Latest News

April 16, 2016

15 April 2016

নববর্ষে নবজাগরণের শপথ

বাংলা জুড়ে গণতন্ত্রের উতসব, মা-মাটি-মানুষকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

কারা গণতন্ত্রের কথা বলছে যারা ৫৫ হাজার মানুষকে খুন করেছে? ধানতলা, বানতলা, সিঙ্গুর, মরিচঝাঁপি, সাঁইবাড়ি, নেতাই করেছে। গণতন্ত্র তো আমরাই ফিরিয়েছি। কারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে? যারা ধর্ম মানে না, তারা? সিপিএম-কংগ্রেস-বিজেপিকে মানুষ রাজনৈতিকভাবে কবরে পাঠাবে। জয় হবে মা-মাটি-মানুষের।