April 11, 2016
Developments galore in Dakshin Dinajpur

As with the rest of the Trinamool Congress-led West Bengal Government’s initiatives, the district of Dakshin Dinajpur has seen unprecedented development in the last few years. In the last four-and-a-half years, 89% people in the district have been brought under the ambit of various government schemes.
Health and Family Welfare
- Fair-price medicine shops (FPMS) and fair-price diagnostic centres (FPDC) set up at Balurghat District Hospital and Gangarampur Sub-divisional Hospital
- As a result, almost 1.5 lakh people in the district have benefitted to the tune of Rs 2.43 crore
- 2 sick newborn care units (SNCUs) started at Balurghat District Hospital and Gangarampur Sub-divisional Hospital
- Gangarampur and Balurghat multi super-speciality hospitals have started operations
- Critical care unit (CCU) functioning in Balurghat District Hospital and high-dependency unit (HDU) in Gangarampur Sub-divisional Hospital
Education
- Subalchandra Bimala Sundari Government College has been set up at Hili in Dakshin Dinajpur
- College constructed in Kushmandi and classes have begun there
- Six industrial training institutes (ITIs) set up in Tapan, Banshihari, Kumarganj, Kushmandi, Hili and Harirampur
- 66,000 students provided with bicycles under the Sabuj Sathi Scheme
- 8 upper primary schools upgraded to secondary schools and 19 secondary schools to higher secondary
- Mid-day meals being provided in all schools in the district, as a result of which the students are getting good nutrition and the number dropouts has become much less
- Separate toilets created for boys and girls in every school in the district
Agriculture, Land Reforms, Fisheries and Animal Resources Development
- Kisan Credit Cards distributed to almost 100% families dependent on agriculture
- 6 Krishak Bazaars set up in the district; these are at Gangarampur, Hili, Kumarganj, Tapan, Balurghat and Kushmandi
- Under Nijo Griha Nijo Bhumi (NGNB) scheme, more than 5,000 landless people given patta
- Fishery projects worth Rs 30 lakh implemented
- Animal Resources Development Department has distributed nearly 6.5 lakh ducklings and chickens amongst self-help groups
Panchayat and Rural Development
- In the 100 Days’ Work Scheme, Rs 206 crore spent to create 86 lakh man-days
- 268 km of rural roads built
- State government facilitated building of 23,000 houses under Indira Awaas Yojana
- Under Mission Nirmal Bangla, 1.36 lakh toilets have been built
Minorities Development
- More than 2.86 lakh minority students handed out scholarships worth Rs 43 crore
- Rs 51 crore worth of loans have been provided to minority-community youths for purposes of self-employment
- Rs 70 crore spent on multi-sectoral development programmes (MSDP) for the development of minorities
- Karma Tirtha constructed in Saidpur
Backward Classes and Adivasi Development
- About 49,000 students getting scholarships under the Sikshashree Scheme
- About 82,000 SC/ST/OBC Certificates handed over
Women and Child Welfare
- Almost 80,000 girl students brought under the Kanyashree Scheme
Khadya Suraksha and Khadya Sathi
- Foodgrains being procured from farmers at a price higher than the Minimum Support Price (MSP). Hence the farmers are getting good returns for their crops.
- Almost 13 lakh people getting foodgrains at Rs 2 per kg
- Farmers can directly sell their crops at the foodgrain sale centres set up in various blocks and they receive cheques in return
Industry
- 4 clusters have come up for MSMEs, including the handloom cluster in Gangarampur and the wooden mask cluster in Kushmandi
- Rs 2,850 crore worth bank loans provided in the district in the MSME sector
.
PWD and Transport
- 64 projects for roads, bridges, culverts, etc. completed at a cost of Rs 257 crore
- Almost 315 km roads have been completed/improved upon
- Andolan Bridge constructed in Balurghat
Power
- 100 per cent of rural electrification work completed
Irrigation
- 20 km-long irrigation dam constrcuted
- Under the Jal Dharo Jal Bharo Scheme, 700 ponds constructed for enabling fishery projects
Public Health Engineering
- 11 drinking water projects completed
Tourism
- Construction of tourist lodges and tourist centres is nearing completion at various places at a cost of almost Rs 5 crore
- A bird sanctuary and environment conservation project in Angina village and tourist centres in Bhaluka, Gourdighi and Tapan Dighi being set up
Labour
- About 1.25 lakh unorganised workers, 50,000 construction workers and 5,500 transport workers being provided monetary help under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), Building and Other Construction Workers Welfare Act (BOCWA) and West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS) respectively.
- More than 3,000 youths receiving unemployment allowance under the Yuvashree Scheme
Self-Help Groups and Schemes
- About 2,300 self-help groups (SHGs) set up under the Anandadhara Scheme
- Almost 4,500 projects worth Rs 21 crore sanctioned under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa
Urban Development
- The Buniadpur civic body converted into a municipality
- The two municipalities in the district have executed developmental projects worth Rs 91 crore
Information and Broadcasting
- 1,700 folk artistes getting retainer fees and 280 folk artistes getting pensions
Housing
- 3,000 homes built under Gitanjali and other schemes
Youth Affairs and Sports
- Rs 20 lakh provided for building 10 multi-gym centres
- Balurghat Stadium and Gangarampur Stadium renovated at a cost of Rs 50 lakh
- Work for Balurghat Indoor Stadium nearing completion and Buniadpur Stadium being renovated
Police
- Balurghat Women Police Station has come up
The North Bengal Development Department has given shape to many development projects in the district of Dakshin Dinajpur. These include ITIs in Kumarganj and Kushmandi and the Gangarampur Market Complex (1st phase). An academic building in Kumarganj and a bridge over Purnabhaba River are also being constructed.
দক্ষিণ দিনাজপুরে উন্নয়নের ঢেউ
সাড়ে চার বছরে সারা রাজ্যের সাড়ে নয় কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে আট কোটি মানুষের হাতে আমরা কোন না কোন সরকারী পরিষেবার সুবিধা পৌঁছে দিতে পেরেছি। সমগ্র দক্ষিণ দিনাজপুর জুড়ে ব্যপক উন্নয়ন হয়েছে।
জেলার, ব্লকের, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির উন্নয়নে একগুচ্ছ প্রকল্প রূপায়িত হয়েছে ।
স্বাস্থ্য ও পরিবার কল্যান:
- ন্যায্য মূল্যের ওষুধের দোকান বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালে চালু হয়ে গেছে।
- জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে প্রায় দেড় লক্ষ মানুষ ২ কোটি ৪৩ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
- ২টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র বালুরঘাট জেলা হাসপাতালে ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চালু হয়ে গেছে।
- বালুরঘাট জেলা হাসপাতালে ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।
- জেলায় মোট ৬টি SNSU:-হিলি,তপন,হরিরামপুর,গঙ্গারামপুর,কুশমাণ্ডি ও রসিদপুরে চালু হয়ে গেছে।
- গঙ্গারামপুর ও বালুরঘাট মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে গেছে।
- CCU বালুরঘাট জেলা হাসপাতালে চালু হয়ে গেছে।
- গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে HDU চালু হয়ে গেছে।
- আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ওপিডি বিল্ডিং-এর ভার্টিক্যাল এক্সটেনশনের কাজ সম্পন্ন হয়েছে।
শিক্ষা:
- হিলিতে সুবলচন্দ্র বিমলা সুন্দরী গর্ভনমেন্ট কলেজ গড়ে তোলা হয়েছে।
- ৬টি নতুন আইটিআই নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এগুলি নির্মিত হয়েছে:- তপন, বংশীহারী, কুমারগঞ্জ, কুশমন্ডী, হিলি ও
- হরিরামপুরে।
- গঙ্গারামপুরে পলিটেকনিক কলেজ তৈরি হয়ে গেছে। নতুন পলিটেকনিক স্থাপনের জন্য হিলিতে কাজ শেষের পথে।
- এই জেলায় ৬৬ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
- বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ২১৩টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
- পাশাপাশি ৮টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিক স্তরে, এবং ১৯টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে।
- সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
- প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।
কৃষি,ভূমি সংস্কার, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ :-
- প্রায় ১০০% কৃষিজিবী পরিবারের হাতে ঔইই তুলে দেওয়া হয়েছে।
- এই জেলার ৬টি কিষান মান্ডি নির্মানের কাজ সম্পূর্ণ হয়েছে। এগুলি নির্মিত হয়েছে:- গঙ্গারামপুর, হিলি, কুমারগঞ্জ, তপন, বালুরঘাট ও কুশমন্ডী।
- বংশীহারী ও হরিরামপুরে কিষান মান্ডি নির্মানের কাজ চলছে।
- ৫ হাজারেরও বেশি ভূমিহীন মানুষকে এন.জি.এন.বি. পাট্টা দেওয়া হয়েছে।
- এই জেলায় প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে বড় জলাশয়ে মাছের চাষ সহ মাছের পুষ্টি যোগান প্রকল্পের ফলে মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
- জেলায় প্রাণী সম্পদ উন্নয়ণ দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় সাড়ে ৬ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন :-
- ১০০ দিনের কাজে ২০৬ কোটি টাকা ব্যয় করে ৮৬ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরও অতিরিক্ত ৮৩ কোটি টাকা খরচ হবে।
- গ্রামীণ সড়ক যোজনায় ২৬৮ কি. মি. রাস্তা নির্মিত হয়ে গেছে। আরও ৩২ কি.মি. রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
- গত সাড়ে ৪ বছরে জেলায় ২৩ হাজারটি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও প্রায় ৫ হাজারটি ঘর নির্মিত হয়ে যাবে।
- জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে ১ লক্ষ ৩৬ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে।
সংখ্যালঘু উন্নয়ন :-
- বিগত সাড়ে ৪ বছরে, ২ লক্ষ ৮৬ হাজারেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৪৩ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও ৫৯ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
- এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ৫১ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে। আরও ৯ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
- MSDP- তে ৭০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।
- সইদপুরে কর্মতীর্থ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। কুশমান্ডি, কুমারগঞ্জ, হরিরামপুর, তপন ও গঙ্গারামপুরে কর্মতীর্থ নির্মাণের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন:
- শিক্ষাশ্রী প্রকল্পে প্রায় ৪৯ হাজার ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে। আরও প্রায় ২৯ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভুক্ত হতে চলেছে।
- বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৮২ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।
নারী ও শিশু উন্নয়ন :
দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ৮০ হাজার ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।
খাদ্য সুরক্ষা কর্মসূচী–খাদ্যসাথী প্রকল্প :
- আমরা রাজ্যের মানুষের জন্যে খাদ্যের যোগান সুনিশ্চিত করেছি। রাজ্যের ৮ কোটিরও বেশি মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন। এবং আরও ৫০ লক্ষ মানুষ বাজার দরের অর্দ্ধেক দামে খাদ্যশস্য পাচ্ছেন।
- জেলায় প্রায় ১৩ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।
শিল্প:
- ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ৪টি ক্লাস্টার গড়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গঙ্গারামপুরে হ্যান্ডলুম ক্লাস্টার ও কুশমান্ডিতে কাঠের মুখোশ তৈরীর ক্লাস্টার।
- ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ২৮৫০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ১৮৭ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।
পূর্ত :-
- বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ৮৭টি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৬৪টি প্রকল্পের কাজ প্রায় ২৫৭ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।
- প্রায় ৩১৫ কিমি রাস্তা নির্মাণ/উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ কাজগুলি হল :- ১৩ কোটি টাকা ব্যয়ে শিবপুর-মহীপালদিঘী রাস্তা; ১৫ কোটি টাকা ব্যয়ে ফুলবাড়ি-কুমারগঞ্জ রাস্তা, ১০ কোটি টাকা ব্যয়ে হরিরামপুর- ধুমসাদিঘী রাস্তা প্রভৃতি।
- বালুরঘাট শহরে ডাঙা খাঁড়ির উপর পি .ডব্লিউ. ডি দপ্তর নতুন ব্রীজ নির্মাণের কাজ সম্পন্ন করেছে। এর নাম রাখা হয়েছে আন্দোলন সেতু।
বিদ্যুৎঃ
দক্ষিণ দিনাজপুর জেলায় ১০০ শতাংশ গ্রমীণ বিদ্যুতায়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
সেচ :
- দক্ষিণ দিনাজপুর জেলায় ২০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
- জল ধরো জল ভরোঞ্চ প্রকল্পে দক্ষিণ দিনাজপুর জেলায় ৭০০টি পুকুর কাটা হয়েছে, যাতে মাছ চাষ হচ্ছে।
- দক্ষিণ দিনাজপুর জেলায় ২০১৩-১৪ অর্থ বর্ষ থেকে আদমি প্রকল্পটি রূপায়িত হচ্ছে।
জনস্বাস্থ্য কারিগরী :-
- বিগত সাড়ে চার বছরে ২০ কোটি টাকা ব্যয়ে ৩১টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ১১টির কাজ সমাপ্ত হয়েছে। প্রায় দেড় লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছে।
- আগামী বছর মে মাসের মধ্যে আরও ৮টি জলপ্রকল্পের কাজ শেষ হতে চলেছে।
পর্যটন:-
প্রায় ৫ কোটি টাকা বরাদ্দের গঙ্গারামপুর টুরিস্ট লজ, মহিপালদিঘী টুরিষ্ট সেন্টার, গৌড়দিঘী টুরিস্ট সেন্টার এবং তপন দিঘী টুরিস্ট সেন্টার উন্নয়নের কাজ প্রায় শেষের মুখে।
শ্রম :
- SASPFUW প্রকল্পে অদ্যাবধি প্রায় ১ লক্ষ ২৫ হাজার অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছেন।
- BOCWA প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার নির্মান কর্মী নথিভুক্ত হয়েছেন।
- অনুরূপভাবে, WBTWSSS প্রকল্পে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।
- ‘যুবশ্রী’ প্রকল্পে তিন হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।
স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী :-
- আনন্দধারা প্রকল্পে ২৩০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ১৪০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
- ১০টি কর্মতীর্থ তৈরী হচ্ছে, এর মধ্যে ৩টির কাজ শেষ হয়েছে।
- বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে প্রায় সাড়ে ৪ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ২১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
পুর ও নগরোন্নয়নঃ
- দক্ষিণ দিনাজপুর জেলায় বুনিয়াদপুর নতুন খয়শভদভসতরভঢ়ঁ রূপে আত্মপ্রকাশ করেছে।
- জেলার ২টি মিউনিসিপালিটি প্রায় ৯১ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ১৯০০টি বাসস্থান নির্মিত হয়েছে।
তথ্য ও সংস্কৃতি:
বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ১৭০০ লোকশিল্পী রিটেনার ফি ও ২৮০ জন পেনশন পাচ্ছেন। আরও ৪০০ লোকশিল্পী রিটেনার ফি ও ৩০ জন লোকশিল্পী পেনশন পেতে চলেছেন।
আবাসন :
দক্ষিণ দিনাজপুর জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ৪২০০টি বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে ৩ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকী বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।
ক্রীড়া ও যুব কল্যাণ :
- ক্রীড়ার মান উন্নয়নে মোট ১৫৩টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।
- জেলায় ১০টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ২০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
- দক্ষিণ দিনাজপুর জেলায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে বালুরঘাট ও গঙ্গারামপুর স্টেডিয়ামকে নবরূপে সুুসজ্জিত করা হয়েছে।
- বালুরঘাটে ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের কাজ শেষের পথে।
- বুনিয়াদপুরে স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে।
স্বরাষ্ট্র :-
দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন থানা হিসাবে বালুরঘাট মহিলা থানা স্থাপন করা হয়েছে।
উত্তরবঙ্গ উন্নয়ন :-
দক্ষিণ দিনাজপুর জেলায় উত্তরবঙ্গ উন্নয়ণ দপ্তর বিভিন্ন উন্নয়নমূলক কাজের রূপায়ণ করেছে। এর মধ্যে অন্যতম হল :-
- ৬.৩৪ কোটি টাকা ব্যয়ে কুমারগঞ্জ আই.টি.আই ভবন নির্মাণ।
- ৫.৮৬ কোটি টাকা ব্যয়ে কুশমান্ডি আই.টি.আই ভবন নির্মাণ।
- ১.৯০ কোটি টাকা ব্যয়ে গঙ্গারামপুর মার্কেট কমপ্লেক্স (প্রথম পর্যায়) নির্মাণ।
এরই সাথে সাথে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে কুমারগঞ্জে অ্যাকাডেমি ভবন নির্মাণ ও ১২ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে পুর্ণভবা নদীর উপর বালিপুকুর ঘাটে ব্রীজ নির্মাণের কাজ চলছে।