Dropout rates in govt-sponsored schools significantly down

The dropout rates of students in government-sponsored schools have plummeted in the last one year. This was stated by the State Education minister in the Assembly on November 19, in reply to a question.

The minister also said that the student-teacher ratio would be rationalised soon for the betterment of overall education at school level.

The minister presented comprehensive data on the school dropout rates, level by level, which is presented below (for academic year 2016-17 and 2017-18):

  • Primary: 3.85% to 2.12% (decrease by 44.94%)
  • Upper primary: 7.5% to 0.17% (decrease by 97.63%)
  • Secondary (Madhyamik): 26.32% to 14.64% (decrease by 44.38%)
  • Higher Secondary (Uccha Madhyamik): 21.52% to 11.04% (decrease by 48.61%)

 

Regarding teacher-student ratio, he categorically stated that the rationalisation process for making the teacher-student ratio to 1:20 has already been started, and would be completed within the next two to three months.

Bengal to include DPL as subsidiary

In a bid to revive Durgapur Projects Limited (DPL), the state government has taken a decision to include it as its subsidiary under the West Bengal State Electricity Board. The decision has been taken in the State Cabinet meeting.

It may be mentioned that the State Government had engaged a Group of Ministers (GoM) ­— Partha Chatterjee, Amit Mitra, Malay Ghatak, Sobhandeb Chattopadhyay and Arrop Biswas — to assess and recommend steps that are necessary for the revival of DPL.

The GoM placed its observation and recommendations before the state government, based on which the decision has been taken. The thermal power generation station, which has eight units, continues to have a capacity of generating 650 MW power. Five of those units are non-functional, two function properly and one requires attention for better function. The step would help in checking the accumulated loss.

However, the name of the company is supposed to stay and will continue to function as a state government utility. Moreover, 3000 employees, including the contractual ones, will continue to work as it is. It was assessed that the step will ensure the revival of DPL.

ডিপিএল সম্পূর্ণ অধিগ্রহণ রাজ্যের, সিদ্ধান্ত মন্ত্রীসভার

দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেড (ডিপিএল) পুরোপুরি অধিগ্রহণ করছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রীসভা এই সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষামন্ত্রী মন্ত্রীসভার বৈঠক শেষে বলেন, ডিপিএল-এর পুনরুজ্জীবনের জন্য মুখ্যমন্ত্রী সচেষ্ট ছিলেন। তিনি সুপারিশ গ্রহনের জন্য মন্ত্রীগোষ্ঠী তৈরি করেন।

এখন এই সংস্থায় যারা কাজ করেন, তাঁদের বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রীগোষ্ঠী। এই সুপারিশ গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত হয়েছে এই সংস্থাটিকে পুরোপুরি অধিগ্রহণ করবে রাজ্য সরকার। সমস্ত সম্পদ এবং মানবসম্পদ সরকারের কাছে হস্তান্তরিত হবে। চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে এখন ডিপিএল-এর কর্মী সংখ্যা ৩০০০। কাউকে ছাঁটাই করা হবে না।

primary education

Smart classroom for street children

On the occasion of Children’s Day on November 14, a smart classroom was inaugurated under the Nabadisha school project of Kolkata Police. It is located in the already existing classroom for footpath children adjacent to the Tollygunge police station.

It was inaugurated by the School Education and Higher Education Minister. He said that the Chinese consulate in Kolkata has extended support in setting up the smart classroom.

He also said that the State Government has taken a lot of initiatives for footpath-dwellers, like setting up night shelters and opening schools.

Source: Millennium Post

পথশিশুদের জন্য স্মার্ট ক্লাসরুম উপহার রাজ্যের

১৪ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে পথশিশুদের স্মার্ট ক্লাসরুম উপহার দিল রাজ্য সরকার। কলকাতা পুলিশের নবদিশা স্কুল প্রকল্পের অন্তর্গত টালিগঞ্জ ফাঁড়ির পাশে পথশিশুদের জন্য যে ক্লাসরুম আছে, সেখানেই উদ্বোধন হল এই স্মার্ট ক্লাসরুম।

এই ক্লাসরুমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান এই ক্লাসরুম তৈরিতে চীনের কন্স্যুলেট সাহায্য করেছে। তিনি আরও বলেন, নাইট শেল্টার খোলা থেকে শুরু করে স্কুল খোলা, ফুটপাথবাসীদের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে সরকার।

Bengal Education Minister expresses concerns over Blue Whale game

Bengal Education minister Partha Chatterjee expressed concerns over the allegations of a number of students getting victimised by the Blue Whale game across the state.

On the sidelines of an event to organise Public Library Day by the Department of Mass Education & Library Sciences, Chatterjee said: “The Blue Whale game should be stopped immediately. We have asked the schools to ensure that students do not carry mobile phones to schools and the authorities should be on alert.”

s many as 25 government schools in the city have been identified where UNICEF will conduct workshops regarding use of “safe Internet” by school children. Simultaneously, a workshop will be conducted in a few private schools as well.

Among the government schools, Hindu School, Jodhpur Park School, Binodini Girls are few of the schools that have been selected where such workshops will be conducted. Students of nearby schools will also be asked to attend.

The association of ICSE schools in Bengal will hold a sensitisation workshop on online gaming and Internet addiction, covering around 200 schools.

 

ব্লু হোয়েল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যে ক্রমশ বাড়ছে ব্লু হোয়েল গেমের দাপট। তাই এই মারণ কেলার হাতছানিতে রাস টানতে কড়া অবস্থান নিল শিক্ষা দপ্তর।

শিক্ষামন্ত্রী জানালেন স্কুল চলাকালীন শিক্ষক এবং পড়ুয়ারা মোবাইল ব্যবহার করতে পারবেন না। এদিকে শহরের ৩০টি স্কুলের পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল নিয়ে সচেতন করতে কর্মশালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু হোয়েল নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী বলেন, “ব্লু হোয়েলের মতো খেলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অনেকে এই খেলায় অংশ নিয়ে মারা গেছে। এই খেলা আটকাতেই হবে। এটা কি কোনও খেলা হল?‌”পড়ুয়াদের ব্লু হোয়েলের হাত থেকে রক্ষা করতে বই পড়ার অভ্যেস বাড়ানোর দিকেও জোর দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‌আমাদের কাছে অভিযোগ এসেছে ক্লাস চলাকালীন পড়ানো থামিয়ে শিক্ষক–শিক্ষিকারা মোবাইলে কথা বলছেন। সেই সুযোগে পড়ুয়ারা মোবাইলে গেম খেলছে। এটা চলতে পারে না। আমরা চাই স্কুলে পড়াশোনার সময়টুকুতে যেন পড়াশোনাই হয়। স্কুল চলাকালীন শিক্ষক–পড়ুয়া সবাইকেই মোবাইল বন্ধ রাখতে হবে। তবে এটা কোনও বিজ্ঞপ্তি দিয়ে হবে না। স্কুলগুলিকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।’‌

ইন্টারনেটের ব্যবহার নিয়ে কর্মশালায় ২৫টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও ৫টি বেসরকারি স্কুল অংশ নেবে। রাজ্যের আইসিএসই বোর্ডের অধীনস্থ স্কুলগুলিও ইন্টারনেটের ব্যবহার এবং ব্লু হোয়েল নিয়ে পড়ুয়াদের সচেতন করতে কর্মশালা করতে চলেছে। সিবিএসই স্কুলগুলিও এ ব্যাপারে নজরদারি বাড়াতে বলেছে। ‌

Source: Bartaman

Bengal Govt to induct Mid-Day Meal volunteers to ensure proper food supply in schools

Bengal government has taken an initiative to induct midday meal volunteers, who would ensure that food items sent by the state government to schools for midday meals, reaches the intended beneficiaries.

Partha Chatterjee, the state Education minister, said: “Following the direction of Chief Minister Mamata Banerjee, a new initiative has been launched to engage midday meal volunteers.” The main task of the volunteers would be to keep a watch and ensure that the food items allocated by the state government reaches the beneficiaries.

Each of the volunteers would be responsible for keeping track of the situation in a certain number of schools in an area. They will also be filing reports to the concerned authority. With volunteers keeping tabs on schools on a daily basis, the children will get the proper food that the government had allocated for them and stringent steps will be taken if the volunteers find that the task has not been properly executed.

The Minister said he has received complaints that rice and eggs sent for midday meals are not reaching the students. The volunteers will be visiting the schools and will make sure that midday meals are served to the students in proper quantity and quality. There have been allegations that the rice sent to schools by the government for midday meals is not being given to the students. Some food items allocated to schools under the scheme also get sold in the market or are replaced with inferior quality products.

The state government had also asked the District Magistrates to visit schools to check whether midday meals are served to students in proper quantity and quality.

 

মিড ডে মিল: কাজকর্ম দেখভালে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য

গ্রিন পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের মতো মিড ডে মিলের কাজকর্ম পরিদর্শন করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য। মঙ্গলবার সংবাদমাধ্যমে একথাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, মিড ডে মিল নিয়ে বহু অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে। বরাদ্দ চাল বা ডিম না দিয়ে অন্য কাজে ব্যবহার করা সহ অভিযোগের ধরন বিভিন্ন রকম বলে পার্থবাবু জানান। ডিআই, এসআইদের মিড ডে মিলের পরিস্থিতি পরিদর্শনের দায়িত্ব দেওয়া রয়েছে।

পাশাপাশি, এই স্বেচ্ছাসেবকরাও এবার থেকে পরিদর্শনের কাজে সাহায্য করবেন। তবে, কীভাবে এঁদের নিয়োগ করা হবে, এ বিষয়ে এখনই কিছু বলেননি শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, মিড ডে মিলের কাজকর্ম পরিদর্শন করার জন্য টাস্ক ফোর্স ইতিমধ্যেই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যজুড়ে মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই।

কিছুদিন আগে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, দিনের দিন মিড ডে মিলের যাবতীয় হিসাব এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে। প্রধান শিক্ষকরাই শিক্ষাদপ্তরের একটি নির্দিষ্ট নম্বরে তা পাঠাবেন। কিন্তু তা সত্ত্বেও কারচুপি বন্ধ হয়নি। বেশি ছাত্রছাত্রী দেখিয়ে মিড ডে মিলের বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠছে বহু জায়গা থেকেই।