সাম্প্রতিক খবর

মার্চ ৭, ২০১৯

‘যুবশ্রী ২ অর্পণ’ - যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে নতুন প্রকল্প

‘যুবশ্রী ২ অর্পণ’ - যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে নতুন প্রকল্প

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে এক নতুন স্বনিযুক্তি প্রকল্প ‘যুবশ্রী ২ অর্পণ’ এর শুভ সূচনা হল। গতকাল হাওড়ায় একটি জনসভায় এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকার প্রতি বছর রাজ্যের ৫০,০০০ যুবক-যুবতীদের শিল্পোদ্যোগ ও ব্যবসার জন্য এই স্বনিযুক্তি প্রকল্পের অধীনে মাথাপিছু ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

প্রকল্পের বৈশিষ্ট্যঃ

১৮-৪৫ বছরের যুবক-যুবতী যারা অন্তত অষ্টম শ্রেণী পাশ এবং যাদের পরিবারের বার্ষিক আয় ৮ লাখ টাকার মধ্যে তারা এই প্রকল্পের জন্য বিবেচিত হবেন।

রাজ্যের যুবক-যুবতী যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নিজেদের নাম নথিভুক্ত করেছেন অথবা আই.টি.আই বা এই ধরনের কারিগরী শিক্ষা গ্রহণ করেছেন তারা অগ্রাধিকার পাবেন

এই প্রকল্পের অধীনে সহায়তার জন্য ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর প্রতি বছর ৫০,০০০ রাজ্যের যুবক-যুবতীকে বাছাই করবে

মাথাপিছু ১ লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে

উৎপাদনমূলক, পরিষেবামূলক এবং নতুন ব্যবসা সহ যে কোন স্বনিযুক্তি প্রকল্প এই প্রকল্পের অধীনে সহায়তা প্রদানের ক্ষেত্রে বিবেচিত হবে

এই প্রকল্পটি ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বাস্তবায়ন করা হবে