Latest News

July 24, 2015

24 July 2015

মানুষের মহাসাগরে মমতা

১৬-য় ইতিহাস গড়বে মা-মাটি-মানুষ

তৃণমূল কংগ্রেস মানুষকে সঙ্গে নিয়ে একা লড়বে। মর্যাদার সাথে লড়বে। মাথা উঁচু করে লড়বে। কারও দয়া-ভিক্ষা চাইনা। দয়া চাই শুধু মানুষের। তাদের দোয়া – আশীর্বাদ চাই। সিপিএম মনে রাখবে তোমাদের যা ছিল , তাও যাবে। তৃণমূল বিজেপির কাছে মাথা নত করেনি, করবেও না।