Throw out divisiveness, bring in unity: Mamata Banerjee at Jangipur

At the second meeting in Murshidabad today, Trinamool Congress chairperson Mamata Banerjee spoke to a huge gathering at Jangipur. She stressed that there can be no division in voting on religious lines, like the BJP was doing. “We are human beings first,” she said.

HIghlights of her speech:

  • I have come to Jangipur many times before on several occasions, from Azimganj to Beldanga. I know these places very well.
  • Murshidabad is a historic region. British rule in Bengal started from here. History will continue to be created here.
  • You know why we walked out of the Congress. A section of the party was hand in gloves with the CPI(M). It has been proven now. Has it been proven or not? Why we walked out of the Congress? Had Trinamool not been formed, CPI(M) could not have been defeated in Bengal. Congress would not have been able to. Remember this.
  • CPM, Congress, BJP are all bhai bhai – jagai, madai, gadai. It is not a new situation.
    RSS is supporting BJP and even Congress in Baharampore. But what sort of Hinduism are they following? They are imposing more of it than being broad-minded and secular.
  • There are many faiths. I am born Hindu but I am first a human being, then I follow all other religions. I chant Hindu mantras every day and Muslim rituals as well. People should also follow this. There can be no division in voting on religious lines. Our basic thought is “Hindu, Muslim, Sikh, Issai; hum sabh rahenge bhai bhai”.
  • Money being spent by the parties. The RSS is carrying cash and distributing to people. If you see anything like this, then immediately inform the police.
  • We have done many things for Murshidabad. We have built colleges, ITIs, hospitals – all work we will do and the babus will go to Delhi and claim that they have done it.
  • These babus and leaders come only during election, then go away and forget about the people here.
  • We will win 42 out of 42 and continue with development of Bangla.
  • In name of NRC, so many Hindus and Muslims are being chased out. Over 22 lakh names have been deleted.
  • All these are connivances to break the nation, break Bengal. But Trinamool will not allow this. How can you prevent this? By voting against them. That is the only way you can teach them a lesson.
  • UP and Bengal will decide the new government. BJP will not be coming to power. All the states one after the other will show that BJP is not the party that can show the way for the country’s progress.
  • Hence, we have to change. BJP govt has to change and be removed.
  • Please remember to vote for the Trinamool candidates and jora phool.

 

New bus routes in Jangalmahal

To make the public transport system in Jangalmahal more robust, the State Transport Department has decided to introduce new bus routes in the region. This was announced by the Transport Minister in the Assembly on July 25.

From August, 15 new routes will come into existence, on which 22 buses will ply.

New routes are also being introduced in the districts of Murshidabad and Nadia. Besides, shuttle night bus services will be introduced in Durgapur, Haldia, Kharagpur, and from New Jalpaiguri to Siliguri and Siliguri to Jalpaiguri. This comes after the success of the night bus service in Kolkata and its suburbs.

Some other crucial information the minister gave were that currently, around 3,200 State-run buses, equipped with modern facilities like GPS system and panic button, ply across Bengal, the number of air-conditioned buses has been increased, and that the Government was giving stress environment-friendly modes like electric buses and CNG buses.

Source: Millennium Post

Image Source

Bengal CM’s brainchild, Rupashree, highly successful in a short time

The Bengal Government is seeing a huge response to its scheme, Rupashree, rolled out across the State as recently as April 1 this year. The Government has received nearly 70,000 applications, of which it has accepted more than 47,233, sanctioning a total amount of more than Rs 118 crore.

The data is was provided by the Women and Child Development & Social Welfare Department, which is implementing the project.

The scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, provides a one-time financial assistance of Rs 25,000 to the family of a girl at the time of her marriage, if her family income is less than Rs 1.5 lakh per year.

Murshidabad tops in all the categories – number of applications received, disbursed (or, accepted) and the amount sanctioned. Till July 9, the numbers were 9237, 5288 and Rs 13.22 crore, respectively.

Purulia, South 24 Parganas and Paschim Medinipur are at numbers two, three and four, respectively. The numbers for Purulia are 5870, 5183 and Rs 12,95,75,000, for South 24 Parganas are 5460, 4640 and Rs 11.6 crore, and for Paschim Medinipur are 5274, 4026 and Rs 1 crore.

The State Government has allotted Rs 1,500 crore for the scheme and around 6 lakh families in all are expected be benefitted. More than 2,000 applications on an average are being received every day.

Source: Millennium Post

Developmental activities taken up in Murshidabad

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Murshidabad.

 

 

 

Tabulated below are the important developments:

Health and Family Welfare

Multi/Super-speciality hospitals: 3 set up in Sagardighi, Domkal and Jangipur

Fair-price medicine shops: 5 set up – in Murshidabad, Lalbagh, Jangipur, Kandi and Domkal; buying from these fair-price shops has resulted in more than 8.47 lakh people getting discounts of more than Rs 24.74

Fair-price diagnostic centres: 3 set up at Murshidabad Medical College and Hospital, Berhampore

SNSU: 25 sick newborn stabilisation units set up in Lalbagh, Domkal, Islampur, Sadi Khan Diar, Beldanga (rural hospital), Burwan, Jiaganj, Sagardighi, Anupnagar, Beldanga (BPHC), Gokarna, Kanakpur, Karnasuvarna, Mahishal, Salar, Shaktiupur, Godhanpara, Khargram, Hariharpara, Nashipur, Nabagram, Pentagram, Amtala, Bharatpur and Panchagram

SNCU: 3 sick newborn care units set up in Murshidabad, Berhampore (Matri Sadan), Kandi, Jangipur, Lalbagh and Domkal

CCU/HDU: 2 critical care units and high-dependency units set up in Murshidabad, Kandi and Jangipur

MCH: Mother and Child Hub being set up in Murshidabad Medical College and Hospital, Berhampore

Swasthya Sathi: More than 3.43 lakh people enrolled

Sishu Sathi: More than 1,157 children successfully operated on

 

Education

University: A university to be set up

College: 1 government colleges set up – Asansol Hindi Medium BB College

ITI: 10 set up in Raninagar-1, Farakka, Samsherganj, Raghunathganj-2, Sagardighi, Bharatpur-2, Kandi, Hariharpara, Bharatpur-1 and Beldanga-1 blocks

Polytechnic colleges: 1 set up in Jangipur

Utkarsh Bangla: More than 24,800 youths being given skills training

Sabooj Sathi: About 3.91 lakh school children given bicycles

Model schools: 9 set up in Kandi, Khargram, Samsherganj, Raghunathganj-1, Raghunathganj-2, Bharatpur-1, Bharatpur-2, Suti-1 and Suti-2 blocks

Upgrading of schools: About 95 Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: More than 9,400 landless families handed over patta, and more than 1,677 agricultural and forest land patta handed over

Kisan Credit Cards: About 98% of eligible farmer families given KCCs

Kisan Mandi: 21 set up in Berhampore, Hariharpara, Sagardighi, Naoda, Khargram, Bharatpur-1, Bharatpur-2, Burwan, Samsherganj, Farakka, Suti-2, Lalgola, Bhagwangola, Nabagram, Jalangi, Kandi, Suti-1, Raghunathganj-1, Raghunathganj-2, Murshidabad-Jiaganj and Raninagar-1 blocks

Hatchlings distributed: More than 21.29 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): About 7.82 crore person-days created at an expenditure of more than Rs 1,685 crore
Rural housing: About 1.93 lakh people benefitted; on January 29, 2018, it was announced that 45,301 more people would be distributed houses under various schemes

Rural roads: About 1,000 km roads built under Grameen Sadak Yojana; on February 13, 2018, it was announced that 610 km more is being built/renovated

Samabyathi: About 25,809 people benefitted from this scheme

ODF: Murshidabad has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); about 7.22 lakh toilets built, which is about 100% of the target

 

Minorities’ Development

Scholarships: About 25.23 lakh students from minority communities given scholarships worth about Rs 352 crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 160 crore

MSDP: About Rs 445 crore spent for various schemes under Multi-sectoral Development Programme – more than 23,000 health sub-centres, additional classrooms, anganwadi centres, houses, etc.

Karmatirtha: 50 Karmatirthas built to increase employment of local people

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 1.61 lakh students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: About 5.77 lakh people handed over SC/ST/OBC certificates

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 3.96 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme

 

Food security

Khadya Sathi: As part of the scheme, 100% of the eligible population of Murshidabad (about 72.59 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 234 projects like roads, bridges, etc. by investing about Rs 1,159 crore

Roads: About 1,050 km of roads built/renovated/widened

Baitarani: As part of Baitarani Scheme, 3 burning ghats being renovated, 1 electric crematorium being built

Gatidhara: Through Gatidhara Scheme, about 600 youths managed to buy vehicles for commercial use

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification achieved

Power plant: Unit no. 4 of 500 MW capacity at Sagardighi Thermal Power Plant started operating; work for unit no. 5 of 660 MW capacity going on

 

Irrigation

Dams repaired: About 290 km of dams repaired

Kandi Master Plan: Work for Kandi Master Plan, costing Rs 440 crore, taken up, on whose completion, 5 lakh people in the whole district, including the region of Kandi would be benefitted

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 130 projects at a cost of about Rs 751 crore

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 1.36 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

Tourism: Prakriti Tirtha tourist resort, based around Motijheel Lake, set up; work for Nerhampore-Karnasuvarna-Kandi Tourism Circuit completed; work for Murshidabad-Malda-Nadia Tourism Circuit going on

 

Labour

Samajik Suraksha Yojana: 6.9 lakh workers from the unorganised sector documented – of these, about 2.11 lakh beneficiaries have received benefits to the tune of more than Rs 85 crore

Yuvashree: About 14,000 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 46,000 self-help groups set up

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 13,591 ventures approved, for which a total grant of about Rs 72 crore given

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 13,800 folk artistes getting retainer fee and pension

Rabindra Bhavan renovation: Rabindra Bhavan in Berhampore renovated

 

Housing

For the economically disadvantaged: About 21,000 people benefitted as part of Gitanjali and other schemes

Pathasathi: 2 Pathasathi motels set up for travellers (also resulting in employment for local people) in Kandi and Jalangi

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 448 clubs given more than Rs 14 crore for promoting sports

Sporting infrastructure: 31 multi-gyms and 4 mini-indoor stadiums built at a cost of Rs 1.67 crore approximately

 

Law and order

Police district: Malda Police Division created

Police stations: Police station in Shaktipur and Berhampore women’s police station set up

 

 

মুর্শিদাবাদ জেলার উন্নয়ন- এক নজরে

 

রাজ্য ও অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে মুর্শিদাবাদ জেলায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ-

  • এই জেলার সাগরদিঘী, ডোমকল এবং জাঙ্গীপুরে গড়ে উঠেছে ৩টি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল।
  • মুর্শিদাবাদ, লালবাগ, জাঙ্গীপুর, কান্দি এনং ডোমকল হাসপাতালে ৫টি ন্যায্য মুল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল দোকান থেকে ঔষধ কেনার ফলে ৮ লক্ষ ৪৭ হাজারেরও বেশি মানুষ, ২৪ কোটি ৭৪ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।
  • মুর্শিদাবাদ হাসপাতালে ৩টি ন্যায্য মুল্যের ডায়াগ্নস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ২৫টি SNSU চালু হয়ে গেছে (লালবাগ, ডোমকল, ইসলামপুর, সাদিখান দেয়ার, বেলডাঙ্গা গ্রামীণ, বড়ঞা, জিয়াগঞ্জ, সাগরদিঘী, অনুপমনগর, বেলডাঙ্গা ব্লক, গোকর্ণ, কনকপুর, কর্ণসুবর্ণ, মহিসাল, সালার, শক্তিপুর, গোধনপারা, খরগ্রাম, হরিহরপাড়া,নশিপুর, নবগ্রাম, পেন্টাগ্রাম, আমতলা, ভরতপুর এবং পঞ্চগ্রাম হাসপাতাল)।
  • মুর্শিদাবাদ, মাতৃসদন, কান্দি, জাঙ্গীপুর, লালবাগ ও ডোমকল হাসপাতালে ৬টি SNCU চালু হয়ে গেছে।
  • মুর্শিদাবাদ, কান্দি, জাঙ্গীপুর হাসপাতালে ৩টি CCU/HDU চালু হয়ে গেছে।
  • এই জেলায় প্রায় ৩ লক্ষ ৪৩ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে ।
  • ‘শিশুসাথী’ প্রকল্পে, এই জেলার ১,১৫৭টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

 

শিক্ষা-

  • এই জেলা গড় তোলা হবে একটি নতুন বিশ্ববিদ্যালয়।
  • রানিনগর-১, ফারাক্কা, সামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ-২, সাগরদিঘী, ভরতপুর-২, কান্দি, হরিহরপাড়া, ভরতপুর-১, বেলডাঙ্গা-১-এ ১০টি নতুন আই.টি.আই কলেজ নির্মাণ করা হচ্ছে।
  • জাঙ্গীপুরে ১টি পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে।
  • ‘উৎকর্ষ বাংলা’ কর্মসুচিতে, জেলার ২৪ হাজার ৮০০-এরও বেশি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • এই জেলায়, ৩ লক্ষ ৯১ হাজার ছাত্র-ছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • কান্দি, খড়গ্রাম, সামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ-১, রঘুনাথগঞ্জ-২,ভরতপুর-১, ভরতপুর-২, সুতি-১, সুতি-২ এ ৯টি নতুন মডেল স্কুল নির্মাণ করা হয়েছে।
  • গত সাড়ে ৬ বছরে এই জেলায়, প্রায় ৯৫টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে মিল চলছে, যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে।
  • প্রায় সব বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালন-

  • জেলার প্রায় ৯ হাজার ৪০০-রও যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ১৬৭৭-রও বেশি কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলার, প্রায় ৯৮০% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকীদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলার বহরমপুর, হরিহরপাড়া, সাগরদিঘী, নওদা, খড়গ্রাম,রঘুনাথগঞ্জ-১, রঘুনাথগঞ্জ-২,ভরতপুর-১, ভরতপুর-২,সুতি-১,মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, রানিনগর-১ এ
    ২১ টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ২১ লক্ষ ২৯ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন-

  • এই জেলায় ১০০-দিনের কাজে, ১৬৮৫ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৭ কোটি ৮২ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • জেলার প্রায় ১ লক্ষ ৯৩ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
  • এই জেলার আরও প্রায় ৪৫ হাজার ৩০১ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় ১০০০ কি.মি. রাস্তা নির্মিত হয়েছে।
  • এই জেলায় আরও প্রায় ৬১০ কি.মি. রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ২৫ হাজার ৮০৯ জন উপকৃত হয়েছেন।
  • জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে প্রায় ৭ লক্ষ ২২ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে- যা লক্ষ্যমাত্রার ১০০%।

 

সংখ্যালঘু উন্নয়ন-

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় প্রায় ২৫ লক্ষ ২৩ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৩৫২ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ১৬০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • MSDP-তে, প্রায় ৪৪৫ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • এই দুটি প্রকল্পে, জেলায় ২৩ হাজার হেল্‌থ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
  • এই জেলায় ৫০টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন-

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ৫ লক্ষ ৭৭ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু এবং সমাজকল্যাণ-

  • এই জেলায়, ৩ লক্ষ ৯৬ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসুচী- খাদ্য সাথী প্রকল্প-

  • এই জেলার ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৪৭ লক্ষ ৭৯ হাজারেরও বেশি মানুষকে), ২ টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্দেক দামে) খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার মোট জনসংখ্যার প্রায় ১০০%।

 

 

পূর্ত ও পরিবহন-

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় পূর্ত দপ্তর ৩২৬ টিরও বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২৩৪ টিরও বেশি প্রকল্পের কাজ প্রায় ১১৫৯ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হবেন। বাকি প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ১০৫০ কিমি রাস্তা নির্মাণ/পুর্ননির্মাণ/সম্প্রসারণ ও উন্নতিকরণের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল-
  • ‘বৈতরনী’ প্রকল্পে, ৩ টি শ্মশান ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।
  • এই জেলার প্রায় ৬০০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।
  • হাতে নেওয়া হয়েছে Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচি। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি-

  • সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • সাগরদিঘী তাপবিদ্যুৎ প্রকল্পে ৫০০ মেগাওয়াট সম্পন্ন ৪নং ইউনিট চালু করা হয়েছে। হাতে নেওয়া হয়েছে প্রায় ৬৬০ মেগাওয়াট সম্পন্ন ৫নং ইউনিটের কাজ।

 

সেচ-

  • জেলার প্রায় ২৯০ কিমি দৈর্ঘের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • হাতে নেওওা হয়েছে প্রায় ৪৪০ কোটি টাকার ‘কান্দি মাস্টার প্ল্যান’ এটি সম্পুর্ণ হলে কান্দি এলাকা সহ জেলার প্রায় ৫ লক্ষ মানুষ উপকৃত হবেন।

 

জনস্বাস্থ্য কারিগরী-

  • বিগত সাড়ে ৬ বছরে, ১৩৩টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ৭৫১ কোটি টাকা ব্যয়ে ১৩০টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে, জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন।বাকী জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।

 

বন ও পর্যটন-

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ১ লক্ষ ৩৬ হাজারেরও বেশি সদ্যোজাত শিশুকে মুল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশুনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • মোতিঝিলকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে –‘প্রকৃতি তীর্থ’ পর্যটন কেন্দ্র। বহরমপুর-কর্ণসুবর্ণ-কান্দি ট্যুরিজ্‌ম সার্কিটের কাজ সম্পূর্ণ হয়েছে।
  • হাতে নেওয়া হয়েছে মুর্শিদাবাদ-মালদা-নদীয়া ট্যুরিজ্‌ম সার্কিটের কাজ।

 

শ্রম-

  • এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ৬ লক্ষ ৯০ হাজার অসংঘটিত ক্ষেত্রের শ্রমিকরা নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ২ লক্ষ ১১ হাজার জন উপভোক্তা, ৮৫ কোটি টাকারও বেশি সহায়তা পেয়েছেন।
  • ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলায় প্রায় ১৪ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী-

  • ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ৪৬ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছরে, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী’ প্রকল্পে, প্রায় ১৩ হাজার ৫৯১ উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৭২ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতি—

  • এই জেলায় ১৩ হাজার ৮০০-রও বেশি লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ বহাল ভাতা এবং পেনশন পাচ্ছেন।
  • বহরমপুর রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।

 

আবাসন-

  • জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ২১ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষদের কর্মসংস্থানের জন্য কান্দি ও জলঙ্গীতে ৭টি ‘পথসাথী’ মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুব কল্যাণ-

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৪৪৮টিরও বেশি ক্লাবকে ১৮ কোটি টাকারও বেশি
    অর্থ সাহাজ্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ৩১টি মাল্টিজিম ও ৪টি মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে প্রায় ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে।

 

আইন- শৃঙ্খলা-

  • গঠন করা হয়েছে নতুন মালদা বিভাগ।
  • এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন শক্তিপুর থানা এবং বহরমপুর মহিলা থানা।

 

200 pulse processing mills to be set up in Nadia, Murshidabad

The state government has decided to set up 200 pulse processing mills in Nadia and Murshidabad. The government had provided seeds including that of pulses to farmers in the region to undertake alternate farming after an outbreak of wheat blast.

Now, production of pulses in Nadia and Murshidabad has gone up and the necessity of setting up mills to process the same was felt. It will be of great help for farmers economically as well as they do not have to invest much for transportation of their yield to get the same processed.

It may be mentioned, in 2016-17, the production of pulses was 3.36 lakh metric tonnes, which is almost double of 1.76 lakh metric tonnes in 2010-11.

 

নদীয়া ও মুর্শিদাবাদে তৈরী হবে ২০০টি ডাল প্রক্রিয়াকরণ কেন্দ্র

রাজ্য সরকার নদীয়া ও মুর্শিদাবাদে ২০০টি ডাল প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুই জেলায় হুইট ব্লাস্টের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিকল্প চাষে উৎসাহিত করতে ইতিমধ্যেই রাজ্য সরকার ডাল ও অন্যান্য ফসলের বীজ বিতরণ করেছে।

এখন নদীয়া ও মুর্শিদাবাদে ডালের উৎপাদন খুব বেড়েছে, তাই প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে।

এই প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী হলে কৃষকরা অর্থনৈতিক ভাবে উপকৃত হবেন, কারন এতে তাদের উৎপাদন করা ডাল নিয়ে অন্য জেলায় যাতায়াত করতে হবে না। এর ফলে বাড়বে লাভ।

উল্লেখ্য, ২০১৬-১৭ সালে ৩.৩৬ লক্ষ টন ডালের উৎপাদন হয়েছে, যা ২০১০-১১ সালে ছিল ১.৭৬ লক্ষ টন।

Four new universities in Bengal

The state government has decided to set up four more universities in South Dinajpur, Alipurduar, Darjeeling and Murshidabad.

Partha Chatterjee, the state Education minister, spoke in the Assembly about the plan to set up the universities in the state. It may be mentioned that students of the area will be immensely benefitted from setting up of the university in Darjeeling and the three other places, as they would no longer need to travel long distances to continue with their higher studies.

The Mamata Banerjee government has already ensured a major expansion in the sector of higher education. After the change of guard in the state in 2011, eight new state-aided and nine private universities have come up in the state. At present, there are a total of 20 state-aided universities and nine private universities in Bengal. Moreover, in the 2017-18 fiscal, the planned budget for the state-aided universities was Rs 162.5 crore.

Besides setting up of four more universities in the state, the state government has also taken initiatives to increase the number of colleges, mainly in the backward areas. There were only 35 government colleges in the state in 2011 and now in the past few years till 2017, the total number of colleges has gone up to 65. Similarly, the number of government-aided degree colleges has also gone up to 450 and it includes 18 teachers training colleges.
With the increase in number of institutions for higher education, a total of around 4 lakh seats have increased at the graduation and post-graduation levels. Moreover, the gross enrolment ratio has gone up to 18.5 percent in 2017, compared to that of 12.6 percent in 2011.

Apart from the increase in number of educational institutions, 303 higher education institutions in the state have obtained NAAC accreditation and 292 of them are either government or government-aided colleges and 11 are state-aided universities. Moreover, 25 undergraduate courses and 3 post-graduate courses in eight private engineering and technology colleges have also been accredited by the National Board of Accreditation.

The minister also stressed on the steps taken to ensure that outsiders are not allowed inside the campus of educational institutions.

 

রাজ্যে আরও ৪টি নতুন বিশ্ববিদ্যালয়

বাংলায় আরও চারটি বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং ও মুর্শিদাবাদ জেলায় গড়া হবে এই নতুন বিশ্ববিদ্যালয়গুলি।
রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় একথা জানান। এই জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে ওই জেলার মানুষরা প্রভূত উপকৃত হবেন। এখানকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে আর যেতে হবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই উচ্চশিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ৮টি নতুন সরকারি অনুদানপ্রাপ্ত ও ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যে ২০টি সরকারি অনুদানপ্রাপ্ত ও নটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। ২০১৭-১৮ অর্থবর্ষে সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ১৬২.৫ কোটি টাকা পরিকল্পিত বাজেট ধার্য করা হয়েছে।

পাশাপাশি, আরও কলেজ নির্মাণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১১ সাল পর্যন্ত রাজ্যে ৩৫টি সরকারি কলেজ ছিল; ২০১৭ সালে এই সংখ্যাটি বেড়ে হয়েছে ৬৫। পাশাপাশি, সরকারি অনুদানপ্রাপ্ত ডিগ্রী কলেজের সংখ্যা হয়েছে ৪৫০; এর মধ্যে আছে ১৮টি টিচার ট্রেনিং কলেজ।

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বেড়েছে ৪ লক্ষ, গ্রস এনরোলমেন্ট রেসিও বেড়ে হয়েছে ১৮.৫ (যা ২০১১ তে ছিল ১২.৬ শতাংশ)। ৩০৩টি উচ্চশিক্ষা কেন্দ্র ন্যাকের স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে ২৯২টি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত ও ১১টি স্টেট-এডেড কলেজ। আটটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ২৫টি স্নাতক পাঠ্যক্রম ও তিনটি স্নাতকোত্তর পাঠ্যক্রম ন্যাকের স্বীকৃতি পেয়েছে।

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তার জন্য সিসিটিভি বসানোর পাশাপাশি অন্যান্য ব্যবস্থাও করা হচ্ছে।

 

It is India’s misfortune that BJP is in power at Centre: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for several projects for Murshidabad district, at a function in Baharampur Stadium.

Some of the projects inaugurated include Shishu Siksha centres, Madhyamik Siksha centres, schools, classrooms for Madrassahs, Karma Tirtha, roads, Anganwadi centres, renovation work for Baharampur stadium, among others.

She laid the foundation stones for flood shelters, new roads, renovation work for ghats, watch towers for disaster management, among other projects.

She also distributed benefits for several schemes, such as, Kanyashree, Sabuj Sathi, Samaj Sathi, Gatidhara; the CM distributed tractors, Kisan Credit Cards and other benefits too.

Highlights of her speech:

My best wishes to all the students who are appearing for Madhyamik and Higher Secondary exams. Students are the future of the society. They will build the nation in future.

Murshidabad has a glorious history. We have undertaken a slew of developmental projects for the district. The tide of development will continue.

Power project worth Rs 7000 crore is coming up in Sagardighi.

We have set up Krishak Bazar, polytechnics, ITIs, multi super speciality hospitals, colleges. We are setting up Karma Tirthas as well.

I have chaired more than 395 administrative review meetings in districts. The amount of work we have done in Bengal in the last six years, is unmatched.

We must all feel proud about Bengal. Today we have distributed direct government benefits to nearly 1 lakh people.

Students are getting Sikshashree scholarship. 8 crore people are receiving rice at Rs 2 per kilo. Healthcare is free in Bengal.

Girls are getting Kanyashree scholarship for pursuing education. We are giving cycles for free to students of classes IX-XII. To ensure a bright future of kids, we are distributing saplings under ‘Sabuj Shree’.

Scholarship under Kanyashree has been increased to Rs 1000. We have started a new scheme ‘Ruposhree’. Families with annual income less than Rs 15 lakh will receive Rs 25,000 for the wedding of their daughters.

From birth (Sabuj Shree) till death (Samabyathi), we have a scheme for all. We are always with the people. No other government has done the work done by our government.

Self-help groups are getting 30% subsidy in loans. Interest rates have been reduced from 4% to 2%.

We are paying off the debt incurred by CPI(M). The BJP government in the Centre takes away Rs 48,000 crore from our revenues. Yet we are doing developmental works, without burdening the people.

Contractual workers, ASHA, ICDS workers, civic volunteers have been brought under Swasthya Sathi scheme. A separate insurance scheme has been started for SHGs.

We have started a pension scheme or bidi workers. Masons, drivers and other workers have been brought under social security schemes.

1.7 minority students are receiving scholarships. We are giving school uniforms, bags, books, shoes to children of primary schools. We send ambulances to ferry pregnant women to hospitals.

I respect priests as well as Imams. Bengal’s perspective of the world is wide. Our actions speak louder than words.

A lot of politics has happened over the development of Murshidabad district. People have been deprived for long.

Centre’s ‘Beti Bachao’ scheme is actually ‘Beti Hatao’. Their budget is only Rs 100 crore. We have spent nearly Rs 5000 crore for Kanyashree in the last five years (Rs 1200 crore per year).

Without any financial allocation, Centre has announced health insurance scheme. Now they want states to pay 40% of the cost. They should first learn to do their job properly.

Healthcare is free in Bengal. They should make Bengal the model for healthcare.

If you keep money in banks, you will lose it. If you invest in cricket or land, you will lose it. They are a government of

Several villages in Bengal do not have banks. We have started co-operative banks in those villages.

Centre is bringing FRDI Bill. People’s savings are not safe in banks anymore. People’s money is given away to others.

Not just Punjab National Bank, many other banks are involved in this scam. A thorough probe must be carried out to ascertain who is behind this scam.

Planning for this scam started a year before demonetisation. Senior officials in some banks were changed. There is proof. Facts never lie.

I never trust those who talk big and never deliver. They only deliver bhashan on TV and fail when it comes to working.

Farmers in Bengal are receiving farming equipment. We have waived off all tax on agricultural land. Even mutation fees on agri land have been waived off.

We have schemes for the welfare of all – SC/ST, Adivasi, OBC as well as general caste. We have to work for all.

We have constructed 25 lakh houses under Banglar Abaar Yojana. 5 lakh more houses will be constructed

We have constructed 23,000 km rural roads. Work for 13,000 km more has started.

We have to ensure road safety. Do not cross roads while talking on the phone. Drive cars carefully. Safe drive, save life.

It is our responsibility to ensure your well-being. Stay happy. Live in harmony. My best wishes to you all. Even when others indulge in riots, Murshidabad maintains peace.

We do not indulge in politics of division. We do not support riots. We do not make false promises. We do not deceive people by putting up false statements on TV.

It is India’s misfortune that BJP is in power. They are taking away the rights of the people.

They are asking people to link Aadhaar to their bank accounts. While some others are running away with crores of rupees. People live in misery, while they build grand offices.

Political parties must always work for the people. Parties should be proud of people power, not money power.

Democracy and the voice of the people can never be purchased with money power.

The more you work for the people, the happier you will be.

We have created 81 lakh employment opportunities. This year we will generate 10 lakh jobs. We will keep serving you in the future too.

Bengal is No. 1 in MGNREGA scheme. We are No. 1 in rural job creation.

We will fight, we will perform, we will build (a new Bengal), we will win.

 

ভারতবর্ষের দুর্ভাগ্য, কেন্দ্রে ক্ষমতায় বিজেপি: মুখ্যমন্ত্রী

আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুরের স্টেডিয়াম মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, বিভিন্ন ব্লকের শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়, মাদ্রাসার অতিরিক্ত শ্রেণীকক্ষ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিশু আলয়ে উন্নীতকরণ, কর্মতীর্থ, নতুন রাস্তা, বহরমপুর স্টেডিয়ামের সংস্কার, ভাগীরথী-দ্বারকা-ভৈরব নদীর পাড়ের উন্নতিসাধন ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নতুন রাস্তা, বিভিন্ন মৌজায় মোট ১৪টি ফ্লাড শেল্টার, বিপর্যয় মোকাবিলার জন্য ওয়াচ টাওয়ার, জঙ্গীপুর পুরসভা-মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের তিনটি স্থানে ভাগিরথী নদীর পাড় সংরক্ষণ ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।উপস্থিত ছিলেন আরও অনেক মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষার্থীদের অনেক শুভেচ্ছা। ছাত্রছাত্রীরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তারাই সমাজ গড়ে, তারাই সমাজের প্লাবন।

মুর্শিদাবাদের একটা ইতিহাস আছে। এই জেলায় অনেক উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কাজ এখনও চলছে।

সাগরদীঘিতে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে।

কৃষক বাজার, পলিটেকনিক, আই টি আই, মাল্টি সুপার হাসপাতাল, কলেজ তৈরি করা হয়েছে। কর্মতীর্থ তৈরির পরিকল্পনাও রয়েছে।

আজ পর্যন্ত আমি জেলায় জেলায় গিয়ে ৩৯৫টিরও বেশি প্রশাসনিক বৈঠক করেছি, বাংলায় আমরা ৬ বছর ধরে যা কাজ করছি তা আর কোথাও হয় না।

বাংলা নিয়ে গর্ব করা উচিত। আজ প্রায় ১ লক্ষ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হল।

ছাত্রছাত্রীদের ‘শিক্ষাশ্রী’ স্কলারশিপ দেওয়া হচ্ছে। ‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় ৮ কোটির বেশি মানুষকে ২ টাকা কেজি দরে চাল, গম দেওয়া হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়।

মেয়েদের উচ্চ শিক্ষার জন্য ‘কন্যাশ্রী’ স্কলারশিপ দেওয়া হচ্ছে। বিনামূল্যে সবুজ সাথীর সাইকেল দেওয়া হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। ‘সবুজশ্রী’ প্রকল্পের আওতায় শিশুর জন্মের পর একটি করে গাছের চারা দেওয়া হয় তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য।

কন্যাশ্রীর স্কলারশিপের টাকা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। এবার বাজেটে নতুন ‘রূপশ্রী’ প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে যে সব পরিবারের বার্ষিক ইনকাম ১.৫ লক্ষ টাকা পর্যন্ত তাদের মেয়েদের বিবাহের জন্য ২৫০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

আমাদের সরকার জন্ম (সবুজশ্রী) থেকে মৃত্যু (সমব্যাথী) অবধি মানুষের সঙ্গে আছে, পাশে আছে। আমাদের সরকার যা করে তা কোনদিন কোন সরকার করতে পারবে না।

আমরা স্বনির্ভর গোষ্ঠীকে ঋণের ক্ষেত্রে ৩০% সাবসিডি দিই। সুদের হার ৪% থেকে কমিয়ে ২% করে দেওয়া হয়েছে।

সিপিএমের দেনা শোধ করছি, বিজেপি ৪৮০০০ কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তারপরেও এত কর্মসূচি দেওয়া হচ্ছে সাধারণ মানুষের ওপর কোনরকম বোঝা না বাড়িয়ে।

চুক্তিভিত্তিক কর্মী, আশা-আই সি ডি এস এর কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের আওতায় আনা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীদের জন্য আলাদা বীমা চালু করা হয়েছে।

বিড়ি শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প চালু হয়েছে, এছাড়া যারা বাড়ি তৈরি করেন, যারা গাড়ি চালায় তাদের জন্যও প্রকল্প চালু করা হয়েছে।

১.৭১ লক্ষ সংখ্যালঘু ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে। প্রাইমারি স্কুলের বাচ্চাদের ড্রেস, ব্যাগ, বই-খাতা, জুতো, মিড-ডে মিল দেওয়া হয়। গর্ভবতী মায়েদের জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

আমি পুরোহিতদের যেমন সম্মান করি, ইমামদেরও তেমন সম্মান করি। বাংলার দৃষ্টিভঙ্গি অনেক বড়। আমারা কথায় নয় কাজে করে দেখাই।

মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে অনেক রাজনীতি হয়েছে। এতদিন শুধু মানুষের থেকে নেওয়া হয়েছে, মানুষকে কিছু দেওয়া হয়নি।

কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে (ওটা বেটি হাটাও প্রকল্প) বরাদ্দ ১০০ কোটি টাকা। আর আমরা কন্যাশ্রী প্রকল্পের জন্য খরছ করেছি ৫০০০ কোটি টাকা। বছরে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছি এর জন্য।

কেন্দ্রীয় সরকার টাকা ছাড়াই স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা করছে।আবার বলছে রাজ্যকে ৪০% দিতে হবে। আগে কাজ শিখুন তারপর বড় বড় কথা বলুন।

বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।ওদের উচিত বাংলাকে মডেল করে সারা ভারতে বিনাপয়সায় চিকিৎসা দেওয়া।

ওরা ব্যাঙ্কে, ক্রিকেটে, ল্যান্ডে টাকা রাখলে নিয়ে নেবে।

বাংলায় অনেক গ্রামে এখন ও ব্যাঙ্ক নেই, আমরা সেখানে কো-অপারেটিভ ব্যাঙ্ক চালু করেছি।

কেন্দ্রীয় সরকার এফ আর ডি আই বিল আনছে; এর মাধ্যমে মানুষের টাকা আত্মস্যাৎ করবে।মানুষের টাকা আজ ব্যাঙ্কে সুরক্ষিত নয়। জনগণের টাকা অন্যদের দিয়ে দেওয়া হচ্ছে।

শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নয়, আরও অনেক ব্যাঙ্ক আছে, এদের মাথায় কোন কোন ছাতা আছে সেটা তদন্ত করার দরকার আছে।কারা সুরক্ষা দিয়েছে?

আমি মনে করি নোটবন্দির এক বছর আগে থেকে এই সব পরিকল্পনা করা হয়েছে। কিছু কিছু ব্যাঙ্কে ইচ্ছেমতো লোক নেওয়া হয়েছিল এর সব তথ্য আছে। তথ্য কখনো মিথ্যে কথা বলে না।

যারা শুধু মুখে বড় বড় কথা বলে তাদের আমি বিশ্বাস করি না। টিভি তে বড় বড় ভাষণ দেয় আর কাজের বেলায় লবডঙ্কা।

কৃষকদের কৃষি জমির যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। বাংলার কৃষকদের সব ঋণ মুকুব করে দিয়েছে সরকার। কৃষি জমির মিউটেশন ফি লাগবে না।

তপসিলি জাতি-উপজাতি, আদিবাসী, ওবিসি সকলের জন্য আমরা প্রকল্প চালু করেছি। সবুজ সাথী সাইকেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয় জেনারেল কাস্টদের। সবাইকে নিয়ে চলতে হবে।

প্রায় ২৫ লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনায় বাড়ি দিয়েছি। আরও ৫ লক্ষ দেওয়া হচ্ছে।

প্রায় ২৩০০০ কিঃমিঃ নতুন গ্রামীণ রাস্তা আমরা করেছি। আরও ১৩০০০ কিঃমিঃ স্টার্ট করা হয়েছে।

এক্সিডেন্ট কমাতে হবে। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। জোর করে গাড়ি চালাবেন না, সেফ ড্রাইভ সেভ লাইফ।

মানুষ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো। সবাই মিলেমিশে চলবেন। যখন চারদিকে দাঙ্গা হয়, এই জেলা দাঙ্গা করে না, আপনাদের অভিনন্দন জানাই।

আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না, দাঙ্গা লাগাই না। মিথ্যে কথা বলে ভোট নিই না। টিভির সামনে চাটুকারি করে বক্তৃতা দিয়ে মানুষকে প্রতারনা করি না।

ভারতবাসীর দুর্ভাগ্য, বিজেপির মতো দল ক্ষমতায় আছে। তারা মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে।

মানুষকে বলছে আধার কার্ড নাও, সেই কার্ডে টাকা রেখে সব টাকা লোপাট হয়ে গেল। মানুষকে অন্ধকারে রেখে, নিজেরা নিজেদের সব থেকে ধনীদের পার্টি অফিস তৈরী করেছে।

রাজনৈতিক দল, মানুষের পাশে থাকবে, আমার কত টাকা আছে এ নিয়ে কখনও গর্ব করে না, গর্ব করে মানুষ নিয়ে।

গণতন্ত্র, মানুষ কখনও টাকার কাছে বিক্রি হয় না।

যত মানুষের জন্য খাটবেন, তত ভালো থাকবেন।

৮১ লক্ষ বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান হয়েছে, এ বছরেও ১০ লক্ষ হবে। আগামী দিন আরও বেশী করে আমরা চেষ্টা করব।

১০০ দিনের কাজে বাংলা ১ নম্বরে, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে আমরা নাম্বার ওয়ান।

আমরা লড়ব, করব, গড়ব, আমরা জিতব।

 

 

 

 

 

 

 

 

Ham Radio

Bengal Govt’s pilot project on fish farming in temporary water bodies in 5 districts

The State Government is starting a pilot project named Moyna Model on farming of fish in temporary water bodies, like water collected in farmlands during the rainy season, in five districts of Bengal.

It has been determined by experts that it is possible to produce commonly-consumed fish like rohu, catla amd mrigel, both of good quality and quantity, in such water bodies. The pilot is being carried out in the districts of North 24 Parganas, Nadia, Murshidabad, Cooch Behar and Dakshin Dinajpur.

Cultivation of fish in this manner has been successfully carried out at Moyna in Purba Medinipur, and hence the name of the project. There, rohu and catla weighing between 1 kg and 2 kg were cultivated within seven to eight months.

Unlike in permanent water bodies, it would be possible to scientifically care for the fish, provide them adequate food and keep a careful eye on all other aspects of their growth.

Another advantage of temporary water bodies is that food for the fishes would be naturally replenished, unlike the permanent bodies where food scarcity is often seen after a period of time.

The aim is to produce fish at the rate of 12 tonnes per hectare in the temporary water bodies, against 1 to 1.5 tonnes per hectare in the permanent ones.

A total of 75 hectares has been identified in the five districts. Since the water bodies identified are not of a permanent nature, they have been bounded by permanent barriers. The permanent barriers would also enable conservation of rainwater.

A single body of water should be at least 5 hectares. The cultivation would be carried out by local cooperative bodies or fishermen.

The cost has been determined at Rs 10 lakh per hectare, including the cost of hatchlings and fish food. The State Government would give discount to the tune of Rs 8.67 lakh. Hatchlings numbering 12,000, weighing 250 gram, would be released per hectare. The hatchlings would turn into adults weighing 2 kilogram on an average in about two years.

 

 

জলাজমিতে রুই, কাতলা, মৃগেল চাষে নামছে রাজ্য, পাইলট প্রোজেক্ট ৫ জেলায়

 

স্থায়ী জলাশয় নয়, চাষের জমি বা পতিত জমিতে জল জমে থাকলে সেখানেও রুই, কাতলা ও মৃগেলের চাষ করা সম্ভব, উচ্চ ফলনও সম্ভব। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন পদ্ধতিতে মাছ চাষে নামছে রাজ্য মৎস্য দপ্তর। এই পাইলট প্রোজেক্টের নাম ‘ময়না মডেল’।
চাষের জমিতে জল জমা থাকাকালিন এই চাষ করে সফল হয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার কয়েকজন মৎস্যজীবী। সাত আট মাসেই তারা এক-দু কেজি ওজনের রুই কাতলা উৎপাদন করেছেন।
এই পাইলট প্রোজেক্টে পাঁচটি জেলায় মত ৭৫ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। এই জলাজমিগুলি যেহেতু স্থায়ী জলাশয় নয়, তাই চারপাশের পাড় বাঁধানো হয়েছে। এতে বৃষ্টির জল সংরক্ষণ করাও সম্ভব এবং জল বাইরে বেরিয়েও যাবে না।
স্থায়ী জলাশয়গুলিতে গড়ে হেক্টরপ্রতি ১ থেকে দেড় টন মাছ উৎপাদন হয়, সেখানে এই প্রোজেক্টে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে হেক্টর প্রতি ১২ টন।
এই পাইলট প্রোজেক্টে একসঙ্গে অন্তত পাঁচ হেক্টর জলাজমি থাকতে হবে, চাষ করবে স্থায়ী সমবায় বা মৎস্যজীবী। হেক্টর প্রতি খরচ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। তাঁর মধ্যে মাছের চারা, খাবার সহ ৮লক্ষ ৬৭হাজার টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। প্রতি হেক্টরে ২৫০ গ্রাম ওজনের ১২০০০ মাছের চারা ছাড়া হবে। এক বছরের মধ্যে এগুলির ওজন এক থেকে দু কেজি হবে। স্থায়ী জলাশয়ে সঠিক পরিচর্যা অনেক সময় হয় না। কিন্তু, এই প্রোজেক্টে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক পরিচর্যা, মাছেদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ, সময়ে সময়ে নজরদারি সহ প্রতিটি দিকের ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্থায়ী জলাশয়গুলিতে মাছের প্রাকৃতিক খাবার অনেক সময় কমে যায়, কিন্তু, এই প্রোজেক্টে মাছের বিপুল প্রাকৃতিক খাবার থাকবে।

Source: Sangbad Pratidin

Bengal Govt developing Muslin Tourism Circuit

Muslin weavers of Bengal, who were on the brink of extinction, have got a new lease of life, courtesy Chief Minister Mamata Banerjee.

In the latest significant stride to boost the sale and marketing of this lush cotton fabric, the government is developing a Muslin Tourism Circuit (MTC) at three places in the state. The West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) will be organising the tours, with assistance from a private organisation, Society for Kindling Handicrafts and Indigenous Art. In the case of foreign tourists, the Board will also take the assistance of foreign embassies in organising the tours.

The tours will take tourists to the villages of Akalpoush and Sasinara in Bardhaman district and to Berhampore in Mursidabad district to witness the manufacturing of muslin fabric with their own eyes. The village of Baluchar, also in Murshidabad district, which is a hub for silk and baluchari sarees, will also be a part of the circuit. Foreign tourists who would go on tours of Bardhaman and Murshidabad districts will also be taken to these places apart from the conventional tourist destinations.

The project will be formally launched on September 20. According to the chairman of WBKVIB, the MTC will get a big push after Durga Puja ends.

According to a senior official of WBKVIB, another advantage of taking foreigners on the circuit is that, as has been noticed, having a knack for joining hands with weavers in the making of handmade fine fabric, watching the production process on their own will increase their chances of buying the products.

WBKVIB has also created the basic infrastructure of sales outlets, resting rooms, bathroom facilities and restaurants for light tea and snacks at these places for the convenience of both foreign and Indian tourists. The weavers who have lent out their places for setting up these infrastructural facilities will also get a token amount from the Board annually.

From making muslin products available at Biswa Bangla stalls to opening an exclusive outlet named Club Muslin at the Dakshinapan shopping complex to the WBKVIB adopting a scheme for the upliftment of these weavers and taking part in fashion shows, both abroad and here, the Bengal Government has done a lot to revive and popularise this age-old craft.

The Board has also tied up with an NGO that has started selling a wide range of muslin at its outlet at Nazrul Tirtha in New Town, on the outskirts of Kolkata.

 

বাংলার মসলিনকে পর্যটনের অঙ্গ করতে চায় রাজ্য

বাংলার মসলিন কাপড়ের কদর বিশ্বজোড়া। সেই কাপড়কে পর্যটনের অঙ্গ করতে চায় রাজ্য সরকার। এবার তারই উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ।

একটি বেসরকারি ট্যুর অপারেটর সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে, সেই সংস্থা দেশ-বিদেশের অতিথিদের নিয়ে যে প্যাকেজ ট্যুর করায়, তারাই এবার বাংলার মসলিনের ঘাঁটিগুলিকে ঘুরিয়ে দেখাবে। যে বস্ত্র দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছে, তার উৎপত্তিকে ঘিরে পর্যটকদের উৎসাহ আছে। বিশেষত বিদেশি পর্যটকরা এই বিষয়ে বিশেষ আগ্রহ দেখান। তাই সেই কাজটিই এবার পুরোদমে সারতে চায় দপ্তর, জানিয়েছেন খাদি’র কর্তারা।

মসলিন কাপড়কে আরও জনপ্রিয় করতে খাদি পর্ষদ ক্লাব ‘মসলিন’ নামে একটি ব্র্যান্ড তৈরি করেছে, যা যথেষ্ট সুনাম কুড়িয়েছে। সেই পণ্যকে আরও বেশি প্রচারে আনতেই এই প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে।

কোথায় কোথায় এই ট্যুর করানো হবে সেই তালিকায় যেমন বর্ধমানের অকালপৌষ আছে, তেমনই আছে শশীনাড়া, নবদ্বীপ, কৃষ্ণনগরও আছে। মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গাকে এই পর্যটনে তুলে ধরা হবে। নবাবি আমলের ঐতিহ্য ও ঘরানার স্বাদ দেওয়ার পাশাপাশি এখানে জিয়াগঞ্জ সংলগ্ন অঞ্চলকে মসলিনের ঘাঁটি হিসাবে সামনে আনা হবে।মুর্শিদাবাদের আরও একটি জায়গা ‘বালুচর’কে মসলিনের পীঠস্থান হিসাবে সামনে আনা হবে।

পুজোর কেনাকাটাকে সামনে রেখে কয়েক দিন আগেই খাদি পর্ষদের তরফে একটি ফ্যাশন শো’য়ের আয়োজন করা হয় শহরে। পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য এটি একটি অভিনব প্রয়াস।

Source: Bartaman Patrika

 

Bengal Transport Dept to introduce 270 buses; Darjeeling, Dooars in main focus

To ensure better connectivity between different points in tourist spots, the Bengal  Transport department has decided to introduce a set of new buses in Darjeeling, Dooars and Murshidabad.

Suvendu Adhjikari, the state Transport minister, said in the Assembly: “Decision has been taken to buy a total number of 270 buses. Out of these buses, eight will be plying in Darjeeling and four each in Dooars and Murshidabad.”

The 270 buses will be operated by the West Bengal Transport Corporation (WBTC), South Bengal State Transport Corporation (SBSTC) and North Bengal State Transport Corporation (NBSTC). The 270 buses include air-conditioned mini-buses, air-conditioned deluxe buses, 10 CNG buses and four electric buses. Mainly mini-buses that can easily ply on the hilly terrain will be bought for Darjeeling.

Thousands of people visit the places round the year and with several steps taken by the state government in the past six years, these locations have become immensely popular among people from different states and even abroad. The footfall has increased in all the these places and at the same time, Chief Minister Mamata Banerjee has taken different measures to ensure an overall development of the Hills.

Thus, beside tourists, common people of the area will also be immensely benefitted with the decision to introduce the additional fleet of buses. It may be mentioned that most of the buses will be having all modern arrangements to avoid any untoward incident in the bus. There will be panic button using which a passenger can alert policemen or concerned authorities if he or she falls in any untoward situation while travelling or if there is any emergency situation in the bus. There will also be CCTV cameras inside the buses. Notably, the buses will be GPS-enabled. Thus tracking of the realtime location of the buses will be an added advantage.

 

পর্যটন কেন্দ্রগুলির জন্য চালু হবে আরও ২৭০ টি নতুন বাস

যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং, ডুয়ার্স ও মুর্শিদাবাদের জন্য বেশ কিছু নতুন বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।

বুধবার বিধানসভায় পরিবহণ মন্ত্রী জানান, সব মিলিয়ে ২৭০ টি নতুন বাস চালু হবে। এর মধ্যে ৮ টি বাস চলবে দার্জিলিং-এ, ৪টি ডুয়ার্স ও ৪টি মুর্শিদাবাদে চালানো হবে।

২৭০ টি বাসের মধ্যে বেশ কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিত মিনি বাস, শীততাপ নিয়ন্ত্রিত ডিলাক্স বাস ও ১০ টি CNG বাস এবং ৪ টি ইলেকট্রিক বাস রয়েছে। পাহাড়ি এলাকায় মিনি বাস সহজেই চলাচল করতে পারে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পাহাড়ের অনেক উন্নয়নমূলক প্রকল্প নিয়েছেন এর ফলে পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। শুরু থেকেই পাহাড়ের সার্বিক উন্নয়নের ওপর জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার। এই নতুন সিদ্ধান্তের ফলে পর্যটকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও অনেক উপকৃত হবেন।

উল্লেখ্য, দুর্ঘটনা এড়ানোর জন্য বাসগুলির আধুনিকিকরণও করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার জন্য একটা করে প্যানিক বাটন থাকবে। সিসিটিভি ক্যামেরাও থাকবে বাসগুলিতে। বাসগুলিতে জিপিএস ও বসানো হবে।