Bangla CM inaugurates Jeevan Shakti – an app for blood banks

Chief Minister Mamata Banerjee recently inaugurated an app named ‘Jeevan Shakti’ that will provide information regarding the availability of blood in government blood banks across Bangla.

The citizen-centric app has been developed by the State Health and Family Welfare Department. The mobile app will prove extremely handy for patients and their relatives, who will be able to trace donors and find out the availability of blood at the government-run blood banks.

The main features of the app are a list of donors in the State, along with their names, mobile numbers, addresses and the blood groups they belong to. Interested persons can enrol themselves in the app as potential donors.

Bengal Govt to open 10 more blood banks, 21 more component units

The Bengal Government is to open ten more blood banks in the state in 2018. With these, the total number in the state will increase to 84.

Not just that, with the increasing demand for blood components, the government is setting up blood component separation units (BCSU) in 21 existing blood banks. The work for these would be over before the panchayat elections. With these 21, the number of BCSUs would increase to 38.

The above information came from a senior official of the State Health Department.

The new blood banks would be located in Birpara, Tehatta, Dinhata, Nandigram, Metiabruz, Salboni, Debra, Mathabhanga, Falakata and Sagardighi. The new BCSU would be set up in the blood banks located in Chinsurah, Howrah, Bishnupur, Purulia, Darjeeling, Siliguri, Kalimpong, Jalpaiguri, Alipurduar, Raiganj, Balurghat, Barasat, Basirhat, Diamond Harbour, Siuri, Rampurhat, Jhargram and Tamluk.

 

রাজ্য সরকারের উদ্যোগে আরও ১০টি নতুন ব্লাড ব্যাঙ্ক, ২১ কম্পোনেন্ট ইউনিট

ঘটনা-দুর্ঘটনা, বিপদ-আপদ হোক বা জটিল অসুখ-বিসুখ— কারণ যাই হোক না কেন, রাজ্যজুড়ে রক্তের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলেছে আরও নতুন ১০টি ব্লাড ব্যাঙ্ক। ২০১৮ সালের মধ্যে এগুলি চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। ফলে রাজ্যে সরকারি ব্লাড ব্যাঙ্কের সংখ্যা শীঘ্রই বেড়ে হবে ৮৪।

এছাড়া ২১টি ব্লাড ব্যাঙ্ককে প্লাজমা, প্লেটলেট, প্যাকড সেল সহ রক্তের বিভিন্ন ধরনের উপাদান পৃথকীকরণ ইউনিটে (ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট) উন্নীত করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যভবন। তাতে এ ধরনের ইউনিটের সংখ্যা বেড়ে হবে ৩৮।

প্রস্তাবিত নতুন ব্লাড ব্যাঙ্কগুলি হবে বীরপাড়া, তেহট্ট, দিনহাটা, নন্দীগ্রাম, মেটিয়াবুরুজ, শালবনী, ডেবরা, মাথাভাঙা, ফালাকাটা এবং সাগরদিঘিতে। আর যেসব ব্লাড ব্যাঙ্ককে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিটে পরিণত করা হবে, সেগুলি হল চুঁচুড়া, হাওড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, বারাসত, বসিরহাট, ডায়মন্ডহারবার, সিউড়ি, রামপুরহাট, ঝাড়গ্রাম ও তমলুক জেলা হাসপাতাল এবং ক্যানিং মহকুমা হাসপাতাল, নন্দীগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতাল ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল।

Source: Bartaman

KMC’s first blood bank coming up in south Kolkata

Kolkata Municipal Corporation (KMC) is setting up its first blood bank – to be located in south Kolkata, at 242 Kalighat Road.

Councillors of all wards of the corporation organise blood donation camps all through the year. Now these blood units would be stored at the new blood bank, the advantage being that the units would be available at the State Government-determined rates, which are lower at those at private hospitals and blood banks.

The chemical treatments required for proper storage of the blood and blood components would be carried out at private hospitals KMC would tie up with.

This step is meant to help not only the city residents but people from all over the State, especially the poor, who cannot afford high prices.

 

দক্ষিণ কলকাতায় প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরী করবে কলকাতা পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরী করতে চলেছে কলকাতা পুরসভা । দক্ষিণ কলকাতার ২৪২,কালীঘাট রোডে ব্লাড ব্যাঙ্কটি তৈরী করা হবে।

এর আগে কলকাতা পুরসভার কোনও ব্লাড ব্যাঙ্ক ছিল না। সংগৃহীত রক্ত সংরক্ষণের জন্য যে সমস্ত প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় তার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে এই কাজ করা হবে।

কলকাতা পুরসভার সব ওয়ার্ডের কাউন্সিলররাই প্রতি বছর বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশান ক্যাম্প করে থাকেন। সেই সমস্ত সংগৃহিত রক্তই জমা করা হবে পুরসভার তৈরী করা ব্লাড ব্যাঙ্কে।

এর ফলে শহরের বেসরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে যে অৰ্থের বিনিময়ে রক্ত দেওয়া হয় ,তার থেকে কম দামে ,অথাৎ সরকারি দামে এখান থেকে রক্ত দেওয়া হবে।

আলো ,রাস্তা ,নিকাশি এবং জল সরবরাহ পরিষেবার মতোই ব্লাড ব্যাঙ্ক পরিষেবাও কলকাতা পুরসভার একটি বাড়তি পরিষেবা। কলকাতা পুরসভার অন্তর্গত বাসিন্দারা এর ফলে যেমন উপকৃত হবেন ,তেমনই দূর -দূরান্ত থেকে আসা মানুষজনও এর দ্বারা উপকৃত হবেন।

কলকাতায় ব্লাড ব্যাঙ্কের চাহিদা রয়েছে। গরিব, মধ্যবিত্ত মানুষদের পরিষেবা দেওয়ার মতো স্বার্থের কথা ভেবেই এই প্রথম কলকাতা পুরসভা ব্লাড ব্যাঙ্ক তৈরী করার প্রয়াস নিয়েছে।