Anti-fraud cell to protect cooperative banks

The State Government is coming up with an anti-fraud cell headed by a judicial magistrate to check incidents of fraud at cooperative banks across the State.

This was stated by the Cooperation Minister in the State Assembly on Monday, November 19.

He said that during the Left Front regime many cooperative banks were involved in financial irregularities. The Trinamool Congress Government, under the leadership of Chief Minister Mamata Banerjee, has been taking various preventive measures in this regard.

Referring to the FRDI Bill, he said, “This Bill is destructive. The savings of common people are no longer secure in banks. People will face economic insecurity. We must strengthen the protests against FRDI Bill.”

Later in the day, the minister told the Assembly, “In the current fiscal the cooperative banks have disbursed short-term loans worth Rs 5713.27 crore and long-term loans worth Rs 230.34 crore. That apart, more than one lakh families have been given Rs 180 crore for animal rearing. More funds will be allocated for the same.”

Source: Millennium Post

Bengal Govt to convert 2,600 cooperatives to banks

The Bengal Government has decided to give cooperative societies in villages where there are no banks all the facilities of banks. Through this move, 2,600 societies would be turned into banks.

Chief Minister Mamata Banerjee gave instructions in this regard on March 30. The State Cooperation Department has allotted Rs 396 crore for this purpose.

The cooperative society-turned-banks would have all the facilities of regular banks, including those related to loans and money transfer. For example, money can be transferred through NEFT and RTGS. The banks would have their own ATMs too. These banks would start operating from the next financial year.

According to the Cooperation Minister, who gave these details while announcing the formation of the banks, the 2,600 cooperative societies have been selected on the basis of better track records from among the approximately 6,000 cooperative societies in Bengal.

 

২৬০০ ঋণদানকারী সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সরকার

রাজ্যের যে সমস্ত গ্রামে কোনও ব্যাঙ্কের শাখা নেই, সেখানে ঋণদানকারী সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সমবায় দপ্তর। মোট ২৬০০টি সমিতি ব্যাঙ্কের মর্যাদা পাবে। ওই সমিতিগুলি থেকে ঋণের পাশাপাশি ব্যাঙ্কের যাবতীয় সুযোগ-সুবিধা মিলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৩০শে মার্চেই এই নির্দেশিকা জারি হয়েছে। এজন্য রাজ্য সমবায় দপ্তর ৩৯৬ কোটি টাকা বরাদ্দ করেছে। সমবায় দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের মতো এখানেও এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে আরটিজিএস বা এনইএফটি করা যাবে। সমিতিগুলির নিজস্ব এটিএমও চালু হবে। আগামী আর্থিক বছরের প্রথম থেকেই এই ব্যবস্থা চালু হবে।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, রাজ্যের ২৫০টি গ্রাম পঞ্চায়েতে কোনও ব্যাঙ্কেরই শাখা নেই। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা। রাজ্যে প্রায় ৬০০০ সমবায় সমিতি আছে। তার মধ্যে থেকে আমরা ট্র্যাক রেকর্ড ভালো থাকা ২৬০০টি সমবায় সমিতি বাছাই করেছি। আমরা ২৫০টি জেলা সমবায় ব্যাঙ্কের শাখা করব বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তার কাজও চলছে।

দ্রুত বাছাই করা সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের পরিকাঠামো তৈরী করতে নির্দেশ দেওয়া হয়েছে। সমবায় দপ্তর সূত্রের খবর, প্রতিটি গ্রামে এটিএম কাউন্টার তৈরির পাশাপাশি এনইএফটি বা আরটিজিএস করার জন্য অনলাইন লিঙ্ক চালু করা থেকে শুরু করে প্রযুক্তিগত সমস্ত ব্যবস্থা দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও শহরের সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দেওয়া হচ্ছে না।