Didi led an anti-CAA protest march in Hills today

Today, Mamata Banerjee led a 4-km-long protest march in Darjeeling hills against the new citizenship law. The rally began at Bhanu Bhakta Bhavan near Mall in Darjeeling and concluded in the Chowkbazar area.. For the last few weeks, Didi has been leading protests across the State against this unconstitutional law.

Several protest marches have been held in Kolkata, led by Mamata Banerjee. Trinamool Chhatra Parishad and Trinamool Mahila Congress have held sit-in demonstrations as well. 

Bangla is the only State to boycott the meeting on NPR called by the Union Government. At the inauguration of the Uttarbanga Utsav too she had said that there will be no NPR and CAA in Bangla. She assured the people that she would guard them 365 days a year.

 

Bengal CM inaugurates Uttar Banga Utsab

The grand Uttar Banga Utsav (North Bengal Festival), organised by the Bengal Government, was inaugurated by Chief Minister Mamata Banerjee today at the Kanchenjunga Stadium in Siliguri.

The festival is a brainchild of the Chief Minister, conceived to promote the rich culture of the region. The North Bengal Development Department is the nodal department for organising the festival.

As a part of the festival, cultural programmes will be arranged for two days in each district of north Bengal.

 

Salient points of her speech

  • Festivals are a celebration of togetherness. Durga Pujo, Kali Pujo, Eid, Christmas, New Year, Nabanna – the list of festivals is endless
  • We will observe Swami Vivekananda’s birthday as Vivek Utsab, Netaji’s birthday as Subhas Utsab
  • Nana bhasha, nana mot, nana poridhan, bibidher majhe dekho milan mohan (we are different but there is unity in diversity)
  • Our Govt will provide all support and cooperation to GTA and development boards for the development of the Hills. Hills will prosper if tourism flourishes
  • A new road project connecting India, Bangladesh, Nepal and Bhutan is being built in north Bengal
  • A new road connecting north and south Bengal will be constructed at a cost of Rs 3000 crore
  • We have started a Safari Park near Siliguri. A big tourism project is coming up at Gajoldoba (which I named Bhorer Aalo)
  • Cooch Behar has been declared as a Heritage Town. An airport is coming up at Malda and Balurghat
  • Airport at Cooch Behar has been developed. Flight operations will start soon
  • We have returned land to farmers at Kawakhali
  • We have done away with khajna tax on agricultural land. We have given compensation to farmers affected by floods
  • We have set up an GoM for the welfare of tea garden workers. We have allocated Rs 100 crore and set up a separate directorate for tea gardens
  • From next year, Jatra performances will also be held during Uttar Banga Utsab
  • North Bengal is not neglected anymore. I visit this region frequently. Hills, rivers and forests – the region is blessed by nature
  • We have set up Rajbongshi Academy as well as Kamtapuri Academy. We have given recognition to Nepali, Urdu, Hindi, Gurmukhi

 

আজ উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

তিন দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বার্ষিক উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করলেন তিনি।

এই অঞ্চলের সংস্কৃতিকে জনসাধারণ এবং পর্যটকদের কাছে তুলে ধরতে এই উৎসবের সূচনা। পুরোটাই মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে হবে এই উৎসব।

উত্তরবঙ্গের প্রতিটি জেলায় দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • উৎসব মানুষকে একত্রিত করে। দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, বড় দিন, নিউ ইয়ার, নবান্ন – উৎসবের কোন শেষ নেই।
  • বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিবেক উৎসব ও নেতাজীর জন্মদিন উপলক্ষে সুভাষ উৎসব পালন করা হবে।
  • নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান।
  • পাহাড়ের উন্নয়নের জন্য জিটিএ এবং বিভিন্ন বোর্ডকে আমাদের সরকার সব রকম সহযোগিতা করবে।
  • বাংলাদেশ, নেপাল, ভুটানের সাথে যোগাযোগের জন্য একটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে।
  • দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গকে সংযুক্ত করার জন্য ৩০০০ কোটি টাকা ব্যয়ে আরও একটি রাস্তা তৈরি করা হচ্ছে।
  • শিলিগুড়ির কাছে একটি নতুন সাফারি পার্ক তৈরি করা হয়েছে। গাজোলডোবায় একটি ট্যুরিজম প্রজেক্ট (যার নাম দিয়েছি ভোরের আলো) চালু হচ্ছে, সেখানে ভবিষ্যতে অনেক পর্যটক আসবেন।
  • কোচবিহার একটি হেরিটেজ টাউন। মালদা ও বালুরঘাটে বিমানবন্দর চালু হচ্ছে।
  • কোচবিহারের বিমানবন্দরের উন্নয়ন করা হয়েছে। শীঘ্রই সেখানে বিমান পরিষেবা শুরু হবে।
  • কাওয়াখালিতে কৃষকদের আমরা জমি ফিরিয়ে দিয়েছি।
  • আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা ক্ষতিপূরণ দিয়েছি।
  • চা বাগানের কর্মীদের উন্নয়নের জন্য একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে। ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। একটি টি ডিরেক্টরেট তৈরি করা হয়েছে।
  • আগামী বছর থেকে উত্তরবঙ্গ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যাত্রাও দেখানো হবে।
  • উত্তরবঙ্গকে আগে গুরুত্ব দেওয়া হত না। এখন আমি প্রায়ই এখানে আসি। উত্তরবঙ্গ এখন সবসময় আমার নজরে আছে। আমি সব সময় এখানকার মানুষের পাশে আছি। এখানে পাহাড়, নদী, জঙ্গল – কি নেই?
  • রাজবংশী আকাদেমি ও কামতাপুরি আকাদেমি গঠন করা হয়েছে। নেপালি, উর্দু, হিন্দি, গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
  • কাজের গতি কখনো থেমে থাকে না। কাজ চলছে, চলবে।