management

Tourism circuit based on Sagar Island

The State Government has decided to set a tourism circuit based on the Gangasagar Mela. During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

From Bakkhali to Bhorsagar and Rupsagar on Gangasagar Island, via Fraserganj, is one long stretch of white beaches, and casuarina and mangrove forests, a region which has a lot of potential for tourism.

Already a lot of tourists arrive on Sagar Island during Gangasagar Mela. Now the idea is to ensure that tourists arrive all through the year.

Infrastructural facilities are already being built up. Tourist cottages with all facilities have been built on the island. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Besides, the Kapil Muni Ashram has been renovated.

গঙ্গাসাগর ঘিরে মুখ্যমন্ত্রীর পর্যটন প্যাকেজ পরিকল্পনা

শুধু তীর্থক্ষেত্র নয়, পর্যটনস্থল হিসেবেও সাগরদ্বীপকে বিশেষ অগ্রাধিকার দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বকখালি থেকে ভায়া ফ্রেজারগঞ্জ হয়ে গঙ্গাসাগরের ভোরসাগর আর রূপসাগর পর্যন্ত সাদাবালির যে সমুদ্রতট, বালিয়াড়ি, ঝাউবন আর ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, তা নিয়ে পর্যটন প্যাকেজ তৈরি করার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর।
গঙ্গাসাগরে চার নম্বর রাস্তার কাছে পর্যটন দপ্তরের ‘কটেজ’গুলি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সপার্ষদ বৈঠক করেন সাগরদ্বীপের পর্যটন পরিকাঠামো নিয়ে।

Source: Bartaman

mamata banerjee sagar island

Mahant of Kapil Muni Ashram showers praises on Bengal CM

The mahant of Kapil Muni Ashram on Sagar Island has recently praised Chief Minister Mamata Banerjee profusely for the work she has done in the making of adequate arrangements for the people visiting Sagar Mela and for making Sagar Island a popular tourist destination all through the year.

He said she has done so much on her own initiative that there cannot be any more demands.

The Kapil Muni Ashram has been entirely renovated. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Tourist cottages with all facilities have been built on the island. Many other facilities are also being set up.

During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

সাগরে মুখ্যমন্ত্রীর কাজে খুশি মহন্ত

আলোয় ভাসছে সৈকত। কপিলমুলি আশ্রম ঘিরে রাজ্য সরকারের সুবিশাল কর্মযজ্ঞ প্রায় শেষ পর্যায়ে। কচুবেড়িয়া থেকে প্রায় তিরিশ কিলোমিটার ফোর লেনের কাজ চলছে। থাকার জন্য তৈরী হয়েছে বহুমুখী অনেক কটেজ। অন্য নানারকম ব্যবস্থা। পুণ্যস্নানে আসা লক্ষ লক্ষ মানুষের জন্যই এসব তৈরী হয়েছে। এই সাগর আমাদের চেনা নয়। সাড়ে ছয় বছরে বাংলার তথা দেশের পবিত্র এই তীর্থক্ষেত্রকে সত্যিই বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একসময় গঙ্গাসাগর বিখ্যাত ছিল শুধুমাত্র সাগরমেলার জন্য। এখন হয়ে উঠেছে পর্যটনের অন্যতম ঠিকানা। সারা বছরই প্রচুর মানুষ আসেন বেড়াতে। সমুদ্রতটের রূপই বদলে গিয়েছে কপিলমুনির দেশে।

কুম্ভ মেলার মতোই সাগর মেলার বিশালতা। তাই, প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহন্ত মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় খুব সৎ মানুষ। না চাইতেই উনি সাগরের জন্য যা করছেন, তার পর আর কিছু চাওয়ার নেই।’

Source: Sangbad Pratidin

Bengal bags first prize for e-tendering

Bengal government has bagged the first prize from the Centre for implementing the e-tendering process.

Chief Minister Mamata Banerjee made the announcement on Friday. She said: “Yesterday the Bengal government was awarded with the first prize for ensuring e-tendering. The state government has become the best in the country by ensuring e-tendering of 53,000 projects worth Rs 36,000 crore and the Ministry of Finance has given the award.”

The Chief Minister congratulated the state Finance department and the state Information Technology department for their efforts, which made it possible for the state government to bag the award.

Soon after coming to power, the Mamata Banerjee government has started taking all necessary steps to ensure e-governance and at the same time, the e-tendering process and the e-Integrated Finance Management System (eIFMS) were introduced. Before the e-tendering process had started, the entire process of tendering used to take place manually that had left many options for lack of transparency.

Besides making the process to participate in the tendering process easier, the Mamata Banerjee government has also ensured transparency by introducing e-tendering.

 

টেন্ডারে স্বচ্ছতা এনে সেরা বাংলা

দেশের মধ্যে ই-টেন্ডারিংয়ে সেরা হয়েছে রাজ্য। ৫৩ হাজারের বেশি ই-টেন্ডারিং করে প্রায় ৩৬ হাজার কোটি টাকার কাজ হয়েছে। তা যে স্বচ্ছ প্রশাসন চালানোর স্বীকৃতি সেটাও স্পষ্ট।

ই-গভর্ন্যান্স ও ই-ট্যাক্সেশন-এর ক্ষেত্রেও রাজ্য সেরা হয়েছিল। অর্থ দপ্তর ও তথ্য প্রযুক্তি দপ্তর যৌথ ভাবে কাজ করেছে। এজন্য ওই দুই দপ্তরকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ক্ষমতায় আসার পর থেকেই ই-গভর্ন্যান্সের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দপ্তরে চালু হয়েছে e-Integrated Finance Management System (eIFMS)।

Irrigation Dept to beautify banks of a stretch of Bagjola Canal

The Bengal Government’s Irrigation Department, in collaboration with Housing Infrastructure Development Corporation (HIDCO), has chalked out a plan to beautify the banks of a stretch on the Bagjola Canal that passes through New Town.

Chief Minister Mamata Banerjee wants the stretch to be developed which is situated close to the Biswa Bangla Convention Centre, the showpiece convention centre of the State Government.

The banks of Bagjola Canal have already been beautified and lights have been installed and meticulous gardening has been done. The State Government is carrying out dredging operation in some parts of the Bagjola Canal and the embankments are being repaired or reconstructed.

As part of the beautification project, among other things, fountains will be installed along the banks of the canal, nets will be installed on both the two banks to prevent people from throwing garbage in the canal and the floating garbage will be cleaned.

বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে সেচ দপ্তর

হিডকোর সঙ্গে যৌথ উদ্যোগে নিউটাউনের বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে রাজ্য সেচ দপ্তর।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় নব নির্মিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অনতিদূরে অবস্থিত এই বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করার উদ্যোগ রাজ্যের।

বাগজোলা খালের দুপাশে ইতিমধ্যেই বসানো হয়েছে নতুন আলোস্তম্ভ, সাজানো হয়েছে বাগান। রাজ্য সরকার বাগজোলা খালে ড্রেজিং করছে এবং বিভিন্ন বাঁধগুলোর সংস্কারও করা হচ্ছে।

এই খালের দুপাশে বসানো হবে ফোয়ারাও। দুই পাড় জাল দিয়ে ঘেরা হবে যাতে এই খালে কেউ ময়লা ফেলতে না পারেন। নিয়মিত ভাসমান ময়লা পরিষ্কারও করা হবে।

 

Story Source: Millennium Post

The image is representative (source)

Bengal CM announces bravery awards for 57 Kanyashree clubs

Chief Minister Mamata Banerjee, during the inauguration programme of Mati Utsav on January 2 announced bravery awards for 57 Kanyashree clubs in Purba Bardhaman district that helped stop around 116 child marriages in the last five months.

She also handed over appreciation certificates to 10 such clubs.

According to district administration officials, the Kanyashree beneficiaries played a crucial role in combating child marriage in the district.

Clubs have been formed in 781 schools in the district. The members, who are all girls, act as the eyes and ears of the district administration and alert the authorities whenever a child marriage is about to happen. They also help the officials counsel the parents of minors against child marriages.

Source: The Times of India

 

১১৬টি নাবালিকা বিয়ে আটকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেল কন্যাশ্রী ক্লাব

পূর্ব বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনের মঞ্চে জেলায় পাঁচ মাসে ১১৬টি নাবালিকা বিয়ে আটকানোর জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত সাহস নিয়ে কন্যাশ্রীর মেয়েরা বাল্যবিবাহ রুখেছে। ওদের প্রতি আমার ভালবাসা ও আশীর্বাদ রইল। পুলিশকে ওদের সাহসিকতার জন্য পুরস্কার দিতে বলব।”

আগে পড়াশোনা, পরে বিয়ে— পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী, আফসানা খাতুনদের এই লড়াই এখন ছড়িয়ে পড়েছে রাজ্যে। এই সব মেয়েদের হাত আরও শক্ত করছে স্কুলে-স্কুলে গড়ে ওঠা ‘কন্যাশ্রী ক্লাব’। সহপাঠীরা সবাই স্কুলে আসছে কি না, নিয়মিত খোঁজ রাখে পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাব। কেউ টানা দিন কয়েক না এলেই বাড়িতে হাজির হয় তারা।

এই কাজের জন্য এ দিন দশটি কন্যাশ্রী ক্লাবের সভানেত্রীর হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা আধিকারিক বলেন, “আমাদের চোখ ও কান হচ্ছে কন্যাশ্রী মেয়েরা। সহপাঠীর বিয়ে রোখার পাশাপাশি, কন্যাশ্রীরা সংশ্লিষ্ট অভিভাবকদের কাউন্সেলিংও করছে।”

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা। রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান–প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘কন্যাশ্রী’ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী। এর ফলে অসাধারন ভাবে কমেছে স্কুলছুটের হার। এখন স্কুল ও কলেজের গণ্ডী পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও পাড়ি দিয়েছে কন্যাশ্রী।

Bengal CM to distribute 5 lakh houses to the poor under Banglar Bari

Chief Minister Mamata Banerjee, at a public meeting after the inauguration of Mati Utsav on January 2, announced that the State Government would construct five lakh houses (for five lakh families) for economically weaker sections (EWS) under the Banglar Bari Scheme.

Banglar Bari is a scheme meant for financially weaker families in municipal areas, who are homeless and whose monthly income is less than Rs 10,000, and is implemented through the building of four-storey apartments, where a flat is given to each such homeless family.

This project for five lakh houses would be formally inaugurated by the Chief Minister during a programme at Netaji Indoor Stadium, Kolkata on January 5. Simultaneously, it would be inaugurated in all the blocks too.

She also announced the increasing of State Government spending for construction of houses under Bangla Awas Yojana to Rs 1.2 lakh, from Rs 75,000, and the inauguration of the Banglar Bari Scheme for North 24 Parganas and Howrah districts on February 4.

The Bengal Government also runs the Gitanjali Scheme for building houses for economically weaker sections in rural regions. Rs 70,000 is spent for a house in the plains and Rs 75,000 for a house in the Hills (forest villages in Jalpaiguri district) and the Sundarbans and in Jangalmahal. From May 2011 to May 2017, 2,98,745 families have benefitted, and the aim is to build 1 lakh units during financial year 2017-18.

 

৫ লক্ষ পরিবারের হাতে এবার ‘বাংলার বাড়ি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী

রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, দু’টাকা কেজি চাল-গমের সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী আর সবুজসাথীর মতো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সফল রূপায়ণের পর এবার দুঃস্থ-গরিব মানুষের জন্য ‘মাথার ছাদ’-এর সংস্থান।

বাংলা আবাস যোজনার অন্তর্গত আবাসন প্রকল্পে পাঁচ লক্ষ পরিবারের জন্য ‘বাংলার বাড়ি’ তৈরী করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে গৃহহীন মানুষের আবাস সংক্রান্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি নিজেই।

মঙ্গলবার বর্ধমানে ষষ্ঠ মাটি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গোটা রাজ্যেই তৈরী হবে বাংলার বাড়ি। ওইদিন কলকাতায় এই অনুষ্ঠানের সূচনা যেমন হবে, তেমনই ব্লক স্তরেও তার শুভারম্ভ হবে সংশ্লিষ্ট জেলাশাসক এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে।

তিনি জানান, আগে আবাসন প্রকল্পে সরকারি ভর্তুকির পরিমাণ ছিল ৭৫ হাজার টাকা। এই টাকায় কিছুই হয় না! তাই এখন থেকে বাড়ি পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হলে, উত্তর ২৪ পরগনা আর হাওড়া জেলায় আগামী ৪ ফেব্রুয়ারি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা হবে।

আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য বাড়ি তৈরী করে দিতে রাজ্যের নতুন প্রকল্প ‘গীতাঞ্জলী’ চালু হয়েছে। এই প্রকল্পে সমতল এলাকায় সুবিধাপ্রাপকদের একক প্রতি ৭০ হাজার টাকা দেওয়া হয়। পাহাড়, সুন্দরবন ও জঙ্গলমহল এলাকায় অতিরিক্ত পাঁচ হাজার টাকা দেওয়া হয়। ২০১১র মে মাস থেকে শুরু করে ২,৯৮,৭৪৫টি পরিবার উপকৃত হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ লক্ষ ইউনিট।

Shramik Melas and Social Security Month being held across Bengal

With the inspiration of Chief Minister Mamata Banerjee, state-wide Shramik Melas and Social Security Month are being held across the State. The Labour Department is organising these fairs.

Each fair would be held over two days, from 2 pm to 7 pm. Entry to the fairs is free. They will continue for the whole of the month of January. The fairs would held at 67 locations, including Kolkata.

The principal activities at the fairs would relate to the presentation of benefits to beneficiaries of various schemes, enrolment of people in the State Government’s Social Security Yojana, payment of money payable by the West Bengal Labour Welfare Board, advising people regarding the various rules and regulations related to labour laws, adding beneficiaries to the Employment Bank and the Yuvashree Scheme and safety advisories related to working with boilers in factories.

Besides these, every day, there would be various cultural programmes.

 

শ্রমিক মেলা ও সামাজিক সুরক্ষা মাস উদযাপন হচ্ছে রাজ্যজুড়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক আগ্রহ ও অনুপ্রেরণায় রাজ্যের সকল শ্রমিকদের জন্যও সারা মাস ব্যাপী শ্রমিক মেলা ও সামাজিক সুরক্ষা মাস উদযাপন ২০১৮ উদযাপিত হচ্ছে। এই মেলা প্রতি জেলায় পালিত হবে। কোনও কোনও জেলায় একাধিক স্থানে পালিত হবে।

এই অনুষ্ঠানে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদান করা হবে এবং যথাসম্ভব সহায়তাও প্রদান করা হবে। এছাড়াও এবারের মেলায় উপভোক্তাদের সহায়তা প্রদান করা হবে, সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তিকরণ করা হবে।

শ্রমিক কল্যাণ পর্ষদ প্রদেয় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে এই মেলায়, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্তি করা হবে এবং ‘যুবশ্রী’ প্রকল্পে ভাতা প্রদান করা হবে। এ ছাড়া বয়লারের নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়ে পরামর্শ প্রদান করা হবে মেলা প্রাঙ্গনে।

প্রতিদিন মেলা চলবে দুপুর ২টো থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত, থাকবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

Jangalmahal Utsab begins, Mamata Banerjee showers projects in Birbhum district

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated Jangalmahal Utsab at a public meeting in Birbhum. The week-long festival will continue till January 10.

The festival this time will have 42 stalls, and five pavilions for various State Government departments to showcase their achievements. At the Karigari Hub, around 100 to 150 artisans will be exhibiting their products.

480 cultural groups in 24 blocks of Jangalmahal will be given dhamsa madol during the festival. Cultural performances will also be held.

Highlights of Chief Minister’s speech:

Benefits have been distributed to about 30,000 people today from this stage. 90% people in Bengal have received some form of direct benefit.

We have flagged off 40 Nischay Jaans today to ferry pregnant women and infants to hospitals.

New university, four ITIs have started operating in Birbhum. Three new polytechnics have been set up, and three new ITIs and one new polytechnic college will be set up.

We have waived off khajna tax on agricultural land. This is a great step for the welfare of farmers.

Several areas were affected by floods. We are giving compensation worth Rs 1200 crore to 3 lakh farmers.

Biswa Bangla Haat has come up at Santiniketan. A Biswa Bangla University will be set up in Bolpur.

A new coal mine is coming up at Deucha Pachami. This will create new employment opportunities.

A new road connecting north and south Bengal will come up at a cost of Rs 3000 crore.

We will inaugurate a new bridge over Ajay river tomorrow. It will reduce journey time by 30 minutes.

Industrial estates, IT parks and an industrial growth centre have been set up in Birbhum.

We have set up Tarapith Development Board. We are focussing on the development of Bakreshwar, Patharchapuri, Kankalitala.

45 lakh girls have received Kanyashree scholarship. They are the pride of the world. We have extended the scheme to universities also.

57 lakh SC/ST students received Sikshashree scholarship. Over 1 crore students received minority scholarships. 70 lakh cycles have been distributed.

We will distribute ‘Banglar Bari’ to 5 lakh families on January 29.

Centre takes away Rs 40,000 crore to pay off the instalments for debt incurred by the Left. Still we are working for the people.

Centre does not do us any favour by giving us funds. They take away our revenues and then give fractions of it.

The Central Government does not work for the poor, Dalits, Adivasis, backward classes, women or youth.

They are planning to bring FRDI Bill which will allow banks to take away your savings. They are hiking fuel prices, reducing interest rates.

They (ruling party at Centre) only deliver speeches. They cannot counter us politically so they are indulging in canards.

We have always protested against anti-people policies. We have been vocal against linking Aadhaar with bank account or mobile.

 

শুরু হল জঙ্গলমহল উৎসব, বীরভূমের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ ঝাড়গ্রামে বার্ষিক জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সপ্তাহব্যাপী এই উৎসব চলবে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত। কুমুদকুমারি ইন্সটিটিউশানের মাঠে এই উৎসবের আয়োজন করছে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর।

এবার এই মেলায় ৪২টি স্টল থাকবে। বিভিন্ন সরকারি দপ্তর তাদের সাফল্য তুলে ধরবেন নানা স্টলে। থাকবে হস্তশিল্পের সম্ভারও। প্রতিদিন এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও এই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

আজকের এই সভা থেকে প্রায় ৩০ হাজার মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হল। সমগ্র বাংলায় ৯০ শতাংশ মানুষ এখন সরকারী পরিষেবা পায়।

এই জেলার গর্ভবতী মা ও সদ্যোজাত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রায় ৪০ টি নিশ্চয় যান দেওয়া হল

বীরভূমে নতুন বিশ্ববিদ্যালয়, ৪ টি আইটিআই, ৩ টি পলিটেকনিক কলেজ তৈরি করা হয়েছে। এছাড়া আরও ৩টি নতুন আইটিআই ও ১ টি পলিটেকনিক কলেজ তৈরি করা হবে।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ।

বন্যায় অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ৩ লক্ষ কৃষকদের আমরা প্রায় ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছি।

শান্তিনিকেতনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। পাশাপাশি বোলপুরেও একটি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

দেউচা পাচামিতে একটি কয়লা খনি তৈরি হচ্ছে। এর মাধ্যমে অনেক কর্মসংস্থান হবে।

উত্তর ও দক্ষিণ বাংলাকে সংযুক্ত করার জন্য ৩০০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে ।

আগামীকাল অজয় নদীর ওপর একটি নতুন ব্রিজের উদ্বোধন করা হবে।এর ফলে মানুষের পৌঁছতে ৩০ মিনিট সময় কম লাগবে।

বীরভূমে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, আইটি পার্ক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার তৈরি করা হচ্ছে।

আমরা তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি করেছি। বক্রেশ্বর, পাথরপ্রতিমা, কঙ্কালিতলার উন্নয়নের ওপর নজর দেওয়া হচ্ছে ।

৪৫ লক্ষ মেয়েদের কন্যাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে। ওরা বিশ্বের গর্ব।

৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। ১ কোটির বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে।

আগামী ২৯ জানুয়ারি ৫ লক্ষ পরিবারকে ‘বাংলার বাড়ি’ দেওয়া হবে।

বাম সরকারের দেনার জন্য কেন্দ্র আমাদের থেকে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের রাজস্ব থেকে টাকা কেটে নিয়ে যায়। আমাদের যা পাওনা, যা অধিকার তা আমাদের দেওয়া হয় না।

গরীব, দলিত, আদিবাসী, সাঁওতাল, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ কজার জন্য কোন কাজ করে না কেন্দ্রীয় সরকার। কাজ নয় কথা বেশি বলে।

FRDI কেলেঙ্কারি – ব্যাঙ্ক থেকে গরীব মানুষের টাকা যখন খুশি তুলে নেওয়ার পরিকল্পনা করছে। সমস্ত সুদের হার কমিয়ে দিচ্ছে, জ্বালানীর দাম বাড়িয়ে দিচ্ছে।

ওরা (শাসক দল) শুধু বড় বড় কথা বলে। ওরা আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না, তাই কুৎসা অপপ্রচার করে বেড়ায় আর টিভি তে বক্তৃতা দিয়ে বেড়ায়।

Trinamool Congress turns 20 – Looking back at the journey

It is now 20 years since All India Trinamool Congress was formed. From a small regional party in 1998, when it was formed under the leadership of the firebrand leader, Mamata Banerjee, Trinamool Congress is now a force to reckon with in national politics.

Over these 20 years, there have been numerous memorable moments, and it would not be a feasible idea to list all of them here. However, let us take a look at 20 crucial events along the timeline of 20 years, events which have proved to all and sundry that Trinamool Congress always strives to serve the common people, come hell or high weather.
1. Formation of the party

Trinamool Congress was founded on January 1, 1998, and Mamata Banerjee was chosen as the leader of the party. In that year too, the party fought the general elections for the first time and significantly, won eight seats in the Lok Sabha from Bengal.

2. Railways Minister

After the 1999 general election, Mamata Banerjee became the Union Railways Minister, which she remained till 2001.

3. Winning the Kolkata Municipal Corporation (KMC)

In 2000, Trinamool Congress fought in the election for the Kolkata Municipal Corporation for the first time, and won overwhelmingly. For the first time, the Kolkata Mayor was a Trinamool candidate.

4. First Assembly elections

In 2001, Trinamool Congress fought the State Assembly election for the first time, and won in 60 seats.

5. Keshpur and Garbeta massacres

On January 4, 2001, Trinamool workers were massacred in Chhoto Angariya by the workers of CPI(M).

6. Jago Bangla

In 2004, the official mouthpiece of All India Trinamool Congress, Jago Bangla was first published. It is a weekly publication.

7. Singur Movement

In 2006, the then State Government forcibly acquired 1,000 acres of prime farmland from farmers in Singur for a car factory. Trinamool Congress, led by Mamata Banerjee, started a huge movement to compel the government to return the plots to the unwilling farmers.

8. 26-day hunger strike

Trinamool Congress Chairperson Mamata Banerjee undertook a hunger strike, which lasted for 26 days, against the forcible acquisition of 1,000 acres of farmland in Singur for a car factory by Tata Motors.

9. Nandigram Movement

In a re-run of Singur, in 2007 in Nandigram, the then State Government, tried to forcibly acquire agricultural land. A movement built up, again led by Trinamool Congress. On March 14 of that year, police fired indiscriminately on protesters, killing 14 people.

10. Panchayat election win

In the 2008 Panchayat election, Trinamool Congress put up a great show, forming the Zilla Parishad in East Midnapore and South 24 Parganas districts.

11. Lok Sabha win

In the 2009 general elections, Trinamool Congress won 19 of the 42 Lok Sabha seats from Bengal.

12. Second KMC win

In 2010, Trinamool Congress won the Kolkata Municipal Corporation for a second time, winning handsomely.

13. Assembly election win

In 2011, Trinamool Congress won a historic Assembly election, bringing to an end 34 years of Left Front rule. It formed the first Ma-Mati-Manush Government in Bengal under the leadership of Mamata Banerjee.

14. Decimation of Left in Panchayat polls

In 2013, Trinamool Congress won 13 out of 17 Zila Parishads in the State, decimating the Left Front completely.

15. Winning majority of the seats in Lok Sabha from Bengal

Achieving another milestone, in 2014, Trinamool Congress won 34 of the 42 seats in the Lok Sabha election, which is currently the fourth highest in the Lok Sabha.

16. 33% female MPs in Lok Sabha

In the 2014 election for the Lok Sabha, Trinamool Congress hit another milestone – 12 women became Members of Parliament (MP).

17. Victory in Municipal polls

In 2015, Trinamool Congress retained the Kolkata Municipal Corporation, as well as winning 77 other civic body elections. Trinamool Congress has thus proved its name – ‘trinamool’ means ‘grassroots’ – as it now has holds power in the majority of elected bodies in Bengal at all levels, and has brought about a golden reign of governance.

18. Second Assembly win

In 2016, Trinamool Congress won the Assembly election for a second consecutive time, this time more overwhelmingly than ever. The party, under the strident leadership of Mamata Banerjee, won 211 of the 294 seats, decimating the opposition with the power of the people. Mamata Banerjee became the Chief Minister for a second consecutive term.

19. Singur land returned

After the historic judgment by Supreme Court on August 31, 2006, the land acquisition at Singur was termed unconstitutional. Fulfilling her promise, Mamata Banerjee returned the land deeds to farmers in Singur in September.

20. National party

In recognition of the growing influence that Trinamool Congress is having in national politics, in 2016, the Election Commission recognised the party as a national party. Trinamool Congress thus became the seventh national party.

 

২০ বছরের স্মৃতি রোমন্থন

দেখতে দেখতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২০ বছর পেরিয়ে গেল। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিতে নিজের জায়গা পাকাপাকি ভাবে তৈরী করে নিয়েছে তৃণমূল।

শুধু তাই নয়, বিগত সাড়ে ছয় বছর ধরে বাংলার শাসনভারে গ্রহণ করে মা,মাটি, মানুষের সেবায় নিমজ্জিত তৃণমূল। বাংলার পাশাপাশি দেশের রাজনীতিতেও নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, প্রায় নিজের জন্মলগ্ন থেকেই।

২০ বছরে এই দলের ইতিহাসে আছে অগণিত স্মরণীয় মুহূর্ত। দেখে নেওয়া যাক সেরকমই ২০টি অবিস্মরণীয় মুহূর্ত।

১. দল গঠন

১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটি তৈরী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী নির্বাচিত হন। প্রথম বার লোকসভা ভোটে অংশ নিয়ে ৮টি আসনে জয়লাভ করে এই দল।

২. রেল মন্ত্রীত্ব

১৯৯৯ সালের পুনরায় লোকসভা নির্বাচন হয়। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেল মন্ত্রী হন, তিনি ২০০১ সাল পর্যন্ত রেল মন্ত্রী ছিলেন।

৩. কলকাতা পুরসভা জয়

২০০০ সালে কলকাতা পুরসভা ভোটে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। এই প্রথম কলকাতার মহানাগরিক হন এক তৃণমূল সদস্য।

৪. প্রথম বিধানসভা ভোট

২০০১ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে অংশগ্রহণ করে ও ৬০টি আসনে বিজয়ী ঘোষিত হয়।

৫. কেশপুর ও গড়বেতার নারকীয় হত্যাকান্ড

২০০১ সালের ৪ঠা জানুয়ারী মেদিনীপুর জেলার ছোট আঙারিয়ায় তৃণমূল কর্মীদের কুপিয়ে খুন করে হার্মাদরা।

৬. জাগো বাংলা

২০০৪ সালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’ প্রথম প্রকাশিত হয়। এটি একটি সাপ্তাহিক পত্রিকা।

৭. সিঙ্গুর আন্দোলন

২০০৬ সালে টাটা কোম্পানির গাড়ির কারখানা তৈরীর জন্য সিঙ্গুরের ১০০০ একর জমি বলপূর্বক অধিগ্রহণ করে নেয় তৎকালীন সরকার। অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৮. ২৬ দিনের অনশন

সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের স্বার্থে এবং গ্রামবাসীদের ওপর সিপিএম হার্মাদবাহিনীর নারকীয় অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী ধর্মতলায় অনির্দিষ্টকালীন অনশন শুরু করেন। ২৬ দিন পর, মাননীয় রাজ্যপাল ও বিদ্বজ্জনদের অনুরোধে অনশন প্রত্যাহার করেন তিনি।

৯. নন্দীগ্রাম আন্দোলন

সিঙ্গুরের মতো নন্দীগ্রামেও বেসরকারি কেমিক্যাল হাব তৈরী করার জন্য অনিচ্ছুক কৃষকদের থেকে বলপূর্বক জমি ছিনিয়ে নিতে বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন সরকার। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। ১৪ই মার্চ ২০০৭ সালে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে (সরকারি হিসেবে) ১৪ জন গ্রামবাসীর প্রাণ কেড়ে নেয়।

১০. পঞ্চায়েত জয়

২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়ে সারা রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ব্যাপক ফল করে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ দখল করে তৃণমূল।

১১. লোকসভায় জয়

২০০৯ সালে বামবিদায়ের ঘন্টা বাজিয়ে লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করে তৃণমূল। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে বিজয়ী হয়।

১২. পুরসভা জয়

২০১০ সালে বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় কলকাতা পুরসভা দখল করে তৃণমূল কংগ্রেস।

১৩. বিধানসভা জয়

৩৪ বছরের অপশাসন ঘুচিয়ে, বাম সরকারকে পর্যুদস্ত করে মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার বাংলার শাসনভার গ্রহণ করে।

১৪. জেলা পরিষদ জয়

২০১৩ সালে বামেদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ১৩টি জেলা পরিষদ জয় করে তৃণমূল কংগ্রেস।

১৫. লোকসভা নির্বাচনে বিপুল জয়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৪টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। দেশের চতুর্থ বৃহত্তম দল হিসেবে উঠে আসে তৃণমূল।

১৬. ৩৩ শতাংশ মহিলা সাংসদ

২০১৪ সালের তৃণমূলের নির্বাচিত লোকসভার সাংসদদের মধ্যে ৩৩ শতাংশ মহিলা সাংসদ। সংসদে মহিলা সংরক্ষণ বিল বহু বছর ধরে আটকে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন ইচ্ছে থাকলে উপায় হয়।

১৭. পুরসভা জয়

২০১৫ সালে কলকাতা পুরসভা সহ রাজ্যের ৭৮টি পুরসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১৮. দ্বিতীয়বার বিধানসভা জয়

২০১৬ সালে ২৯৪ আসনের মধ্যে ২১১ আসন জিতে দ্বিতীয় বারের জন্য বাংলার শাসনভার গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

১৯. সিঙ্গুরে জমি ফেরত

কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ আগস্ট, ২০১৬ তে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয়। এরপর মমতা ববন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেন। সিঙ্গুর ফিরে আসে শস্যের ভাণ্ডারে।

২০. সর্বভারতীয় দলের স্বীকৃতি

২০১৬ সালে দেশের সপ্তম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় তৃণমূল কংগ্রেস।

 

The inception of Trinamool Congress – Looking back at January 1, 1998

Mamata Banerjee had carried out numerous movements in the interest of the people over a period of time, but simultaneously she was realising that to take her movement ahead, she needed a separate platform to raise her voice against the barbaric rule of the CPI(M). Being with the Congress party was becoming a hindrance.

It was this idea and need which gave birth to the Trinamool Congress on January 1, 1998. In 1997, when the Congress convention was going on at Netaji Indoor Stadium, Mamata Banerjee organised an outdoor convention. She believed in working for grassroots people. She wanted to work for common people. That is why she and her compatriots chose the name Trinamool.

The time she chose was the end of the 11th Lok Sabha and the beginning of the 12th Lok Sabha. As a politician of much experience and stature, she understood that it was the right time to launch the party and feel the pulse of the electorate, as people were in admiration of her having seen her work.

Trinamool Congress was established on January 1, 1998. “A silent revolution is taking place in West Bengal. The people are on the verge of writing history… A new epoch will start”, said Chairperson Mamata Banerjee.

On the day of the inception of Trinamool Congress, Mamata Banerjee sketched the logo of the party which signifies ‘grass root’ (two saplings on the grass). She thought if the Election Commission approves the logo then she will achieve two goals: one, the launch of her party and two, of simultaneously taking the philosophy of the party and explaining to the people her deep thought behind the logo, which was the message of secularism, “Ek e brinte duti kusum, Hindu Musalman, ekjon tar noyonmoni onno ti tar pran” (two buds on the tree, Hindu and Muslim. If one of them is the eye, then the other is life).

The Election Commission did approve the logo but had also issued a stricture which read if the Trinamool Congress failed to get six-percentage of votes in the 12th Lok Sabha elections, then the pre-symbol will be cancelled. Trinamool Congress well passed the cut-off percentage and the party was born.

 

ফিরে দেখা ১লা জানুয়ারী, ১৯৯৮ – কি করে তৈরী হল তৃণমূল কংগ্রেস?

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের প্রথম থেকেই একের পর এক গণআন্দোলন করেছেন মানুষের স্বার্থে। তবে যত সময় গড়িয়েছে, তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে অত্যাচারী সিপিএম-এর নৈরাজ্য থেকে বাংলা ও বাংলার মানুষকে মুক্তি দিতে হলে তাঁর একটি পৃথক মঞ্চ চাই, যেখান থেকে তিনি তাঁর নীতি, সিদ্ধান্ত, বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, যা তিনি কংগ্রেস দলে থেকে কিছুতেই করতে পারবেন না। এই চিন্তা থেকেই ১৯৯৮ সালের ১লা জানুয়ারি জন্ম নেয় তৃণমূল কংগ্রেস।

১৯৯৭ সালে যখন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেস সম্মেলন চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন জনসমক্ষে এক পৃথক সম্মেলনের আয়োজন করেন। তিনি সবসময় তৃণমূল স্তরে সাধারণ মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী ছিলেন। এই জন্যই তিনি, ও তৎকালীন তাঁর সহ রাজনৈতিক যোদ্ধারা, নতুন দলের নাম রাখেন তৃণমূল।

১১তম লোকসভার সমাপ্তি ও ১২তম লোকসভার শুরু – এই সময়ের সন্ধিক্ষণের সময়টাই তিনি বেছে নিয়েছিলেন। অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ার কারণে তিনি অনুধাবন করতে পারেন এটিই সঠিক সময় একটি নতুন রাজনৈতিক দলকে জন্ম দেওয়ার। তিনি এও বুঝেছিলেন, এটি সঠিক সময় সাধারণ মানুষের প্রবণতা বোঝার, কারণ অনেক দিন ধরেই প্রচুর মানুষ তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য উদগ্রীব ছিলেন।

তৃণমূল কংগ্রেস তৈরী হয় ১৯৯৮ সালের ১লা জানুয়ারি – “পশ্চিমবঙ্গে একটি নিঃশব্দ বিপ্লব শুরু হচ্ছে। মানুষ নতুন ইতিহাস তৈরির দোরগোড়ায়-এক নতুন কাল সৃষ্টি হবে”, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।

তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার দিন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীক আঁকেন – ঘাসের ওপর জোড়া ফুল। তৃণমূল দলটি যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেটিও প্রতিফলিত হবে এই প্রতীকে। ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।’ এই ছিল এই প্রতীকের বার্তা।

নির্বাচন কমিশন এই প্রতীকটি অনুমোদন করে, কিন্তু, একটি শর্ত দেয়, আগামী লোকসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস যদি ৬শতাংশ ভোট না পায়, তাহলে এই প্রতীক বাতিল করে দেওয়া হবে। তৃণমূল খুব সহজেই এই বাধা অতিক্রম করে এবং জন্ম নেয় তৃণমূল কংগ্রেস।