People will reject ideology-less CPM, directionless Congress and issue-less BJP: Abhishek at Barasat

Trinamool Youth Congress President and Lok Sabha MP Abhishek Banerjee today addressed a mega rally at Barasat Kacchari Maidan. This was his second public rally after recovering from the frightful car accident in October, 2016.

The first rally, which Abhishek termed as the beginning of a ‘second innings’, was held at Diamond Harbour SDO ground on April 2, 2017.

Abhishek slammed the Opposition calling the CPI(M) ideology-less, Congress as directionless and BJP as issue-less power greedy party. He said that more the attempts are made to malign Mamata Banerjee, the stronger Trinamool will become.

“We will not allow any communal violence in Bengal. We will not allow the peace and harmony of the State to be destroyed,” he said. He asked party workers to prepare posters warning people to beware of ‘chhoddobeshi’ CPI(M) and ‘poddobeshi’ BJP. He slammed the BJP saying Modi promised development but his party is full of rioters and child traffickers. He also said what someone wears or eats is their personal choice and no one should interfered.

On demonetisation he said that Trinamool wants black money to be recovered but not at the cost of the poor people. He slammed the BJP for not allowing obituary references in Parliament to those who died due to demonetisation. “People do not have the right to access their own money. What times are we living in? Our leader held protests across the country on this issue”.

Calling the BJP “Bangla Jalao Party” and “Bachcha Jharo Party”, Abhishek Banerjee said, Trinamool has fulfilled the promises made in the Manifesto and is working towards turning Bengal around. He asked the party workers to start preparing for Panchayat elections.

নীতিহিন সিপিএম, চরিত্রহীন কংগ্রেস আর উদ্দেশ্যহীন-ক্ষমতালোভী বিজেপিকে বাতিল করবে মানুষঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ বারাসাতের কাছারি ময়দানে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর অক্টোবর মাসের দুর্ঘটনার পর এটা হবে তাঁর দ্বিতীয় জনসভা।

গত রবিবার ডায়মন্ড হারবারের এসডিও মাঠে অভিষেক নিজের রাজনৈতিক জীবনের “দ্বিতীয় অধ্যায়” শুরু করেন। সেই সভায় বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন অভিষেক।

“বাংলা কারো কাছে মাথা নত করে নি। যা করার করুক, আমরা দিল্লীর সামনে হারব না। ইস্যুহীন কংগ্রেস, চরিত্রহীন সিপিএম ও দিশাহীন ক্ষমতা লোভী বিজেপি একসঙ্গে হয়েছে,” বলেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • আপনাদের আশীর্বাদ দোয়া, প্রার্থনার জন্য আজ আমি আপনাদের সামনে এসেছি। উন্নয়নের রথ অব্যাহত রয়েছে সেটা আপনাদের জনসমুদ্রতেই প্রমাণিত
  • তৃণমূল সাধারণ মানুষের অহংকার, অলংকার, জেদ ও আবেগ। তৃণমূলের বিরুদ্ধে যত কুৎসা হয় দল ততই শক্তিশালী হয়
  • আগামী পঞ্চায়েত নির্বাচনে পর উত্তর ২৪ পরগনার কোন গ্রামে সিপিএম-বিজেপি-কংগ্রেস কে খুঁজে পাওয়া যাবে না। এই রাজ্যে নীতিহিন সিপিএম, চরিত্রহীন কংগ্রেস আর উদ্দেশ্যহীন-ক্ষমতালোভী বিজেপি এক হয়ে তৃণমূল নেত্রীকে কলঙ্কিত করে চলেছে। মানুষ এটা মেনে নেয়নি আর নেবেও না
  • সিবিআই, ইডি দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না। এই বাংলাকে ভাগ হতে দেব না। কোন রকম সাম্প্রদায়িকতা বরদাস্ত করব না
  • নেতাজি বলেছিলেন, ‘তোমরা আমাকে রক্ত দাও। আমি তোমাদের স্বাধীনতা দেব’।  বিজেপি বলে আমাকে কুর্সি দাও, আমরা বাংলায় রক্তের বন্যা বইয়ে দেব।
  • আগে ছদ্মবেশী সিপিএম মুখে লাল কাপড় বেঁধে মানুষকে অত্যাচার করত, এখন মুখে গেরুয়া কাপর বেঁধে পদ্মবেশী বিজেপি এই বাংলাকে হিন্দু-মুস্লিমে ভেঙে দিতে চাইছে।
  • যতই সিপিএম জঘন্য ভাষায় আমাদের আক্রমণ করুক, আমি আমাদের দলের কর্মীদের বলব ‘সংযত থাকো উত্তরটা ব্যালট বাক্সে ওরা পেয়ে যাবে’।
  • পোস্টার বানান, ‘ছদ্মবেশী ও পদ্মবেশী হইতে সাবধান’। বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্র। কেন্দ্র কোন টাকা পাঠাচ্ছে না।
  • মোদী প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়ন করবে। কিন্তু তিনি বাংলায় দুটি জিনিস দিয়েছেন। দাঙ্গাবাজ ও বাচ্চা চোর। শিশু পাচারে যারা জড়িত তার পূর্ণ তদন্ত হওয়া উচিত।
  • আমাদের সরকার কন্যাশ্রী, সবুজ সাথী, নতুন রাস্তা, খাদ্য সাথী, স্কলারশিপ, গীতাঞ্জলী, হাসপাতাল সব করেছে। আমাদের লক্ষ্য বাংলার মানুষের পাশে থাকা এবং বাংলার মানুষের হয়ে লড়াই করা।
  • আমাদের কর্মীরা আমাদের সম্পদ, পুরনো যেসব কর্মীরা লড়াই করে রক্ত দিয়ে সংগ্রাম করেছে, তাদেরকে সম্মান দিতে হবে। তৃণমূল যারা করবে তাদের দিদির সংগ্রামকে পাথেয় করে চলতে হবে।
  • কে কি পরবে, কে কি খাবে সেটা তাদের পার্সোনাল চয়েস, আমার টাকা আমার কাছে থাকতে পারছে না। এরকম খারাপ দিন আগে কখনও আসেনি। ২০১৯-এ বিজেপি এসবের ফল পেয়ে যাবে।
  • বিজেপি মানে বাংলা জ্বালাও পার্টি আর বাচ্ছা ঝাড়ো পার্টি। আমরা চাই কালো টাকা ধ্বংস হোক কিন্তু গরীবের চোখের জল ফেলে নয়। আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা একাধিক আন্দোলন করেছি সারা দেশে। ডেরেক ও ব্রায়েন রাজ্যসভাতে এক মিনিট নীরবতা চেয়েছিলেন যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে, কিন্তু, বিজেপি সে প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছে।
  • আমাদের ইস্তেহারে যা বলা ছিল, আমরা তা করেছি। যেমন সিঙ্গুরের জমি আমরা ফেরত দিয়েছি। কিন্তু, বিজেপি তাদের কথা অনুযায়ী কালো টাকা ফেরত আনতে পারেনি।
  • আমাদের লড়াই বাংলার সোনালী দিন ফিরিয়ে আনার লড়াই। বিরোধীরা সব কিছুতেই কোর্টে চলে যায়, ওরা কোর্টে থাকুক আর আমরা ভোটে থাকবো। তৃণমূল বাংলার মানুষের মনের মধ্যে রয়েছে।
  • আপনারা এমন ভাবে লড়াই করুন যাতে আগামী পঞ্চায়েতে সিপিএম কংগ্রেস বা বিজেপি কোথাও মাথা তুলে না দাঁড়াতে পারে। সততার কোনও বিকল্প হয় না। উন্নয়নের বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দিন। সবাইকে শুভ নববর্ষ।

 

 

Bengal Govt to set up five medical and seven nursing colleges

The Bengal Government on Friday announced setting up of five new medical colleges and seven nursing institutes.

At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion. Apart from the proposed five, the state plans to have nine more medical colleges, taking the tally to 26.

The five new medical colleges will come up at Cooch Behar, Raigunj, Rampurhat, Purulia and Diamond Harbour. The nursing institutes would be located at Ghatal, Barasat, Basirhat, Jangipur, Jhargram, Uluberia and Kamarhati.

The new medical colleges will be attached to the district or referral hospitals, with the distance between them being planned to be 10km.

The new nursing colleges will be set up at Ghatal, Barasat, Jangipur, Jhargram, Uluberia, Basirhat and Sagar Dutta Medical College.

 

 

পাঁচটি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

শুক্রবার আরও পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার৷

বর্তমানে বাংলায় ১৬ টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ১২ টি সরকারি, ৩ টি বেসরকারি এবং একটি কেন্দ্রীয় সরকারের। এই পাঁচটি যোগ হলে মোট মেডিকেল কলেজের সংখ্যা হবে ২১। প্রস্তাবিত পাঁচটি ছাড়াও আরও নয়টি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গের কোচবিহার ও রায়গঞ্জ এবং রামপুরহাট, পুরুলিয়া, ডায়মন্ডহারবারে তৈরি হবে এই পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ৷

নতুন মেডিকেল কলেজগুলিকে জেলা হাসপাতালগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য সেগুলি ১০ কিমি দূরত্বে তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

নার্সিং কলেজগুলি তৈরি হবে ঘাটাল, বারাসাত, বসিরহাট, জঙ্গিপুর, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া এবং সাগর দত্ত মেডিকেল কলেজে।

 

Bengal Govt to introduce mobile app for ‘Sufal Bangla’

The State Agriculture Marketing department will be introducing a cell phone app to ensure home delivery of vegetables from all outlets of Sufal Bangla which would come up by the end of March 2017. The department has set a target of setting up around 80 outlets across the state by this fiscal.

The outlet at New Alipore, which was inaugurated in July, is the only one in the state where order could be placed for home delivery of vegetables either over the phone or by logging into the website of Sufal Bangla.

At present there are 8 outlets of Sufal Bangla including 6 in Kolkata and its outskirts. One is in Singur and other one in is Bolpur. The department has urged all District Magistrates to identify locations for 5 Sufal Bangla stalls in each district.

Earlier meat and milk products were available in the outlets. But Sufal Bangla has gone for collaboration with the State Fisheries Development Corporation to make fishes available in the outlets. Vegetables, fruits, milk-products, fishes and meat are available at reasonable prices here.

 

‘সুফল বাংলা’ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার

‘সুফল বাংলা’ থেকে শাক সবজি ইত্যাদি বাড়িতে পৌঁছানোর জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে রাজ্য কৃষি বিপণন দপ্তর। ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে চালু হবে এই অ্যাপটি। সারা রাজ্যে প্রায় ৮০টি দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই দপ্তর।

নিউ আলিপুরে ইতিমধ্যেই চালু হয়ে গেছে ‘‌সুফল বাংলা’‌র স্টল। গত জুলাই মাসে এই স্টলটির উদ্বোধন করা হয়। সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করলেই তা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ৫০০ টাকার কেনাকাটা করলেই হোম ডেলিভারি পুরোপুরি ফ্রি।

বর্তমানে সারা রাজ্য মিলিয়ে মোট ৮টি ‘‌সুফল বাংলা’‌র স্টল তৈরি হয়েছে । কলকাতায় ৬টি এবং বাকি ২টি স্টল সিঙ্গুর ও বোলপুরে অবস্থিত। জেলা শাসকদের প্রতিটি জেলায় ৫টি করে ‘‌সুফল বাংলা’‌র স্টল তৈরির স্থান চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কৃষি বিপণন দপ্তর।

আগে মাংস ও দুগ্ধ জাতীয় সামগ্রী পাওয়া যেত। কিন্তু সুফল বাংলা স্টলে এখন মাছও পাওয়া যাবে।  ন্যায্যমূল্যে চাল, ডাল, সবজি, মাংস, দুধ, আইসক্রিম সহ প্যাকেটজাত জিনিসও পাওয়া যাবে এই স্টলে।

 

Singapore firm to invest Rs 70 cr in Barasat based agri-lab

A Singapore-based company has decided to invest Rs 70 crore after entering into a partnership with EFRAC (Edward Food Research and Analysis Centre) laboratory at Barasat in North 24 Parganas.

The discussion with the Singapore based company Mandala Capital Limited that focuses on long term investment in the food and agri sector in the Indian sub-continent had initiated during the Chief Minister’s Singapore visit. Moreover, there was also a discussion on the matter during the Bengal Global Business Summit.

Dr Amit Mitra, the state finance minister, said that at present, 68 scientists work in the laboratory. With the investment, the number will go up to 150 and in the next three to four years there will around 300 to 400 scientists working in the laboratory.

The money will be utilised in bringing further development in infrastructure and capabilities of the laboratory. The group also has a plan to further invest the equal amount of money after it’s initially success.

 

The image is representative (source)

Banglar Jibone Jatra – WB CM inaugurates 20th Jatra Utsav

West Bengal Chief Minister inaugurated the 20th edition of the State Jatra Festival at Kachhari Maidan, Barasat today. This year’s theme is “Banglar Jibone Jatra”.

Speaking on the occasion, WB CM reiterated her commitment to keep the tradition of jatra alive. She also took on her critics who take potshots at her for ‘too many festivals’. “It is impossible to imagine our lives without festival. Problems will be there but we must never stop celebrations,” she said.

“We are alive because our culture is alive. Society thrives because of heritage,” the CM commented. Drawing the reference of folk artists who have roped in to perform at government functions, WB CM said she will also use the talent of Jatra artists for the same.

The 32-day long Jatra Festival will showcase the best of the Bengal’s traditional playact format which generally centres around social issues and mythological events. Several veteran Jatra artists were honoured during the inaugural ceremony.

Reviving Jatra tradition

The West Bengal Government, under the initiative of the Bengal Chief Minister has been instrumental in providing ‘jatra’ artistes with several facilities including that they would be brought under mediclaim facilities by the State Government.

Setting up of a data bank on ‘Jatra’ is on process.  The government also decided to increase the annual remuneration of poor ‘Jatra’ artistes from Rs 8000 to Rs 9000, last year.

The State Government has come up with ‘Jatra Darpan’ – a booklet consisting of various Jatra groups and has given a copy to all district magistrates and police superintendents in the districts in an effort to rejuvenate Jatra culture in the state.

North 24 Parganas observes “Hand Wash Day”

North 24 Parganas district administration observed “Hand Wash Day” on December 4, 2015 as a part of the Nirmal Bangla programme. Inspired by Mamata Banerjee, the function saw the participation of over 25 lakh people.

Madhya Pradesh already has a Guinness Record of 10 lakh people participating in ;hand wash’ at a time. North 24 Parganas district administration hopes to break that record and create awareness about sanitation at the same time.

The “Hand Wash Day” programme commenced at 1:30 PM with the blowing of conch shells and siren. The main event took place at Barasat Kachhari Maidan along with similar events at various schools and administrative buildings.

Ministers Subrata Mukherjee and Jyotipriya Mullick were present on the occasion. WB CM Mamata Banerjee has already wished the district administration well ahead of the event.

Bengal’s Integrated Textile Development project to attract around Rs 37,000 crore

The West Bengal Government is hoping to attract around Rs 37,000 crore in the state through 10 Textile Clusters or Parks under Integrated Textile Development project over the next three years.

The project, on PPP model, will provide employment to 6-10 lakh people and incur a total investment of Rs 37,000 crore. The infrastructure, development and expenditure part of these projects will be about Rs 9,159 crore.

These parks, involving hosiery, ready-made garments and knitting, will come up at Barasat, Bankura, Metiabruz, Uluberia, Salt Lake, among other places. Most of the investments will be from private sector.

Meanwhile, six artisans from Bengal will be able to showcase their produce in France in a project under the supervision of UNESCO.

WB Govt to open ‘Roudra Brishti’ outlets across the State

In 2014, West Bengal Essential Commodities Supply Corporation (WBECSC), under the state food and supplies department, had launched its own retail chain of commodities, to promote exclusive products of the state in agriculture and food sector, with a distribution outlet in Kolkata called ‘Roudra Brishti’.

The government is now planning to take ‘Roudra Brishti’ outlets to the districts so that people of the entire State can benefit. The state food and supplies department had called for tenders from various municipalities in the State and got a fabulous response. Several municipalities like Coochbehar, Jalpaiguri, Suri, Nabadwip, Barasat, Madhyamgram have expressed interest.

At these outlets while consumers will get branded commodities at discounted prices, producers of agricultural products will also get a fair price. Currently, average daily transactions at ‘Roudra Brishti’ outlets is worth Rs 50000. They register monthly profit of Rs 10-12000 as per the minister.

Food and Supplies Minister Jyotipriyo Mullick said, “We did not set up ‘Roudra Brishti’ with profit in mind. Our aim is to provide goods to people at a fair price. We are glad these outlets are making profits.”

WB Government receives proposals for 13 new townships

The West Bengal Government has received proposals for approval of 13 new townships across the state. Keeping in mind the various needs of the people, these proposals have come to build the townships under various themes like health, education, entertainment, handicrafts and even for senior citizens etc. These townships will have all basic facilities from healthcare, education and various other needs for day to day life.

The proposals have been received from all local entrepreneurs and the sites selected by them are Sonarpur, Baruipur, Barasat, Howrah, Domjur etc. The State Government is also promoting other areas in the state like Baharampur, Uluberia, Chinsura, Chandannagar, Duttapukur, Asansol, Durgapur, Siliguri, Maldah etc.  For these areas, the Government is thinking of giving special packages and the matter is now under the consideration of Urban Development Minister.

The new 13 proposals will be built on land measuring 50 to 185 acres and is expected to get their go ahead in the next Cabinet meeting.

From the very beginning the West Bengal Government had made it very clear the interested investors have to procure land on their own and the Government will also not handover any of its land located in various prime localities.

The two important criteria to be maintained while building these townships as set by the West Bengal Government are 25% of the housing facility should be reserved for the financially weaker section of the society and another 25% have to be invested in economic development projects.

Bengal to get 10 more women police stations

10 more women police stations are coming up in West Bengal besides the existing 20.

The West Bengal Chief Minister had targeted to set up 65 such police stations across the State.  The government has approved the establishment of 330 posts under various categories for the new police stations. A woman police officer will head each of these police stations and majority of the other ranks will constitute of women also.

In the first phase 20 women police stations were set up at Howrah, Barasat, Baruipur, Asansol, Jhargram, Contai, Chinsurah, Krishnanagar, Siliguri and Jalpaiguri Sadar, sub-divisional headquarters of Burdwan Sadar, Medinipur Sadar, Purulia Sadar, Bankura Sadar, Darjeeling Sadar, Sreerampore (Hooghly), Suri (Birbhum), English Bazar (Malda), Diamond Harbour (South 24-Parganas) and Barrackpore (North 24-Parganas) have got such stations. Now, 10 new stations have opened at Bidhannagar and Durgapur Commissionerate, Cooch Behar, Balurghat, Raiganj, Berhampore, Kharagpur, Haldia, Uluberia and Arambag.  With these new stations the total number of all women police stations has reached to 30.

WB CM Ms Mamata Banerjee has been working relentlessly for the safety of women across the State. It was her idea to have all women police stations in the state to combat women related crimes. In a police station where women will not only feel free and safe to report criminal cases against them, but where such cases will also be dealt with immense sensitivity and compassion.

In another innovative step, the West Bengal Government is launching a special police cell to deal with highway accidents. This cell will be known as ‘Highway Traffic Police’. Along with investigating accident cases on highways, they will also take prompt action so that accident victims get immediate medical attention and effective rescue missions.