Bengal CM’s brainchild, Rupashree, highly successful in a short time

The Bengal Government is seeing a huge response to its scheme, Rupashree, rolled out across the State as recently as April 1 this year. The Government has received nearly 70,000 applications, of which it has accepted more than 47,233, sanctioning a total amount of more than Rs 118 crore.

The data is was provided by the Women and Child Development & Social Welfare Department, which is implementing the project.

The scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, provides a one-time financial assistance of Rs 25,000 to the family of a girl at the time of her marriage, if her family income is less than Rs 1.5 lakh per year.

Murshidabad tops in all the categories – number of applications received, disbursed (or, accepted) and the amount sanctioned. Till July 9, the numbers were 9237, 5288 and Rs 13.22 crore, respectively.

Purulia, South 24 Parganas and Paschim Medinipur are at numbers two, three and four, respectively. The numbers for Purulia are 5870, 5183 and Rs 12,95,75,000, for South 24 Parganas are 5460, 4640 and Rs 11.6 crore, and for Paschim Medinipur are 5274, 4026 and Rs 1 crore.

The State Government has allotted Rs 1,500 crore for the scheme and around 6 lakh families in all are expected be benefitted. More than 2,000 applications on an average are being received every day.

Source: Millennium Post

Bengal CM flags off Banglashree Express buses

The Banglashree Express bus service between Kolkata and the district headquarters was flagged off by Chief Minister Mamata Banerjee today.

The air-conditioned Volvo bus service has been named such by the Chief Minister herself. The buses were flagged off in front of Nabanna. The decision to start the bus service was taken last March.

Twenty-two trauma care air-conditioned ambulances and 13 mechanical wrecker vans were also flagged off along with the buses.

The State Transport Department has already introduced 300 buses and there are projects in the pipeline to introduce more. In the beginning of June, five air-conditioned Volvo buses were introduced from Kolkata (Esplanade bus stand) to different places in north Bengal.

During the inauguration programme, the Chief Minister gave a short speech. Here are the highlights of her speech:

  • This new bus service is an effort on the Government’s part to extend another facility for the public. The Banglashree bus service would ensure that people face much less problem in travelling from far-off places to Kolkata.
  • The mechanical wrecker vans would be used to recover cars which have broken down. Ideally one should check properly the condition of one’s car before venturing out.
  • One ‘Safe Drive Save Life’ sticker each would be stuck on the front and back of cars.to create more awareness about safe driving. The stickers would be in English, Bengali and Hindi. From July 18 to August 15, small children would be pasting the stickers.
  • Say and do things which reach the people at the grassroots. Our government always tries to do things in innovative ways, to take the fruits of development to all levels of society.
  • Though we don’t have high-speed trains, we have started high-speed buses. Before the Pujas, we are going to start running 80 SC buses all over Kolkata.

 

Thanks to govt infomercial, sale of meat goes up in Bengal

Sale of meat in Bengal has gone up, all thanks to the infomercial that was telecast on different channels to sensitise buyers. The infomercial was created by the State Information and Cultural Affairs Department at the behest of Chief Minister Mamata Banerjee to assure buyers about the right quality of meat. The efforts have borne fruit and have ensured a rise in its sale.

The Government has set up a high-powered committee to evolve a foolproof mechanism to ensure quality meat is sold across the State.

In June, the Chief Minister had held a meeting and directed the concerned officials to create the infomercial. The film urges people to verify before buying that the packaged meat is certified by FSSAI (Food Safety and Standards Authority of India) and at the same time, not to pay heed to any rumours.

Source: Millennium Post

Manufacturing sector grows by 9.27% in Bengal, higher than national average

Over the last two years, Bengal has achieved a lot in terms of manufacturing and investment under the leadership of Chief Minister Mamata Banerjee.

According to data supplied by all the industry-related departments of the State Government, during financial year (FY) 2016-17, production has increased by 9.27 per cent, in contrast to the all-India growth of 7.91 per cent. Recently, a Central Government report put Bengal in the top position in terms of ‘Ease of Doing Business’.

Another area where Bengal is number one in the country is the number of man-days created as a result of employment generation through NREGA, popularly known as the 100 Days’ Work Scheme. The State created 144 crore man-days.

To make it easier for investors, the State Government brought about the Silpa Sathi Scheme. This scheme has created a single-window entry for investors. It has also brought about G2B, that is, Government-to-business, services.

In 2017, the State Government spent Rs 123 crore in creating and upgrading industrial parks and growth centres.
A deep-sea port is coming up in Tajpur. For a shipbuilding-cum-repairing yard in Kulpi, 5,603 acres have been allotted.

In Purulia, for a cement grinding plant and a 20 megawatt (MW) power plant of Shree Cement, 9,823 acres have been allotted. A plot of 89 acres has been granted to Gagan Ferrotech in Bardhaman for a 12 MW and an 8 MW power plant.

In the 2018-19 Budget, the Government has allotted Rs 98,657 crore towards industry, commerce and investment.

 

অভ্যন্তরীণ শিল্পে উৎপাদন বৃদ্ধি ৯.২৭%, সৃষ্টি হয়েছে ১৪৪ কোটি কর্মদিবস

বিগত দুবছরে পশ্চিমবঙ্গে শিল্প উৎপাদন ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক সাফল্য মিলেছে। রাজ্য সরকারের শিল্প সংক্রান্ত দপ্তরগুলির পরিসঙ্খ্যানে দেখা যাচ্ছে, অভ্যন্তরীণ শিল্প উৎপাদন ২০১৬-১৭তে বৃদ্ধি পেয়েছে ৯.২৭ শতাংশ। গোটা দেশে এই বৃদ্ধির হার ৭.৯১ শতাংশ।

বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য রাজ্য প্রথম স্থান অর্জনের স্বীকৃতি পেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে থেকে। শ্রম দপ্তরের পরিসংখ্যানের দাবি, একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পে রাজ্যে ১৪৪ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। যা দ্বারা দেশের মধ্যে সর্বাধিক।

বন্ধ কলকারখানার শ্রমিকদের জন্য কর্মনিজুক্তিতে সুযোগ বৃদ্ধিতে উদ্দেশ্যে তাঁদের দক্ষতা বিকাশ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য প্রত্যেককে ১২ হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি পাঠক্রমের জন্য বেতন ও প্রশিক্ষণ ব্যয়ও সরকার বহন করছে।

গত বছর থেকেই রাজ্যে শিল্পে বিনিয়োগের পথকে সহজ করতে শিল্পসাথী প্রকল্পে এক জানালা পোর্টাল শুরু করা হয়েছে। যা ব্যবসা, শিল্প সরলীকরণ ও সম্প্রসারণের কাজে সাহায্য করবে। এর পাশাপাশি শুরু হয়েছে জিটুবি পরিষেবা।

২০১৭-তে রাজ্যে ১২৩ কোটি টাকা ব্যয়ে শিল্প পার্ক উন্নয়ন ও গ্রোথ সেন্টার গড়ে তোলা হয়েছে। তাজপুরে তৈরী হচ্ছে গভীর সমুদ্রবন্দর। কুলপিতে জাহাজ নির্মাণ ও মেরামতির কারখানা এবং বন্দরে পণ্য পরিবহনের জন্য ৫৬০৩ একর জমি দেওয়া হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরে সিমেন্ট গ্রাইন্ডিং কারখানা ও ২০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের জন্য ৯৮৩২ একর জমি বরাদ্দ করা হয়েছে। বর্ধমানে ১২ মেগা ওয়াট ছাড়াও আরও ৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮৯ একর জমি দেওয়া হয়েছে।

২০১৮-১৯ রাজ্য বাজেটে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ সংস্থা বিভাগের জন্য অর্থমন্ত্রী বরাদ্দ করেছেন ৯৮৬৫৭ কোটি টাকা।

Source: Dainik Jugasankha

 

Tourism Festival in Darjeeling in December: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an all-party meeting at Pintail Village in Darjeeling district regarding the development of Hills.

She said that the next date for an all-party meeting will be communicated to all very soon.
She addressed the media following the meeting.

Excerpts from her speech:

Peace has returned to the Hills. We are overwhelmed by the positive reply from the people. We want to congratulate everyone for restoration of normalcy in Darjeeling. Many thanks to the people.

In today’s meeting we have decided that a tourism festival will be organised by the GTA in Darjeeling in the last week of December (or early January). Darjeeling Gold Cup will also be revived.

The Sports and Youth Affairs Department will organise Vivek Festival (to commemorate birth anniversary of Swami Vivekananda), Subhas Festival (to commemorate the birth anniversary of Netaji), Chhatra-Jubo Utsab in January. Science fairs will also be organised.

We have also decided to provide compensation to the families of those who lost their lives during the protests in the Hills. Rs 2 lakh will be given to the family of deceased; the injured will receive a compensation of Rs 50,000. GTA will also provide employment to a family member of those who lost their lives.

We request all teachers to take extra classes and complete the syllabus for this session so that students do not face any difficulties. We will pay them salaries for the time period when schools were shut due to protests. Other employees will get half-day leaves for three months and extra 15 days’ leave to compensate for the period of protests.

We have decided to waive all penalties imposed during the time of protests.

The Government will develop Pintail Village. We have asked the GTA to draw up a comprehensive development plan for Kurseong and Kalimpong. They will also renovate the tourism centres in Mirik. We are building a 100-bedded hospital in Mirik.

We want peace. We want progress. We want the Hills to prosper and develop.

 

ডিসেম্বরে দার্জিলিঙে হবে পর্যটন উৎসব: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আজ দ্বিতীয় দিন। আজ পিনটেল ভিলেজে তিনি পাহাড়ের উন্নয়ন ও শান্তি প্রক্রিয়া নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান খুব শীঘ্রই পরবর্তী সর্বদল বৈঠক হবে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ সহ পাহাড়ের সব রাজনৈতিক দল আমাদের সহযোগিতা করেছে। সকলকে ধন্যবাদ।

আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ডিসেম্বরের শেষ সপ্তাহে GTA পর্যটন উৎসবের আয়োজন করবে। দার্জিলিং গোল্ড কাপ আবার শুরু হবে।

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর বিবেক উৎসব (বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে), সুভাষ উৎসব (সুভাষ চন্দ্রের জন্মদিন উপলক্ষে) ও ছাত্র-যুব উৎসবের আয়োজন করবে জানুয়ারি মাসে। বিজ্ঞান মেলারও আয়োজন করা হবে।

আজকের বৈঠকে উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। পাহাড়ে আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছেন তাদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ও তাদের পরিবারের সদস্যকে গ্রুপ ডি তে চাকরি দেবে GTA। গুরুতর আহত দের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ।

আমরা শিক্ষকদের অনুরোধ করেছি অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করতে, যাতে পাহাড়ের ছাত্রছাত্রীরা কোন সমস্যায় না পরে।  আন্দোলনের সময় যারা কাজ করেছে তাদের ১৫ দিন ছুটি দেওয়া হবে। বাকিরা ৩ মাস মেডিকেল ছুটি হিসেবে হাফ ডে পাবেন এবং ১৫ দিন বাড়তি ছুটি পাবেন। এর মাধ্যমে তারা ২ মাসের মাইনে পেয়ে যাবে।

যে পেনাল্টি ইমপোজ করা হয়েছিল তা দিতে হবে না, শুধু  ট্যাক্স দিলেই হবে।

আমরা পিনটেল ভিলেজের উন্নয়ন করব। কালিম্পং ও কার্শিয়াং এ থাকার জায়গা তৈরি হবে । মিরিকে ১০০ বেডের হাসপাতাল, বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে । মিরিকের পর্যটন কেন্দ্রগুলিরও উন্নয়ন করা হবে।

সমতল ও পাহাড় সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞা দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে । উন্নয়ন নিয়ে কোনও সমঝোতা করব না ।

 

Grand ‘River Carnival’ in Kolkata in December

For the first time ever in Bengal, a River Carnival is going to be organised by the government along the Hooghly in Kolkata and Howrah. The carnival will be held on December 8, 9 and 10, whose main part is going to be cultural programmes at different spots along the river, among them Prinsep Ghat, Millennium Park Ghat and Baje Kadamtala Ghat in Kolkata, and Ramkrishnapur Ghat in Howrah.

Artistes from Kolkata and its adjoining areas as well as folk artistes will be performing in the cultural programmes. The folk artistes will be selected from among those enlisted in the Lok Prasar Prakalpa, an initiative of Chief Minister Mamata Banerjee to revive and popularise the folk songs and folk dances of Bengal.

As a part of the festival, there will also be a dart-throwing festival in which around 30,000 children are scheduled to take part.

The primary aim of the carnival is to attract more tourists to the state, both domestic and foreign. It will be another gift from the State Government to the people of the state as well as the country. The Tourism and Information and Cultural Affairs Departments are jointly organising the festival.

Source: Millennium Post

ডিসেম্বরে গঙ্গা কার্নিভালে মজবে কলকাতা

বাংলার ‘নবান্ন ’ উৎসবের মধ্যেই কলকাতা এবার মাতবে গঙ্গা কার্নিভালে৷ দুর্গা পুজোর বিসর্জন -কার্নিভালকে ঘিরে কলকাতা ইতিমধ্যেই পর্যটক মহলের নজর কেড়েছে৷ সেই রেশ ধরে রাখতেই রাজ্য সরকার ডিসেম্বরের গোড়াতেই কলকাতায় আয়োজন করতে চলেছে এই গঙ্গা উৎসবের৷ তবে শুধু কলকাতা নয় , হাওড়া শহরের একটা বড় অংশও এর সঙ্গে যুক্ত হবে৷ গঙ্গার দু’কূল জুড়েই চলবে এই কার্নিভাল৷

আপাতত ঠিক হয়েছে, ৮ ডিসেম্বর শুরু হবে এই গঙ্গা কার্নিভাল৷ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত৷ মূল আয়োজক রাজ্য পর্যটন দন্তর হলেও রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর, কলকাতা ও হাওড়া পুর নিগম এবং কলকাতা পুলিশ সহযোগী সংস্থা হিসেবে থাকছে৷ এমনিতে প্রতি বছর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে সরকারি উদ্যোগে বড় দিনের উৎসব চলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ৷ ৩১ ডিসেম্বর বর্ষ বিদায়ের দিন পার্ক স্ট্রিটকে ঘিরে ফের উৎসব হয়৷

গঙ্গার দুই কূলের ছয় ঘাটকে কেন্দ্র করে হবে এই উৎসব৷ এই ঘাটগুলি হল, কলকাতার আর্মেনিয়ান ঘাট, মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, বাজে কদমতলা ঘাট, প্রিন্সেপ ঘাট এবং হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট৷ ইতিমধ্যেই গঙ্গার পূর্ব কূল অর্থাৎ কলকাতার দিকে আর্মেনিয়ান থেকে প্রিন্সেপ ঘাট ও পশ্চিম কূলে হাওড়া স্টেশন থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত দু’কূল নতুন সাজে সেজেছে৷ নদীর ঘাটে বার্জ এনে তাতে মঞ্চ বেঁধে সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবা হচ্ছে৷ থাকবে গঙ্গা আরতির ব্যবস্থা৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান , গোটা উৎসবে শিশুরা অংশ নিক৷ ওই সময় স্কুলের চাপ থাকে না৷ তাই কার্নিভালে বিভিন্ন স্কুলের অন্তত ৩০ হাজার ছাত্র-ছাত্রী যাতে উৎসবে যোগ দিতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে৷ বাচ্চাদের আনার জন্য বিশেষ বাস থাকবে৷ প্রতি ঘাটেই সন্ধে থেকে শুরু হবে নানা ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান৷ হবে বাউল ফকিরা, ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন, ছৌ নাচের মতো কত কী৷ পর্যটন দন্তর থেকে এই কার্নিভালকে ঘিরে তিন দিন গঙ্গাবক্ষে ভ্রমণের জন্য বিলাসবহুল প্রমোদতরী চালানোর প্রস্তাব বিবেচনা করছে৷ এ নিয়ে সরকার ট্যুর অপারেটরদের সঙ্গে কথা বলছে৷

Bengal Govt to start providing more facilities at tea gardens

The Bengal Government will soon start providing more facilities to the tea garden workers, who have been facing a lot of hardship because of the forced closure of the tea gardens till a few months back.

The situation has been improving steadily, and now the government has decided to extend further help in the form of opening a health centre, a modified ration shop (MR shop), which is essentially a fair-price shop, and a labour office in each tea garden.

The three will be housed in a three-storey building, for constructing which the State Government will give Rs 8.77 lakh to each tea garden. Foodgrains which could not be distributed due to the 104-day closure of the gardens would be distributed at the earliest.

The government will also construct four warehouses to stock foodgrains in Darjeeling, Kurseong, Mirik and Kalimpong. In case foodgrains fail to arrive from the plains during emergencies like natural calamities, the public distribution system (PDS) will continue to operate with the help of the existing stock in these four storages.

Over the last year or so, following the special initiative of Chief Minister Mamata Banerjee, the State Government has provided a lot of help to the tea garden workers, including providing foodgrains at special prices, lesser than the normal prices at ration shops under the public distribution system (PDS).

Source: Millennium Post

 

চা বাগান কর্মীদের জন্য একগুচ্ছ উদ্যোগ রাজ্যের

রাজ্যের চা বাগান কর্মীদের জন্য একগুচ্ছ নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। চা বাগান বন্ধ থাকার দরুন কর্মীদের যে সমস্যা হয়েছে তারই নিরসন করতে উদ্যোগী সরকার।

গত কয়েক মাসে কিছুটা হলেও অবস্থার উন্নতি হয়েছে এই বাগানগুলিতে। এদের আরও সাহায্য করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাগানগুলিতে একটি করে স্বাস্থ্যকেন্দ্র, রেশনের দোকান, এবং লেবার অফিস খোলার।

এই তিনটি কেন্দ্রই খোলা হবে একটি ভবনে। এই ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার ৮.৭৭ লক্ষ টাকা করে দেবে প্রত্যেকটি চা বাগানকে।

অতি শীঘ্রই খাদ্যশস্যও বিতরণ করা হবে কর্মীদের মধ্যে। দার্জিলিং, কার্শিয়ং, মিরিক ও কালিম্পঙে খাদ্যশস্য যোগানের জন্য ৪টি গুদামও তৈরী করবে রাজ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চা বাগান কর্মীদের দুটাকা কেজি চাল দেওয়া হয় খাদ্য দপ্তরের তরফে।