Dropout rates in govt-sponsored schools significantly down

The dropout rates of students in government-sponsored schools have plummeted in the last one year. This was stated by the State Education minister in the Assembly on November 19, in reply to a question.

The minister also said that the student-teacher ratio would be rationalised soon for the betterment of overall education at school level.

The minister presented comprehensive data on the school dropout rates, level by level, which is presented below (for academic year 2016-17 and 2017-18):

  • Primary: 3.85% to 2.12% (decrease by 44.94%)
  • Upper primary: 7.5% to 0.17% (decrease by 97.63%)
  • Secondary (Madhyamik): 26.32% to 14.64% (decrease by 44.38%)
  • Higher Secondary (Uccha Madhyamik): 21.52% to 11.04% (decrease by 48.61%)

 

Regarding teacher-student ratio, he categorically stated that the rationalisation process for making the teacher-student ratio to 1:20 has already been started, and would be completed within the next two to three months.

Bengal Education Minister expresses concerns over Blue Whale game

Bengal Education minister Partha Chatterjee expressed concerns over the allegations of a number of students getting victimised by the Blue Whale game across the state.

On the sidelines of an event to organise Public Library Day by the Department of Mass Education & Library Sciences, Chatterjee said: “The Blue Whale game should be stopped immediately. We have asked the schools to ensure that students do not carry mobile phones to schools and the authorities should be on alert.”

s many as 25 government schools in the city have been identified where UNICEF will conduct workshops regarding use of “safe Internet” by school children. Simultaneously, a workshop will be conducted in a few private schools as well.

Among the government schools, Hindu School, Jodhpur Park School, Binodini Girls are few of the schools that have been selected where such workshops will be conducted. Students of nearby schools will also be asked to attend.

The association of ICSE schools in Bengal will hold a sensitisation workshop on online gaming and Internet addiction, covering around 200 schools.

 

ব্লু হোয়েল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যে ক্রমশ বাড়ছে ব্লু হোয়েল গেমের দাপট। তাই এই মারণ কেলার হাতছানিতে রাস টানতে কড়া অবস্থান নিল শিক্ষা দপ্তর।

শিক্ষামন্ত্রী জানালেন স্কুল চলাকালীন শিক্ষক এবং পড়ুয়ারা মোবাইল ব্যবহার করতে পারবেন না। এদিকে শহরের ৩০টি স্কুলের পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল নিয়ে সচেতন করতে কর্মশালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু হোয়েল নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী বলেন, “ব্লু হোয়েলের মতো খেলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অনেকে এই খেলায় অংশ নিয়ে মারা গেছে। এই খেলা আটকাতেই হবে। এটা কি কোনও খেলা হল?‌”পড়ুয়াদের ব্লু হোয়েলের হাত থেকে রক্ষা করতে বই পড়ার অভ্যেস বাড়ানোর দিকেও জোর দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‌আমাদের কাছে অভিযোগ এসেছে ক্লাস চলাকালীন পড়ানো থামিয়ে শিক্ষক–শিক্ষিকারা মোবাইলে কথা বলছেন। সেই সুযোগে পড়ুয়ারা মোবাইলে গেম খেলছে। এটা চলতে পারে না। আমরা চাই স্কুলে পড়াশোনার সময়টুকুতে যেন পড়াশোনাই হয়। স্কুল চলাকালীন শিক্ষক–পড়ুয়া সবাইকেই মোবাইল বন্ধ রাখতে হবে। তবে এটা কোনও বিজ্ঞপ্তি দিয়ে হবে না। স্কুলগুলিকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।’‌

ইন্টারনেটের ব্যবহার নিয়ে কর্মশালায় ২৫টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও ৫টি বেসরকারি স্কুল অংশ নেবে। রাজ্যের আইসিএসই বোর্ডের অধীনস্থ স্কুলগুলিও ইন্টারনেটের ব্যবহার এবং ব্লু হোয়েল নিয়ে পড়ুয়াদের সচেতন করতে কর্মশালা করতে চলেছে। সিবিএসই স্কুলগুলিও এ ব্যাপারে নজরদারি বাড়াতে বলেছে। ‌

Source: Bartaman