Latest News

July 17, 2015

17 July 2015

বিশ্বকে পথ দেখাল বাংলা 

ঐতিহাসিক সাফল্যের সঙ্গে শততম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। উন্নয়নের লক্ষে সারা পৃথিবীতে এমন কর্মসূচী নজিরবিহিন। কাজ কিভাবে করতে হয় দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পৃথিবীতে উইমেন এম্পাওয়ারমেনট বলে একটা কথা চালু আছে। এই বাংলাতেই তার সুচনা হয়েছিল। নারী শিক্ষার শুরু এই বাংলাতেই। লন্ডন সফরে শিক্ষা কশেত্রে মউ স্বাক্ষরিত হবে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সাথে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলির যোগাযোগ আরও বাড়বে।