing for hours in queues in front of banks, trying to exchange their currency notes.

Not just that, the Prime Minister’s promise of all problems being solved by December 30, the last day of demonetisation, turned out to be a mirage. The desert of despair spread far and wide, and parched dry people’s livelihoods and savings. Demonetisation and the resultant shortage of currency notes caused many small business establishments to down shutters. As a result, the workers working there lost their jobs – a few lakhs across the country.

The closing down of businesses caused a huge loss to the economy of the country, from which it is yet to recover fully.

After November 8, Mamata Banerjee continued tweeting out her thoughts on demonetisation, and still does whenever required. She never forgets to remind people of the cruel step taken. Alongside, she wrote a book and a poem too, condemning the Centre’s decision.

The book, Note Katha, and the poem, deal with all the troubles which demonetisation caused to the common people. The book was released at the 2017 Kolkata International Book Fair and became a bestseller.

During the period of demonetisation, Mamata Banerjee led several street protests and multi-party public meetings across the State and the country – in Kolkata and other places in Bangla, and in Delhi, Lucknow and Patna. Everyone rallied around her and extended their support to her, and gathered courage to lead further protests in their own ways. Trinamool Congress Members of Parliament organised protests at Parliament and led efforts in cornering the Central Government inside both Houses of Parliament on the issue.

The Trinamool Congress Government in Bangla was not just content with protesting. It did its best in helping people. The Samarthan Scheme was introduced to help people who had to return to the State after losing their jobs, especially those doing contract-based and odd jobs, to start their own businesses. It was a much-appreciated effort, and the people’s love and respect for their beloved Didi increased manifold.

Mamata Banerjee continues to speak out against demonetisation, and has made it a plank to attack the atrocious governance of the government at the Centre. Her foresight, quick thinking and courageous step on that fateful night of November 8, the ripples from which soon turned into a high tide of condemnation country-wide, will forever be remembered in the modern history of India.

 

Here are 10 major points that Mamata Banerjee has made against demonetisation

1. While we are strongly against black money and corruption, we are deeply concerned about the common people, the small traders. How will they buy essentials tomorrow? This is financial chaos, disaster let loose on the common people of India. He (the Prime Minister) could not get back the promised black money from abroad, hence so much drama.

2. We want to know from the Prime Minister how our poorest brothers and sisters, who’ve received their week’s hard-earned wages in one Rs 500 notes, will buy atta, rice, etc. tomorrow. This is a heartless and ill-conceived blow to the common people, middle class, agricultural cooperatives, tea garden workers, unorganised labour sector, shopkeepers, farmers and small businesses. All will suffer. There will be deaths due to starvation.

3. Trinamool means ‘grassroots’. Trinamool Congress is the voice of the people. More than 150 people have died. Lives have been ruined irrespective of caste, community and creed. This is not merely an inconvenience, this is the killing of the economy.

4. During a year, the three months from December to February are the most productive time for construction and development projects. Now everything is shut, progress is halted. The tea garden and jute mill workers are not receiving their salaries and are in distress. The transport sector has been hit.

5. The Centre has given exemption from demonetisation to all its sectors – railways, transport, petroleum – but the State Government-controlled agricultural cooperatives have not been permitted to exchange currency. This is not federalism; states have shut down.

6. Trinamool Congress raised the issue of black money in Parliament in 1998. Trinamool MPs staged a demonstration against black money both inside and outside Parliament in 2014. What is the Government doing about electoral reforms? We have been raising the issue of electoral reforms for two decades. Eighty per cent of donations received by parties are from ‘unknown sources’.

7. Demonetisation is a big black scandal. People are suffering. This is a grim situation. We have offered concrete suggestions. One of the suggestions offered is to allow old and new Rs 500 currency notes to function parallelly. If you had to keep demonetisation a secret, what prevented you from printing more Rs 100 notes and other smaller denominations?

8. Four out of five villages in India do not have a bank. We all want to have a cashless society. But 95 per cent of debit cards in India are not used to buy anything, only to withdraw cash. One minister may want to buy his vegetables and do his laundry with plastic, but not everybody can.

9. It is not that everyone who is opposing the government’s policy is supporting black money, is corrupt or anti-national. The Prime Minister thinks that he alone is the messiah and all of us are devils. We strongly oppose the Central Government because the poor are suffering and the economy is being killed off.

10. Try as you may, through your agencies, to hassle and harass us, it will embolden only our conviction to fight. You may even try to jail us, but that will only make our movement stronger because we are fighting for the people. This is not a political movement. This is a people’s movement.

 

Time is up for the BJP: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today visited the Parliament where she met leaders of various political parties. She met MPs from TRS, TDP, RJD, DMK and the Shiv Sena. The CM held a meeting with NCP leader Sharad Pawar Ji also.

Following the meetings, the Trinamool Chairperson addressed the media at the party office in Parliament.

Highlights of her speech:

Today, they (govt at the Centre) appear to have captured everything. Just see, before the EC announces the dates (of Karnataka elections), the party is tweeting it. What is this? All the agencies are being used and misused like anything. It’s not for any political party to know… this is a very bad gesture.

Be it the TDP, the Shiv Sena, or TRS, they were all with the BJP. Now they have all left. Which party does the BJP have good ties with? And if Akhilesh (Yadav) and Mayawati are together, then no one can do anything.

False news are being spread by the BJP after it sets itself up with the media. They use money to spread fake news. I don’t believe a single bit of it.

Mayawati ji is a national leader and I respect her. If she and Akhilesh (Yadav) call a meeting in Lucknow and invite us, we will all go. And they should offer us a cup of tea!

I was with NDA once when Atal ji was in charge. There was no problem. But now they are in control of everything, including the media. If the judiciary and the media are controlled from somewhere, then how will democracy function? You all write about them, but also write what the Opposition says. Now, 80 per cent of the news is fake news. Why should it be that those who have money can only do politics?

Political parties must sacrifice for the people, they must do social work. They just can’t brag about building the largest party office in the country. Politics means dedication and devotion. It is not a business, not a commercial obligation. It is a social compulsion. That is the basic difference between the political parties and the others.

I have been an MP for seven terms – I have served as the minister in different departments; I have been part of standing committees. I can sense the mood of the Parliament. All I can say about 2019 is that the mood in Parliament is different. Members have started, what shall I say, packing their bags.

Otherwise how will you explain a no-confidence motion, whichever party’s it may be, lying in the House with no discussion? Opposition parties want discussion. But if one of them, the AIADMK, have their demands, the other parties too have theirs. They should understand that. Had Jayalalitha Ji been alive now, she would not have supported this (action of AIADMK). It is unfortunate she is no more. I had great respect for her. But now they will not listen to any other party. We have not brought a no-confidence, but we should listen to what the others who have have to say. Even the BJP is afraid – several MPs will not vote (in favour of the government). That is what I’ve heard… those who have not got tickets… that is what is doing the rounds.

The DMK will win in Tamil Nadu with a landslide; in Telangana TRS, and Chandrababu Naidu’s TDP is also pretty good in Andhra. Regarding BSP-SP alliance, sometimes there are political compulsions. That is political adjustment, political reality. The Shiv Sena is also fighting (against the BJP). There is no party more communal than the BJP. In the name of Hinduism, they organise rallies with pistols in their hands. They are giving Hinduism a bad name.

We want to work together. No one should remain isolated. Wherever someone is strong, they should be allowed to lead. If in UP Mayawati and Akhilesh are strong, they should work together. We should help them. In Tamil Nadu, we should help the DMK. Like this there are some other states where a regional party is strong. We have to help them. Like TRS in Telangana; we will help them. In Bihar, we will help Lalu Ji, while in Odisha, the BJD is strong; we will help Naveen Pattanaik. That is how it should be done, so that the contest is one is to one.

I just had a meeting with Sharad Pawar Ji… we are all of the same opinion. I met some parties today and will again meet some other parties tomorrow. I’ll be meeting Shatrughan Sinha, Yashwant Sinha, Arun Shourie – they will be coming to my house tomorrow. Sonia (Gandhi) Ji is not well. I sent Dinesh Trivedi to her house to enquire about her health. Let her recover. I keep in touch with her every day.

The data stealing is bad. Everyone’s data has been stolen. And even at this moment, when I am talking with you, there may be a sting operation going on. Politics has been replaced by sting operations. You pay money and get something done against someone. That is what is happening now. I’m surprised. Leaders are saying they have to gamble and end the careers of their adversaries. I have never heard such things before.

I will keep raising my voice against linking Aadhaar to bank accounts and phones. Even if nobody is there, I will raise my voice alone. It has been proved now. There are no rights – no privacy, no fundamental or democratic rights… where will the people go? Is this a democratic country? Even after the Supreme Court gave an observation that a Constitution Bench will take it (Aadhaar linking issue) up, the banks are sending messages every day to link… this a contempt of the Supreme Court.

And it’s not just Cambridge Analytica… with money, they are using and misusing various agencies. I respect bureaucrats. But I will appeal to them not to misuse everything that is asked for by a political party for its gain. A party is in power today and will be gone tomorrow. Why should they be victimised for that?

And the media too – I don’t blame you because you are the employees. But the media owners should understand. All the support is one-sided. Democracy means both the sides should have a voice. All these dealings have come out in Cobrapost. We have seen everything… Are all these signs of ‘achhe din?’ It either has to be an impartial institution or a BJP institution. What should it be, you say? It is very unfortunate that all the agencies are being controlled like this. It is not good for the country. What are we leaving for the future generations?

Everyone must come out boldly and tell the truth. It doesn’t matter if they send the ED or CBI – we are not afraid of that.

One thing that the media must take notice of is that a message has gone across the country, to the grassroots. After demonetisation, GST, and bank fraud, whether you admit it or not, the amount of harassment the public has faced has resulted in this government losing all its credibility, all its credentials. It’s credibility has become zero. It is not the people’s choice now. And they are still giving threats…

I have gone to all the states. They have their own compulsions. That is why we respect all the states.

 

বিজেপির সময় শেষ হয়ে এসেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দিল্লীতে সংসদ ভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের কার্যালয়ে তিনি বিভিন্ন দলের সাংসদদের সাথে দেখা করেন। টিডিপি, টিআরএস, আরজেডি, ডি এম কে ও  শিব সেনার সাংসদদের সাথে দেখা করেন তিনি। এনসিপি নেতা শরদ পাওয়ারের সাথে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

তার বক্তব্যের কিছু অংশ:

এই মুহূর্তে, কেন্দ্রীয় সরকার সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যেমন, আজ নির্বাচন কমিশন কর্নাটকে নির্বাচনের দিন ঘোষণা করার আগেই দল টুইট করে জানাচ্ছে। এটা কোনও রাজনৈতিক দলের জানার কথা না। এসব কি হচ্ছে? সমস্ত সাংবিধানিক সংস্থাকে ইচ্ছেমতো ব্যবহার করা হচ্ছে… খুব খারাপ সঙ্কেত।

টিডিপি, শিবসেনা, টিআরএস – সকলেই বিজেপির সঙ্গে ছিল, এখন সবাই জোট ছেড়ে বেরিয়ে গেছে। কোন দলের সঙ্গে বিজেপির ভালো সম্পর্ক আছে? অখিলেশ ও মায়াবতীর জোট হলে, তাঁদের হারানো সহজ হবে না।

মিডিয়ার সাহায্যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ওরা ভুল তথ্য ছড়াতে টাকা ব্যবহার করছে। আমি তাদের একটুও বিশ্বাস করি না।

মায়াবতী একজন জাতীয় নেত্রী, আমি তাকে শ্রদ্ধা করি। তিনি ও অখিলেশ (যাদব) যদি লখনৌতে কোনও বৈঠক করেন ও আমায় আমন্ত্রণ করেন, আমি অবশ্যই যাব। এক কাপ চাও খেতে পারি।

অটলজির সময় আমিও এনডিএতে ছিলাম। তখনকার বিজেপি আর এখনকার বিজেপিতে আকাশ-পাতাল ফারাক। এখন কেন্দ্র সব কিছু নিয়ন্ত্রণ করছে, এমনকি মিডিয়াকেও। যদি সংবাদমাধ্যম এবং আইন ব্যবস্থা কেউ নিয়ন্ত্রন করে, গণতন্ত্র কি করে থাকবে? তোমরা ওদের (বিজেপি) কথা লেখো, সঙ্গে বিরোধীদের কথাও বল। এখনকার খবরের ৮০ শতাংশই ভুল তথ্য (ফেক নিউস)। যাদের টাকা আছে তারাই শুধু রাজনীতি করতে পারবে?

রাজনৈতিক দলগুলি মানুষের জন্য ত্যাগ করবে, সমাজের কাজ করবে। দেশের সবথেকে দামী পার্টি অফিস তৈরী করাতে কোন গরিমা নেই। রাজনীতি মানে ডেডিকেশন, ডিভোশান। এটি কোনও ব্যবসাও নয়, অর্থ উপার্জনের মাধ্যমও না। রাজনীতি একটি সামাজিক দায়বদ্ধতা। এটাই মূল তফাত একটি রাজনৈতিক দল ও অন্যদের মধ্যে।

আমি সাত বারের সাংসদ। আমি অনেক দপ্তরের মন্ত্রীও ছিলাম, স্ট্যান্ডিং কমিটিতেও ছিলাম। আমি সংসদের মুড বুঝি। আমি ২০১৯ এর ব্যাপারে বলতে পারি, সংসদের মুড বদলাচ্ছে। অনেক সাংসদরা ব্যাগ গোছাতে শুরু করেছেন।

নয়তো অনাস্থা প্রস্তাব আটকে থাকে কি করে? আলোচনা করতে দেওয়া হচ্ছে না। বিরোধীরা আলোচনা চায়। যদি এআইএডিএমকের দাবি থাকে, বাকিদেরও আছে। এটা ওদের বোঝা উচিত। জয়ললিতা জি বেঁচে থাকলে, উনিও এই আচরনের বিরোধিতা করতেন। দুঃখজনক যে তিনি আজ আর নেই। ওনার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। আমরা অনাস্থা প্রস্তাব আনি নি। কিন্তু, অন্যদের কথা শোনা উচিত। এমনকি বিজেপিও ভয় পাচ্ছে যে তাদের সব সাংসদ সরকারের পক্ষে ভোট দেবে না। আমি তো এমনটাই শুনেছি।

ডিএমকে তামিলনাড়ুতে জিতবে, তেলেঙ্গানায় টিআরএস, অন্ধ্রতে টিডিপি। এসপি-বিএসপি জোট নিয়ে বলব, আনেক রাজনৈতিক দায়বদ্ধতা থাকে, কড়া সত্য। শিবসেনাও লড়ছে (বিজেপির বিরুদ্ধে)। বিজেপির মত আর কোনও সাম্প্রদায়িক দল নেই। হিন্দুত্বের নাম করে তারা বন্দুক নিয়ে মিছিল করছে। তারা হিন্দুত্বের বদনাম করছে।

আমরা একসঙ্গে কাজ করতে চাই। কেউ যেন বাদ না যায়। যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দেওয়া উচিত। উত্তর প্রদেশে অখিলেশ ও মায়াবতী শক্তিশালী, তামিলনাড়ুতে ডিএমকে। তাদের সাহায্য করা উচিত। অন্যান্য রাজ্যে স্থানীয় রাজনৈতিক দল শক্তিশালী হলে, তাদের সাহায্য করা উচিত। তেলেঙ্গানায় টিআরএস, বিহারে লালুজিকে আমরা সাহায্য করব, ওড়িশায় নবীন পট্টনায়েকের বিজেডিকে সাহায্য করব। যাতে লড়াইটা একের বিরুদ্ধে একের হয়।

এখন শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলাম, আমাদের সকলের এক বক্তব্য। কিছু দলের সঙ্গে আজ দেখা করেছি, কিছু দলের সঙ্গে কাল দেখা করব। শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহা, অরুণ শৌরী আমার বাড়ি কাল আসবেন। সনিয়া গান্ধী অসুস্থ, আমি দীনেশ ত্রিবেদীকে পাঠিয়েছি ওনার খবর নিতে। আমি রোজ খবর নিই।

তথ্য চুরির ঘটনা খুবই উদ্বেগজনক, সকলের তথ্য চুরি হয়ে গেছে। এই যে আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, হয়ত এখনও স্টিং অপারেশন চলছে। রাজনীতি এখন স্টিং অপারেশনের ওপর দাঁড়িয়ে। টাকা দিয়ে যে কেউ তার বিরোধীদের বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারে। এখন এটাই হচ্ছে। অনেক নেতা ভয় পাচ্ছেন। আগে কোনোদিন আমি এরকম কিছু শুনিনি।

আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফোনের সাথে আধার লিংক করার বিরোধিতা করে যাব। যদি সাথে কেউ না থাকে, তবুও, আমি একা লড়ে যাব। মানুষের এখন কোনও অধিকারই নেই – না গণতান্ত্রিক, না মৌলিক, না ব্যাক্তিগত। মানুষ যাবে কোথায়? একটি গণতান্ত্রিক দেশে এটা সম্ভব? সুপ্রিম কোর্টও অবজারভেশন দিয়েছিল যে, আধার মামলা সাংবিধানিক বেঞ্চ শুনবে। ততদিন আধার লিংক করাতে হবে না। তবুও ব্যাঙ্ক থেকে মেসেজ এসেই চলেছে। এটা সুপ্রিম কোর্টের অবমাননা।

শুধু কেমব্রিজ অ্যানালেটিকা নয়, টাকার সাহায্যে, বিভিন্ন এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্র। আমি আমলাদের সন্মান করি। আমি তাদের অনুরোধ করব কোনও একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে তারা যেন ক্ষমতার অপব্যবহার না করেন। আজ একটি দল ক্ষমতায় আছে, কাল হয়ত তারা ক্ষমতায় থাকবে না। আমলারা কেন ভুগবেন?

সংবাদমাধ্যমও… আমি সাংবাদিকদের দশ দিয়ি না, তারা তো কর্মচারী মাত্র। যারা সংবাদমাধ্যমের মালিক, তাদের বোঝা উচিত। তারা শুধু একতরফা ভাবে একটি দলকে সমর্থন করছে। গণতন্ত্রে দুতরফেরই বক্তব্য তুলে ধরা উচিত। গোপন অনেক ডিলের খবর ফাঁস করেছে কোবরাপোস্ট। সব দেখা হয়ে গেছে… এটাই কি আচ্ছে দিন? আজ যেকোনো প্রতিষ্ঠান হয় নিরপেক্ষ নয় বিজেপি-ঘেঁষা। এমনটা কেন হবে? এটা দেশের পক্ষে মঙ্গলকর নয়। পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি নিদর্শন রেখে যাচ্ছি?

সবার উচিত এগিয়ে এসে সত্যের পক্ষ সমর্থন করা। ওরা (কেন্দ্র) যদি ইডি, সিবিআই লাগিয়ে দেয়, আমরা ভয় পাই না।

সংবাদমাধ্যমের বোঝা উচিত যে দেশে তৃণমূল স্তর পর্যন্ত একটি বার্তা গেছে। নোটবন্দি, জিএসটি, ব্যাঙ্ক জালিয়াতির ফলে মানুষ ত্রস্ত। মিডিয়া মানুক না মানুক, দেশের মানুষ এই সরকারের ওপর আস্থা হারিয়েছে। মানুষের চোখে সরকারের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে। তবুও, তারা (কেন্দ্র) হুঁশিয়ারি দিচ্ছে।

আমি সব রাজ্যে গেছি। আমি তাদের বাধ্যবাধকতা বুঝি। তাই আমি সব রাজ্যকেই সম্মান করি।

 

Focus on Panchayat polls, Didi tells party workers at core committee meet

Trinamool Chairperson Mamata Banerjee today addressed the party workers at an extended core committee meeting of the party at Nazrul Mancha. At the meeting, she gave directions to the party to fight the BJP at the Centre, and also prepare for the upcoming Panchayat Polls.

Here’s what the Chairperson said:

  • Some parties claim they are the true representatives of Hinduism. Hindu religion is ancient, much before BJP was formed.
  • We believe in Swami Vivekananda, Ramakrishna Paramhansa. Not the ideology of BJP.
  • Do not use loudspeakers during board exams. We must ensure peace for the sake of students.
  • Ram Navami rallies should be held in peaceful manner, without arms. Board exams will be going on at that time.
  • A core group of Subrata Bakshi, Partha Chatterjee, Abhishek Banerjee and Aroop Biswas must ensure old workers of Trinamool are not neglected.
  • Workers are our assets. Party is above all. There is no place for individualism.
  • Digital platforms are of significance today. We must motivate our younger generation to use social media seriously. BJP spends crores on digital propaganda. We must counter them effectively.
  • There was a time when tribals in Jangalmahal used to survive on insect eggs. Now 8 crore people receive rice at Rs 2/kg. This is a matter of pride.
  • 45 lakh Kanyashree scholarships, 57 lakh SC/ST scholarships, and 1.71 crore minority scholarships have been distributed.
  • 30 lakh ‘Banglar Bari’ have been constructed, 3 lakh land pattas have been distributed. 70 lakh cycles have been given to students.
  • We had promised to construct 50 lakh water bodies under Jal Dharo Jal Bharo scheme. We have constructed 15 lakh water bodies.
  • We have increased the honorarium for ICDS scheme. Retirement age of contractual and casual workers has been set at 60 years.
  • Car drivers, auto drivers, construction workers, kendu leaf collectors, bidi workers have been brought under social security scheme.
  • We have to pay instalments worth Rs 48,000 crore for the debt incurred by the Left. We have not imposed any burden on people. Instead, we have waived off khajna tax on agricultural land.
  • We have increased pension of farmers. We give monthly stipend to nearly 2 lakh folk artistes. We have started a new pension scheme for the handicapped.
  • We have started a new scheme called ‘Ruposhree’. Poor families with income upto Rs 1.5 lakh receive Rs 25,000 for the wedding of their daughters (18 years and older).
  • They are talking of ‘Achhe Din’. But in reality, people are in great pain. Their savings are not safe in banks.
  • They won in Tripura by merely 0.3% and they are behaving as if they won the world. Had some people not betrayed us, we would have won in Tripura. They used money and muscle power to win. I feel there was an understanding between CPI(M) and Congress.
  • CPI(M), Congress and BJP will unite during Panchayat polls to defeat us.
  • We will never ally with BJP. There was a semblance of liberal thinking during Atal Ji’s time. The discourse has reached its lowest ebb now. Look at the kind of language they use. They only appear on TV to grab eyeballs.
  • TDP, an alliance partner of BJP, has resigned from Union Govt. TRS has decided to go its own way. Shiv Sena has also left the BJP. Even their allies do not trust them anymore.
  • This fight is not trivial. UP will fight its own way. Bihar will fight its own way. Odisha will fight its own way. Rajasthan will fight its own way. Bengal will fights its own way.
  • They have spent crores on their party office. Don’t they have any shame?
  • Majority of the bank frauds happened during demonetisation. Agencies are being used to intimidate opponents. We are not afraid of the fear tactics.
  • Chit funds were formed during CPI(M) rule. But our people were harassed.
  • After a history of riots they captured power in Delhi. And now they are clearing their names. Today they are in office. Tomorrow they may not have power. We believe in politics of culture and courtesy. Our courtesy is not our weakness.
  • We will give our lives, but we will never bow our heads.
  • You have to be strong. You have to be cool. You have to be straight-forward.
  • Du hajar unish (2019), BJP finish. Aage Dilli samla, tarpor dekhbi Bangla (First manage Delhi, then focus on Bengal).
  • We came to power after 34 years of struggle. But our fight is not over. Centre does not cooperate with us. We have a huge debt burden. They treat different States differently.
  • Centre wants to send two officials to oversee our finances. How can they do so in federal structure? We are also democratically elected like them.
  • There is super-emergency in the country. People are not safe. Someone has to bell the cat. We want all Opposition parties to work together to defeat BJP.
  • The party has to focus on Panchayat elections. I will focus on Lok Sabha elections.
  • New frontal organisation will be formed ‘Adivasi Trinamool Congress’. James Kujur will be the President. Bachchu Hansda, Sandhya Tudu, Shrikanta Mahato and others will be members.

লক্ষ্য পঞ্চায়েত ভোট, কোর কমিটি বৈঠকে বললেন তৃণমূলনেত্রী

আজ দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে কর্মীদের পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুতি নিতে বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে এই বৈঠকে তিনি দলের কর্মীদের বার্তা দেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে সরব হতে।

ওনার বক্তব্যের কিছু অংশ:

  • কেউ কেউ মনে করে তারাই হিন্দু ধর্মের দায়িত্ব নিয়ে বসে আছে। তাদের কে দায়িত্ব দিয়েছে কেউ জানে না। বিজেপি দল তৈরির অনেক আগেই হিন্দু ধর্মের জন্ম হয়েছিল।
  • আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবকে মানি। অন্য কাউকে মানি না।
  • পরীক্ষা চলবে তাই রাম নবমীর মিছিল শান্তিপূর্ণভাবে করবেন। পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। মাইক, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে মিছিল করবেন।কারণ সেই সময় বোর্ডের পরীক্ষা চলবে।
  • সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসকে নিয়ে একটি কোর গ্রুপ গঠন করা হয়েছে। তারা লক্ষ্য রাখবেন যাতে আমাদের পুরনো কর্মীরা (যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন) কোনভাবেই বঞ্চিত না হয়।
  • কর্মীরাই আমাদের সম্পদ। কোন একজনের কথামতো নয়, দলের কথামতো দল চলবে। তৃণমূল মা মাটি মানুষের দল।
  • আজ সোশ্যাল নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যুব সমাজকে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হতে হবে। বিজেপি এর পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমাদের সেই টাকা নেই, তাই আমাদের পরিশ্রম করে সেই কাজটা করতে হবে যাতে একতরফা মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার না হয়।
  • একটা সময় ছিল যখন এই বাংলায় জঙ্গলমহলের মানুষরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত। আজ এই রাজ্যের ৮ কোটি লোক ২ টাকা কেজি চাল পায়। এটা গর্বের বিষয়।
  • ৪৫ লক্ষ মেয়েকে কন্যাশ্রী স্কলারশিপ, ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়েদের এবং ১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • ৩০ লক্ষ ‘বাংলার বাড়ি’ নির্মাণ করা হয়েছে। ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। ৭০ লক্ষ ‘সবুজ সাথী’ সাইকেল দেওয়া হয়েছে।
  • ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে আমরা ৫০ লক্ষ পুকুর কাটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতিমধ্যেই ১৫ লক্ষ পুকুর কাটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
  • আমরা আইসিডিএস কর্মীদের মাইনে বাড়িয়েছি। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স ৬০ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে।
  • কেন্দুপাতা সংগ্রহকারী, গাড়ির ড্রাইভার, অটোর ড্রাইভার, কন্সট্রাকশন কর্মী, বিড়ি কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পে আনা হয়েছে।
  • সিপিএম-এর করা দেনার ফলে আমাদের বছরে ৪৮০০০ কোটি টাকা শোধ করতে হচ্ছে। জনগণের ওপর কোনও বোঝা বাড়ানো হয়নি। বরং, কৃষিজমির খাজনাও মুকুব করে দেওয়া হয়েছে।
  • আমরা কৃষকদের বার্ধক্য ভাতা বাড়িয়েছি, ১ লক্ষ ৯২ হাজার লোকপ্রসার শিল্পীকে ১০০০ টাকা করে পেনশন দিই। কন্যাশ্রী স্কলারশিপের টাকা বাড়ানো হয়েছে। ২ লক্ষ প্রতিবন্ধীকে ১০০০ টাকা করে দেব বলে ঠিক করা হয়েছে।
  • রুপশ্রী পরিকল্পনা চালু হচ্ছে ১লা এপ্রিল থেকে, যে মেয়েদের ১৮ বছর বা তার বেশী বয়স, কিন্তু, বাবা মা’রা বিয়ে দিতে পারবে না, ১.৫ লক্ষ টাকার কম বছরে আয় যাদের, তারা আবেদন করলে সরকার ২৫০০০ টাকা করে তাদের মেয়ের বিয়েতে দেবে।
  • দিল্লীর স্লোগান আচ্ছে দিন, এমন আচ্ছে দিন জনগণকে বাদ দিন। বিজেপি আনল আচ্ছে দিন, জনগণের টাকা লুটে নিন।
  • ত্রিপুরায় জিতেছে ০.৩% ভোটে। এমন করছে যেন পৃথিবী জয় করে ফেলেছে। কিছু লোক গদ্দারি করেছে, নয়তো ত্রিপুরাটা আমরাই জিততাম। তৈরী জায়গায় টাকা ঢেলেছে আর সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে টাকা ডিস্ট্রিবিউশন করিয়ে জিতেছে, সিপিএম আত্মসমর্পণ করেছে। এটা মনে হয়ে সিপিএম বিজেপির বোঝাপড়া।
  • সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে এক হয়ে যায়, পঞ্চায়েতেও হবে।
  • একমাত্র তৃণমূল কংগ্রেস বলতে পারে, বিজেপির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা ওদের সাম্প্রদায়িক রাজনৈতিক দল মনে করি। অটল বিহারী বাজপেয়ীর সময় আমরা ওদের কিছুটা লিবারাল দেখেছিলাম। এখনকার বিজেপি দল সাম্প্রদায়িকতার নিম্নতম স্তরের দল। ভাষার কোনও সৌন্দর্য নেই, যা ইচ্ছে বলে যাচ্ছে। রোজ টিভিতে মুখ দেখাতে হয় আর ভাষণ দিতে হয়।
  • টিডিপি দল একসময় বিজেপিকে সাপোর্ট দিত, মিনিস্ট্রি থেকে রিজাইন করেছে। টিআরএস ও বলছে আমরা আলাদা হব। শিবসেনা বলছে আমরা দরকার হলে একা লড়ব। কোনও জোটসঙ্গী  ওদের সাথী নেই।
  • দেশের রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলাচ্ছে । ইউপি ইউপির মতো, বিহার বিহারের মতো, ওড়িশা ওড়িশার মতো লড়বে। বাংলা বাংলার মতো লড়বে।
  • পার্টি অফিস তৈরী করেছে ৬০০ কোটি টাকা দিয়ে। লজ্জা করে না?
  • আমি আজও বলছি, ব্যাঙ্কের যত কোরাপশান হয়েছে, তার বেশিরভাগটাই নোটবন্দির সময় হয়েছে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। মনে রাখবেন, আমরা ভয় পাই নি।
  • চিট ফান্ড তৈরি হয়েছে সিপিএম-র আমলে অথচ আমাদের লোকেদের অনেক হেনস্থা হতে হয়েছে।
  • দাঙ্গা করে, হত্যা করে, মানুষ মেরে আজকে ওরা বসে আছে দিল্লীর গদিতে। নিজেদের কেস গুলো ক্লীয়ার করছে আর অন্যদের পেছনে এজেন্সি লাগিয়ে দিয়ে অ্যারেস্ট করছে। আগামীদিন কী হবে? আমি মনে করি রাজনীতিতে একটা সৌজন্যতা থাকা উচিত, একটা সীমাবধ্যতা থাকা উচিত, একটা লক্ষ্মণের গন্ডী থাকা উচিত। আমার হাতেও অনেক কেস আছে, তা সত্ত্বেও ভদ্রতা রক্ষা করি, কিন্তু ভদ্রতাটা দুর্বলতা নয়।
  • আমরা মরে যাব তাও মনে রাখবেন আমাদের মাথা কোনদিন বিক্রী হবে না।
  • আপনাদের শক্ত হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে।
  • দু হাজার উনিশ, বিজেপি ফিনিশ। আগে দিল্লী সামলা, তারপর দেখবি বাংলা।
  • আমরা ক্ষমতায় এসেছি ৩৪ বছরের সংগ্রামের পর। আজও লড়াই চলছে আমাদের। দিল্লী পয়সা দেয় না। কেন্দ্র আমাদের সাহায্য করে না। আমাদের টাকা কেটে নিয়েছে বছরের পর বছর। একেক রাজ্যের জন্য একেক রকম নিয়ম।
  • কেন্দ্র হঠাৎ বলল আমার ফাইনান্সিয়াল লোকেরা এসে তোমার ফাইনান্স ডিপার্টমেন্ট দেখবে।যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তা কি করে তা সম্ভব? তুমিও ইলেকটেড, আমরাও ইলেকটেড, যাও তুমি তোমার কাজ কর।
  • সম্পুর্ণভাবে একটা অরাজকতা চলছে দেশে। মানুষের নিড়াপত্তা নেই। কৃষক, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে, কাউকে না কাউকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। আমরা চাই সবাই এক হয়ে কাজ করুক।
  • পঞ্চায়েতটা আপনারা করবেন আর দিল্লীটা আমি করব।
  • আমি ‘আদিবাসী তৃণমূল কংগ্রেস’ তৈরী করে দিচ্ছি। সভাপতি হবেন জেমস কুজুর; বাচ্চু হাঁসদা, সন্ধ্যা টুডু, শ্রীকান্ত মাহাতো এবং অন্যদের রাখা হবে।

PNB fraud is tip of the iceberg, money laundering happened during demonetisation: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Sunday took a swipe at Modi government over the Punjab National Bank fraud saying, money laundering happened during demonetisation.

State-owned PNB has been rocked by the fraud involving billionaire diamond jeweler Nirav Modi who allegedly acquired fraudulent Letters of Undertaking (LoUs) from a branch in Mumbai to secure overseas credit from other Indian lenders.

“This is just the tip of the iceberg. This big banking fraud was fuelled at the time of Demonetisation. Big money laundering happened during DeMo,” she said in a tweet.

She further claimed that key bank officials were changed. “Who are these people put in? There are more banks involved. The full truth must come out,” she said.

 

নোটবাতিলের সময় বেড়ে যায় ব্যাঙ্ক দুর্নীতি: মমতা বন্দ্যোপাধ্যায়

পিএনবি দুর্নীতি নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বলেন নোটবাতিলের সময় টাকা তছরুপ হয়েছিল।

একটি টুইটে মুখ্যমন্ত্রী বলেন, এটা তো হিমশৈলের চুড়ো (the tip of the iceberg) মাত্র। নোটবাতিলের সময় এই ব্যাঙ্ক দুর্নীতি আরও বেড়ে গেছিল। নোটবন্দির সময় প্রচুর টাকা তছরুপ হয়েছিল।

তিনি আরও দাবি করেন ওই সময় উচ্চপদস্থ ব্যাঙ্ক অফিসারদের বদল করা হয়। তিনি দাবি জানান তাদের পরিচয় জনসমক্ষে আসুক। “আরও অনেক ব্যাঙ্ক জড়িত। সম্পূর্ণ সত্য প্রকাশ হোক” বলেন মুখ্যমন্ত্রী।

Bengal has one of the lowest losses due to GST: Dr Amit Mitra

It is an accepted fact now that the hurried implementation of Goods and Services Tax (GST) by the Central Government across the country has led to massive inconveniences for the business community as well as huge losses for the government due to confusion regarding the tax rates.

Chief Minister Mamata Banerjee was the first leader of national stature to speak out against GST, as she was with demonetisation earlier.

On February 7, while reacting to the Budget discussions in the Assembly, Finance Minister Dr Amit Mitra said that despite the rushed implementation, losses due to GST in Bengal were lower than in many other states because the digitial infrastructure was already in place. And the digital infrastructure is the result of the e-governance initiative of the Trinamool Congress Government, for which Bengal has bagged several awards, including from the Central Government.

To prove his statement about low loss, he gave out the numbers: Rs 589 crore for Bengal during the September-October 2017 period, compared to Rs 2,000 crore for Karnataka, Rs 1,132 crore for Gujarat and Rs 1,054 crore for Bihar.

Earlier, Dr Mitra had said that the Union Government has not fulfilled its commitment for reimbursing the loss on account of the introduction of GST. Bengal has lost Rs 1,850 crore on this count, of which Rs 850 crore was yet to be compensated.

Source: The Statesman

 

জিএসটি তে সব থেকে কম ক্ষতি হবে বাংলারঃ অমিত মিত্র

এটি এখন সকলের কাছে পরিষ্কার কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত ভাবে জোর করে চাপিয়ে দেওয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের ফলে সারা দেশের ব্যাবসায়ীরা বিপর্যস্ত। কারন, তারা এখনও পরিষ্কার ভাবে জানেন না কোন জিনিসে কত শতাংশ কর ধার্য করেছে কেন্দ্র। এর ফলে ব্যাবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার-ও।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোটবাতিলের বিরুদ্ধে দেশের মধ্যে যেমন প্রথম প্রতিবাদে নেমেছিলেন, এক্ষেত্রেও তার অন্যথা হয় নি।

বিধানসভায় জবাবী ভাষণে অর্থমন্ত্রী বলেন, এই হঠকারী জিএসটি প্রণয়ন স্বত্বেও যেহেতু বাংলায় ইতিমধ্যেই ডিজিটাল পরিকাঠামো বর্তমান, বাংলার ক্ষয়ক্ষতি অন্যান্য অনেক রাজ্যের তুলনায় কম হয়েছে। আর এই পরিকাঠামো সম্ভব হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের ই-গভর্ন্যান্স উদ্যোগের ফলে। এই উদ্যোগের ফলে রাজ্য সরকার প্রচুর পুরস্কার পেয়েছে কেন্দ্রের থেকে।

তাঁর কথার প্রমাণ স্বরূপ তিনি তথ্য দিয়ে বুঝিয়ে দেন, সেপ্টেম্বর-অক্টোবর ২০১৭ তে রাজ্য সরকারের ক্ষতি হয়েছে ৫৮৯ কোটি টাকা, যখন কর্ণাটক রাজ্যের ক্ষতি হয়েছে ২০০০ কোটি টাকা ও গুজরাটের ১১৩২ কোটি টাকা ও বিহারে ১০৫৪ কোটি টাকা।

এর আগে আমিত মিত্র বলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির ক্ষতিপূরণের কোনও ব্যবস্থা করেনি. বাংলার এই বাবদ ১৮৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে, যার মধ্যে ৮৫০ টাকা ক্ষতিপূরণ এখনও পাওয়া বাকি।

 

Trinamool’s reaction to Union Budget 2018-19

Trinamool’s reaction to Union Budget 2018-19

Super-flop show; big bluff show. No mechanism to implement announcements.

It is clear that all sections are displeased, disappointed, angry : the unemployed, the farmers, the youth, SC/ST, majority, minority.

People have lost their trust in this government. People have lost their faith. After today’s #Budget, their credibility is now zero.

Bengal gives free treatment and medicines. Our schemes on health, education and the emancipation of girls have already been implemented.

Bengal has already doubled farmer income in 5 years. Now GOI is again talking about doubling farmer income. Will agriculture grow at 12% per annum? They are again bluffing.

– Derek O’Brien, Leader of All India Trinamool Congress Parliamentary Party in Rajya Sabha

 

কেন্দ্রীয় বাজেট নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া

সুপার-ফ্লপ শো; বিরাট ধাপ্পাবাজি। যে ঘোষণাগুলি করা হয়েছে সেগুলি বাস্তবায়িত করার কোনও রূপরেখার কথা বলা হয়নি।

কর্মহীন মানুষ, কৃষক, যুব, তপসিলি জাতি ও উপজাতি, সংখ্যাগুরু, সংখ্যালঘু সমাজের সর্বস্তরের মানুষ অসন্তুষ্ট, আশাহত, ক্ষুব্ধ।

মানুষ এই সরকারের প্রতি বিশ্বাস হারিয়েছে। আজকের বাজেটের পর এই সরকারের আর কোনও গ্রহণযোগ্যতা নেই।

বাংলায় স্বাস্থ্যপরিষেবা ও ওষুধ বিনামূল্যে পাওয়া যায়। স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়নের বিভিন্ন প্রকল্প বাংলায় ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।

বাংলায় পাঁচ বছরেই কৃষকদের আয় দ্বিগুন হয়েছে। আর কেন্দ্রীয় সরকার এখন কৃষকদের আয় দ্বিগুন করার কথা বলছে। প্রতি বছর কৃষিক্ষেত্রে বৃদ্ধি কি ১২ শতাংশ হারে হবে? আবারও মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।

– ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেতা

Mamata Banerjee opposes bank deposit bill

Bengal chief minister Mamata Banerjee has asked Union finance minister Arun Jaitley to withdraw the proposed Financial Resolution and Deposit Insurance Bill, 2017.

Trinamool Congress has decided to oppose the ‘draconian bill’ both inside and outside Parliament.

Mamata Banerjee wrote that the proposed bill would compromise the financial security and safety of common people on four counts: it would forcibly convert their deposits into equity shares of the bank; it could change the nature of the deposits from one class to another, leading to a change in interest rates or deposit tenures; it could impose a stay on the right to withdraw deposits before maturity; if the Centre wants, it can impose a moratorium on payment of interest and repayment of deposits.

In her 2-page letter, Mamata Banerjee said the bill would take away the savings of common people entrusted to banks. “The common people are anguished at what the bill could do to ruin their lives through the activities of the proposed Financial Resolution Corporation,” she added.

 

এফআরডিআই বিলের বিরোধিতায় মুখ্যমন্ত্রী

আর্থিক ক্ষেত্রের খসড়া বিলের বিরোধিতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে তা প্রত্যাহারের আর্জি জানালেন তিনি।

চিঠিতে ওই বিল নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনশিওরেন্স (এফআরডিআই) বিল শেষ পর্যন্ত আইন হলে, তা হবে গরিব ও মধ্যবিত্ত মানুষের আর্থিক সুরক্ষায় বড় ধাক্কা।

তাঁর যুক্তি, সে ক্ষেত্রে দেউলিয়া ঘোষণার মুখে দাঁড়ানো ব্যাঙ্কে গচ্ছিত টাকা ফেরত পাওয়ার বিষয়ে আর একশো শতাংশ নিশ্চিত থাকতে পারবেন না সাধারণ মানুষ। ফলে ব্যাঙ্কিং পরিষেবার উপর আমজনতার বিশ্বাস ভেঙে চুরমার হবে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু লোকের স্বার্থরক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ কাড়ার বন্দোবস্ত রয়েছে এই বিলে।

খসড়া বিলে প্রস্তাব, কোনও ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণার মুখে থাকলে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা হিসেবে গ্রাহকের আমানতের টাকা তাঁদের অনুমতি না-নিয়েই বাড়তি সময় আটকে রাখতে পারবে তারা। প্রয়োজনে তা বদলে দিতে পারবে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিতে। এই বিষয়গুলি নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

20 things Mamata Banerjee said on DeMonetisation anniversary

Bengal Chief Minister Mamata Banerjee today addressed a press conference on the occasion of demonetisation anniversary. Attacking the Centre over the decision of demonetisation, and the resultant effect on economy, she demanded a thorough investigation into the issue.

The CM said the only party to benefit from demonetisation is the ruling party at the Centre. She alleged this was a conspiracy to convert black money into white by the same party.

Here are 20 things Mamata Banerjee said on demonetisation anniversary:

1.    Centre must give an explanation to the country as to why they demolished and destroyed the economy. What was the motive behind this decision? This Government is busy giving bhashans, not explanations.

2.    I may not be an economist, but several noted economists have panned demonetisation. Many former finance ministers of India called it a disaster.

3.    Former Prime Minister Manmohan Singh called demonetisation ‘organised loot’. A former Governor of RBI warned of negative impact. Arun Shourie, their own party leader, called it money laundering. Former finance minister of BJP, Yashwant Sinha, called it a disaster. Even, P Chidambaram said so.

4.    On the very first day itself, I had warned of a recession, through a series of tweets. Country has already lost GDP worth nearly Rs 3 lakh crore.

5.    Was demonetisation done without any planning, or was it a well thought-out conspiracy to convert black money into white?

6.    Demonetisation had failed in every country – Soviet Russia, Nigeria, Lybia – where it was tried. This was a Tughlaqi decision.

7.    More than 75,000 industrialists were forced to leave India and settle abroad because of the prevailing situation. Growth in investments also plummeted during this period.

8.    Big market hubs in the country, like Barabazar in Kolkata, witnessed 80-90% fall in business. More than 1 lakh jobs were lost in Surat. Demonetisation and GST were double disasters for the country.

9.    The Centre has failed to bring back black money from abroad. There must be a thorough investigation. What was the need for demonetisation?

10. In Bengal, we have stressed on digitisation and e-governance. We have doubled our revenues. All payments have been digitised. We have even received the Golden Peacock award for e-governnace.

11. The company Alibaba is under investigation (class action lawsuit) in China. But it is being allowed to do business in India. This is astounding.

12. Truth will always prevail. More than 100 people lost their lives. About 12,500 farmers committed suicide. The textile sector, unorganised sector and even the manufacturing sector are down. The young generation is the biggest loser.

13. Demonetisation was a bad political decision. It was also bad for governance. They have been continually shifting goalposts.

14. The ruling party at Centre hardly does any action; the PM gives only bhashan. The ministers are busy doing party work. There is no governance. Only the ruling party profited from demonetisation.

15. They said three things while announcing demonetisation. Black money will be retrieved, terrorism will be prevented and fake currency circulation will be reduced. They have failed on all fronts.

16. BJP is morally defeated in Gujarat. If they have done good work, people would naturally support them. But everyone – from the PM to the ministers, central agencies and forces – have been packed off to the State. This is a sign of moral defeat.

17. The ruling party is destroying institutions; from the RBI to the Planning Commission – none has been spared. There is no governance, only attacks on federalism.

18. Why is the media afraid? A section of the media only questions the Opposition. When it comes to the ruling party, they become His Master’s Voice.

19. All Opposition parties are protesting against demonetisation today. We have ideological differences, but we will continue to fight together with a common agenda.

20. The ruling party has lost all credibility and accountability. They have lost the confidence of the people. BJP only knows hooliganism. But we serve the people.

 

নোটবাতিলের বর্ষপূর্তিতে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখে নিন

নোটবাতিলের বর্ষপূর্তি উপলক্ষে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওনার বক্তব্যের বিশেষ কিছু অংশ:

১. শাসকদল ওদের নিজেদের সিদ্ধান্ত সমর্থন করবে সেটাই obvious, কারণ এটাই তাদের রাজনৈতিক ভিশন। এই সিদ্ধান্ত শাসকদলের, বিরোধীদের নয়। দেশের বর্তমান অর্থনৈতিক অচলাবস্থার জন্য ওরা দায়ী। কিন্তু  দেশের মানুষকে explanation  দেওয়ার বদলে ওরা ভাষণ দিচ্ছে।

২. আমি কোনও economic expert নই। প্রাক্তন অর্থমন্ত্রীরা সহ অনেক অর্থনীতিবিদ বলেছেন এটি একটা disaster।

৩. প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একে ‘সংগঠিত লুঠ’ বলেছেন। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বলেছেন, ‘এটা গরীব মানুষের ওপর নেগেটিভ ইমপ্যাক্ট’। অরুণ শৌরি বলেছেন এটা ‘একটা Money Laundering’। বিজেপির প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা সহ পি চিদাম্বরম সকলেই একে ‘disaster’ বলেছেন।

৪. নোটবাতিল ঘোষণার প্রথম দিনেই আমি টুইট করে বলেছিলাম এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দেবে। গরীব, মধ্যবিত্ত ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি suffer করবে। ৩ লক্ষ কোটি টাকার বেশি  GDP loss হয়েছে।  একটা  রাজনৈতিক সিদ্ধান্তের  জন্য সাধারণ মানুষ কেন suffer করবে?

৫.  কোন পরিকল্পনা না করেই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নাকি কালো টাকাকে সাদা করার জন্য এটা একটা  চক্রান্ত?

৬. সব  দেশে এই নোটবাতিলের সিদ্ধান্ত ব্যর্থ  হয়েছে – সোভিয়েত রাশিয়া, নাইজেরিয়া, লিবিয়া – যখনই চেষ্টা করেছে, বিফল হয়েছে। এটা একটা  তুঘলকি সিদ্ধান্ত।

৭. এই পরিস্থিতির জন্য ৭৫০০০ শিল্পপতি ভারতবর্ষ ছেড়ে বিদেশে যেতে বাধ্য হয়েছেন। আমি জানি না এই সিদ্ধান্তের মাধ্যমে কারা উপকৃত হয়েছে। বিনিয়োগের সম্ভাবনা কমে গেছে এই সময়ে।

৮. বড়বাজাররের শ্রমিকদের মতে তাদের ব্যবসার ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত। সুরাতে ১ লক্ষেরও বেশি মানুষ কর্মহীন হয়েছেন। প্রথমে নোটবাতিল, তারপর জিএসটি একসাথে ২ টো  বিপর্যয় হয়েছে দেশে।

৯. কেন্দ্র বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে ব্যর্থ। নোট বাতিলের যথাযথ তদন্ত হওয়া দরকার। কি প্রয়োজন ছিল এই সিদ্ধান্তের?

১০. বাংলায় ডিজিটাইজেশন ও ই-গভর্ন্যান্স এর ওপর জোর দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজস্ব দ্বিগুন করেছি।  ই-গভর্ন্যান্স এর জন্য গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা।

১১। চীনের সরকার নিজেরাই যখন আলিবাবা কোম্পানিটির ব্যাপারে তদন্ত করছে, তখন আমাদের দেশে সব রকম ব্যবসার সুযোগ তারা পায় কী করে? এমনকী নিউ ইয়র্কেও এদের নামে একটি মামলা (ক্লাস অ্যাকশন স্যুট) আছে, তাহলে ভারতে এটা কী হচ্ছে?

১২। মানুষ ভুগছেন, কৃষকরা ভুগছেন, ১০০-র বেশী মানুষ মারা গেছেন, ১২,৫০০ কৃষক আত্মহত্যা করেছেন, ৫০ লক্ষের বেশী চাকুরিজিবী কাজ হারিয়েছেন, টেক্সটাইল শিল্প থেকে অসংগঠিত ক্ষেত্র এমনকী উৎপাদনকারী শিল্প সংস্থারা বলছে যে আগামী দু বছর তারা কোন নতুন চাকরী দিতে পারবে না। তাঁর মানে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তরুণ প্রজন্মের।

১৩। এই সিদ্ধান্ত শুধু সরকারের জন্যে খারাপ নয়, এটা পুরো প্রশাসনিক ভুল। জি এস টি-র ব্যাপারেও এক ভুল, বলেছিলাম তাড়াহুড়ো করবেন না, তাও করল। আরে কত চেঞ্জ করবে, করতে করতে তো গোলপোস্ট পালটে যাবে, তখন কী করবে? গোলপোস্ট গেল তো সব গেল, গোল করবে কী করে?

১৪। এই সরকার মানুষের জন্য কাজ না করে ভাষণ দিচ্ছে, আর প্রত্যেকটা রাজ্যে গিয়ে রাজনীতি নিয়ে কথা বলছে। ধর্ম নিয়ে কথা রটাচ্ছে, যাতে নিজেদের দল ভারী হয়। আর মাঝে মাঝে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

১৫। এই নোটবন্দি নিয়ে ওরা কি বলেছিল? সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হবে বলেছিল, হল না। দুই, কালো টাকা ধরা পড়ে যাবে বলেছিল, হল না। তিন, নকল টাকা ধরা পড়বে বলেছিল, হল না।

১৬। গুজরাতে নির্বাচনের জন্য সব মন্ত্রীরা, মায় প্রধানমন্ত্রী পর্যন্ত কেন পড়ে আছেন। গুজরাতের মানুষ যদি মনে করেন যে ওরা ভালো কাজ করেছে তাহলে সেখানে এত পড়ে থাকতে হবে কেন? এর থেকে আমার মনে হয় যে গুজরাতে বিজেপি-র নৈতিক পরাজয় হয়েছে।

১৭. শাসক দল সব ইন্সটিটিউশনগুলো ধ্বংস করে দিচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক থেকে প্ল্যানিং কমিশন সব ধ্বংস করে দিচ্ছে। কোন গভর্ন্যান্স নেই, শুধু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আক্রমণ করছে।

১৮. সংবাদমাধ্যম কেন ভয় পাচ্ছে? সংবাদমাধ্যমের একাংশ শুধু বিরোধীদের প্রশ্ন করে। আমি জানি ওরা সংবাদমাধ্যমকে pressurise করে, কিন্তু মিডিয়ার উচিত নিজেদের ভূমিকা পালন করা।

১৯. আজ সব বিরোধী দল এই নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমাদের মধ্যে আদর্শগত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে কিছু common agenda থাকে। জনসাধারণের স্বার্থে আমরা একসঙ্গে লড়াই করি।

২০. শাসক দল ওদের credibility ও accountability হারিয়ে ফেলেছে। মানুষ ওদের ওপর থেকে বিশ্বাস হারিয়েছে। বিজেপি শুধু hooliganism করে কিন্তু আমরা মানুষের জন্য কাজ করি।

 

#Nov8BlackDay Demonetisation: A snapshot of the deaths that resulted from it

Demonetisation has been disastrous for the Indian economy. It was a bad decision, and then badly implemented. It has been universally panned. However, it not only had a negative economic impact but deep social impact too, both from immediate and long-term perspectives.

More than 100 people lost their lives, many from their health not permitting them to stand in long queues outside banks and ATMs. Numerous people lost their jobs, as a result of business owners not having enough cash to pay salaries, which resulted from their not making money as they could not sell their goods, as buyers didn’t have cash. Ninety per cent of Indians work in the informal sector, which consists of small setups, where dealings are done in cash.

Here we present a few incidents depicting the way in which demonetisation impacted the common man. These incidents took place during the period when demonetisation was in force, that is, from November 8 to December 30, 2016.

  • On November 14, in Odisha, the failure of Sudarsin Surin of Marangabahal village to convince an auto-rickshaw driver to take his ailing two-year old son to Sambalpur Hospital, as he only had the old Rs 500 notes, led to the death of the child.
  • A newborn baby died in Rajasthan’s Pali district after an ambulance refused to take the child to a hospital as the father could not arrange Rs 100 notes on time.
  • A farmer from Raigarh, Chhattisgarh committed suicide as he was upset over not being able to exchange Rs 3,000, which he was supposed to send to his stranded children in Tamil Nadu.
  • A 47-year old-farmer, who had to pay for farm labour, died of heart attack while waiting to exchange old currency notes in Tarapur, Gujarat.
  • A 69-year-old retired BSNL employee died waiting in a queue at a bank in Sagar, Madhya Pradesh to exchange currency notes.
  • Four days before his daughter’s wedding, Sukhdev Singh died of a heart attack in Tarn Taran, Punjab, as he was unable to buy groceries and other items due to shortage of new currency notes.
  • A man from Kanpur, Uttar Pradesh who had received Rs 70 lakh in advance for selling his land, died of a heart attack while watching PM Narendra Modi’s speech announcing demonetisation.
  • A retired school teacher, Raghunath Verma (70), in Jalaun, Uttar Pradesh, died waiting outside a bank. He went to withdraw money for meeting the marriage expenses of his daughter.
  • A 72-year-old man from Mumbai died of a massive heart attack while waiting to deposit old currency notes at a bank.
  • On November 18, Sheikh Islamuddin, a resident of the Kolkata Port area, who had stood in queue in the wee hours, collapsed on reaching home. He was pronounced brought dead.
  • An 18-month-old baby died in Visakhapatnam in Andhra Pradesh as the parents did not have money to buy medicines after a private hospital had refused old currency notes.
  • A middle-aged woman from Chikballapur district of Karnataka committed suicide after the Rs 15,000 she had taken to the bank for exchanging were allegedly lost or stolen.
  • On December 1, a 32-day old baby died as her mother, Arguna Khatoon, waited in a crowded room to withdraw money at the United Bank of India in Balrampur, Bihar.
  • A 55-year-old homemaker in Mahubabad district of Telangana committed suicide because she thought her cash savings of Rs 54 lakh were now worthless.
  • Noel Topno, a senior official posted at a branch of the Central Bank of India in Siliguri, not being able to take the pressure of over-work as a result of the implementation of demonetisation, collapsed in office on the afternoon of December 16 and died of a suspected cardiac arrest.

 

 

নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ

 

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

শুধু তাই নয়, সাধারণ মানুষের জীবনেও বিপর্যয়ের সূত্রপাত ঘটিয়েছে এই অমানবিক সিদ্ধান্ত। কেন্দ্রের এই ঔদ্ধত্বের ফলে ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, এটিএম ও ব্যাঙ্কের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন কারণ মালিকদের কাছে টাকা ছিল না মজুরি দেওয়ার। নব্বই শতাংশ ভারতীয় অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যার বেশীর ভাগ জায়গায় নগদে কাজ হয়।

এমনই কিছু হৃদয়বিদারক ঘটনা তুলে ধরা হল এখানে:

  • On November 14, in Odisha, the failure of Sudarsin Surin of Marangabahal village to convince an auto-rickshaw driver to take his ailing two-year old son to Sambalpur Hospital, as he only had the old Rs 500 notes, led to the death of the child.
  • A newborn baby died in Rajasthan’s Pali district after an ambulance refused to take the child to a hospital as the father could not arrange Rs 100 notes on time.
  • A farmer from Raigarh, Chhattisgarh committed suicide as he was upset over not being able to exchange Rs 3,000, which he was supposed to send to his stranded children in Tamil Nadu.
  • A 47-year old-farmer, who had to pay for farm labour, died of heart attack while waiting to exchange old currency notes in Tarapur, Gujarat.
  • A 69-year-old retired BSNL employee died waiting in a queue at a bank in Sagar, Madhya Pradesh to exchange currency notes.
  • Four days before his daughter’s wedding, Sukhdev Singh died of a heart attack in Tarn Taran, Punjab, as he was unable to buy groceries and other items due to shortage of new currency notes.
  • A man from Kanpur, Uttar Pradesh who had received Rs 70 lakh in advance for selling his land, died of a heart attack while watching PM Narendra Modi’s speech announcing demonetisation.
  • A retired school teacher, Raghunath Verma (70), in Jalaun, Uttar Pradesh, died waiting outside a bank. He went to withdraw money for meeting the marriage expenses of his daughter.
  • A 72-year-old man from Mumbai died of a massive heart attack while waiting to deposit old currency notes at a bank.
  • On November 18, Sheikh Islamuddin, a resident of the Kolkata Port area, who had stood in queue in the wee hours, collapsed on reaching home. He was pronounced brought dead.
  • An 18-month-old baby died in Visakhapatnam in Andhra Pradesh as the parents did not have money to buy medicines after a private hospital had refused old currency notes.
  • A middle-aged woman from Chikballapur district of Karnataka committed suicide after the Rs 15,000 she had taken to the bank for exchanging were allegedly lost or stolen.
  • On December 1, a 32-day old baby died as her mother, Arguna Khatoon, waited in a crowded room to withdraw money at the United Bank of India in Balrampur, Bihar.
  • A 55-year-old homemaker in Mahubabad district of Telangana committed suicide because she thought her cash savings of Rs 54 lakh were now worthless.
  • Noel Topno, a senior official posted at a branch of the Central Bank of India in Siliguri, not being able to take the pressure of over-work as a result of the implementation of demonetisation, collapsed in office on the afternoon of December 16 and died of a suspected cardiac arrest.

 

 

Image source: The Indian Express