Ahead of Sharodotsav, Bengal CM reaches out to Durga Puja with a letter

In a poetic letter, Bengal Chief Minister Mamata Banerjee reached out to the Durga Puja committees across the state, wishing the organisers.

In a letter dated August 30, 2017, she eulogised the victory of good over evil. She also appealed to all to maintain communal harmony at the time of the festivities.

She said that ‘Sharodiya Durgotsav’ is not only a religious festival but a festival that unites all.

 

শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে দুর্গা পুজো আয়োজকদের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে দুর্গা পুজো আয়োজকদের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩০শে আগস্ট তিনি এক চিঠির মাধ্যমে সকল পুজো আয়োজকদের বলেন আনন্দময়ীর আবাহনের মধ্যেই নিহিত অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়। তিনি আবেদন করেন অনুষ্ঠানের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে।

তিনি বলেন, দুর্গাপুজো কোনও একটি সম্প্রদায়ের পুজো নয়, এটি এমন এক উৎসব যেখানে সকল সম্প্রদায় মিলে আনন্দ করেন।

এই সেই চিঠিঃ

 

শারদ শুভেচ্ছা

‘বাজলো তোমার আলোর বেণু’

শিউলি সকাল, কাশফুলের দোলা আর শরতের সাদা মেঘ এবার বয়ে আনলো মা দুর্গার আগমন বার্তা। এবারে সব দুঃখ দৈন্য ভুলে আনন্দে মেতে ওঠার পালা; সমস্ত ভেদাভেদ ভুলে সবাই মিলে একসাথে উৎসবের আঙিনায় মিলিত হওয়ার সময়।

আনন্দময়ীর আবাহনের মধ্যেই নিহিত অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়। চিন্ময়ী দেবীর মৃন্ময়ী রূপে আগমন তাই নিয়ে আসে নববিধানের আশ্বাস আর নবনির্মাণের পবিত্র প্রত্যয়।

“মা আসছেন, শিউলি ভোরে

শঙ্খ বাজুক ঘরে ঘরে।”

শারদীয়া দুর্গোৎসব শুধুমাত্র এক ধর্মীয় আচার-আয়োজন নয়, সর্বস্তরের, সর্বধর্মের মানুষের আত্মিক মেলবন্ধনই এই উৎসবের মূল ভাবনা, চিরন্তন সুর। দশভুজার চরণস্পর্শে তাই সঞ্চারিত হোক আশার আলো, আনন্দধারায় সিক্ত হয়ে উঠুক বিশ্বভুবন। সবাই ভালো থাকুন, সকলের ভালো হোক।

আপনাদের শারদোৎসবের আয়োজন সফল হোক, উৎসবের দিনগুলিতে সবাই শান্তি ও মৈত্রীর মেল্বন্ধনে আবদ্ধ থাকুন। সকলকে জানাই শারদীয়ার প্রীতি, ভালোবাসা ও শিউলি শুভেচ্ছা।

(মমতা ব্যানার্জী)

 

Bengal shows the way once again, this time for the model code on snakebite management

What Bengal thinks today, India thinks tomorrow – this was proved once again when the Central Government published a model code for snakebite management recently, five years after the Bengal Government had published its Module for Training and Medical Officers on Snakebite Management in 2012.

Not just that, it must also be mentioned that Bengal was the first state to set up a formal protocol on the subject.

Under the stewardship of Chief Minister Mamata Banerjee, Bengal has progressed in many fields, and this is only the latest example.

 

দেশকে পথ দেখাল বাংলা, রাজ্যের পাঁচ বছর বাদে প্রকাশিত সাপের কামড় নিয়ে কেন্দ্রীয় গাইডলাইন

ন্যায্যমূল্যের দোকানের পর এবার সাঁপের কামড়ের চিকিৎসা। ‘বাংলা আজ যা ভাবে, কাল তা ভাবে ভারত’—এই আপ্তবাক্য ফের সার্থক হল স্বাস্থ্যক্ষেত্রে। পথ দেখাল মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর।

২০১২ সালে সারা দেশে প্রথম সাঁপের কামড়ের চিকিৎসার আদর্শ নিয়ম বের করেছিল পশ্চিমবঙ্গ। নাম ছিল ‘মডিউল ফর ট্রেনিং অব মেডিকেল অফিসার্স অন স্নেকবাইট ম্যানেজমেন্ট’। প্রায় সেটাই অনুসরণ করে পাঁচ বছর বাদে কেন্দ্রীয় সরকার স্বাধীনোত্তর ভারতবর্ষে এই প্রথম সাঁপের কামড়ের আদর্শ চিকিৎসার নিয়মাবলী প্রকাশ করল। নাম স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনস স্নেকবাইট (এসটিজি)।

শুধু তাই নয়, রাজ্যের পক্ষে আরও একটি গর্বের বিষয় হল, বাংলায় প্রথম যাঁর উদ্যোগে মডিউলটি প্রকাশিত হয়েছিল, সেই ডাঃ দয়ালবন্ধু মজুমদার কেন্দ্রীয় সরকারের গাইডলাইনটি প্রকাশের অন্যতম কুশীলবদের একজন।

Source: Bartaman

 

 

Mamata Banerjee releases Jago Bangla Festive Edition for 2017

The Jago Bangla Festival Edition for 2017 was released by Mamata Banerjee at a cultural function at Nazrul Mancha today.

A host of luminaries from various fields graced the occasion as well.

The cover page of the festive edition has been designed by Mamata Banerjee herself. The book starts with a preface by her, and features both fictional and non-fictional writing by some of the best writers and experts in various fields.

There are special features, including analyses, on the internationally-acclaimed Kanyashree Scheme, the social schemes initiated by the Chief Minister, the return to fortune for the muslin trade and the weavers, the folk songs of Bengal and the FIFA Under-17 World Cup.

 

জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৪ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ জাগো বাংলার উৎসব সংখ্যা ১৪২৪ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি হয় নজরুল মঞ্চে।

বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।উৎসব সংখ্যার কভার পেজটি মুখ্যমন্ত্রী নিজেই ডিজাইন করেছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মহালয়া যতদিন থাকবে ততদিন বাংলার ঐতিহ্য থাকবে।

শারদপত্রে রয়েছে বিশিষ্টদের কলম, নিবন্ধ, গল্প, কবিতা, বিশ্লেষণ, স্মৃতিচারণ ও সমাজ সংস্কৃতি বিষয়ক লেখা। এছাড়াও রয়েছে বর্তমান প্রজন্মের একঝাঁক লেখকের লেখা।

 

 

Infosys to mark its maiden entry in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on August 29 said IT major Infosys will invest Rs 100 crore in the state and set up a 50-acre campus in Rajarhat, near Kolkata.

The Chief Minister clarified that Infosys will not get the SEZ status, as per the state’s policy; but will be eligible for other benefits. She said that this will create thousands of jobs in the state.

The IT sector in Bengal has witnessed a steady progress in the last six years. The State Government has operationalised 12 new IT parks out of the 18 planned; six of them are already fully occupied. Two greenfield electronics manufacturing clusters (EMC) are coming up in Naihati and Falta. The expenditure for IT parks grew by 1501% till 2016-17.

 

 

ইনফোসিস রাজ্যে লগ্নি করতে আসছে: মমতা বন্দ্যোপাধ্যায়

ইনফোসিস রাজ্যে লগ্নি করতে আসছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (সেজ) তকমা ছাড়াই তথ্যপ্রযুক্তি সংস্থাটি রাজারহাটে ক্যাম্পাস তৈরি করতে রাজি হয়েছে। এ ব্যাপারে রাজ্যকে চিঠি পাঠিয়েছেন সংস্থার অন্যতম কর্তা রামনাথ কামাথ।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “সেজ দেওয়া হবে না। অন্য সব সুবিধা দেবে রাজ্য। ইনফোসিস জানিয়েছে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম সেরা শিল্পবান্ধব রাজ্য।“

প্রাথমিক ভাবে ৫০ একর জমিতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে সংস্থাটি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ইনসেনটিভ প্রকল্পে যে সব সুবিধা রয়েছে, তা ইনফোসিস।

গত ৬ বছরে আইটি সেক্টরের অভূতপূর্ব উন্নতি হয়েছে। রাজ্য সরকার ১৮টির মধ্যে ১২টি নতুন আইটি পার্ক চালু করেছে। নৈহাটি ও ফলতাতে আরও ২টি নতুন গ্রিনফিল্ড ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি হচ্ছে। ২০১৬-১৭ অর্থবর্ষে আইটি পার্কের অধীনে ব্যয় বেড়েছে ১৫০১ শতাংশ।

 

Bengal CID to create Suraksha Sathi app to give crime control a fillip

The investigation and intelligence wing of Bengal’s police force, CID (Criminal Investigation Department) is soon going to come out with an app, ‘Suraksha Sathi’ to enable people to send information anonymously to the police, which can be of immense help.

It must be mentioned that the police force in Bengal has done a lot in the last few years to form a closer bond with the people, from launching apps for establishing a police-public interface (‘Bondhu’ app by Kolkata Police) to running self-defence programmes for women (‘Suraksha’) to conducting public awareness programmes all through the year.

The Suraksha Sathi app is another effort at reaching out to the public. Through this app, anyone can send information regarding any crime or suspicious activity to the police, and also complaints against any errant cop.

Another useful aspect about this app is that any user can send information to the police if he/she himself/herself is in trouble too.

Chief Minister Mamata Banerjee wants the public to work hand-in-hand with the police everywhere in the state, and become an integral part of law-keeping. The Suraksha Sathi app is a major step up towards achieving that aim. After all, a little caution on the part of everyone would be a big step towards upholding the security of the state.

Source: Aajkal

 

রাজ্যে অপরাধ কমাতে সুরক্ষা সাথী অ্যাপ

রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি উদ্যোগ নিচ্ছে রাজ্যের অপরাধ কমাতে, শান্তি বজায় রাখতে।

রাজ্যবাসী একটু সতর্ক হলে বাইরের শত্রু ঘরে ঢুকতে পারবে না-এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের কাছে হয়ত তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু তাঁরা এ সব বিষয়ে মুখ খুলতে চান না। বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে পাশে চাইছে প্রশাসন। তার প্রথম পদক্ষেপ হল ‘সুরক্ষা সাথী অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে আপনি সব রকম তথ্য সেখানে দিতে পারবেন। আপলোড করতে পারবেন ছবি। আপনার নামধাম কেউ জানতে পারবেন না।

সিআইডি চাইছে রাজ্যের মানুষ পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে অপরাধ কমাতে সাহায্য করুক। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সিআইডি আরও সতর্ক এবং এই ধরনের পদক্ষেপ নিয়েছে। পুলিশ মানে ভয়ের কিছু নয়, পুলিশ মানুষের সঙ্গে রয়েছে এবং থাকবে।

এই অ্যাপে যুক্ত হলে আরও অনেক সুবিধা পাবেন আপ ব্যবহারকারীরা। নিজে কোনও সমস্যায় পড়লে, তা সহজেই পৌঁছে যাবে সিআইডি-র কাছে। এতে আপনি পুলিশের বন্ধু হতে পারেন। নিজের রাজ্যের জন্য একটু দায়িত্বশীল হলেই নিজের ঘরও নিরাপদ থাকবে।

 

 

Our lives are incomplete without sports: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee was the chief guest at the CAB annual awards ceremony in Kolkata today.

The best men and women cricketers in Bengal are presented awards annually. The Lifetime Achievement Award was presented to Palash Nandy. A special reception was given to pace bowler Jhulan Goswami for her exploits at the recently-concluded ICC Women’s World Cup in England, where India reached the final.

The main points of her speech were:

It is a matter of great pride that the final of the under-17 FIFA World Cup will be held in Kolkata. A total of seven to eight matches would be held here. This tournament will produce the Indian footballers of the future.

Another big gain for Kolkata would be the fact that Diego Maradona and many other giants of world football would come to Kolkata on the occasion of the World Cup.

Our lives are incomplete without sports. Sports is an integral part of our civilization and our culture.

A lot of academies are coming up these days where a lot of children are getting training in various sports. The State Government presents awards and thus encourages sporting activities.

I ask the children and youth of Bengal to get involved more in sports – be it cricket, kabaddi, football, swimming, archery or any other sports.

 

 

খেলা ছাড়া আমাদের জীবন সম্পূর্ণ হয় না: মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ CAB-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বছরের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়। জীবনকৃতির পুরস্কার তুলে দেওয়া হয় পলাশ নন্দীর হাতে। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঝুলন গোস্বামীকে তাঁর সাফল্যের জন্য বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ: 

এবছর ফুটবলের আন্ডার ১৭-এর ফাইনাল ম্যাচ কলকাতায় হচ্ছে, এটা কিন্তু একটা বড় গর্বের ব্যাপার। ফাইনাল আগামী ২৮শে অক্টোবর। এরকম প্রায় ৭টা ৮টা খেলা হবে। এই সুযোগে আগামী দিনের খেলোয়াড়রা ভবিষ্যতের জন্য তৈরি হবে।

সারা বিশ্বের মারাদোনা থেকে শুরু করে সবাই তারাও নিশ্চয়ই অনেকেই আসবেন, সুতরাং এটা কিন্তু কলকাতার একটা বড় পাওনা।

খেলা ছাড়া আমাদের জীবন সম্পূর্ণ হয় না, খেলা আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতির মধ্যে এমন ভাবে জড়িয়ে আছে।

আজকাল অনেক অ্যাকাডেমিও তৈরি হচ্ছে, অনেক জায়গায় বাচ্চাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। সরকারের তরফ থেকে এখন পুরস্কার দেওয়া হয়।

ক্রিকেট, কাবাডি, ফুটবল থেকে শুরু করে সুইমিং থেকে শুরু করে আরচারি থেকে শুরু করে সমস্ত স্পোর্টসে আপনারা সকলে এগিয়ে যান।

 

 

Kanyashree girls are our pride: Mamata Banerjee

Bengal Government celebrated the international recognition and appreciation received by Kanyashree Prakalpa at a function today at Netaji Indoor Stadium in Kolkata.

Kanyashree Prakalpa was awarded the First Prize at United Nations Public Service Award Ceremony this year.

Representatives from all corners of the State at today’s function. Successful Kanyashree girls were felicitated by the Bengal Chief Minister Mamata Banerjee.

 

Excerpts from the Chief Minister’s speech:

Today is a day of pride for girls. This is the first time a scheme of a State from India won the first prize at United Nations Public Service Day. We dedicate this award to all the Kanyashree girls. We are indebted and grateful to UNICEF, United Nations, DFID. In the past, Kanyashree received several awards for e-governance. The award from UN was the cherry on top.

I had designed the logo and named this scheme. We have also composed a theme song for Kanyashree scheme. Today’s Kanyashree will shape the future. They will run the society. Kanyashree girls are our pride. They are our inspiration.

More and more girls are pursuing higher education now. Now we have K1 (for school girls) and K2 (for college students). We will now launch K3 programme for university students. We will give monthly stipend of Rs 2500 to girl students who score 45% marks.

We provide a sapling to families of newborn babies under Sabuj Shree scheme. We provide scholarships, mid-day meals, school uniforms, bags, shoes. We provide Sabuj Sathi cycles, Siksha Shree, Kanyashree. We have initiated Swami Vivekananda scholarship for meritorious students. We have also set up a fund for research scholars whose stipends have been stopped by UGC.

Poverty is not crime. Jonmo hok jotha totha, kormo hok bhalo. I struggled all my life but never bowed my head before anyone. This is just the beginning; whole life lies ahead. Do not be bogged down by failures. Let there be a competition on merit not money. Let there be a competition about culture, harmony, and humanity. A man is nothing without his character.

Rabindranath and Nazrul are our inspirations. Let them act as your guides in your life. Remember Tagore’s words: “Where the mind is without fear”. Remember what Nazrul wrote, “Samyer gaan gahi”. Swami Vivekananda said, “Na jagile Bharat lolona, ei Bharat jage na jage na.” Do not forget Netaji’s slogan “Jai Hind” or Bankim’s song “Vande Mataram”.

There is no difference between Maa, Mother and Amma. We are humans first, religion comes later. We expect our students to follow the path of humanity, culture and education.

What Bengal thinks today, India thinks tomorrow. Bengal will become the best in the world.

 

 

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্বঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প-‘কন্যাশ্রী’ আজ বিশ্বসেরা। আজ এই আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান উদযাপন করা হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

এবছর সারা বিশ্বের ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে বাংলার কন্যাশ্রীকে সেরা ঘোষণা করে রাষ্ট্রসংঘ। প্রথম পুরস্কার পায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “কন্যাশ্রী”।

রাজ্যের সকল প্রান্ত থেকে কন্যাশ্রীদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

আজ মেয়েদের গর্বের দিন। রাষ্ট্রপুঞ্জ থেকে প্রথম পুরস্কার পেয়েছে কন্যাশ্রী। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। আমরা UNICEF, United Nations, DFID এর কাছে কৃতজ্ঞ। এছাড়াও কন্যাশ্রী e-governance এর জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছে।

কন্যাশ্রীর লোগো আমার আঁকা, প্রকল্পের নামও আমার দেওয়া। এই প্রকল্পের জন্য আমরা একটি থিম সং করেছি। আজকের কন্যাশ্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। কন্যাশ্রী মেয়েরাই আমাদের গর্ব। ওরাই আমাদের অনুপ্রেরণা।

এখন অনেক মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। স্কুলের মেয়েদের জন্য আমাদের রয়েছে K1 এবং কলেজের মেয়েদের জন্য রয়েছে K2। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য আমরা K3 চালু করব। যারা ৪৫% নম্বর পাবে তাদের ২৫০০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে।

সবুজশ্রী প্রকল্পের আওতায় নবজাতকদের একটি করে চারাগাছ দেওয়া হচ্ছে। আমরা স্কুলের বাচ্চাদের স্কলারশিপ, মিড ডে মিল, স্কুল উনিফর্ম, ব্যাগ, জুতো দিচ্ছি। শিক্ষাশ্রী, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী দিচ্ছি আমরা। আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করেছি। UGC স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিয়েছে, যারা গবেষণা করেন তাদের জন্য আমরা একটি ফান্ড চালু করেছি।

দারিদ্র্য আমাদের জীবনের অপরাধ নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি সারাজীবন অনেক কষ্ট করেছি কিন্তু কখনো মাথা নত করিনি। দারিদ্র্যকে জয় করতে হবে। জীবন সবে শুরু হয়েছে, এখনও সারা জীবন পরে আছে। হতাশা-চিন্তা-শঙ্কার কোন জায়গা নেই। আর্থিক নয় মেধার প্রতিযোগিতা হোক, সংস্কৃতির প্রতিযোগিতা হোক, মানবিকতার প্রতিযোগিতা হোক, সম্প্রীতির প্রতিযোগিতা হোক।

মানুষ শেষ হয়ে যায় যখন তার চরিত্র চলে যায়। শিক্ষা-সংস্কৃতি- সভ্যতার মেলবন্ধন, মানববন্ধনের মধ্য দিয়ে আমরা কাজ করি। মা মাটি-মানুষই আমাদের ধ্যান-জ্ঞান-মন-প্রাণ। কবিগুরু, নজ্রুল ইসলাম আমাদের অনুপ্রেরণা। কবিগুরুর একটা কথা মনে রাখবেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’। মাথা উঁচু করে চলতে হবে। নজরুল বলেছিলেন, ‘সাম্যের গান গাই’। স্বামী বিবেকানন্দের কথা মনে রাখবেন, ‘না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগেনা’। যার আদর্শ-দর্শন-মনন-স্বার্থকতা আছে সেই বিশ্ব সেরা। নেতাজির ‘জয় হিন্দ’, বঙ্কিমের ‘বন্দেমাতরম’, কবিগুরুর ‘জনগণমন’ কখনো ভুলবেন না।

মা মাদার আম্মির মধ্যে কোন তফাত নেই। সবার আগে আমরা মানুষ। আমি আমার ছাত্রবন্ধুদের কাছে মানবিকতা আশা করি, শিক্ষা সভ্যতা-সংস্কৃতি-সম্প্রীতি-ভালবাসা প্রত্যাশা করি। ওরা জয়ী হোক।

বিশ্বজয় করেছ। আজ কন্যাশ্রী বিশ্ব সেরা পরিবার হয়েছে। বাংলাই আগামীদিনে পথ দেখাবে। What Bengal thinks today, India thinks tomorrow.

All roads lead to Dharmatala today

Today is historic July 21. On this day in 1993, 13 valiant workers lost their lives at Mayo Road in Kolkata, after the police opened fire on them.

They were marching to Writers’ Building, led by current Chief Minister Mamata Banerjee, then a firebrand Opposition leader, demanding that the voters’ identity card be made the only valid document to verify voters in order to stop the rampant ‘scientific rigging’ by the ruling party. Writers’ Building was then the state secretariat.

To commemorate the martyrdom of the 13 political activists, along with other martyrs who were killed during the Left Front rule, lakhs of people have converged from all the districts in Kolkata for the public meeting at Dharmatala.

As part of the preparations for Shahid Dibas rally, National President of Trinamool Youth Congress, Abhishek Banerjee held several public meetings across the State, all of which saw huge turnouts.

As in the past, this year too lakhs of party supporters have been put up at various places in Kolkata in eager anticipation of this special day. They have been accommodated by the party in places like the Geetanjali Stadium, Milan Mela grounds and various places in north Kolkata, where local leaders and party workers have been looking after them.

All roads lead to Dharmatala today. Camps have been set up at various places across the city to provide assistance to people. Commemorative gates have also been put up at important intersections in the city. Proper arrangements have been made for fire-safety, drinking water. Arrangements have also been made for medical emergencies.

 

আজ ধর্মতলায় শহীদ স্মরণ

আজ ঐতিহাসিক ২১শে জুলাই। ১৯৯৩ সালে এই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার কার্ডের ভিত্তিতে নির্বাচনের দাবী জানাতে গিয়ে বাম সরকারের পুলিশের গুলিতে কলকাতার রাজপথে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুবক। তার পরের বছর থেকে প্রতি বছর এই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেন শহীদ দিবস।

আজকের সভাকে উদ্দেশ্য করে রাজ্যের প্রতি জেলা থেকে এসেছেন অগণিত কর্মী, সমর্থক ও সাধারন মানুষ। সকল ধর্ম বর্ণের মানুষের গন্তব্য ধর্মতলা। বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছরের মত এবছরেও ২১শে জুলাইয়ের সভার জন্য প্রস্তুতি সভা শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। সর্বভারতীয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সভা করেছেন এই উদ্দেশ্যে। পুরনো কর্মীদের সম্মান প্রদান করার কথাও বলেছেন তিনি। প্রতিটি সভায় ভিড় ছিল চোখে পড়ার মত।

প্রতিবারের মতো বেশ কয়েকদিন আগে থেকেই কর্মী সমর্থকরা এসে জমা হয়েছেন কলকাতার বিভিন্ন অঞ্চলে। তাঁদের রাখা হয়েছে গীতাঞ্জলী স্টেডিয়াম, মিলন মেলা প্রাঙ্গন সহ বিভিন্ন জায়গায়। প্রতিটি শিবিরে আগতদের দেখাশোনা করার জন্য নিযুক্ত আছেন নেতা ও কর্মীরা।

শহরের বিভিন্ন প্রান্তর থেকে ধর্মতলায় যাওয়া ও ধর্মতলা যাবে বহু মিছিল। আগত মানুষের সুবিধার্থে খোলা হয়েছে বিভিন্ন ক্যাম্প। শহরের নানা জায়গায় গেট তৈরি করা হয়েছে।​ ব্যবস্থা রয়েছে ফার্স্ট এইড এর। অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং পানীয় জলের দিকেও নজর দেওয়া হয়েছে।

 

 

KMC to renovate Kalighat temple area

The precincts of Kalighat Temple, one of the major pilgrimage sites, are going to be renovated. Based on Chief Minister Mamata Banerjee’s instructions, the Kolkata Municipal Corporation (KMC) will be undertaking this work soon. KMC will keep in mind the basic structure of the heritage temple, which will remain unchanged while the renovation work is carried out.

This was decided during a meeting held recently at Nabanna. At a press conference following the meeting, the Chief Minister said, “KMC has been asked to present detailed project reports on various aspects of the renovation work to the State Government by August 31. After that, further meetings would be held to finalise the work”.

The proposed improvements include widening of the entry and exit roads to the temple and the building of multiple entry gates. The shops around the temple would also be given a new look. The KMC project reports for the renovation would take into account the work carried out at the Dakshineswar Temple by the State Government. 

A lot of tourists and pilgrims from the country and abroad visit the Kalighat Temple, especially on Puja days and festivals. Hence, the State Government’s decision for an elaborate revamp the temple premises.

 

কালীঘাট মন্দির চত্বরের সংস্কার করবে কলকাতা পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার কালীঘাট মন্দির চত্বরের সংস্কার করবে কলকাতা পুরসভা। এই নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ।

কালীঘাট মন্দিরের মূল কাঠামো বজায় রেখেই সংস্কার করবে কলকাতা পুরসভা। সেই কাজ ঠিক করতে কলকাতা পুরসভাকে একাধিক প্রকল্প রিপোর্ট তৈরী করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৩১ আগস্টের মধ্যে কলকাতা পুরসভাকে ওই রিপোর্ট সরকারকে জমা দিতে বলা হয়েছে। তার পরে ফের বৈঠক ডেকে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

মন্দির চত্বরে ঢোকা ও বেরোনোর রাস্তা প্রশস্ত করা হবে। দক্ষিণেশ্বরের কথা মাথায় রেখে কলকাতা পুরসভা উন্নয়নের রূপরেখা তৈরী করবে। একাধিক প্রবেশদ্বার তৈরী করা হবে। দোকানগুলিকেও সাজানো হবে। সবটাই নির্ভর করবে পুরসভার নকশার উপরে।

দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন। তাই এই চত্বর সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

Our biggest identity is our humanity: Mamata Banerjee

On the second day of her visit to Purba Medinipur district, Bengal Chief Minister Mamata Banerjee addressed a public meeting in Digha. She inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the district.

The Chief Minister inaugurate projects like a teachers’ training school, government buildings, hostels, irrigation projects, cold storages, road projects, among many others.

She laid the foundation stones for projects like the Digha Convention Centre, new road projects, desilting of canals, a tourist lodge and others. The Chief Minister then distribute benefits of schemes like Kanyashree, Sikshashree, Sabuj Sathi, Geetanjali and SVSKP, and fishing equipment, farming equipment and other such benefits.

 

Salient points of her speech:

 

Whenever I come to Purba Medinipur district I am reminded of the Independence Movement, new awakening, religious unity, harmony, solidarity, integrity and unity because of the great freedom fighters and leaders who hail from here. Medinipur is the embodiment of the great traditions of Bengal.

People from all places visit Digha; in future, it would become an international tourist destination too. Digha has transformed – it is getting bedecked in new colours to welcome more and more tourists. Those coming here after a gap say many improvements have taken place, and we feel happy.

Hence, the residents here have a duty to help visitors, understand their needs. Guests need to be given a proper reception.

Today, people cannot visit Darjeeling because of the violent protests taking place there. But they can come to Digha which, along with other regions in South Bengal, will gain as the more the number of tourists, the more will be the job opportunities that will open up.

On development

After our earlier visits, we have re-discovered Tajpur, Udaipur and Sankarpur and developed Mandarmani. Yesterday, a Rs 3,500-crore power project was launched in Digha. To me, Digha is like the Kanyashree scheme. I want to help create a Dighashree too. Tajpur Port is being built near Digha at a cost of Rs 12,000 crores, and such a project will mean more industries and hotels, and jobs. A new Buriganga-Tajpur bridge is being built in Digha. All this means the region will develop, and the youth will have to be prepared.

But the cooperation of the local traders and residents must continue. There should be no encroachments. We have enabled government services and schemes for 95 per cent of the population. The government has done a lot of developmental work, and it will continue to do so. I wish for Digha to transform into a wonder of the world.

Our government has reprieved farmers of their debts. We have presented farmers with the Krishak Ratna awards. If crops are destroyed due to natural disasters, we compensate farmers so that their well-being is looked after.

Students who are beneficiaries of Kanyashree and Sabuj Sathi Schemes are the pride of Bengal and the future of the State; similarly for Sabujshree – a sapling for every child born. In Bengal, 8.5 crore people get rice at Rs 2 per kg. Free treatment and beds are available at Government hospitals. We are the only state that provides this. There are plans for a university in Purba Medinipur district. A new double-lane road connecting Nandakumar with Digha is coming up. Through the Sabar Ghare Alo Scheme, the district has undergone 100 per cent electrification. A super-speciality hospital has been set up.

All over the state, 300 polytechnic colleges, industrial training institutes (ITIs), eight medical colleges and 17 universities have come up. Bengal is number one in girl child empowerment through Kanyashree Scheme, and the numero uno in the parameter of skill development too. Bengal has been the recipient of the Central Government’s Krishak Ratna Award thrice. The State Government has started the Mabhoi Scheme for media personnel. Bengal is going ahead full steam, in spite of a yearly debt of over Rs 40,000 crore.

On the Opposition

But some people are not in favour of development. They don’t like Bengal to go ahead, and so they are scheming against us, stoking violence and criticising the Government. Be careful of such people. There is no cure for violence. Don’t give an ear to slander and misinformation.

There is no place for those who indulge in violence in Bengal. Bengal is humane, not insensitive. The people will stand up against those who come to divide Bengal and fight those demons. Bengal has progressed over the years because of the people’s intrinsic nature to be united no matter what religion, caste or creed.

But now from Delhi has come down Ram (that is, BJP) and has got tagged with Bam (that is, the Left).

I feel bad about Amarnath Yatra. Pilgrims are being shot; this Central Government is not being able to protect the people. It just knows to throw people in the mouth of danger. It is a failure in all respects. It has imposed GST, as a result of which many business people have had to suspend their activities. It is creating divisiveness and playing with fire, and tearing apart the fabric of the nation.

Our biggest identity is our humanity. The BJP has a single-minded passion for destructive activities like rioting and arson; and its representatives are happy touring countries. Amarnath pilgrims today are facing misery because of these people; passions in Darjeeling are aflame because of these same people.

We will not let Darjeeling go up in flames; we will bring back peace to the region. Our work is to establish peace in the state. We will not bow our heads to the nefarious schemes of the Centre. My appeal to all those intent on destruction is to not play with fire but to try to establish peace. Violence is equivalent to destruction, peace to construction. We don’t want any disturbance. We want peace to return. We live for the welfare of the people.

 

 

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে আজ দিঘায় একটি জনসভা করleন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করleন তিনি।

শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র, সরকারী ভবন, হোস্টেল, কৃষি প্রকল্প, হিমঘর, সড়ক প্রকল্প সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

দিঘা কনভেনশন সেন্টার, টুরিস্ট লজ, রাস্তা নির্মাণ, খাল সংস্কার সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন। এছাড়াও কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, গীতাঞ্জলি, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, মৎস্য চাষের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি সহ আরও অনেক সরকারী পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তৃতার বিশেষ আংশঃ

 

এই জেলায় এলেই আমার স্বাধীনতা সংগ্রাম, নবজাগরণ, সর্ব ধর্ম সমন্বয়, সম্প্রীতি, সংহতি, অখণ্ডতা, একতার কথা মনে পড়ে যায়। মেদিনীপুর জেলা বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক।

আগামী দিনে দিঘায় সব জায়গার মানুষ আসেন, আগামীদিনে international tourist রাও আসবেন। দিঘার চেহারা পাল্টে গেছে, পর্যটকদের জন্য নতুন করে সাজছে।

মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো এখানকার মানুষের কাজ। অতিথিদের যত্ন করে রাখতে হবে।

দার্জিলিং এ মানুষ যেতে পারছেন না হিংসাত্মক আন্দোলনের জন্য। তাই মানুষ দিঘাকে বেছে নিয়েছে। যত পর্যটক আসবে তত কর্মসংস্থান বাড়বে।

 

উন্নয়ন ও পরিষেবা

 

আমাদের সরকার তাজপুর, উদয়পুর, শঙ্করপুর, মন্দারমনি নতুন করে তৈরী করেছে। গতকাল আমরা ৩৫০০ কোটি টাকার একটা power project উদ্বোধন করেছি। দিঘায় তাজপুর বন্দর তৈরী হচ্ছে, এর ফলে অনেক কর্মসংস্থান হবে। দিঘায় নতুন ব্রিজ তৈরী হচ্ছে। এই জেলার ৯৫% মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি। সরকার উন্নয়নের কাজ করছে, আরও করবে। দিঘা আমার কাছে কন্যাশ্রীর মতই। আমি চাই দিঘা পৃথিবীর এক বিস্ময়ে পরিণত হোক। আগামী দিনে দিঘা সারা পৃথিবীর তীর্থ ক্ষেত্র হোক।

আমাদের সরকার কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের কৃষক রত্ন পুরস্কার দিই। যে কোন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে আমরা কৃষকদের ক্ষতিপূরণ দিই, যাতে তারা ভালো থাকে।

কন্যাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমার গর্ব। সবুজশ্রী – একটা নতুন জন্ম, একটা গাছ – এরাই আমাদের গর্ব। বাংলার সাড়ে ৮ কোটি মানুষকে ২ টাকা কিলো চাল দিই। সরকারী হাস্পাতালে বিনামূল্যে চিকিৎসা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় হবে। নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হয়েছে। সবার ঘরে আলো প্রকল্পে এই জেলায় ১০০% বিদ্যুতায়ন হয়ে গেছে। মাল্টি সুপার হাসপাতাল হয়েছে। ৩০০ টি পলিটেকনিক কলেজ, আইটিআই, ৮ টি মেডিকেল কলেজ, ১৭টি বিশ্ববিদ্যালয় হয়েছে। কন্যাশ্রী, স্কিল ডেভেলপমেন্ট-এ এক নম্বর। ৩ বার কৃষক রত্ন পুরস্কার পেয়েছে বাংলা। বাংলার মিডিয়ার জন্য আমরা মাভৈ প্রকল্প চালু করেছি। ৪০ হাজার কোটি টাকা দেনা সত্ত্বেও বাংলা এগিয়ে যাচ্ছে।

বিরোধীদের উদ্দেশ্যে

 

কিছু কিছু লোক উন্নয়ন পছন্দ করে না, তাই তারা চক্রান্ত করে। এদের থেকে সাবধান। হিংসার কোন ওষুধ নেই। কুৎসা, অপপ্রচারে কান দেবেন না।

বাংলায় কেউ হিংসা ছড়ালে তাদের বাংলায় কোন স্থান নেই। বাংলা মানবিক, দানবিক নয়। যারা বাংলা ভাগ করতে আসবে সেই দানবদের বিরুদ্ধে সংগ্রাম করবে বাংলার মানুষ। বাংলা সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলেছে তাই বাংলা এগিয়ে গেছে।

দিল্লি থেকে এল রাম, সাথে জুটল বাংলার বাম।

অমরনাথ যাত্রীদের আজ গুলি করে মেরে দেওয়া হচ্ছে, এই কেন্দ্রীয় সরকার কিছু করতে পারে না, এই সরকার মানুষকে protection দিতে পারে না।শুধু মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারে, ওরা সর্বরকম ব্যর্থ। GST চালু করছে, সব মানুষ তাদের ব্যবসা বন্ধ করে বসে আছে। আগুন নিয়ে খেলছে, ভাগাভাগি করছে।

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়। শুধু জ্বালিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও – একটাই কাজ। বিদেশে সব ঘুরে বেড়াচ্ছে। আজ অমরনাথ এদের জন্য জ্বলছে, দার্জিলিং ও এরাই জ্বালিয়েছে।

আমরা দার্জিলিং কে জ্বলতে দেব না। দার্জিলিং -এ অচিরেই শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমরা কেন্দ্রের চক্রান্তের কাছে মাথা নত করব না। আমার আবেদন আগুন নিয়ে খেলবেন না, শান্তি প্রতিষ্ঠা করুন। হিংসা হল দূষণ, শান্তি হল ভূষণ। দাঙ্গা নয়, শান্তি চাই।