100 Days’ Work: Bengal much ahead of the rest

Bengal is the best when it comes to the MGNREGA scheme, commonly known as the 100 Days’ Work Scheme, according to the latest official data of the Union Government.

In reply to a question asked in the Rajya Sabha, dated March 3, 2018, as on February 24, Bengal is the leading state in terms of the number of man-days generated and consequently, in terms of the total expenditure for the scheme.

Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

 

১০০ দিনের কাজে দেশের সেরা বাংলাই

কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। প্রশংসিত হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আজ রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত ভাবে জানিয়েছে, একশো দিনের কাজের প্রকল্পে গত আর্থিক বছরে বরাদ্দ টাকা সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী খরচ করতে পেরেছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের অধীনে সবচেয়ে বেশী শ্রমদিবস তৈরি করার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রাজ্য।

একশো দিনের কাজের পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প, গ্রামীণ সড়ক, আবাসন, মহিলা স্বনির্ভর যোজনার মতো বিষয়গুলিতেও রাজ্য প্রশাসনের সাফল্যকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, “শুধুমাত্র কেন্দ্র নয়, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলি থেকেও পশ্চিমবঙ্গের কাজ প্রশংসিত হচ্ছে। সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন, গ্রামীণ যোজনাগুলির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে। ধারে-কাছে কেউ নেই। সেটা শৌচাগার নির্মাণই হোক অথবা মহিলাদের স্বনির্ভর করা।”প্রসঙ্গত, ইউপিএ জমানাতেও তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী একাধিক চিঠিতে এই দপ্তরের কাজের প্রশংসা করেছিলেন।

তৃণমূল সাংসদ একটি লিখিত প্রশ্নে গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে জানতে চান, ‘মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প’(মনরেগা)-এ বরাদ্দ অর্থ কোন রাজ্য কতটা খরচ করতে পেরেছে? পশ্চিমবঙ্গের অবস্থান এ ক্ষেত্রে কোথায়? জবাবে মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রত্যেকটি রাজ্যের খরচের বিস্তারিত হিসাব দেন। ২০১৭ থেকে ২০১৮ (২৪ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়সীমায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ খরচ করেছে ৭ হাজার ৩৫২ কোটি ৩১ লক্ষ টাকা, যা দেশের সর্বোচ্চ।

Digital library on Kazi Nazrul at Nazrul Tirtha

A digital library on Kazi Nazrul Islam at Nazrul Tirtha in New Town was inaugurated on December 20 by the State Urban Development Minister. It will be extremely beneficial to those carrying out research on Nazrul.

The digital library will be the first-of-its-kind in Bengal. Initially, all the books of Nazrul that have become out-of-print and are lying in different libraries in Kolkata have been digitised. The library will have the first prints of Nazrul’s own books, manuscripts, notations of Nazrul’s songs, advertisements, booklets and photos of his vinyl records, and interviews of Nazrul scholars.

There will also be scripts of plays where Nazrul’s songs have been used, copies of Betar Jagat, the magazine of All India Radio (AIR) for which he worked and magazines edited by Nazrul.

It may be recalled that after coming to power in 2011, Mamata Banerjee laid the foundation stone of a university named after Nazrul, Kazi Nazrul University in Asansol. Nazrul Tirtha was set up to carry out research on him. Cultural shows, seminars and symposia on his life and works are organised to celebrate the birth anniversary of the poet all over the state.

Though Nazrul did not have any formal education, he became famous as a poet at the age of 20 and was known as the ‘Bidrohi Kobi, or ‘Rebel Poet’. He was imprisoned for his criticism of the British rule and many of his poetry books like Agnibina and Bisher Bashi were banned by the British colonial rulers.

Nazrul was also a brilliant music teacher, composer and singer. The 78 rpm discs of Nazrul’s songs by Megaphone Records and Hindusthan Records recorded the highest sales between 1935 and 1939. Many revolutionaries sang his songs which criticised the oppression of British rule.

Importantly for today’s times, his criticism of communalism was reflected in his poems, songs and essays. In fact, he composed many Shyama Sangeets (songs dedicated to the goddess Kali) which are immensely popular.

 

কাজী নজরুলের ওপর ডিজিটাল লাইব্রেরী চালু হল নজরুল তীর্থে

 

নিউটাউনের নজরুল তীর্থে কাজী নজরুলের ওপর একটি ডিজিটাল লাইব্রেরীর উদ্বোধন হল। কাজী নজরুলের ওপর যারা গবেষণা করছেন তাদের খুব উপকারে আসবে এই লাইব্রেরী।

এই ধরনের লাইব্রেরী পশ্চিমবঙ্গে এই প্রথম। কাজী নজরুলের যেসব বই আর ছাপা হয় না, বিভিন্ন লাইব্রেরীতে আছে, সেগুলোকে ডিজিটাইজড করা হয়েছে। এই লাইব্রেরীতে নজরুলের বইগুলির প্রথম মুদ্রণ, পাণ্ডুলিপি, নজরুল গীতির স্বরলিপি, তাঁর ভিনাইল রেকর্ডের বিজ্ঞাপন, বুকলেট ও ফটো থাকবে। থাকবে নজরুল বিশষজ্ঞদের সাক্ষাৎকার।

সাথে থাকবে অনেক নাটকের হস্তলিপি যেগুলিতে নজরুলগীতি ব্যবহার করা হয়েছে। থাকবে বেতার জগতের সংখ্যা। অল ইন্ডিয়া রেডিওর এই পত্রিকার দপ্তরে নজরুল কাজ করতেন।

নজরুল মাত্র ২০ বছর বয়সেই কবি হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁকে ‘বিদ্রোহী’ কবি বলা হত। তৎকালীন শাসকদের বিরুদ্ধে লেখার জন্য ব্রিটিশরা তাঁকে কারাবন্দী করেন; তাঁর অনেক কবিতার বই – যেমন অগ্নিবীণা ও বিষের বাঁশী – নিষিদ্ধ করা হয়।

নজরুল খুব প্রসিদ্ধ সঙ্গীত শিক্ষক, গীতিকার ও গায়ক ছিলেন। তাঁর রচিত গান স্বাধীনতা সংগ্রামে এক নতুন মাত্রা এনে দিয়েছিল। সাম্প্রদায়িকতার লেখা তাঁর গান, ছড়া, রচনা আজ খুবই যুগোপযোগী। তাঁর লেখা শ্যামাসঙ্গীতও খুব জনপ্রিয়।

Source: Millennium Post

Joint venture set to boost industrial and logistics parks in Bengal

Embassy Industrial Parks is entering a joint venture (JV) with Warbug Pincus and Embassy Group, that have partnered with PATTON Group of Kolkata to develop industrial and logistics parks in the state.

Embassy Industrial Parks has committed to invest Rs 1,000 crore in industrial and logistics parks in Bengal. A senior official of PATTON Group said that there will be phase-wise investment on a 1.1 million sq feet area in 50 acres of land of PATTON, with investment of Rs 400 crore.

Embassy and PATTON will explore more opportunities to develop industrial and logistics parks in the state.

State Urban Development Minister said that the state is eyeing investment in the logistics sector in a big way and will be laying special emphasis on the sector, with businessmen attending the summit expressing interest to invest in logistics.

“We do not need to take agricultural land. There are a number of factories that are lying closed. We will go for vertical expansion at these places and set up godowns and warehouses,” he added.

It may be mentioned that a new policy on Logistics Park Development and Promotion was announced at the summit.

রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়বে প্যাটন-এমব্যাসি গ্রুপ

রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং লজিস্টিক পার্ক গড়ে তুলবে প্যাটন গ্রুপ। চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনের মঞ্চে বেঙ্গালুরুর সংস্থা এমব্যাসির সঙ্গে মউ স্বাক্ষর করল কলকাতার প্যাটন গ্রুপ।

উলুবেড়িয়ার বম্বে রোড এর পাশে প্যাটন গ্রুপের ৫০ একর জমির ওপর ১১ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হবে একটি লজিস্টিক পার্ক এবং একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। প্রাথমিকভাবে প্রকল্পটিতে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে এই দুই গ্রুপ।

অণ্ডালে একটি মাল্টি মোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলা হবে। ইতিমধ্যেই লজিস্টিক পার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশান নীতি এনেছে রাজ্য সরকার।

ভারতের উত্তর পূর্বের রাজ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলির প্রবেশদ্বার হিসেবে ক্রমেই গুরুত্ব বাড়ছে পশ্চিমবঙ্গের। তার সাথেই তাল মিলিয়ে বাড়ছে গুদামঘর ও পণ্য সরবরাহের চাহিদাও।ইতিমধ্যেই রাজ্যে মোট ১.১৬ কোটি বর্গফুট গুদামঘর রয়েছে। ভবিষ্যতে এর আয়তন আরও বৃদ্ধি পাবে।

Image is representative 

Mamata Banerjee inaugurates Vivek Chetana Utsab

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated Vivek Chetana Utsab at a function held at Ganga Sagar Mela Camp, Babughat.

Vivek Chetana Utsab is being observed across the State on the occasion of 155th birth anniversary of Swami Vivekananda.

The festival is being organised in all 341 blocks, 118 municipalities, 6 corporations, Kolkata Municipal corporation, GTA, and all district headquarters of the State.

As part of the festival, padyatras will be held across the State. There will be symposiums, exhibitions, quiz, debates on Swami Vivekananda’s life. Football matches will also be organised. There will sit-and-draw competitions, along with essay-writing competitions and cultural events.

 

 

বিবেক চেতনা উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

 

আজ বিবেক চেতনা উৎসবের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুঘাটে গঙ্গাসাগর মেলা ক্যাম্প থেকে আজ এই উৎসবের উদ্বোধন করেন তিনি।

স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যব্যাপী এই উৎসবের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর।

রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৮টি পুরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌর সংস্থার অধীন ১৪৪টি ওয়ার্ড এবং জিটিএ সহ রাজ্যের প্রতিটি জেলাসদরে এই উৎসব আয়োজিত হবে।

এই উৎসবে থাকবে পদযাত্রা, বিবেকানন্দের জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনী, ছাত্র-যুবদের চরিত্র গঠন বিষয়ক আলোচনা, বিবেকানন্দ বিষয়ক ক্যুইজ, বিতর্ক, প্রদর্শনী ফুটবল ম্যাচ, বসে আঁকো, প্রবন্ধ রচনা সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।

Bengal a model for 100 Days’ Work, acknowledges Centre

The Centre is projecting Bengal’s implementation of the rural job scheme as a model for all and is organising visits by officials from other states for first-hand lessons on asset creation.

“Bengal is the best performing state, a model for best practices, under the scheme. It has started innovative projects like massive plantation, river rejuvenation, de-silting of water bodies and individual water harvesting,” a Union rural development ministry official said. He said by carrying out more projects, Bengal had also emerged top in funds use.

Bengal received Rs 5,054 crore in the first nine months of this year, out of a total Rs 47,000 crore released to all the states combined.

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, every rural family has the right to demand up to 100 days’ unskilled work a year.

 

১০০ দিনের কাজে এবারও দেশে সেরা পশ্চিমবঙ্গ

 

একশো দিনের কাজের প্রকল্পে এরাজ্যের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্মসচিব। দুর্গাপুরে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের প্রতিনিধি এবং রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন হয়। সম্মেলনে ঘোষণা করা হয়, একশো দিনের কাজে এবারও সেরা হয়েছে পশ্চিমবঙ্গ।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন এরাজ্যের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভুম ও বাঁকূড়া জেলার পঞ্চায়েতের প্রতিনিধিরাও। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল একশো দিনের কাজ সংক্রান্ত বিভিন্ন তথ্যের আদানপ্রদান।

After the successful U-17 World Cup, Transport Dept to promote Ganga Sagar Mela & Book Fair

The Bengal Transport Department’s branding of the FIFA Under-17 World Cup had caught everyone’s eyes, and became very successful. On all the buses the department had designated for ferrying the fans and players, was written ‘Ebar Khela Jombe Bangla’.

Now the department is planning similar branding for two of the most popular annual events that Bengal hosts – Ganga Sagar Mela and the Kolkata International Book Fair (KIBF). What exactly is to be written would be decided later.

While the former will be held in January, with the main events scheduled on January 14 and 15, on Sagar Island in the Sundarbans, the latter will be held from January 30 to February 11 at Central Park in Salt Lake (because the usual venue, the Milan Mela fairground, is being renovated).

The branding would appear on the buses (from Esplanade, Babughat and Howrah) and the 30 vessels (16 belonging to West Bengal Transport Corporation and 14 to Hooghly River Transport Corporation) to be designated for the Ganga Sagar Fair, and on the buses (both AC and non-AC) to be designated specially for ferrying people to and from the Book Fair.

বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে ব্র্যান্ডিং করার ভাবনা রাজ্যের

 

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে এবার এই দুই উৎসবকে ব্র্যান্ডিং করার পরিকল্পনা রাজ্যের। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি বাসে ব্র্যান্ডিং করা হবে।

দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত নানা মানুষ আসেন এই মেলায়। তাদের কাছে রাজ্যের মান বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে যাওয়ার জন্য রাখা হচ্ছে বিশেষ শাটল বাস পরিষেবা। এসি নন এসি সব রকম বাসই থাকছে। বাসের গায়ে বইমেলার ব্র্যান্ডিং করা থাকবে।

একই ভাবনা গঙ্গাসাগর মেলা উপলক্ষেও। এই বাসের গায়েও ব্র্যান্ডিং এর পরিকল্পনা রাজ্যের। বাংলা হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই এই ব্র্যান্ডিং থাকবে যাতে সব রকম মানুষের বুঝতে সুবিধা হয়।

ধর্মতলা, বাবুঘাট এবং হাওড়া থেকে ছাড়বে গঙ্গাসাগর যাওয়ার বাস, যাবে লট এইট পর্যন্ত। সেখান থেকে তীর্থযাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য থাকবে ভেসেলের ব্যবস্থা। এবার মেলা উপলক্ষে ৩০ টি ভেসেল রাখা হচ্ছে।

Source: Sangbad Pratidin

Bengal Govt to employ ‘jalasathi’ for safety of passengers

To ensure a secure journey, the State Government has decided to employ river security personnel named ‘jajasathi’. Initially they would be employed in 279 jetties.

A few months back, the government created the model standard operating procedure (SOP) for river-going vessels. Lock gates at jetties, compulsory wearing of life jackets for all those boarded on vessels and river security personnel were some of the suggestions.

The primary work of the jalasathis would be to ensure that the model SOP is followed by all. The jalasathis will be armed with identity cards. They would be working in tandem with the local police stations.

Part of the model SOP too is the employment of vessels with government-specified standards. Thirty per cent or Rs 1 lakh, whichever is higher, of the cost of buying the vessels, which are being built by a few government-appointed companies, would be paid by the government.

জলপথে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবার জলসাথী নিয়োগ করবে রাজ্য

জলপথে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ঘাটগুলির জন্য ‘মডেল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) নির্দিষ্ট করে দিয়েছিল রাজ্য সরকার। সেখানে সিকিউরিটি লক তৈরি থেকে শুরু করে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিল। যাত্রীদের সুরক্ষায় লাইফ জ্যাকেট পরে পারাপারের কথাও বলা হয়েছিল। এর জন্য অর্থও বরাদ্দ হয়েছে।

এবার ঘাটগুলিতে যাত্রীদের নিরাপত্তা আরও বাড়াতে আগামী এক মাসের মধ্যে ছোট-বড় মিলিয়ে ২৭৯টি ঘাটে জলসাথী নিযুক্ত করছে রাজ্য সরকার। ঘাটগুলিতে যাতে এসওপি মেনে যাত্রী পারাপার করা হয়, তা দেখাই প্রধান কাজ হবে জলসাথীদের। জলসাথী নিযুক্ত করার জন্য টেন্ডার ডেকে এজেন্সি বাছাইয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে খবর।

নিগমের এক আধিকারিক বলেন, জলপথের সুরক্ষা বিধি নিয়ে আগে কোনও গাইডলাইন ছিল না। সেই গাইডলাইন তৈরি করা হয়েছে। তা বাস্তবায়নে টাকাও বরাদ্দ করা হয়েছে। ঘাটগুলিতে যেমন সুরক্ষা বাড়ানো হচ্ছে, তেমনই ভুটভুটির বদলে সুরক্ষিত, বৈধ জলযান নামানোর জন্য জলধারা প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জলযানের দামের ৩০ শতাংশ বা সর্বাধিক এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে এই প্রকল্পে। গতিধারা প্রকল্পের মতোই এই প্রকল্পটিও আগামীদিনে জনপ্রিয় হবে বলে আশাবাদী নিগমের কর্তারা।

দপ্তরের এক কর্তা বলেন, যাত্রীরা যাতে অযথা জেটিতে ভিড় না করেন, যাতে সিকিউরিটি লক ঠিকভাবে ব্যবহার করা হয়, যাত্রীরা সুরক্ষা বিধি মেনে পারাপার করেন, জলসাথীরা তা দেখবেন। ঘাটের সুরক্ষাবিধি দেখার পাশাপাশি জলযানে যাতে নির্দিষ্ট সংখ্যার বেশি যাত্রী না চড়েন, তাও দেখতে হবে জলসাথীদের। বেশি যাত্রী একসঙ্গে পারাপার করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। যত সংখ্যক যাত্রীকে ভেসেলে তোলা যায়, ঠিক ততজনকেই ফেরিঘাটের ‘সিকিউরিটি লক’ অতিক্রম করার অনুমোদন দেবেন জলসাথীরা। ঘাট কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা একযোগে কাজ করবেন। প্রয়োজনে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন।

নিগম সূত্রে জানা গিয়েছে, যাত্রীর সংখ্যা বিচার করে বড় ঘাটগুলিতে তিনজন করে জলসাথী থাকবেন। তুলনামূলকভাবে ছোট ঘাটে থাকবেন দু’জন করে জলসাথী। এক আধিকারিকের কথায়, জলপথে সুরক্ষা সংক্রান্ত ধারণা তৈরিতে জলসাথীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

Source: Bartaman

Bengal has one of the most affordable health services, says a recent Central Govt report

A recent Central Government report has praised the health service of Bengal, saying that is one of the cheapest in the country, and hence highly affordable for the rural population.

The report by the Central Bureau of Health Statistics says that compared to Gujarat, Goa, Rajasthan, Andhra Pradesh, Himachal Pradesh, Bihar, Assam, Madhya Pradesh and Manipur, Bengal offers health services to the rural populace which are much more poor-friendly in terms of cost.

According to the report, whereas the average national cost of hospitalisation, including tests and medicines, in government-run facilities for one person is Rs 17,000 in rural areas, the cost in Bengal is only Rs 10,000 on an average.

The Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress is rapidly changing the standard of public health service in the state. Treatment at government hospitals is free, including many of the major operations. Courtesy fair price medicine shops and fair price diagnostic services, the people get services at costs which are affordable to all.

 

গ্রামাঞ্চলের চিকিৎসা অনেক সস্তা পশ্চিমবঙ্গেই

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলের মানুষকে হাসপাতালে চিকিৎসা করাতে যত খরচ করতে হয়, গুজরাত, গোয়া, রাজস্থান, মণিপুরের গ্রামে সেই খরচটা তুলনায় অনেক বেশি। এমনকী গোটা দেশের মধ্যে গুজরাতের গ্রামবাসীদেরই চিকিৎসার জন্য সবচেয়ে বেশি খরচ করতে হচ্ছে বলে জানিয়েছে ওই রিপোর্ট।

‘সেন্ট্রাল ব্যুরো অব হেলথ ইন্টেলিজেন্স’-এর ওই রিপোর্টে দেখা যাচ্ছে, গুজরাত ছাড়াও অন্ধ্রপ্রদেশ, হিমাচলপ্রদেশ, রাজস্থান, বিহার, অসম, মধ্যপ্রদেশের মতো বেশ কিছু রাজ্যের চেয়েই পশ্চিমবঙ্গে হাসপাতালে ভর্তির খরচ কম। অর্থনীতিবিদেরা বলেন, রাতারাতি কোনও মানুষকে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত স্তরে নামিয়ে আনার অন্যতম কারণ হতে পারে চিকিৎসার খরচ। কোনও সরকার এই খরচে রাশ টানতে পারলে তা বড় সাফল্য হিসেবে দেখা হয়। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমাদের মতো সরকারি ক্ষেত্রে সমস্ত চিকিৎসা ‘ফ্রি’ আর কোথাও নেই।’’

রিপোর্ট বলছে, সারা দেশের নিরিখে এক জন রোগীর হাসপাতালে ভর্তির গড় খরচ গ্রামাঞ্চলে গড়ে ১৭ হাজার টাকা এবং শহরাঞ্চলে মোটামুটি ২৬ হাজার টাকা। সরাসরি চিকিৎসার খরচ এবং তার আনুষঙ্গিক খরচ— দু’টিই এর অন্তর্ভুক্ত। গুজরাতে এই খরচ রোগী পিছু ৩২ হাজার টাকারও বেশি। সেখানে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে কাউকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হলে সাড়ে ১০ হাজার টাকার মতো গড়ে খরচ হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের একটি কেন্দ্রীয় রিপোর্ট জানিয়েছিল, গ্রামীণ গুজরাতে প্রয়োজনের তুলনায় সার্জনের ঘাটতি ৯০ শতাংশ, স্ত্রীরোগ ও শিশুরোগ বিশেষজ্ঞের ঘাটতি ৯৫ শতাংশ।

Source: Anandabazar Patrika

Bengal Govt to open affordable fine dining restaurants

The State Government’s West Bengal Livestock Development Corporation Limited has decided to open affordable fine dining restaurants in every district. Four of these are going to be opened in Kolkata too.

The restaurants will be opened under the brand, ‘Caviar’.

Given the prices at the better restaurants and the long waiting lists at these on holidays, this is a welcome step by the State Government. The selection of plots for setting up the restaurants is going to start in December.

কলকাতায় সহ গোটা রাজ্যের প্রতি জেলায় খুলছে সরকারি রেস্তোরাঁ

পশ্চিমবঙ্গ লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রতি জেলায় কেতাদুরস্ত রেস্তোরাঁ খোলার। এর মধ্যে কলকাতায় ৪টি রেস্তোরাঁ খোলা হবে।

উৎকৃষ্ট মানের ‘কন্টিনেন্টাল ডিশ’ হিসেবে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘ক্যাভিয়ার’ খাদ্য রসিকদের চিরকালের পছন্দের। তাই এই নামেই নিগমের নিজস্ব রেস্তোরাঁ ‘ক্যাভিয়ার’ গড়ে উঠতে চলেছে রাজ্যে।

এই রেস্তোরাঁগুলির জন্য জমি বাছাইয়ের কাজ ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে।
Source: Khabar 365 Din

Bengal Govt to digitise Assembly records

Chief Minister Mamata Banerjee has recently announced that the State Government has decided to digitise the books and records that are there in the library located inside the Assembly building. The new e-library will be located at the Platinum Jubilee Memorial Building inside the Assembly premises, during whose foundation-stone laying she made the announcement. The building will also house a museum, an auditorium and a conference hall.

There are there are more than two lakh books in the existing library, for whose preservation digitisation is essential. The State Education Department will extend support in this connection. Further, after digitisation, the electronic archive would be opened to the public. Researchers from all over the world visit the library in the Assembly to study various books and documents.

Besides digitisation, the Chief Minister announced several other measures. One of this is to make available documents and books from the Assembly library to those who order for them in a much shorter time. For this purpose, staff strength is likely to be increased.

She also said that the documents in Bengali would be translated into English, for which the help of the British Council and Cambridge University might be sought.

Again, tie-ups with Bangladesh can be done as part of an academic exchange since the histories of Bengal and Bangladesh are inextricably linked.

 

Source: The Statesman

 

 

ই-লাইব্রেরীর মাধ্যমে বিধানসভার সমস্ত তথ্যই মানুষের সামনে তুলে ধরতে হবেঃ মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভার ২ লক্ষ বই ও নানা দলিলের ডিজিটাইজেশন করা হবে। একইসঙ্গে দেশবাসীর পাশাপাশি বিদেশীরাও যাতে এইসব তথ্যের মাধ্যমে সমৃদ্ধ হতে পারেন, সেই চেষ্টা করা হবে। বিধানসভায় প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের শিলান্যাস করার পর বলেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ক্রেডিবিলিটি বজায় রেখে তা সাধারন মানুষের সামনে তুলে ধরা উচিত।

পশ্চিমবঙ্গ সরকারই প্রথম নেতাজী সুভাষ সংক্রান্ত সমস্ত ফাইল জনসমক্ষে আনা হয়। বিধানসভাতেও গনতন্ত্রের ধারা বজায় রাখতে হবে। বিধানসভা গনতন্ত্রের মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা। কলকাতা ও রাজ্য পুলিশের লাইব্রেরী আছে, যা আরও উন্নত করা হবে। বিধানসভার লাইব্রেরীতে যে সতীদাহ প্রথা বিল রাখা আছে তা দেশের সংসদও গ্রহণ করেছে। এগুলিকে ই-লাইব্রেরীর মাধ্যমে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই বিল্ডিং হলে লাইব্রেরীর পরিধিও বাড়বে।

সম্প্রতি লন্ডনে সিস্টার নিবেদিতার বাড়ি হেরিটেজ ঘোষণার সময় আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ব্রিটিশ কাউন্সিলর ডিরেক্টরেটের কাছ থেকে তিনি জানতে পেরেছেন ১ লক্ষ বাংলা বই তারা ইংরাজিতে অনুবাদ করেছেন।

ই-লাইব্রেরী তৈরীতে উচ্চশিক্ষা দপ্তরও সহায়তা করতে পারে। এমনকি বিধানসভার সঙ্গেও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের চুক্তিও করা যেতে পারে। সমস্ত নথির ইংরেজি অনুবাদ করলে তা আন্তর্জাতিক স্তরে সকলেই বুঝতে পারবেন। এজন্য প্রয়োজনে বিধানসভার কর্মী বাড়াতে হবে। বাংলাদেশের সরকার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেও তথ্যের আদান প্রদান করা যেতে পারে। বাংলা ভাষা বিশ্বে পঞ্চম ও এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম।

বিধানসভায় যে বিল্ডিংটি তৈরী হচ্ছে সেখানে থাকবে লাইব্রেরী, অডিটোরিয়াম।

Source: The Statesman