মার্চ ২৮, ২০১৯
দেশকে ভাগ হতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে ‘হোলি মিলন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে সম্প্রীতির বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তিনি কোনওদিনও দেশকে ভাগ হতে দেবেন না।
ওনার বক্তব্যের কিছু অংশ:
হোলি এমন একটা উৎসব যেখানে সব ধর্মের মানুষ অংশ নেয়
নবরাত্রির সময় ডান্ডিয়া উৎসবে অংশগ্রহণ করেছি
আমরা ছট পুজো, হলি, দোল, দিওয়ালি, কালি পুজো সবেতেই ছুটি দেয় আমাদের সরকার
সবাইকে সম্মান দেওয়াই আমাদের পরম্পরা, আমরা সব ধর্মকে সমান ভাবে শ্রদ্ধা করি এবং সব ধর্মের উতসব পালন করি, উৎসব সবার জন্য
ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভাগাভাগি এর আগে কখনো দেখিনি
বাংলায় সব ধর্মের মানুষ বসবাস করে এবং অন্যান্য রাজ্যের তুলনায় তারা বাংলায় অনেক ভালোভাবে আছেন
কিছু লোক বাইরে থেকে মিথ্যে কথা বলছে যে বাংলায় দুর্গাপুজো হয় না। বাংলায় সব পুজো হয়। সব ঘরে ঘরে, আমরা সব দেবতার পুজো করি।
কেউ কেউ বাংলাকে অশান্ত করতে চাইছে, পুজো বন্ধ করতে চাইছে
হিন্দু ধর্ম সবচেয়ে বড় ধর্ম, যাঁর পথপ্রদর্শক শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ
এখানে সহিষ্ণুতা আছে বলেই বাইরের রাজ্যের মানুষরা এখানে ভালোভাবে থাকতে পারছেন
সকল ধর্মীয় উৎসব উপলক্ষে আমরা ছুটি দেওয়া হয়, কারণ আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি
কখনও আমি মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করিনি
আপনারা রামের নাম করে নির্বাচন করেন অথচ ৫ বছরে একটা রাম মন্দির বানাতে পারলেন না
আমরা ভোটের রাজনীতি করি না, আমরা রাম রহিম সবার সাথেই আছি
সব ধর্মের মানুষ একসাথে এক পরিবারের মতো
আমাদের সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকতে হবে
দেশ টুকরো করলে দেশ তৈরি হয় না
আমি জীবন দিতে রাজি আছি কিন্তু দেশ ভাগ হতে দেব না, কিন্তু নিজের মানুষদের ভাগ হতে দেব না
সবাইকে একসাথে নিয়ে চলাই আমাদের কাজ, যে দেশের সবাইকে ভালবাসে সেই দেশের নেতা, তাকে সবাই ভালোবাসে
নোটবাতিল আমরা সমর্থন করি না, সেদিন ৪৫ মিনিটের মধ্যে আমি বলেছিলাম এটা ঠিক নয়, মানুষ বেকার হয়েছে, নোটবন্দি নিয়ে তদন্ত করব
জিএসটি এমন করেছে যে মানুষের ব্যবসা নষ্ট হয়ে গেছে; আমরা এর রিভিউ করব যাতে শিল্প, কৃষক, যুব এরা সমস্যায় না পড়ে
২ কোটি মানুষ বেকার হয়েছে মাত্র ১ বছরে আর বাংলায় ৪০% কর্মসংস্থান করেছি
আমরা মন থেকে কাজ করি, ভোটের জন্য নয়।
আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিই না ,আমরা করে দেখাই। ওরা যা বলে কাজে করে না, আর নির্বাচনের সময় বাহানা করে
প্রধানমন্ত্রী জুমলায় বিশ্বাসী। কাল বলল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, কি বলবে বুঝতেই পারছিলাম না, ভাবলাম ঝড় আসবে, যখন আসল খবর বেরোল, দেখলাম ‘ফাঁকা কলসির আওয়াজ বেশী’
A-SAT হল বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফল।
বিজেপিকে দেখুন, প্রত্যেক নেতারা চৌকিদার হচ্ছে। আমরা আসল চৌকিদারদের সম্মান করি।
ধর্ম মানে মানবতা। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন বাংলাকে ভাগ হতে দেব না। দেশ ভাঙতে দেব না।