Latest News

April 29, 2016

29 April 2016

মমতার পাশেই জনতা

ষষ্ঠ দফা ভোটের শেষ প্রচারে জননেত্রীকে ঘিরে জনজোয়ারে ভেসে গেল দক্ষিণ কলকাতা। বিরোধীদের যাবতীয় কুৎসা ও অপপ্রচারকে ফুৎকারে উড়িয়ে দিয়ে মহানগরবাসী জানিয়ে দিলেন, রাজ্যের সিংহভাগই রয়েছে মা-মাটি-মানুষের সঙ্গে। ১৮ থেকে ৭৮ সব বয়সের নারী-পুরুষ জননেত্রীর সঙ্গে পা মিলিয়েছিলেন, তেমনই যাদবপুর থেকে গড়িয়াহাট রাস্তার দুপাশে দুপুর থেকে অপেক্ষা করছিলান হাজার হাজার বাসিন্দা।