It’s important to stand beside the people in times of distress: Didi

Today Chief Minister Mamata Banerjee visited Basirhat and other places to supervise the cyclone relief activities taken up by the State Government. After that, she discussed the relief and rehabilitation efforts with the concerned officials. She handed over cheques of Rs 2.40 lakh to each of the families of the dead.

Excerpts from her press interaction:

The cyclone has destroyed a large area of cultivated paddy, to the tune of 15 lakh hectares. Vegetable and mustard cultivations were also destroyed. Arrangements have to be made quickly to properly store rice. Alternative farming should be encouraged. The Agriculture Department has to become more proactive.

The mangrove forests of the Sundarbans blunted the effect of the cyclone to a large extent. More efforts must be made to conserve the mangroves. Grasses must be planted on riverbanks to prevent the soil from eroding.

Ponds and roads must be cleaned and cleared up; uprooted trees must be removed. Dams have broken down in several places; they need to be repaired as quickly as possible. Pumping machines must be deployed to drain away the water from the vast areas of farmlands that have been flooded.

Many areas are still inundated. The Education Department must ensure that students, especially examinees are able to resume school. Destroyed books, writing copies and other essential things must be replaced immediately.

The affected people must be supplied with adequate amounts of foods like dry foods, crushed rice (chire), puffed rice (muri), potatoes, pulses, biscuits, drinking water, tents, etc. each family would be supplied with 12kg rice, baby food, milk powder, etc. already six lakh water pouches have been distributed, another 50 lakh have to be kept ready.

Mobile medical camps have been opened in every area. Among other things, they must keep anti-snake venom (ASV), medicines for fever and stomach ailments ready.

Every family would be given hurricane lamps and 5 litres of kerosene for lighting them.

In North 24 Parganas, 1,200 electric poles and in South 24 Parganas, 6,000 electric poles would be installed.

Five people died in North 24 Parganas. About 6 lakh people have been affected by the cyclone and more than 5 lakh houses were destroyed. The latter would be repaired. All kinds of help will be provided to the distressed people.

The administration must make much more efforts to solve the problems of the people. More aid must be given. I request all concerned officials and others to not skimp on aid and to not do politics with regard to aid activities.

Properties and crops worth a few thousand crores of rupees have been destroyed. This is a big disaster. The administration’s taking of many pre-emptive measures prevented what could have been a bigger disaster.

It’s important to stand beside the people in times of distress. I am requesting everyone concerned to undertake relief efforts to the utmost of their capabilities so that this becomes a model for the rest of the country.

Within the next 10 days, the affected families will be supplied with six lakh kit bags.

Bengal Govt to go for double certification of seeds

The State Agriculture Department will soon introduce double certification of seeds before they are distributed among farmers. The step will ensure that each and every seed germinates, providing a better yield for farmers.

Chief Minister Mamata Banerjee had recently given an instruction to ensure that farmers do not face any problem in terms of seeds. The decision on double certification of seeds is a follow-up on that.

Double certification entails certification of the seeds before they are packed and again, on random basis, after the packing, said a departmental official. The Agriculture Department is also taking necessary steps to set up more seed laboratories across the State.

Source: Millennium Post

Image source

Agriculture Dept ensures sustainability of production & income for farmers

The crop scenario of Bengal is very bright. The Agriculture Department has devised crop-specific interventions to ensure long-term sustainability of production, coupled with assured and improved incomes for farmers.

Rice, wheat, maize, jute, pulses, oilseeds and sugarcane are some of the major crops of the state.

Rice: System of Rice Intensification (SRI), an improved technology, has been adopted to increase production of rice at low cost. The State Government has been able to increase the area and production of aromatic rice like Gobindobhog and Tulaipanji.

Pulses: The Government has fixed an ambitious target of 4.75 lakh metric tonnes (MT) for financial year (FY) 2018-19 by using its extension machinery to increase the area under pulse production by utilising the rice fallow areas. From FY 2010-11 to FY 2016-17, the area under pulses has increased by 65 per cent and production by 77 per cent. The production during 2016-17 was 3.13 lakh MT. The estimated production for 2017-18 is 4.63 lakh MT, an estimated increase by 48 per cent.

Oilseeds: Stress has been given in increased production and yield of sunflower and groundnut because of their high potential. Distribution of quality seeds and other agricultural inputs, and training of farmers have been identified as the key components by the State Government to achieve its targets. Like for pulses, the Government is using its extension machinery to increase the area under production by utilising the rice fallow areas. Production was 9.24 lakh MT during 2016-17 and is estimated to be 9.67 lakh MT during 2017-18. The target for 2018-19 has been kept at 9.99 lakh MT.

Jute: Jute is an important cash crop of Bengal, covering an area of around 5.22 lakh hectares (ha). During 2016-17, the production and productivity were 81.87lakh bales and 15.67 bales/ha, respectively. The target for area under production and production for 2017-18 were 5.6 lakh ha and 84 lakh bales, respectively. The State Government, in collaboration with the National Food Security Mission (Commercial Crops) – Jute, runs Demonstration Centres, and supports the distribution of quality seeds and training of farmers with the aim of producing higher quality fibres.

Potato: Potato is a major crop in the State. The production and productivity during 2016-17 were 129.32 lakh MT and 30,608 kg/ha, respectively. For 2017-18, the targets for area under production and production have been kept at 4.36 lakh ha and 140 lakh MT, respectively. Emphasis has been given on the availability of disease-free quality micro-tubers. For this, the government has undertaken a programme for the production of good quality foundation seeds of potato from breeder seeds in government farms, so that high-quality seeds are available for the production of certified seeds.

Courtesy Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government, farmers have never had it as good. Every aspect of their lives has undergone a lot of changes. There are schemes to cover everything – from production to storage to financial aid for losses due to natural calamities to several other aspects.

 

রাজ্যে ফসলের হাল-হকিকত

 

২০১১ সালে ক্ষমতায় আসা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করা। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। দেখে নেওয়া যাক এই মুহূর্তে রাজ্যে ফসলের হাল হকিকত।

এই দপ্তর শস্য ভিত্তিক উদ্যোগ নিয়েছে যাতে দীর্ঘদিন ধরে এই উদ্যোগ কার্যকরী হয় ও এর ফলে চাষিদের আয় বৃদ্ধি পায়।

চালঃঅল্প খরচে চালের উৎপাদন বৃদ্ধির জন্য সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার গোবিন্দভোগ ও তুলাইপঞ্জির মতো জিআই ট্যাগপ্রাপ্ত সুগন্ধী চালের উৎপাদন ও উৎপাদনের ক্ষেত্র দুইই বাড়াতে সক্ষম হয়েছে। আরকেভিওয়াই-এর অধীনে ২০১৩-১৪ সাল থেকে চালের উৎপাদনের অঞ্চল ও সুগন্ধী চালের বীজ উৎপাদন বৃদ্ধিতে সক্ষম হয়েছে রাজ্য।

ডালঃরাজ্যের চাহিদার নিরিখে ডালের উৎপাদন কম হওয়ায়, সরকার জোর দিয়েছে ডালের উৎপাদনের ওপর। ২০১৬-১৭ সালে রাজ্যে ডাল উৎপাদন হয় ৩.১২ লক্ষ মেট্রিক টন, ২০১৭-১৮ সালে উৎপাদন হয় ৪.৬৩ লক্ষ টন। ২০১৮-১৯ সালে লক্ষ্য নেওয়া হয়েছে ৪.৭৫ লক্ষ মেট্রিক টন উৎপাদনের। ২০১০-১১ থেকে ২০১৬-১৭ সালে ডাল উৎপাদনের ক্ষেত্র বেড়েছে ৬৫ থেকে ৭৭ শতাংশ।

তৈলবীজঃএনএমওওপি উচ্চমানের বীজ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যোগান দিয়ে থাকে, এছাড়া কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তৈলবীজের উৎপাদন ও তৈলবীজ উৎপাদনের স্থান বৃদ্ধি পায়। এর ফলে রাজ্যে চাহিদা ও উৎপাদনের মাঝে ব্যবধান কমবে। সূর্যমুখী ও বাদাম উৎপাদনে জোর দেওয়া হয়েছে। ২০১৬-১৭ সালে তৈলবীজ উৎপাদন হয়েছে ৯.২৪ লক্ষ মেট্রিক টন, ২০১৭-১৮তে ৯.৬৭ লক্ষ মেট্রিক টন ও ২০১৮-১৯ সালে উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে ৯.৯৯ লক্ষ মেট্রিক টন।

পাটঃপাট একটি উল্লেখযোগ্য ক্যাশ ক্রপ। ৫.২২ লক্ষ হেক্টরে পাট চাষ হয়। ২০১৬-১৭ সালে ৮১.৮৭ গাঁট পাট উৎপাদন হয়, সেখানে প্রতি হেক্টরে উৎপাদন হয় ১৫.৬৭ গাঁট। ২০১৭-১৮ সালে পাট চাষের জমি বেড়ে হয় ৫.৬০লক্ষ হেক্টর ও মোট উৎপাদন বেড়ে হয় ৮৪ লক্ষ গাঁট।

আলুঃরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ফসল আলু। ২০১৬-১৭ সালে উৎপাদন ও উৎপাদন ক্ষমতা ছিল যথাক্রমে ১২৯.৩২ লক্ষ টন ও ৩০,৬০৮ কিলো হেক্টর পিছু। ২০১৭-১৮ সালে ৪.৩৬ লক্ষ হেক্টর জমিতে উৎপাদন হয় ১৪০ লক্ষ মেট্রিক টন। জোর দেওয়া হয়েছে উন্নতমানের রোগমুক্ত আলুর কন্দ জোগানের।

Soil Health Card Scheme: Towards sustainable agriculture

The Soil Health Card (SHC) Scheme is designed to provide information to farmers on soil acidity/salinity/alkalinity and nutrient content, and provide recommendations for nutrient management and the use of fertilizers. The State Agriculture

Department has been successfully implementing the since financial year (FY) 2014-15.

The data on soils is obtained after the testing of samples in government and government-accredited laboratories. The government laboratories in the state are located in Bankura, Bardhaman, Cooch Behar, Kalimpong, Kolkata (Tollygunge), Malda, Medinipur, Berhampore, Kandi, Purulia and Raiganj.

As part of the scheme, farmers are issued soil health cards (SHC) containing all soil-related information and advisories on crop-specific doses for fertilizers and micro-nutrients. SHCs are issued every three years.

Another aim of the scheme is to build capacities of staff and progressive farmers for the promotion of nutrient management practices.

The scheme is implemented in cycles of two years. During the first two-year cycle from 2015 to 2017, 13 lakh soil samples were collected and tested, and about 42 lakh SHCs generated and distributed to farmers. During FY 2018-19, a target of collecting and analysing 6.5 lakh soil samples and distributing 25 lakh SHC has been envisaged.

By maintaining data of the tests, a record of soil health may be built thus facilitating the effect of management practices on soil health. Maintaining soil health will undoubtedly increase the sustainability of farming in the future.

 

সয়েল হেলথ কার্ড প্রকল্প

 

২০১১ সালে ক্ষমতায় আসা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করা। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। চাষযোগ্য জমিতে চাষ বাড়ানোর পাশাপাশি পতিত জমিকে সেচ যোগ্য করে তোলার চেষ্টাও করা হচ্ছে। এর পাশাপাশি জমির স্বাস্থ্যের যত্নও নেওয়া হচ্ছে

সয়েল হেলথ কার্ড প্রকল্প

২০১৪-১৫ সালে সয়েল হেলথ কার্ড প্রকল্প চালু করা হয় নিম্নলিখিত বিষয়গুলির ওপর নজর রেখেঃ-

  • প্রতি তিন বছরে সমস্ত কৃষককে সয়েল হেলথ কার্ড প্রদান করা।
  • ক্ষমতা উন্নয়নের মাধ্যমে মাটি পরীক্ষা কেন্দ্রগুলি শক্তিশালী করা।
  • মাটির উর্বরতা বিচার করে সেইমতো সার ব্যবহার করতে নিদান দেওয়া।
  • মাটির পরীক্ষা নির্ভর পুষ্টির ব্যবস্থাপনার প্রক্রিয়া তৈরী করা।
  • পুষ্টির ব্যবস্থাপনার কাজে চাষিদের ও কর্মীদের তৈরী করা।

কৃষি দপ্তর এই প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করে চলেছে। এই প্রকল্প দুবছরের চক্রে হয়ে থাকে। ২০১৫-১৭ সালের প্রথম চক্রে আনুমানিক ১৩ লক্ষ মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। আনুমানিক ৪২ লক্ষ সয়েল হেলথ কার্ড, সঙ্গে শস্য বিশেষে পুষ্টি ও সার ও সঙ্গে অন্যান্য পরামর্শ সহ বিলি করা হয়ে গেছে। এর জন্য ব্যয় হয়েছে ২৮.১৯ কোটি টাকা, যার ৪০ শতাংশই দেবে রাজ্য সরকার। ২০১৮-১৯ সালে লক্ষ্য নেওয়া হয়েছে ৬.৫ লক্ষ মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার। পাশাপাশি আরও ২৫ লক্ষ কার্ড বিলির লক্ষ্য নেওয়া হয়েছে।

 

 

Bengal Govt to encourage farmers to cultivate Chandramukhi potato for superior chips

The Chandramukhi variety of potato is well-known as being suitable for making superior variety of chips.

Hence, the Bengal Government’s Agriculture Department has taken up a project to encourage farmers, through the giving of subsidies, to cultivate the Chandramukhi variety of potato. At present, the variety is cultivated over 10 hectares in the state.

To achieve a higher production of the Chandramukhi variety, the department is also considering setting up soil testing centres in every subdivision. Currently, there are 18 soil testing laboratories in the state, of which 12 belong to the State Government.

The government would also set up workshops to educate farmers on this aspect, including training them on the aspects of cultivation.

 

চিপস তৈরীতে চন্দ্রমুখী আলু

চিপস তৈরীতে চাই চন্দ্রমুখী। সেই আলুর চাষ বাড়াতে তাই কৃষকদের ভর্তুকি দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। গোটা রাজ্যে চন্দ্রমুখী আলুর উৎপাদন হয় ১০ হেক্টর মতো জমিতে। এই পরিস্থিতিতে চিপসের উৎপাদন বাড়াতে অনেক প্রস্তাব আসছে। জ্যোতি আলু চাহিদামতো সেই জোগান দিতে পারছে না, পাল্লা দিতে চাষিরাও চন্দ্রমুখীর ওপর ভরসা করছে।

এতে আখেরে লাভ চাষিদেরই, পাশাপাশি চিপস তৈরী করে খাদ্য উৎপাদনে জোগান বাড়িতে সরকারও রাজস্ব বাড়াতে আগ্রহী। তাই, প্রয়োজনে চাষিদের ভর্তুকি দিয়ে চন্দ্রমুখী আলু চাষে সহযোগিতার কথা জানিয়েছে রাজ্য সরকার।

মাটি ও চন্দ্রমুখী আলুর বীজ পরীক্ষাকেন্দ্র তৈরী করা হবে রাজ্য, জানিয়েছেন মন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে ১৮টি মাটি পরীক্ষাকেন্দ্র আছে, যার মধ্যে ১২টি সরকারি। মন্ত্রীর কথায়, প্রতি মহকুমায় একটি করে মাটি পরীক্ষাকেন্দ্র তৈরী করে চন্দ্রমুখী আলুর বাড়ন্ত চাহিদার সঙ্গে পাল্লা দেওয়ার কথা ভাবা হয়েছে। কর্মশালায় চাষিদের এনে উৎসাহ ও প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনে দেওয়া হবে ভর্তুকিও।

Source: Sangbad Pratidin

Bengal Govt to take steps to encourage cultivation on fallow land

The Bengal Government has decided to advice farmers on ways to cultivate land generally considered uncultivable or which are lying fallow.

The Agriculture Department is going to hold a meeting with its officials posted in different districts to ensure that not even one cottah of land in its 194 farms lie unused. There are many farms where land is vacant and so directions will be given to cultivate something those plots.

According to a senior departmental official, if nothing can be cultivated, it will be advised to plant at least lemon trees; anything to ensure land doesn’t lie vacant.

There are also 300 ponds in the 194 farms. A letter has already been given to the Fisheries Department to ensure cultivation of fish in the ponds.

Recently too, the State Agriculture Department coordinated a meeting with all other allied departments in which sabhadipatis from all the districts were present. Most of the sabhadipatis appreciated the move of organising this co-ordination meeting.

Source: Millennium Post

অনাবাদী জমিকে চাষযোগ্য করার পরিকল্পনা নিয়েছে মমতার সরকার

অনাবাদী জমিকে চাষযোগ্য করে তুলতে পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার কৃষি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে এখনও বহু জমি অনাবাদী রয়েছে। প্রতিটি জমিকে চাষযোগ্য করতে হবে। তা ডালশস্য হোক বা অন্য কোনও ফসল, সেখানে চাষ করার ব্যবস্থা করতে হবে। কিছু না হোক কাগজী লেবুর চাষ যাতে করা যায়, তার পরিকল্পনা করতে হবে। কোনও ভাবেই ফেলে রাখা যাবে না। কৃষিতে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রসঙ্গত সিঙ্গুরের অনাবাদী হয়ে যাওয়া জমিকেও মাত্র ছ’মাসের মধ্যে চাষযোগ্য করে ফসল ফলানোর উদাহরণ হয়েছে এই কৃষি দপ্তরের।

কৃষিখামারেও অনেক জমি পড়ে রয়েছে। সেই জমিকেও ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ১৯৪টি কৃষি খামার রয়েছে। সেখানে বহু জমি অনাবাদী রয়েছে। সেই সঙ্গে কৃষি খামারের মধ্যে থাকা পুকুরেও মাছ চাষের জন্য মৎস্য দপ্তরকে বলা হয়েছে বলে কৃষিমন্ত্রী বলেন। খুব শীঘ্রই কৃষি খামারের অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসব। সেখানেও যাতে নানা ধরনের চাষ করা যায়, তার জন্য বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান, কৃষকদের আরও চাষের সুবিধা করে দিতে। কৃষিপণ্য উৎপাদনে পশ্চিমবঙ্গ আরও এগিয়ে যাক।

Bengal Govt urging farmers to cultivate forgotten but nutrition-rich varieties of rice

The Bengal Agriculture Department is encouraging farmers to cultivate varieties of rice that have become nearly extinct and is also devising ways to create awareness among the people about these varieties in order to create a market for them. The department is also helping farmers to adopt organic farming methods.

These indigenous varieties, also known as folk rice varieties, have properties which make them suitable for particular regions and are also highly nutritious. For example, there is a variety, once almost lost and now being revived, grows well in the saline soil of the Sunderbans, where the popular rice varieties would fail to grow.

The Agriculture Department is also working in collaboration with organisations some to further its aims. For the past few months, they have been trying to revive forgotten varieties of aromatic rice like Radha Tilak, Kala Bhat, Dudheshwar, Hamai, Jhumpuri, Khara and Balam, to name a few, with technical support from the State Government’s Agricultural Training Centre in Phulia in Nadia.

This initiative was launched to bring back traditional aromatic varieties of rice by using natural methods. The use of chemicals to enhance production is discouraged because, in the long run, it will badly affect the environment, including the quality of the soil.

 

কৃষকদের লুপ্তপ্রায় প্রজাতির ধানের চাষ করার আর্জি জানালেন কৃষিমন্ত্রী

রাজ্য কৃষি মন্ত্রী চাষিদের আর্জি জানান যে সব ধরনের চাল আজ প্রায় অবলুপ্তির পথে, সেগুলি চাষ করার। তিনি কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি নির্দেশ দেন কৃষি দপ্তরের সকল আধিকারিককে এই ধরনের চালের বিষয়ে সচেতনতা বাড়াতে। পাশাপাশি তিনি চাষিদের অরগ্যানিক ফারমিং পদ্ধতি শেখানোর কথাও বলেন।  তিনি আশা করেন আরও কৃষক এই অরগ্যানিক ফারমিং পদ্ধতিতে আগ্রহী হবেন সময়ের সঙ্গে সঙ্গে।

গত বেশ কয়েক মাস ধরে  প্রায় অবলুপ্তির পথে যেসকল সুগন্ধী চাল যেতে বসেছে, সেগুলি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যেমন, রাধা তিলক, কালা ভাত, দুধেস্বর, হামাই, ঝুম্পুরি, খারা এবং বলম। এদের কারিগরি সহায়তা করে ফুলিয়ার এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার।

এই বিভিন্ন ধরনের চাল পরীক্ষা করে কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন আবহাওয়া ও মাটি এই ধরনের চাল চাষের জন্য উপযোগী। এই চাসে কোনও রাসায়নিক ব্যবহার হয় না তাই স্বাস্থ্যের কোনও ক্ষতির সম্ভাবনা নেই।

Source: Millennium Post

Bengal Govt introduces ‘Matir Katha’ app for farmers

The Bengal Government has introduced the ‘Matir Katha – Krishoker Katha’ app for the benefit of the State’s farmers. Through this app, all important farming-related information would be available at the tips of farmers’ fingers, literally. The app is available through Google Play Store.

Information relating to crop problems, natural calamities, government schemes, farmers’ registration with the Department of Agriculture and contact details of block Agriculture Department offices are available in the app.

The app also contains the toll-free number where farmers can call and talk to experts, and register their complaints as well. The number is 18001031100.

The app contains the link to the website of Matir Katha.

 

CLICK HERE TO DOWNLOAD THE APP

 

 

এবার কৃষকদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন “মাটির কথা” আনল রাজ্য সরকার

কৃষকদের সহায়তায় “মাটির কথা” অ্যাপ্লিকেশন তৈরি করল রাজ্য সরকার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষকরা সরাসরি যাবতীয় কৃষি সংক্রান্ত দরকারি জিজ্ঞাস্যের উত্তর পাবেন। গুগল প্লেস্টোরে Matir Katha লিখে খুঁজলেই পাওয়া যাবে কৃষকদের সহায়তাকারী এই মোবাইল অ্যাপ্লিকেশন।

দেখে নেওয়া যাক কি কি ধরনের সহায়তা পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনটি থেকে। এখানে পাওয়া যাবে চাষবাস সংক্রান্ত প্রশ্নের উত্তর, প্রাকৃতিক যেকোনো দুর্যোগের রিপোর্ট, সহায়তা মিলবে কৃষকের তথ্য নিবন্ধীকরণে। কৃষি দপ্তরে যোগাযোগও করা যাবে এই অ্যাপলিকেশন থেকে, সরকারি নানান প্রকল্পের বিবরণ মিলবে এখানে, আর সব কিছুতেই পাওয়া যাবে বিশেষজ্ঞদের মতামত।

এছাড়াও কৃষকদের সহায়তার জন্য খোলা হয়েছে টোল ফ্রি ফোন নম্বরও। মাটির কথা’তে সরাসরি যোগাযোগ করতে সোমবার থেকে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যে কেউ ফোন করতে পারবেন ১৮০০ ১০৩ ১১০০ নম্বরে।

এছাড়াও আরও বিশদে জানতে কৃষকরা তাঁর নিজের নিজের ব্লকের সহ-কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া www.matirkatha.gov.in, এই ওয়েবসাইটেও তাঁরা যেতে পারেন।

 

এই লিঙ্ক-এ গিয়ে এপ ডাউনলোড করুন

 

State Biotechnology Dept to set up tissue culture lab 

The Biotechnology Department of the Bengal Government has decided to set up a state-of-the-art plant tissue culture laboratory at Kolkata Biotech Park to enhance production and quality of plants and vegetables.

At the laboratory, scientists and research fellows will carry out research on plants and biofertilizers. Various medicinal plants will also be conserved in the laboratory at the biotechnology park for research purposes.

The department is in the process of formulating the Biotech Policy for Bengal. The State Government is also setting up new biotechnology hubs in Bardhaman and Kalimpong. The department has been focusing on the modernisation and expansion of the Common Instrument Facility Centre at the biotechnology park in the city.

The Biotechnology Department will tie up with other departments like Agriculture, Fisheries and Food Processing to strengthen organisational collaboration. Better co-ordination with other departments will help the Biotechnology Department to successfully implement its schemes. The department, in  turn, will help the Agriculture Department to improve the quality of various fertilizers. It is also working to increase the production of fishes for the Fisheries department.

Bengal is rich in the biodiversity of crops, vegetables, fruits, flowers and other plant resources. The main objectives of the department are to provide better facilities to the common people and to improve the quality of life. It also promotes the overall development of both traditional and modern biotechnology in the State, including formulating livelihood development programmes.

The Biotechnology Department will also strengthen biotechnology-based aspects that will help in the development of the State’s economy at the grassroots level. The department is applying specialised knowledge, skills and management to develop a viable and vibrant biotechnology-based industry in Bengal. It stresses on equitable and inclusive development through scientific means.

 

টিস্যু কালচার ল্যাবরেটরি তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

রাজ্য সরকারের বায়োটেকনোলজি দপ্তর একটি টিস্যু কালচার ল্যাবরেটরি তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। এটি তৈরী হবে কলকাতা বায়োটেক পার্কে। শাক সবজির উৎপাদন বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জৈব সার কিভাবে কৃষিকাজে ব্যবহার করা যায় তা নিয়ে রিসার্চ করার জন্য বেশ কিছু বৈজ্ঞানিকও থাকবেন এই ল্যাবরেটরিতে। রিসার্চের জন্য বিভিন্ন মেডিসিন প্ল্যান্টও সংরক্ষণ করে রাখা হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার কলকাতার বায়োটেক পার্ক সংস্কারের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এছাড়াও বর্ধমান ও কালিম্পঙে বায়োটেকনোলজি হাব তৈরী হচ্ছে। এছাড়া যন্ত্রপাতির আধুনিকীকরণের ওপরও জোর দিচ্ছে রাজ্য সরকার।

এই সংস্থাকে আরও শক্তিশালী করার জন্য বায়োটেকনোলজি দপ্তর অন্যান্য দপ্তর যেমন কৃষি, ফিশারিজ ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। অন্যন্য দপ্তরের সঙ্গে এই যোগাযোগ এই প্রকল্পের সাফল্যের জন্য অনেক সহায়তা করবে। কিভাবে আরও বেশি মাছ উৎপাদন করা যায় এছাড়া কৃষিকাজে কিভাবে আরও উন্নতমানের সার ব্যবহার করা যায় এসব ক্ষেত্রেও সাহায্য করবে এই দপ্তর। সাধারণ মানুষকে আরও সুযোগ সুবিধা দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করারই এই দপ্তরের উদ্দেশ্য।

 

 

 

 

Bengal Govt takes initiative to make urban population aware of organic farming 

A unique initiative has been taken to set up a model rooftop organic farming facility at Bidhan Sishu Udyan in Ultadanga, where the state Agriculture department recently organised a three-day Jaibo Krishi Mela.

If everything goes as planned, then students from different schools and colleges will be brought to have a look at rooftop farming at Bidhan Sishu Udayan where organic farming will be carried out with technical support of the state Agriculture department.

It is learnt that organic farming will be carried out on a terrace of around 4,000 square feet of one of the buildings of the organisation at Ultadanga. The preliminary work to initiate the project has started and the final round of the task would be started soon. Around 10 to 12 farmers, who have sound knowledge about organic farming, will cultivate organic vegetables on the rooftop. Since the place is located in the middle of the city, it will be easier to attract people to have a look and learn the “easy techniques” of organic farming.

At present, some farmers cultivate organic vegetables on around three bighas of land at the same place and on every Sunday they sell their produce. Besides selling the vegetables cultivated there, some more farmers from villages in the adjoining districts, too, visit the Sunday marker and sell their organic vegetables.

The state Fisheries department has also taken steps to initiate pisciculture using organic methods in a 22-bigha pond at the same location. Thus, people visiting the place can not only learn the ways of organic farming but also get to know how pisciculture can be done in an organic method.

This comes at the time when the state government has decided to set up a bio-laboratory at Abash in West Midnapore to promote organic farming. All sorts of tests that are necessary for organic farming can be undertaken in the proposed bio-laboratory. The step has been taken considering that the western region of the state has immense potential in growing organic crops. Moreover, the state government is taking steps to introduce policies for organic farming too.

 

নাগরিকদের শেখানো হবে জৈব চাষ

শহরবাসীকে শেখানো হবে জৈব চাষের বিভিন্ন পদ্ধতি এ ব্যাপারে উদ্যোগ নিল রাজ্য সরকার। কিছুদিন আগে কৃষি দপ্তর উল্টোডাঙ্গার বিধান শিশু উদ্যানে তিন দিন ব্যাপী জৈব কৃষি মেলার আয়োজন করেন। এখানে একটি কৃত্রিম ছাদ তৈরি করে চাষের বিভিন্ন পদ্ধতি দেখানো হবে।

স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের এখানে আনা হবে জৈব চাষের পদ্ধতি শেখাতে। আর এসব কর্মসূচিতে সহায়তা করবে কৃষি দপ্তর।

জানা গেছে উল্টোডাঙ্গার একটি বাড়িতে ৪০০০ বর্গফুটের একটি ছাদে এই জৈব চাষ করা হবে। এই প্রকল্পের প্রয়োজনীয় প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। ১০/১২ জন অভিজ্ঞ জৈব চাষি এই ছাদে চাষ করবেন। যেহেতু এই জায়গাটি শহরের মাঝখানে, এখানে প্রচুর মানুষ আসতে পারবেন ও জৈব চাষের সহজ পদ্ধতি শিখতে পারবেন।

এই মুহূর্তে ওর কাছাকাছি একটি জায়গায় কিছু চাষি তিন বিঘা জমিতে জৈব চাষ করেন ও তাদের ফসল রবিবার বিক্রয় করেন। পাশাপাশি কিছু গ্রামীণ চাষিরাও জৈব পদ্ধতিতে চাষ করেন ও রবিবার শহরে আসেন তাঁদের আনাজ বিক্রয় করতে।ওখানে ২২ বিঘা একটি পুকুরে রাজ্য মৎস্য দপ্তর জৈব পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছে। জৈব পদ্ধতিতে শুধু আনাজ চাষ নয়, মৎস্য চাষও শিখতে পারবেন।

পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম মেদিনীপুরের আবাস-এ একটি জৈব ল্যাবোরাটরি তৈরি করার। জৈব চাষে প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা যাবে ওখানে। রাজ্যের পশ্চিমাঞ্চলে জৈব চাষের বিশাল সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, রাজ্য সরকার জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।