Centre not sending 100 Days’ Work funds on time: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee said in the Assembly recently that the Centre is not giving the money to the State Government for paying the workers under the 100 Days’ Work Scheme on time.

She said that Bangla is the best in 100 Days’ Work, rural road construction and housing for the poor. She said that the Irrigation, Forest, Environment and Fisheries Departments are providing a lot of work in this regard. Three lakh ponds have been dug.

Suggestions of Mamata Banerjee to the Centre:

· If workers under 100 Days’ Work are employed for planting trees, it would increase their incomes
· Those working in the Mid-Day Meal Scheme should also be brought under 100 Days’ Work

11,000 Dhara Sevaks to be inducted for irrigation in Paschimanchal districts

The Bengal Government has taken yet another step for irrigation in places which are naturally dry. Around 11,000 people will be inducted as Dhara Sevaks under the Ushar Mukti Scheme in six districts, mainly in convergence with the 100 Days’ Work Scheme.

These 11,000 people will be taking up irrigational work in the districts of Paschim Medinipur, Jhargram, Purulia, Bankura, Paschim Bardhaman and Birbhum. These districts get little rainfall; hence unavailability of proper water resources hampers agricultural work.

It has been planned to make watersheds using the rivers Ajay, Damodar, Mayurakshi, Kansabati and Subarnarekha. Rainwater will also be harvested in these watersheds.

The State Government has planned to build around 105 micro-watersheds which will help in irrigating around 84,000 hectares.

 

Source: Bartaman

Bengal Panchayat Dept sets target of creating 25 Cr man-days in 2018-19

The State Panchayats and Rural Development Department has set a target of creating 25 crore man-days for financial year (FY) 2018-19. The decision was taken at a recent high-level meeting attended by all senior officials of the department.

It was also decided that the state’s panchayats will have to ensure livelihood for 10 lakh families, mainly for the women associated with the self-help groups under the National Rural Employment Guarantee Act (NREGA) Scheme. Thus, every gram panchayat will have to make provision for livelihood of 300 families on an average.

Every panchayat will also have to take steps for the revival of rivers and underground reservoirs that have dried up. Stress will have to be laid on afforestation and maintenance of trees.

Since coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has given emphasis on rural development and in the past seven years, Bengal has made remarkable progress in the construction of rural roads and in 100 days’ work under NREGA.

Incidentally, Mamata Banerjee announced at an administrative review meeting on March 26 that South 24 Parganas has become the number one district in the country with regard to the implementation of 100 days’ work.

 

২০১৮-১৯ কর্মবর্ষে ২৫ কোটি কর্মদিবস তৈরী করবে পঞ্চায়েত দপ্তর

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮-১৯ সালের জন্য ২৫ কোটি কর্ম দিবস তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং সমস্ত জেলাপরিষদকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে দপ্তর। এই উদ্যোগের মাধ্যমে ১০ লক্ষ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করবে পঞ্চায়েত। মূলত উপকৃত হবেন ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

প্রতিটি গ্রাম পঞ্চায়েতেকে অন্তত ৩০০ পরিবারের জন্য জীবিকা নির্ধারণ করতে হবে। এলাকায় যদি কোনও মৃত নদী থাকে, সেটার পুনরুজ্জীবন করতে হবে। বৃক্ষরোপণ ও গাছের রক্ষণাবেক্ষণে নজর দিতে হবে।

উল্লেখ্য, গত সাত বছরে ১০০ দিনের কাজে এবং গ্রামীণ সড়ক নির্মাণে বাংলা নজিরবিহীন কাজ করেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা ১০০ দিনের কাজে দেশের সেরা হয়েছে।

Source: Millennium Post

 

100 Days’ Work: Bengal much ahead of the rest

Bengal is the best when it comes to the MGNREGA scheme, commonly known as the 100 Days’ Work Scheme, according to the latest official data of the Union Government.

In reply to a question asked in the Rajya Sabha, dated March 3, 2018, as on February 24, Bengal is the leading state in terms of the number of man-days generated and consequently, in terms of the total expenditure for the scheme.

Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

 

১০০ দিনের কাজে দেশের সেরা বাংলাই

কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। প্রশংসিত হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আজ রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত ভাবে জানিয়েছে, একশো দিনের কাজের প্রকল্পে গত আর্থিক বছরে বরাদ্দ টাকা সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী খরচ করতে পেরেছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের অধীনে সবচেয়ে বেশী শ্রমদিবস তৈরি করার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রাজ্য।

একশো দিনের কাজের পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প, গ্রামীণ সড়ক, আবাসন, মহিলা স্বনির্ভর যোজনার মতো বিষয়গুলিতেও রাজ্য প্রশাসনের সাফল্যকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, “শুধুমাত্র কেন্দ্র নয়, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলি থেকেও পশ্চিমবঙ্গের কাজ প্রশংসিত হচ্ছে। সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন, গ্রামীণ যোজনাগুলির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে। ধারে-কাছে কেউ নেই। সেটা শৌচাগার নির্মাণই হোক অথবা মহিলাদের স্বনির্ভর করা।”প্রসঙ্গত, ইউপিএ জমানাতেও তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী একাধিক চিঠিতে এই দপ্তরের কাজের প্রশংসা করেছিলেন।

তৃণমূল সাংসদ একটি লিখিত প্রশ্নে গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে জানতে চান, ‘মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প’(মনরেগা)-এ বরাদ্দ অর্থ কোন রাজ্য কতটা খরচ করতে পেরেছে? পশ্চিমবঙ্গের অবস্থান এ ক্ষেত্রে কোথায়? জবাবে মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রত্যেকটি রাজ্যের খরচের বিস্তারিত হিসাব দেন। ২০১৭ থেকে ২০১৮ (২৪ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়সীমায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ খরচ করেছে ৭ হাজার ৩৫২ কোটি ৩১ লক্ষ টাকা, যা দেশের সর্বোচ্চ।

Bengal a model for 100 Days’ Work, acknowledges Centre

The Centre is projecting Bengal’s implementation of the rural job scheme as a model for all and is organising visits by officials from other states for first-hand lessons on asset creation.

“Bengal is the best performing state, a model for best practices, under the scheme. It has started innovative projects like massive plantation, river rejuvenation, de-silting of water bodies and individual water harvesting,” a Union rural development ministry official said. He said by carrying out more projects, Bengal had also emerged top in funds use.

Bengal received Rs 5,054 crore in the first nine months of this year, out of a total Rs 47,000 crore released to all the states combined.

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, every rural family has the right to demand up to 100 days’ unskilled work a year.

 

১০০ দিনের কাজে এবারও দেশে সেরা পশ্চিমবঙ্গ

 

একশো দিনের কাজের প্রকল্পে এরাজ্যের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্মসচিব। দুর্গাপুরে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের প্রতিনিধি এবং রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন হয়। সম্মেলনে ঘোষণা করা হয়, একশো দিনের কাজে এবারও সেরা হয়েছে পশ্চিমবঙ্গ।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন এরাজ্যের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভুম ও বাঁকূড়া জেলার পঞ্চায়েতের প্রতিনিধিরাও। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল একশো দিনের কাজ সংক্রান্ত বিভিন্ন তথ্যের আদানপ্রদান।

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

Bengal Govt sets record in 100 Days’ Work

The Bengal Government has set a record in the 100 Days’ Work Scheme by creating 33 per cent more man-days during financial year 2016-17, the highest increase in the country. Almost 24 crore more man-days were created during the year.

Another record was the number of women employed in the scheme, set up under MGNREGA. In the last financial year, 46.46 per cent of the workforce in Bengal comprised of women.

Enthused by this record-breaking performance, the Panchayats and Rural Development Department has set a target of 23 lakh man-days for financial year 2017-18.

Most of the workers were engaged in irrigation-related work. More people are planned to be engaged in this type of work in the next financial year.

Over the last few years, the Mamata Banerjee-led Trinamool Congress Government has consistently performed well in the 100 Days’ Work Scheme and this is just the latest feather in the cap.

 

শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা

২০১৬-১৭ অর্থবর্ষে ৩৩ শতাংশ বেশি শ্রমদিবস তৈরী করে সারা দেশে ১০০ দিনের কাজে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখযোগ্যভাবে এই অর্থবর্ষে প্রায় ২৪ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে৷

নারীশক্তিরও ক্ষমতায়ন হয়েছে৷ তথ্য অনুযায়ী, গ্রামের কাজে পুরনো রেকর্ড ভেঙে এবারই বিগত বছরগুলির তুলনায় সর্বাধিক মহিলা MGNREGA প্রকল্পে কাজ পেয়েছেন৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের বছরে নারী ক্ষমতায়নের নতুন নজির এটি৷ এবার নিযুক্ত মোট কর্মীর মধ্যে ৪৬.৪৬ শতাংশই মহিলা।

রাজ্যের সাফল্যের কারণে চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ২৩ কোটি শ্রমদিবস তৈরি করার ‘টার্গেট’ রয়েছে।

মূলত সেচের কাজে এই কর্মীদের যুক্ত করা হয়েছে৷ এবার আরও মানুষকে এই কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।

গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস ১০০ দিনের প্রকল্পের কাজের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে এবং এরসঙ্গে এক নতুন পালক যোগ হল তার মুকুটে।