Bangla CM inaugurates Jeevan Shakti – an app for blood banks

Chief Minister Mamata Banerjee recently inaugurated an app named ‘Jeevan Shakti’ that will provide information regarding the availability of blood in government blood banks across Bangla.

The citizen-centric app has been developed by the State Health and Family Welfare Department. The mobile app will prove extremely handy for patients and their relatives, who will be able to trace donors and find out the availability of blood at the government-run blood banks.

The main features of the app are a list of donors in the State, along with their names, mobile numbers, addresses and the blood groups they belong to. Interested persons can enrol themselves in the app as potential donors.

Bengal Govt to open 10 more blood banks, 21 more component units

The Bengal Government is to open ten more blood banks in the state in 2018. With these, the total number in the state will increase to 84.

Not just that, with the increasing demand for blood components, the government is setting up blood component separation units (BCSU) in 21 existing blood banks. The work for these would be over before the panchayat elections. With these 21, the number of BCSUs would increase to 38.

The above information came from a senior official of the State Health Department.

The new blood banks would be located in Birpara, Tehatta, Dinhata, Nandigram, Metiabruz, Salboni, Debra, Mathabhanga, Falakata and Sagardighi. The new BCSU would be set up in the blood banks located in Chinsurah, Howrah, Bishnupur, Purulia, Darjeeling, Siliguri, Kalimpong, Jalpaiguri, Alipurduar, Raiganj, Balurghat, Barasat, Basirhat, Diamond Harbour, Siuri, Rampurhat, Jhargram and Tamluk.

 

রাজ্য সরকারের উদ্যোগে আরও ১০টি নতুন ব্লাড ব্যাঙ্ক, ২১ কম্পোনেন্ট ইউনিট

ঘটনা-দুর্ঘটনা, বিপদ-আপদ হোক বা জটিল অসুখ-বিসুখ— কারণ যাই হোক না কেন, রাজ্যজুড়ে রক্তের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলেছে আরও নতুন ১০টি ব্লাড ব্যাঙ্ক। ২০১৮ সালের মধ্যে এগুলি চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। ফলে রাজ্যে সরকারি ব্লাড ব্যাঙ্কের সংখ্যা শীঘ্রই বেড়ে হবে ৮৪।

এছাড়া ২১টি ব্লাড ব্যাঙ্ককে প্লাজমা, প্লেটলেট, প্যাকড সেল সহ রক্তের বিভিন্ন ধরনের উপাদান পৃথকীকরণ ইউনিটে (ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট) উন্নীত করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যভবন। তাতে এ ধরনের ইউনিটের সংখ্যা বেড়ে হবে ৩৮।

প্রস্তাবিত নতুন ব্লাড ব্যাঙ্কগুলি হবে বীরপাড়া, তেহট্ট, দিনহাটা, নন্দীগ্রাম, মেটিয়াবুরুজ, শালবনী, ডেবরা, মাথাভাঙা, ফালাকাটা এবং সাগরদিঘিতে। আর যেসব ব্লাড ব্যাঙ্ককে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিটে পরিণত করা হবে, সেগুলি হল চুঁচুড়া, হাওড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, বারাসত, বসিরহাট, ডায়মন্ডহারবার, সিউড়ি, রামপুরহাট, ঝাড়গ্রাম ও তমলুক জেলা হাসপাতাল এবং ক্যানিং মহকুমা হাসপাতাল, নন্দীগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতাল ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল।

Source: Bartaman

Bengal CM to inaugurate three more blood banks, four more platelet separation units

Three more blood banks are going to be set up by the Bengal Government – two in south Bengal and one in the north. Chief Minister Mamata Banerjee would inaugurate all three on October 11.

The blood banks are being set up in Panskura in Purba Medinipur district, Gopiballavpur in Paschim Medinipur district and Chanchal in Malda district. All the three are located inside multi super-speciality hospitals. These hospitals are a brainchild of Mamata Banerjee for creating a high-quality health infrastructure in her beloved Bengal.

With the completion of these three, the number of State Government-run blood banks has risen from 70, and combined with private blood banks, to 131.

To complement the demand for blood components, the government has set up four more platelet separation units – at Nadia and Asansol District Hospitals, Cooch Behar MGN Hospital and Murshidabad Medical College Hospital. This would take the number of component separation units in State Government hospitals to 17.

Nowadays, doctors often prescribe separate blood components like platelets, plasma, etc. for patients as not always are all components of blood required. This also saves precious units of blood, which can be used only when required.

There are two main ways to increase the number of units of blood components available – to organise regular blood donation camps (which the Bengal Government conducts regularly, and also, under active encouragement by the government, do various clubs, doctors’ and other associations, etc.) and to separate components from 80 per cent of the blood collected.

According to State Health Department officials, plans are on to put up display boards at all government blood banks with information on the number of units of blood and blood components at the current time.

 

রাজ্যে চালু হচ্ছে তিনটি নতুন সরকারি ব্লাড ব্যাঙ্ক, সঙ্গে আরও চারটি প্লেটলেট পৃথকীকরণ ইউনিট

রাজ্যে চালু হচ্ছে আরও ৩ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক। এগুলি হচ্ছে পাঁশকুড়া, চাঁচোল এবং গোপীবল্লভপুরে। এই ৩ টি জায়গাতেই সুপার স্পেশালিটি হাসপাতালে এই ব্লাড ব্যাঙ্ক চালু হবে।

আগামী ১১ অক্টোবর এই ৩ টি ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলি চালু হলে রাজ্যে ব্লাড ব্যাঙ্কের সংখ্যা ৬৭ থেকে বেড়ে হবে ৭০। সরকারি-বেসরকারি মিলিয়ে এই সংখ্যাটি বেড়ে হবে ১৩১টি।

শুধু ব্লাড ব্যাঙ্কই নয়, রাজ্যে প্লেটলেট এবং বিভিন্ন ধরনের রক্তের উপাদানের চাহিদা মেটাতে আরও ৪ টি রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা বা কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হচ্ছে। এগুলি হবে নদীয়া ও আসানসোল জেলা হাসপাতাল, কোচবিহার এমজিএন হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এগুলি চালু হলে রাজ্যে সবশুদ্ধ ১৭ টি জায়গায় রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা থাকবে।

সাধারণ মানুষ যাতে প্রতি মুহূর্তে রক্ত, প্লেটলেট এবং অন্যান্য উপাদানগুলির স্টক সম্পর্কে জানতে পারেন, সেজন্য প্রতিটি সরকারি ব্লাড ব্যাঙ্কের সামনে ডিসপ্লে বোর্ড চালু করতে হবে।

Source: Bartaman

Online service – e-raktakosh – to give information about availability of blood in Bengal

Information about supplies of blood in the blood banks of Bengal, be they government or private – how many units of which blood group are available – can now be had online. This service, called e-raktkosh, facilitated by Chief Minister Mamata Banerjee, was inaugurated recently.

Currently, Bengal has 67 State Government blood banks, 15 Central Government blood banks and 46 private blood banks. According to information available from the website, as of August 7, there were 10,544 units of blood available in the state.

Recently, as part of its sixth foundation day, the State Government had organised state-wide blood donation camps, as a result of which a large amount of blood has been deposited in the state’s blood banks.

 

Source: Aajkal

 

 

ব্লাড ব্যাঙ্কের তথ্য দেবে ই-রক্তকোষ

কোন ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের রক্ত আছে, তা ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। নাম দেওয়া হয়েছে ই-রক্তকোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।

সরকারি ও বেসরকারি মিলে রাজ্যে ১১৭টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। ৭ আগস্টের তথ্য অনুসারে, রক্ত রয়েছে ১০হাজার ৫৪৪ ইউনিট। ন্যাশানাল হেলথ পোর্টালে গিয়ে এই অপশনে ক্লিক করলেই রক্তকোষের তথ্য বেরিয়ে আসবে। সরকারি লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাঙ্কের সংখ্যাঃ- সরকারি ৬৭ টি, কেন্দ্রীয় ১৫ এবং বেসরকারি ৪৬টি।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তাঁদের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক মাস ব্যাপী সারা রাজ্যে রক্তদান শিবিরের আয়োজন করেন। এর ফলে বিপুল পরিমাণ রক্ত জমা হয় রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে।

 

India’s largest e-blood bank coming up in New Town

India’s largest e-blood bank is coming up in New Town, on the outskirts of Kolkata. This would be another state-of-the-art infrastructural addition to New Town, one of the designated smart cities by the Bengal Government.

The idea behind an e-blood bank is that any person would be able to get detailed information on the availability and types of blood through the internet. This would be a big boon for the people of not only New Town, but across the State.

The project, coming up on 3 acres, is going to be executed by the State Health Department. The blood bank would be located beside Tata Medical Centre.

 

নিউ টাউনে তৈরী হবে দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক

দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক তৈরী হবে কলকাতার নিউ টাউনে। প্রায় ৩ একর জমিতে তৈরী হবে এই ব্লাড ব্যাঙ্ক। টাটা মেডিকেল সেন্টারের পাশে হবে এই ব্লাড ব্যাঙ্ক।

এই ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হলে যে কোন মানুষ ইন্টারনেটের মাধ্যমেই ঘরে বসে দেখে নিতে পারবেন ওই ব্লাড ব্যাঙ্কে তার প্রয়োজনীয় রক্ত পাওয়া যাবে কিনা।

আগামী দিনে এই ব্লাড ব্যাঙ্কের চাহিদা নিউ টাউন তথা সারা রাজ্যের মানুষের কাছে অনেকটা বেড়ে যাবে।

 

 

 

New frontiers in healthcare: WB CM inaugurates slew of projects

West Bengal Chief Minister Ms Mamata Banerjee on the auspicious day of the Kanyashree Divas inaugurated a bouquet of developmental projects for the improvement of the health sector in the State.

The medical services inaugurated are:

• Critical Care Units at RG Kar Medical College & Hospital and Diamond Harbour District Hospital

• High Dependency Units at Arambag and Khatra Sub-divisional hospitals

• Dialysis Units at Purulia District Hospital and Bolpur Sub-divisional hospitals

• Digital X-ray services at Uttar Bangal College & Hospital, Darjeeling and Diamond Harbour District Hospitals, and College of Medicine, Jawaharlal Nehru Memorial Hospital, Kalyani.

• CT Scan Units at Bishnupur and Raiganj District Hospitals

• Blood Banks at Nabadweep State General Hospital, Baruipur and Gangarampur Sub-divisional hospitals

The Chief Minister also inaugurated the administrative offices of the Chief Health Director and the regional Health Transport Office of the Medinipur.

West Bengal to have 12 new blood banks

West Bengal Government is coming up with 12 new ultra modern blood banks. Currently the state has 58 blood banks including the banks in all the state run hospitals in Kolkata and in the districts.

There is a severe crunch in the blood requirement especially in the villages so the government has now decided to have the new blood banks in the backward districts of the state namely – Bankura, Jalpaiguri, Purba and Paschim Medinipur, Murshidabad, 24 Parganas (South) and Cooch Behar.

Out of the 12 new announced, Bankura to get three blood banks in Chhatna, Onda and Borjora, one in Falakata in Jalpaiguri district. Paschim Medinipur to get four – Shalboni, Dobra, Nayagram and Gopiballabpur. Pashkura and Nandigram in Purba Medinipur. Sagardighi in Murshidabad and Metiabruz in 24 Parganas (South). The two in Cooch Behar are in Dinhata and Mathabhanga.

For these ultra modern 12 blood banks 210 new posts have been approved by the West Bengal Government. Every bank will have three medical officers and four technicians.