State Transport Dept to run 500 extra buses daily during Durga Puja

The State Government has decided to run extra buses during Durga Puja for the convenience of commuters. Nearly 500 extra buses will be run daily during the festive season. Enough buses will be made available to commuters from afternoon till evening in Kolkata and suburbs. Even the night bus service will be augmented.

The State Transport Department will run 1200 buses daily from Chaturthi till Nabami. A control room will also be set up to help commuters in distress. Apart from metro and railway stations, shuttle services will be set up at major intersections of the city.

Shuttle services will be run on Garia-Gariahat, Howrah-Sealdah, Shyambazar-Barrackpore, Karunamoyee-Sealdah, Tollygunge-Thakurpukur, Tollygunge-Behala routes, among others. Trams will be run at night too.

It may be mentioned that the department has launched a special ‘all day ticket’ for commuters for the festive season. Valid for 24 hours, this ticket will enable commuters to undertale any number of rides on buses, trams, vessels that day from Barrackpore-Barasat in the north to Thakurpurkur-Baruipur in the south and Newtown in the east till Howrah in the west. Tickets will be valid on vessel rides between Ariadaha to Millennium Park jetties.

New bus routes in Jangalmahal

To make the public transport system in Jangalmahal more robust, the State Transport Department has decided to introduce new bus routes in the region. This was announced by the Transport Minister in the Assembly on July 25.

From August, 15 new routes will come into existence, on which 22 buses will ply.

New routes are also being introduced in the districts of Murshidabad and Nadia. Besides, shuttle night bus services will be introduced in Durgapur, Haldia, Kharagpur, and from New Jalpaiguri to Siliguri and Siliguri to Jalpaiguri. This comes after the success of the night bus service in Kolkata and its suburbs.

Some other crucial information the minister gave were that currently, around 3,200 State-run buses, equipped with modern facilities like GPS system and panic button, ply across Bengal, the number of air-conditioned buses has been increased, and that the Government was giving stress environment-friendly modes like electric buses and CNG buses.

Source: Millennium Post

Image Source

WBTC bus drivers and conductors get new uniforms

In order to give them an identity makeover, West Bengal Transport Corporation (WBTC) has introduced a uniform for the drivers and conductors, as well as the inspectors, of its buses.

The shirt is sky blue in colour while the trousers are dark blue. Significantly, the two chest pockets are imprinted with the identifiers of two of the most-recognised projects of the Bengal Government. The right pocket has written on it ‘Safe Drive Save Life’, the government’s landmark and very well-received safe driving project, while on the left pocket is the blue-green-yellow logo of Biswa Bangla, the government’s all-encompassing brand for all things Bengal.

There are 2,347 drivers and 2,398 conductors manning the 1,300 buses of the WBTC. In addition, there are a large number of inspectors. All are required to wear the uniform. Initially, two sets of uniforms are being given to them.

Over the last six years, since the Trinamool Congress Government has been in power, the transport sector of Bengal has seen a marked change. New and state-of-the-art buses, new routes, app for tracking buses, improved social benefits for the workers, and now, new uniforms – it has been good fortune all the way.

রাজ্য সরকারের বাসের ড্রাইভার ও কন্ডাক্টররা পাবেন নতুন উর্দি

এক নতুন পরিচিতি তৈরি করার লক্ষ্যে রাজ্য পরিবহণ নিগম একটি উর্দি দিচ্ছে ড্রাইভার, কন্ডাক্টর ও বাসের ইন্সপেক্টরদের।

জামাটি হবে আকাশী নীল রঙের ও প্যান্ট হবে গাড় নীল রঙের। জামায় বুক পকেটে থাকবে দুটি। এই পকেট দুটিতে রাজ্যের সবচেয়ে বিখ্যাত দুটি প্রকল্প মুদ্রিত থাকবে। ডান পকেটে লেখা থাকবে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবং বাম পকেটে থাকবে বিশ্ব বাংলার লোগো।

এই মুহূর্তে ২৩৪৭ জন ড্রাইভার, ২৩৯৮ জন কন্ডাক্টর ১৩০০টি বাস চালান। প্রচুর সংখ্যায় ইন্সপেক্টর আছে, সবাইকে এই উর্দি পরতে হবে। প্রাথমিক ভাবে দু জোড়া উর্দি দেওয়া হবে সবাইকে।

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা পাওয়ার পর আমুল পরিবর্তন এসেছে পরিবহণ দপ্তরে। অত্যাধুনিক বাস, নতুন রুট, বাস ট্র্যাক করার অ্যাপ, কর্মীদের জন্য উন্নত সামাজিক পরিষেবা এবং এবার নতুন উর্দি-এটা সব দিয়েই ভালো দপ্তরের জন্য।
Source: Aajkal

State Govt to introduce 411 more buses in December

The State Government is going to introduce 411 more buses, both AC and non-AC, on Bengal’s roads. This was announced by the Transport Minister in the Assembly on November 29. Both intra-city and inter-city routes will be covered. Some of these buses would also be run on environment-friendly compressed natural gas (CNG).

Of these, 156 buses would connect various towns in the districts. Chief Minister Mamata Banerjee had made announcements about these 156 routes during her administrative review meetings. Thakurnagar-Howrah, Memari-Kolkata and Jamalpur-Kolkata are among the new routes.

This is the latest in a series of introductions that the department has been carrying out since the last few months. Several were introduced in Kolkata prior to the FIFA Under-17 World Cup too.

Other buses to be introduced, said the Transport Minister, include 130 electric buses (of which 30 would be in the Asansol-Durgapur sector and the rest in and around Kolkata) and 20 electric buses in the township of New Town. Once charged, the electric buses would be able to run for 100 to 130 kilometres.

The Transport Minister also said that anyone wanting to run buses gets all sorts of help from the Transport Department, including loans on easy terms through the Gatidhara Scheme.

Five buses have been bought for running between Darjeeling and Mirik.

 

ডিসেম্বরে ৪১১ নতুন বাস রাস্তায় নামাবে রাজ্য

বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্যে ১৩০টি ইলেকট্রিক, পরিবেশ বান্ধব বাস নামাতে চাইছে রাজ্য পরিবহণ দপ্তর। এর মধ্যে ৩০টি বাস চলবে আসানসোল-দুর্গাপুর এলাকায়। একশোটি বৃহত্তর কলকাতায়।

বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পরিবহণমন্ত্রী একথা বলেন। এর বাইরে সরকারি খরচে কেনা ২০টি ইলেকট্রিক বাস শীঘ্রই নিউটাউনে চলতে শুরু করবে। এছাড়াও, ডিসেম্বরের মধ্যে আরও ৪১১টি সরকারি বাস রাস্তায় নামবে বলে মন্ত্রী বলেন। এর মধ্যে এসি এবং নন-এসি বাস রয়েছে।

পরিবহণমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাঙ্কের একটি প্রকল্পে রাজ্যে ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাস প্রতি ভর্তুকি হিসেবে প্রায় ৬০ লক্ষ টাকা পাওয়া যাবে। ওই প্রকল্পের যা মাপকাঠি, তাতে শুধু দুর্গাপুর-আসানসোল ও কলকাতা মহানগরীতে এই বাস চালানো যাবে।

বাসে ইলেকট্রিক চার্জ দেওয়ার জন্য দুর্গাপুর ও কলকাতায় দুটি ডিপোকে চিহ্নিত করা হয়েছে। কলকাতায় এসপ্লানেডে ট্রাম কোম্পানির ডিপোতে ইলেকট্রিক চার্জ দেওয়ার ব্যবস্থা তৈরি করা হচ্ছে। একবার চার্জ দিলে এই বাস ১০০-১৩০ কিলোমিটার চলবে। প্রাকৃতিক গ্যাস (সিএনজি) দিয়েও পরিবেশ বান্ধব বাস চালানোর উদ্যোগ নেওয়ার কথা মন্ত্রী জানিয়েছেন। যে ৪১১টি নতুন বাস কেনা হবে, তার মধ্যে সিএনজি চালিত বাসও আছে।

পরিবহণমন্ত্রী আরও বলেন, রাজ্যে চলা বেসরকারি বাসের সংখ্যা ২৪ হাজার ৮৩৮। সরকারি বাসের সংখ্যা ৩০৯১। বাম আমলের তুলনায় সরকারি বাস বেড়েছে। ২০১০-১১ সালে ২৭১১টি সরকারি বাস চলত। কেউ বেসরকারি বাস নামাতে চাইলে সরকার সবরকম সাহায্য করবে। গতিধারা প্রকল্পে বাস কেনার জন্য ঋণের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠকে বেশ কিছু নতুন রুটে বাস চালানোর কথা বলেছেন। নতুন যে বাসগুলি আছে তার মধ্যে ১৫৬টি ওই রুটগুলিতে চালানো হবে।

ঠাকুরনগর-হাওড়া, মেমারি-কলকাতা, জামালপুর-কলকাতা প্রভৃতি রুটে বাস চালানোর কথা জানিয়েছেন। পাহাড়ে চালানোর জন্য নতুন পাঁচটি বিশেষ বাস কেনা হয়েছে। এই বাসগুলি মিরিক ও দার্জিলিংয়ের মধ্যে চালানো হবে। কালিম্পংয়ে ট্রাক টার্মিনাল করা হচ্ছে। মিরিকের জন্য পাঁচ কোটি টাকা খরচ করে বাস টার্মিনাল করা হচ্ছে। সাঁতরাগাছি সহ বৃহত্তর কলকাতায় অনেকগুলি বাস টার্মিনালের উন্নয়ন করা হচ্ছে। বহরমপুরে একটি নতুন বাস টার্মিনাল করার জন্য পুরসভাকে টাকা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ছাত্রদের কম ভাড়ায় যাতায়াতের জন্য স্মার্ট কার্ড চালু করেছে। অন্য দুটি সরকারি পরিবহণ সংস্থাকে এরকম ব্যবস্থা করতে বলা হয়েছে।

Source: Bartaman 

State to ply 110 special buses for FIFA U-17 World Cup spectators from Salt Lake Stadium

Kolkata is one of the host cities for FIFA U-17 World Cup. Several important matches of the tournament are to held in the next few days – quarter-final, third-place play off and final – at the Vivekananda Yuba Bharati Krirangan (popularly called Salt Lake Stadium).

It is estimated that there will be huge turnouts at the stadium for these matches and so the police and administration are taking all possible measures to ensure the convenience of the spectators.

Keeping the return journey of the spectators in mind, the State Government has decided to run 110 special buses on the days of the matches on three routes – from Amul Island near the stadium to Sealdah, Howrah and Jadavpur.

The buses will be stationed at GD Island and from 6:30 pm, they will start leaving along the three routes based on demand.

 

 

Source: Millennium Post

 

বিশ্বকাপে দর্শকদের সুবিধার্থে এবার ১১০টি বাস চালাবে রাজ্য

কলকাতায় বিশ্বকাপের খেলা এখনও অনেকগুলি বাকি। তার মধ্যে আছে কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থানের খেলা ও ফাইনাল খেলা। এই খেলাগুলিকে কেন্দ্র করে মানুষের ভিড়ের পরিমাণ সর্বাধিক হতে পারে তার অনুমান করে ফেলেছে পুলিশ।

মানুষের ফেরার সময় বাসের চাহিদার কথা মাথায় রেখে স্পেশ্যাল ১১০টি বাস – যা রাজ্যের পক্ষ থেকে বিশ্বকাপ উপলক্ষে চালু করা হয়েছিল – তিনটি রুটে চালানো হবে। এই রুটগুলি হল, আমুল আইল্যান্ড থেকে শিয়ালদহ, হাওড়া ও যাদবপুর। কারণ, এই তিনটি রুটের বাসের চাহিদা সব থেকে বেশী।

খেলা শেষ হওয়ার আগে, অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওই বাসগুলিকে জিডি আইল্যান্ডের কাছে দাঁড় করিয়ে রাখবে পুলিশ। পরে চাহিদা অনুযায়ী, ওই বাসগুলিকে বিভিন্ন রুটে ভাগ করে মানুষের যাতায়াতের সুবিধে করে দেওয়া হবে।

Pollution-free buses – New initiative for Kolkata’s public transport

Commuters in the city will soon be able to travel on pollution-free buses. These buses will run, not on diesel or CNG, but on electricity with the help of rechargeable batteries.

Referred to as ‘electric buses’ by the Transport Department, 25 such vehicles will initially ply in the city on a trial basis. It has been decided that for starters, these buses would be recharged at the various tram depots in the city. Their routes would also be fixed from there.

A Department source said that the West Bengal Transport Corporation has experience in operating electric vehicles. Trams, which have been plying in Kolkata for over a century now, are a primary example. Hence, the electric buses would also have their depots in the tram depots, which already have electrical infrastructure.

It may be pointed out that running electric buses is comparatively much cheaper than running fuel-run buses. They are not just pollution-free from exhaust but also from noise, the levels of which are much less compared to conventional buses. Keeping all these advantages in mind, the Department has decided to go ahead with the pilot project. The number of such buses will be increased later.

 

কলকাতায় চালু হবে ইলেকট্রিক বাস

আর কিছু দিনের মধ্যে শহরের যাত্রীরা এবার দুষণহীন বাসে সফর করতে চলেছেন। কারণ বাসগুলো হবে ব্যাটারিচালিত। এ ধরনের বাসে থাকে রিচার্জেবল ব্যাটারি। আর সেই ব্যাটারির বিদ্যুতেই বাস চলে। পরিবহন দপ্তর এটিকেই বলছে ইলেকট্রিক বাস।

প্রথম দফায় ২৫টি বাস পরীক্ষামূলকভাবে চলবে কলকাতায়। এ ধরনের বাস সাধারণ বাস থেকে আলাদা হয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কলকাতার ট্রাম ডিপো থেকে এই বাসের রুট তৈরি করা হবে।

দপ্তরের এক সূত্রের বক্তব্য, বিদ্যুৎ চালিত যান চালানোর অভিজ্ঞতা পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের রয়েছে। বহু বছর ধরেই কলকাতায় চলছে বিদ্যুৎ চালিত ট্রাম। তাই ট্রাম ডিপোগুলোতে বিদ্যুৎ সংক্রান্ত কিছু পরিকাঠামো তৈরিই রয়েছে। এখানেই নয়া বাসের ব্যাটারিগুলো চার্জ দেওয়া যেতে পারে।

ওই সূত্রের কথায়, এ ধরনের বাস চালানোর খরচ তুলনামূলকভাবে অনেক কম এবং এই বাস পরিবেশবান্ধব। এ ধরনের বাস থেকে শব্দও কম হয় এবং খনিজ তেলও লাগে না। সেসব বিবেচনায় এনেই এই বাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে।

পরবর্তীকালে ইলেকট্রিক বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পরিবহন মহল সূত্রের খবর।

Source: Sangbad Pratidin 

 

 

Pathadisha app and transport card increasing popularity of State Govt’s AC buses

Calculations by the Bengal Transport Department have shown that the Pathadisha app and the transport card – both initiatives by the State Government – have resulted in increased popularity and hence, earnings for the Government-run AC buses.

The Pathadisha app has enabled people to know the real-time location of the buses, therefore, they now know exactly how long to wait or when to leave home. Therefore, more people are availing of the buses. The transport card has helped too, as people no longer need to have ready cash.

Both the initiatives are first-of-its-kind initiatives by the Bengal Government, and people are benefitting a lot. Because of the intense summer, more and more people are travelling on these buses.

Currently, CSTC runs 234 AC buses, earning from which in May 2017 stood at Rs 4,77,79,000, up from Rs 4,13,75,000 in April 2017, which was an improvement too from the previous month’s Rs 3,55,83,000, which combine to Rs 12,47,37,000. The earning from the same three months in 2016 was Rs 10,50,59,000. Therefore, there has been an increase of 18.37 per cent.

The department has further plans to improve on the aspects which have led to this increase in earnings.

অ্যাপ ও ট্রান্সপোর্ট কার্ডের দৌলতে সরকারি এসি বাস থেকে আয় বাড়ছে

সরকারের এসি বাসে টিকিট বিক্রি বাড়িয়ে দিয়েছে অ্যাপ এবং ট্রান্সপোর্ট কার্ড। চলতি গরমে এসি বাসগুলি থেকে আয় কত হল, তা নিয়ে গত কয়েকদিন ধরে হিসাব চলছিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমে।
নিগম সূত্রে জানা গিয়েছে, গত মার্চ থেকে তুলনামূলকভাবে প্রতি মাসেই বেড়েছে এসি বাসের আয়। এবারের গরমে মোট আয় গত বছরের থেকেও অনেকটাই বেশী।

পথদিশা অ্যাপ চালু এবং ট্রান্সপোর্ট কার্ডের জনপ্রিয়তা বাড়তে থাকাতেই গরমে এসি বাসের আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী বলে মনে করছেন কর্তাদের অনেকেই।অ্যাপের মাধ্যমে বাসের খবর যাত্রীরা আগাম জানতে পারায় সরকারি বাসের উপরে নির্ভরতা বেড়েছে আরও। তাতে বেড়েছে যাত্রী সংখ্যাও। তারই প্রভাব পড়েছে আয়ের উপরে।

গত মার্চ মাসে এসি বাসগুলি থেকে মোট আয় হয়েছে ৩কোটি ৫৫লক্ষ ৮৩হাজার টাকা। এপ্রিল মাসের হিসেবে দেখা যাচ্ছে, বাসগুলি থেকে আয় বেড়ে হয়েছে ৪ কোটি ১৩লক্ষ ৭৫হাজার টাকা। মে মাসে এসি বাসগুলি থেকে আয় বেড়েছে আরও। ওই মাসে এই খাতে মোট ৪কোটি ৭৭লক্ষ ৭৯হাজার টাকা আয় হয়েছে। সব মিলিয়ে চলতি গরমে শুধু এসি বাস থেকেই মোট আয় হয়েছে ১২কোটি ৪৭লক্ষ ৩৭হাজার টাকা।

গত বছরের তুলনায় এ বছর এসি বাসের সংখ্যায় কোনও হেরফের হয়নি। তা সত্ত্বেও গত বছরের গরমের তিন মাসের তুলনায় এবার আয় অনেকটাই বেড়েছে। গত বছরে এই তিন মাসে মোট আয় হয়েছিল ১০কোটি ৫০লক্ষ ৫৯হাজার টাকা অর্থাৎ শতাংশের হিসাবে এবারে আয় বৃদ্ধি পেয়েছে ১৮.৩৭ শতাংশ।

প্রসঙ্গত, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশেষ এই অ্যাপটির সূচনা করেছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যাপ ছাড়াও ট্রান্সপোর্ট কার্ড চালু করাকেও আয়বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে দেখা হচ্ছে। গত মার্চ মাস থেকে নয়া কার্ড চালু হয়ে যাওয়া এবং ক্রমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াও এসি বাসের আয়বৃদ্ধির অন্যতম কারণ।

 

 

70 State bus terminuses to be renovated and modernised

The Bengal Government has taken grand up plans to renovate and modernise 70 bus terminuses in the State. The work for 20 would be completed in the first phase (by this December) and that for 50 more in the second phase.

Among the first 20 are the terminuses in Jadavpur, Garia, Taratala, Joka, Esplanade, Howrah, Kolkata Airport and Santragachi (three terminuses each in the last two places).

Among the facilities to be provided at each modernised terminus would be a passenger centre, an information centre manned by employees of the State Transport Department, a digital time table and an elevated display board, public address system, comfortable seating arrangements and a park, with a separate space for children.

Besides all the terminuses would be fully covered and would have floors paved with costly stones. There would be adequate lighting, arrangement for drinking water and toilets too. The area around the terminuses would be decorated with plants.

 

৭০টি বাস টার্মিনাসের আধুনিকীকরণ করবে রাজ্য সরকার

ভঙ্গুর টার্মিনাসগুলো আমূল সংস্কারের মাধ্যমে সুসজ্জিত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের ৭০টি বাস টার্মিনাসকে সংস্কার করে যাত্রী সহায়ক গড়ে তোলা হবে। প্রথম ধাপে ২০ টি টার্মিনাসের কাজ শুরু হবে। ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। পরে বাকি ৫০টির কাজও শেষ হয়ে যাবে।

প্রথম পর্যায়ের এই ২০টি টার্মিনাসের তালিকায় রয়েছে যাদবপুর, গড়িয়া, তারাতলা, জোকা, এসপ্ল্যানেডের ট্রাম টার্মিনাস থেকে শুরু করে হাওড়া, বিমানবন্দরের ৩টে এবং সাঁতরাগাছির ৩টে টার্মিনাসও।

অত্যাধুনিক বাস টার্মিনাসগুলির বিশেষ সুবিধাঃ

টার্মিনাসগুলির ভিতরে তৈরী হবে পার্ক। পার্কের ভিতরে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম থাকবে। টার্মিনাসের মাথার ওপর শেড থাকবে, মেঝে তৈরী করা হবে দামি পাথর দিয়ে। যাত্রীদের বসার জন্য থাকবে আরামদায়ক আসন।

এছাড়াও যাত্রী সুবিধার্থে ডিজিটাল টাইম টেবিল এবং এলিভেটেড ডিস প্লে বোর্ড থাকবে। এর মাধ্যমে বাস ছাড়ার ও পৌঁছানোর নির্দিষ্ট টাইম জানা যাবে। একইসঙ্গে বাস টার্মিনাসের ভিতরেই তৈরী করা হবে ‘অনুসন্ধান কেন্দ্র’। এখানে সবসময় একজন করে পরিবহণ দপ্তরের কর্মী থাকবেন যার কাছ থেকে যাত্রীরা বাস সম্পর্কে সব রকম তথ্য পাবেন।

পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম, পর্যাপ্ত আলো, পরিস্রুত পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা থাকবে বাস টার্মিনাসগুলোয়। পুরো টার্মিনাস এলাকাগুলো গাছগাছালি দিয়ে সাজিয়ে তোলা হবে, বাস প্রবেশ ও প্রস্থানের জন্য তৈরী হবে সুদৃশ্য গেট।

Bengal Govt to start environment-friendly CNG bus service in Asansol-Raniganj

Bengal government is committed towards prevention of pollution levels in the State. To achieve this goal, the government is taking several initiatives. The government is going to introduce environment-friendly buses in the State.

The Chief Minister will flag off seven CNG buses today on the sidelines of Khadya Sathi Dibas and Police investiture ceremony. The buses will start plying on the roads for public from 30 January, 2017.

Two private bus manufacturing companies have been given the contract to make 20 CNG buses, out of which 10 are ready. Seven of these will be displayed at Red Road today. The CNG bus service will be initially rolled out in Asansol-Raniganj region.

 

রাজ্যে পরিবেশ-বান্ধব সিএনজি বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার

দূষণ রোধের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতোই সারা রাজ্য জুড়ে পরিবেশ-বান্ধব বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ রেড রোডে সাতটি সিএনজি বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবেশ-বান্ধব বাসগুলি রেড রোডের প্রদর্শনীতেই প্রথম বার পথে নামবে। এর পর ৩০ তারিখ থেকে তা রাস্তায় চলবে।

রাজ্য সরকার দু’টি বাস প্রস্তুতকারী সংস্থাকে মোট ২০টি বাস তৈরির জন্য বরাত দিয়েছে। তার মধ্যে ৭টিকে রেড রোডে এ দিন বের করা হবে। এই পরিষেবা প্রথমে রানিগঞ্জ ও আসানসোলের মধ্যে চালু করা হবে ।

Bengal promotes green transport in Asansol-Durgapur area

The state environment department has taken up an initiative to run CNG run vehicles in Asansol-Durgapur area. Easy availability of CNG in the region has prompted the state government to introduce the environment friendly transport in the industrial and trading hubs.

The change from the present system of running the public transport system will be implemented in phases. In the first phase 500 state run buses will be asked to convert into CNG. Apart from this fleet of South Bengal State Transport Corporation (SBSTC) run buses, the state will ask at least 2000 auto rickshaw operators in the Durgapur-Asansol area to opt for CNG, state environment minister Sovan Chatterjee said.

If the experiment in this region bears fruit, the same will be offered as an option for Kolkata and its adjoining areas, Chatterjee said. The state environment department will give Rs 5 crore to the state transport department for the conversion.

Easy availability of Coal bed methane gas which is a variant of CNG has made the conversion possible in the area. There are two private firms which are producing the natural gas in the region. This makes the conversion easy for us,” the minister said.

 

যৌথ উদ্যোগে পরিবেশ বান্ধব যান এবার রাজ্যে

এসবিএসটিসি আর পরিবেশ দফতরের যৌথ উদ্যোগে এবার রাজ্যে নামছে পরিবেশ বান্ধব বাস ও অটো৷ ইতিমধ্যেই নতুন এই বাস, অটো চালু করার জন্য এসবিএসটিসি-কে পাঁচ কোটি টাকা দিয়েছে পরিবেশ দফতর৷

পরিবেশ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৈরি হয়ে গিয়েছে ব্লু প্রিন্ট৷ দু’টি কোম্পানির সঙ্গে কথাও হয়ে গিয়েছে৷ যার মধ্যে সবুজ সঙ্কেতও দিয়েছে একটি কোম্পানি৷ কেমন হবে পরিবেশ বান্ধব যান? মূলত ন্যাচারাল গ্যাস বা সিএনজিতে চলবে এই বাস এবং অটো৷ এই সমস্ত যান বাহনে দূষণের পরিমাণও অনেক কম৷ কলকাতার রাস্তায় কাটা তেলের অটোর বদলে এখন যেমন সিএনজি গ্যাসের অটো চলছে একই কায়দায় চলবে এই ধরনের যানবাহন৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২০০০ অটো ও ২৫টা বাস নামবে রাস্তায়৷ তবে এখুনি কলকাতার রাজপথে নয়, পরীক্ষামূলকভাবে প্রথমে আসানসোল, দুর্গাপুরেই চলবে এই পরিবেশ বান্ধব বাস ও অটো৷

পরিবেশ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেছেন, “দীর্ঘদিন ধরেই রাজ্যে পরিবেশ দূষণ রোধ করার কথা ভাবছে রাজ্য সরকার৷ তারই ফলশ্রুতি হিসাবে চালু হচ্ছে এই পরিবেশ বান্ধব যান৷” ‘এসার’ আর ‘জিইসিএল’ নামে দু’টি প্রাকৃতিক গ্যাসের কোম্পানির সঙ্গে কথা হয়েছে৷ আপাতত দুর্গাপুর, আসানসোলে চললেও পরবর্তীকালে কলকাতার রাজপথেও এই ধরনের যানবাহন চালানোর কথা ভাবছে রাজ্য সরকার৷